এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দীপালোকে ব্যাঙ্কুয়ারী

    tkn
    অন্যান্য | ১৯ নভেম্বর ২০০৯ | ৪০৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tkn | 122.162.42.221 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:১৯429588
  • ভোর হওয়ার পরেই যে কেন সকাল হয়ে যায় এ কথা আগেও দীপুর মাথায় ঢুকত না, এখোনো ঢোকে না। আরে ভোর হলি, হ'। তারপর থেমে থাক। দু ঘন্টা ধরে একঘন্টার রাস্তা কভার কর! ঘড়ির কাঁটা বলে কি জ্যাম চিনতে নেই!! একটু বেশি ঘুমোতে দিতে জনতার যে কি অসুবিধা হয় কে জানে :-((। তারমধ্যে এই সাতসকালে ডোরবেল বাজছে! তাও একবার না, তিন তিনবার। চোখ কচলাতে কচলাতে হোঁচট খেতে খেতে উল্টো স্লিপার পায়ে গলিয়ে গিয়ে দরজা খুলল দীপু। একি! কেউ কোত্থাও নেই! ঘর থেকে উঠে আসতে ক'মিনিট লেগেছে? এর মধ্যে বেল বাজিয়ে হাওয়া হয়ে গেল কে? সিঁড়ির ওপর থেকে গলা বাড়িয়ে দেখছে দীপু, আর ইদিকে পাপোষের ওপর বসে মিটিমিটি হাসছে চন্দ্রলেখা। খুশিতে চোখে জল এসে গেছে বেচারীর। কতদিইইইন পরে দেখল আবার! সেই যখন কলকাতায় সাখওয়াতের সামনের রাস্তায় বৃষ্টির দিনে বেবাক ভিজেও লাজুক লাজুক মুখে দাঁড়িয়ে থাকত দীপু, তখন ইস্কুলের গেটের বাঁদিকের কেয়াঝোপের পাশে বসে বসে মুগ্‌ধ চোখে দেখত ওকে চন্দ্রলেখা। কতবার যে ইচ্ছে করত কথা বলতে, কিন্তু মা বলতে দিলে তো! সারাদিন টিকটিক ঐ দীপায়ন না দীপালোক, ওর দিকে তাকিয়ে হাঁ করে বসে না থেকে ভয়েস মড্যুলেশনের ক্লাসে যাও। বাবা পোকামাকড় চিবুতে চিবুতে কেয়াপাতায় ছাপা ভেকভন্ডুলের পাতায় চোখ রাখতে রাখতে মাকে বলত "কালে কালে কত কিই হল! এত সুন্দর সব সোনাছানা ফেলে মেয়ে আমাদের কাকে পছন্দ করে বসল কে জানে! এ তো এখোনো চারপায়ে দাঁড়াতেও শেখেনি!! :-(((। খুব রাগ হত চন্দ্রার। অবশ্য মাবাবা আবার কবেই বা প্রেমের মর্ম বুঝেছে! যাগ্গে। ওসব ভেবে লাভ নেই। এদ্দিন ধরে খুঁজে খুঁজে শেষাবধি যে ঠিক ঠিকানায় পৌঁছতে পেরেছে , এই না কত!! ব্যাঙ্গালুরু আসবে বলে যখন জেদ ধরল, সক্কলে মানা করেছিল। কিন্তু ও জানত, পাবেই খুঁজে। দীপুও তো কেমন খুঁজে খুঁজে ওর নাম আছে এমন জায়গাতেই চাগরী কত্তে এসেছে!

    আরে! কে রে বাবা! গাধার মত বেল টিপে হাওয়া হয়ে যায়! দীপু ব্যাজার মুখে দরজা বন্ধ করতে গিয়ে নিচে তাকাতেই চোখে চোখ পড়ল! এব্বাবা!! দোরগোরায় একটা ব্যাঙ!!!! দোতলায় ব্যাঙ উঠল কি করে!! দীপু ঝট করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভাগ্যিস খোলা পেয়ে ঢুকে পড়েনি ভেতরে!

  • sumeru | 117.99.54.253 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:২৫429609
  • এসব কীঈঈঈ?
  • tkn | 122.162.42.221 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:২৯429620
  • এই রে! সরি। আচ্ছা, আর লিখছি না। এটা লিখে দীপুকে বা কাউকেই আহত করতে চাই নি। সরি সরি সরি সরি সরি
  • dd | 122.167.40.160 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৩৫429631
  • হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

    আরো হোক। আরো হোক।

    খুব জম্বে। স্যার তেকোনা, আরে স্যার তেকোনা, ব্যাংকিশোরীর গালে টোলের কথা লিখতে ভুইলেন্না। শোনেন লাস' সীনে রিস্কা নয়, পুরো ঘোড়ায় টানা টাঙ্গা ফাঙ্গা এনে পুরো জিনিসটা ডাঁড় করিয়ে দিন। ইদিকে ফোক আর উদিকে এসিড রক।

    এট্টু গ্লোবাল ওয়ার্মিং ও টাচ কইরা যাইয়েন।

    হুল্লাট হবে।
  • d | 117.195.34.194 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৩৭429642
  • জ্জীয়ো তো। :)))
    হাত চালিয়ে লেখো।
  • dd | 122.167.40.160 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৩৮429653
  • আ:, আমার নাম ও তো দীপু। (ছোটো পিসিমা কইতেন। দীপূ, দীপূ, অ দিপু)

    আমি তো মোটেই আহত হই নি।

    অ্যামন কি হলফ করে কইতে পারি, ভিকিদাও কিচ্ছু মাইন্ড করে নাই। র বাবুও না।

    তব্বে? চালান রিস্কা বেলঘরিয়া।
  • d | 117.195.34.194 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৪৪429664
  • আ: ডাবল ডি'র দেখি ডিটেলের দিকে একেবারেই নজর নেই। আরে টোলটা একগালে, সেটা না উল্লেখ করে অমন একটা ছেনছিটিব বিষয়ে অমন জেনেরেলাইজড স্টেটমেন্ট দিলেই হল।
  • Sayantan | 159.53.46.141 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৪৯429675
  • টিক্‌স, সে ছোঁড়া ঘুমিয়ে গেছে। রাগ করে নাই। কাল অতিসকাএ তার সোসন শুরু।
  • Sayantan | 159.53.46.141 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৫০429686
  • ** সকালে
  • dd | 122.167.40.160 | ১৯ নভেম্বর ২০০৯ ২২:৫২429589
  • গালে? টোল গালে? গালে ?
    দাখো তো । ইইস। আমি তো ভেবেছিলাম , টোল ব্যাংকিশোরীর নাকে।

    না:, ব্যাংবালিকা ইজ , কি বলে গিয়ে, মোর অ্যাপ্রোপ্রিয়েট।

    একটাই পোশ্নো ছ্যালো, চন্দ্রল্যাখা খুব আনকমন নাম। দশকুমারচরিতে (বোধয়) আছে। স্যার তেকোনা পাইলেন ক্যামনে?
  • tkn | 122.162.42.221 | ১৯ নভেম্বর ২০০৯ ২৩:০০429601
  • :-))
    ডিডিদা, কুড়িয়ে বাড়িয়েই পেয়ে যাই সব :-)

    সায়ং, ঘুমিয়ে গেছে? কে জানে! বেশ ভয়ে ভয়ে এবং কিন্তু কিন্তু-তে আছি। তবে দীপু যদি রাগে তবে আগে এই সিংগল আর ডাবল দুই ডিকেই ধরা উচিত। আমায় বার বার লিখতে বলে বলে আমার নিশপিশায়িত হাতকে উসকয়িত করার জন্য তাদেরও শাস্তি প্রাপ্য নয় নি? ও দীপুউউ!!
  • rimi | 168.26.215.135 | ১৯ নভেম্বর ২০০৯ ২৩:০০429600
  • দারুণ হচ্ছে। লিখে যা, একদম থামিস না।
  • dd | 122.167.40.160 | ১৯ নভেম্বর ২০০৯ ২৩:১৬429602
  • দিপু,বাচ্চু,খোকোন। ছোটোন, ভাইটু। দিলীপ,দীপক,দেবাশিস,প্রদীপ,অশোক।

    এগুলান কি একাটা রে পাগোল? লক্ষ লক্ষ ।

    ব্যাং ও কোটি কোটি, কাগ ও, বগ ও।

    তো? এ কোনো পেটেন্ট করা নাম ঠিকানা নয়। আপুনে (স্যা তে) ল্যাখেন। আমারা সাথেই আসি।
  • agantuk | 128.48.203.91 | ১৯ নভেম্বর ২০০৯ ২৩:৩৩429603
  • তাছাড়া, কবি তো বলেইছেন, নট উইথ এ ব্যাঙ বাট এ হুইম্পার ইত্যাদি।
  • Tim | 198.82.21.118 | ২০ নভেম্বর ২০০৯ ০০:১৩429605
  • এম্মা, মিসটেক। দীপিকা। :-))
  • Tim | 198.82.21.118 | ২০ নভেম্বর ২০০৯ ০০:১৩429604
  • হ্যাঁ হ্যাঁ এইডা এক্কেরে জেনেরিক গপ্পো। দীপা, সুদীপা, সীপিকা ইত্যাদিও তো হয়! ;-)
  • a | 122.163.112.85 | ২০ নভেম্বর ২০০৯ ০০:৪৫429606
  • হোক হোক।
  • Arijit | 61.95.144.122 | ২০ নভেম্বর ২০০৯ ১০:১৯429607
  • গপ্পে একটা ব্যাং-কুয়েটও চাই। মৌসম নুরের বে-তে যাওয়া হবে কিনা জানি না তবে... ;-)
  • tkn | 122.162.42.221 | ২০ নভেম্বর ২০০৯ ১২:৩০429608
  • খুব কষ্ট হচ্ছে চন্দ্রার। এভাবে দরজা বন্ধ করে দিলে? এমনটা তো ভাবিনি। তুমি তো জানোনা আমি আসলে কে, কেমন করে কোথা থেকে তোমার কাছে এসে পৌঁছেছি... মনখারাপি কি শুধু তোমাদেরই একচেটে? দু চোখ ভরে জল এসে গেলে ব্যাংকুমারীর, গলার থলিটা আরো ফুলে উঠল সে জল লুকোনোর চেষ্টায়। কিন্তু না: আর না। দিনের পর দিন কেয়াঝোপ ঘেরা কাদামাখা দাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ধ্যান করেছি আমি, পড়াশুনো করেছি তোমার উপযুক্ত হব বলে, মার কাছে বায়না করে করে কামদেব ব্যাংগমবাবার প্রোগ্রাম দেখেছি টিভিতে ভোর বেলায়, বর্ষায় যখন বাকি ভাইবোনেরা জল কাদায় মনের আনন্দে গলাছেড়ে গান গাইত তখন আমি পাশের বাড়ির জানলার কার্ণিশে বসে ভেসে আসা রবীন্দ্রসঙ্গীতের সুর শুনে শুনে মনে মনে রপ্ত করার চেষ্টা করেছি। সাধে কি আজ আমি এমন ইচ্ছেকুমারী? তুমি চিনলে না আমায়!! দরজা বন্ধ করে দিলে মুখের ওপর? আর সইতে পারল না চন্দ্রা। থ্যাবড়ানো গাল বেয়ে টপটপিয়ে জলের ফোঁটা নেমে এলো। তাড়াতাড়ি সামনের বাঁ পা দিয়ে মুছে নিল জলটুকু। না: কাঁদবে না এভাবে। বরং অপেক্ষা করবে একদিন মুখোমুখি হওয়ার... সেদিন হয়ত... খুব মনখারাপ নিয়ে ধীর পায়ে সিঁড়ির ল্যান্ডিঙের দিকে এগোলো চন্দ্রলেখা। নিচে গেটের মুখে কিছু গাছপালা আছে। ওখানে গিয়ে খোঁজ করতে হবে খাবারের। কামদেববাবার সেই মন্ত্রটি জপ করতে হবে ঘন্টাখানেক, তারপর কিছু মুখে দেওয়া। ওর তো আবার পোকামাকড় চলে না। বীজমন্ত্রের গুণ নষ্ট হয়ে যায় ননভেজে। তাই ফুলের কুঁড়ি, ঘাসের বীজ এসব জোটাতে হয়। কলকাতায় স্কুলের দারোয়ানজীর বৌ-এর সঙ্গে বন্ধোবস্ত ছিল রোজ একমুঠ দালিয়ার। এখানে তো আর,.......
    ভাবতে ভাবতে ল্যান্ডিংটা থপথপিয়ে পেরোচ্ছিল, এমন সময় ধুপধুপিয়ে সিঁড়ি টপকাতে টপকাতে উঠে আসা মানুষটাকে দেখে ভয় সিঁটিয়ে গেল চন্দ্রা। কেমন দৌড়ে উঠে আসছে দেখ! মাড়িয়ে দেবে না কি!!! ওম্মা, না তো! সামনে এসে দাঁড়ালো নিচের দিকে তাকিয়ে। ঝুঁকে দেখছে চন্দ্রাকে। চন্দ্রাও দেখছে তবে মুখ তুলে না। আড়চোখে যদিও দেখা যায়, কিন্তু তাও দেখছে না। চন্দ্রা দেখছে ছেলেটার পা। বোধহয় জগিং করে ফিরছে ছেলেটা। পায়ে সাদা মোজা জুতো, তার ওপর টানটান চামড়ার ওপর দিয়ে ফুটে ওঠা কাফ মাসল। নির্ঘাত পোচ্চুর দৌড়োয়। স্কুলের মেয়েগুলো এই রকম হাতপাওয়ালা ছেলেদের পোস্টার দেখে দেখেই 'উউউউউ ঋত্বিক উউউউউ শারুখ' করে ন্যাকামো করে, দেখেছে আগে। তবে দেখেই মনে হয় বেশ জোড়ালো পা। মাড়িয়ে দিলেই ফটাস করে পেটটি ফেটে মরে যেত নির্ঘাত। কিন্তু সরছে না কেন পা-টা? বোঝার জন্য মুখ তুলতেই হাঁ হয়ে গেল চন্দ্রা। এ তো নিচু হয়ে ওকে দেখছে, হাত বাড়াচ্ছে ওর দিকে। একটু সরে গেল চন্দ্রা। এক লাফ দিয়ে সিঁড়ির নিচের ধাপে নেমে যাবে নাকি ভাবতে ভাবতেই ধরে ফেলেছে ওকে ছেলেটা। কেঁপে উঠল চন্দ্রার পিচ্ছিল নরম ঝিকিমিকি সোনারঙা শরীর। এই প্রথম, প্রথম পরশ ওর জীবনে। চোখ বন্ধ করে ফেলল ভয়ে, লজ্জায়।
    এই যে, এখানে উঠলে কি করে শুনি?
    কি করে আবার? লাফিয়ে লাফিয়ে উঠলাম।
    বলতে গিয়েও আটকে নিল কথাটা। এতো আর সেসব রূপকথার দিন নয়! তখন রাজকুমারেরা সাপ, ব্যাঙ, ইঁদুর, ছুঁচো সকলের সঙ্গেই কথা বলত রাজকুমারীরা বাজপাখীর পিঠে চড়ে সমুদ্রের ওপর ঘুরপাক খেতে খেতে মালা গাঁথত, রাজামশাই ব্যাঙকুমারীকে ছেলের বৌ করে নিয়ে এসে রাজকীয় সম্মান দিতেন.. কিন্তু এখন! আজকাল অমন সাহসী লোকজন কই? স্কুলের মেয়েগুলোকে দেখত সামনে ওদের কাউকে দেখলেই "ওহ্‌হ্‌হ ঘড্‌ড্‌ড, ইট্‌স আ ফ্রগ্‌গ্‌গ্‌গ, ইয়াক্‌ক্‌ক্‌ক!" বলে লাফিয়ে ঝাঁপিয়ে ন্যাকামো করত, এই ছেলেটাও হয়ত চোখ উল্টে ভিরমী খেয়ে একসা হবে এক্ষুনি। তারচেয়ে চুপ থাকাই ভালো।
    এই যে! কোত্থেকে এলি রে তুই? বলতে বলতে ছেলেটা হাঁটতে শুরু করেছে বুঝে একটু একটু করে চোখ খুলল চন্দ্রা। সত্যিই তো ছেলেটা ওকে হাতের পাতায় বসিয়ে পকেট থেকে চাবি বার করছে। এই ফ্লোরেই উল্টোদিকের দরজাটা ওর। দরজার গায়ে নাম লেখা নেই কোনো। একটা ছোটো মাটির ওপর খোদাই করা জঙ্গলের টুকরো লাগানো আছে শুধু।
    "চল, তুই আমার সঙ্গে থাকবি.. বলতে বলতে দরজা খুলে গেল আর অচেনা অজানা ঘামে ভেজা শক্ত মেঝের মত হাতের পাতার ওপর বসে বসে এদিক ওদিক দেখতে দেখতে হাঁ হয়ে গেল চন্দ্রলেখা
  • san | 170.252.160.1 | ২০ নভেম্বর ২০০৯ ১২:৪০429610
  • জমেছে :-)
  • q | 59.93.96.133 | ২০ নভেম্বর ২০০৯ ১২:৫৫429611
  • seichenabichchedergalpo
  • dd | 122.167.19.106 | ২০ নভেম্বর ২০০৯ ১২:৫৯429612
  • হুল্লাট ।

    এইবারে দেখি স্যার তেকোনা ক্যামনে হীরোর বুকে ব্যাং পেম নিয়ে আসেন। খুব উৎসুক হয়ে বসে আছি।
  • a x | 76.247.246.200 | ২০ নভেম্বর ২০০৯ ১৩:০৯429613
  • পড়তে পড়তে পুরো ইমেজারি ভেসে উঠল। একটা ব্যাং, সামনের পা দিয়ে চোখের জল মুছছে আর গলটা ফুলে ফুলে উঠছে!
  • a x | 76.247.246.200 | ২০ নভেম্বর ২০০৯ ১৩:১০429614
  • গলাটা
  • rokeyaa | 203.110.243.221 | ২০ নভেম্বর ২০০৯ ১৪:৩৭429615
  • তেকোনাদাদু লিখলেই তেকোনা প্রেম?
  • i | 124.168.170.176 | ২০ নভেম্বর ২০০৯ ১৪:৪৩429616
  • টিকেনের সমস্ত লেখার মতই- স্পন্টেনিয়াস...
  • a | 59.161.127.216 | ২০ নভেম্বর ২০০৯ ১৫:৫৫429617
  • না: এই তেকোনাদি ভদ্রমহিলা বড্ড ভালো লেখেন। চলুক দিদি। এই উইকেন্ডে শেষ করে দিন পিলিজ!!!
  • aranya | 192.128.133.68 | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৬429618
  • ওফ, এই তেকোনার হাতে যে কি জাদু আছে, যা ছোঁয়, তাই দেখি সোনা হয়ে যায়, সাধে কি মহামতি ডিডি-দা ওকে সাম্মানিক নাইটহুড দিয়েছেন, দু কিস্তি পড়েই এ লেখার উঙ্কÄল ভবিষ্যত পষ্ট দেখতে পাচ্চি। ওরে দীপু, কোথায় আছিস ভাই, স্পোর্টিংলি সবুজ নিশান-টা প্লীজ উড়িয়ে দে, লেখাটারে থামিয়ে দিস না।
  • Tirthang | 128.103.187.128 | ২১ নভেম্বর ২০০৯ ০৯:৩৪429619
  • ভারী চমৎকার হচ্ছে, খাসা হচ্ছে!
  • dd | 122.167.52.129 | ২২ নভেম্বর ২০০৯ ১৩:০৭429621
  • আমার বাড়ীতে লুরু ভাট চলছে। মিতে কল্লোল অনামিক সুহাসিনি মৈনাক স্যান অপ্পন আর দীপু।

    দীপু সর্ব সমক্ষে বারংবার বলেছে এই টই পড়ে সে আহত বিঘ্নিত উৎপীড়িত কিছুই হয় নি। এট্টু ব্লাশ করেছে মাত্র। আমার পাশেই খাড়াইয়া আছে।

    এটা অফিশিয়াল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন