এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ২৭১০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.12 | ০৮ এপ্রিল ২০১০ ১৯:৪৬414047
  • ইয়েস। রোমারিও আর বেবেতো। পুরো ওয়াকার-ওয়াসিম জুটি।
  • Rajdeep | 202.79.203.59 | ০৮ এপ্রিল ২০১০ ১৯:৫৪414048
  • মন যাই বলুক এবারে হিসেব বলছে নতুন একটা চ্যাম্প আসছে , হ্যাঁ হ্যাঁ স্পেনই

    তবে একটা ডিসক্লেও আছে স্পেন আর্জেন্টিনা ফাইনাল হলে সিওর আর্জেন্টিনা , শুধু ষ্টার পাওয়ারের জন্য এগিয়ে রাখছি
  • dipu | 59.164.190.78 | ০৮ এপ্রিল ২০১০ ১৯:৫৮414049
  • লা লিগার এই সিজনের সর্বোচ্চ দুই গোলদাতা আর্জেন্টাইন। মেসি আর হিগুএইন। লা লিগায় একজন ২৬, অন্যজন ২৪। প্লাস তেভেজ। এমন ফরোয়ার্ড লাইন অন্য কোন টিমের নেই।

    স্পেনের মত মাঝমাঠ অন্য কোন টিমের নেই।
  • dipu | 59.164.190.78 | ০৮ এপ্রিল ২০১০ ২০:০৫414050
  • বিবিসির লিস্টি বেকার।

    আর মারাদোনার ছিয়াশির ওই গোলের জেরক্স কপি তো বেরিয়ে গেছে কবেই। এই যে ....


    মেসি আজ অবদি যত গোল করেছে এটাই সেরা।
  • Rajdeep | 202.79.203.59 | ০৮ এপ্রিল ২০১০ ২০:০৬414051
  • তেভেজটাকে বরাবরই কেমন একটা লাগে ! ঠিক ষ্টার বলে মনে হয় না; খানিকটা মেহনতী মানুষ টাইপ তবে ভীষণ ভীষণই এফেক্টিভ
  • Arpan | 122.252.231.12 | ০৮ এপ্রিল ২০১০ ২০:১৩414052
  • ইউটিউবের লিংকটা এই মাত্র দেখলাম। অরিজিত, এক নং গোলটা তো অমর হয়ে আছে। কত সব গল্প তাই নিয়ে। ছোটবেলায় পাড়ায় বড়দের গল্প করতে শুনেছি এইখানে পেলে, ওইখানে জোয়াজিনহো (ল্যাম্পপোস্টটাকে দেখিয়ে), ওই দূরে কার্লোস আলবার্তো। পেলে ওকে দিয়েই গোল করাবে বলে পুরো ইতালি টিমকে ধরে ধরে বক্সের মধ্যে একে একে সবাইকে কাটাতে লাগল। ইতিমধ্যে কার্লোস এল। পেলে ততক্ষণ ধীরেসুস্থে গোলকিপারকে কাটিয়ে নিয়েছে। তারপরে যে জায়গায় সাজিয়ে দিল সেইখান থেকে মর্নিং ওয়াক করতে করতে গোল করে আসা যায়।

    তখন কোথায় টিভি, কোথায় ইন্টারনেট। সবাই এমনভাবে বলত যেন সেদিন ফাইনাল দেখতে মাঠে হাজির ছিল।
  • Arpan | 112.133.206.20 | ০৮ এপ্রিল ২০১০ ২০:১৪414053
  • মেহনতি মানুষ একজনই। গাতুসো। ;-)
  • Arpan | 112.133.206.20 | ০৮ এপ্রিল ২০১০ ২০:১৮414054
  • মেসির এই গোলটা অরিজিনালের থেকেও ভালো।
  • aka | 168.26.215.13 | ০৮ এপ্রিল ২০১০ ২০:২৩414055
  • মারাদোনার এই গোলটা দেখেন।



    পাওয়ার, স্পিড, স্কিল এবং ইন্টিউশনের সংমিশ্রন।
  • Arpan | 122.252.231.12 | ০৮ এপ্রিল ২০১০ ২০:২৬414057
  • তবে সর্বকালের সেরা গোল এইটাই। ভাবা যায় ভদ্রলোক একটাও ওয়ার্ল্ড কাপ খেলার চান্স পেলেন না।

  • aka | 168.26.215.13 | ০৮ এপ্রিল ২০১০ ২০:২৭414058
  • আর এই যে মেসি মারাদোনা তুলনা।



    ফটোকপি বললে কম হয় না। মেসিকেও নলেজে রাখতে হচ্ছে দেখছি।
  • Arpan | 122.252.231.12 | ০৮ এপ্রিল ২০১০ ২০:৩১414059
  • লোকে বলাবলি করছে মেসির প্রতিভা দিয়েগোর থেকেও বেশি। কিন্তু আর্জেন্তিনার হয়ে তেমন পারফর্ম্যান্স নেই। এইবার সেইটা যদি ঘোচাতে পারে।
  • stoic | 160.103.2.224 | ০৮ এপ্রিল ২০১০ ২০:৩৪414060
  • ১৯৮৬ এ ঐ বেলজিয়ামের এগেইনস্টে মারাদোনার প্রথম গোলটার কথা কেউ বলে না।


  • aka | 168.26.215.13 | ০৮ এপ্রিল ২০১০ ২০:৪৪414061
  • আসলে মারাদোনা একা জিতিয়েছিল সেবার। বুরুচাগা আর ভালদানো ছিল বটে, কিন্তু ঐ আর কি। সেবারে মারাদোনাকে আটকানো নামুমকিন ছিল, কেউ পারে নি, কেউ পারতও না। সব কিছু অপ্টিমাম - পাওয়ার, স্কিল, স্পিড। ফুটবল যে টিম গেম সেটা মারাদোনা সেবারে ভুলিয়ে দিয়েছিল।
  • Arpan | 122.252.231.12 | ০৮ এপ্রিল ২০১০ ২০:৫২414062
  • একটু স্বাদবদল। ৩ নংটা ১-এর রিমেক। :-)






  • d | 219.64.72.127 | ০৮ এপ্রিল ২০১০ ২৩:০০414065
  • অ্যাল্‌ল্‌ল্‌ল!
  • d | 219.64.72.127 | ০৮ এপ্রিল ২০১০ ২৩:০০414064
  • এয়ারটেলে আবার নম্বর রিসাইক্‌ল করত। তো, দিল্লীতে যে নম্বর নিলাম সেটা কোন এক শর্মাজি'র ছিল। তার ইনস্যুওরেন্সের প্রিমিয়াম থেকে শুরু করে, ৩০০০ টাকা প্রাপক, তার ভানজির স্বশুর পর্যন্ত সবাই ফোন করে তাকে চাইত। একমাস যায়, দুমাস যায় তিনমাঅখন অস, পৌনে পাঁচমাসও চলে গেল। দিনে ৫-৭ টা কল বাঁধা। শেষে একদিন এক জাঁদরেল গলা যখন আমি সেক্রেটরি হয়ে এত স্পর্ধা দেখাছি কিকরে, কোন সাহসে তেনার ফোন শর্মাজিকে দিচ্ছি না বলে আমাকে বকতে শুরু করল, সেদিন গলায় খুব শোকদু:খ ঢেলে বললাম 'উন্‌কা তো দেহান্ত্‌ হো গিয়া, এন এইচ ৪ মেঁ বহোৎ বড়া অ্যাকসিডেন্ট হুয়া থা, পেপার মেঁ ভি আয়া, আপনে দেখা নহী? আর্‌রে উন্‌কো পিতাজিকা হাল তো পুছোই মৎ। বারবার বেহোঁশ হো রহেঁ হ্যায়। বডিকো ঠিকসে পহ্‌চান নহি যাতেঁ থে। ইত্যাদি ইত্যাদি। যতটা পারা যায় ভয়াবহ বর্ননা দিলাম। এবং সেদিন বাকি দুটো ফোনেও একই গল্প বললাম। পরেরদিনও একটা কল এসেছিল। তার পরের দিন থেকে একদম বন্ধ। আর কোনও দিন আসে নি।

    বেথেরও এমনি টাইপের একটা গপ্পো আছে।
  • ranjan roy | 122.168.234.106 | ০৯ এপ্রিল ২০১০ ০৮:৫৬414066
  • ৮৬'র মারাদোনা। রাতজেগে সব কটা খেলাই দেখেছি, আর বুরুচাগা তার ক'বছর কোলকাতায় নেহরু গোল্ড কাপের সেমিফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে দারুণ খেলেছিল।
    কিন্তু বিশ্বকাপে আমার চোখে লেগে আছে বেলজিয়ামের বিরুদ্ধে একটি না-হওয়া গোল।
    সাতজন ডিফেন্ডারের মধ্যে দিয়ে গিয়ে এককোণা থেকে মারাদোনা একটি শট নিলেন খুব জোরে নয়। কিন্তু যেন ক্যারমের স্ট্রাইকারের ফাইন হিট। বেলজিয়ামের ডিফেন্ডারদের জালের মধ্যে দিয়ে গোলকীপারকেও বিট করে প্রায় জিরো ডিগ্রি দিয়ে বলটা জাস্ট উল্টোদিকের বার্কে আলতো ছুঁয়ে বেরিয়ে গেল। ব্যর্থ প্রেমের মত।
  • Arijit | 61.95.144.122 | ০৯ এপ্রিল ২০১০ ১০:১৬414068
  • অলিভার কান অতি ওভাররেটেড গোলি। ব্রাজিলের সাথে ফাইনালে হামাগুড়ি আর ইংল্যান্ডের সাথে মিউনিখে পাঁচ গোলের ম্যাচটায় গোলকীপিং দেখলে কানকে কোনো মতেই এক নম্বরে রাখা যায় না। নিজে গোলকীপার ছিলুম বলে গোলকীপারদের খুব খুঁটিয়ে দেখি - পোজিশনিং, গ্রিপ ইত্যাদি খুঁটিনাটিগুলো।

    যাদের দেখিনি - যেমন গর্ডন ব্যাঙ্কস বা লেভ ইয়াসিন - এদের বাদ রাখবো। এক নং - এরা নমস্য, দুই - এদের খেলা নিজের চোখে দেখিনি।

    যাদের দেখেছি তাদের মধ্যে দিনো জফ, জেঙ্গা, বুফোঁ, ক্যাসিলাস - এদের রাখবো - কোনো অর্ডারিং ছাড়াই। আর রাখবো রেনাত দাসায়েভ বলে একজনকে। কেউ দেখেছ কি এর খেলা?
  • aRPAN | 216.52.215.232 | ০৯ এপ্রিল ২০১০ ১০:১৮414069
  • দেখেছি। ওর সময়ের বিশ্বসেরা ছিল।
  • Arpan | 216.52.215.232 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২০414071
  • ৮৬-এ নর্থ আয়ারল্যান্ডের গোলকিপার যে কে ছিল? প্রায় কিংবদন্তীসম। পেটে আসছে মুখে আসছে না।
  • Arijit | 61.95.144.122 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২০414070
  • দাসায়েভ আমার দুই খেলোয়ার আইডলের একজন:-) আরেকজন শিবাজী ব্যানার্জী। এই ভদ্রলোকের বলে দেওয়া পেনাল্টি আটকানোর দু একটি টেকনিকে অনেক হাততালি পেয়েছি;-)
  • Arpan | 216.52.215.232 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২১414072
  • শিবাজী ব্যানার্জির পেনাল্টির আটকানোর কথা খুব শুনেছি। তবে নিজের চোখে দেখা কলকাতার ময়দানের বেস্ট গোলকিপার অতনু ভট্টাচার্য।
  • Arijit | 61.95.144.122 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২২414074
  • প্যাট জেনিংস। ৪০ বছর বয়স ছিলো।
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২২414073
  • অর্পণ , স্কিমিচেল ওয়ার্ল্ড কাপে খেলেছে

    এই যে http://www.planetworldcup.com/CUPS/1998/squad_den98.html কো:ফা অব্দি গিয়েছিল
  • Arijit | 61.95.144.122 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২৩414075
  • ইয়ে - একে স্কিমিচেল বলে না স্মাইকেল বলে? ম্যানিউ-এর গোলি ছিলো তো?
  • Arpan | 216.52.215.232 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২৬414076
  • বিবিসিতে স্মাইকেল বলে। আর নেটিভদের দেশে স্কিমিচেল। :-)

    না না, খেলেছে লিখেছিলাম তো। তবে তেমন দারুণ কোন পারফর্ম্যান্স মনে নেই। হতে পারে সব ম্যাচ দেখিনি বলে মিস করে গেছি।
  • Rajdeep | 202.79.203.59 | ০৯ এপ্রিল ২০১০ ১০:২৮414077
  • ওল্ড-গোল্ড স্নবারি যদি দুরে সরিয়ে রাখি তাহলে কলকাতা মাঠের সেরা গোলি সুব্রত পাল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন