এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তবলার ফান্ডা : তাল বোল লয় মাত্রা

    Samik
    অন্যান্য | ২৮ জুলাই ২০০৯ | ১২৮৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 219.64.11.35 | ২৮ জুলাই ২০০৯ ১৪:৩৩415212
  • গানের সুতো আর চটকালাম না। এই নতুন সুতো খুললাম।

    না আর্য, এইভাবে তাল ইন্টারচেঞ্জেব্‌ল হয় না। যদি হত, তা হলে এতগুলো তাল সৃষ্টি করার দরকারই হত না। প্রতিটা তালের নিজস্ব লয় মাত্রা ইত্যাদি নিয়েই তারা স্বতন্ত্র। এমনকি একই মাত্রা হলেও তাদের তালবিভাগের জন্য তারা আলাদা। কোন গানে কী তাল বসবে, তা অধিকাংশেই কানের ওপর নির্ভর করে, যে হেতু এর কোনও লিখিত নির্দেশিকা দেওয়া সম্ভব নয়।

    তুমি যে উদাহরণটা দিলে, সেটা নিয়েই আলোচনা হোক।

    অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া
    দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।

    তুমি যদি এটাকে ছড়া কেটে বলতে চাইতে, হাঁটুতে কোথায় কোথায় চাপড় মারতে?

    অমল ধবল / পাআলে লেগেছে / মন্‌দ মধুর / হাআওয়াআআ / দেখি নাই কভু / দেখি নাই ০০ / এমন তরণী / বাআওয়াআআ

    তাই না?

    পরিষ্কার বোঝা যাচ্ছে প্রতিটা তালের মধ্যে ছটা করে সিলেব্‌ল পাচ্ছো। ঠিক আছে? অ, ম, ল, ধ, ব, ল। মানে ছয় বা তার মাল্টিপলের কোনও তাল এতে বসবে।

    এইবার ছয় মাত্রার আছে দাদরা, বারো মাত্রার আছে একতাল আর চৌতাল।

    দাদরা : ধা ধিন না । না তিন না। ধা তে সম্‌, না তে ফাঁক। একটু আগেই তুমি যে হাঁটুতে চাপড় মেরে গানটা আবৃত্তি করছিলে, তার একটা তাল তবলার ভাষায় পড়বে হাঁটুতে, পরের তালটা পড়বে শুন্যে, হাতটা উল্টো করে। যাকে বলে "ফাঁক' বা "খালি'।

    এই গানে দাদরা বসালে তাল পড়ত অমল-র "অ'-তে, আর ফাঁক পড়ত ধবল-র "ধ'-তে। সেটা শ্রুতিমধুর হত না। তালে মিলে যেত ঠিক, কিন্তু গানটার রূপ খুলত না। তাই তোমাকে ফাঁক বসাতে হবে পালে-র "পা'-তে।

    মানে, তোমার দরকার এমন তাল যা ৬-এর গুণিতক এবং সপ্তম মাত্রায় ফাঁক পড়ছে।

    হাতে রইল একতাল আর চৌতাল। দুজনেই বারো মাত্রা।

    চৌতালের ছন্দ কেমন? ধা ধা। দেন্‌ তা। কৎ তাগে। দেন্‌ তা। তিট কত। গদি ঘন। দুই-দুই-দুই-দুই-দুই-দুই। গানের সঙ্গে কি মিলছে? গানের সিলেব্‌লগুলো কেমন তিন-তিন ভাগ নয়? অম লধ বল পাআ লেলে গেছে ... এই রকম পড়লে কি মানে দাঁড়াত? দাঁড়াত না।

    তাই হাতে পড়ে রইল একতাল। তিন-তিন-তিন-তিন ছন্দ। প্রথম মাত্রায় সম্‌, সপ্তম মাত্রায় ফাঁক। খাপে খাপ, পঞ্চুর বাপ। লাগিয়ে দ্যাখো, হাল্কা হাওয়ায় নৌকো বাওয়ার এফেক্ট এফেক্ট আসছে কিনা।

  • Samik | 219.64.11.35 | ২৮ জুলাই ২০০৯ ১৪:৩৬415271
  • এখন তুমি বলতেই পারো, আমি তালটা তো এই রকম দিয়েছিলাম :
    অমল / ধবল / পালে / লেগেছে / মন্দ / মধুর / হাও / য়া

    দিতেই পারো। তাল কাটে না। কিন্তু ছানা কেটে যায়। লয়টা দ্রুত হয়ে যায়, ঐ হাল্কা হাওয়ায় নৌকো বাওয়ার ব্যাপারটা আসে না। এইখানটাতেই কানের প্রাধান্য এসে যায়। লজিকালি দাদরা দেওয়াই যায় এই গানে, কিন্তু গানের শ্রুতিমধুরতা তো লজিক মেনে চলে না। সেখানে কানের প্রাধান্য।

    কিছুটা বোঝাতে পারলাম?
  • Samik | 219.64.11.35 | ২৮ জুলাই ২০০৯ ১৪:৩৭415282
  • র,

    ধাগে টা একমাত্রা না দুই মাত্রা মানে? বুইলাম না। তুমি কি বলতে চাইছো কোনও বোলে "ধাগে' থাকলে সেটা একটা মাত্রা না দুই মাত্রা কনসিডার্ড হবে, এই রকম কিছু?
  • kc | 213.132.250.2 | ২৮ জুলাই ২০০৯ ১৪:৪৪415293
  • বা:। শমীক বা:। বড়ই প্রাঞ্জল তোমার বোঝানো। খুবই সুন্দর।
  • quark | 202.141.148.99 | ২৮ জুলাই ২০০৯ ১৫:১২415304
  • বাহ্‌ উস্তাদ বাহ্‌!
  • Blank | 170.153.65.102 | ২৮ জুলাই ২০০৯ ১৫:১৬415315
  • ভালো বুয়েচি ব্যপারখানা
  • r | 125.18.104.1 | ২৮ জুলাই ২০০৯ ১৬:০৭415326
  • যে কোনো বোলে না। স্পেসিফিকালি, কাহারবায় ধা গে- দুই মাত্রা ধরলে, এবং বাকিগুলোকে সেইভাবে ভাঙলে কাহারবা আট মাত্রা হয়।
  • Samik | 219.64.11.35 | ২৮ জুলাই ২০০৯ ১৬:১২415337
  • হ্যাঁ। যে কোনও জায়গায় না। কাহারবার ঠেকা ফর এক্সাম্পল ধরলে,

    ধা গে তে টে না গে ধি না আটটা সিলেব্‌ল। আট মাত্রা। আলাদা।
  • r | 125.18.104.1 | ২৮ জুলাই ২০০৯ ১৬:৩৩415348
  • অন্য আর এক মত আছে (আমার না, অবশ্যই)। ধাগে তেটে নাগে ধিনা- চার মাত্রা।
  • quark | 202.141.148.99 | ২৮ জুলাই ২০০৯ ১৬:৪৪415213
  • বেশ এইটা নেওয়া যাক ...

    ধা তিন না ধিন ধা তিন নানা তেটে

    এটাও কিন্তু কাহারবা, এখানে ঐ "নানা" এবং "তেটে" কিন্তু একটি ক'রে মাত্রা।
  • Samik | 219.64.11.35 | ২৮ জুলাই ২০০৯ ১৬:৫২415224
  • র,

    কাহারবার ক্ষেত্রেই যদি ধরা হয়, তা হলে অন্য মতটা ভুল।

    কোয়ার্ক যেটা বললে, সেটা হল লাওনি কাহারবা। কাহারবার একরকমের "প্রকার', বিস্তার। গানের সরগমকে বিভিন্নভাবে খেলানোকে যেমন তানকারি বলা হয়, তবলায় তেমনি বেস "ঠেকা'র সমস্ত ডেফিনিশন অক্ষুণ্ন রেখে বিভিন্ন রকমের কয়দাকানুনকে বলা হয় গৎকারি। প্রকার, লাওনি, এগুলো বিভিন্ন প্রকারের গৎকারি।

    ঢিমেতালের কাহারবার গান যেগুলো, সেখানে এই লাওনি ইউজ্‌ড হয়। লাওনির বোল এই রকম,

    ধা ধিন্‌ ধা ধিন্‌ । ধা তিন্‌ নানা তেটে ।

    বা, কোয়ার্ক যেটা বলল, সেইটা। এইখানে শেষ দুটো মাত্রা কিন্তু ডাব্‌ল সিলেব্‌ল করে নেওয়া হয়েছে। শ্রুতিমধুরতার জন্য।

    উদাহরণের গান :

    শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে
    কোন দেবতা সে কী পরিহাসে
    কেটেছে একেলা বিরহের বেলা অকাশকুসুমচয়নে

    ইত্যাদি। এগুলো ঢিমেতালের কাহারবা, ইয়ানি কি লাওনি কাহারবা বাজানো হয়।
  • quark | 202.141.148.99 | ২৮ জুলাই ২০০৯ ১৬:৫৪415235
  • লা জওয়াব!
  • arjo | 24.42.203.194 | ২৮ জুলাই ২০০৯ ১৭:১১415246
  • হুম বুঝলাম। এইজন্যই কেলাস টু রিটায়ার্ড হার্ট। শমীকের কাছে শিখলে মনে হয় হত না। :))
  • Samik | 59.160.206.226 | ২৮ জুলাই ২০০৯ ১৭:১৭415257
  • ধ্যার! আমি কোনওদিনই কাউকে শেখাই নি।
  • quark | 202.141.148.99 | ২৮ জুলাই ২০০৯ ১৭:২৯415267
  • সইত্য সেলুকাস!
  • Samik | 59.160.206.226 | ২৮ জুলাই ২০০৯ ১৭:৫৭415268
  • কী রেফারেন্সে লেখা ছিল সেটা একটু লিখে দিতে পারবে? এখন তো বইটা কিনে পড়া সম্ভব নয়।

    আমার মনে হয় তুমি প্রশ্নটা ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারো নি। এটা "অন্য একটা মত' টাইপের কিছু নয়। দ্রুতলয়ে বাজালে "ধাগে' "তেটে' "নাগে' "ধিনা' এদেরকে একটা একটা মাত্রা ধরা যেতেই পারে। চারটেকে একত্রে বললে সেক্ষেত্রে চারমাত্রা হতেই পারে। কিন্তু সেটা কাহারবা হয় না। কারণ, সিম্পল, কাহারবা চারমাত্রার হয় না। বইতে কি লেখা আছে কাহারবা চারমাত্রার? যদি লেখা থাকে, ভুল লেখা আছে। ঐগুলোকে টোটাল চারমাত্রা ধরলে পুরো ব্যাপারটা দুবার বাজাতে হবে, তবে সেটা কাহারব হবে, নইলে নয়।

    লয় মানে কী? রিদ্‌ম। ধরো ঘড়ির কাঁটার সেকেন্ডের কাঁটাটা। ষাটমাত্রা। টিক্‌, টিক্‌, টিক্‌ ... ষাটটা টিক বাজলে তবে সেটা এক মিনিট হয়। এইবার ধরো, সেকেন্ডের কাঁটাটা ডবল স্পিডে ঘুরছে। টিক্‌টিক্‌, টিক্‌টিক্‌ একেকটা মাত্রা ধরা হচ্ছে। তাতে কি তিরিশ মাত্রায় এক মিনিট হবে? হবে না। ডবল স্পিডে ঘুরলেও ঘড়িকে ঐ রকম একশো কুড়ি খানা টিক্‌ বলতে হবে, তবে সেটা এক মিনিট হবে। আর তুমি দুটো টিক্‌-পিছু একটা করে মাত্রা ধরবে, টোটাল গুনতি ষাট হবে।
  • pi | 72.83.212.205 | ২৮ জুলাই ২০০৯ ১৮:৩৯415269
  • সক্কাল সক্কাল ঘুমচোখে পড়লুম যে শমীক লিখেছে,
    দেখি নাই কভু/দেখি নাই o o /এমন তরুণী/বাওয়া আ আ

    :o:o:o/:o:o:o

    আরেকটু ঘুমানো উচিত মনে হচ্ছে।
  • Samik | 219.64.11.35 | ২৮ জুলাই ২০০৯ ১৯:০৬415270
  • এই মেয়েটা মাইরি, কক্ষনো ঘুমোয় না। আর বলে কিনা, আট্টু ঘুমনো উচিৎ!
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুলাই ২০০৯ ১০:০৮415272
  • বাপরে বাপ - মাইরি বলছি এর চেয়ে আমার ওই ফোর/ফোর, ফোর/সিক্স, অ্যালেগ্রো, অ্যালেগ্রেটো মর্ডারেটো সোজা লাগলো। তাও তো বেথে বুঝিয়ে লিখেছে - লোকে এসব কি করে মনে রাখে আর কি করে বাজার আল্লা জানেন:-(

    বাই দ্য ওয়ে - ইপ্পির ডায়েট থেকে এবার সব রকম আলু বন্ধ করে দেবো যদি টই খুলে হিন্দুস্তানি ক্লাসিকালের বেসিকস (রাগ - আরোহণ অবরোহণ ইত্যাদি) না লেখা শুরু করে।
  • quark | 202.141.148.99 | ২৯ জুলাই ২০০৯ ১০:২১415273
  • সেতো বাংলার চেয়ে ইংরেজী অনেক সোজা, নো যুক্তাক্ষর, নো ইস্পেশ্যাল উ-কার, ঊকার (লাইক গু, রূ)।
  • pi | 72.83.211.3 | ২৯ জুলাই ২০০৯ ১২:০৭415274
  • এবার আমি সত্যি সত্যি ঘুমাচ্ছি। :|
  • r | 125.18.104.1 | ২৯ জুলাই ২০০৯ ১৩:৪৭415275
  • নাহে বেথে। প্রশ্নটা একদম সঠিক। বইটিতে খুব সোজাসাপ্টা লেখা আছে:

    কাহারবা- ৪ মাত্রা

    ধাগে তেটে নাগে ধিনা।

    বোলটা সামান্য আলাদা। উপর সম-ফাঁক দেওয়া আছে। সেটা এখানে লিখতে পারলাম না। কিন্তু গুনে গুনে চার মাত্রা। লয়ের সাথে কোনো সম্পর্ক নেই।

    একটি সম্ভাবনা ছাপার ভুল। কিন্তু দুই লাইনে এতগুলো ছাপার ভুল সম্ভবই নয়।

    দ্বিতীয় সম্ভাবনা লেখকের ভুল। বিমলাকান্ত রায়চৌধুরীর ভুল ধরার কোনো যোগ্যতাই আমার নেই।

    তৃতীয় সম্ভাবনা লেখকের মত। সেটাই বলছিলাম।
  • r | 125.18.104.1 | ২৯ জুলাই ২০০৯ ১৩:৫৬415276
  • লয় মানে রিদ্‌ম নয়। লয় হল টেম্পো।
  • vikram | 193.120.76.238 | ২৯ জুলাই ২০০৯ ১৩:৫৯415277
  • এনার বই তো আমিও পড়িচি। রাইনের কোলে ৯০ না কতদিন যেন। হেবি বই। খালি খাওয়া আর খাওয়া। মাঝে মাঝে এখানে বাজালাম ওখানে বাজালাম, কিন্তু সে এক দুই লাইন।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুলাই ২০০৯ ১৪:০৮415279
  • মানে হরেদরে আর কি। গুচ্ছ গুচ্ছ মিকচার হয়। আর তার কঠিন কঠিন নাম...
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুলাই ২০০৯ ১৪:০৮415278
  • রাইটো - বিলম্বিত, মধ্য, দ্রুত - আন্দান্তে, মর্ডারেটো, অ্যালেগ্রেটো;-)
  • Samik | 219.64.11.35 | ২৯ জুলাই ২০০৯ ১৪:১৭415281
  • হ্যাঁ, লয় মানে টেম্পো।
  • Samik | 219.64.11.35 | ২৯ জুলাই ২০০৯ ১৪:১৭415280
  • উনি ভুল লিখেছেন। কাহারবা চার মাত্রা হয় না। আট মাত্রা। ধা-তে সম, না-তে ফাঁক।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুলাই ২০০৯ ১৪:৩৪415283
  • ইন্টারনেটে যে বলছে কাহারবার বোল "ধা গে না তি না কে তু না"? আট মাত্রা হল ঠিকই কিন্তু এখানে তো নাতিকে কিছু বলছে - নাগকে তো নয়;-)

    http://www.drumdojo.com/tablatals.htm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন