এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিজন সেতুর উপর আনন্দমার্গি সন্ন্যাসী হত্যা ১৯৮২,৩০শে এপরিল: আজকের রাজনৈতিক আবহে দাড়িয়ে ফিরে দেখা।।।।

    kanti
    অন্যান্য | ১৯ এপ্রিল ২০০৯ | ৫০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.117.212.59 | ১২ মে ২০০৯ ১৬:০০412264
  • আনন্দমার্গীদের কার্যকলাপ পরিষ্কার নয়। পুরুলিয়ার ঘটনাতে তা বোঝা যায়। কিন্তু তার জন্য পুলিশ, সিবিআই, কোর্ট আছে। তার উত্তর বিজন সেতুর ওপর আনন্দমার্গীদের খুন করা নয়। এ ব্যাপারে রাজ্য সরকার মোটেই অপদার্থতা দেখায়নি, তাদের অ্যাকটিভ সমর্থনে ঘটনাটা ঘটেছে। আশা করি একদিন এর পুরো বিচার হবে।

    এমার্জেন্সীর সময়ে ইন্দিরা গান্ধী আনন্দমার্গকেও ব্যান করেন।
  • saikat | 116.203.188.7 | ৩০ এপ্রিল ২০১১ ২১:৫৫412267
  • মোটামুটি লেখাটাতে যা আছে সেটাই শুনলাম চ্যানেল ১০-এর অনুষ্ঠানে - শের সিং, গঙ্গাধর ভট্টাচার্য, তদন্ত কমিটি ৬ সপ্তাহের মধ্যে গুটিয়ে ফেলা ইত্যাদি ....

    প্রতিদিনের লেখাটায় যে ইংরেজী দৈনিকের উল্লেখ আছে, সেটা statesman

    তবে অবশ্যই পরিষ্কার হোল না, দু পক্ষের দ্বন্দের কারণের ব্যাপারে। দু পক্ষই নিজেদের মত করে গরীব মানুষের "ভাল" চায়, সেই ideological তফাৎ-ই কী কারণ? জানা নেই।
  • dri | 117.194.232.31 | ৩০ এপ্রিল ২০১১ ২২:২০412268
  • এটাই তো কায়দা। হইচই তো এমনি এমনি হয় না। হইচই করাতে হয়।

    গতবছরের টাইম্‌স অফ ইন্ডিয়ার রিপোর্টটা দেখুন কি রকম সাবডিউড।

    ...Kim Davy alias Niels Nielsen Holck has alleged that Indian authorities knew in advance about the drop in West Bengal.

    ব্যাস ঐ একটি লাইন। পরের লাইনেই ইন্ডিয়ার অস্বীকার। এমন ভাবে নিউজটা প্রেজেন্টেড যেন কিম ডেভি ঢপ মারছে এক্সট্র্যাডিশান আটকানোর জন্য। অন্তত ইন্ডিয়ান রীডার তাই ভাববে।

    কিন্তু এবারের পোট্রেয়াল একদম অন্য। বারে বারে টিভিতে ফুটেজে দেখানো হচ্ছে করুণ কিমের মুখ। বক্তব্যের সাথে কলকাতার রাস্তায় দারিদ্রের চিহ্ন সুন্দর করে এডিট করে বসানো। আনন্দমার্গী ভক্তদের নৃত্যগীত। পুরো প্রেজেন্টেশানে ভারত সরকারকে সন্দেহের চোখে রাখা।

    একই নিউজ। কিন্তু ওভারটোন সম্পুর্ণ আলাদা। এতেই পাবলিক ওপিনিয়ান বদলে যায়।

    ইন ফ্যাক্ট, এই কথা কিম ডেভি সেই ১৯৯৭ সাল থেকেই বলছে। আউটলুক না কি একটা ম্যাগাজিনে বেরিয়েছিল।
  • pi | 72.83.97.171 | ৩০ এপ্রিল ২০১১ ২২:২৫412269
  • এর আগে কিম ডেভি থাইল্যান্ডের গল্প ও দিয়েছিলেন কিন্তু।
  • dri | 117.194.232.31 | ৩০ এপ্রিল ২০১১ ২২:২৯412270
  • কিম ডেভি বলেছে যে এম আই ফাইভ র'কে এটা আগেই জানিয়েছিল।

    Kim: This is a well published fact go to their webpage and you will see the exact date when MI5 conferred this whole matter to RAW. It is a matter of public knowledge that this coordination was taking place

    আমি কিন্তু এম আই ফাইভের ওয়েবসাইটে এটা খুঁজে পেলাম না। টাইমস নাও বা অন্য কোন মিডিয়াকেও দেখলাম না খোঁজার চেষ্টা করতে। তারা শুধু সেন্সেশানালাইজ করতেই ব্যস্ত। এই হল এম আই ফাইভের ওয়েবসাইট। https://www.mi5.gov.uk/। দেখুন তো খুঁজে পান কিনা।
  • dri | 117.194.232.31 | ৩০ এপ্রিল ২০১১ ২২:৫৮412271
  • তবে সৈকতের কথা এক্কেবারে ঠিক। সিপিএমের সাথে আনন্দমার্গীদের ক্ল্যাশ অফ ইন্টারেস্টটা আমার কাছে একটা মিস্ট্রি। ঐ ছেলেধরা ফরা একটি আইওয়াশ। এমন কিছু একটা কারণ আছে যেটা ওরা পাবলিককে স্পষ্ট করে বলতে চায় না। তাই ঐ ঢপের ছেলেধরার গপ্পো দেয়।

    এবং মজার ব্যাপার হল, কংগ্রেসের সাথেও আনন্দমার্গীদের ক্ল্যাশ ছিল। ইন্দিরা গান্ধী আনন্দমার্গীর প্রতিষ্ঠাতা প্রভাত রঞ্জন সরকারকে জেলে পুরেছিলেন। এবং নাকি বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন।

    আবার আনন্দমার্গীরাও বেশ রহস্যজনক অর্গানাইজেশান। ওরা অনেক স্কুল চালায়। কিন্তু সেগুলো ঠিক রামকৃষ্ণমিশনের মত মেইনস্ট্রীম না। ওখানে কারা পড়ে? কারো পরিচিত কি ওখানে পড়েছে? তবে খুব ওয়েল ফান্ডেড অর্গানাইজেশান। ওদের নিউ ইয়র্ক, জার্মানী, অস্ট্রেলিয়া, ব্রাজিল, তাইপেই, কেনিয়া, লেবানন ইত্যাদি জায়গায় অফিস আছে। কারা এত চাঁদা দেয়? নিশ্চয়ই বিদেশী ফান্ডিং আছে।

    আর ওদের এমব্লেমটাও খুব ইন্টারেস্টিং। একটা ছকোনা স্টার অফ ডেভিড (ইজরায়েলের মত) আছে, একটা সোয়াস্তিকাও আছে (নাৎসীদের মত), আবার একটা রাইজিং সানও আছে (সোভিয়েৎ কোট অফ আর্মসের মত)।
  • dri | 117.194.232.31 | ৩০ এপ্রিল ২০১১ ২৩:১৭412273
  • তবে কিম ডেভির ইন্টারভিউ থেকে এটা খুব ক্লিয়ার যে ওকে খুব পাওয়ারফুল লোকেরা প্রোটেক্ট করে। যার বিরুদ্ধে একটা দেশের ওপর যুদ্ধ ঘোষনার অ্যাকিউজেশান, যার এগেনস্টে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি, তাকে স্টুডিওতে এনে এত শান্তভাবে ইন্টারভিউ করাচ্ছে মিডিয়া, নিখুঁতভাবে এডিট করে তুলে ধরতে চাইছে তার একটি ভাজা মাছ উলটে না খেতে পারা একটি ইমেজ, এককথায় অবিশ্বাস্য।
  • dri | 117.194.232.31 | ৩০ এপ্রিল ২০১১ ২৩:২৮412274
  • কংগ্রেস সরকার, যারা নিজেরাই আনন্দমার্গীদের বিশেষ পছন্দ করে না, তারা তাদের আর্ম করার চেষ্টা করবে, এটা ঠিক খাপে খাপে মেলে না। আবার ওদিকে র‌্যাডার বন্ধ ছিল অলমোস্ট সার্টেনলি মীনস ভারত সরকার জানত।

    রহস্য আছে।
  • dri | 117.194.232.31 | ৩০ এপ্রিল ২০১১ ২৩:৪৭412275
  • পুরুলিয়া আর্মস কেসের যে রায় বেরিয়েছিল সেই পিডিএফ আছে এইখানে। http://cbi.nic.in/dop/judgements/padc.pdf। এর ৩৪ পাতায় আছে

    Prosecution also tried to establish that accused persons like Kim Davy, Acharya
    Surajnanada Abadhoot, Acharya Jagodishwarananda Abadhoot, Acharya Tadbhavananda Abadhoot,
    Acharya Saileshwarananda Abadhoot and B. Rameshan were involved in the present deal and those
    persons have been chargesheeted and they are absconding. But no sufficient evidence could be adduced
    from the side of the prosecution to link up the Anandamarg organisation as a whole with regard to the
    present matter and on such evidence so adduced before this Court it will be too much to hold that all the
    members of Anandamarg were involved in the commission of the offence.


    অর্থাৎ কোর্ট বলতে চাইছে যে আনন্দমার্গীদের জন্য অস্ত্র ছিল একথা কোর্টে রাখা এভিডেন্সের ভিত্তিতে কনক্লুড করা যায় না।

    কিন্তু অস্ত্রগুলো কারো না কারো জন্য ডেফিনিটলি ছিল। এবং মোস্ট প্রবাবলি ভারত সরকার সে কথা জানত।
  • dri | 117.194.232.31 | ০১ মে ২০১১ ০০:০১412276
  • পুরুলিয়া কান্ডের কোর্টের রায়ের ৩ নম্বর পাতায় আছে

    The wooden boxes containing the articles bore the seal of “
    COMMANDANT CAD RAJENDRAPUR CANTT, BANGLADESH” and different other writings.


    কে বলতে পারে, অস্ত্রগুলোর ডেস্টিনেশান হয়ত ছিল বাংলাদেশ! যে ডিসেম্বরে অস্ত্রবর্ষণ হয়েছিল তার পরের ফেব্রুয়ারী বা মার্চে বাংলাদেশেও ইলেকশান ছিল।

    অনেক রকম সম্ভাবনাই আছে।
  • Paramita | 122.172.41.174 | ০১ মে ২০১১ ১৪:২৩412277
  • আমি তিন বা চার বছর বয়সে আনন্দ মার্গ ইশকুলে ভর্তি হয়েছিলাম। ভীষণ ভালোবাসতাম স্কুলে যেতে, আমার পরিষ্কার স্মৃতি আছে ওখানে যিনি হেড মাস্টার মশাই ছিলেন আমাদের দুটো গান শিখিয়েছিলেন "দাঁড়াও আমার আঁখির আগে" আর "তোমার পূজার ছলে।" ঐ অঞ্চলে অনেক বাবা মাই আনন্দ মার্গ স্কুল ও তার শিক্ষকদের বিশেষ পছন্দ করতেন। কালো স্কার্ট ও লাল শার্ট ছিল স্কুলের ইউনিফর্ম। হেড মাস্টারমশাইকে আমি খুব ভালোবাসতাম, ওনার গান শুনতে চাইতাম। একদিন শুনলাম, স্কুল বন্ধ হয়ে গেছে। খুব কান্নাকাটি করলাম। আরো শুনলাম মাস্টারমশাই-কে ওখানেই খুন করা হয়েছে। ঐ স্কুল সন্ধের পর নাকি "অ্যান্টি সোশালদের" আস্তানা। কিভাবে মারা হয়েছিল তার গ্রাফিক বিবরণও কেউ বলেছিল আমার সামনেই। তোমার পূজার ছলে গানটা শুনলে এখনো মাস্টারমশাই-এর সাদা শার্টটা মনে পড়ে। আমার মা লোকাল স্কুলে পড়াতেন, সেই সুবাদে আলাপ ছিলো ভালোই। রেলব্রিজের ওপর কদিন আগে উনি মাকে বলেছিলেন, আপনার সঙ্গে কিছু দরকারী কথা আছে। কি বলতে চেয়েছিলেন কে জানে? মা বারবার বলতো পরে, কেন যে তাড়া ছিল বলে সেদিন শুনি নি। নাম কি ছিল ওনার? মনে নেই। মাকে জিগেস করব, যদি মনে থাকে।
  • Paramita | 122.172.41.174 | ০১ মে ২০১১ ১৪:৩০412278
  • শঙ্খ আমার মামাতো ভাই। ওর খুব ভালো স্ট্যাম্পের কালেকশান ছিল। যোধপুর পার্কে ওদের বাড়ির পাশে আনন্দামার্গের অফিস ছিল। সেটা যিনি চালাতেন, তাঁর কাছ থেকে যে ও কত দেশ বিদেশের স্ট্যাম্প যোগাড় করেছে তার ইয়ত্তা নেই। ওঁরা প্রচুর চিঠি পেতেন, দ্রি-এর লেখায় বিভিন্ন দেশ থেকে ফান্ডিং-এর কথা পড়ে শঙ্খর স্ট্যাম্প অ্যালবামের কথা মনে পড়ে গেল।

  • Mmu | 93.9.77.229 | ০১ মে ২০১১ ১৭:৩৯412279
  • samikaapanikothaay
  • jayanta | 14.99.224.134 | ০১ মে ২০১১ ২১:০৯412280
  • "উক্ত হত্যাকান্ডের মূল কারন একটি জমির দখল নিয়ে ঝামেলা। "

    http://www.facebook.com/notes/bengal-politics/%E0%A7%A7%E0%A7%AF%E0%A7%AE%E0%A7%A8-%E0%A7%A9%E0%A7%A6-%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE/206010319431458
  • Biplab Pal | 72.81.226.222 | ০১ মে ২০১১ ২১:১৭412281
  • ভোটের বাজারের সিপিএম জমানার সব থেকে কুখ্যাততম হত্যাকান্ড-বিজন সেতুর কাছে আনন্দমার্গী সন্ন্যাসীদের হত্যা
    নিয়ে বাজার আবার উত্তাল হচ্ছে। বা ভোটের বাজারে ফয়দা নিতে মিডিয়া সেটা উস্কে দিচ্ছে। কিন্ত তলিয়ে যাচ্ছে কিছু
    আসল সত্য।

    আমি আনন্দমার্গী সহ কোন ধর্মীয় প্রতিষ্ঠানকেই ভাল চোখে দেখি না-এবং মনে করি এগুলো মানুষকে বিপথে চালনা
    করে। আমার সাথে অনেকেই এই ব্যাপারে দ্বিমত হবেন। তাতেও আমার আপত্তি নেই।

    প্রশ্ন হচ্ছে সিপিএম কিছু আনন্দমার্গীকে হত্যা করেছে এই ভাবে কি ব্যাপারটাকে দেখব?

    মিডিয়া যেভাবে দেখছে, সেই ভাবে ভাবলে অতি সরলীকরন হবে।

    উক্ত হত্যাকান্ডের মূল কারন একটি জমির দখল নিয়ে ঝামেলা। এবং সিপিএম যেহেতু ক্ষমতায়, তারা কোর্টের ওপর
    ভরসা না রেখে, নিজেরাই সন্ন্যাসীদের হত্যা করার সিদ্ধান্ত নেয়।

    দক্ষিন এশিয়াতে রাজনৈতিক হত্ত্যাকান্ডের মূল কারন মাথা পিছু অতি অল্প জমি। এটা নিয়ে বিদেশেও অনেক গবেষনা হয়েছে
    কেন বাংলাদেশ, পাকিস্তানে এবং ভারতে এত রাজনৈতিক হত্যা বা দাঙ্গা হয়। দেখা গেছে ৮০% কারন জমির দখল নিয়ে।
    গুজরাটে মুসলিম নিধনের পেছনেও ছিল একই কারন-আহমেদাবাদ সহ অনেক জায়গা থেকে মুসলিমরা যদি জলের
    দামে জমি ছেরে দেয়। বাংলাদেশে হিন্দুরা একই কারনে মার খায়। যতে তারা জমি সস্তায় ছেরে দিয়ে বাধ্য হয়। ধর্ম
    বা রাজনৈতিক মতবাদ এখানে মুখোশ-আসল মুখ জমির ব্যাবসা।

    এই পর্যন্ত ঠিক ছিল। সিপিএম , বিজেপি, বি এন পি- সবœÑই সমস্যা হল, জমির এই ব্যাবসা থেকে যারা লাভ করে, তারাই
    পার্টিগুলোকে বকলমে চালায়। সিপিএমকে ব্যাতিক্রম ভাবার কোন কারন নেই। এখানে নেতারা সরাসরি টাকা নেন না-কিন্ত
    তাদের এন জি ও সহ আরো অনেক ভাবেই এই সব ব্যাবসায়িদের সাথে তারা জড়িয়েছেন। ব্যাবসায়ীদের সাথে জড়ালে একটা
    বামপার্টির দক্ষিনপন্থী হতে বেশী সময় লাগে না। সিপিএম ও ঠিক তাই হয়ে গেছে। ফলে এই হত্যাকান্ড নিয়ে তাদের অনুশোচনা
    নেই-বরং অনেক কমরেডই গর্ববোধ করে-দেখ আমাদের কত ক্ষমতা দেখিয়েছি বিজন সেতুতে!

    কমরেডরা ভুলে গেছেন চে এর অমোঘ বানী-বামপন্থী বিপ্লবীদের একটাই পরিচয় থাকে। সেটা হচ্ছে মানুষের প্রতি নিখাদ
    ভালোবাসা। সেটা চলে গেলে লেনিনের বিষ্ঠা ঘেঁটে বামপন্থা হয় না।

    আমার প্রশ্ন হচ্ছে ১৩ ই মে ভোটে হারার পর সিপিএমের নেতা মন্ত্রীদের কারা বাঁচাবে? কেন্দ্র বা রাজ্যে কোথাও তাদের ক্ষমতা
    না থাকলে, তারা যখন গণধোলাই খাবে-এবং তৃণমূলের লোকেরা বলবে-বেশ হচ্ছে। পাপের শাস্তি হচ্ছে। ঘৃণা এবং
    রাজনীতিটা সিপিএম এমন জায়গায় নিয়ে গেছে- কালকে ক্ষমতাহীন অবস্থায় বুদ্ধ যদি যাদবপুরে পিটুনি খায় রাজ্যের ৫০%
    এর বেশী লোক হাততালি দেবে।

    ঘৃণা এবং হত্যাকান্ডের মদত দিলে, তা নিজেদের দিকেই ফিরে আসে। এটা ইতিহাসের শিক্ষা।
    সিপিএমের সেই শিক্ষালাভের দিন সমাগত।
  • dri | 117.194.231.99 | ০১ মে ২০১১ ২১:৪৯412282
  • কোন জমি? কত বড় জমি? কার কার ক্লেইম ছিল সেই জমির ওপর?

    আর একটু ডিটেল দ্যান। দেখি ভেরিফাই করা যায় কিনা।
  • dri | 117.194.235.40 | ০১ মে ২০১১ ২১:৫৮412284
  • পামিতাদির গল্পের সূত্র ধরে ... আমি কখনো আনন্দমার্গে বিশ্বাসী কাউকে কাছ থেকে দেখিনি। তবে গল্প শুনেছি। আমার এক মামার পরিচিত একজন আনন্দমার্গী ছিলেন। তাঁর একটা এক্স-রে ক্লিনিক ছিল। একটা ফোটো তোলার স্টুডিও ও ছিল। আমার এক বছর বয়ে্‌স ওনার তোলা একটা ছবি আছে। তা তিনি যে সময়টা আনন্দমার্গী ভাবধারার সংস্পর্শে এলেন, ধীরে ধীরে ইনফ্লুয়েন্স্‌ড হলেন সেই সময়ে তিনি মামার সাথে তাঁর ফিলিংস শেয়ার করেছিলেন। কিছুদিন বাদে খুব জড়িয়ে পড়ার পর তিনি মামাকে বলেন তাঁর কিছু অস্বস্তির কথা। আনন্দমার্গীরা তাঁর কাছ থেকে খুব বেশী চাঁদা চাইছিল। তার কিছুদিন পর খুব মিস্টিরিয়াস সারকামস্ট্যান্সে তিনি পুরুলিয়ায় মারা যান। খুন। কে করেছিল, কি ব্যাপার তা আর জানা যায়নি।
  • Biplab Pal | 72.81.226.222 | ০১ মে ২০১১ ২২:০৩412285
  • কোন জমি? কত বড় জমি? কার কার ক্লেইম ছিল সেই জমির ওপর?

    আর একটু ডিটেল দ্যান। দেখি ভেরিফাই করা যায় কিনা।
    ***************

    BengalPoliticsforumyeBartamnPatrikarekTalinkyeeiniyedetailsache:

    http://www.facebook.com/bengalpolitics
  • dri | 117.194.235.40 | ০১ মে ২০১১ ২২:২০412286
  • http://bartamanpatrika.com/content/main5.htm লিংকে ক্লিক করলে এই পাতাটা পাচ্ছি। এতে তো কিছু নেই। কলকাতায় ক্লিক করলে এইটা পাচ্ছি http://bartamanpatrika.com/content/kolkata.htm। এতেও কিছু পেলাম না।

    আপনার কি এক্স্যাক্ট লিংকটা জানা আছে?
  • saikat | 116.202.133.209 | ০১ মে ২০১১ ২২:২২412287
  • ৮০-৮২ সাল নাগাদ, আমার ধারণা, কলকাতা শহরে, বিশেষ করে দক্ষিন কলকাতায় আনন্দমার্গীদের একটা প্রেজেন্স ছিল। আমরা তখন থাকতাম যোধপুর পার্কে এবং পারমিতা যেমন বলেছেন, সেখানে ওদের একটা অফিস বা কিছু ছিল। আমার কিছু মনে নেই, কিন্তু বাবার কাছে শুনলাম যে নিয়মিত সেখানে সন্ধ্যেবেলা গান-টান হোত। ঐ সময়ে সবাই জানত বা সবারই ধারণা ছিল যে আনন্দমার্গীরা কমিউনিস্টদের বিরুদ্ধে।

    জয়ন্ত যে জমির কথা লিখেছেন সেটা মনে হয় যাদবপুরের "কিশোর ভারতী" স্টেডিয়ামের জমি। কালকে টিভি প্রোগ্রামটায় শুনলাম যে , ঐ জমিটি আনন্দমার্গীরা দখল নিতে চাইছে এরকম একটা সত্য বা বানানো ধারণা সরকারের ওপর মহলেও প্রচলিত ছিল। এরকম বলা যায় হয়ত, যে ঐ জমিটির দখল নিতে পারলে আনন্দমার্গীরা সেখানে তাদের "আস্তানা" গড়বে অর্থাৎ তাদের আর একটু প্রভাব বৃদ্ধি হবে। এই প্রভাব বৃদ্ধিটা কী সেই সময়ের বাম রাজনৈতিক মহল ভাল চোখে দেখছিল না? কেন?

    আর একটা লক্ষ্যণীয় বিষয় হোল, পারমিতার লেখায় ওনাদের স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার কারণটি।স্কুলটিতে সন্ধ্যের পর খারাপ কাজ হোত আর আনন্দমার্গীরা ছেলেধরা, এই দুটোর মধ্যে মিল আছে বলে মনে হয়। খুঁজলে হয়্‌ত দেখা যাবে এই রকম অভিযোগ ঐ সময়ে আনন্দমার্গীদের বিরুদ্ধে প্রায়ই করা হোত। সেটা দ্রি যেমন বলেছেন আনন্দমার্গীরা "রহস্যজনক অর্গানাইজেশান" বলে কিংবা অন্য কারণবশত: হতে পারে।
  • jayanta | 14.99.109.224 | ০২ মে ২০১১ ০০:১৫412288
  • জমির ব্যাপারটা বিপ্লবের কাছ থেকেই জানা। আনন্দমার্গীরা "রহস্যজনক অর্গানাইজেশান" ব্যাপারটা এমন নয়। ভারত সেবাশ্রম সংঘ, শ্রীগুরু সংঘ , অনুকূল ঠাকুরে সংঘ ইত্যাদির মতই আর একটি সংঘ। ব্যক্তিগত ভাবে এদের প্রতি আমার কোনো অনুভূতি নেই, যদি তারা সত্যি কোনো অন্যায় করেই থাকে আমি ধরে নিলাম, তাদের পুড়িয়ে মারার রাইট সিপিএমকে কে দিল?

    আনন্ধ মার্গের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকার সম্পর্কে এখানে পাবেন।
    http://en.wikipedia.org/wiki/Prabhat_Ranjan_Sarkar

    আনন্ধ মার্গের সম্পর্কে এখানে পাবেন।
    http://en.wikipedia.org/wiki/Ananda_Marga
  • achintyarup | 59.93.245.251 | ০২ মে ২০১১ ০১:৪৪412290
  • আনন্দমার্গের প্রতিষ্ঠাতা প্রভাতরঞ্জন সরকার বা শ্রী শ্রী আনন্দমূর্তিজী একদা লিখেছিলেন:

    ""Like materialism, spirituality based on non-violence will be of no benefit to humanity. The words of non-violence may sound noble, and quite appealing, but on the solid ground of reality have no value whatsoever.''
  • Biplab Pal | 72.81.226.222 | ০২ মে ২০১১ ০৭:৪৫412291
  • আনন্দমার্গিদের সম্মন্ধে যা জানলাম, তাদের এক্স দের কাছ থেকে তা বেশ খারাপ।

    ওরা একটা টোটালটারিয়ান কাল্ট-কোন গণতন্ত্র নেই সংগঠনে। প্রভাত সরকারের মাইক্রোভিটা ভাটের ওপর কিছু ভেগ স্পিরিচুয়াল কথাবার্ত্তা বলে লোক শিকার করে। ওদের সাইটের আধ্যাত্মিক ভাট গুলো পড়ে খুব হাঁসি পাচ্ছিল-কারন ওগুলো জেনারেল আলট্রুইজম এবং সারভাইভাল প্রিন্সিপাল হিসাবে ইভ্যলুশন বায়োলজির অনেক আর্টিকলেই পাওয়া যাবে। মালগুলো জানেও না, সমাজ এবং মানব মন বুঝতে বিজ্ঞানের অগ্রগতি কোথায় গেছে।

    মানে এই সব মধুর কথা বলে কিছু অর্ধশিক্ষিত অসুখী লোকেদের শিকার করা ওদের "আধ্যাত্মিক" ব্যাবসা। ওদের ব্যান করা উচিত। অবশ্য সেই কাল্ট যুক্তি লাগালে ইসলাম বাহ্মন্য ধর্ম সহ অনেক কিছুই ব্যানড করতে হয়।

    ক্যালিফোর্নিয়ার সান বার্নাডেনো পাহারের দুর্গম অঞ্চলে ঘুরতে ঘুরতে একবার অতি দুর্গম এক লেকের পাশে ওদের একটা আশ্রম চোখে পড়েছিল। অনেকটা জায়গা নিয়ে-তবে টাকা পয়সা আলা বলে মনে হয় নি।
  • 9 | 58.137.132.4 | ০২ মে ২০১১ ০৮:০৯412292
  • আনন্দমার্গ আটাত্তর সালে অস্ট্রেলিয়ায় সিডনি হিলটন বম্বিঙের সঙ্গে জড়িত ছিল দেখতে পাচ্ছি।

    http://en.wikipedia.org/wiki/Sydney_Hilton_bombing
  • 9 | 58.137.132.4 | ০২ মে ২০১১ ০৯:৪৩412293
  • ১৯৯০ সালে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি:

    Sir,

    I rise to apprise this August House about the activities of Anand Marg, a militant, pseudo-religious organization with political objectivities. The Anand Marg was founded in 1955 at Jamalpur (Bihar) by one Prabhat Ranjan Sarkar @ Anand Murti. In 1967-68, the Headquarters of the Marg were shifted from Jamalpur to Anand Nagar in Purulia district of West Bengal. Over the years, the activities of the organization, both within and outside the country, have expanded. The inclination of the Anand Marg to violence and to take recourse to high handed means against the local people in the development and expansion of Anand Nagar has come to the notice of the government.

    2. In March, 1989, the West Bengal Government officials, while undertaking the demolition of unauthorized construction raised by the Margis on forest land at Bansgarh in Purulia district, detected a secret hide-out of Anand Margis where unauthorized fire arms were also stored. Large quantities of arms were recovered and cases under the Arms Act were registered. Raids were conducted in the Anand Nagar Ashram premises which led to the recovery of incriminating material, including wireless sets and detonators.

    3. The government has also received reports regarding forcible land-grabbing by Anand Margis in and around Anand Nagar. Resentment among the local people in these areas has been steadily growing. On some occasions, clashes have also taken place. Tension has also been building up between Anand Marg and the CPM workers. Two CPM supporters were killed in January this year by miscreants suspected to be Anand Margis. The alleged killings of the five Anand Margis at Ghatak in Purulia district on April 2nd have further exacerbated the tension in the area.

    4. Available reports indicate that some senior functionaries of Anand Marg have been advising their followers abroad to channelise arms and ammunition for the organization through land routes from some neighbouring countries. There are also reports to the effect that Anand Marg functionaries have prepared a hit list for physical annihilation of some persons. The list includes some prominent political leaders of West Bengal. A Special Action Squad has also reportedly been formed and is currently being imparted training in the use of fire arms, bombs, etc.

    5. In a related development, a BSF patrol party intercepted two Indian nationals on the 14th April, 1990 near the Indo-Pakistan border in Amrtisar district. One of them admitted to be an Anand Margi while the other person was brought up at Anand nagar as an orphan. A number of automatic weapons, pistol magazines and ammunition were recovered from them. Their interrogation revealed that they were carrying the consignment of weapons etc., arranged by ‘Manav Mukti Manch’, an Anand Marg outfit. It was also revealed by the persons apprehended by the BSF that this outfit was in the process of training its members and of arming them. It was also learnt that this was the first consignment of arms and ammunition being brought from Pakistan by ‘Manav Mukti Manch’.

    6. I wish to assure this August House that the government is fully aware of the subversive and unlawful activities of the Anand Marg, and steps will continue to be taken to check their illegal activities and bring the culprits to book.

  • 9 | 58.137.132.4 | ০২ মে ২০১১ ০৯:৫৬412295
  • সে¾ট্রাল সিভিল সার্ভিসেস কন্ডাক্ট রুলের ১৩ এবং ১৩এ রুল:

    (13) Participation by the Government Servants in the activities of Anand Marg Movement or any of its organizations

    Under sub-rule (3) of Rule 5 of the CCS (Conduct) Rules, 1964, if any question arises whether a party is a political party or any organization takes part in politics, within the meaning of this rule, the Central Government are to decide the issue. In pursuance of this rule, it is clarified that membership of or participation in the activities of the movement known as Anand Marg or any of its organizations by a Government Servant would attract the provisions of sub-rule (1) of Rule 5 of the CCS (Conduct) Rules, 1964. Any Government Servant who is a member of or is otherwise associated with the activities of Anand Marg or any of its organizations is liable to disciplinary action.

    [MHA OM No. 6/1/(S)/69-Ests.(B), dated the 8th May, 1969]

    (13A) Participation in activities of Anand Marg

    It is clarified that membership of or participation in the activities of the movement known as the Anand Marg or any of its organizations by a Government servant would attract the provisions of sub-rule (1) of rule 5 of the Central Civil Services (Conduct) Rules, 1964. Any Government servant, who is a member of or is otherwise, associated with the activities of Anand Marg or any of its organizations (see list in Annexure) is liable to disciplinary action.

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন