এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ২৭১১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • umesh | 80.254.147.148 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:২২414348
  • ১৭ এপ্রিল রেকর্ড টা ভেঙে যাবে।
  • Arpan | 112.133.206.18 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:২৬414349
  • এই নিয়ে গুরুতে তিনজন গানার্সের ফ্যান হল। জ্জিও মামা। :)
  • Netai | 121.241.98.225 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩২414350
  • আম্মো আছি, সেই অঁরির আমল থেকে।
  • Arijit | 61.95.144.122 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৪০414351
  • রেকর্ডটা তো ভাঙবে না, "হোম রান' শেষ হতে পারে। এই রেকর্ড "ভাঙতে' গেলে আরেকজন ম্যানেজারকে এর চেয়ে বেশি করে দেখাতে হবে।

    আর ফ্যান দেখতে গেলে গুরু কেন, গোটা কলকাতা, এমনকি ভারতেও হতে পারে - আমিই মনে হয় একমেবাদ্বিতীয়ম (আমার পোলাটাকে বাদ দিলে)।
  • umesh | 80.254.147.148 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৪৬414352
  • arpan, আমার কথা ভুলে গেলে, আমি সেই কব্বে থেকে তোমার সাথে আছি। আমরা দুজনে-ই কট্টর ইস্ট-বেংগলী আর গানার্স।
  • Arpan | 122.252.231.10 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৫১414353
  • আরে না। তোমাকে ধরেই তো বলছি। তুমি আর আমিই তো দুর্গ সামলাতাম।

    নেতাই, স্বাগতম। আমার ফ্যান হওয়াও অঁরির সময় থেকে। তোমাকে নিয়ে চার হল।
  • Snehanshu | 67.9.224.232 | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৬414354
  • অম্মো।।
    ইঙ্গ দেশে ফুট্‌বল ওরাই খেলে
  • u | 61.12.12.83 | ০৯ মার্চ ২০১১ ১৪:২৮414355
  • যা:, কেউ টইটাকে তোলেনি দেখছি।

    কালকে নব্বই মিনিটের খেলায় আর্সেনাল একটাও (!!) গোলে শট নিতে পারেনি। পরপর তিনটে পাস খেলতে পারেনি। তবে যথারীতি লালকার্ড দেখালো বলেই হেরে গেলুম মর্মে নাকিকান্না শুরু করে দিয়েছে :-B
  • Netai | 121.241.98.225 | ১০ মার্চ ২০১১ ১৩:৪৪414358
  • কাটা ঘায়ে নুন।
  • Arijit | 115.249.42.177 | ০৯ মে ২০১১ ১০:৩২414359
  • ম্যানিউ কাল যা খেলেছে সেরকম খেললে বার্সা ওয়াকওভার পাবে না। কি স্পীড বাপ্‌রে বাপ। শত্রু হলে কি হবে, বাহবা দেওয়া ছাড়া উপায় নাই।

    নিউক্যাসলের আরো এক বছর প্রিমিয়ার লীগ ফুটবল গ্যারান্টীড। কিন্তু ইনভেস্ট না করলে আবার ওই কুঁতিয়ে কুঁতিয়েই চলতে হবে। কীগন/রবসনের আমলের সেই দিন অ্যাশলির প্রেজেন্ট স্ট্র্যাটেজী আর অ্যালান পার্ড্যুর হাত ধরে আসবে না।

    ওয়েস্ট হ্যাম তো যাচ্ছেই। গুড। এর সাথে উল্‌ভ্‌স আর উইগ্যান গেলেই ভালো হয়। ব্ল্যাকপুল নামলে খারাপ লাগবে।
  • Arpan | 122.252.231.10 | ০৯ মে ২০১১ ১০:৪০414360
  • ওয়েম্বলিতে ম্যানিউ জিতবে।
  • Arijit | 115.249.42.177 | ০৯ মে ২০১১ ১০:৪৬414361
  • আর এই আর্সেনাল টিমটা। কেমন একটা মিইয়ে গেছে, ধুর।
  • Arpan | 122.252.231.10 | ০৯ মে ২০১১ ১০:৪৭414362
  • লতুন ম্যাঞ্জার চাই। আর কাল কোন মোটিভেশন ছিল না। আগের ম্যাচে জিতে আরো ছিল না।
  • Arijit | 115.249.42.177 | ০৯ মে ২০১১ ১০:৫৮414363
  • সোয়াপ করবে? আমরা খুব রাজি। ;-)
  • Arpan | 122.252.231.10 | ০৯ মে ২০১১ ১০:৫৯414364
  • মোরিনহোকে চাই। সে তো আর খালি নয়। :)
  • stoic | 160.103.2.224 | ০৯ মে ২০১১ ১৩:০৪414365
  • ওয়েম্বলিতে ঠিক কালকের মত প্রথম ২০ মিনিট ব্লিস্টারিং পেসে খেলতে হবে, পারলে একখান গোল। তাপ্পর দেখা যাবে।

    নেক্সট সীজনে ভ্যান ডে সার থকবে না। স্কোলস, গিগস এরাও আর বেশিদিন টানতে পারবে না। তাই নতুন প্লেয়ারে ইনভেস্ট করতে হবে ফার্গি কে। অবশ্য ফার্গিই বা আর ক'দিন থাকবে কে জানে। তখন আমাদের মোরিনহোকে চাই। ;-)

    গুড নিউজ হল এই হের্নান্ডেজ ছোকরা, মাত্র ছ মিলিয়ন পাউন্ডে মেক্সিকোর গুয়াদালাহারা ক্লাব থেকে বার্গেইন প্রাইসে একে পেয়েছে। এই ছোকরা কয়েকটা সীজন ভাল খেলুক, তাহলেই হল।

    আমার ধারণা, নেক্সট সীজনে লিভারপুল বেটার পারফর্ম করবে ড্যাগ্লীশের আন্ডারে। নিউক্যাসলও বেটার খেলবে বলে মনে হয়। এবারে হঠাৎ অ্যান্ডি ক্যারল চলে গিয়ে টিমটার ব্যালান্স আর ফায়ার পাওয়ার আপসেট হয়ে গেল। আর্সেনাল কি করবে আয়াম কিউরিয়াস। আমদের আর্চ রাইভাল। লোকে যতই চেলসী চেলসী করুক, ফার্গি জানে গানার্স দের পোটেনশিয়াল। তবে আর্সেন থাকবে কি না বড় প্রশ্ন।

    এবারে যদি চ্যাম্পিয়ান্স লীগ আর প্রিমিয়ার লীগ দুটৈ জিততে পারি তো কথাই নেই। মোগাম্বো খুশ হুয়া। :-)
  • Arijit | 115.249.42.177 | ০৯ মে ২০১১ ১৩:৫৭414366
  • ম্যানিউ আর আর্সেনাল - দুটো টিমকেই "লাইফ আফটার ফার্গি/আর্সেন' ভাবতে হবে এবার। ফার্গি যদিও রিটায়ার করবে না বলেছে - আজকের "গসিপ'। ওয়েঙ্গার এদিক ওদিক ভাবছে এরকম খবর কিছুদিন আগে গার্ডিয়ানে ছিলো। কিন্তু এই দুজনের একজনও চলে গেলে প্রিমিয়ারশিপের চার্ম অনেকটাই কমে যাবে।
  • Arijit | 115.249.42.177 | ০৯ মে ২০১১ ১৪:০৪414368
  • মাইক অ্যাশলি থাকাকালীন নিউক্যাসল ভালো কিছু করবে এরকম আশা পাঁড় জর্ডিরাও ইদানিং আর করে না। নেহাৎ প্যাশন কাটাতে পারে না বলে পঞ্চাশ হাজার লোক এখনো মাঠে যায়। নেক্সট সীজনে এ বছরের টপ পারফর্মার - যেমন বার্টন, এনরিকে, নোলান - এরা কেউ থাকবে কিনা সন্দেহ। এস্পেশ্যালি ক্যারলকে ওভাবে ছেড়ে দেওয়ার পর সকলের ধারণা এভরিবডি হ্যাজ গট আ প্রাইস। এনরিকে যেমন লিভারপুলে যাচ্ছে এটা মোটামুটি ধরে নিয়েছে সবাই। সস্তায় কিনে বেশি দামে বেচে পকেট ভরানো আর বছর বছর ওই মিড-টেবিলে থেকে যাওয়া - এই মনে হয় অ্যাশলির প্ল্যান।
  • stoic | 160.103.2.224 | ০৯ মে ২০১১ ১৪:২৫414369
  • নিউক্যাসলের যা কোয়ালিটি এবং হিস্টরি, তাতে মিড-টেবল এ থাকা কোন কাজের কথা নয়। আই হোপ নেক্সট সীজনে টপ ফাইভে ঢোকার একটা জেনুইন চেষ্টা করা উচিত। তাতে ইয়োরোপিয়ান লীগের কোন একটাতে কম্পিট করতে পারবে। তাতে এক্সপোজার পাবে প্লেয়ার রা, আর হোপফুলি নতুন প্লেয়ার উঠবে। এইরকম একটা প্ল্যান থাকা উচিত। ইন ফ্যাক্ট এই সীজনের শুরুর দিকে তোমরা টপ ফাইভে ছিলে কিন্তু, যদ্দুর মনে পড়ছে।
  • Arijit | 115.249.42.177 | ০৯ মে ২০১১ ১৪:৩৯414370
  • সে তো অল্প কিছুদিনের জন্যে। তারপর পর পর কয়েকটা বাজে রেজাল্ট - হোম ম্যাচে ভুলভাল টিমের কাছে হার, তারপরেই ফের একটা ম্যানেজার স্যাকিং...

    তাও জানুয়ারি অবধি টপ টেন, আর পাঁচ/ছয়ের সঙ্গে দুই তিন পয়েন্টের ডিফারেন্স। কোনো রিপ্লেসমেন্ট ছাড়া ক্যারলকে (তাও ওভাবে) ছেড়ে দেওয়াটাই ফ্যাক্টর হয়ে গেলো।
  • stoic | 160.103.2.224 | ২৩ মে ২০১১ ১৩:১৭414371
  • প:বঙ্গের ভোটরঙ্গের বাজারে এই টই টার পঞ্চত্বপ্রাপ্তি হয়েছিল। আবার রি-অ্যানিমেট করার চেষ্টা করছি।
    অবশেষে প্রিমিয়ার লীগ শেষ হল। ম্যান ইউ ১৯তম লীগ জয়, যা ঐতিহাসিক বললে কম বলা হবে। তবে এই নিয়ে বেশি বলব না, কারণ আমি একটি আপ্তবাক্যে বিশ্বাস করি:
    ইফ ইউ আর ফিয়ার্স ইন দ্য ব্যাটল, ইউ শুড বি ম্যাগ্নানিমাস ইন ভিক্টরি। :-)
    চেলসী অ্যানচেলোত্তিকে স্যাক করল। আর ম্যান সিটি উঠে এল টপ ফোরে, চেলসীর সাথে সমান পয়েন্টে। প্লাস এফ এ কাপ জিতল। নতুন সীজনে ওরা কিরম খেলে অনেকেই ইন্টারেস্ট নিয়ে দেখবে বলে আমার মনে হয়।
    আর্সেনাল কি করে সেটাও ইন্টারেস্টিং বিষয়। আর্সেনের ভবিষ্যত নিয়ে এখনও কোন খবর নেই। তবে আশা করি নেক্সট সীজনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আবার ওদের সাথে।
    নিউক্যাসল কাল তিন গোলের লীড হারিয়ে ড্র করল। শেষ করল টেবলে ১২ নং পজিশনে, যেটা সান্ডারল্যান্ডের থেকে নীচে (বোধহয় এই প্রথম বার)। এটা যে কোন ম্যাগপাই ফ্যানের পক্ষেই হজম করা শক্ত। অজ্জিত বিস্তারিত ফীডব্যাক হেবে আশা করি।
    আর অজ্জিত, অপ্পন, বোধি, রাজদীপ, উমেশ ও অন্যান্য ফুটবলপ্রেমীদের, আসছে সীজনে আবার দেখা হবে। মাঝে মাঝে লিখুন এই টই তে, বা নতুন টই খুলুম। সঙ্গে থাকুন।
    :-)
  • prateek | 129.108.114.134 | ২৩ মে ২০১১ ১৯:২৪414372
  • ওয়েঙ্গার এর ওপর যা রাগ লাগছে তাতে আর কিসু বলার নাই
  • pi | 72.83.100.43 | ১৪ আগস্ট ২০১১ ১৮:৩৩414373
  • এখানেই দি।
    ফুটবলপ্রেমীদের জন্য, এক বন্ধুর তৈরি সাইট :

    http://www.goaldentimes.com/
  • gandhi | 59.93.211.179 | ১৪ আগস্ট ২০১১ ২২:৩২414374
  • #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৬;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭; #২৪৭৫;#২৪৯৭;#২৪৬৩;#২৪৭৬;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৮০;#২৪৮৬;#২৪৯৭;#২৪৭৮; । #২৪৫৩;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২; #২৪৮২;#২৪৯৪;#২৪৫৫;#২৪৮২;#২৫০৭; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮; #২৪৭০;#২৪৯৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৫৪;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪;???
  • gandhi | 59.93.211.179 | ১৪ আগস্ট ২০১১ ২২:৩৭414375
  • আগেরটা কি হলো বুঝতে পারলামনা ....

    বলছি...

    নতুন মরশুম তো শুরু হলো.... ২ দিনের কেমন লাগলো ???
  • aranya | 144.160.226.53 | ২২ সেপ্টেম্বর ২০১১ ০৫:৪১414376
  • নতুন টই খুলতে ইচ্ছে হল না, এটাতেই লিখি। মেহতাবের জন্য গর্ব হচ্ছে। বাংলার প্রথম (এবং হয়ত একমাত্র, প্রয়াগ কি পারবে?) দল হিসেবে ফেড কাপে ইবে, আশা করি মোবা-জনতারও সমর্থন পাব, সামনের দুটো ম্যাচে।
  • nyara | 203.110.238.17 | ২২ সেপ্টেম্বর ২০১১ ০৯:২১414377
  • কাল তো দেখলাম রেফারির সমর্থন ছিল। ওটাই আসল। ওটা থাকলে অন্য সব সমর্থন তুশ্চু।;)
  • dukhe | 122.160.114.85 | ২২ সেপ্টেম্বর ২০১১ ১০:০৭414379
  • ইবে পারলে ভালৈ ।
    তবে জাতীয় লিগের প্রথম বছর মোবা খেলে নাই । কাপ নিয়ে গেল জেসিটি ।
    বাধ্য হয়ে দ্বিতীয় বছর গিয়ে কাপটা নিয়ে আসতে হল ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন