এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ২৯১৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • santanu | 82.112.6.2 | ২০ অক্টোবর ২০০৯ ০৯:৫৭414655
  • রোকেয়া, প্রথমটার এক কপি আমি ও চাই।
  • rokeyaa | 203.110.243.21 | ২০ অক্টোবর ২০০৯ ১০:০৯414656
  • প্রথমটার তিনখান কপি হ্যাজ, তবে সেকেন্ডহ্যান্ড। কে কে নেবে নিজেদের মধ্যে মার্পিট করে ঠিক করে নাও।
  • saikat | 59.93.175.23 | ২০ অক্টোবর ২০০৯ ১১:৩২414657
  • সুনীলদার দোকান নয়, ফুটপাথে স্টল :-) যাই হোক, আমি এ সপ্তাহে কথা বলতে পারি, খুব দেরী হলে শনিবার। কিন্তু তার জন্য at least এক কপি পত্রিকা চাই। দেখে কি বলেন !!! সেটা নয় কলেজ স্ট্রীট থেকে কিনে দেখাব।
  • sumeru | 117.99.3.57 | ২০ অক্টোবর ২০০৯ ১১:৩৫414658
  • এরই মধ্যে সেকেন্ডু। লোকে ফেরতও দিয়ে যাচ্ছে না কি?
  • Bratin | 125.18.104.1 | ২০ অক্টোবর ২০০৯ ১২:১৪414659
  • ও হো!! এতো হিসেব করে সব সময় কি কথা বলা যায়? যার নাম মুড়ি তার নাম ই চালভাজা। :-)))
  • r | 125.18.104.1 | ২০ অক্টোবর ২০০৯ ১২:৫৩414661
  • প্রচ্ছদ নিয়ে একটা সাজেশন আছে। প্রতি সংখ্যায় নতুন নতুন প্রচ্ছদের হ্যাঙ্গাম না নিয়ে একটা সিগনেচার প্রচ্ছদ তৈরি করা যায়। যেটার রঙ এবং লে-আউট সামান্য অদলবদল করে প্রতি সংখ্যায় ছাপানো যায়। এক, প্রচ্ছদ ভালো লাগা না লাগার সমস্যা কমবে এবং দুই, লোকে প্রচ্ছদ দেখলেই চিনতে পারবে এটা কোন পত্রিকা।
  • pi | 72.83.87.203 | ২০ অক্টোবর ২০০৯ ১২:৫৩414660
  • সৈকতদা, বই আজ ই কলেজ স্ট্রীটের দোকানপত্রে চলে যাচ্ছে। আপনি নিয়ে গিয়ে ওনার সাথে একটু কথা বলে নিন তালে। খুব ভালো হয়।
    ব্রতীনদা বা কাব্লিদা তাহলে ওনাকে সরাসরি, বা আপনাকেই দিয়ে দেবেন, যত কপি উনি রাখতে রাজি হবেন।
  • pi | 72.83.87.203 | ২০ অক্টোবর ২০০৯ ১২:৫৫414662
  • র দা, সেইরকম একটা চেষ্টা চলছে বটেক। এইবার থেকে। :)

  • dipu | 207.179.11.216 | ২০ অক্টোবর ২০০৯ ১৩:০২414663
  • আর অরিজিত দা যেমন বল্ল, প্রচ্ছদে গুরুচণ্ডালি নামটা এবার থেকে ঠিক করতে হবে।
  • h | 203.99.212.224 | ২০ অক্টোবর ২০০৯ ১৩:০৯414665
  • এই রে আমি যে গুটি কয় প্রচ্ছদ ভেবেছিলাম। যেহেতু আঁকতে পারি না, সুদু ভাবা। একটি সংখ্যার জন্য। যাক তাইলে কাটিয়ে দি। র এর সল্যুশন অনেক প্র্যাকটিকাল।
  • Bratin | 125.18.104.1 | ২০ অক্টোবর ২০০৯ ১৪:৫৮414666
  • রঙ্গন দার সাজেশন টা বেশ ভালো। আগে সন্দেশে এই রকম হত। এক ই প্রচ্ছদ বছর খানেক চলতো রং বদলে বদলে
  • kd | 59.93.254.209 | ২০ অক্টোবর ২০০৯ ১৫:০১414667
  • গুরুদের অ্যাডভাইসের সঙ্গে একটু চন্ডালি।

    rএর সাজেশনের মতো ফিক্স্‌ড প্রচ্ছদ, শুধু মাঝখানে একটা কায়দা করা চৌকো বাস্‌কো, তার মধ্যে ভেতরের সেই ইস্যুর কোন ক্যাচি গল্পের কয়েকলাইন (একটু বড় ফন্টে)... তলায় লেখা, 'ভেতরে এমন আরও'। ব্যাক কভারে সিমিলার বাস্‌কো, তাতে পরে ইস্যুর থেকে কয়েক লাইন, তলায় লেখা 'পরের সংখ্যায়'। সেইটেই পরের ইস্যুতে সামনে চলে আসবে। etc. etc.
  • aka | 173.33.234.215 | ২০ অক্টোবর ২০০৯ ১৫:১৪414668
  • একদম প্রসেস ওরিয়েন্টেড প্রচ্ছদ।
  • arpita | 130.88.237.217 | ২০ অক্টোবর ২০০৯ ১৮:০৪414669
  • পাই, গ্রাহক হয়ে গেছি কাল রাত্তিরেই। দ্বিতীয় সংখ্যা টি কি আর পাওয়া যাবে?

    রোকেয়া, প্রথম সংখ্যা টা পেলে খুব ভালো লাগতো। কোনো উপায় কি আছে ?
  • rokeyaa | 203.110.243.21 | ২০ অক্টোবর ২০০৯ ১৮:২২414670
  • বিলেতে পত্রিকা ভেজার কোনোরূপ ফিকির আমার জানা নাই। কাজেই, ডট ডট ডট।
  • saikat | 59.93.198.80 | ২০ অক্টোবর ২০০৯ ১৯:২৫414671
  • পাইকে,

    ঠিক আছে। আমি এ সপ্তাহে সুনীলদার সাথে কথা বলে এখানে জানাব।
  • d | 117.195.38.236 | ২০ অক্টোবর ২০০৯ ২০:০৬414672
  • আমার কাছে ৪ কপি দ্বিতীয় সংখ্যা আছে। কেউ চাইলে পাঠাতে পারি।

    রোকেয়া, ওঁর থেকে ঠিকানা নিয়ে পোস্ট আপিসে গিয়ে স্ট্যাম্পো লাগিয়ে পোস্ট করে দাও। চলে যাবে। রেজিস্ট্রি ফেজিস্ট্রি কিস্যু নয়। প্লেন অ্যান্ড সিম্পল পোস্ট। ব্যাস।
  • santanu | 217.196.19.45 | ২০ অক্টোবর ২০০৯ ২০:১৯414673
  • রোকেয়া, প্রথম সংখ্যা টা আমার কলকাতায় পোস্টো করে দিলেই হবে 129B Swinhoe Lane, Cal-42 বা রেখে দিলে Kgp গিয়েও নিয়ে আসতে পারি, দু তিন বছর হলো ওদিকে যাওয়া হয় নি, তাহলে দুটো ই হবে।
  • arpita | 88.107.209.202 | ২১ অক্টোবর ২০০৯ ০১:৪৮414674
  • না না রোকেয়া, বিলেতে পাঠাবার কোনো ই দরকার নেই, এখানে আমরাই যাযাবর। বলছিলুম কি, তোমার কাছেই যত্ন করে রেখে দাও। আমি ডিসেম্বর এ বাড়ি যাচ্ছি। তখন নাহয় তোমার কাছ থেকে নিয়ে নেবো, যদি অবশ্য তোমার শীতের ছুটিতে কলকাতা আসার প্ল্যান থাকে। তা না হলে ডট, ডট, ডট....

    দ, কাগুজে গুরুর টীম থেকে আর্য্যবাবু জানিয়েছেন যে হয়ত দ্বিতীয় সংখ্যা পাওয়া যেতে পারে। যদি না পাওয়া যায়, তখন কিন্তু আপনার শরণাপন্ন হতে হবে।
  • tkn | 122.162.42.104 | ২১ অক্টোবর ২০০৯ ০২:১৩414676
  • পাই, আমারো তৃতীয় সংখ্যা থেকে চাই। এক দিন দেরি হয়ে গেল। ঐ বুলবুলভাজা ডট-এই কি অ্যাড্রেস মেল করে দেব?
  • arjo | 173.33.234.215 | ২১ অক্টোবর ২০০৯ ০২:১৭414677
  • তেকোনা, যারা কলেজ স্ট্রীটের আশেপাশে থাকে তাদের পক্ষে সবথেকে সহজ হচ্ছে বইচিত্র বা পাতিরাম এরকম কোন বইয়ের দোকান থেকে নেওয়া।
  • pi | 128.231.22.89 | ২১ অক্টোবর ২০০৯ ০২:২৬414678
  • তেকোনাদি, দ: কলকাতায় ও তো বই থাকছে। পোস্টারটি একটু দেখে নিন।
    যাদবপুরের ওয়ার্ল্ড ভিউ বুক স্টোর্স তো আপনার কাছেই পড়বে।
  • tkn | 122.162.42.104 | ২১ অক্টোবর ২০০৯ ০৭:৩৮414679
  • আচ্ছা
  • Ishan | 12.163.39.254 | ২২ অক্টোবর ২০০৯ ০২:১৬414680
  • কাগুজে গুরুর এ সংখ্যার প্রিভিউ আপলোডিত হল। মাথার উপর লিংক পাওয়া যাবে। :)
  • Arijit | 61.95.144.122 | ২২ অক্টোবর ২০০৯ ১০:০৮414681
  • এইটে বেশ হয়েছে দেখতে। কিন্তু এবার কি ল্যান্ডস্কেপ ফরম্যাটে ছাপানো হয়েছে নাকি?
  • sumeru | 117.99.36.87 | ২২ অক্টোবর ২০০৯ ১৩:০৮414682
  • টিম কা.গু.

    ১) লেখকদের সৌজন্য সংখ্যা দেওয়া হয়?
    ২) হলে, কেমন করে?
    ৩) হলে , কতদিনের মধ্যে আশা করা উচিত।
  • h | 203.99.212.224 | ২২ অক্টোবর ২০০৯ ১৩:১৮414683
  • উল্টো অথবা বিকল্প সৌজন্য। প্রথমে ব্ল্যাংকি পয়সা দিলো, তার পরে আমি ব্ল্যাংকি কে দিলাম ;-) ধুর পয়সা টয়সা আসে কিনা এরা নিজেরাও জানে না, বললেই দিয়ে দেবে, কিন্তু নিজেরা যোগ করতে পারে কিনা হেবি সন্দেহ। যদি পারতো, এত খরচের মাল শুরু করতো বলে মনে হয় না। আর ফরেন সাবস্ক্রিপশন প্রচন্ড খরচ, অর্থাৎ বেশি হবে না, আর দেশি সাবস্ক্রিপশন শস্তা, কারণ কম্পি বেশি, এই মডেল চলবে কিনা কেউ জানেনা, আমিও জানি না। ভেবে লাভ নেই, কেউ একটা চালিয়ে দেবে অবশ্য। আপাতত: পয়হা দিয়েই কেনো, একে নিজে লিকেচো, তায় কেষ্টের জীব।

    :-)))))))))))
  • dipu | 207.179.11.216 | ২২ অক্টোবর ২০০৯ ১৩:২১414684
  • কমরেড আজ্জোদা সকল সন্দেহের যোগ্য জবাব দেবেন।
  • h | 203.99.212.224 | ২২ অক্টোবর ২০০৯ ১৩:২৭414685
  • যদি বলিস, ব্রেক ইভেন অলরেডি হচ্ছে, তাইলে গ্রেট। আর যদি বলিস, কদিন পরেই হতে শুরু করবে, তাহলেও গ্রেট। কিন্তু সুদু ট্যাঁকের পয়সা দিয়ে যদি চালাস সেটা তো খুব-ই চাপের। যাকগে তোদের ব্যাপার।
  • h | 203.99.212.224 | ২২ অক্টোবর ২০০৯ ১৩:২৯414687
  • বাই দ্য ওয়ে আমি কোন পাবলিক প্রফিটেবিলিটি স্টেটমেন্ট ( :-))) আশা করছি না, উত্তর না দিলেও হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন