এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ২৯১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 125.18.104.1 | ২৪ নভেম্বর ২০০৯ ১৪:৫৭414788
  • kk | 76.114.64.110 | ২৯ নভেম্বর ২০০৯ ০৫:৫৭414789
  • আমি আজকে কাগুজে গুরু দুই আর তিন এক সাথে পেয়েছি। 'প্রচ্ছদ ও অলংকরণ' নিয়ে কয়েকটা কথা মনে হলো --

    ১। এই ধরণের পাতলা বইয়ের মলাট যদি বেশি হার্ড হয় তো ভালো লাগেনা, যেটা কাগুজে দুই এ হয়েছে। তবে তিন নং এ দেখছি সেটা আর হয়নি, কাজেই ধরে নিচ্ছি পরের গুলোও তিন নং এর মতই হবে।
    ২। দুটো সংখ্যারই মলাটে লাল বা লালচে রঙের আধিক্য খুব চোখে লাগছে।আরো অন্য কোনো রং বা পুরো সাদা-কালো মলাট মাঝে মধ্যে করা যায় না? প্রত্যেক বারেই এত বেশি লাল থাকাটা কি জরুরী?
    ৩। মলাটের ছবি দুটো সংখ্যাতেই আমার কাছে কেমন যেন ডার্ক (রং এ নয়, থট্‌ এ)লাগলো। হতে পারে শিল্পীর পয়েন্ট অফ ভিউটা আমি ঠিক ধরতে পারছিনা। তবে আমার মত আরো অনেক সাধারণ পাঠকও তাহলে ধরতে পারবে না হয়তো।
    ৪। ভেতরের ছবি গুলোর মধ্যে কিছু ছবি খুব ভালো ক্ল্যারিটির ( যেমন বুনানের শিকাগো ভ্রমণের ছবি গুলো), কিন্তু কিছু ছবি দেখে মনে হচ্ছে জাস্ট প্রিন্ট আউট নেওয়া ছবি (যেমন রাবন্দার কবিতার পাতায় ছবি। হুতোর আঁকা ছবি গুলো এত্ত ভালো, কিন্তু ঐ, ক্ল্যারিটি আরেকটু বাড়লে ভালো লাগবে। আর এই যে একস্ট্রা কোচে সত্যি ট্রেনের কোচের যে ছবি গুলো, ওগুলোও খুব প্রিন্ট আউট মার্কা লাগছে, ভালো লাগছে না। ঝাপসা ছবি থাকলে সেই বইয়ের অনেক ভালো এফর্টও চোখে পড়েনা, কারণ সাব্‌-কনশাসে একটা 'কাঁচা ধরণের বই' এমনি ইম্প্রেশন হয়ে যায়।
    ৫। ডিডির কিচাইনে প্রতি বার একই ছবি না দিয়ে অন্য অন্য দিলে ভালো লাগবে। এটা হয়তো খুব ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট নয়, কিন্তু ঐ যে বললাম,ইম্প্রেশন এ আঁচড় পড়ে, এই ততটা জরুরী নয় ব্যপার গুলোতেও।
  • sinfaut | 117.194.193.237 | ২৯ নভেম্বর ২০০৯ ০৮:০৩414790
  • প্রচ্ছদগুলো এককথায় মর্বিড।
  • pi | 72.83.98.106 | ২৯ নভেম্বর ২০০৯ ১১:০১414791
  • কলিদি, ঐ গোলাপী মার্কা লালটা ছাপাখানার ভূতে ছড়াচ্ছে।:(
    আসল ছবিতে দুটো ফোঁটা ছাড়া লাল ছিল ই না।
  • d | 117.195.36.189 | ২৯ নভেম্বর ২০০৯ ১১:০৬414792
  • কাগু-৩ এর মলাটে তো আমি লাল পাইনি। কেমন কালচে জামরং টাইপ। সেটাও আমার পছন্দ হয় নি যদিও, কিন্তু সে আলাদা কথা। লাল তো নেই।
  • pi | 72.83.98.106 | ২৯ নভেম্বর ২০০৯ ১১:৩০414793
  • ঐ রংটাই আদৌ আসার কথা নয়।
  • shrabani | 59.96.163.25 | ২৯ নভেম্বর ২০০৯ ১৩:৪১414794
  • কাল কাগজে গুরু ৩ কিনলাম মিষ্টিমুখ থেকে। দশটা পড়েছিল। কটা এসেছিল জিজ্ঞেস করাতে ঠিক বলতে পারলনা, প্রথমে বলল পনেরটা, পরে ভেবে বলল বোধহয় কুড়িটা।
    সব জিনিসের দাম একসাথে দিয়েছিলাম, পরে বাড়ি এসে খেয়াল করলাম দশই দাম নিয়েছে।
  • pi | 72.83.98.106 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৩:০৩414795
  • কলকাতা ও আশেপাশে যেখানে যেখানে গুরু পাওয়া যাওয়ার কথা :
    http://sites.google.com/site/kagujeguru/praptisthan

    নতুন ম্যাগাজিন, অনেক স্টলেই শুনছি ডিসপ্লে তে রাখছে না, দোকানদারকে খুঁচিয়ে খাঁচিয়ে বের করাতে হচ্চে। :(

  • dipu | 207.179.11.216 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৩:০৭414796
  • সব হিব্রু দেখছি!
  • Rajdeep | 125.22.62.70 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৩:১৪414798
  • হিব্রুর একদম নিচে পিডিএফ ফাইল আছে , ওটা ওপেন করলেই দেখা যাবে
  • Samik | 219.64.11.35 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৩414799
  • জানতাম দশ টাকাই নেবে। :-)

    বারোটা দিয়েছিলাম। তুমি তার মানে দ্বিতীয় খদ্দের। :-)
  • pi | 72.83.98.106 | ০৩ ডিসেম্বর ২০০৯ ১৪:০৫414800
  • ধুত্তেরি, বাংলা লিখলে হিব্রু দেখায় :(
    ইংরিজি ই সই। পিডিএফ এ বাংলায় রইলো, স্টলের লিস্টি।

    ব্যাঙ্গালোর, দিল্লি, পুণের জনতা, ওখানে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, সেটা একটু পারলে লিখে দিও।
  • d | 117.195.41.218 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৩৪414801
  • পুণে:

    রাধিকা - সেনাপতি বাপট রোড (S. B. Road)
    বাবুমশাই - আম্বেদকর চওক, অউন্ধ্‌ খাড়কি রোড

    রাধিকা বেশ যত্ন করে ১৫ টাকাই নিয়েছে লোকের থেকে। তবে বলে দিয়েছে যে ঐ দশ আর পনেরো দুটো পাশাপাশি থাকলেই ভাল। সামনের পাতায় এত্ত বড় দশ টাকা দেখলে লোকে চট করে পেছনের খুদি খুদি অক্ষরে লেখাটা পড়তে চায় না।
  • d | 117.195.41.218 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৪২414802
  • ভাবা যায় না! বাইপাসে তুমুল জ্যাম! কেননা হনু চলেছে রাস্তা দিয়ে। পাশে আর এট্টুকও জায়গা নেই। একটা রোগা হ্যাংলামত ডাক্তার সাইকেল নিয়ে পাশে দিয়ে বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সাইড পাচ্ছে না।
  • d | 117.195.41.218 | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৪৩414803
  • অ্যাল!!!!
  • Ishan | 12.163.39.254 | ১৮ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪414804
  • একটি ছোট্টো ঘোষণা:
    কাগুজে গুরুর পরবর্তী সংখ্যা প্রকাশিত হতে চলেছে। এই সংখ্যা পেতে হলে কালিকের মধ্যে গ্রাহক হয়ে যান।
  • rabaahuta | 203.99.212.53 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১১:০৭414805
  • এসে গেল!
  • sinfaut | 203.91.193.50 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১১:১৫414806
  • "কালিকের মধ্যে" - !!
  • kallol | 124.124.93.202 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১১:২৫414807
  • কলকাতায়, জলপাইগুড়িতে আর মুম্বাইতে পাঠাতে চাই। কি ভাবে পাঠাবো ?

  • pi | 72.83.210.50 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১১:২৬414809
  • কল্লোলদা, ঐ ঠিকানাগুলো একটু [email protected] এ মেইল করে দেবেন ?
  • sinfaut | 203.91.193.50 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১২:০২414810
  • আমাকে ব্ল্যাঙ্কি দেবে তো? আর নয়তো কিভাবে পাব?
  • pi | 72.83.210.50 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৭414811
  • কলকাতায় আর আশেপাশে, যাঁদের জন্য ব্ল্যাংকি, কাব্লিদা বা ব্রতীনদা নেই, তাঁদের জন্য : http://sites.google.com/site/kagujeguru/praptisthan
  • saikat | 202.54.74.119 | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৫:১৮414812
  • আচ্ছা বইমেলাতে কি আর একটা সংখ্যা বেরোবে ? ঐ যেমন হয়, যে "দাদা বইটা কবে বেরোবে?" জিগ্যেস করলে 'প্রেস-এ দেয়া হয়েছে কিন্তু পেতে দেরী হচ্ছে..বুঝতেই পরছেন। শনিবার পেয়ে যাবেন.." এরকম কি হবে?
  • pi | 72.83.210.50 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:০৫414813
  • হ্যাঁ, বেরোবে।
    তবে এবারেই তো ঠিক এমনটি হল :)
    ছাপাখানার ফাটকে দিনের পর দিন, না না, হপ্তার পর হপ্তা আটক :(

    যাইহোক, কাগুজে গুরুর জন্য এই পাতাটি রইলো। ক্রমে আপডেট হবে।

    \http://www.guruchandali.com/?portletId=22&porletPage=1
  • indrani | 59.93.196.189 | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৯:০৬414814
  • আজ কলেজ স্ট্রীটে গিয়েছিলাম। পাতিরাম থেকে কাগুজে গুরুর চতুর্থ সংখ্যা নিলাম। সামনেই রাখা ছিল।জিগ্যেস করলাম,কেমন বিক্রি হচ্ছে ? ভালো বিক্রি - জবাব পেলাম।
  • Bratin | 117.194.96.20 | ৩০ ডিসেম্বর ২০০৯ ০৯:০৩414815
  • বাহ!! খুব ভালো.....
  • kd | 59.93.199.223 | ৩১ ডিসেম্বর ২০০৯ ০১:২৭414817
  • প্রেসিডেন্সি কলেজে জানুয়ারি ৬,৭,৮ লিট্‌ল ম্যাগাজিন মেলা হইবেক। কাগুজে গুরু সেখানে জনহিতার্থে উপস্থিত থাকিবেন। গু'চর সরব ও নীরব পাঠকদের নিকট আবেদন, ঐ শিক্ষার মহাপীঠস্থলে গুরুর দর্শণলাভের বিনিময়ে ব্রহ্মজ্ঞান অর্জন করিয়া নিজেকে কৃতার্থ করুন।
  • kd | 59.93.215.41 | ০৭ জানুয়ারি ২০১০ ০৩:২৭414818
  • আজ (মানে সাহেবী গতকাল) সুমেরু আর আমি একটা নাগাদ বই ইত্যাদি নিয়ে হাজির প্রেসিডেন্সি কলেজে, সঙ্গে বাবাই আর রফিক। কলেজের ভেতরেই, একেবারে মেলার মাঠের সামনে অবধি গাড়ী নিয়ে যেতে দিয়েছে, ভালোই, মালপত্তর বেশী টানাটানি করতে হ'ল না। মেলার মুখেই কর্মকর্তারা খাতা খুলে বসে। জিগালো, ফর্ম ফিলাপ করেছেন? লজ্জার হাসি হেসে বল্লুম, না'তো? সুমেরু সঙ্গে সঙ্গে একটা ব্ল্যান্‌ক ফর্ম টেনে নিয়ে 'ফিলআপ' করতে লাগলো আর আমি তখন একটা হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে টেবিল নম্বর তুলছি। যা! একশ'র ওপর নম্বর, হবে না, অত বেশী টেবিল নেই, আবার তুলুন। বার তিনেক এইসব করার পর নম্বর উঠলো ৫২। লটারি আমার পোষায় না কোনোদিন, তাই টিকিট কিনি না, এইবার আবার সেটা প্রমাণ হ'লো। পেলুম মাঝখানের রো, সেখানে ফ্লেক্স লাগাবার ব্যবস্থা নেই - তা একদিকে শাপে বর, আমাদের ফ্লেক্স নেই, ইপ্সিতার বকুনি খাবো না, ফ্লেক্স এর জন্যে তাগাদা তেমন দিইনি বলে। অবিস্যি তাতে কী ডরাই আমি ভিখারী রাঘবে? সঙ্গে ছিলো এই ইস্যুর কভারের প্রুফ প্রিন্ট - সেটাই রফিক একটা পিচবোর্ডের ওপর সাঁটিয়ে মেরে দিলে টেবিলের সামনে আর পুজো স্পেশালের জোড়া পোস্টার দুটোকে আটকে দড়ি দিয়ে বেঁধে ওপরে ইলেকট্রিকের তারের সঙ্গে ঝুলিয়ে দিলে। আহা:, এই তো চেয়েছিলুম - গুরু কেমন ওয়েদারভেনের মতো বাঁই বাঁই করে ঘুরছে! ওখানে কেউ এমনটি করতে পারেনি। তা এই তো হ'লো স্টল সাজানো। এবার ডিটেলের দিকে নজর দেওয়া যাক।
  • kd | 59.93.215.41 | ০৭ জানুয়ারি ২০১০ ০৩:৪১414820
  • সুমেরু বোধহয় আমার কার্যকলাপে মুগ্‌ধ হয়ে গিয়েছিলো (অনেকে আবার ঐ লুকটাকে হতভম্ব বলে থাকে)। একটু হেসিটেট করে আমায় মিনমিন করে বললো, আপনি অনেক খাটলেন, বইগুলো আমি বরং গুচোচ্ছি। তা আমি ওকে কিছু করার চান্স না দিয়ে পারি? এমন করে বললো। তো আমি চলে গেলুম আশপাশের টেবিলে সুপারভাইজ করতে - সকলে তো সব পারে না - একটু দেখিয়ে শুনিয়ে দিতে হয়। কোনো কারণে ওরা কেউ আমার অভিজ্ঞতার দাম দিলো না (এইজন্যেই বাঙালীর উন্নতি হয় না) - তা নানান টেবিলে চেস্টা করে শেষে ফিরে এলুম নিজের ডেরায় - বা: সুমেরু তো ভালোই সাজিয়েছে - বেশ দোকান দোকান দেখাচ্ছে - মানে ঐ দু-ফুট বাই তিন-ফুট জায়গায় যতখানি করা যায় আর কি। ইতিমধ্যে বাবাই গিয়ে একটা রসিদ-বই কিনে আনলো - এখন আমরা পুরো বেওসাদার। ঘড়িতে দু'টো বাজে - মেলা অফিসিয়ালি শুরু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন