এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ২৯১৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৪৪414688
  • হনুর এই নিজেই কোচ্চেন আর নিজেই উত্তর দেওয়ার ব্যপারটা হেব্বি। :))
  • kd | 59.93.209.117 | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪১414689
  • পাইএর সঙ্গে লাস্ট নাইট চ্যাট'এ শনিবারের কফি হাউসে যাওয়ার কথা জান্‌লুম, আমি যাবো। ওর সঙ্গে কিছু কনভারসেশনের পর ঠিক কোল্লুম, দেখি না আরএকবার। ২য় আর ৩য় ইস্যু পাশাপাশি রাখ্‌লুম বুক-স্টল স্টাইলে, তার সঙ্গে আর দুটো নতুন লিট্‌ল ম্যাগ আর তিনটে পুজো সংখ্যা। GCর দুটো ইস্যুই কিন্তু হারিয়ে যায় নি। মজার কথা সেই সময় পাড়ার গোটা পাঁচেক লোক এলো গত পুজোর ব্যাপারে। এত ভালো ভিক্টিম পেয়ে কেউ ছাড়ে? দলটি ২৫-৪৫ বয়সের। ওদের বোল্লুম এই দুতো ম্যাগ আমার এক বন্ধু পাঠিয়েছে ইভ্যালুয়েট করতে - হেল্প করো। দুটোর কভারই flying colorsএ পাস করেছে - ২য় ইস্যুটা সকলের'ই বেশী পছন্দ! তারপর ওরা হাতে নিয়ে দেখলো - ৩য় ইস্যু টা এবার জিতলো expectedly। ওরা index পাতা দেখলেও কেউ কোনো কমেন্ট করে নি - except ওদের দুজন নিজেদের মধ্যে ডিসকাস করছিল জেমন, এটাতে সব টাইপের লেখা আছে দেখচি, কারুর না কারুর কোনো কিছু তো ভালো লাগবেই।

    সত্যিকথা বোলতে কি, আমি বেশ excited হয়ে গেছি ওদের মন্তব্য শুনে, কয়েক ঘন্টা আগের ঘটনা, শেয়ার কোল্লুম, তোমাদেরও ভাল্লাগবে 'ম্যাঙ্গো পাবলিক'এর ওপিনিয়ন শুনে। ও হ্যাঁ, ২য় ইস্যুর 'লাল' কেসটা পয়েন্ট আউট করতে একজন বল্লো (কমবয়সি একজন), কেন দারুণ খুলেছে তো, বেশ ব্রাইট! এর মানে আমরা অনেক বেশী ক্রিটিকাল।

  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৮414690
  • গুড।
  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫২414691
  • হ্যাঁ সে তো আছেই। কিন্তু আমি কি করে আগাম জানব কে কী পরে আসবে!!

    অক্ষ সে তুমি যাই বল, তেকোনা খুব একটা ভুল বলছে না। কিছু কিছু পাবলিক এমনসব জিনিষপত্র পরে আসে ..... হাঁটছে চলছে ছমছম ছমছম, কিম্ব ঝুনুঝুনু।
  • d | 117.195.40.105 | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫৩414692
  • অ্যাল!
  • bitoshok | 76.113.141.128 | ২৩ অক্টোবর ২০০৯ ১০:১৪414693
  • ইয়ে মানে কাগুজে-গুরুর টাইপসেটিং যারা করেন তারা কি 'ওয়ার্ড/ওপেন অফিস' ব্যবহার করেন? প্রিভিউ কপি দেখতে গিয়ে মনে হল।
  • Samik | 122.162.75.221 | ২৩ অক্টোবর ২০০৯ ১০:১৭414694
  • ফাইনাল লেখাগুলো আমরা ওয়ার্ড বা ওপেনআপিসে নিই বটে, তবে টাইপসেটিং করি অন্য সফটওয়্যারে। কী প্রবলেম হচ্ছে বলুন তো?
  • bitoshok | 76.113.141.128 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:২২414695
  • যতিচিহ্‌ণদের অবস্থান আর তার আগের /পরের ফাঁক গুলোতে একটু সতর্ক থাকলে বোধহয় ভালো হয়। এটা 'ওয়ার্ড' ইউজার দের একটা টিপিক্যাল বদভ্যাস। একই পাতায় একাধিক ফন্ট টানা ব্যবহার না করলেই ভালো। প্রিভিউ-এর দুই নম্বর পাতা অত্যন্ত অপেশাদার ছেলেমানুষি কাজ মনে হচ্ছে। ইংরেজি বাংলা মিশিয়ে লিখলে ফন্ট এক মাপের করে লিখুন, না হলে বড্ড চোখে লাগে (পাঁচের পাতায় "it's really awesome")

    অবশ্য এগুলো আমার ব্যক্তিগত মতামত।
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:৩৩414696
  • পাংচুয়েশনের গ্যাপটা অনেকেই ঠিক মতন দেয় না। নিয়ম হল পাংচুয়েশনের আগে স্পেস থাকবে না, পরে একটা থাকবে।

    ফন্ট নিয়ে প্রবলেমটা ঠিক সাইজের নয়। বাংলাপ্লেন ১২ আর এরিয়াল ১২ - সাইজ এক হলেও এরিয়ালটা দেখতে বড় লাগে। তাই এরিয়াল ব্যবহার না করে অন্য কোনো বই-স্টাইলের ফন্ট - যেমন বুকম্যানস, গ্যারামন্ড, প্যালেটিনো - ইত্যাদি ব্যবহার করলে দেখতে ভালো লাগবে।
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:৫৭414698
  • বীতশোক,

    যতিচিহ্নের অবস্থান নিয়ে একটা উদাহরণ তুলে দেবেন। পোস্ট থেকে বুঝতে পারলাম না।
  • Samik | 122.162.75.157 | ২৩ অক্টোবর ২০০৯ ১১:৫৯414699
  • এই বাক্যের শেষে যতিচিহ্ন ঠিক আছে। এই বাক্যের শেষে যতিচিহ্ন ঠিক নেই ।এই রকমও ঠিক নয়।বোঝা গেল?
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:০৪414700
  • ও, আচ্ছা। সে প্রুফ দেখার সময় ঠিক করার কথা। কিন্তু ওয়ার্ড ইউজারদেরই এই বদভ্যাস হবে কেন?
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:০৬414701
  • অপ্পন দিল্‌পে লিয়েছে;-)
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:০৯414702
  • যা:, বোঝার চেষ্টা করছি। আসলে লেখার সময় সচেতন থাকার ব্যপার। নইলে তো ওপেন অফিস বা নোটপ্যাডে টাইপালেও একই প্রবলেম আসবে।
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:১৪414703
  • যদ্দুর মনে হচ্ছে ওয়ার্ড বা ওপেনাপিস এই ভুলটা মার্ক করে - ট্রাই করে দ্যাখো। লেটেক জাতীয় সিস্টেমেও চেকার আছে এগুলো ধরার জন্যে।
  • dipu | 207.179.11.216 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:১৫414704
  • হুঁ। ওয়ার্ডে এই ভুলটা হলে তলায় নীল (সবুজও হতে পারে ;-)) দাগ আসে।
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:১৬414705
  • গ্রামার চেক না করলে ধরে না। তাতে কী হল?
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:১৮414706
  • হল এই যে মাঝে সাঝে অচেতন থাকলেও গ্রামার চেকে ধরে দেওয়ার কথা আর কি।
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:২১414709
  • তাহলে তো লেটেকেও হবে এক জিনিস।

    আর ওয়ার্ডের ডিফল্ট সেটআপে ধরে না। যদি না নিজে চেক করাও বা অপশনটা এনাবল কর।
  • nyara | 64.105.168.210 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:২১414707
  • এ ব্যাপারে বাংলাপ্লেন ফন্ট আবার পুলিশ। দাঁড়ি, জিজ্ঞাসা চিহ্ন এসবের আগে নিজে নিজেই একটা স্পেস বসিয়ে নেয়।
  • nyara | 64.105.168.210 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:২৪414710
  • বাংলা ফন্টে লিখলে ওয়ার্ড বা ওপেনঅফিস অরিজিতের বলা ভুল নাও ধরতে পারে। কারণ টোকেনাইজেশন যে ডিলিমিটার দিয়ে করে সেগুলো বাংলা ফন্ট সবসময়ে স্ট্যান্ডার্ড মেন্টেন করে বানায় না। মানে ওয়ার্ডের পক্ষে দাঁড়ি যে একটা যতিচিহ্ন সেটা বোঝা সম্ভব নয়।
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:২৫414711
  • উল্টোটাই হয় বরং। সেই কম্পিউটার শেখার আদিযুগে টাইপাতে গিয়ে দেখেছিলাম ওয়ার্ডে গ্রামার চেক করলে এইগুলো ধরে। অতএব ভুলগুলো করা বন্ধ হল। এমনটা সবার সাথে না হতেই পারে। কাজেই ওই আর কী। সচেতনতার ব্যপার।
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:২৯414712
  • ন্যাড়াদা ঠিকই বলেছ। কিন্তু এইখানে বক্তব্য ছিল যেহেতু লোকে ইংলিশে এই ভুলগুলি গ্রামারপুলিশের হাতে ছেড়ে দেন, সেইহেতু বাংলাতেও একই বদভ্যাস প্লে করে। যেহেতু বাংলায় ম্যানুয়ালি চেক না করলে ধরা সম্ভব নয় (যদি না স্ক্রিপ্ট লাগিয়ে চেকানো হয়) সেইহেতু ছাপা গুরুতেও এই ভুল দেখা যাচছে।

    মানে আমি যেটুকু বুঝলাম।
  • bitoshok | 76.113.141.128 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৪০414713
  • @শমীক, ১১.৫৯-র পোস্ট-এ র উদাহরন ঠিকই আছে। আরো দিচ্ছি, ৩ নং পাতায় "কুকীর্তি ( ?)'-- ব্র্যাকেটের পজিশন। কখনও ব্যবহার হয়েছে ... কখনও .... । স্পেস আছে, স্পেস নেই। ... টাই উইথ স্পেস রীতি বলে জানি।
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৪৪414714
  • এগুলো প্রুফ দেখার সময় ঠিক করতে হবে।
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৪৮414715
  • সেকন্ড ইস্যুতে ঠিক করেছিলাম ধরে ধরে। তাও আবার পেজমেকারে। ওর থেকে হিমালয় চলে যাওয়া ভাল।

    স্ক্রিপ্ট লিখতে হবে। যে এইগুলি ঠিক করবে। আমার তো সময় নাই এই মুহূর্তে। অন্য কেউ লিখুক।
  • bitoshok | 76.113.141.128 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৪৯414716
  • লেটেকে এই ভুল ধরে না। এটা ইউজারের ভুল। কিন্তু, লেটেক ইউজার রা নুথের শিক্ষার কল্যানে বা অন্য একাধিক সম্ভাব্য সুশিক্ষার (!) দৌলতে এই বেসিক সিনটাক্স গুলো চটপট শিখে ফেলে!!!
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৫৩414717
  • লেটেক না ওয়ার্ড না অন্য কিছু সেই তক্কে কাম নাই। মোদ্দা কথা হল যারা ল্যাখে তাদের এগুলো জেনে রাখা ভালো। আর পেজমেকারের আগের স্টেজে শুধরে নিতে হবে।
  • Arpan | 216.52.215.232 | ২৩ অক্টোবর ২০০৯ ১২:৫৮414718
  • লেটেক শেখালে হয় না যারা লেখা জমা দিচ্ছে? :-P
  • Arijit | 61.95.144.122 | ২৩ অক্টোবর ২০০৯ ১৩:০১414720
  • আমাকে মাওবাদীতে তাড়া করেনি যে একখান মশা মারার জন্যে হাউইৎজার অর্ডার দোবো;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন