এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদের দেশে news paper এর ভুমিকা কি হওয়া উচিত?

    Mmu
    অন্যান্য | ৩০ নভেম্বর ২০০৯ | ১৬৭৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 170.153.65.102 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৬:২৩426864
  • এবারেও রাজনৈতিক হত্যায় তৃনমুলের পেশ করা লিস্টি তে জ্যান্ত মানুষজন এবং মৃত সিপিএম রা রয়েছে। কি চাপ !!!
  • Partho | 202.177.144.3 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:২৫426865
  • ফুটকি বা পুঁটকি আপনি যেই হন, আপনার সঙ্গে একমত হতে পারলাম না। এমনিতেই আজকাল লোকে বাংলার ব্যবহার কমিয়ে দিয়েছে, তার উপরে আপনাদের উপহাসের ফলে আমাদের মত কম বাংলা জানা মানুষ এখানে মতামত দিতে ভয় পাব।
  • dipu | 207.179.11.216 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৯426866
  • কেউ হাস্যকর বানানে দিনের পর দিন লিখলে তাঁকে ঠিকঠাক লেখার চেষ্টা করতে অনুরোধ করা যাবে না?? কারণ লোকে বাংলা কম লিখছে!! Mmu তো কমদিন লিখছেন না, লিখতেও কেউ বারণ করেনি, শুধু একটু ঠিকঠাক করে লিখলে সকলেরই পড়তে সুবিধে হয়।
  • dipu | 207.179.11.216 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৪১426867
  • আর এই লোকে কম লিখছে, তাই যা লেখে তাইই মাথায় করে রাখো - এই কনসেপ্টের লজিক্যাল এক্সটেনশন খুবই বিপজ্জনক ;-)
  • Rajdeep | 125.22.62.70 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৬426868
  • মাথায় করেই রাখতে হবে

    চর্যাপদ - ২০১১ সংস্করণ ক্রমে আসিতেছে :)

  • Partho | 202.177.144.3 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৮:১২426869
  • এইখানেই আমার এট্টু আপত্তি, অনেক বাংলা বানানই আমার মত অনেকেরই ঠিক ঠাক জানা নেই, তাই আওয়াজ খাওয়ার ভয়ে অনেক কথাই লিখতে ভয় পাবে তারা, তা ছাড়া এই টইটা তো সাহিত্য চর্চার জায়গা নয়। আর দিপু বাবু - কাউকে আওয়াজ না দিতে বলা মানে কিন্তু তাকে মাথায় তুলে রাখা নয়। তা ছাড়া আপনি নিজেই তো দেখছি বাংলার বদলে আপনার মতামতের অনেকটা ইংরেজিতে দিয়ে দিলেন, তার বেলা?
  • dipu | 59.164.190.22 | ১৪ ডিসেম্বর ২০০৯ ১৯:১৬426870
  • আজ্ঞে, ঠিক বানান লিখতে অনুরোধ করাকে যদি আপনার আওয়াজ দেওয়া মনে হয়, তবে আর বকবক করে কোন লাভ নাই। Mmuর পোস্ট থেকে টুকতে বোর লাগছে, তবে ওনার পোস্টগুলি একটু খুঁটিয়ে দেখলে দেখবেন ওনার এইরকম বাংলা ঠিক বানান না জানার জন্য বেরোচ্ছে না, বরং কেমন মনে হচ্ছে উনি পোস্ট করার আগে বাংলা দেখতে পাচ্ছেন না। তাই যদি হয় তাহলে এখানে অনেকে আছে যারা ওনাকে বাংলা দেখতে পাওয়ার উপায় বাৎলে দেবে। যদি না হয়, তাহলে উনি খানিক এফর্ট লাগালেই এখনকার চেয়ে ভালো বাংলা লিখতে পারবেন, বানান না জানলেও। এতে করে ওনার বক্তব্যের গ্রহণযোগ্যতা বাড়বে বই কমবে না।

    আর আমি বাংলায় লিখলাম না ইংরাজিতে লিখলাম না স্প্যানিশে লিখলাম সে প্রসঙ্গ অবান্তর।
  • Partho | 59.93.204.141 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২০:০৭426871
  • ফুটকির পোস্টটা আপনার নিছক অনুরোধ বলে মনে হয়েছে? আমার কিন্তু তা মনে হয়নি ।
    আর সত্যিই তো বাংলায় যেখানে কথাবার্তা হয় সেখানে কেউ ইংরেজিতে বা স্প্যানিশে লিখতে (বা বিদ্যে ফলাতে) -ই পারে ,এই নিয়ে প্রশ্ন তোলাটা অবান্তর বৈকি !

  • dukhe | 117.194.227.27 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২০:৫৮426872
  • স্প্যানিশে লিখলে অবিশ্যি বানান নিয়ে বাগড়া দেবার লোক কম ।
  • .. | 219.64.11.35 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২১:০১426874
  • পার্থ,

    ফুটকির পোস্টটা নিছক অনুরোধই ছিল বলে আমার মনে হয়েছে। বাংলায় লিখুন বা ইংরেজিতে, সেটায় কনটেন্টের থেকে বানান ভুলই প্রধান হয়ে উঠলে, সেই ভুল বানানের নিচে কনটেন্ট চাপা পড়ে যায়।

    আপনি নিজের উদাহরণ দিয়েছেন : "অনেক বাংলা বানানই আমার মত অনেকেরই ঠিকঠাক জানা নেই', তো, আপনার পোস্ট পড়ে সে রকম কিছু বানান ভুল পেলাম না। সুতরাং আপনার বাংলার সঙ্গে Mmu-এর বাংলার তুলনা করতে পারছি না।

    দীপু যেমন বলল, ম্মু-এর লেখা পড়ে মনে হচ্ছে উনি বাংলা দেখতে পাচ্ছেন না ডানদিকে। সেটাই যদি প্রবলেম হয়, তা হলে তার সল্যুশন বাৎলে দেবার অনেক লোক আছে এখানে। আর যদি উনি দেখতে পেয়েও এই রকম বাংলা লেখেন, তা হলে সেটা পড়তে বসে খিল্লি ছাড়া আর কিছু করার থাকে না।

    ম্মু বলে নয়, যে কেউই এই রকম বাংলা লিখলে তাঁকে অনুরোধ করা হয় টিউটোরিয়াল দেখে বাংলা টাইপ করাটা একটু প্র্যাকটিস করে নিতে।

    ম্মু যে বানানগুলো রিসেন্টলি উল্টোপাল্টা লিখেছেন, কিছু নমুনা দিলাম নিচে। দেখুন তো, এগুলো কি বানান না জানার জন্য ভুল হচ্ছে? ঠিক এই শব্দগুলোই তো এখানে আরো অনেকেই লিখছেন ঠিকঠাক। সেগুলো দেখে তো ম্মু ঠিক করে নিতে পারেন?

    শিঘ্র
    কির্তি
    জান্তে পারবে না
    সনবাদ
    নিরপেক্ষ
    কোমবেই
    বাম্পন্থি
    সত্যরের দশক
    আপ্নি
    প্রতিশ্‌ঠান (অন্য জায়গাতেই কিন্তু ঠিকঠাক প্রতিষ্ঠান লিখেছেন)
    খমতা
    আদ্যশ্রাধ্য
    শুসন্তোবাবু
    সম্বাদ পত্র

    আরো দেব?

    -- ভবদীয়,
    জোড়া ফুটকি
  • dukhe | 117.194.227.27 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২১:০৭426875
  • দাদারা একটু মানিয়ে গুছিয়ে নেন । এই ইঞ্জিরি কিবোর্ডে বাংলা লিখলে মাঝে মাঝে কিছু ভুলভ্রান্তি হয়ে যায় । এই দেখুন না - শব্দগুলৈ এর জায়গায় শব্দগুলৈ হয়ে যায় । নিজগুণে ক্ষমা করে নিলেই হল ।
  • Samik | 219.64.11.35 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২১:১৪426876
  • ওই যে ওইখানে লিখে দিলাম, ওই লিখতে হলে লিখুন : o`i :-)
  • h | 61.95.144.10 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫৭426877
  • ফান্ডা #১ ঠান্ডা সিজন দেখে, বাংলা সব কটা নিউজপেপার দিন সাতেক বন্ধ থাকলে, পলিটিকাল ডিবেটের কোয়ালিটি দুম করে ভালো হয়ে যেতে পারে।
    ফান্ডা #২ বাংলা টিভি চ্যানেল ব্যাপারটা ও এক্ষপেরিমেন্টালি দিন সাতেক বন্ধ করে দেখা যেতে পারে, উত্তেজনা কমে কিনা। আমার ধারণা কমবে।
  • h | 61.95.144.10 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০০426878
  • ফান্ডা#৩ অথবা ধরুন দৈনিক গুরুচন্ডালির বিক্কিরি দিনে বারো চোদ্দ লাখ হয়ে গেল। তখন উত্তেজনা কমে যেতে পারে, বারোলাখ লোক হয়তো অতিথি সম্পাদক হতে চাইলো, আমার মত। চারিদিকে হই হই, কিন্তু আমি পুনরায় কোন একটা ডেটাবেস কে রিকভার করতে ব্যস্ত থাকবো বলে, কোন উত্তেজনা টের পাবো না, ফিরে এসে দেখবো যেমন ছেল তেমন ফালতু-ই আছে। কপাল খারাপ থাগলে যা হয়।
  • d | 117.195.40.233 | ১৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১১426879
  • ডেটাবেসদের রিকভার না করে দেখতে পারো, যাস্ট ফর আ চেঞ্জ .....
  • money | 121.247.230.138 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৪426880
  • খুব চাপ ।।।।।।
  • aka | 168.26.215.13 | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:০৬426881
  • যব চাপ আয় জীবন মে, তো মানি চাআআপ হঠায়ে এ এ
    যব মানি চাআআপ খায়ে, তো উসে কোন বাঁচায়ে

  • Mmu | 88.162.116.162 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০২:২৪426882
  • IP ADDRESS:219.64.11.35 আপনার নাম জানি না। মহাশয়/মহাশয়া আপনার লেখা (আমার বানান ভুল ) পড়লাম। এ ব্যাপারে কয়েকটা কথা লিখছি- প্রথম কথা আমরা কেউই বোধহয় ভাষা লেখার পরীক্ষা দিতে আসিনি,মানে 2nd paper পরীক্ষা নয় এটা। এটা আলোচনা মাত্র। তারা তারি লিখতে হয়। আমার মনেহয় আমার বক্তব্য বোঝার জন্য আমি যা লিখি তাই enough. । সবাই বুঝলেই হল। এখনও পর্যন্ত সে রকম অসুবিধা হয়েছে বলে আমার মনে হয় না।
    যত সুন্দর ভাবে আমার ভুল গুলো আপনি নিজের কাছে রেখে দিয়েছিলেন সেটা না করে আমার প্রশ্নের জবাব গুলো দিলে ভালো হত। আসলে আমার প্রশ্নের সঠিক জবাব নেই তাই প্রতিহিংসা পরায়ন হয়ে আমার ভুল ধরেছেন। আর তাছারা লিখতে লিখতে সময় চলে গেলে চলবে? আজ থেকে সব বাংগলা কাগজ folow করুন অনেক বানান ভুল পাবেন। না পেলে বলবেন আমি দেখিয়ে দেব। ok bye
  • Du | 65.124.26.7 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৩:১২426883
  • এ কি হল? কেন হল?
  • lcm | 128.48.7.99 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৯426885
  • এই রে, ম্মু - লিখেছে প্রতিহিংসা-র কথা। এই শব্দটা শুনলেই আমার নিধান-এর কথা মনে পড়ে। নিধান বলেছিল - প্রতিহিংসা মানে হল প্রতিটি মানুষের মধ্যে যে হিংসা।
  • bb | 80.101.238.216 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৪:০৩426886
  • ম্মু শেষে শমীকদার মন্তব্যে বিচলিত হয়ে প্রায় নির্ভুল বাংলা :) একটা পোস্ট করে ফেললেন। তবে এটা কিছুটা খেজুরি কেস হল কি? PTর বিরুদ্ধে লড়তে যে শমীকদাকে খুজতেন আজ তাকেই জবাবদিহি করতে হচ্ছে !!!
  • d | 117.195.34.238 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৮:২২426887
  • ম্মু,

    আপনি যার নাম জানেন না বলছেন তার নাম শমীক (সমিক নয়)। ঐ আইপি ধরেই নীচের পোস্টটা দেখুন তাহলেই নাম জানবেন।

    তো, সে যেই হোক, আপনি মোটামুটি বেশ কিছুদিন লিখছেন, মা মাটি মানুষের সাথে সাথে মাতৃভাষাটাকেও একটু গুরুত্ব দিন না। এখানে তাড়াতাড়ি লিখতে হবে কেন? টাইম আউটের কোন গল্প তো টইয়ে নেই। আপনি আপনার সময় নিয়ে লিখুন না। শমীকের বানান দেখে দেখেই লিখুন নাহয়। শমীকের বানানভুল প্রায় হয় ই না।

    বক্তব্যগুলো যেহেতু লিখিতভাবে আসে, তাতে অজস্র ভুল থাকলে বক্তব্যের গুরুত্ব কমে যায়, পড়ার ইচ্ছেই হয় না। বিশেষত: যেখানে মোটামুটি বেশীরভাগ লোকই ঠিকঠাক লেখে এবং লেখার চেষ্টা করে। শমীক ধৈর্য্য ধরে ১৪টা ভুলের তালিকা বানিয়েছে, আমি তো আপনার পোস্ট অতটা পড়িই না। ঐরকম বানান দেখে ওখান থেকেই স্ক্রোল দাউন করি।

    আর এটা পরীক্ষা নয়, তাই থিক করার চেষ্টা করব না --- এই মানসিকতাটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। শমীক বা অন্য কেউ ভুল লিখলে তাকেও ধরিয়ে দেওয়া হয় এবং সে সানন্দে সেটা ঠিক করে নেয়।
  • d | 117.195.34.238 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৮:২৩426888
  • *ডাউন
    **ঠিক
  • pi | 128.231.22.89 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৯:০৮426889
  • ইয়ে, বুনানের পোস্ট দেখলেও কি সবাই স্ক্রোল ডাউন করে ? :p
  • aka | 24.42.203.194 | ১৬ ডিসেম্বর ২০০৯ ০৯:২০426890
  • দুদ্দুর ঐ বানাম নিয়ে ইয়েটা মানে একটা বাজে ইয়ে। ইয়ে মানে, আসলে, আগের বাক্যবন্ধনী একটা উদাহরণ। একটাও বানাম ভুল নেই কিন্তু কিছু বোঝাও যাচ্ছে না। বানাম ভুল হলেই পড়া যাবে না তা নয়, আবার বানাম ভুল না হলেই পড়া যাবে তাও নয়।

    ম্মুকে আমি বলে দিই। মাঝে মাঝেই ম্মুর লেখাগুলো দেখে মনে হয় চট করে লিখে দেওয়া। সত্যি হয়ত তাই, আমিও তাই করি। ফলে অনেক টাইপো থেকে যায়। আমারও যেত। এবারে টাইপো থেকে গেলে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, সেটা আগে আমি বুঝতে চাইতাম না কিন্তু এখন বুঝি। আপনি রেগে না গিয়ে ভালো করে ভাবলেই বুঝতে পারবেন। শুধু সাবমিট করার আগে একবার প্রুফ রিড করে নিন, কদিন বাদে দেখবেন এমন স্পীড কেউ টেক্কা দিতে পারছে না। সবই অভ্যেসের ব্যপার। ব্যস, জ্ঞান শেষ, আবার ঝাঁপিয়ে পড়ুন।
  • Ishan | 173.26.17.106 | ১৬ ডিসেম্বর ২০০৯ ১১:০১426891
  • হ্যাঁ হ্যাঁ। ঝাঁপিয়ে পড়ুন। বানান নিয়ে বেশি মাথা ঘামাবেন না। অল্প ঘামান। :)
  • Mmu | 88.162.116.162 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:০০426892
  • samik দা আপনি????????????????
    ওহ না , আমি ভাবতেই পারছি না। তা samik দা ছদ্মবেশে ,ছদ্মনামে কেন? aka,d আপনারা খুব ভালো লিখেছেন। ধন্যবাদ , চেস্টা করব লেখা গুলো ঠিক ভাবে লেখার। তবে d ----samik বোধ হয় সমিক হয়,শমিক নয়। উনি englishsamik লেখেন। ব্যাপার টা নিয়ে একটু ভাববেন। sh-শ, s- স তাই নয় কি। sorry ভুল হলে মাফ করবেন।
    কিন্তু d আমি এখনো ভাবতে পারছি না samik দা কিভাবে আমাকে..................
  • Mmu | 88.162.116.162 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:২৬426893
  • samikদা---
    শীঘ্র
    কীর্তি
    জানতে পারবে না
    সংবাদ
    নীরপেখ্য,নিরপেখ্য,নীরপেক্ষ------?
    কমবেই
    বামপন্থি
    সত্তরের দশক
    আপনি
    ক্ষমতা
    আদ্যশ্রাদ্ধ
    শুসান্ত বাবু
    সংবাদ পত্র।
    এগুলো ঠিক আছে?
  • Samik | 219.64.11.35 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:৩১426894
  • ই কী কেলো !!

    ম্মু, আমি শমীক, সমিক নই। আমার বাবাও ইংরেজিতে খুব কাঁচা ছিলেন, তাই আমার নাম shameek না লিখে samik লিখে দিয়েছিলেন ইশ্‌কুলের খাতায়, সেই জন্যে আর পাল্টানো হয়ে ওঠে নি।

    আঘাত দিয়ে ফেলেছি খুব, দূ:খিত। তবে বাংলা ভাষাকে আমরা সবাই ভালোবাসি বলেই এখানে আসি, বানান ভুল খুব চোখে লাগে, চোখ কড়কড় করে। মানুষ কোনও কাজের শুরুতেই পারফেক্ট হয় না, আস্তে আস্তে অভ্যেসের মাধ্যমে পারফেকশন আসে। তাই শুরু শুরুতে কিছু বলি নি। কিন্তু বেশ কিছুদিন তো হয়ে গেল এখানে লিখছেন, আপনার চোখে লাগে না নিজের লেখা? যেখানে আর সক্কলে প্রায় নির্ভুল বাংলায় লিখছেন, সেখানে আপনার প্রায় প্রতিটা অল্টারনেট শব্দে একটা করে বানান ভুল। পড়তে একেবারে ভালো লগে না, সত্যি বলছি।

    ভাষার সেকেন্ড পেপার পরীক্ষা দিতে আসেন নি বলে যা খুশি লিখে যাবেন, তা লিখুন, সেটা আপনার স্বাধীনতা, কিন্তু আমাদের পছন্দ না হলে আমরাও বলতে পারি, সেটাও আমাদের স্বাধীনতা।
  • tkn | 122.162.42.125 | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:৫৩426896
  • এই ফাঁকে আমি আর একবার শিখে নিলুম 'কেলো'-র আগের কী তে হ্রস্ব ই না দীর্ঘ :-)))

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন