এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তবলার ফান্ডা : তাল বোল লয় মাত্রা

    Samik
    অন্যান্য | ২৮ জুলাই ২০০৯ | ১২৯০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.236.25 | ৩১ জুলাই ২০০৯ ১১:২৭415317
  • সে তো ঠিক আছে। স্বরলিপি যা দেখালেন, সেটা একতালেও সেই রকমই লেখা হয়।

    তবে দাদরা কি লেখা আছে? না স্বরলিপি দেখে বললেন? লেখা থাকলে কোনও কথা নেই। দাদরাই চলবে।

    দাদরা একতালের ছোটোভাই। বাকিটা, ঐ যে বললাম, কানের ব্যাপার। তবে দাদরার গানে একতাল বাজালে বোধ হয় ফাঁসি হবে না। বড়জোর পাঁচ সিকের লেবেঞ্চুস জরিমানা হতে পারে।
  • nyara | 64.105.168.210 | ৩১ জুলাই ২০০৯ ১১:৪১415318
  • দাদরা-ফাদরা কিসু লেখা নেই। যদি সব ৩/৪ তালই এক ভাবে লেখা হবে তাহলে গানে কি তাল বাজবে সেটা আর্টিস্টিক ডিসিশন। দাদরা না একতাল তাই নিয়ে মাথা ফাটাফাটি করে কী লাভ?
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৩:০৯415319
  • সেটা আপনি বুঝবেন, আমি বুঝব। যার তাল / তবলা সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নেই, বা খুব কম ধারণা আছে, তাকে কী করে বোঝাব? তাই তো এত মাথা ফাটালাম। :-)
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৩:১২415320
  • তবে আর্টিস্টিক ডিসিশনও বোধ হয় সবসময়ে নয়। ত্রিতালের ছন্দ ৪। ৪। ৪। ৪। আর কাহারবার ৪। ৪। কিন্তু কাহারবা ত্রিতালের ছোটোভাই নয়। দুজনের সম্পূর্ণ আলাদা ডোমেইন। তখন মাথা ফাটাফাটি করতেই হবে। স্বরলিপি দেখে কিন্তু আলাদা করে কিছু বোঝা যাবে না। যেটা ত্রিতাল, সেটা সদাসর্বদাই ত্রিতাল। কোনও আর্টিস্টিক ডিসিশনের স্কোপ নেই।
  • quark | 202.141.148.99 | ৩১ জুলাই ২০০৯ ১৩:২৪415321
  • শমীক,

    কাহারবা (৮) ত্রিতালের (১৬) ছোটভাই নয়, কিন্তু দাদরা (৬) একতালের (১২) ছোটভাই, কেন?
  • r | 125.18.104.1 | ৩১ জুলাই ২০০৯ ১৩:৩৬415322
  • ন্যাড়াস্যার আগে বুঝিয়েছিলেন নাকি মনে নেই।

    ন্যাড়াস্যার/অজ্জিত, কোনো পিস শুধু কানে শুনে, মানে স্টাফ নোটেশন না দেখে, টাইম সিগনেচার, মানে ২/৪ নাকি ৪/৪ নাকি ৬/৮ ইত্যাদি, বোঝেন/বোঝো কি করে? সম-ফাঁক-সম করে মাত্রা গোনার ফান্ডাটাই তো নেই।

  • Samik | 59.160.206.226 | ৩১ জুলাই ২০০৯ ১৩:৫০415323
  • কোয়ার্ক,

    লিখে বোঝানো খুব খুব কঠিন। সামনে তবলা নিয়ে বসে পড়তে পরলে বুঝিয়ে দিতাম, সত্যি। তালের বিন্যাস অনেকটা মেলে দাদরা আর একতালে, কিন্তু ত্রিতালে কাহারবায় মেলে না। ত্রিতাল গম্ভীর তাল, ধ্রুপদী তাল, কিন্তু কাহারবা আর দাদরা চপল তাল, লঘু তাল। একতাল সেমি-চপল তাল বলা যায়। আবার চৌতাল পুরো ধ্রুপদী তাল। চৌতাল অ্যাকচুয়েলি পাখোয়াজের তাল, তবলায়ও বাজানো যায়। ত্রিতালের চপল সংস্করণ আদ্ধা বলা যায়।
  • quark | 202.141.148.99 | ৩১ জুলাই ২০০৯ ১৩:৫৭415324
  • এই রকমই মনে হচ্ছিল, তাও কনফার্ম ক'রে নিলাম।
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৪:২৫415325
  • র,

    খুব সোজা। গান শুনে তাল দিতে তো পারো? এইবার তালের মাঝে সিলেব্‌লগুলো গুণে ফ্যালো। তারপরে দ্যাখো সিলেব্‌লগুলো কী রকম বিন্যাসে আসছে।

    উদাহরণ দিচ্ছি। প্রতিদিন আমি, হে জীবনস্বামী ... গানটা কোন তাল তা বলতে হবে না, কিন্তু কী রকম সিলেব্‌লে ভাগ হচ্ছে, তাল ঠুকে বলো তো!

    আরেকটা গান দিলাম : সত্যমঙ্গল প্রেমময় তুমি।
  • Arijit | 61.95.144.123 | ৩১ জুলাই ২০০৯ ১৪:৩৮415327
  • র ইন্সট্রুমেন্টালের কথা জিগ্গেস করছে। সেখানে তুমি হয়তো কম্পোজিশনটা প্রথম শুনছো - এবং তোমার সামনে স্টাফ নোটেশন নেই। সাথে তবলাও নেই যে বোল শুনবে। একজন বেহালাবাদক একদম একা একটা সোলো পিস বাজিয়ে চলেছেন - সেখানে টাইম সিগনেচার কি করে বুঝবে - এটা হল কোশ্চেন।

    ফ্র্যাঙ্কলি, একদম অচেনা সুর হলে জানি না কি করে ধরা সম্ভব। যারা বড় এক্সপার্ট তাঁরা হয়তো পারেন।
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৪:৫৩415328
  • খুব ঢিমেতালের সুর হলে সম্ভব নয়। কেউ বাজাচ্ছে পাগলা মনটারে তুই বাঁধ। কিংবা দূরে কোথায় দূরে দূরে।

    কিন্তু প্রথম শোনা কম্পোজিশনেও যদি তালের সেন্সটা আসে, বাজনার সাথে সাথে যদি মাথা ঝাঁকানো সম্ভব হয়, তা হলে তালটাও বের করে ফেলা সম্ভব।

    ধরো, কেউ বেহালায় বাজাচ্ছে, চুপকে চুপকে রাতদিন আঁসু বহানা য়াদ হ্যায়। সাথে কোনও সঙ্গত নেই। তুমি হয় তো সুরটা প্রথম শুনছো। তবুও পারবে। যদি তালজ্ঞান থাকে।

    তালজ্ঞান সবার থাকে না, থাকলেও সমান মাপে থাকে না। গল্প শুনেছিলে নিশ্চয়ই, ছবি বিশ্বাস ভয়ঙ্কর তালকানা ছিলেন। আমার দিদিও সেই রকম, একেবারে তাল বুঝতে পারে না।
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৪:৫৬415329
  • আরেকটা কথা। তবলচীর সামনে কখনওই স্টাফ নোটেশন থাকে না। তবলচী, শোনা গানই হোক, বা না-শোনা গান হোক, কেবলমাত্র প্রথম লাইনটা শুনেই তাল ধরতে পারে। প্র্যাকটিস।
  • Arijit | 61.95.144.123 | ৩১ জুলাই ২০০৯ ১৪:৫৮415330
  • তাল আর টাইম সিগনেচারে একটু তফাত আছে। ইউটিউব খুলে মেনুহিনের বাজানো সোনাটাগুলো বের করে শুনে টাইম সিগনেচার বলো দিকি।
  • r | 125.18.104.1 | ৩১ জুলাই ২০০৯ ১৫:০১415331
  • ভারতীয় মিউজিক নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা টাইম সিগনেচার নিয়ে। এক বারে কটা বিট। কিভাবে বুঝব ৩/৪ নাকি ৬/৮, ২/৪ নাকি ৪/৮। সবার চেনা যে কোনো একটা পিস ধরে বুঝিয়ে দাও। "ওড টু জয়" বা "টুইঙ্কল টুইঙ্কল" বা এইরকম কোনো কিছু। ভারতীয় গান না।
  • r | 125.18.104.1 | ৩১ জুলাই ২০০৯ ১৫:০২415332
  • অজ্জিত ঠিক বুঝেছে। প্রশ্নটা "তাল" নিয়ে ছিল না।
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৫:০৫415333
  • এই গানগুলো তবলার সাথে বাজানোর জন্য নয়। ৪ মাত্রা কি ৬ মাত্রা হয় তো বুঝে গেলে, কিন্তু ঐ ৩/৪ না ৬/৮ ... মানে বিভাজন বোঝার তেমন কোনও রাস্তা নেই। যেভাবেই ভাঙো তবলায় ব্যাপারটাকে ফোটাতে গেলে বিসদৃশ লাগবে। বিদেশী মিউজিকে এই জিনিসগুলো নিয়ে না ভাবাই ভালো। :-)
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৫:০৮415334
  • না:, মনে হয় আমিই ঠিক মত বুঝতে পারছি না। তবে ঐ সোনাটা সিম্ফনি ইত্যাদিতে ঠিক টাইম স্লাইসিংয়ের গল্পটা আনা হয় না বলেই মনে হয়।

    ভারতীয় মিউজিকের বাইরে আমার ফান্ডা নেগেটিভে রান করে। তাই এখানেই চুপ করে গেলাম। :-)
  • Arijit | 61.95.144.123 | ৩১ জুলাই ২০০৯ ১৫:০৯415335
  • র তো তবলার জন্যে কোশ্চেনটা করেনি। ওয়েস্টার্নে তবলা বাজে না। কিন্তু তাও নিশ্চয় কোনো উপায় আছে এটা ধরার - অন্তত: পাকা বাজিয়েরা নিশ্চয় পারেন।

    ইন্টারেস্টিং কোশ্চেন - খোঁজ নিতে হবে। কাল জিগ্গেস করবো একবার সৌমিত্রবাবুকে।
  • Arijit | 61.95.144.123 | ৩১ জুলাই ২০০৯ ১৫:১০415336
  • শমীক - তুমি একটু উইকি খোঁজ - টাইম সিগনেচার বলে - পেয়ে যাবে।
  • r | 125.18.104.1 | ৩১ জুলাই ২০০৯ ১৫:২১415338
  • ধরা যায়। এ বি আর এস এম গ্রেড ওয়ানে অরাল টেস্টের প্রথম প্রশ্ন হল:

    To tap the pulse of a passage of music in 2 or 3 time played by the examiner. The examiner will commence playing the passage, and the candidate will be expected to join in as soon as possible by tapping the beat, stressing where the strong beat falls. The candidate will then be asked to state the time.

    "স্টেট দ্য টাইম" মানে টাইম সিগনেচার বলতে বলছে কিনা বুঝলাম না।
  • Arijit | 61.95.144.123 | ৩১ জুলাই ২০০৯ ১৫:৪৩415339
  • এটা তো মনে হচ্ছে বিটটা বুঝে বাজাতে শুরু করা - সেটা সম্ভব। করায়ও। কিন্তু ৬/৮না ৩/৪ - এটা কি এভাবে বোঝা যাবে? সিওর নই। একটু ঘেঁটে দেখতে হবে। আমি অনেক কিছু ভুলে গেছি।
  • quark | 202.141.148.99 | ৩১ জুলাই ২০০৯ ১৫:৫২415340
  • ইয়ে, মানে, টইটা কিন্তু তবলা নিয়েই ছিল
  • arjo | 168.26.215.13 | ৩১ জুলাই ২০০৯ ১৭:৪৩415341
  • ঘাঁটিয়া সম্পূর্ণ ঘ। যে কারণে এই টই খোলা, তা ছিল দাদরা/একতাল বা কাহারবা/ত্রিতাল আমরা ইন্টারচেঞ্জেবলি কখনো কখনো বাজাতে পারি কিনা। শমীক 'অমল ধবল পালে' র এক্সাম্পল দিয়ে বলল না, এটা শুধু একতাল, দাদরা বাজালে ছানা কেটে যায়। তারপরে আমি এই গানটা শুনতে গিয়ে দেখি দাদরা বাজছে। এখন শমীক বললে দাদরা নাকি একতালের ছোট ভাই, মানে ইন্টারচেঞ্জ করা যায়। কোনটা ঠিক?
  • quark | 202.141.148.99 | ৩১ জুলাই ২০০৯ ১৭:৫২415342
  • শমীক ছোটভাই বলেছে, তবে ইন্টারচেঞ্জ করা যাবে বলে নি। আর ছোটভাই কেন বলেছে, সেটাও এক্ষপেলেইন করেছে
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৮:০৮415343
  • দাদরা বাজানো যায় গানটাতে, তবে তেমন শুনতে ভালো লাগে না। "ছানা কেটে যায়' ঠিক না, তবে শ্রুতিমধুরতা আরও খোলে একতাল বাজালে। যেহেতু এটা ঢিমেতালের গান। এই অনুভূতিটা একান্তই আমার। তাই কোনও হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই যে এতে দাদরা ব্যবহার করা যাবে না।

    কিন্তু ধরো, কান্নাহাসির দোলদোলানো পৌষফাগুনের মেলা, কিংবা তোমার আনন্দ ঐ এল দ্বারে, এই গানগুলো দ্রুতলয়ের গান। এখানে দাদরা এবং কেবলমাত্রই দাদরা বসবে। দাদরা হল চপল তাল।

    কিন্তু ধরো একটু স্লো আর ধ্রুপদী টাইপের গান, আনন্দলোকে মঙ্গলালোকে, কিংবা আজি শুভদিনে পিতার ভবনে (বিদেশী সুর), এখানে একতাল বেস্ট স্যুট করে। তার মানে এই নয় যে এখানে দাদরা বাজানো যায় না। যায়, আরামসে যায়, কিন্তু ঐ, একতালে বাজালে গানের রূপ আরও আরও খোলে।

    আলু-চানা করতে গিয়ে দেখলাম, ব্যাপরটাকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে : একতালের গানে দাদরা চলতে পারে, কিন্তু দাদরার গানে একতাল চলে না।

    এইবার কী করে বুঝবে কোনটা একতালের গান? সিম্পল। কানে শুনে। :-)
  • vikram | 193.120.76.238 | ৩১ জুলাই ২০০৯ ১৮:০৯415344
  • রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে খামোখা তবলা বাজাবো কেন? রবিবাবু কি কেবলমাত্র একটি তানপুরা ও একটি খঞ্জনি নিয়ে গাইতে বলেন নি? খামোখা তবলা কেনো?
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৮:১২415345
  • না, রবিবাবু সম্ভবত কেবল এস্রাজ পারমিট করতেন।

    বাই দা ওয়ে, এটা তবলার ব্যাপার নয়, তবে এখানে পুরো গীতবিতান পিডিএফে পাওয়া যাচ্ছে।

    http://www.iopb.res.in/~somen/gitobitan.html
  • r | 125.18.104.1 | ৩১ জুলাই ২০০৯ ১৮:১৭415346
  • বে থের উদাহরণের গানগুলোর মধ্যে লয়ের মারাত্মক কিছু ডিফারেন্স পেলাম না।
  • r | 125.18.104.1 | ৩১ জুলাই ২০০৯ ১৮:২৬415347
  • গুটিকতক গান ছাড়া তবলার ঠেকায় রবীন্দ্রসঙ্গীতের রূপ বিশেষ খোলে বলে মনে হয় না । তবে ভুলভাল বাজালে খট করে কানে লাগে। - ব্যক্তিগত মতামত
  • Samik | 219.64.11.35 | ৩১ জুলাই ২০০৯ ১৮:৩০415349
  • রয়ের বক্তব্যগুলো রবীন্দ্রসঙ্গীতের শ্রোতার পার্সপেক্টিভে।
    আমার বক্তব্যগুলো একজন তবলাবাদকের পার্সপেক্টিভে। :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন