এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ২৭৫৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 121.242.15.238 | ৩০ মার্চ ২০১০ ১০:১৪413947
  • একটা ইন্টারেস্টিং খবর - http://www.guardian.co.uk/football/2010/mar/28/government-plan-football-clubs-fans

    জাস্ট পয়সা দেখানোর জন্যে শো-কেস ওনারশিপ নিয়ে কম ঝামেলা হল না লাস্ট দু তিন বছরে - কেন বেট্‌স (লীডস ইউনাইটেড), আল ফাহিম (পম্পি), লিভারপুলের দুই মালিক, অ্যাশলি (নিউক্যাসল) - তাপ্পর লেবার এরকম একটা দাবি করছে।

    আজকের খবর প্লাতিনিও (উয়েফা প্রেসিডেন্ট) এটার পক্ষে - http://www.guardian.co.uk/football/2010/mar/29/michel-platini-uefa-fan-power
  • Arpan | 216.52.215.232 | ৩০ মার্চ ২০১০ ১১:২৩413948
  • বাঙালদের ক্লাবের খুবই দুরবস্থা চলছে। এই সিজনে আর কিছু ভালো হবার চান্স দেখছি না। তবে সামগ্রিক বিচারে বাংলার ফুটবলের অবক্ষয়ের চিত্রটি পরিষ্কার। আই লিগের রিটার্ন লেগে এখন অব্দি কলকাতার কোন টিম যুবভারতীতে হোম ম্যাচ জেতেনি।

    আর কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল ছুঁড়লে চলবে? ঘটিদের টিমও এই দুদিন আগে তলায় থাকা একটা টিমের কাছে একই ব্যবধানে হেরেছে। তায় আবার হোম ম্যাচ। :-)
  • Arijit | 121.242.15.238 | ৩০ মার্চ ২০১০ ১১:৪১413949
  • একটা ইন্টারেস্টিং তথ্য - ইংলিশ লীগের প্রথম চারটে ডিভিশনের মধ্যে এই সীজনে হোম ম্যাচে একমাত্র অপরাজিত টিম নিউক্যাসল ইউনাইটেড।
  • Arpan | 112.133.206.20 | ৩০ মার্চ ২০১০ ২২:১১413950
  • এদিকে সত্যজিৎ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছে।
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ০৯:৫৫413951
  • কাল বিকেলে (বিলেতের সময়) ফরেস্ট ড্র করায় সন্ধেবেলা শেফিল্ড ইউনাইটেডের সাথে খেলার আগেই নিউক্যাসল প্রোমোটেড হয় গেসলো। তাও নিউক্যাসল ২, শেফিল্ড ১। এর পরের রেজাল্ট যাই হোক না কেন, সেকেন্ড প্লেস গ্যারান্টেড। ওয়েস্ট ব্রম একটা বেশি খেলে ছয় পয়েন্টে পিছিয়ে, ফরেস্ট সতেরো পয়েন্টে। কাজেই নেহাত না ছড়ালে চ্যাম্পিয়নশিপ জিতে উঠছে।
  • dipu | 61.12.12.83 | ০৬ এপ্রিল ২০১০ ১০:১৩413952
  • পিকে, পুয়োল কার্ড দেখে খেলতে পারবেনা, ইব্রাহিমোভিচের চোট। ইনিয়েস্তা খেলতে পারবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। ওদিকে আর্সেনালের প্রথম একাদশের অর্ধেক প্লেয়ারের চোট।
  • Arpan | 216.52.215.232 | ০৬ এপ্রিল ২০১০ ১০:১৭413953
  • ম্যাচটা ড্র রাখলেই বুঝব অনেক করেছে। চাট্টিখানি কথা নাকি! কটা টিম পারে?
  • dipu | 61.12.12.83 | ০৬ এপ্রিল ২০১০ ১০:৩১413954
  • খুব চাপ ড্র রাখা। বার্সেলোনা ডিফেন্সে আগেরদিনের প্রথম একাদশের তিনজন পাল্টে যাবে ঠিকই, তবে মিডফিল্ড-ফরোয়ার্ড লাইনে আজ ঝাঁঝ আরো বেশী। আর্সেনাল বার্সেলোনার ডিফেন্স অবদি পৌঁছতে পারলে হয়।

    তবে কিনা আগেরদিনের প্রথম কুড়ি মিনিটের মত ব্যাপার রোজ রোজ হয় না।
  • Arpan | 216.52.215.232 | ০৬ এপ্রিল ২০১০ ১১:০০413955
  • সে যাক। শনিবার কখন খেলা?
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১১:০১413957
  • সব এলিটিস্ট জনতা;-)

    "Easter bonnets off to Chris Hughton and his players. A full month before the end of a season all about diligent determination and assiduous application Newcastle United are back in the big time.' - গার্ডিয়ানের রিপোর্ট।
  • Arpan | 216.52.215.232 | ০৬ এপ্রিল ২০১০ ১১:০৬413958
  • অবশ্যই। :-)

    রবিবার ম্যানসিটির খেলা হাঁ করে দেখলাম। বেলামি, আদেবায়ো আর তেভেজ। সেকেন্ড হাফে বিষ্টি না হলে আরো গোল হত।
  • Jay | 90.200.14.134 | ০৬ এপ্রিল ২০১০ ১৫:৪৯413959
  • চ্যাম্পিয়নশীপে ফরেস্ট প্লে-ওফ পাবে। ছানা-পোনারা প্রথমে যেমন খেলছিল তেমনটা খেলতে পারলে প্রিমিয়র্শীপে উঠলেও উঠতে পারে। অবিশ্যি উঠেই বা কি করবে, নামার জন্যেই উঠবে!
    আর আশলেকে না তাড়ালে টুন ঐ তলাতেই থাকবে আর রেলেগেশন এড়াবার জন্যে সারাবছর হিসেব করবে। সুখের সময় খুবই সিনিক কথা-বার্তা, মানছি সবার ভালো লাগবে না। আম্রিগা/ আরব থেকে টাকা না আসা অব্দি সব রোমান্টিসিজ্‌ম সুখস্মৃতি হয়ে থাকবে। প্রিমিয়ারশীপে তোলার প্রাইজ হিসেবে ক্রিস হটনের চাকরী গেল বলে!
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১৬:০১413961
  • আরেকটা -

    Hooray the lads... Newcastle are back in Toon for the Premier League - Simon Bird, The Mirror

    http://www.true-faith.co.uk/tf/features.nsf/0/F62580A65C9CAD67802576FD002867EC?OpenDocument


    তবে শহরটা আর লোকগুলোর স্পিরিটটা বুঝতে না পারলে এই লেখাটাকে অ্যাপ্রিশিয়েট করা সম্ভব নয়।
  • Jay | 90.200.14.134 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:০৬413962
  • ইংলিশ ফুটবলে এটাইতো ফূর্তি। লন্ডনের আর বড় ক্লাবগুলো ছাড়া, সে লীগ ১, ২, চ্যাম্পিয়নশীপ বা প্রিমিয়রশীপেরই বলো, সব ক্লাবগুলোকে নিয়ে রেস্পেকটিভ সব শহরগুলোতেই এই আদিখ্যেতা/ আদেখলেপণা রয়েছে। নিউক্যাসেল কি নটিংহ্যাম কেউ ইউনিক নয়। কোনদিন কোন ট্রফি যেতার চান্স না থাকলেও সেই একই পাগলামো। সেটাতো প্রত্যেক মালিক বোঝে, সেটাইতো বেওসা। রাণীর বাচ্চারা কোন কাজ তো করেনা। কাজই বা কৈ? কাজ করার যোগ্যতাই বা কৈ? বেনিফিটের টাকাগুলো খরচ করতে তো হবে? উইকএন্ডে পাবে গিয়ে বিয়ার প্যাঁদানো জমবে কি করে যদি না জায়ান্ট স্ক্রিনে ফুটবল না থাকে? নিজের তেল পুড়িয়ে হাসপাতাল আসবে না, আম্বুলেন্স পাঠাতে হয়- এদিকে ঐ স্পিরিটের চোটে প্লিমাউথ থেকে প্রেস্টনে ম্যাচ ঠিক দেখতে যাবে! মোদ্দা কথা বিশাল বেওসার প্রায় সবটাই খাবে উপরের কটা ক্লাব আর তাদের ওভার রেটেড প্লেয়ারগুলো। বাকী ক্লাবগুলোর সমর্থকরা বুড়ো আঙ্গুল চুষবে, মন দিয়ে সুভেনির কিনবে, প্রতিটা মিডিয়ায় যা যা বেরবে তা কন্ঠস্থ করবে, আবার বিয়ার খাবে। সামনের বছর আবার তিনটে টীম উঠবে, তিনটে নামবে। জয় রাণীর জয়।
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:১৫413963
  • না, আমার ধারণা নর্থ ইস্টের সেন্টিমেন্টটা আলাদা - অনেকটাই নর্থ-সাউথ ডিভাইডের সঙ্গে জড়িত - এটা অবশ্যই ছয় বছর ওখানে থেকে এক্সপিরিয়েন্স থেকে বলা। একটা রেলিগেটেড ক্লাবের ৫০০০০+ ফ্যান ফলোয়িং (প্রতি হোম ম্যাচে) ইংলিশ লীগে অভূতপূর্ব ঘটনা।
  • Arpan | 204.138.240.254 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:১৬413964
  • পুরো মহ: স্পোর্টিং। জার্সি আর ফ্যানবেসে কী মিল কী মিল! ;-)
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:২৫413965
  • ওয়েস্ট হ্যাম রেলিগেটেড হওয়ার পর হোম ম্যাচে দর্শকসংখ্যা ড্রাস্টিক্যালি কমেছিলো - এটা অন্য অনেক টিমের ক্ষেত্রেই সত্যি। এমনকি নর্থ-ইস্টে বরোর ক্ষেত্রেও এটা হয়েছে। অথচ, নিউক্যাসলে আগের ৫২০০০ থেকে কমে বড়জোর ৪৮-৪৯০০০। এরা যে গাঁট ফ্যান সেই নিয়ে সন্দেহ নেই।
  • Arpan | 204.138.240.254 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:৩৬413966
  • সান্ডারল্যান্ডের ফ্যান বেড়েছে কি? নর্থ ইস্টের সেরা ক্লাব লাস্ট তিনটে সিজন ধরে।
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:৪৫413969
  • স্টেডিয়াম অব লাইট্‌স ভর্তিই থাকে।

    ফুটবল ফ্যানবেজ নিয়ে একটা রিসার্চ বেরিয়েছিলো কাগজে অনেকদিন আগে - সম্ভবত: গার্ডিয়ানেই। একটা বড় সংখ্যার ফ্যান হল "সুখের পাখি' - ক্লাব যদ্দিন ভালো করছে তদ্দিন ফ্যান। ইনফ্যাক্ট দেশেবিদেশে বড় ক্লাবগুলোর ফ্যানবেজের অধিকাংশই তাই। আরেকটা রিলেটিভলি ছোট অংশ হল পারফরমেন্সের সাথে ইনভার্সলি প্রোপোর্শনাল। যত খারাপ পারফর্ম করে তত ডাই-হার্ড ফ্যান তৈরী হয়:-) আরো দুটো ক্যাটেগরি ছিলো - এখন ভুলে গেছি।
  • Arijit | 121.242.15.238 | ০৬ এপ্রিল ২০১০ ১৭:৪৭413970
  • লাস্ট তিনটে সীজন নয়। ২০০৮-২০০৯, মানে যে বছর নিউক্যাসল নেমে গেলো, সে বছর থেকে। তার আগের বছরেও (যেবার অ্যালার্ডাইসকে ভাগিয়ে কিং কেভ-কে আনা হল) নিউক্যাসল আগে ছিলো।
  • Jay | 90.200.14.134 | ০৬ এপ্রিল ২০১০ ২০:০৪413971
  • কাদের ফ্যান কত বড় গাঁট সেটা প্রশ্ন নয়। ফ্যান মানেই কম বেশী গাঁট। তাতে কোথাও কিচ্ছু ছেঁড়ে না। মালিকদেরতো নয়ই। নিউক্যাসেল গতবার নেমে গেছে বলে নয়। এই ধ্যাড়ানোতো কয়েক বছরের গপ্পো। বেসিক্যালি খারাপ ম্যানেজমেন্ট আর পয়সার অভাব। ফ্যানেরা তাদের গাঁটামো দিয়ে আশলের কি ছিঁড়েছে? বা ছিঁড়বে? ঐতিহ্যই যদি বলি, নিউক্যাসেলের প্রিমিয়রশীপে ওঠা নিয়ে এত নাচানাচি, যেখানে থাকার কথা, প্রথম ৬টা কি ৮টা দলের মধ্যে অতি বড় গাঁটও সে দিবাস্বপ্ন দেখে না। অন্তত: এখনকার মালিকানায়তো নয়ই।
  • stoic | 160.103.2.224 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:১৯413973
  • কাল মেসি অসাধারণ খেলেছে ঠিকই, নাথিং টু টেক অ্যাওয়ে ফ্রম হিম, কিন্তু আরো বেশ কিছু ফ্যাক্টর্স ছিল। আর্সেনাল যেমন গালাস, ফাব্রেগাস ছাড়া খেলেছে, কয়েকটা ক্রিটিকাল মোমেন্টে রেফারিং ডিসিশান আর্সেনালের এগেইনস্টে গেছে, ইত্যাদি।

    তবে ওয়ার্ল্ড কাপের আগে মেসির এই ফর্ম চিন্তার কথা। আরো চিন্তার কথা যে হি ইজ ওনলি ২২ ! :-)

    আজ ম্যান ইউ সাপোর্টার হিসেবে আর একটা হার্টব্রেক হজম করতে হবে। চেলসীর কাছে হেরে প্রিমিয়ারশিপটা খোয়া গেল। সেদিন থেকেই মেজাজটা খারাপ হয়ে আছে। :-(
  • dipu | 61.12.12.83 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:৩০413974
  • ইসে, বার্সেলোনা পুয়োল, পিকে আর ইনিয়েস্তা ছাড়া খেলেছে :-)

    রেফারিং কখন এগেইনস্টে গেল?
  • stoic | 160.103.2.224 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:৩৮413975
  • ইনিয়েস্তা শেষের দিকে নেমেছিল।
    ডিয়াবির দুটো এক্সেলেন্ট ট্যাকল, যে দুটো থেকে দুটো দারুন ব্রেক হতে পারত, দুটো ই ফাউল দিল স্টার্ক। মেসির যে ফাউল থেকে ডেনিলসন ইয়েলো কার্ড দেখলো সেটাও ফাউল ছিল না। মেসি গড়াগড়ি দিল বলে পেয়ে গেল। এ সবই পার্ট অফ ফুটবল জানি, তবে একজন জার্মান রেফারি, যে বুন্দেশলিগার র‌্যাদার ফিসিক্যাল ফর্ম অব প্লের সঙ্গে ফ্যামিলিয়ার, তার কাছ থেকে একটু ফেয়ারার রেফারিং আশা করেছিলাম।

    দেখা যাক মোরিনহো কোনো ম্যাজিক দেখাতে পারে কিনা।
  • dipu | 61.12.12.83 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:৪২413976
  • পাঁচ মিনিট আগে তো নামল। পা ছোঁয়াতে ছোঁয়াতে বাঁশি বেজে গেল। ওটাকে নামা বলে না :-)

    ডেনিলসনের টা মনে আছে। হয়তো ফাউল ছিল না। তবে ওরকম একটু আধটু রোজই হয়। আজ এর মাঠে তো কাল ওর মাঠে। কাল আপনার চোখে লেগেছে এই যা :-)
  • Netai | 125.19.38.82 | ০৭ এপ্রিল ২০১০ ১৭:৪৭413977
  • আমি বার্সিলোনার ফ্যান।বার্সিলোনার শুধু একটা জিনিষ পছন্দ হয় না। play acting টা। মেসি, ইনিয়েস্তা, পুয়োল কে কম যায় এক্টোতে?
    যারা ফুটবল এতো ভাল খেলে, তাদের নাটক করার এতো প্রবনতা ক্যানো?
  • Jay | 90.200.14.134 | ০৮ এপ্রিল ২০১০ ০৪:০৬413978
  • সাত বছরে এই প্রথম চ্যাম্পিয়ন্স লীগে রাণীর কোন টীম সেমিফাইনালে নেই। আ:। রিসেশনের সময়ে সব চেয়ে ভালো খপর। বার্সিলোনাই মনে হচ্ছে শেষ পর্যন্ত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন