এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কবিতার সমলোচনা

    Kaushik
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০০৯ | ৫৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaushik | 125.20.3.146 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৭421578
  • পর্বে পর্বে কবিতায় প্রকাশিত কবিতা বিষয়ে কারুর কোনো মতামত থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন।
  • Kaushik | 125.20.3.146 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৩:৫৯421589
  • * ১৫ sep ৯:৩৪ pm
  • kanti | 125.20.11.34 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৩৮421600
  • আমার ধারনা, বেশ কিছু লেখাই ছড়া হয়ে ছড়িয়ে যায়। অথবা,কিছু কিছু( শক্তির ভাষায়) কোবতে । কিছু কিছু ছড়ি-বিতা

    এবং অল্প কিছু সংগ্রহে রাখার মত, অন্যকে পড়াবার মত অসাধারন কবিতা।তবে মাঝে মাঝে গুরু ভ্রাতা/ভগ্নীদের অস্থানে আচমকা হাততালির বহর দেখে সব গুলিয়ে কেমন যেন ঘেবড়ে যাই। মনে হয় কিচ্ছু বুঝি না।
  • Arpan | 65.194.243.232 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৮421611
  • আরে তা কেন? "প্রিয় কবিতা' টইতে আপনার পছন্দের কবিতা তুলে দিন না।
  • a x | 75.53.198.45 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৫০421622
  • আপনিও অস্থানে কুস্থানে হাততালি দিয়ে চমকিয়ে দিতে পারেন, কেউ বকবেনা।
  • kanti | 125.20.11.34 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৩০421633
  • অর্পন কে, আপনার প্রস্তাবটা একটু বিশদ ভাবে বলবেন।মানে,ঐ জংগল থেকে ভালো লাগা ফুলগুলো তুলে এনে কোন ডালায় রাখতে বলছেন কি? কিন্তু আমার ভালো মনে হওয়া কবিতা গুলো দাগিয়ে জনতার সামনে পেশ করার অধিকারি কে হরিদাস আমি, মশাই?
  • Arpan | 216.52.215.232 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৪421644
  • ধুর মোশাই, আপনি জঙ্গল থেকে বাছুন আর মঙ্গলগ্রহে গিয়ে চাষ করে ফলান, কে জানতে চাইছে! তবে ঐ যে লিখলেন "অন্যকে পড়াবার মত অসাধারণ কবিতা' - অন্যকে পড়ালে তো আনন্দ পান নাকি। সেইটাই হল একমাত্র উদ্দেশ্য। যারা ওখানে ভালো লাগা কবিতা তুলে দেয়, তাদের। তার আগে পরে কিস্যু নাই। বিশদে বলার মতও কিছুই নাই।
  • ranjan roy | 122.168.234.166 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২০:০৫421647
  • কান্তি,
    আমরা সবাই হরিদাস, আমি একা হরিদাস পাল।
    বাল!
    তারচেয়ে , আমরা দুইভাই
    গলাগলি করে আজ চলো কোন বে-পাড়ায় যাই।
    পকেটের রেস্ত ঝেড়ে কুড়িয়ে বাড়িয়ে
    খালাসীটোলার কোন কোণেতে দাঁড়িয়ে
    গলাটা ভিজিয়ে নেব।
    হান্ড্রেড পার্সেন্ট দিশি মাল,
    দূর বাল!
    এতেও ভেজাল?
    আমি ক্লান্ত, কান্তি চলো "" প্রিয় কবিতা''র থ্রেডে যাই।
    তুমিও ভাটাও কিছু, আমিও কাজাই।
    বুক পকেটের থেকে বের করে আনো কিছু কবি,
    যাদের আস্পদ্দা দেখে কেটে পড়বে দাড়িওলা রবি।।
  • kanti | 125.20.11.34 | ১৬ সেপ্টেম্বর ২০০৯ ২১:১৭421648
  • রন্‌জন বাবু, বেড়ে লাগল আপনার কোবে্‌তটা। খুব ভরসা পেলাম।আপনি হাত বাড়ালেই আমি আছি।

    কান্তি।
  • Kaushik | 125.20.3.146 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৩৭421579
  • আমার ১৫ সেপ্ট ৯:৩৪ এর টা নিয়ে কেউ কিছু বললে ভালো হয়।

    মানে একটু কৌতূহল আর কি...
  • Samik | 122.162.75.140 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ০৯:৪১421580
  • বেশি কৌতূহল ভালো নয়। :-)
  • tatin | 70.177.57.163 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:২৩421581
  • আইনস্টাইন তো অন্য কথা বলেছেন
  • nyara | 64.105.168.210 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩১421582
  • কবিদের কাছে পেস্ন:

    অন্তমিল ও নির্দিষ্ট মাত্রাবিহীন কবিতা লিখতে গেলে টেকনিকালি কিছু কি দেখতে হয়? কন্টেন্ট, শব্দচয়ন এগুলোর কথা বাদ দিচ্ছি।

    উদাহরণ হিসেবে, কেউ যখন গান লেখে - সুরে কথা বসায় - তাকে মোটমুটি স্ট্রিক্ট মিটার ফলো করতে হবে। শব্দের দৈর্ঘ্যের সঙ্গে মাত্রাবিভাজনের একটা সঙ্গতি রাখতে হবে। মীড়-টিড়ের কাজ থাকলে সেখানে দীর্ঘ স্বরের ব্যবহার করার চেষ্টা করতে হবে। মানে এগুলো বেসিক। এরপর তো যে যত দড় গান-লিখিয়ে সে তার কের্দানি দেখাতে পারে।

    তো কবিতার ক্ষেত্রে এরকম কিছু নিয়ম-টিয়ম আছে?
  • tatin | 70.177.57.163 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৩৭421583
  • অন্য কারো কবিতা ফলো করলেই হয়
  • Kaushik | 203.141.92.14 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫১421584
  • মতামত জানার ব্যাপারে আপনার আগ্রহ দেখে মনে হলো কিছু লেখা উচিত।

    মনে রাখবেন, এই মন্তব্য সর্বতোভাবেই আমার ব্যক্তিগত মতামত এবং আমার ব্যক্তিগত পাঠরুচি ও পছন্দ-অপছন্দ দ্বারা নির্ণীত।

    ১। দেখুন, আমার যেটা প্রথম প্রশ্ন কবিতাটা পড়ে, তা এই যে, এখানে আপনি আমাকে নতুন কী দিলেন? ওয়েটিং রুম ও ট্রেনযাত্রা-কে ক্ষণিক মিলন ও তারপর চিরকালীন বিচ্ছেদের (ও সেই কারণে আমাদের খন্ড স্বল্পায়ু জীবনেরও) রূপক হিসেবে ব্যবহার এতই পুরোন যে তার গায়ে শ্যাওলা পড়ে গ্যাছে। জতুগৃহ বলে তপন সিংহের ছবিটার কথা মনে পড়ছে। বা গুলজারের ইজাজত।
    অর্থাৎ আপনার বক্তব্য-- ক্ষণিক মিলন ও চিরবিচ্ছেদ যেমন খুব নতুন কিছু বক্তব্য নয়, তেমনি তার প্রকাশভঙ্গীও আদ্যন্ত পুরোন। বক্তব্য নতুন না-ই হতে পারে। বস্তুত, মৌলিকত্বের সনাতন দাবিটি আজ তামাদি, কিন্তু তার প্রকাশভঙ্গীর মধ্যে নতুনত্বের দাবি, পাঠক হিসেবে, আমি রাখতেই পারি।

    ২। দ্বিতীয়ত দেখুন, গোটা কবিতায় আপনি কত্ত কত্ত কথা বলে গ্যাছেন। প্রায় য্যানো "একটি ওয়েটিং রুমের আত্মকথা' বিষয়ক ছাত্রপাঠ্য রচনা হয়ে উঠেছে। কবিতা আর রচনার উদ্দেশ্য কি এক? সম্ভবত নয়। দুটোর মধ্যে পার্থক্যটা অনেকটা কনস্টেবলের আঁকা ল্যান্ডস্কেপ আর গখের আঁকা ল্যান্ডস্কেপের মধ্যে পার্থক্যের মতো। একটায় সবকিছু পাবেন, যা যা চোখে পড়ে, আর অন্যটায় সেরকম কোনো ডিটেইলসই পাবেন না, কিন্তু একটা দুর্দম আবেগ ও অন্তর্গত ভাবটা আপনাকে ছুঁয়ে যাবে।
    অর্থাৎ একটা কবিতা-র দায় বস্তুনিষ্ঠ বর্ণনার নয়, বরং চোরা ইঙ্গিতের, আবছা ইশারার। বাকিটুকু সম্পূর্ণ করার দায়িত্ব পাঠকের।

    ৩। এবার ভাষা-র ব্যাপারে দু-একটা কথা। আসলে এই পয়েন্টটা আগের পয়েন্টের সঙ্গে রিলেটেড। যখনই আপনি অল্প আঁচড়ে অনেক কথা বলতে চাইবেন, তখনই আপনার ভাষাও সংযত ও নিবদ্ধ হবে। নইলে এই ধরণের এলানো ভাষ, যা কল্লোল-গোষ্ঠীর প্রভাবে পঋএ রবি-দাদুর লেখা গদ্যকবিতার কথা মনে পড়ায়। য্যানো, কথা ও কাহিনীর গদ্যময় রূপ।

    আপাতত এটুকুই। হজম হলে বাকি কথা। :)
  • Souva | 203.141.92.14 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৩421585
  • সরি সরি সরি। আগের পোস্টটা আমারই করা, কৌশিকের উদ্দেশ্যে। :( ভুল করে name-এর জায়গায় কৌশিকের নাম লিখে ফেলেছি। :( :( :(

    কেউ শুধরে দিতে পারবেন কি?
  • d | 144.160.5.25 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৬421586
  • তাই বল! আমি পুরো ঘেঁটে লস্যি হয়ে গেছিলাম। :)
  • tatin | 70.177.57.163 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১১:৫৯421587
  • উত্তেজনার বিশেষ প্‌র্যায়ে রাধা নিজেকে কৃষ্ণ মনে করতো
  • Arpan | 216.52.215.232 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০০421588
  • :-)))))
  • dipu | 207.179.11.216 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০২421591
  • :-))))
  • tkn | 122.173.181.242 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০২421590
  • :-))))))))))))
  • d | 144.160.5.25 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৪421593
  • :)))
  • Tim | 71.62.121.158 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৪421592
  • :-))
  • pi | 128.128.250.98 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:০৮421594
  • :-) (৬)
  • Souva | 203.141.92.14 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৫421595
  • :( (৭)

    কি গেরো মাইরি! লোকের ভালো কোত্তে গেলে এরমই হয়। :(
  • tkn | 122.173.181.242 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১২:৩৭421596
  • :-)))))))))
  • h | 203.99.212.224 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৩:১৮421597
  • কিন্তু ইশান যে বাংলায় নামতে বলছে, সেখানে 'নামতে' গেলে অসম্ভব ভালো করে ইংরেজি পড়া থাকতে হবে। প্রস্তাবটা অনেকটাই অনৈতিহাসিক। মানে অন্তত: তর্ক করার জন্য বলা যায়। কোনটা যে ঠিক সেটা পাঠক বলবেন, আমরা সকলেই মরে ফৌৎ হবার পরে।
  • vikram | 83.71.238.44 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৪৯421598
  • যদিও কবিদের পোস্নো করা হয়েছে, আমি মোটামুটি টেকনিকাল ভালো কবিদের মুখ থেকে শোনা যে কথাটুকু বলতে পারি, তা হলো : হ্যাঁ হবে।

    রেগুলার যে ছন্দগুলো, মানে যেগুলো ইস্কুলের ছেলেদের শেখানো যায়, (এবং ইংরিজির ক্ষেত্রে এখন পাঠ্যপুস্তকের অন্তর্গত)সেগুলো বাদ দিয়ে অনেকেই শব্দগুলিকে এমনভাবে সাজানোর চেষ্টা করেন যে তাকে দেখতে, ও শুনতে ভালো লাগে। এবারে অনেকে বলবেন যে কিছু কিছু ক্ষেত্রে তো একদমই সেগুলো থাকে না - হ্যাঁ সেক্ষেত্রে এই টেকনিকাল দিকটায় খামতি থাকে, অনেক সময়েই কনশাসঈ, সেখানে যে লিখছে সে ওটার থেকে দূরে সরানোর চেষ্টা করে মানুষকে।

    গদ্য লেখাতেও হয় অবশ্য। আমি খালি আবদুল মাঝি। ছুঁচলো তার দাড়ি বলছি না।

    আরেকটা কথা। অনেক সময়ে, মানুষে যতিচিহ্ন বা অন্য কারণে জাস্ট খেয়াল করে না যে লাইন গুলো যেমনই থাক, একেবারে অকাট্য ছন্দে লেখা হয়েছে। কিন্তু পড়তে আটকায় না বলে আনন্দ পায়। ইত্যাদি।

    আমি উদা দিতে পারলে খুশি হ্‌তাম। কিন্তু ভালো উদা দেওয়া উচিত বলে সেটা কাটালাম।
  • vikram | 83.71.238.44 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫২421599
  • একটা অসা উদা মনে পড়েছে। শীর্ষেন্দুর পটাশগড়ের জঙ্গলে। হয়তো সজ্ঞানে না, কিন্তু ঐ ক্রাফটের জন্যই পড়তে অত তরতরে লাগে। যে জ্ঞানেই হোক। ঐ টেকনিকালিটি টা থাকে।
  • ranjan roy | 122.168.211.104 | ১৭ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৮421601
  • আমি ভাবছি দাড়িদাদুর গদ্যকবিতা ""আফ্রিকা''র প্রথম স্ট্যান্‌জা বা অন্ত্যমিল সম্পন্ন, কিন্তু ছোট-বড় লাইনের অপূর্ব সমাহারওলা "" ওরা কাজ করে''।
    এটাকে কি বলে , সোমনাথ? স্বরবৃত্ত না মাত্রাবৃত্ত? আমার কেমন ডেফিনিশন গুলায়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন