এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল: ২০০৯-২০১০

    Arijit
    অন্যান্য | ১০ আগস্ট ২০০৯ | ২৭৫১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 207.179.11.216 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৮413881
  • আজ রাত ভারতীয় সময় সাড়ে এগারোটা থেকে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ ম্যাচ ইন্টারমিলান বনাম বার্সেলোনা। টেন স্পোর্টসে দেখাবে। দেখে ফেলুন।
  • Sudipta | 122.169.145.167 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৩৪413882
  • লিভারপুল জিতল
  • Arijit | 61.95.144.123 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫১413883
  • ব্ল্যাকপুলের কাছে হেরে গেলুম - এখন তিন নম্বরে। ধুৎ।:-(
  • dipu | 207.179.11.216 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫২413884
  • ইন্টারমিলান সারাক্ষণ ডিফেন্ড করে গেল। ধুস্‌স্‌স। ওভাবে ফুটবল খেলা হয় নাকি!
  • dipu | 207.179.11.216 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১০:৫৩413885
  • রিয়াল মাদ্রিদের খেলাটায় রোনাল্ডো ফ্রিকিক থেকে দুটো ভালো গোল করেছে। ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে একটা ভুলভাল টিমের সঙ্গে ড্র করেছে।
  • Sudipta | 122.169.145.167 | ০৫ অক্টোবর ২০০৯ ১০:০৮413886
  • মোবা-র লোক জনের জন্যে একটা ছোট্টো সুখবর, খবরে দেখলাম, নীচে লিংক দিলুম।

    http://sabujmaroonswapno.org/content.php?id=56
  • dipu | 59.164.98.20 | ১১ অক্টোবর ২০০৯ ০৮:৪১413887
  • আর্জেন্টিনা অবশেষে জিতল। কিন্তু পরের ম্যাচে উরুগুয়ে কে হারাতে না পারলে দু:খ আছে। দক্ষিণ আমেরিকা থেকে ব্রাজিল, প্যারাগুয়ে, চিলি কোয়ালিফাই করে গেছে। আর্জেন্টিনা আপাতত চারে, উরুগুয়ে পাঁচে।

    পাবলো আইমার কে ফিরিয়ে এনে মারাদোনা একটা ভালো কাজ করেছে।
  • dipu | 59.164.190.244 | ১৫ অক্টোবর ২০০৯ ০৮:০৫413888
  • আর্জেন্টিনা থ্রু টু সাউথ আফ্রিকা :-)

    উরুগুয়েকে ১-০ হারিয়ে। উরুগুয়েকে এবার প্লেঅফ খেলতে হবে।
  • dipu | 59.164.189.155 | ২২ নভেম্বর ২০০৯ ২০:১৯413891
  • এ সি মিলানের পাতো। নেক্সট সুপারতারকা। হুহা ফর্মে।
  • dipu | 59.164.189.155 | ২২ নভেম্বর ২০০৯ ২১:০০413892
  • রোনাল্ডিনহো বহুদিন পরে আবারও সেইসব মায়াবী পাস বাড়াচ্ছে। সেইসব পাস, যা শুধুমাত্র রোনাল্ডিনহোর পক্ষেই বাড়ানো সম্ভব।
  • aranya | 173.54.108.10 | ২৩ নভেম্বর ২০০৯ ০২:৫৩413893
  • দীপু, এটা কোন খেলাটায় - মানে রোনাল্ডিনহোর পাসগুলো - দেশের হয়ে না ক্লাব ফুটবলে ? বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল না কি রুনিদের ইংল্যান্ডকে রীতিমত নাচিয়ে হারিয়েছে শুন্‌লাম।
  • aranya | 173.54.108.10 | ২৩ নভেম্বর ২০০৯ ০৬:৩৬413894
  • আজ আমি ফুটবল বুট জোড়া তুলে রাখলাম। ৭৩-এ পিয়ং ইয়াং-এর বিরুদ্ধে কর্ণার ফ্ল্যাগের কাছ থেকে সুরজিৎ একটা শট নেয় যেটা হঠাৎ ডিপ করে বেঁকে গিয়ে গোলে ঢোকে, পরদিন কাগজে লিখল ব্যানানা কিক। বাঙালী ফুটবলার-রা তখন কত কিশোরের চোখে স্বপ্ন মাখিয়ে দিচ্ছে, এ পোড়া সময়ে দাঁড়িয়ে সেই সত্তরের দিনগুলোকেই স্বপ্ন বলে মনে হয়।
    মতি নন্দীর স্ট্রাইকার প্রসূনের সাথে আমার দুটো বড় মিল ছিল- হেড করতে গেলে চোখ বন্ধ করে কুঁকড়ে যেতাম আর বাঁ পা চলত না। কিন্তু ডান পা, আহা ডান পা আমায় অনেক দিয়েছে। ডান পায়ে কিছু ডজ ছিল আর ছিল গতি, বিপক্ষের ডিফেণ্ডারের ডান দিক দিয়ে বল ঠেলে তার বাঁ দিক দিয়ে দৌড়ে বেরিয়ে সেই বল ধরে এগোনো-ডান দিকের সাইড লাইন ধরে তরতরিয়ে উঠে সেন্টার বা হঠাৎ কাট করে ভেতরে ঢুকে আসা - রাইট আউট-ই ছিল আমার স্বাভাবিক পজিশন।
    কোনোদিন ঘেরা মাঠে খেলি নি, পাড়ার মাঠে খালি পায়ে বলে লাথি মেরে বড় হওয়া, ফুটবলের জগতে আমি নেহাতই প্রান্তিক। 1st year-এ নেহেরু হলের সাথে একটা ম্যাচের পর আমি মাঠে কেঁদে ফেলি, সারাটা খেলায় অজস্র সেন্টার করে ছিলাম, গোল পাই নি, নেহেরু ১ গোলে জেতে। গভীর রাতে মাতাল পায়ে ক্যান্টীনের পাশ দিয়ে যাচ্ছি, rk হল আর iit টীম ক্যাপ্টেন ইন্দ্রজিৎ লাহিড়ীর গলা কানে এল - "এত কথা বলে লাভ কি, অরণ্য কখনো সুরজিৎ হতে পারবে না'। সেই কথাগুলো এখনো আমার কানে বাজে, আমার আর সুরজিৎএর নাম পাশাপাশি উচ্চারিত হচ্ছে, দু:খের সাথেই বলা কথাগুলো, টিমকে জেতাতে পারিনি সেই পরিপ্রেক্ষিতেই বলা, কিন্তু কত বড় উপহার যে ইন্দ্রজিৎ দিয়েছিল সেদিন, যা সারা রাত আমায় মাতাল রেখেছিল, তুচ্ছ মহুয়ার সাধ্য কি তেমন নেশার জন্ম দেয়।
  • aranya | 173.54.108.10 | ২৩ নভেম্বর ২০০৯ ০৭:৩০413895
  • গত কয়েক বছর রাইট ব্যাক খেলছিলাম, ৪০-এর ওপরে গতি কমে যায়, উইং-কে বিদায় জানাতে হয়। কন্সেপ্ট আর ফুটবল সেন্স দিয়ে ডিফেন্সে খেলা যায় কিন্তু, শুধু আদর্শ বদলে যায়, শোভাবাজারের কমল গুহ-র কথা মনে পড়ে তখন, বুড়ো স্ট্রাইকার কমল গুহ - মতি নন্দী বাংলা সাহিত্য আর বাংলার মাঠ-কে যে কতটা দিয়ে গেলেন, তার মূল্যায়ন কি হবে কখনো ?
    বাঁ গোড়ালি-তে একটা bone spur হয়েছে, সার্জারী করতে অনেক ভেতরে ঢুকতে হবে, খুব-ই যন্ত্রণাদায়ক হবে রিকভারী পিরিয়ড-টা। ব্যথা সহ্য করেই খেলে গেলাম সারা গ্রীষ্ম, দিনগুলো যেন বৃথা না যায়। আজ ম্যাচ শুরু-র পর প্রতিটি পদক্ষেপেই মনে হচ্ছিল একটা ধারাল ছুরি গোড়ালিতে আমূল বসে যাচ্ছে, পাঁচ মিনিটের মাথায় বিপক্ষের লেফ্‌ট আউট শুধু গতিতে আমায় বিট করে গেল, গোলটার পর নিজেই মাঠ থেকে বেরিয়ে যাই। বেঞ্চে বসে দেখলাম বাকী খেলাটা।
  • aranya | 173.54.108.10 | ২৩ নভেম্বর ২০০৯ ০৭:৪১413896
  • সবাই চলে যাবার পরও মাঠে বসে ছিলাম কিছুক্ষণ। এর পর এই সবুজের মধ্যে যখন আসব, তখন আমার সঙ্গে থাকবে অনেকগুলো স্কুল পড়ুয়া বাচ্চা । মাঠ ছেড়ে থাকতে পারব না, আর শহরের সকার প্রোগ্রামগুলো সব সময়ই ভলান্টিয়ার কোচ খোঁজে। কমল-দা ঘেরা মাঠে যুগের যাত্রীকে হারিয়ে বুট তুলে রাখে, আর আমি, হরিদাস পাল, প্রবাসে এক পাড়ার মাঠ থেকে খোঁড়াতে, খোঁড়াতে বেরিয়ে গেলাম জীবনের শেষ ম্যাচ খেলে - গল্প দুটো কোথায় গিয়ে যেন এক জায়গায় মিলেও যায়।
  • aranya | 173.54.108.10 | ২৩ নভেম্বর ২০০৯ ০৭:৪৭413897
  • এই টই-টার নাম "ফুটবল ফুটবল ২০০৯-২০১০', বিশ্ব ফুটবলের সব বড় ক্লাব, বড় খেলোয়াড়-দের নিয়েই আলোচনা হয় এখানে। আমার লেখাটা এখানে যায় কিনা জানি না। কিন্তু ফুটবল তো শুধু আর্সেনেল, ম্যান-ইউ নয়, নয় শুধু বেকহ্যাম বা রোনাল্ডো - ফুটবল তো শুধু ঐ গোল বলটাই নয়, তাকে ঘিরে, তাকে নিয়ে আরও অনেক অনেক কিছু।
  • Arpan | 122.252.231.12 | ২৩ নভেম্বর ২০০৯ ০৮:৩২413898
  • কোয়ালিফায়ার? ওটা তো ফ্রেন্ডলি ম্যাচ ছিল।
  • dipu | 59.164.98.5 | ২৩ নভেম্বর ২০০৯ ০৮:৩৮413899
  • ক্লাব ফুটবলে।
  • Binary | 70.64.19.80 | ২৩ নভেম্বর ২০০৯ ০৯:১০413900
  • অরন্য-র জন্য http://tinyurl.com/yhf3k5f
  • Arijit | 61.95.144.122 | ২৩ নভেম্বর ২০০৯ ১১:১৪413902
  • অরণ্য - অবশ্যই যায়। আমাদের মধ্যে প্রায় কেউই নিজে আর খেলে না, কাজেই আমাদের পোস্ট বলতে শুধু ওই ইপিএল বা ইতালীয়ান লীগ, বা ইবে-মোবা...

    ইপিএলে হায়েস্ট গোল কত - এক ম্যাচে? কাল স্পার্স উইগ্যানকে ৯-১ হারিয়েছে, ডিফো একাই পাঁচটা!
  • Tim | 71.62.121.158 | ২৩ নভেম্বর ২০০৯ ১১:৩৯413904
  • অরণ্যদা এইসব লিখে শেষের সেদিন মনে করিয়ে দিচ্ছে। এই বুট তুলে রাখাটা কি সেটা যারা না খেলে তারা বুঝবে না। অবশ্য ৪০ এর পরেও খেলে যাওয়াটা বিশাল ব্যাপার, এইটা দেখে একটু হলেও ভালো লাগলো। আমি তো এখনই হাঁফিয়ে যেতে শুরু করেছি।

    এখানে বেশ কিছুদিন থেকে কয়েকটা খুব করুণ উপলব্ধি হলো। একটু শেয়ার করি। ভারতীয়দের মধ্যে ফুটবল এখন সবথেকে বেশি খেলে মারাঠিরা। তার পরেই দক্ষিণের লোকজন, ও একে একে অন্যান্য রাজ্য। বাঙালী প্রায় নেই (আমার দেখা দুটো স্কুল মিলিয়ে একজন)।
    ইন জেনেরাল খেলার মান, ফুটবল সেন্স খুব খারাপ। বেসিক স্কিলে এমন ঘাটতি যে বলার কথা নয়। সবাই বেকহ্যাম-রোনাল্ডো-রাউল হতে চায়। জেতার তাগিদ নেই। খুবই খারাপ লাগে।
    তুলনায় ক্রিকেটের অবস্থা অনেক বেটার। যে যে জিনিসগুলো ভারতীয়দের ফুটবলে দেখিনা, সেইগুলোই ক্রিকেটে দেখলাম।
  • aranya | 173.54.108.10 | ২৭ নভেম্বর ২০০৯ ০২:৫৬413905
  • সবে আমি কেঁদে ককিয়ে "এক বুড়ো ফুটবলারের আত্মকথা' লিখেছি, আর যতসব নকু-মাকুরা মিলে টইটাকে দিয়েছে ডুবিয়ে। এবার থেকে আমি রেগুলার পোস্ট করে এটাকে ওপরে তুলে রাখব :) ।
    অপ্পন, ঠিকই বলেছ, ব্রেজিল তো কবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে, এটা প্রদর্শনী ম্যাচই ছিল। রুনি-ফুনিকে ব্রেজিলের ডিফেন্ডাররা নিজেদের পেনাল্টী বক্সের মধ্যে কাটাচ্ছে শুনে মজা লেগেছিল, ভয়ানক রিস্কি কাজ, তবে ব্রাজিলের পক্ষে সবই সম্ভব।
    অজ্জিত, থ্যাংকু।
    টিম, চল্লিশের পরেও দিব্যি খেলে যেতে পারবে, যদি ওজনটা না বাড়ে, আর শরীর ঠিক থাকে। আমি দূর্ভাগা লোক, তাই বত্তিরিশেই আমার ব্যাক প্রবলেম শুরু হয়, একটা দশ ঘন্টার রোড ট্রিপের পর। হার্নিয়েটেড ডিস্ক, ডান পা দিয়ে ব্যথার ঢেউ নামা, পায়ের আঙুলে চিনচিনে অনুভূতি - এই সব আর কি। খেলার স্টাইল তাই আমায় বারবার বদলাতে হয়েছে। ডান পায়ে লম্বা কিক নিলে কোমরে ভয়ানক যন্ত্রণা, তাই ছোট পাসে খেলা, অফ দ্য বল দৌড়তে পারছি না, বেশী দৌড়লেও যন্ত্রণা, তাই উইং থেকে নেমে এসে ব্যাকে খেলা - এইসব আর কি। তবে সেই ১৯৯৬-এ ডাক্তার বিধান দিয়েছিলেন দৌড়তে হয় এমন কোন খেলা চলবে না, খেললে ঝুঁকি নিয়ে খেলতে হবে ডান পা প্যারালাইজ্‌ড হয়ে যেতে পারে, মাঠ থেকে সোজা অপারেশান টেবিলে নিয়ে যেতে হবে - এই সব অমঙ্গুলে কথা। আমি তারপরও ১৩ বছর খেলে গেলাম, এখন অবসর নিতে সত্যিই আপশোষ কিছু নেই।
    পেটে ভাত নেই বলে শালবনে যারা বন্দুক তুলে নিচ্ছে হাতে, তাদের তুলনায় খুবই ক্ষুদ্র আমার এই সংগ্রাম, কিন্তু মাঝে মাঝে মনে হয় এটাও তো একটা লড়াই, একলা মানুষের নিজস্ব লড়াই।
    যা বলছিলাম, ফিটনেস থাকলে আর ব্যাক প্রবলেম না দেখা দিলে, বয়সটা সত্যিই বড় কোন সমস্যা নয়। আমাদের বর্তমান দলটা পুরোপুরি বাঙালীদেরই দল, বেশীর ভাগ যাদব্‌পুরের ছেলে, ২৫-থেকে ৪৭ বয়সের রেঞ্জ, বেশীরভাগ খেলোয়াড় মধ্য তিরিশ, কিন্ত আমাদের মত বুড়োদেরও মানিয়ে নিতে অসুবিধা হয় না, নিজেকে মিসফিট লাগে নি কখনো।

  • aranya | 173.54.108.10 | ২৭ নভেম্বর ২০০৯ ০৩:৫৮413906
  • বলতে ভুলেছি,বাইনারী, "কলকাতা ফুটবল, সত্তর দশক' - লিঙ্কটার জন্য থ্যাংকু। আমি অবিশ্যি আগেই পড়েছি লেখাগুলো, খুব প্রিয় টই আমার।
    কলকাতা, বাংলা এবং ভারতীয় ফুটবলের সঙ্গে কোনভাবে জড়িত হতে পারলে, নতুন খেলোয়াড় তোলায় সাহায্য করতে পারলে খুবই খুশী হতাম - সেই বাইচুং-এর পর গত পনেরো বছরে আর কোন দেশী প্লেয়ার তো উঠল না। AIFF-টা হয়েছে বাস্তুঘুঘুদের বাসা, কলকাতার ক্লাবগুলোঅও তাই। TFA -তে বোধহয় বারো-তেরো বছর বয়সে ছেলেগুলোকে নেয়, তর মধ্যেই ওরা কিছু পরিমাণে অপুষ্টির শিকার, আরও আগে, ছ-সাত বছর বয়স থেকেই ঠিকঠাক ডায়েট আর ট্রেনিং শুরু করা দরকার।
  • d | 117.195.40.85 | ২৭ নভেম্বর ২০০৯ ১৩:০৬413907
  • অরণ্যর লেখাটা তো আগে খেয়াল করিনি। দারুণ বললে কম বলা হয়। এরকম টাটকা অভিজ্ঞতা আরও পড়তে চাই।
  • Arijit | 61.95.144.122 | ১০ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৪413910
  • নিউক্যাসল ইউনাইটেড - ফিজি পপ লীগের ওপরে ক্লিয়ার সাত পয়েন্টের ডিফারেন্স। এই ফর্মে খেললে ইস্টারের আগেই প্রোমোশন গ্রান্টি।
  • umesh | 86.2.246.37 | ১০ ডিসেম্বর ২০০৯ ১২:৫৯413911
  • ওটা ৭ পয়েন্ট না বলে আমি ১২ পয়েন্ট ধরছি। প্রথম দুটো টীম তো সরাসরি প্রোমোশন পাবে।
  • Arijit | 61.95.144.122 | ১০ ডিসেম্বর ২০০৯ ১৩:০৫413913
  • হ্যাঁ, তবে চ্যাম্পিয়নশিপ জিতলে ৩৫ বছরের ট্রফি খরা মিটবে যে:-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন