এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সার্ভে কি কেন কবে ইত্যাদি

    arjo
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৯ | ৬১২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 99.152.72.73 | ০১ এপ্রিল ২০০৯ ১০:২৩413396
  • হামারা স্রেফ একহি আর্জি হ্যায়। এইরকম ঝকমকে, তকতকে গুছনো অনেক সাইট আছে বাজারে। তাদের থেকে কিভাবে আলাদা হওয়া যায় সেদিকে একটু নজর রাখলে ভালো হয়। এখনও অবধি আলাদা আছে, এই ঘর গুছনোর চোটে সেটা না খালি ভোগে যায়। এই যে যা খুশি বলতে পারে, করতে পারে এট একটা অ্যাট্রাকশন আমার কাছে।

    বিস্তার চাইলে কিন্তু ক্যারেকটার মার খায় অনেক সময়, কাজেই কি চাওয়া হচ্ছে সেটা আগে ভাবা ভালো।
  • san | 123.201.53.131 | ০১ এপ্রিল ২০০৯ ১০:২৫413397
  • পাইদি, মানে আমি বলতে চাইছি, কমিট করার আগে দুবার ভাবা উচিত নিজে করে উঠতে পারা যাবে কিনা। কমিট করে দিলে লোকের দায়িত্ব এসেই যায় সময় বার করা। তখন বলবার কোন মানে নেই যে আমি তো অবসর সময়ে করি, সময় পাইনি :-)

    সৈকতদা গুচ্ছ জিনিস করব বলে তাপ্পরে করেনা। বাকিরা কিন্তু হয় বলেই দেয় না পারবনা, নয় একবার করব বললে রাত তিনটে অব্দি জেগেও করে দেয় আমি দেখেছি। একটু ব্যক্তিগত হয়ে গেল বোধয় অবজার্ভেশনটা, সরি। কিন্তু চোখে লাগে, কি করব। হচ্ছে হবে দেখতে ভাল্লাগেনা।

    ** আর বোর করবনা :-))))
  • sinfaut | 203.91.207.30 | ০১ এপ্রিল ২০০৯ ১০:৩৫413398
  • গুরু থেকে কি কি দাবি আছে আমি নিজেই জানিনা। কিন্তু একটা জিনিস যেটা অন্য সাইটের থেকে আলাদা এবং আমার ভালো লাগে, সেটা হচ্ছে- UI টা সিম্পল ও আনক্লাটার্ড, ঐ ঝকঝকে ঝলমলে ভালো দেখতে হওয়ার চেয়ে মোস্টলি সাদা ব্যাকগ্রাউন্ডে কায়দা ছাড়া এই ডিজাইন আমার বেশি ভালো লাগে। নতুন করতে গিয়ে অতিরিক্ত সিএসএস-ফেস এনে সেটা সরিয়ে দিলে খারাপ লাগবে।
  • Arijit | 61.95.144.123 | ০১ এপ্রিল ২০০৯ ১০:৪৮413399
  • না সেরকম না - বেশি বদলের কথা আগেও ভাবা হয়নি। তবে এর আগে বেথে একটা ডিজাইন বানিয়েছিলো এখনকার ফর্মটাকেই অল্প একটু অর্গানাইজ করে। আর আমি বলেছিলুম প্রথম পাতার ছবিগুলোকে পাল্টাতে - বিশেষ করে "গুরুচণ্ডা৯' লেখার স্টাইলটা (কারণ ওটা দেখলে মনে হয় একটা বাচ্চা তুলি দিয়ে হিজিবিজি কেটেছে)। অনেকগুলো ছবি বানিয়েওছিলুম, চালাচালিও হয়েছিলো - কিন্তু সে সব হারিয়ে গেছে কোথায়।
  • nyara | 64.105.168.210 | ০১ এপ্রিল ২০০৯ ১০:৫৫413400
  • অনুভব করেছি তাই বলছি। গুরুর এনট্রি বারটা একটু কনফিউজিং। মানে ভাটিয়ালি কী বা কেন? টইপত্তরই বা কাহারা? বুলবুলভাজা খায় না মাথায় মাখে? About Us ভেবে "আমাদের কথায়" ঢুকে সন্দীপনকে নিয়ে সুখপাঠ্য প্রবন্ধ পড়তে হয় কেন? বেসিকালি নতুনদের ধন্দে ফেলার জন্যে যাবতীয় সরঞ্জাম হাজির। তার একটা কারণ: প্রথম পাতাটা (আমার মতে) ভীষণ ক্লাটারড।

  • pinaki | 131.151.102.250 | ০১ এপ্রিল ২০০৯ ১১:০১413401
  • আমার মনে হয় হোম পেজটা বেশী রংচংএ না করাই ভালো। তবে হোমপেজে "পুজো ইস্পেশাল" টা বাদ দিয়ে তার জায়গায় লেটেস্ট গুরু-র লেখাগুলোর লিঙ্ক দিলে বেটার হয়। তাহলে একজন নতুন লোক হোমপেজ থেকেই লেখাগুলোয় যেতে পারবেন এবং পত্রিকার ধরণ এবং মান সম্বন্ধে ধারণা করতে পারবেন।

    আমাদের কথা অংশটা দেখলে যে কারুর ধারণা হবে যে ওটি গুরু-র সম্পাদকীয়। কিন্তু ওটি আসলে কি? ওখানে এখনো সন্দীপন নিয়ে লেখাটা রাখা রয়েছে। ওটা যদি একটা অনিয়মিত সেকশন হয় - তাহলে ওটাকে বাঁদিকে একটা অলাদা বোতাম করে বিশেষ গুরুত্ব আরোপ করার কি কারণ? বুলবুলভাজায় ঢুকিয়ে দিলেই তো হয়।
  • pinaki | 131.151.102.250 | ০১ এপ্রিল ২০০৯ ১১:০২413402
  • যা: শালা। কি মনের মিল রে ভাই। ন্যাড়াদা, চোথা করিনি। বিশ্বাস করুন।
  • rabaahuta | 121.241.111.12 | ০১ এপ্রিল ২০০৯ ১১:০৬413403
  • ইউ আই নিয়ে কথা শুরু হওয়ার পর থেকে ভবছিলাম নানা কিছু, কিন্তু গুছিয়ে লিখতে পারছিলাম না। তো এখানে দেখলাম অক্ষ আর সিফোঁ ঠিক ঐ কথা গুলো ই লিখে দিয়েছেন। বিশেষ করে চরিত্র আর বিস্তার।
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১১:১৩413404
  • সবাইয়ের সব স্কিল যেমন থাকে না, তেমনি অনেকের ই অনেক স্কিল থাকে, যেটা সবার জানা থাকে না।
    আবার, কেউ কিছু জানে, কিন্তু সেটা যে গুরুর কোন কাজে লাগতে পারে, সেটাই তো তার জানা নাই থাকতে পারে।
    তাহলে আগ বাড়িয়ে জানাতে যাবে ক্যানো ?
    এই বিভিন্ন কাজে ভলান্টিয়ার চাই, এমন কথা যেখানে কোথাও সেভাবে জানানো নেই। মানে, এদ্দিন ছিল না।

    মামুর এখন দেওয়া লিস্টের ঐ পেজ লে আউটের ব্যাপারটাই যেমন।
    ওটার যে কিছু পরিমার্জনার কথা ভাবা হচ্ছে, সেটাই তো বোধহয় অনেকে জানতো না। জানলে এসব কাজ জানেন ,এরকম অনেকেই হয়তো এগিয়ে আসতেন .. এই যেমন , রবাহুত ই, আহ্বান না করলেও এগিয়ে আসতেন, তাই না? :)

    আবার অনেকসময় ই,কেউ নিজের জানা ব্যাপারটা নিজে তেমন জানান দিতে চায়না/পারেনা, সেক্ষেত্রে কেউ যদি সেটা জানে তো সেটা যেখানে/যাকে জানালে কাজ দ্যায়, সেটা জানিয়ে ব্যাপারটাকে একটু কো-অর্ডিনএট করে দেওয়া।
    নিজের স্কিল না থাকলেও এই কাজগুলো তো করাই যায় !

    যাই হোক, এখন যখন হয়েইছে, ফরম্যালি ভলান্টিয়ার যখন চাওয়া ই হয়েছে তো পষ্ট করে ঠিক কী কী, কি ধরণের কাজে কিরকম ভলান্টিয়ার চাওয়া হচ্ছে, সেটাও একটা লিস্টি করে লিখে দিলে ভালো হয় তো।

    তার জন্য সবার আগে গুরুর জন্য কাজ বলতে কী কী কাজের কথা বলা হচ্ছে সেটা ক্লিয়ার করা হোক।
    আর তাতে কোন কোন ক্ষেত্রে জনগণের স্বেচ্ছাশ্রম চাওয়া হচ্ছে, এটার একটা ওয়ান টু ওয়ান ম্যাপিং।

    যেমন,
    গুরুর সাময়িকী: লেখা, লেখা যোগাড় করা, লেখার বানান টানান ঠিক করা, অন্যান্য এডিটিং, ফরম্যাটিং, html বানানো ইত্যাদি।

    গুরুর সাপ্তাহিক বিভাগ : বুবুভা লেখা / লেখা যোগাড় করা, খবর্নয় কি খবরনয়? এর লেখার লিংক যোগাড়, লেখা, এডিট করার কাজ

    গুরুর লে-আউট :

    গানের পাতা :

    আরো কি কি কাজ হতে পারে তা ভাবার কাজ ইত্যাদি ইত্যাদি :)

    মানে এগুলো এমনি যা মনে হল লিখলাম। ঠিকঠাক করে মামু, দমদি বা অন্য কেউ লিখলে ভালো হয় আরো কি।
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১১:১৫413407
  • এনট্রী বার নিয়ে আমারো ডিট্টো।

    পিনাকীদার বক্তব্যের কিছু অনেক অংশ নিয়েও ডিট্টো।
  • Blank | 203.99.212.224 | ০১ এপ্রিল ২০০৯ ১১:১৫413406
  • গুরু র প্রথম পেজ, লুকস টা সত্যি ভালো না, বলা ভালো যে প্রথম পাতার ফন্ট জিনিস টা ভালো না।
    বা দিকের যে মেনু টা, তার লেখা গুলো একটু বড় হওয়া উচিৎ সাথে ভালো কোনো ফন্ট। বেগুনী বাক্সে এখনকার লেখা গুলো বড্ড সরু আর ছোট।
    প্রথম পেজের লেখা গুলো ও ছরানো ছেটানো খুব। স্ট্রাকচারটা নিয়ে ভাবা উচিৎ। এগুলো র ফন্ট বদলালে ভালো হয়।
  • pinaki | 131.151.102.250 | ০১ এপ্রিল ২০০৯ ১১:১৭413408
  • আরো তিনটি প্রস্তাব।

    ১) বাঁদিকে বুলবুলভাজা বোতামে ক্লিক করলে যে পাতাটি খোলে সেটিতে শুধু লেটেস্ট বুলবুলভাজা র লিঙ্ক থাকে। সেখানে পুরোনোগুলোর লিঙ্কও দেওয়া হোক।

    ২) বুলবুলভাজা, কূটকচালি এবং খবর্নয় - এই তিনটি সেকশনকে আলাদা করা হোক। বাঁ দিকে তাদের জন্য আলাদা বোতাম করা হোক। বোতামে ক্লিক করলে যে পাতাটি খুলবে সেখানে যাতে লেটেস্টগুলোর সাথে পুরোনোগুলোর লিঙ্ক পাওয়া যায়, তার ব্যবস্থা করা হোক।

    ৩) টইপত্তরের বোতামে ক্লিক করলে যে পাতাটি খোলে সেখানে ডান দিকে অনেকটা জায়গা খালি পড়ে আছে। হয় সেখানটা অন্য কোনোকিছু দিয়ে ব্যবহার করা হোক, বা পুরোনো গুরু নিয়ে অলোচনার লিঙ্কগুলোকে ডানদিকে সরিয়ে দেওয়া হোক।
  • sinfaut | 203.91.207.30 | ০১ এপ্রিল ২০০৯ ১১:১৯413409
  • হ্যা:, কন্টেন্ট ডিজাইন যে হাইলি কনফিউসিং এবং ক্লাটার্ড সেতো বলাই বাহুল্য। প্রথম কয়েকদিন গুরুতে এসে কিছুই বুঝতে না পেরে, যেকটা বই ছিল ডাউনলোড করে পড়ে ফেললাম। সেকি বই রে ভাই - অটেকনিকাল ভূমিকা। বাপরে। ভাটিয়ালির সন্ধান অনেকদিন বাদে পেয়েছি। টইপত্তর দেখে বুঝতে পারতাম না, ওগুলো খিল্লি না কোনো বিশেষ টপিক। তার অন্যতম কারণ তখন টইয়ের একটা বিষয় চলছিল- "পুকুরে চারাপোনা চাষের উপায়" - এরকম কি একটা!
  • pinaki | 131.151.102.250 | ০১ এপ্রিল ২০০৯ ১১:২৫413411
  • ও হ্যাঁ, দ্বিতীয় প্রস্তাবের সাথে সাথে প্রশ্ন - বুলবুলভাজা, কূটকচালি এবং খবর্নয় - এই তিনটিতে কি কি ধরণের লেখা থাকবে সে নিয়ে গুরুর কি কোনো নির্দিষ্ট ভাবনা আছে?

    আরো একটা প্রস্তাব - সিনেমা নিয়েও একটি বোতাম থাকুক বাঁ দিকে - যাতে সরাসরি না খুঁজে সিনেমা বিষয়ক আলোচনায় যেতে পারি এবং উইকএন্ড এ কি দেখবো - সেটা অল্প খেটে ডিসাইড করতে পারি। :-)

    একই ব্যবস্থা গান নিয়েও করা যেতে পারে।
  • sibu | 67.152.86.163 | ০১ এপ্রিল ২০০৯ ১১:২৭413412
  • বলছিলুম কি, ভাল আড্ডা কি ভাটের একটা ক্যারেক্টারিস্টিক হল একটা সেমি-ক্লোজড পপুলেশন। মানে এϾট্র ঠিক অবারিত নয়। গুরুও তাই। এখেনে ঢুকতে হলে ঐ ইউআইয়ের রহস্য ভেদ করে ঢুকতে হয়। একটু মিসফিট না হলে প্রসপেকটিভ সদস্যের এত ধৈর্য্য থাকে না। অনেক আগেই সে কেটে পড়ে। আর যার আর কিছু করার নেই, সেই লেগে থাকে গুরুর রহস্য ভেদে। আর কে না জানে, মিসফিট না হলে গুরুতে সে ফিট করে না।

    তাই বলি, ঐ ইউআইটি যেমন আছে তেমনি থাকুক। ক্রিয়েটিভ হাত চুলকুনি দিয়ে অন্য কিছু করুক জনতা। কিন্তু অন্য কিছু করার থাকলে সে গুরুতে আসবেই বা কেন?
  • dipu | 207.179.11.216 | ০১ এপ্রিল ২০০৯ ১১:৩৪413413
  • প্রথম পাতার জন্য পাই দির দেওয়া লিঙ্কটা একেবারে খাপে খাপ।
  • dipu | 207.179.11.216 | ০১ এপ্রিল ২০০৯ ১১:৩৬413414
  • আর হ্যাঁ, সিনেমা, গান, কবিতা ইত্যাদি সংক্রান্ত টইগুলোকে একজায়গায় জড়ো করা হোক। পারলে ঐ ঐ সংক্রান্ত আলোচনা আর বুলবুলভাজা গুলোকেও।
  • pinaki | 131.151.102.250 | ০১ এপ্রিল ২০০৯ ১১:৪০413417
  • হ্যাঁ, ভাটটা চেনা লোক ছাড়া জমে না - এটা ঠিক। কিন্তু গুরু মানে তো শুধু ভাট নয়, একটা পত্রিকা বেরোয় মাঝে মাঝে। সেটা অনেকে পড়ে। বুলবুলভাজা বা আলোচনা বা কূটকচালি বা খবর্নয় - এগুলো-ও আড্ডা মারে না এমন অনেক লোক পড়ে। এমনকি অন্যান্য জায়গায় রেফার করা হয়েছে - এমন উদাহরণ-ও বেশ কিছু আছে। আর পত্রিকা যখন প্রকাশ করা হয়, তখন বাইরের লোককে পড়ানোর একটা উদ্দেশ্য আছে - এটা ধরে নেওয়া যায়। তাই আড্ডাটা আড্ডার জায়গায় থাকুক। কিন্তু যে সেকশনগুলোর আড্ডার বাইরেও কিছু লোককে রিচ করার একটা উদ্দেশ্য আছে - সেগুলোকে একটু অরগানাইজ করে নিলে অসুবিধে কি?

  • Blank | 203.99.212.224 | ০১ এপ্রিল ২০০৯ ১১:৪০413415
  • সিনেমা রিভিউ (এবং লিস্ট), বই রিভিউ (এবং লিস্ট), গানের টই এগুলো আলাদা থাকলে বেশ ভালো হয়
  • Arpan | 65.194.243.232 | ০১ এপ্রিল ২০০৯ ১১:৪৪413419
  • টইগুলোকে ক্যাটেগরি অনুযায়ী আলাদা আলাদা লিস্ট করে রাখা হোক।
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১১:৪৪413418
  • একজ্যাক্টলি সিঁফো, ভাটিয়ালি লোকে সবচেয়ে দেরিতে খুঁজে পায়।
    আমি যে কজনকে গুরুর সন্ধান দিয়েছি, তাদের কেউ ই নিজেরা কদিন নাড়াচাড়া করার পর আর যাও বা বুঝেছে, এই ভাটিয়ালি নিয়ে টোটাল অন্ধকারে।

    ডানদিকে ঐ শুধু লাল রং মাখিয়ে রেখে আর প্রথম পাতায় আর দশটা কথা কথার মধ্যে এক কোণে ঠেলে রেখে ভাট আর টই এ

    মানে, গুরুর অনেক জিনিস ই একবার জানার পর মনে হয়, ঠিক ই তো আছে, কিন্তু প্রথমবার জানার জন্য বেশ চাপ।

    'গুরুতে নতুন' বলে ঐ দ্রি সাজেস্টিত সেকশনটি চালু করা হউক।
  • pinaki | 131.151.102.250 | ০১ এপ্রিল ২০০৯ ১১:৫৯413420
  • বাঁদিকের বোতামগুলোয় ক্লিক করলে প্রতিটি সেকশনের যে নিজস্ব পাতাটি খুলবে - সেখানে সেই সেকশনটির সম্পর্কে একটা ছোটো ই®¾ট্রা এবং প্রয়োজনীয় লিঙ্কগুলো দেওয়া থাকুক।
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১২:০৪413421
  • তেমনি কিছু কথা আছে টইপত্তর নিয়েও।

    সিনেমা, খাওয়াদাওয়া নিয়ে লোকে তো বলেই দিয়েছে।

    এগুলোর ক্যাটেগরি করা হোক।

    অলরেডি হয়ে থাকা ঐ বই, নাটক বিভাগে বই, নাটক সম্বন্ধিত আরো যা যা আলোচনা 'অন্যান্য ' ক্যাটেগরিতে হয়েছে, সেগুলোকে রি-অর্গ্যানাইজ করা হোক।

    আর সেগুলো ঐ টই এর পাতার ডানদিকে থাক সব।

    ঐ পাতায় 'সর্বশেষ আপডেট হওয়া বিষয়' আর 'যেসব আলোচনা হয়েছে/ চলছে ' মূলত: ওভারল্যাপিং সেট।
    এই রিড্যানডান্সির বিলাসিতা দেখানোর সেরকম মানে হয় কি, যেখানে পুরানো অনেক টই এর লিংক ঐ পাতায় দেওয়াএতে পারে,যেমন, খুব বেশি আলোচনা হওয়া টই, সবাই মিলে ধন্যি ধন্যি করা কোন টই, অনেক কাজের কথা বার্তা লেখা কোন টই ।
    তবে এ ব্যাপারটা তর্ক ও আলোচনা সাপেক্ষ।

    অবশ্য টই সব ক্যাটেগরাইজ্‌ড করলে প্রতিটা ক্যাটেগরি আর তার নিচে তার কিছু নমুনা রাখতে গেলে এমনি ই অনেক জায়গা ভরে যাবে।

    আর টই খোলার ব্যাপারে নির্দেশাবলী আরেকটু পশ্‌ট করে দেওয়া হোক। বিভাগগুলো বানানো হলে , লোকে যাতে বিভাগ দেখে খোলে , আগে আলোচনা হয়েছে কিনা সেটা একটূ সার্চিয়ে খোলে এইসব।
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১২:৩২413422
  • ও হ্যাঁ, সার্চের কথা বলতে মনে হল, গুরুর ঐ সার্চ কিন্তু রীতিমতন সার্চ করে বের করতে হয় !

    ওটাকে আরেকটু নজরে পড়ার মতন করা যায়না ?

    তেমনি ঐ ' can not see bangala' ব্যাপারটাও, can not be seen very prominently

    নিজের ও অন্য অনেকের অভিজ্ঞতা থেকে বলতে পারি, গুরু খুল্লেই বহু কম্পু থেকে পুরো আল্ফা বিটার হিং টিং ছট দেখায়। ( হ্যাঁ, আই ই তেও )
    আর লোকে তারপর পেজটা বন্ধ করে দ্যায়।

    একবার জেনে গেলে, মনে হয়, হ্যাঁ ঠিক ই তো আছে, পাতায় তো লেখা আছেই , আর কি চাই, কিন্তু ঐ প্রথমবার যে নজরে আসেনা, সেটা কিন্তু পরীক্ষিত সত্য।
    আর এরকম অনেকেই আছেন, এই কারণে যাঁরা আর ঘুরে এই সাইটে আসেন ও নি, তাঁরা যেহেতু দেখতে ও লিখতে পারছেন না, তাই সেই না পারার কথাটুকুও আমাদের জানার ও কোন সুযোগ নাই। যদি না পার্সোন্যালি এখানের কাউকে কেউ চেনে ও ব্যাপারটা জানায়।

    পিডিএফ হয়ে এই পড়ার ব্যাপারটার অনেক সুরাহা হয়েছে।
    কিন্তু এই লিংক টাকে একটু চোখে পড়ার মতন করা হোক।
    ঐ, গুরুতে নতুন সেকশনের পার্ট হিসেবেও করা যেতে পারে। কিন্তু তাইলে আবার সেইটা ইনি্‌জরিতে লিখতে হবে তো ! :(
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১২:৩৯413423
  • গানের পাতাটা তো ন্যাড়া দাই বানাতে পারেন।
    ঐ গান নিয়ে ন্যাড়াদা, র-বাবু আর অভ্যুর ঐ ইন্টারেস্টিং কুইজ গুলো ও তো ওখানে রেখে দেওয়া যেতে পারে।
    আচ্ছা, মামুর একটা গুরুচন্ডালী নিয়ে গান ছিল না ?

    কিন্তু স্যান ও অন্যান্য কমরেডগণ লক্ষ করুন, মামু এই ইতনা কুছ হোগা বোলকে পোস্টটি বেছে বেছে কোন তারিখে করেছে ! ;-)
  • shrabani | 124.30.233.101 | ০১ এপ্রিল ২০০৯ ১২:৫৬413424
  • ভাল করে প্রথম পাতা থেকে পুরোটা খুঁটিয়ে দেখলাম আর একবার।
    -এই পাতাটা গুছনো খুব দরকার অন্তত নতুনদের কথা ভেবে।
    -প্রথম পাতাতে প্রথম লেখাটার নীচে "জুন ২০০৮" লেখা আছে। তারিখটা বাদ দিয়ে লিখলে হত না! পাই এর প্রথম পাতা বেশ ভাল।
    -পুজো ইস্পেশালে ২০০৬-এটা মেন মেনু তে না এসে আর্কাইভ গোছের কিছুতে থাকা ভাল। (অবশ্য পুজো ইস্পেশাল পরের বছর থেকে আবার শুরু হলে আরও ভাল।)।
    -টই এতই abstract (আর সেটাই টইয়ের মজা) যে ক্যাটাগরাইজ করতে গেলে কূল পাওয়া যাবেনা। তার চেয়ে পাতা নম্বর না দিয়ে monthwise টইয়ের লিস্ট রাখার ব্যবস্থা করলে হয় না?
    পাতার নম্বরে ক্লিক করলে ওপরে কারেন্ট টই গুলো আসে আর নীচে পুরনো।এটা নতুনদের পক্ষে একটু কনফিউজিং হতে পারে আর টই খুঁজে খুঁজে পড়তে উৎসাহ লোকে নাই পেতে পারে। তাই লিস্টে সাদা পাতায় বিশুদ্ধ টইয়ের নাম ওপেনিং ডেট সহকারে, পুরনো বুবুভার মত।
    -আমার পার্সোন্যাল মত হল গুরুর এই সিম্পল সাদা লুক টাই এর attraction। এটার ওপর বেশী খোদকারি না করলেই মঙ্গল।
    -ভাট, বুবুভা, খবর এগুলো সব ঠিকই আছে।

    কাজের জন্য ভলান্টিয়ার করার দুটো ব্যাপার আছে, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। গুরুর টেকনিক্যাল ব্যাপার গুলো বেশ স্পষ্ট নয় আমার কাছে। তবু মনে হয় কি ধরণের কাজ আছে আর কি স্কিলসেট তার জন্যে দরকার তার একটা সঠিক লিস্টিং দেওয়া হোক উইথ কনট্যাক্ট মেল অ্যাড্রেস, যাতে নতুন পুরনো সব ইচ্ছুকরা যোগাযোগ করে জানাতে পারে তারা কিভাবে কি করতে পারে।
    একই কাজের জন্য একাধিক লোকের টিম বানানো যেতে পারে কারণ সবারই চাকরিবাকরি আছে, তার মধ্যে থেকে সময় বার করে করা, তাই একাধিক ব্যাক আপ দরকার।
  • pi | 69.255.233.93 | ০১ এপ্রিল ২০০৯ ১৩:০৩413425
  • টই ক্যাটেগরাইজ করলে ৮০% ই যে 'অন্যান্য' বিভাগে যাবে সন্দেহ নেই :) সে যাক না।
    কিন্তু অন্তত গান, বই, কবিতা, সিনেমা, রসনা, ভ্রমণ ... এই স্পেসিফিক আলোচনা গুলো তো ক্যাটেগরাইজ করাই যায়।

    বেড়ানো কি রান্নার টই খোঁজার জন্য 'সর্ষে' দিয়ে সার্চাতে হবে এমন গেস স্বয়ং খোদাও কত্তে পারবেন না ! :)
  • dipu | 207.179.11.216 | ০১ এপ্রিল ২০০৯ ১৩:১৬413426
  • রাজনৈতিক এবং সেমি রাজনৈতিক টইগুলোকেও একসাথে জড়ো করা যায়। এদের সংখ্যা এবং আয়তন খুব একটা কম হবে না।
  • r | 125.18.104.1 | ০১ এপ্রিল ২০০৯ ১৩:১৭413428
  • সবাই উন্নয়ন চায়! ;-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন