এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ১৬৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২০:২৭426830
  • আসলে এই মারধোরের একটা ""আকর্ষণ"" আছে অনেক মানুষের কাছে। গত দু-বছরে এই বিভৎসতাকে encash করে জনপ্রিয়তা বাড়িয়েছে একটা দল। শুধু প:বঙ্গে নয়। শিবসেনার দীর্ঘদিন বেঁচে থাকার একটা বড় রসদ এসেছে violence এবং সংবাদমাধ্যমে তার প্রচারের জন্য। মিডিয়া violence বিক্রি করে public খায় বলে। দুরদর্শন বাদে কোন টিভি চ্যানেল পার্লামেন্টে কোন এমপির উচ্চমানের বিতর্কের জন্য খুব একটা বেশী সময় ব্যয় করেনা। অথচ একজন এমপি স্পীকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা অসংখ্যবার দেখানোর জন্য public-এর মগজের মধ্যে সেঁধিয়ে গিয়েছে।
  • aka | 168.26.215.13 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৮426831
  • উচ্চমানের বিতর্কের থেকে ভিজুয়ালের এফেক্ট অনেক বেশি। ঐ রক্তমাখা মৃতদেহ দেখে লোকের মনে কি ভায়োলেন্স দানা বাঁধে নাকি গণপিটুনি, খুন ইত্যাদির ওপর বিতৃষ্ণা তৈরি হয়? আমার নিজের মনে হয় কখনো কখনো নেগেটিভ ক্যাম্পেন হিসেবেও এটা কাজে দিতে পারে।
  • PT | 203.110.243.21 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:১২426832
  • সেটা বোধহয় ইতিহাসের time-frame-এর ওপর নির্ভর করে। বিধানসভার ভেতরের ঐ ভাঙ্গচুড়ের পরে দিদির জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি।
  • Ishan | 12.163.39.254 | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪৬426833
  • আমি এটা যেদিন দেখেছিলাম কাগজে, সেদিনই ভয়ঙ্কর বাজে লেগেছিল। ছবি তোলা নিয়ে সমস্যা নয়। কাগজে ছাপানো নিয়েও সমস্যা নয়। পাবলিকের ফেস্টিভ মুড নিয়েই সমস্যাটা। "জনপ্রিয়' নেত্রী খুঁটিতে বেঁধে ক্যালানোর নেতৃত্ব দিচ্ছেন, দিগ্বিদিকে ফেস্টিভ মুড, এমনকি বিভিন্ন কাগজের সাংবাদিকরা এসে ছবি তুলছেন, দুগ্গাপুজোয় যেমন হয়। কেউ আপত্তি করছেনা, সাংবাদিকরা গম্ভীর মুখে খবরের কপি বানাচ্ছেন, পরেরদিনের হেডলাইন তৈরি হচ্ছে, শুধু "কানুন'এর কোনো পাত্তা নেই। জনতা একদম ক্যালানোর ব্যাপারে একমত। পুলিশও সম্ভবত, ফুর্তির সময় এমনটা তো হয়েই থাকে ধরে নিদ্রামগ্ন। কিংবা উদীয়মান নেত্রীর ভয়ে পাড়ায় আসছেনা তাও হতে পারে।

    জঘন্য। মর্বিড।
  • umesh | 86.2.246.37 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৩:১৯426834
  • বাংলা পেপার গুলোর এই খোলাখুলি মেরুকরণ টা খুব বেশি দিনের নয়। ৫-৭ বছর আগেও পেপার গুলো এতো খোলা খুলি ভাবে দলীয় পত্রিকা হয়ে যাই নি।
  • . | 125.18.104.1 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৩:৩০426835
  • আমাদের দেশের খবরের কাগজ ও টিভিতে মড়া দেখানোটা একটা রীতি হয়ে গেছে। যত গলিত বিকৃত লাশ, এবং সেটা যত ক্লোজ-আপে দেখানো হবে, সেই চ্যানেলের ততই বাহবা প্রাপ্য। মরো-মরো মানুষের মুখে মাইক ঠেসে ধরে বক্তব্য আদায় করতে পারলে সেটা হল ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পরাকাষ্টা। বিদেশে এই ধরনের গ্রাফিক্স দেখানোর বিরুদ্ধে কোড অফ কন্ডাক্ট আছে যা সাধারণত: কেউ ভায়োলেট করে না। আমাদের দেশে ইদানীং এন ডি টি ভি-র মত দুই একটি চ্যানেল এই বেসিক কোড মানবার চেষ্টা করছে। কি আর করা! এই দেশের রক্ত থেকে বর্বরতা তো যায় নি এখনও।
  • PT | 203.110.246.230 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৪426836
  • @ umesh

    আমার একটু মৃদু আপত্তি আছে। আনন্দবাজারের মত বাংলা খবরের কাগজ বরাবর একমেরু কেন্দ্রিক ছিল। এই কাগজ ষাট-সত্তরের দশকে যারা পড়েছে তারা জানে যে এদের প্রধান কাজই ছিল প্রমোদ-জ্যোতি-চারু থেকে শুরু করে আন্তর্জাতীক বাম নেতা ও বাম আন্দোলনের আদ্যশ্রাদ্ধ করা। বরুণ সেনগুপ্ত এই কাজটি দারুণ ভালভাবে করেছেন আবাপ-তে থাকার সময়ে। ১৯৯০-১৯৯১ সালে বিদেশে লভ্য ""প্রবাসী আনন্দবাজার""-এরও একই বামবিরোধী চরিত্র দেখেছি। এই কাগজগুলো অবশ্য ''নিরপেক্ষ'' বলে নিজেদের চালাত। এখন বাংলাতে মেরুকরণের ''গেল, গেল'' রব উঠেছে বাম-সরকারের সমর্থক আজকালের (এবং ২৪ঘন্টার) জন্য।
  • Rajdeep | 125.22.62.70 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৩426837
  • সাংবাদিক সুমন চাটুজ্জে তো কবেই বলেছেন "আবাপর বার্তা বিভাগ প্রদেশ কংগ্রেসের স্যাটেলাইট হিসেবে কাজ করত , মাঝে মাঝে আমার নিজেরই গুলিয়ে যেত কোথায় আছি "
    আর ২০০১এ বিধানসভা নির্বাচন প্রাক্কালে কং-তৃণ জোটের মেলবন্ধন মিটিং তো অভীক সরকার নিজের বাড়িতেই করিয়েছিলেন
  • Arijit | 61.95.144.122 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৫:৫০426838
  • কি z|নেন - আবাপ হইলো গিয়া মাইক্রোসফট। ফালতো, কিন্তু অল্টারনেটিভ (জ্যানাগ্যানের কাছে) নাই। আজকাল চেষ্টা করলে গ্নু/লিনাক্স হতে পারতো - কিন্তু ছড়িয়ে ফেলে পুরো হার্ডওয়্যার-কাপলড হয়ে গেছে।

    ;-)
  • umesh | 86.2.246.37 | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৭:০৩426840
  • আনন্দবাজার হলো বাজারী পত্রিকা, পাবলিক যা খেতে পছন্দ করবে তাই করে। যেমন ন্যানো কেসে আনন্দবাজার বুদ্ধ কে সাপোর্ট করেছিলো।
    বর্তমান চিরদিন জ্যোতি কে গালাগালি করে গেলো।
    কিন্তু আমি বলতে চাইছি যে, ৫-৭ বছর আগেও পত্রিকা গুলো এমন খোলাখুলি হয়নি। যেমন, কোন পত্রিকা তে "কৃষক-বন্ধু মমতা" ছাপতো না কিম্বা জয়দেব বসু'র মতো খোলাখুলি যুদ্ধের কথা ও ছাপতো না।
  • Mmu | 78.236.153.102 | ১০ ডিসেম্বর ২০০৯ ০২:৪৫426841
  • PT র কথায় সামান্য আপত্তি আছে। সেই সময় বরুন সেনগুপ্ত জ্যোতি বাবু,প্রোমোদ বাবু,চারু বাবুর আদ্য শ্রাধ্য করেননি। কোরেছিল ইন্দিরা গান্ধির। যার result - তাকে জেলে যেতে হয়েছিল। ঠিক নই কি ? "ইন্দিরা একাদশি" বই টার কথা মনে আছে PT বাবু? সেটা বোধ্‌হয় বরুন বাবুরই লেখা। তা হোলে আ: বা: পত্রিকা বা বরুন সেনগুপ্ত কাদের আদ্যশ্রাধ্য কোরতো
  • Mmu | 78.236.153.102 | ১০ ডিসেম্বর ২০০৯ ০২:৫০426842
  • আসলে প্রতিশ্‌ঠান বিরিধিতা করার খমতা খুব কম পত্রিকার অছে এখন। ধান্দা বাজি করে বা চাম্‌চা গিরি কোরে যতো টুকু পাওয়া যায় আর কি। আমার কথায় বাম পন্থি বন্ধুরা রাগ কোরবেন না।
  • vikram | 86.43.82.35 | ১০ ডিসেম্বর ২০০৯ ০৬:২৬426843
  • ভুললে চলবে না, আন্দ পাবলিষরই আগুনপাখি বার করেছে। অনেক ভালো লেখাও কিন্তু ছাপায়।

    আর লিটিল ম্যাগাজিনের থেকে তো ভালো লেখা যেকোনও দিন ছাপায়।
  • d | 117.195.35.5 | ১০ ডিসেম্বর ২০০৯ ০৭:৪৩426844
  • ওয়ে:, "আগুনপাখি' আবার আননদ পাবলিশার্স কবে বের করল?? ওটা তো দে'জ পাবলিশিং। ভিকিটা আজকাল ভুলভাল বকে দেখি।
  • PT | 203.110.243.21 | ১০ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৪426845
  • Mmu
    সংকোচ হচ্ছে কিন্তু জানতে ইচ্ছে করছে যে ষাটের দশকের মাঝ থেকে ধরলে আপনি খবরের কাগজ পড়ার বয়সে ছিলেন কিনা। আসলে বরুণবাবু বোধহয় ভেবেছিলেন যে বামেদের ব্যাপক গাল দিয়ে তিনি মহাপ্রভুকে তুষ্ট করতে পেরেছেন। তাই ভুল করে ঐসব একাদশী-টেকাদশী লিখে ফেলেছিলেন। পরে অবশ্য আর ঐসব ঝামেলাতে যাননি। বর্তমানে এসে আবার পুরোন ফর্মে ফিরে গিয়েছিলেন-শুধু ভগবানকে ভয় পান বলে একটা declaration দিয়েছিলেন।
  • Arijit | 61.95.144.122 | ১০ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৭426846
  • সিপিএমের মস্ত দোষ হল প্রায়োরিটি সেট না করতে পারা - বছর বছর সেটিং পাল্টায়। আরেকটা দোষ হল যেখানে দরকার নেই সেখানেও অহেতুক পাত্তা দেওয়া। এখানেও তাই হয়।
  • Mmu | 78.236.153.102 | ১১ ডিসেম্বর ২০০৯ ০২:২৬426848
  • PT দাদা । যদিও আমি সত্যরের দশকের কথা বলেছি। emergency তো তখনি হয়েছিল । আর তখনই যতো গোলমাল................। যাই হোক PT দা আপ্নি কিন্তু উত্তর টা কেমন গোজামিল দিয়ে দিলেন। সত্যরে আমার news paper পরার অভ্যাস ছিল,(আপনার মতো অতোটা না হোলেও)।
  • Du | 65.124.26.7 | ১১ ডিসেম্বর ২০০৯ ০৩:২৫426849
  • টেলিগ্রাফের নিউজে সুমনের কথা পড়ে আমার দ্রি কানটা আবার খাড়া হয়ে গেল - একবার অসুবিধে ঘটিয়েছেন বলে কি তাকে ছাটার চেষ্টা শুরু হয়ে গেল আনফিসিয়াল দলমাধ্যমে?
  • vikram | 86.45.161.254 | ১১ ডিসেম্বর ২০০৯ ০৪:০২426851
  • মিসটেক মিসটেক
  • Mmu | 78.236.153.102 | ১১ ডিসেম্বর ২০০৯ ২০:১৬426852
  • PT দা কোথায় আপনি?
  • PT | 203.110.246.230 | ১১ ডিসেম্বর ২০০৯ ২০:২৯426853
  • এইত এখানে। আপিস থেকে ফিরে চা খাচ্চি।
  • Mmu | 78.236.153.102 | ১২ ডিসেম্বর ২০০৯ ০৪:০২426854
  • PT দাদা একাই চা খাচ্চেন? আমি খাব না? যাক সময় হোলে আবার বসা যাবে। ok? যদিও বসে খুব একটা সুবিধা কোরতে পারবো না জানি। আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি। আপনার সাথে পারা মুশকিল। কিন্তু তোবুও ভালো লাগে। একজন comunist মতাদর্শের মানুষের কথা শুনতে ভালো লাগে। তাই আপনার টাও ভালো লাগে। তা হলে- হবে একদিন.........
  • PT | 203.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০১:৫১426855
  • ম্মু

    আরে একটু লোকজন জড় করুন। আপনার সৃষ্ট টইটা যে কোমাতে চলে যাচ্ছে....
  • Mmu | 78.236.153.102 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০২:১৬426856
  • PT দা , লোক তো কোমবেই। আমি তো অতো ভলো লেখা লিখতে পারিনা। যদিও আমার প্রশ্নের সঠিক উত্তর কেউই দিতে পারে না। সবাই বাম্পন্থি ( বেশির ভাগই, সবাই নয়)। যাই হোক..........আপনার সাথে আমার দেখা হবেই
  • Mmu | 78.236.153.102 | ১৩ ডিসেম্বর ২০০৯ ০২:৩৫426857
  • বেশি লোক কোথায় পাব PT দা। সবই তো আপনারা নিয়ে নিলেন
  • PT | 203.110.243.21 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৪:১৫426858
  • যাচ্চলে! এতগুলো এমপি, একজন পুর্ণমন্ত্রী, হাফ ডজন হাফ মন্ত্রী নিয়েও লোকের অভাববোধ করছেন?
  • ranjan roy | 115.184.8.222 | ১৩ ডিসেম্বর ২০০৯ ১৫:৩২426859
  • আনন্দবাজারের অভীকবাবু ( এখন অবসর নিয়েচেন), মমতার ও কংগ্রেসের জোটবানানোর চেষ্টায় ক্যাটালিস্ট হয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছেন ভাবতেন।:)))
    তখন আবাপ'র স্টাফের মধ্যে দুটো গ্রুপ। সুমন,দেবাশীষ এরা ডান,আর আমার ছোট ভাই রজত রায়ের বাম গ্রুপে মিলন দত্ত, সুদীপ্ত( এখন ২৪ ঘন্টার মুখ্য)।
    পাঁশকুড়া কান্ডের সময় মমতারা যাকে তাকে ব্যান্ডেজ বেঁধে সিপিএম মেরেছে বলে আবাপ' অফিসে পাঠিয়ে দিত।--- খবর ছাপান। রজত তখন নেকস্ট টু সুমন, রোজের খবর সাজানো ওর নির্দেশে। ও রিফিউজ করতো, বলতো আমাদের রিপোর্টার স্পটে গিয়ে স্বতন্ত্র তদন্ত করে আসলে তবে ছাপা হবে।
    তবু সুমনের মাধ্যমে কিচু ছাপা হত। সুমন তখন ""চুপচাপ ফুলে ছাপ'', দিদির রবীন্দ্রসংগীত প্রতিভা এইসব লিখছিলো ন?
    সেবারের ইলেকশানে জোর হাওয়া, মমতারা জিতছেন। আমার ভাইবৌ ভয়ে সল্ট লেকের বাড়ি থেকে বেরোয় নেই। সন্ধে বেলা হাসিমুখে বেরিয়ে আমাকে বিলাসপুরে ফোন করলো--- দাদা, সিপিএম জিতেছে। মমতা জিতলে চ্যালারা পরের দিন রজতকে অফিসে ঢুকে পেটাতো।
    সময় পাল্টালো। এইবার সংসদ নির্বাচনের সময় রজত টিভিতে নর্থ বেঙ্গল থেকে গঙ্গার পাড় জুড়ে সিপিএম এর জন্যে "ভ্যালি অফ ডেথ'' না কিসব বলে খুব হেট্‌ মেল আর ফোনে গালাগালের উপহার পেল।
    -- শালা, তোর ওসব ফোরকাস্ট তোর পকেটে রাখ। জনগণ আমাদের সঙ্গে আছে। রেজাল্ট বেরুনোর পর বুঝতে পারবি। তখন তোর ফোরকাস্ট তোর ইয়ের মধ্যে--।
    এবার সিপিএম জিতলে ভারি ক্যাল খাবার চান্স ছিল।:))))
  • Mmu | 78.236.153.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৭426860
  • আগামি দিনগুলোতেও এমনি ভাবেই চলতে বলুন রজত দা কে। খুব শিঘ্র আর cpm জেতার চান্স নেই। বিরোধিরা খেওখেয়ি করে হাতে বল তুলে না দিলে একদমই চান্স নেই। কেননা 32 বছরের কেচ্ছা কির্তি এরপর বেরোবে তো তাই। তবে আমার কথা ঐ একটাই, সনবাদ পত্র আরো নিরপেক্ষ হওয়া উচিত। বিশেষ করে প্রতিষ্ঠান বিরোধিতা অবশ্য ই হওয়া উচিত। না হোলে সরকারের ভুল ত্রুটি জনগন কোনোদিন ই জান্তে পারবে না।
  • . | 125.18.104.1 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৬:০৭426863
  • আপনি বাংলাটা একটু ঠিকঠাক করে লিখুন না। অনেকদিন তো লিখছেন। সংবাদপত্র নিরপেক্ষ বা প্রতিষ্ঠানবিরোধী হোক বা না হোক, এইভাবে বাংলা লিখলে "কোনো চান্স নেই"।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন