এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ১৭০০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mmu | 78.236.153.102 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২০:২৭426764
  • shibu, আচ্ছা হবেক। আগে উত্তর টা পাই তারপর দেখা যাবে।
  • Sibu | 71.106.234.63 | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩৩426765
  • আজ নগদ, কাল ধার।
  • Mmu | 78.236.153.102 | ০৭ ডিসেম্বর ২০০৯ ০২:২০426766
  • পরের টা আমি বলি.........(আজ নগদ কাল ধার) তোমার পায়ে নমসকার
  • Mmu | 78.236.153.102 | ০৭ ডিসেম্বর ২০০৯ ০২:২১426767
  • sibu দা , ok?????
  • Sibu | 71.106.234.63 | ০৭ ডিসেম্বর ২০০৯ ০২:৪১426768
  • ধুস্‌স্‌স্‌, ভার্চুয়াল নমস্কার বাজে ব্যাপার। এদিকে এসে করে যা।
  • Arijit | 61.95.144.122 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১১:০১426769
  • ওই চশমার কথাটা সেদিন লিখতে গিয়েও লিখিনি কারণ নাম মনে পড়ছিলো না। সাংসদেই আটকে রেখেছিলাম। আমার কয়েকটা প্রশ্নের উত্তর পেলেই খুশী হয়ে নিজের কাজে মন দেবো -

    (১) প:ব:-তে রাস্তা খারাপ তো কি - বিহারে আরো খারাপ - এটা বলা নাকি শুধু সিপিএমের দোষ?
    (২) সেই চশমা নিয়ে কিছু কাগজে - যেমন আবাপ - যা হইহট্টগোল হয়েছিলো তার কণামাত্র ৩৮ লাখের হোটেল বিলে সেই কাগজগুলোতে দেখলাম না কেন?
    (৩) কমরেড ইশান বা সায়ন - মানে অগ্নিযুগের লোকজন আর কি - তাঁরা ৩৮ লাখের কথা বল্লেই সেটাকে কনডেম করা থেকে পালিয়ে কেন অন্য একটা বড় লাইন টানার চেষ্টা করেন? (সিপিএমের ঠিক এই স্ট্যান্ডকেই তাঁরা বার বার ঝাড়েন কিনা)

    ফাঁপরে পড়লে পাশে একটা বড় লাইন টেনে আগের লাইনটাকে ছোট দেখানোর চেষ্টা সবাইই করে - বুঝলে কমরেড ইশান? হোলিয়ার দ্যান দাও বলার রাইট কারোর নেই।

  • Arijit | 61.95.144.122 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১১:০৬426770
  • আচ্ছা লাস্ট ৩২ বছরে সাঁইবাড়ি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি কেন? যে আইনজীবি মামলা করেছেন (দীপঙ্কর কি যেন) বা "ভূমিসংস্কারের আর্কিটেক্ট' দেবব্রতবাবু - এঁদের বিবেক কি রিসেন্টলি জাগ্রত হল?

    ও - কল্লোলদাকে একটা প্রশ্ন করার ছিলো - ৭০-৭৭ নিয়ে কমিশনটা "শর্মা সরকার' না "সেনশর্মা' কমিশন? কল্লোলদার দুটো পোস্টে দুরকম নাম আছে। সেনশর্মা কমিশনের কোনো রেফারেন্স এখনো পাই নি। অন্যটার একটাই রেফারেন্স পাওয়া গেছে - ৭৫ সালে হাওড়ায় একটা জেলব্রেক নিয়ে।
  • Sibu | 71.106.234.63 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১২:০৭426772
  • অগ্নিযুগের লোকজন ৩৮-লাখীদের মঞ্চে না বসলে আপাতত: ইরেলেভ্যান্ট। সুতরাং এখন তাদের কনডেম করা এদের পক্ষে অসুবিধাজনক। তবে ভবিষ্যতে নিজেদের রাজনৈতিক মেরুদন্ড একটু জোরালো হলে লিস্টি ধরে এই সব ঘটনাকে নিন্দা করা হবে। সেই লক্ষ্যে একটি খেড়োর খাতা মেইনটেন করা হচ্ছে।
  • Mmu | 78.236.153.102 | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৯:০৯426774
  • sibu দা আমার উত্তর টা পাই নি এখনো। যদি না পাই তা হোলে ধরে নেবো ঐ সব সম্বাদ পত্রের লেখাই ঠিক। পরে আবার ওদের বুর্জোয়া বলে গাল দিয়ে লাভ নেই। অন্য কেউ যদি জানেন তাহোলেও বোলুন। প্রশ্ন টা সবার জন্য। প্রশ্ন- শ্রধ্যেয় ANIL BASU কে , কি তার পুর্ব পরিচয়, আগে তার কি কি নাম ছিল,নাম বদলের কারন কি ................? ইত্যাদি
  • Ishan | 12.163.39.254 | ০৭ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮426775
  • ধুত সেই একই কথা বলতে ভাল্লাগেনা। তৃণমূল কি কংগ্রেসকে মহিমান্বিত করার কোনো ইচ্ছে আমার নেই। ইন ফ্যাক্ট কংগ্রেস হল ভারতের সবচেয়ে ওঁচাটে দল। কিন্তু কেউ যদি দাবী করেন তৃণমূল কি পচা আর আমরা কি ক্লিন, তখন তুলনা আসবেই। তুলনা না চাইলে, নিজেকে মহৎ বলিয়া দেখাইবেন না। কোনো তুলনাই করববনা।

    এসব অতি সিম্পল লজিক। এখানে অগ্নিযুগের বিপ্লবী, দালালির টাকা, সিআইএর চক্রান্ত, এসব টেনে আনার কোনো মানে নেই। এই জন্যই তো সিপিএম হারে। :)
  • Ishan | 12.163.39.254 | ০৭ ডিসেম্বর ২০০৯ ২৩:১৯426776
  • বাই দা ওয়ে। সুমনের কেসটা কি হল, একটু জানা গেলে ভালো হত। :)
  • Du | 65.124.26.7 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০০:৫২426777
  • এই সাঁইবাড়ি, এই কথায় কথায় একে জেলে ঢোকাবো, ও আসলে অন্য লোক এইসব হুংকার শুরু হয়েছে। কোথায় গিয়ে শেষ হবে, কে জানে?
  • Sibu | 66.102.14.1 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০২:২৩426778
  • তুলনা করার অধিকার শুধু অগ্নিযুগের বিপ্লবীদের। একমাত্র তাঁদেরই অধিকার আছে নিজেকে মহৎ বলে দেখানোর, সে ৩৮-লাখীদের মঞ্চে তাঁরা যতই বসুন।

    ম্মু-কে, পয়সা ফেকো, প্রাইভেট গোয়েন্দা লাগিয়ে জেনে নাও যা জানার।
  • Mmu | 78.236.153.102 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৩:১৭426779
  • sibu
    অনিল বসুর মতো মালের জন্য এক পইসাও খরচা করা যায় কি? cpm পার্টি তে ঐ রকম কতো উঠলো আবার শুয়েও পরলো, যেমন-বিশ্বাস বাবু বহুত ভাট বোকতো,যে post টা এখন কোঙ্গার বাবু নিয়েছে।শুসান্ত বাবু, বিমান বাবু আরো অনেক। ভাট বকা এদের অভ্যাস। এরা বোঝে না যতো ভাট বকবে ততো ই মমতার লাভ । আর আপনাদের সোমনাথ বাবু প্রথম দিকে উনিও অনেক ভাট বকেছে। Result মমতার MP election এ প্রথম জয়। ওরা যতো বলবে ততো জলবে, লুচির মতো..........

  • Mmu | 78.236.153.102 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৪:০৪426780
  • নেই কেউ নেই, উত্তর দেবার মত একজনো নেই।
  • SB | 59.93.201.39 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৯:০৬426781
  • সাঁইবাড়ি নিয়ে হঠাৎ এতো হইচই কেন শুরু হোয়ার পিছনে উদ্দেশ্যটা কী সেটা বুঝলাম না। statesmanএর মত anti-left একটা পত্রিকাতে তৃনমূলের মুখপত্রের প্রবন্ধ নিয়ে "নিরপেক্ষ বাম" জনতার এত হইচই কেন কে জানে ;-)

    http://bangla.ganashakti.co.in/shownews.php?w=952&h=1089&year=2009&month=12&date=8&page=4&dpn=223313 এই নিয়ে একটা ছিঠি ছাপা হয়েছে, statesmanএ অবশ্যই পাঠানোর পরেও ছাপায়নি এই চিঠি। পড়ে দেখুন।

    সবথেকে আশ্চর্য্য যে একথা সবাই জানে যে বামফ্রন্ট সরকার ১৯৭৭এ আসার পরে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হয় আর মামলাগুলো প্রত্যাহার করা হয়। সাঁইবাড়ি মামলাও তাই প্রত্যাহিত স্বাভাবিক নিয়মেই। সেই সময়ে এটা প্রায়শই হোত বামপন্থিদের নামে মিথ্যা মামলা করতো কংগ্রেস দল ও তাদের পরিচলিত সরকার। এসব কথা তো কল্ললদাও লিখেছেন। এই নিয়ে আপাত নিরপেক্ষ্যদের উল্লাস চোখে লাগে।
  • PT | 203.110.243.21 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৯:২৫426782
  • কোন প্রমাণ হাতে নেই। কিন্তু সাঁই বাড়ির ঘটনা ঘেঁটে তোলার একটি কারণ আমার মতে এই যে এই মামলার কাগজপত্রে নিরুপম সেনের নাম আছে। ২০১১ সালের নির্বাচনে বুদ্ধবাবুর বদলে নিরুপম সেনের নেতৃত্বে বামফ্রন্ট ভোটের লড়াইতে নামতে পারে। এখন থেকে তাই বাজার গরম রাখা হচ্ছে। জাগো বাংলা দিয়ে শুরু হয়েছে-এর পর ক্রমে ক্রমে সকল নিরপেক্ষ বাংলা সংবাদপত্র, টিভি চ্যানেল, পকাবু, মাওব্যথী ও পথহারা বামপন্থীরা খোল-কর্তাল নিয়ে পথে নামবেন।
  • Arpan | 216.52.215.232 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৩২426783
  • সাঁইবাড়ির ঘটনায় অভিযুক্তদের ("রাজনৈতিক বন্দীদের') মুক্তি যদি দেওয়া যায় তাহলে ৮৪ তে সজ্জন কুমার আর টাইটলার কী দোষ করল!
  • bitoshok | 76.113.141.128 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৬426785
  • উরেত্তারা এতো পুরো খনি। মাইরি এইটা স্টেটসম্যান, প্রতিদিন ছেপে দিলেই পারে। আর কোন ব্যখ্যা ছাপতে হবে না।
  • Arijit | 61.95.144.122 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৫০426786
  • তা বেশ। মানে ড্রাগনভায়েরা সিপিএমের হাই মরাল গ্রাউন্ড নেবার বিরুদ্ধে - এবং তাঁরা নিজেরা হায়ার মরাল গ্রাউন্ড নিতে পারেন চাইলে। মেনে নিলাম (হাইপোথিসিস হিসেবে)। কিন্তু তাঁরা এই হাই মরাল গ্রাউন্ডটা কেন নেন না? নিলে এই ঝক্কি থেকে আমার মতন অনেকেই বেঁচে যাই;-) কিন্তু বাস্তবে দেখা যায় সিপিএম বা প্রো-সিপিএম কেউ ভুলেও এরকম কিছু বলে ফেল্লে এঁরা হইহই করে নেমে পড়েন (উল্টোক্ষেত্রে নামেন না)। এটাকে এক্সট্রাপোলেট করলে দাঁড়ায় -

    (১) অন্য লোকে কেন হায়ার মরাল গ্রাউন্ড নেবে? ওটা আমাদের সম্পত্তি।
    (২) অথবা, সাপের ন্যাজে পা পড়েছে - মানে আইদার ওই প্রসাদের গপ্পো আছে, অথবা শত্রুর শত্রু আমার বন্ধু (যদিও বন্ধুত্বটাকে বার বার অস্বীকারও করেন)।
    (৩) অথবা, এগুলো ইরেলেভ্যান্ট ব্যাপার। এঁরা অনেক বড় বড় জিনিস নিয়ে ব্যস্ত।

    কোনটে ঠিক?
  • Arijit | 61.95.144.122 | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৪426787
  • আমার কোশ্চেনটা একটু অন্যরকম। ধরা যাক আমি একটি ব্যাঙ্কের এমপ্লয়ী - টেলারে বসি বা ম্যানেজারও হতে পারি। ব্যাঙ্কে একটি ঘোটালা হল - আমি সেটা পুরোটাই জানি। অথচ ঘোটালার পরপরেই কিস্যু বল্লাম না। বছর পনেরো পরে আমি হইচই শুরু করলাম যে অমুক সময় ঘোটালা হয়েছিলো। যে কোনো নর্মাল লোককে জিগ্গেস করুন - সবার আগে সে বলবে এদ্দিন তুমি কি করছিলে বাওয়া?
  • dukhe | 122.160.114.84 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১২:৩২426788
  • ই কী রে ! আগে শুনছিলাম বিনয় কোঙার । এখন শুনছি নিরুপম সেনও আছে । কেঁচো খুঁড়তে আর কী বেরোবে কে জানে ! তো এনারা কি শ্রেণীশত্রু নিকেশ করেছিলেন ? অর্থাৎ এঁয়ারা মাওবাদী ? আবার মামলা প্রত্যাহৃত অথচ কেউ কেউ প্যারোলে ছাড়া আছেন ? একটু বুঝায়ে দেন কেউ ।
    এতদিন বাদে এসব না খুঁচোনৈ উচিত । একটা তদন্ত কমিটি গড়ে দিলেই ল্যাঠা চুকে যায় । বিনোদ মেহতা কি জেসিকা লাল - এসব মামলা কবর থেকে টেনে বের করে কোন লাভ আছে ? উদিকে পোলানস্কিকে দেখুন - কবে কী করেছিলেন, এখন আবার পুলিশে ধরছে । ধুর ধুর । দুষ্টুমি করে ফেলেছে, বকে দিয়েছি - আর করবে না । বাদ দিন।

  • SB | 114.31.249.105 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৩:৫২426789
  • সাঁইবাড়ি'র ঘটনার সাথে ১৯৮৪তে কংগ্রেসের হত্যালিলা এক করে দেখাটা বেশ মমতাময়ী লাগল ;-) উপায়ই বা কি, পরিবর্তনের নামে আসলে ব'কলমে কংগ্রেসের সরকার চাওয়াটাও গণতন্ত্র, অবশ্য নিরপেক্ষতার মুখোশের আড়ালে।

    সাঁইবাড়ি মামলাতে originalকেসের পরেও একটার পর একটা নাম যোগ হয়ে যাচ্ছিল রোজ রোজ। মিথ্যা অভিযোগে। এমন অনকের নাম যোগ হয়েছিলো যারা সেই সময়ে বর্ধমানেই ছিলেন না, সেই মিছিলে তো নয়ই। যেমন বিনয় কোঙ্গার, যেমন নিরুপম সেন। রনঞ্জনদার লেখা ঐ বাস্তুহারা সুতো তে যেমন পড়ছেন, ঠিক সেরকম।

    একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে, বর্ধমান কোর্টে সাঁইবাড়ির কেস চলাকালিন পার্টি থেকে যেকজন কে দায়িত্ব দেওয়া হচ্ছিল সব্বাই খুন হয়ে যাচ্ছিলেন, তখন বর্ধমানে সিপিআইএম প্রায় নিষিধ। সেই সময়ে ষাঠর্ধ শিব শংকর চৌধুরী (কালোদা) বেলা ১১টার সময়ে কোর্ট চত্তরেই খুন হন, ওনাকে stab করে খুন করা হয়। এই খুনের পরে শোকমিছিলে এমনকি কিছু পরিচিত কংগ্রেসীও হেঁটেছিল। মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরী হচ্ছিল দিন কে দিন, বর্ধমানে সাঁইদের খুন অতই খারাপ চোখে দেখে থাকলে, এতদিন ধরে মানুষ সিপিআইএম কে ভোতে নির্বাচিত করতো না। শিব সংকর চৌধুরীর নামে বর্ধমানে বেশ বড়সর একটা দাতব্য চিকিৎসালয় আছে, বর্ধমানের সবাই চেনে।

    যার উৎসাহি, তারা হরেকৃষ্‌ণ কোঙ্গারের এই বক্ত্রিতা তা শুনে দেখতে পারেন http://www.esnips.com/web/HarekrishnaKonar, সাঁইবাড়ি ঘটনার পরে পরেই উনি এই কথা গুলো বলেছিলেন। একটা perspective আর অনেক তথ্য পেয়ে যাবেন।

    আসলে এই পরিবর্তনের হাওয়া যেটা করছে তা হল প্রতিকৃয়ার শক্তিকে ইন্ধন যোগান। প্রাক্তন ভুস্বামীরা স্বপ্ন দেখতে শুরু করেছে তারা তাদের জমিদারী ফিরে পাবেন, রক্তের স্বাদ পেয়ে তারা তাই উল্লাস করছে, পুরনো কিছু ইতিহাস হয়ে যাওয়া ব্যাপার তুলে আনছেন, মিথ্যের আশ্রয় নিয়ে, মিথ্যাকথা বলে। তথাকথিত উগ্রবামরা অরেকবার ভুল করছে এই reactionary force কে তোল্লা দিয়ে। তথাকথিত নিরপেক্ষদের নিয়ে যদিও কোন বক্তব্য নেই :-)

    আশা করব কল্লোলদা, রনঞ্জনদাদের মতো যারা মাটিতে দাঁড়িয়ে রাজনীতিটা করেছেন, তারা বুঝবেন অদুর ভবিষ্যতেই!
  • Arpan | 216.52.215.232 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৪:০৪426790
  • আমাকে নিজ বিবেচনায় মমতাময়ী বলতেই পারেন। কিছু যায় আসে না। :-) তবে কেন এক করে দেখি সেই নিয়ে অন্যত্র বক্তব্য রেখেছিলাম, গুরুতেই, ইচ্ছে করলে খুঁজে পড়ে নেবেন।

    সিপিআইএমকে ভোটে নির্বাচিত করেছে মানুষ সেতো পরিবর্তনের হাওয়া বয়েই। এখন হাওয়ার মুখ অন্যদিকে ঘুরলে এত আতঙ্ক কেন? বিরোধী জোটকে গত দুবছর ধরে যারা ভোট দিয়ে সমর্থন জানাচ্ছেন তাঁরা কি সবাই হয় ভূস্বামী নয় উগ্রবাম?
  • SB | 114.31.249.105 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৪:১০426792
  • নাতো! চিরকালই তো কংগ্রেস ভোট পায়, ২৫৬-২৯ এর দিনেও পেয়েছিল। অসুবিধাটা তাদের নিয়ে নয়। সবার যদি শ্রেনী সচেতনতা চলেই আসতো তাহলে আর কংগ্রেস / তৃনমূল ভোট পেতোনা, আর বিপ্লবটাও হয়ে যেত।

    অসুবিধাটা তাদের নিয়ে নয়। যারা শ্রেনী সচেতন বলে দাবি করেন, এবং সেই কারনেই বামপন্থি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, আজ বা গতকার, চিন্তাটা তাদের নিয়েই।
  • dukhe | 122.160.114.84 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৪:১০426791
  • বোঝো! পরিবর্তনের নামে লোকে কি না অন্য দলের সরকার চাইছে ? আরে ছ্যা ছ্যা - কোথায় উন্নততর সিপিয়েম চাইবি, তা নয় - এদের আক্কেল কবে হবে কে জানে !
    মাওবাদীরা নাকি আজকাল অনেক সিপিয়েম মারছে ? লোকে সেগুলো খারাপ চোখে দেখলে কি আর সিপিয়েম ভোটে হারত দাদা ? অতএব সেই খুনগুলো মকুব হতে পারে - ঠিক ?
  • Arijit | 61.95.144.122 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৪:১৪426793
  • ধুর আমার কোশ্চেনের উত্তর কেউ দেয় না:-(
  • Arpan | 204.138.240.254 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৪:১৭426794
  • হ্যা, পোস্টটা তো তাঁদের নিয়েই ছিল। তাঁরা কেন সরে যাচ্ছেন সেইটার হদিস পারলে করুন। না হলে বৃহত্তর অংশ আপন অভিজ্ঞতালব্ধ রাজনৈতিক বোধের মাধ্যমেই "পরিবর্তন' এনে যাবেন। ব্যক্তিগতভাবে বলি একদল গিয়ে আরেকদল আসবে, একে কি আর পরিবর্তন বলে? তবে পাঁচবছর পর পর সেইটুকু হলেও আমি অন্তত হতাশ হব না।

    সবাই শ্রেণীসচেতন হলে কীভাবে বিপ্লব হত শুনি? ছোটবেলা থেকে এইটা শুনে আসছি। নিশ্চয় উগ্রবামধারার বিপ্লবের কথা বলছেন না!
  • dukhe | 122.160.114.84 | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৪:১৮426796
  • অরিজিত, আপনি কি সত্যি ব্যাঙ্কে আছেন আর সেখানে ঘোটালা হয়েছে ? তাহলে সেটা কোন ব্যাঙ্ক বলে আমাদের বাঁচান - অ্যাকাউণ্ট (যদি থাকে) বন্ধ করি মশায় ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন