এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সার্ভে কি কেন কবে ইত্যাদি

    arjo
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৯ | ৬১২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.13 | ৩১ মার্চ ২০০৯ ১৮:২৬413324
  • এই টইটা খোলা খুব আবশ্যিক ছিল না। ভাটিয়ালির পাতায় দু একটি কমেন্ট পড়ায় মনে হল কিছু কথা বলা প্রয়োজন।

    প্রথমত, কেন সার্ভে?
    ---------------------
    গুরুর পাতায় দুই ধরণের পাঠক আছেন। এক, যাঁরা নিয়মিত ভাটান, দুই যাঁরা নিয়মিত পড়েন কিন্তু ভাটে অংশ নেন না। তো, যাঁরা গুরুর অনিয়মিত সাময়িকী বা সাপ্তাহিক সংখ্যা প্রকাশের জন্য স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তাঁদের মনে হয়েছে সকলের একটা মতামত নেওয়া দরকার।

    একটা উদাহরণ দিলে আর একটু পরিষ্কার হবে। প্রতি সপ্তাহে ""খবর্নয়"" লেখা হয় - যা মূলত এতদিন অবধি ছিল বিভিন্ন মজার, বিজ্ঞান বা অজানা আবিষ্কারের খবর, ইংরিজী খবরের বাংলা অনুবাদ। বর্তমানে সেটাই আর একটু অন্যরকম ভাবে পরিবেশিত হচ্ছে - ""মিডিয়ার মার্জিনে পড়ে থাকা এইসব এবড়ো খেবড়ো টুকরোটাকরাগুলি তুলে এনে তৈরি করা হল এই বিভাগ""। যাঁরা এই বিভাগগুলি খেটেখুটে তৈরী করছেন তাঁদের মনে হয়েছে এগুলো কেউ পড়ে না। একে তো স্বেচ্ছাশ্রম তার উপরে কেউ পড়ে না, তা কতদিন আর খামোকা লিখে যেতে ভালো লাগে। স্বভাবতই লোকের উৎসাহ কমেছে।

    তা, এই সার্ভের মূল উদ্দেশ্য হল লোকের মতামত জানার। যাঁরা নিয়মিত ভাটাচ্ছেন তাঁদের তো বটেই, যাঁরা নীরবে পড়েন তাঁদেরও বটে। সবাইকার মতামত নিয়ে সাপ্তাহিক এবং অনিয়মিত সাময়িকীর স্বেচ্ছাশ্রম আর একটু সাজিয়ে গুছিয়ে নেবার জন্যই এই সার্ভে।

    রেজাল্ট এবং অ্যাকশন আইটেম
    -----------------------------
    অবশ্যই রেজাল্ট পাবলিশড হবে। আমাদের মূল উদ্দেশ্য যত বেশি সংখ্যক পাঠকের মতামত পাওয়া যায়। সত্যি বলতে কি কোনো নির্দিষ্ট সময় সীমা ধার্য্য করা হয় নি। তবে কতজন সার্ভে নিতে পারে সেই সম্বন্ধে একটা ধারণা আছে। তাই কবে আমরা সার্ভের রেজাল্ট বের করব তার নির্দিষ্ট কোনো সময় এখনই দেওয়া যাচ্ছে না। যত তাড়াতাড়ি সেই ম্যাজিক সংখ্যার কাছে পৌঁছব তত তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশড হবে। মোটামুটি যা ধারণা হয়েছে গুরুচন্ডা৯ পড়েন প্রায় ৩০০০ পাঠক। নিয়মিত ভাটান ৫০ জন। তো আমাদের লক্ষ্য ১৫০ - ২০০ মতামত। এখনও অবধি ৯০ জন সার্ভে নিয়েছেন। আরও কিছু মতামত পেলেই আমাদের লক্ষ্য পূর্ণ।
  • arjo | 168.26.215.13 | ৩১ মার্চ ২০০৯ ১৮:৩৫413383
  • আর দু চারটি কথা।

    আমাদের অনেক লিমিটেশন রয়েছে। প্রয়োজনীয় সফটওয়ার নেই, সফটওয়ার থাকলে সময় নেই, সময় থাকলে অন্য কাজে চলে যাচ্ছে। তাই সার্ভে ডিজাইন বা ডিসপ্লেতে প্রফেশনলিজমের অভাব রয়েছে। যেমন ""হলুদ আলো বা সানলাইট বার"" - আসল উদ্দেশ্য সবার দৃষ্টি আকর্ষন করার। ভালো উপায় অ্যানিমেটেড জিফ, যার জন্য ভালো সফটওয়ার লাগে, আর একটু স্কিল লাগে। তা যাঁরা তৈরী করেছেন বিভিন্ন কারণে এটাই তাঁদের বেস্ট আউটকাম। যাঁদের পছন্দ হয় নি, একটা ভালো দেখে অ্যানিমেটেড জিফ বানিয়ে দিলেই তো পারেন। মনে হয় না সেটা লাগাতে অসুবিধা হবে।
  • arjo | 168.26.215.13 | ৩১ মার্চ ২০০৯ ১৮:৩৭413394
  • এই আমার যা বলার ছিল। অনামিক, দময়ন্তী, সৈকত এবং অন্যান্যরা যদি কিছু যোগ, বিয়োগের দরকার মনে করো প্লিজ গো অ্যাহেড।
  • Arpan | 65.194.243.232 | ৩১ মার্চ ২০০৯ ১৯:২৭413405
  • হলুদ আলো, সানলাইট বার ইত্যাদি প্রসঙ্গে:

    অ্যানিমেটেড জিফ এই জায়গায় মশা মারতে কামান দাগার মত হয়ে যাবে। * তার থেকে দুই লাইনের পাতি কোড (marquee tag) লিখে একটা বেশ চলেবল স্ক্রোলিং টেক্সট লাগিয়ে দেওয়া যায়।

    এইখানে স্যাম্পল, কোড ইত্যাদি সব দেওয়া আছে।

    http://www.hypergurl.com/marquee.html

    * ব্যক্তিগত মত
  • Arpan | 65.194.243.232 | ৩১ মার্চ ২০০৯ ১৯:২৯413416
  • ডি: এটার জন্য কোন স্পেশাল সফটওয়্যার বা স্কিল কিছুই লাগে না। সিম্পলিসিটি ইজ দ্য কি।
  • pi | 69.255.233.93 | ৩১ মার্চ ২০০৯ ১৯:৩৮413427
  • রবাহুত একটা অ্যানিমেশন বানিয়ে দিচ্ছেন।
  • sayan | 160.83.96.82 | ৩১ মার্চ ২০০৯ ১৯:৪৪413438
  • এটা ঠিক এখানে যেত না, তবে, একই আইপি থেকে মোর দ্যান ওয়ান্স সার্ভে সাবমিট করা যাচ্ছে। এটাতে কোনও আপত্তি ছিল না, যদি না টার্গেট ইউনিক পার্টিসিপ্যান্টের ব্যাপারটা থাকত।
  • Samik | 122.160.41.29 | ৩১ মার্চ ২০০৯ ১৯:৫৮413449
  • আমি ঠিক সায়নের কথাটাই বলতে যাচ্ছিলাম। চাইলে আমিই তিন হাজারবার এই সার্ভে সাবমিট করতে পারি। ডুপ্লিকেসি চেক করার ব্যাপার নেই।

    আইপি অ্যাড্রেস দিয়ে চেক করলেও, আমি নিজেই তিনটে আলাদা আইপি দিয়ে গুরু অ্যাক্সেস করি দিনের বিভিন্ন সময়ে।

    আর কোনও উপায়?
  • arjo | 168.26.215.13 | ৩১ মার্চ ২০০৯ ২২:৫২413460
  • হ্যাঁ এই সমস্যাটা আছে। ফ্রি সফটওয়ারে এই সমস্যা সলভ করতে পারি নি। অন্যান্য যা অপশন ছিল সবই খুব দামী। পরের বার থেকে আইপি ট্র্যাকের বন্দোবস্ত করার চেষ্টা করা যাবে।

    প্লিজ বেশি টেস্ট করো না। :((((

    এর পরেও ডেটা ক্লিন করার জন্য কিছু অ্যালগো লাগানো যায় বোধহয়। কিন্তু সে মশা মারতে কামান দাগা হয়ে যাবে।
  • rimi | 168.26.215.135 | ৩১ মার্চ ২০০৯ ২২:৫৭413325
  • ১। একই লোক যতবার খুশি সার্ভে সাবমিট করতে পারে এই সমস্যার সমাধান না করা পর্যন্ত এই সার্ভের কোনো রিলায়েবিলিটিই নেই। এই ব্যপারটা সার্ভে রিলিজ করার আগে খেয়াল করা উচিত ছিল।

    ২। দএর সঙ্গে একমত যে রচনা লেখার অপশন রাখলে ভালো হত।

    ৩। এটা সার্ভে হিসেবে না রেখে টই হিসেবেও রাখা যেতো। কিন্তু টইএর আলোচনা থেকে লোকের মতামতের পরিষ্কার এবং structured একটা ছবি পাওয়া মুশকিল। ঝগড়া ও ব্যক্তিগত আক্রমণের সম্ভাবনা প্রবল (এতদিনের অভিজ্ঞতা তাই বলে)। সেদিক থেকে সার্ভে ব্যপারটা অনেক বেশী ফলপ্রসু।

    ৪। সার্ভের সঙ্গে গুরুর অন্যান্য সংখ্যা না বেরোনোর কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত ভাবে আমার বহুদিন আগে থেকেই এটা মনে হয়েছে যে লোকে যে পরিমাণ সময় ভাটিয়ে কিম্বা বাজে তর্ক করে নষ্ট করে, তার এক শতাংশ চেষ্টার এতদিনে বহু গুরু বেরিয়ে যেতে পারত। ভাটানো কিম্বা ঝগড়া লোকে এখানে যত সিরিয়াসলি করে, তত সিরিয়াসলি অন্য কিছুই করে না। এই একই কথা সার্ভেতেও লিখেছি আমি। আরো কিছু বলার ছিলো, গুরু এবং সচলায়তনের একটা তুলনাও করার ইচ্ছা ছিল, কিন্তু এখানে সেটা অপ্রাসঙ্গিক হবে, এছাড়া আর সময় নেই।
  • omnath | 117.194.196.71 | ০১ এপ্রিল ২০০৯ ০০:২৫413336
  • কিন্তু এই তো এখানে থ্রেডটা খোলা হয়েছে অবশেষে। গুরুর উন্নতিকল্পে যার যা বক্তব্য এখানে লিখে ফেললেই হয়। মানে সার্ভে যার ব্যবহার করতে ইচ্ছে করছে না, তারাও এখানেই ডিটেলে দাবি দাওয়া লিখে ফেলতে পারে। যেমন বোদাগুদা কিংবা আমি। এবার ল্যাদ কাটিয়ে এখানে লিখবে কিনা সেটাই আসল। মানে লোকের ল্যাদ তো এমন পর্যায়ে গেছে, যে, ভাটে লিখছে বলে টই তে এসে লিখতেও ল্যাদ লাগছে। ""ধোর্‌, কাটা না'', এই মর্মে ভাটেই ঝগড়াটা কন্টিনিউ করে যাচ্ছে।
  • sibu | 216.239.45.4 | ০১ এপ্রিল ২০০৯ ০১:৫২413347
  • রিমি একদম ম্যাঞ্জারের মত কতা কইচে। মানে খালি প্রোডাকটিভিটি বাড়ানোর অপপোচেষ্টা।
  • sibu | 216.239.45.4 | ০১ এপ্রিল ২০০৯ ০১:৫৪413358
  • মানে প্রোডাকটিভ কাজ কম্মো করব তো পেপার লিখব, কি কোড লিখব। খুব বাংলা লেখার চুলকুনি পেলে আবাপতে লিখব। ভাট মারতে আসব কেন?
  • rimi | 168.26.215.135 | ০১ এপ্রিল ২০০৯ ০২:০২413369
  • শিবুদা, :-)) আমি ভাটানোর বিরুদ্ধে কিছুই বলতে চাই নি। সার্ভে বনাম গুরুর আগামী সংখ্যা - এই ছিলো আমার ফোকাস।

    তবে হ্যাঁ, শিবুদার কথা ঠিক। গুরুর প্রধান আকর্ষণ মনে হয় ভাট আর টই। এই দুটো জিনিষ না থাকলে কি আর এতো লোক গুরুতে আসত? যারা ভাটে প্রত্যক্ষ অংশ নেয় না, তারাও নিয়মিত ভাট পড়ে ঠিকই। গুরুর সব সংখ্যা নিয়মিত বেরোলেও গুরু এতো জনপ্রিয়তা পেতো না ভাট না থাকলে।

    তাই ভাট আর টই নিয়ে সার্ভেতে কোনো প্রশ্ন না দেখে নিতান্ত হতাশ হয়েছি। :-((এই দুটো বিভাগে কি উন্নতির কোনো প্রয়োজন নেই?
  • arjo | 24.42.203.194 | ০১ এপ্রিল ২০০৯ ০৩:২৭413378
  • ভাট আর টইয়ের আবার উন্নতি কি? ও তো নিজের মতন চলছে সেখানে তো রেগুলেটেড কোনো উন্নতি সম্ভব নয়। ও তো ফ্রি মার্কেট থুড়ি ফ্রি ফোরাম।
  • d | 117.195.35.75 | ০১ এপ্রিল ২০০৯ ০৭:১৮413379
  • গুরুতে তো কোন ইউজার আইডি পাসওয়ার্ডের বন্দোবস্ত নেই। কিন্তু ইউনিক আই পি কি খুব ভাল অপশান? মানে ভারতে অনেক পরিবারেই তো একটিমাত্র কম্পু। সেক্ষেত্রে ইউনিক আই পি রাখা উচিৎ হবে কি? ঠিক বুঝতে পারছি না।
  • pinaki | 131.151.102.250 | ০১ এপ্রিল ২০০৯ ০৭:৪১413380
  • আমি সার্ভেতেও লিখেছি, এখানে আবার লিখছি, আমার মতে ভাট বা টই তে বহু সময় এমন আলোচনা হয় - যা সংকলিত অবস্থায় সুন্দর লেখা হয়ে উঠতে পারে। বড়জোর একটু-আধটু এডিট করার দরকার হতে পারে। এই যে একজনকে লেখার দায়িত্ব দেওয়া হবে এবং সে একটা স্বয়ংসম্পূর্ণ লেখা দেবে - এই করে কিছুই হয়ে ওঠেনা। এবং ভাটবাজ ও তার্কিক বাঙালি ভাট এবং তর্কে যা এন্থু পায় তার চেয়ে বেশি আর কিছুতে পায় না। তাই একজন লেখকের লেখা-র পরিচিত ছক থেকে বেরিয়ে এসে অনেকের অবদান সম্বলিত লেখা প্রকাশ করার একটা ধারা গুরু চালু করুক না। একটাই সমস্যা - যারা টই বা ভাটে নিয়মিত লেখেন তাঁদের কাছে সেটা "নতুন" হবে না। কিন্তু ভেবে দেখুন, আমার মত অনিয়মিত অংশগ্রহণকারীও কিন্তু কম নয়। এবং আমার বা আমার মত লোকজনের কাছে এই আড্ডা / তর্ক / আলোচনাগুলো খুবই আকর্ষণীয়। কাজেই একটা মাসিক পত্রিকার একটা অংশ আমাদের মত বা তার চেয়েও অনিয়মিতদের কথা ভেবে করুন না। বাকীটা নাহয় নতুন লেখা রাখবেন। তাতে সম্পাদকমণ্ডলীর খাটনিও কিছুটা বাঁচে, আমাদের চাহিদাও মেটে, আবার গুরুকে নিয়মিত করতেও হয়তো সুবিধা হয়।
  • d | 117.195.35.75 | ০১ এপ্রিল ২০০৯ ০৮:০১413381
  • হুঁ পিনাকীর এই প্রস্তাব নিয়ে আমাদের মধ্যেও আলোচনা হয়েছে। দু একটা খুচরো অসুবিধে আছে।
    এটা নিয়ে আরো আলোচনা হতে পারে। আমি পরে এসে লিখছি।
  • Arijit | 61.95.144.123 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:২১413382
  • এবারের লুটিশটা জম্পেশ হয়েছে। জ্জিও।
  • Arijit | 61.95.144.123 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:২৪413384
  • আইপি নিয়ে একটা কথা - একই আইপি থেকে একাধিকবার সার্ভে আটকে দিলে অন্য অসুবিধা আছে - যেমন ধরো আমাদের আপিস থেকে বাইরে যখন কিছু যায় সেখানে আপিসের গেটওয়ে আইপি থাকে। এরকম অন্য অনেক জায়গাতেই হতে পারে। সেক্ষেত্রে আটকে দিলে একই আপিসে একজনের বেশি লোক সার্ভেতে পার্টিসিপেট করতে পারবে না। কাজেই এটা আটকিও না।

    ম্যাক অ্যাড্রেস ডিটেক্ট করা গেলে সেটা আটকানো যেতে পারে। কিন্তু যায় কি?
  • Ishan | 12.217.30.133 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:৪২413385
  • গুরুচন্ডালির কিছু-কিছু জিনিস হবে-হবে করেও কিছুতেই হয়ে ওঠেনি, সে নিয়ে ভাটে কয়েকটা কথা হয়েছে। সেগুলোর উত্তর ভাটে না দিয়ে এখানে দেওয়াই ভালো। এক জায়গায় থাকবে। যদিও এর সঙ্গে সার্ভের বিশেষ সম্পর্ক নেই। :)

    এই না হওয়া জিনিসগুলোর লিস্টি লম্বা। একটার কথা বোধহয় স্যান লিখেছে। ভাটিয়ালির আর্কাইভ। যেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। নতুন আর্কাইভও আর হচ্ছেনা। (যদিও নতুন আর্কাইভ হচ্ছেনা বলে আতঙ্কিত হবার কিছু নেই:) )। এ ছাড়াও আছে, সামনের পাতার লে আউট বদলানো। হবে হবে করে কিছুতেই হয়নি। আর আর আর ... গানের পাতা। কল্লোলদার গান আপলোড করা। কিছুতেই হয়নি। এছাড়াও গুচ্ছ খুচখাচ জিনিস আছে। ওপেন আপিস প্লাগ ইনের লেটেস্ট ভারসান আপলোড করা। বঙ্গলিপির লিংক দেওয়া। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

    এর সবগুলো যে হয়েছে, তার কারণ হল, আমাদের সে অর্থে কোনো স্ট্রাকচার তৈরি হয়নি এখনও। এইসব খুচরো খাচরা কাজগুলোর জন্য অন্তত:। যেখানে যেটুকু স্ট্রাকচার হয়েছে, সেখানে কাজ ভালই হয়। খব্‌র্‌নয় টিম আজ পর্যন্ত কোনো সপ্তাহে খবর্নয় তৈরি করেনি, ফেল করেছে, এমন হয়নি। নতুন "খবর্নয়?' টিমও ঠিকঠাক ডেলিভার করে চলেছে। তো, যেখানে সামান্য হলেও স্ট্রাকচার আছে, সেখানে কিছুই ফেল করেনি। আর যে সমস্ত কাজগুলো ফেল করেছে, সেগুলো খুচরো, অ্যাড হক বেসিসে করার কাজ, এবং অবধারিতভাবেই আমার করার কথা। :)

    স্মাইলি দিলাম বটে, কিন্তু এটা খুব হাসির জিনিস না। খুচরো কাজগুলোকে আমি সময় মতো করতে পারছিনা, এটা ঘটনা। সেটা বাজে কিছু না। একজন ব্যক্তি যদি নানা কারণে এই ভলান্টিয়ারি কাজ না করতে পারেন, তাতে ভয়ঙ্কর দোষের কিছু আছে বলে আমি মনে করিনা। কারণ আফটার অল, এগুলো তো অবসর সময়েই করা। তাতে দোষের কিছু নেই। কিন্তু দোষের যেটা, সেটা হল, আমাদের সো কলড গুরুর কমিউনিটিতে এই কাজগুলো ভালবাবে করার মতো বিকল্প লোক আছেন, তাঁরা সম্ভবত: এগুলো করতে ইচ্ছুকও। তাঁদের কাজে লাগানো যায়নি। গুরু সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া আছে, যে, ভাটে বা টইয়ে যে বা যারা লিখছেন, তাদের নিয়ে আমাদের কমিউনিটি। তাঁদের নিয়েই আমাদের "আমরা'। এবার এই "আমরা' কে দানা বাঁধানোর কাজটা করতে আমি পারিনি। এইটা হল দোষের ব্যাপার। লোককে গুরু কাজের জন্য একটা মেল করেছি। লোকে উৎসাহী হয়েছে, কিন্তু ফলো আপ আর করিনি। এইটা দোষের। খুচরো কাজগুলো করতে পারিনি, সেটা ততটা দোষের নয়।

    তো, কথাটা হচ্ছে, এইভাবে অ্যাদ্দিন চলেগেছে। কিন্তু আমরা বোধহয় এমন একটা আকারে এখন পৌঁছেছি, যে, একটা স্ট্রাকচার না বানালে আর জিনিসটা চলবেনা। বিশেষ করে, ব্যক্তিগত ভাবে আমার, এই সময়াভাবের কালে। তাই জনতার কাছে একটা প্রস্তাব। সার্ভে যা হয়েছে, বা হচ্ছে, সেটা চলুক। এমনকি ওটার আদৌ দরকার আছে কিনা সেটা নিয়েও তক্কো চলুক। কিন্তু পাশাপাশি, এই সুতোয় আরো দু-একটা জিনিস পড়ুক:

    ১। নতুন সাজেশন। কি হওয়া উচিত। বা কি করা উচিত।
    ২। কে কি করতে চান/পারেন। অর্থাৎ সোজা বাংলাঅয় ভলান্টিয়ার চাই। সে দুমাসে একটা করে বুলবুলভাজা লেখাই হোক, বা আধখানা খবরের টুকরো খোঁজাই হোক। লজ্জা টজ্জা ঝেড়ে ফেলেই লিখুন।

    কমিউনিটিটাকে সত্যিই দানা বাঁধাতে গেলে এই দুটো জিনিস চাই। বিশেষ করে এই দুর্দিনের বাজারে। :)

    হ্যাঁ, কিছু করতে ইচ্ছে না হলেও, সাজেশন দিতে কোনো বাধা নেই। দিয়ে ফেলুন।
  • Ishan | 12.217.30.133 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:৪৪413386
  • আর হ্যাঁ, কমিউনিটিটাকে কিকরে দানা বাঁধানো যায়, সে নিয়েও লিখুন।
  • Arijit | 61.95.144.123 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:৪৬413387
  • এগুলো কি এখানেই লেখা হবে? মানে সাজেশন/কি পারি/পারি না ইত্যাদি?
  • Ishan | 12.217.30.133 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:৫০413388
  • অন্য টই খুলেও লেখা যেতে পারে। যা খুশি।

    আমি ঘুমোতে গেলাম। সকালে উঠে ঝুড়ি ভত্তি সাজেশন দেখতে চাই। ব্যস। :)
  • Arijit | 61.95.144.123 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:৫৪413389
  • টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো নিয়ে তো একটা rfe টই আছেই। কাজেই সেসব এখানে রিপিট করে লাভ নেই।

    একটা জিনিস আগে ক্লিয়ার হোক - গুরু কি? পোর্টাল? ফোরাম? ওয়েবজিন? যদি লে-আউটের দিকটা দেখতে হয় তাহলে এগুলো আলাদা আলাদা হবে। ইন্টারন্যাল আর্কিটেকচারও হয়তো অন্যরকম হবে।

    নাকি শুধু কনটেন্ট নিয়ে আলোচনা?
  • san | 123.201.53.131 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:৫৫413390
  • এখানে যখন এতটাই লেখা হল, আমি একটা কথা লিখি? সময় না পাওয়া তো কোনো অপরাধ হতে পারেনা। কিন্তু ঝুলিয়ে রাখাটা খুবই খারাপ কাজ। সেক্ষেত্রে খোলাখুলি ভলান্টিয়ার আহ্বান করলেই তো হয়। মানে অ্যাড-হক বেসিসেও হতে পারে কেননা সকলে হয়তো চাকরি সংসার ছোট বাচ্চা ইত্যাদি সামলে মাসের পর মাস কাজ করতে পারবেন না। কিন্তু একমাস সময় দিয়ে একটা স্পেসিফিক কাজ হয়তো করে দিতে পারলেন।অমুক কাজটা আমার করার কথা , আমি পারছিনা, কেউ একমাসের জন্য করে দাও - এইটা না বলে ও ঠিক করে দেব বলে এক বছর ঝুলিয়ে রাখার তো কোন মানে নেই।
  • sibu | 67.152.86.163 | ০১ এপ্রিল ২০০৯ ০৯:৫৮413391
  • মামু একটা 'অবজেকটিভস অ্যান্ড কী রেসাল্টস' লিস্টি বানিয়ে ফেল। তাপ্পর সবাই একটা একটা করে টাস্ক করে ফেলুক। এই যেমন আমি কত্তদিন ধরে জাভা শিখব শিখব কচ্চি। গুরু হাতে পেলেই প্র্যাকটিস শুরু হবে।
  • Arijit | 61.95.144.123 | ০১ এপ্রিল ২০০৯ ১০:০০413392
  • স্কিলসেটের গপ্পোটা এসে যাচ্ছে যে - সবাই সবকিছু পারে না। পারা সম্ভব নয়। আর সব সামলে নতুন কিছু শিখে নেওয়া চাপের।
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১০:০৮413393
  • যাচ্চলে স্যান, আমার তো মামুর পোস্ট পড়ে মনে হল 'খোলাখুলি ভাবে ভলান্টিয়ার আহ্বান' ই করা হয়েছে, যাতে আর 'ঝুলিয়ে রাখা' র মত ব্যাপার না হয় !
  • Arijit | 61.95.144.123 | ০১ এপ্রিল ২০০৯ ১০:১০413395
  • স্কিলসেটের কথা মাথায় রেখে ভলান্টিয়ার টীম বানানো যায়। যারা অ্যানিমেশন পারে তারা সেদিকটা দেখবে, যারা ট্রান্সলিটারেশন জানে তারা সেদিকটা...কিছু টেস্টিং - সেটা অনেকেই পারবে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন