এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সার্ভে কি কেন কবে ইত্যাদি

    arjo
    অন্যান্য | ৩১ মার্চ ২০০৯ | ৬১১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 61.95.144.10 | ০৩ এপ্রিল ২০০৯ ০৭:৪৩413462
  • সামহাউ, একটা ধারণা তৈরী হয়েছে, যে আমরা যারা কথা বলি এইখানে, যারা তক্ক করি, গপ্প লিখি, কবিতা লিখি, বই টই নিয়ে আলোচনা করি, এটা ওটা পড় বিজ্ঞের মত কথা বলি, তারা খুব অন্যায় করে এসেছি এতদিন। লোকজনকে বলা উচিত হয় নি, আমার এই বিষয় গুলোয় ইন্টারেস্ট আছে, আসেন গেঁজাই।
    লোকজনকে গলা টিপে বলেছি, সুদু আমরা বেসুরে গলা সাধবো, চোপ তোরা গাইবি না।

    এই জন্য আমাদের কেবলি জীবনে বিভিন্ন সার্ভে তে ভোট দেওআ উচিত, আর ডেটাবেস কোয়ারি আমাদের কোন পথে পরিচালিত করে, তার জন্য নক্কি হয়ে অপেক্ষা করা উচিত। এই ধারণাটা বাড়ুক কমুক কিছুই যায় আসে না। শুধু এটুকু বলে রাখলাম এই ধারণাটা বেসিকালি রিডিকিউলাস।

    তবু যাই হোক না আমি যে রেগুলার এগ্রি করে যাবো ঠিক করেছি। বিষয় নিরপেক্ষে। লোকে নইলে হেবি নিন্দেমন্দ করছে।

    অতএব, যে যাই বলেছেন বা বলতে চান বা বলবেন না বা বল্লেও বলতে পারেন, সব ঠিক :-)
  • pi | 128.231.22.186 | ০৩ এপ্রিল ২০০৯ ০৭:৫৯413463
  • যাচ্চলে। আমার সামহাউ একটা ধারণা তৈরী হয়েছিল, যে গপ্পো , কবিতা লেখা, বইটই নিয়ে আলোচনা করার মতন 'স্কিলসেট' ত্‌কাকা লোকজনের ই বোধহয় সবচেয়ে অভাব আর হেন্স, দরকার। :)
  • h | 61.95.144.10 | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:০০413464
  • বেসিকালি ভেবে দেখলাম, ডেটাবেস কোয়ারির রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত, বিভিন্ন বিষয়ে ঐকমত্য প্রকাশ করা ছাড়া আর বিশেষ কিসু করার নেই। তার পরেও সম্মতি জানিয়ে যেতে পারি নিয়মিত, যদি শুধু সম্মতি আর ভোট দানে পত্রিকাটা বেরোয়। গোটাটাতেই কোথাও কোন আপত্তি নেই :-)

    একটা সার্ভে প্রস্তাব করছি। জাস্ট একটা প্রশ্ন থাকবে।

    আপনি কি রাজি?

    ক। রাজি।
    খ। মোটামুটি রাজি।
    গ। ভেবে দেখছি।
    ঘ। কি বলবো বুঝতে পারছি না।
    ঙ। ভেবে দেখতে বয়ে গ্যাছে।

    পার্মানেন্টলি এটা টাঙানো থাকলে কষ্ট করে আর টাইপ করতে হবে না। আইডিয়াল বিশ্ব সুদু নীরবে এই সার্ভে তে অংশগ্রহণ করে যাবে।
  • pi | 128.231.22.186 | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:০১413465
  • * 'স্কিলসেট' ওয়ালা
  • pi | 128.231.22.186 | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:০৩413466
  • চ। ভাবতে পারি কিন্তু ক্যানো ভাববো।
  • Tim | 71.62.2.93 | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৩২413467
  • যত দিন যাচ্ছে সমস্ত ব্যাপারটা আরোই ঘেঁটে যাচ্ছে।
    আমার কেমন জানি মনে হচ্ছে, স্যান, ওমনাথ আর বোধিদা যে বিষয়ে কথা বলছে, আজ্জোদা আর ইপ্পি সেই বিষয়ে কথা বলছে না। বোঝার ভুলও হতে পারে।
    তবে একটা ব্যাপারে বোঝার ভুল নেই। কাজের চেয়ে কথা পোচ্চুর বেশি হচ্ছে। ইন ফ্যাক্ট কাজ কিসু এখনও হয়েছে কিনা সেটাই বুঝছি না।
  • pi | 128.231.22.186 | ০৩ এপ্রিল ২০০৯ ০৮:৪৯413468
  • আমিও মোটে বুঝতে পারছিনা এখানে লোকজনকে গপ্পো , কবিতা লিখতে কি তক্কো করতে বারণ করা, গণভোট নিয়ে একটা বিভাগ পুরো বন্ধ করে দেওয়া কি এসলেস ঋডারবেস যা চাইছে তাই শুরু করে দেওয়া, ভলান্টিয়ারদের সাথে সম্পাদকের মতবিরোধ বা মতামতহীন দায়িত্ব এইসব কথাবার্তা এখানে কোথে্‌হকে ও কেন এল। :(
    যাগ্গে, কাটি।
  • pinaki | 131.151.102.250 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:০৩413469
  • সবাই সবাইকে ভুল বুঝছে। হায়, আজ যদি সুখেন দাস বেঁচে থাকতো.....
  • rimi | 24.42.203.194 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:০৬413470
  • আগেই বলেছিলাম টই খুলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে পুরোটা ঘেঁটে ঘ হবে!! :-)

    একেই বলে অভিজ্ঞতা!

  • h | 203.99.212.224 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:২২413326
  • ফ্রি আনএডিটেড টেক্সট বলেই, পাই চ টা লিখতে পারলো।
  • arjo | 24.42.203.194 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:২৯413327
  • এবং চ টা কোনো কাজেই এল না। সার্ভে হলে এই অপশনটা রাখতামই না। কাব্য লেখার বন্দোবস্ত কাব্য দিয়ে হয় না।
  • lcm | 69.236.182.236 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩১413329
  • যা! h এর পোলে একটা আসল অপশন নেই,

    ছ) না, আমি রাজি নই।
  • sibu | 67.152.86.163 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩১413328
  • আরে ও তো আগেই বোঝা গিয়েছিল। শুধু শুধু আর কত ভাট মারা যায়? তাই আজ্জো আর মামু পরামর্শ করে সব্বাইকে কাজ করতে বলে খচিয়ে দিল। তার থেকে দেখ কত পাতা ভাট আর টই বেরোল :))))।
  • lcm | 69.236.182.236 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩৩413330
  • হ্যাঁ, এই টই-টা ভাটের লেভেলে ভাটিয়ালি-কে চাপিয়ে গেছে :)
  • h | 203.99.212.224 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩৬413331
  • একি রে বাবা কথা বলবো বলেই, অন্য কোথাও কোনো সিরিয়াস কথা বেশি কথা বলি না বলেই তো, এইখানে বলি। এতে টিম চমকাচ্ছে কেন। এমনিতে যদিও আমি ক। অর্থাত কাজ বেশি হলে বা দেশের প্রগতি হলে আমার কোন আপত্তি নেই।
    সাইলেন্ট মেজরিটি খচে গিয়ে রেগে মেগে কথা বলতে শুরু করলেও আপত্তি নেই। সর্বত্র শুধু ক।
  • h | 203.99.212.224 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩৯413333
  • তাই আমি ক।
  • h | 203.99.212.224 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৩৯413332
  • কিন্তু এল সি এম কেস টা ধরতে পারছেন না কেন, আপনার যেটা বলতে ইচ্ছে করবে, সেটা মাল্টিপল চয়েসে নাও থাকতে পারে ;-)
  • lcm | 69.236.182.236 | ০৩ এপ্রিল ২০০৯ ০৯:৫৩413334
  • ওহো, এবার ধরতে পেরেছি :)
    আমার মনে হয় এখানে সার্ভে-র অন্য মানে, সমীক্ষা বা পোল নয়, বরং, মাপজোক। জিওলজিক্যাল সার্ভে অফ্‌ ইন্ডিয়া-র মতন। এখানে, গুরুর পাঠকদের মতিগতি মাপা হচ্ছে। মাপজোক হলে, রেজাল্টকে ফাইলে বেঁধে ওপরের তাকে রেখে দেওয়া হবে, gsi যেমন করে ।
  • san | 12.144.134.2 | ০৩ এপ্রিল ২০০৯ ১১:৪০413335
  • পাইদিকে :

    ১) স্বেচ্ছাশ্রম ও সম্পাদকের বিরোধটা একদমই সার্ভের সঙ্গে যুক্ত নয়। সেরকম মনে হলে সরি।সোমনাথ বলল কিনা, যে গুরুর বিষয়ে সব সিদ্ধান্ত আসলে সম্পাদকের হওয়া উচিত তাই বললাম হলে তো ভালোই হত কিন্তু বাস্তবে ঝাড় আছে। এই আর কি। সব মতবিরোধই তো সরে যাবার মত বড়সড় হয় না :-)))

    ২) বিভাগে বিভাগে লড়াই, হারজিত, পিঠ চাপড়ানি/ভলান্টিয়ারিজমের ইন্সেন্টিভ (রে: সোমনাথ) - এই সব না ভেবে রিসোর্স ও ক্যাপাসিটি অপটিমাইজেশন হিসেবে ভাবা যায়না? যেমন আমি হয়ত পার্সোনালি মনে করি খবর্নয়(মজার) যারা লেখে তারা যদি ছবি/গান/ছোটদের পাতার দিকে বেশি সময় দেয় তো তাদের ক্যাপাসিটি বেটার ইউটিলাইজড হয়। তো এর মধ্যে হারজিতের কথা কোথায়? রাদার তাদের দক্ষতা আন্ডার ইউটিলাইজড হচ্ছে বলেই মনে করছি, অশ্রদ্ধার প্রশ্নই আসেনা। মানে আমার মতামতে কিছুই আসেযায়না, কিন্তু যেটা বলতে চাইছি সেটা হল লড়াই ঝগড়া ছাড়া অন্য অনেক রকমের কারণেও তো লোকে বিভাগের তূলনামূলক সমীক্ষা করে ও করিয়ে থাকে। অপটিমাইজেশন তার মধ্যে একটা হলে অসুবিধে কি ?
  • rabaahuta | 121.241.111.12 | ০৩ এপ্রিল ২০০৯ ১২:১৯413337
  • এখানে বলা হয় নি; ইউ আই, বা যে কোনো গ্রাফিক বা HTML রিলেটেড প্রয়োজনীয় স্বেচ্ছাশ্রমে আমি আছি। তবে আমার মতে, গুচর ইউ আই একেবারে... গুচ-র ই মতো। বদলে গেলে অচেনা লাগতে পারে। অন্য কিছু নিয়ে কোনো পয়সা নেই, গরীব লোক।
  • sayan | 160.83.96.82 | ০৩ এপ্রিল ২০০৯ ১৩:১৫413338
  • ইয়ে, এইফাঁকে লিখে রাখা ভালো আমি নিম্নোক্ত পয়েনগুলিতে ক -
    ১) পোচুর টাইপ করে দিতে পারি।
    ২) টুকটাক ছবি এঁকে দিতে পারি।
    ৩) না-কপিতা লিখতে পারি।

    সোমু লিস্টি বানাবি যে?
  • r | 125.18.104.1 | ০৩ এপ্রিল ২০০৯ ১৩:৪৯413339
  • তেসরা এপ্রিল দুই হাজার নয় সালে আমার স্কিলসেট ও ভলান্টারি:

    আমার ইচ্ছে হলে লেখা দেব, না হলে দেব না। এর থেকে বেশি আর কিছুই পারি নি, পারি না, পারব না।
  • h | 203.99.212.224 | ০৩ এপ্রিল ২০০৯ ১৩:৫৪413340
  • ঘ;-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ এপ্রিল ২০০৯ ১৪:০৪413341
  • ওঁ মণি পদ্মে হুমকি।

    আমার স্কিলসেট -

    ১) বাকতাল্লা
    ২) আরো বাকতাল্লা
    ৩) মেঘের ছবি আঁকা (মানে আর্কিটেকচার আর কি)
    ৪) ডেটাবেজ সংক্রান্ত কাজ (তবে এসকিউএল নয় - মেইনলি কনসেপচুয়াল এবং প্রোগ্রাম্যাটিক)
    ৫) শুয়ে থাকা (মানে SOA)
    ৬) হাতে আঁকা ছবি (স্কেচ)
    ৭) টাইপানো
    ৮) ক্লাউড/ডি: ক:/ও: সো: ইত্যাদি বিষয়ে ভ্যান্তারা করা
  • san | 12.144.134.2 | ০৩ এপ্রিল ২০০৯ ১৪:২০413342
  • পারি নি, পারি না, পারব না শুনে কেমন ইউনিয়নের মিছিলের কথা মনে পড়ছে। মানছি না, মানব না :-)))

    ম: নয়
  • h | 203.99.212.224 | ০৩ এপ্রিল ২০০৯ ১৪:২৯413343

  • r | 125.18.104.1 | ০৩ এপ্রিল ২০০৯ ১৪:৩৩413344

  • san | 12.144.134.2 | ০৩ এপ্রিল ২০০৯ ১৪:৩৫413345
  • ঙ আর চ এর মধ্যে আদৌ কি তফাৎ?
  • sayan | 160.83.96.81 | ০৩ এপ্রিল ২০০৯ ১৪:৪৩413346
  • ং) ডিলিট লিস্ট
  • r | 125.18.104.1 | ০৩ এপ্রিল ২০০৯ ১৪:৪৪413349

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন