এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • কি করে হিন্দুস্তানী ধ্রুপদী সঙ্গীত শুনতে হয়

    nyara
    গান | ০৮ এপ্রিল ২০১০ | ৬৭৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 219.64.69.18 | ১০ এপ্রিল ২০১০ ১০:১৯441366
  • আর একটা বক্তব্য ভয়ে ভয়ে রাখি। মীড়খন্ডের সাথে যতদূর জানি মীড়ের কোনো সরাসরি সম্পর্ক নেই। মূল শব্দ হল "খন্ডমেরু", যা শার্ঙ্গদেব তার সঙ্গীতরত্নাকর গ্রন্থে প্রথম ব্যবহার করেন। সেই শব্দ বদলে হয় "মেরুখন্ড" এবং আরও বদলে "মীড়খন্ড"।
  • nyara | 211.180.111.252 | ১০ এপ্রিল ২০১০ ১০:৩৪441367
  • আমিও মীরখন্ডের ব্যুৎপত্তি এরকমই শুনেছিলাম।
  • kc | 89.203.49.18 | ১০ এপ্রিল ২০১০ ১১:০৯441368
  • একদম ঠিককথা।
  • nyara | 116.48.177.235 | ১০ এপ্রিল ২০১০ ১৬:৫৪441369
  • একটু অন্য কথা বলি। নমিতা দেবীদয়ালের The Music Room পড়লাম। অসামান্য। ওস্তাদি গানের গালগল্পের যে অল্প কিছু বই পড়েছি তাতে কুমার মুখার্জীর 'তহজীব', অমিয় সান্যালের 'স্মৃতির অতলে'র সঙ্গে এক সারিতে বসবে। ডেফিনিটলি। এটা ঠিক গালগল্পের বই না হলেও, গালগল্পও আছে। কেসি আর র-বাবুকে ধন্যবাদ রেকমেন্ডেশনের জন্যে।
  • kc | 89.203.49.18 | ১০ এপ্রিল ২০১০ ২২:৫১441370
  • "তহজীব' তো জ্ঞান বাবুর, কুমার মুখার্জীরটা 'কুদরত'। 'কুদরত'এর কিছু গল্পের সঙ্গে আরও কিছু গল্প মিশিয়ে কুমারবাবু নামিয়েছিলেন 'মজলিশ' আর দিশি গান বিলিতি খেলা। সে দুটোও বেশ মজাদার।
    আর একটা বই পড়েছিলাম বামণরাও দেশপান্ডের, বেশ পুরোনো বইটা, নামটাও ভুলে গেছি, সে বইটাও রেকমেন্ডেশনযোগ্য।
  • pi | 128.231.22.138 | ১১ এপ্রিল ২০১০ ০৬:৫৪441371
  • আব্বে সিঁফো! 'কলকাতায় এলে আর খাওয়ালে দিতে পারি' আবার কি ! এখন পেলে কলকাতা গেলে খাওয়াবো। :)
    নৈলে কলকাতা গেলে তো আমি ই কিনে নিতে পারি! সেতো দূর অস্ত। :(
    এখন চাই। পাই কি ?

  • Abhyu | 173.200.128.42 | ১১ এপ্রিল ২০১০ ০৮:২০441372
  • এই টইটায় এতো পোস্ট কেন? এর তো এক কথায় উত্তর হয় - কান বন্ধ করে।
  • nyara | 122.172.160.193 | ১১ এপ্রিল ২০১০ ১০:১৬441373
  • হ্যাঁ, 'কুদরত' লিখতে 'তহজীব' লিখেছি। 'মজলিশ'এ কিছু ভাল জিনিস থাকলেও ওটা মূলত: 'কুদরত'-এর সমালোচকদের ঝাড়ার ও কুমারবাবুর ব্যক্তিগত আক্রোশ মেটাবার জায়গা হয়ে গেছিল। তুলনামূলকভাবে, 'দিশি গান' বেটার।
  • PT | 203.110.246.230 | ১৩ এপ্রিল ২০১০ ২৩:২৬441374
  • @ kd

    উঙ্কÄলদা'র e.mail/telno. কিছু পাওয়া যাবে?
  • ranjan roy | 122.168.218.50 | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৫০441376
  • মজলিশ নিয়ে ন্যাড়াবাবুর সঙ্গে একমত, কিন্তু কিছু গালগল্প অসাধারণ।
  • kc | 89.203.49.18 | ১৩ এপ্রিল ২০১০ ২৩:৫৫441377
  • ন্যাড়াদা,
    বামণরাও দেশপান্ডের বইটার নাম মনে পড়েছে। ''বিটুইন টু তানপুরাস''। আমার ভাল লেগেছিল।
  • ranjan roy | 122.168.218.50 | ১৪ এপ্রিল ২০১০ ০০:১৫441378
  • আমার ব্যক্তিগত মত ফুটকিবাবুর মত। প্রথমে ভৈরবী, ইমন, মালকোষ, কাফি আর পিলু। ছোটা খেয়াল আর ঠুংরি। তাতে ছোটবেলা থেকে শোনা কিছু সুগম ও রবীন্দ্রসংগীতের স্ট্রাকচারের ছায়া পাওয়া যাবে, ফলে সহজে মনে গেঁথে যাবে। ও হ্যাঁ, দেশ রাগ অবশ্যই।
    আর হরিদাস পালের ব্যক্তিগত পছন্দ বাজে।
    বীণকার ঘরানার ওই খরজের মোটা তারে গাঁও -গাঁও করে আলাপ ভালো লাগেনা। কিন্তু আলি আকবরের সেন্স অফ অ্যাস্থেটিক্স্‌ অনেক উন্নত মনে হয়। শ্লা-ভগ্নীপতির যুগলবন্দী শুনলে ভালো মতন কানে লাগে।
    রবিশংকর যেখানে কিছু ঝড়ের মতন তান, তাল ফেরতা এইসব করে সমে আসছেন তখন আলি আকবর এখানে ওখানে দু'একটা ছোট লাগসই ফ্রেজ, হটাৎ কিছু টুকরো-- আর যেন কারেন্ট লাগলো।
    আর মুগ্‌ধ হয়ে শুনি আমজাদের সরোদ। বিলম্বিত আলাপ, জোড়, ঝালা, গৎকারি সব। আর তানকারি? অসাধারণ।
    সেতারে অবশ্যই গায়কী অংগের বাজনা। এ ব্যাপারে আমি হয়ত কিঞ্চিৎ তালিবানি।
    বিলায়েতের ঘরানার লম্বা লম্বা মীড় টেনে একেকটা স্বর ধরে যেভাবে রাগের ছবি আঁকা হয় তার কাছে---? না, ক্যাল খেতে চাইনে।
    বড়ে গোলাম, ভীমসেন ভালো লাগবে না এমন কেউ নেই। কিন্তু আমীর খানের গলায় দীর্ঘ বিলম্বিত দরবারি কানাড়া? রাত্তিরে আলো নিবিয়ে? বুকের মধ্যে যেন মুচড়ে ধরে।
    বেগম আখতারের গলায় ""অ্যায় মুহব্বত, তেরি অঞ্জাম মেঁ রোনা আয়া।"?
  • sinfaut | 117.194.192.152 | ১৪ এপ্রিল ২০১০ ০৮:৪৮441379
  • কল্লোলদার 'আলটপকা বিলায়েৎ বা আমজাদ এনে ফেলছেন না' মন্তব্যটার মানে কী? আলিআকবর-রবিশঙ্কর-নিখিল আলাদা ক্লাস এঁদের থেকে নাকি? বিলায়েৎ! বিলায়েৎ??
  • kc | 194.126.37.5 | ১৪ এপ্রিল ২০১০ ০৯:৫৮441380
  • বিলায়েৎ, হলেন বিলায়েৎ। মনে আছে সেই দরবারীটা? শঙ্কর ঘোষের সঙ্গে, সেকেন্ড পিঠে সেই যে স্রোতের মতন তানগুলোর আছড়ে পড়া? ভাবা যায়না রেঞ্জের বাজনা।
  • sinfaut | 117.194.192.88 | ১৪ এপ্রিল ২০১০ ১০:০৩441381
  • আছে। ছোটোবেলায় আমি বলতাম 'বিলালের খামা' শুনব।
  • ...... | 117.241.228.205 | ১৪ এপ্রিল ২০১০ ১০:২৩441382
  • ভীষ্মদেব চট্টোপাধ্যায় ও শ্যামল লাহিড়ী (চিন্ময় লাহিড়ীর ছেলে),এই দুজনের নাম কেউ উল্লেখ করেনি দেখে অবাক হচ্ছি।
  • kc | 194.126.37.5 | ১৪ এপ্রিল ২০১০ ১০:৪২441383
  • সেতারের রাজা বিলায়েৎ, চিকারি তারগুলোকে নিয়ে ছেলেখেলা করার নাম বিলায়েৎ। রুপকথার রাজপুত্রের নাম বিলায়েৎ। সুরের শীর্ষস্থানে থেকেও না পাওয়ার যন্ত্রণাকে ভক্তদের কাছে প্রকাশ করার নাম বিলায়েৎ, ওরকম একটাই হয়েছিল। ঐ দরবারি, শঙ্করা, বারোয়াঁ, সাঁঝগিরি, আর ভৈরবী? আর বোধহয় হয়নি। তার এমনি নেশা যে শিল্পীও ভুলে গেছিলেন যে হাতের আঙুল কেটে গেছে, রক্ত পড়ছে, কিন্তু লম্বা লম্বা মীড়ের টিপ ঠিকই আছে, কে যে কাকে বশ করেছেলেন, কে জানে! বিলায়েৎ ভৈরবীকে? নাকি উল্টোটা? নাকি দুজনে মিলে উত্তরপাড়ার রাতজাগা লোকগুলোকে? তবে বয়সের সঙ্গে শারিরীক সক্ষমতা কমার কারণেই বোধহয় ওনার বাজনাতে ফারাক এসেছিল, আর এই অক্ষমতা থেকেই শুরু হয় ওনার ফ্যাঁসফেঁসে গলায় গান।

    দরবারি রাগটাকে নিয়ে আরএকজনাও শ্রোতাদের কল্পলোকে নিয়ে যেতেন, তিনিই হলেন আমজাদ। অবশ্য তখন তাঁর দুপাশে ''ডাঁয়া আলি আর বাঁয়া আলি'' নামে দুই অবতারের আবির্ভাব হয়নি।
  • kc | 89.203.49.18 | ০৭ জুলাই ২০১০ ২১:১৩441384
  • http://www.eprasaran.com/
    এটা একটা ইন্টারনেট রেডিও র সাইট। নীচে ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল সেগমেন্টে যান। পণ্ডিত তুলসিদাস ভোরকারের বেশ ভাল হারমোনিয়াম বাজছে। রাগটাও অদ্ভুত, 'তিলক-দেশ'। শুনে ফেলুন।
  • ন্যাড়া | 213.83.248.37 | ১৪ ডিসেম্বর ২০১২ ২০:৩০441385
  • রবিশঙ্কর সম্বন্ধে কেউ কিছু লিখবেন না? কেসি, শিবাংশুবাবু, হাঁড়িবাবু, কল্লোলদা, রঞ্জনদা - চাঁদের হাটের এ কি দৈন্যতা!

    একটা মন্তব্য করে যাই - আমার সীমিত সঙ্গীতবুদ্ধিতে রবিশঙ্করের মতন মিউজিকাল ক্রিয়েটিভিটি আর জনা তিনেক লোক ছাড়া আর কারুর দেখিনি উত্তর ভারতীয় সঙ্গীতে। এবং যন্ত্র সম্বন্ধে ধারণা। কোন যন্ত্রের কী টিম্বার, তাতে কিরকম সুর যাবে - অনেক ডাকসাইটে পশ্চিমী কম্পোজারের সঙ্গে পাল্লা দেবেন। এটা সহজ কথা নয় - উনি তো আর পশ্চিমী কম্পোজারদের মতন কনজার্ভেটরিতে গিয়ে কম্পোজিশন শেখেননি!

    নিজেও বলেছেন, আমিও একমত, যে কম্পোজার রবিশঙ্কর আর সেতারী রবিশঙ্কর দুজন আলাদা লোক। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ!
  • কল্লোল | 125.242.141.100 | ১৫ ডিসেম্বর ২০১২ ০৮:০৭441387
  • রবিশংকর নিয়ে লেখার মতো অধিকার আমার নেই। আর তাছাড়া ওনার মারা যাবার খবর শুনে ইস্তক খালি দীপকদার(চৌধুরী) কথা মনে পড়ছে। আমার রবিশংকর তো দীপকদার মধ্যে দিয়েই পাওয়া। সে মানুষটার একটা বাজনাও নেটে নেই।
    চেষ্টা করছি যদি নেটে কিছু তোলা যায়।
  • nina | 233.29.203.84 | ১৫ ডিসেম্বর ২০১২ ০৮:৪৭441388
  • ন্যাড়া
    তুমি আলাপ সুরু কর---পন্ডিতজী নিয়ে ---
    আস্তে আস্তে বাকিরা এসে যাবেন----অপেক্ষায় রইলাম।
  • শিবাংশু | 127.201.160.64 | ১৫ ডিসেম্বর ২০১২ ১১:১০441389
  • ন্যাড়া,

    তানপুরা বাঁধা শুনছি। অন্ততঃ অওচার গৎ পর্যন্ত পৌঁছোলে হয়তো আসব। ঃ-)

    পন্ডিতজির সঙ্গে এবার একটা ব্যাপার অদ্ভুত কাজ করলো। রোজ সকালে অফিস বেরোবার আগে ঘন্টা দেড়েক নানা কাজের মধ্যে গান শুনি। মানে নিজের স্বার্থে আর কী। সারাদিনের যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি বিশেষ। কোনও ঠিক নেই কী শুনবো। তবে দেশি-বিদেশি কিছু একটা শুনবো-ই। তো বারো তারিখ সকালবেলা মনে হলো বহুদিন পন্ডিতজি শোনা হয়নি। না আহিরভৈরব জাতীয় কিছু বড়োসড়ো নয়, সিন্ধুভৈরবী শুনবো। এই রাগে ওঁর দুটো ভিন্ন সময়ের রেকর্ডিং আর তার সঙ্গে আলি আকবরের সঙ্গে ১৯৭২ বাংলাদেশ যুগলবন্দি একজায়গায় ধরা আছে। তো শুনে যাচ্ছি সব কাজের মধ্যে। গৃহিণী বললেন, তোমায় আজ সিন্ধু ভৈরবীতে পেয়েছে। আমি বলি ঠিক তা নয় পন্ডিতজিতে পেয়েছে বলা যায়। গত মাস খানেক যন্ত্রসঙ্গীত বলতে শুধু নিখিল বন্দ্যোঃ শুনছি। একই বোঁটার দুটো ফুল কতো সুন্দর, কিন্তু কতো পৃথক।

    দফতরে পৌঁছোবার কিছু ক্ষণের মধ্যেই এক বন্ধু ফোন করলেন, পন্ডিতজি আর নেই। অদ্ভুত সমাপতন, হয়তো বা কিছুই নয়। তবু...

    ঠিক এরকম হয়েছিলো একবার বহুদিন আগে। উস্তাদ আমজাদ আলি শুনতে যাবার ছিলো সন্ধে বেলার অনুষ্ঠানে। কিন্তু মন বড্ডো মালকৌঁস শুনতে চাইছিলো। সন্ধে বেলায় ওঁরা য়মন, পুরিয়া আধারিত বা বড়োজোর বাগেশ্বরী/ রাগেশ্বরী জাতীয় কম্পোজিশন সব বাজিয়ে থাকেন। কিন্তু কে জানে কেন সেদিন ধ্রুপদী স্টাইল কাফির ( হ্যাঁ, কাফি, ভাবা যায় তাও প্রথমে এবং উস্তাদ আমজাদ আলি) পর রাত সাড়ে নটার পর উনি একটু ছেদ দিলেন যখন আমি সঙ্গিনীকে বললুম আমার সঙ্গে তুমিও ইচ্ছাশক্তি লাগাও। আজ যেন উনি মালকৌঁস বাজান। তিনি মৃদু হাসলেন, আমার পাগলামির সঙ্গে ওঁর পরিচয় আছে। আবার পর্দা উঠতেই দেখি উনি তার বাঁধছেন, কোমল নি চেক করছেন। তার পরেই একটা ঝংকার দিলেন সা গা মা গা সা নি.... আমি অজান্তেই চেঁচিয়ে উঠলুম , মালকৌঁস। আশেপাশের লোকজন ফিরে দেখলো। আমার তাতে বয়েই গেলো। বাজনা থামিয়ে, উস্তাদ বললেন, আপকা ইজাজত হো তো থোড়া মালকৌঁস বজানে কো দিল চাহতা হ্যাঁ...

    পন্ডিতজিকে নিয়ে নিশ্চয় লিখবো। ওঁকে নিয়ে লিখবো না, তো আর কাকে নিয়ে লিখবো? আমাদের পৃথিবী যাঁরা তৈরি করে দিয়েছেন তিনি তো তাঁদের মধ্যে একজন মিছিলের মুখ। কল্লোলদার কাছেও পন্ডিতজিকে নিয়ে কিছু সংগ্রহ আছে। ঃ-)
  • কল্লোল | 125.184.75.156 | ১৫ ডিসেম্বর ২০১২ ১৩:০২441390
  • সে সব নেহাৎ ব্যক্তিগত অসাঙ্গীতিক ব্যাপার-স্যাপার।
    পূর্ণ রাগ হোক, তারপর নাহয় ধুন বাজানো যাবে।
  • বলরাম হাড়ি | 125.111.248.134 | ১৫ ডিসেম্বর ২০১২ ১৫:৫০441391
  • লিখব। হয়তো। আজকের দিনটা যাক। আসলে বড়সড় কেউ মারা গেলেই ইদানীং চাপ হয়ে যাচ্ছে। মানে, দুঃখ ভয় ইত্যাদি নয়। আক্ষরিক অর্থে। কাজের চাপ। মাথা তোলার সময় থাকে না।
  • de | 190.149.51.67 | ১৫ ডিসেম্বর ২০১২ ১৬:০০441392
  • এই সময়ের পাতা বেশ ভালো হয়েছে পন্ডিতজীর স্মৃতিচারণায় --

    এখানে আরো কিছু শোনার অপেক্ষায় থাকলাম --
  • ন্যাড়া | 132.172.181.16 | ১৫ ডিসেম্বর ২০১২ ২২:২৭441393
  • কাগজের আপিসে যে শুনি বড় লোকদের জীবনী, অবিচুয়ারি সব তৈরি থাকে! নতুন কাগজে ডেটাবেস তৈরি হয়নি?
  • বলরাম হাড়ি | 24.96.105.24 | ১৬ ডিসেম্বর ২০১২ ১৩:৩৯441394
  • জীবনী, ওবিচুয়ারি তো চুটকি। পরের দিনের কাগজের জন্য। তা দিয়ে তো আর একটা বিশেষ সংখ্যা তৈরি করা যায় না।
  • PT | 213.110.246.230 | ১৬ ডিসেম্বর ২০১২ ১৩:৫০441395
  • মারাঠী নাট্যসঙ্গীতের কথা তোলা যাবে এখানে? যদি নির্ভয় দেন তো বলি যে এই গানগুলো হজম করতে পারলেও ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে ভালই সখ্যতা হয়!

    দাদু গায়ঃ


    নাতিও গায়ঃ
  • সাধারণ লোক | 127.194.26.235 | ১৬ ডিসেম্বর ২০১২ ১৮:০৯441396
  • দাদাভাই/ দিদিভাইরা হালিম জাফর খান কে নিয়েও কিছু লেখেন তো। মাটির মানুষের কথা পড়ি একটু।
  • প্যাংলা | 127.194.26.235 | ১৬ ডিসেম্বর ২০১২ ১৮:৪২441398
  • বলেন দেখি গায়ক/ বাদক কার জন্য গান বা বাজান? আমার মনে হয় নিজের জন্য। যারা পাশ থেকে দেখেছেন তারা বলতে পারবেন আমার মনে হয় রবিশংকরের বাজনার চঞ্চলতা তার চরিত্রের প্রকাশ আবার একই ভাবে নিখিল বাবুর বাজনাও বোধ হয় ব্যখ্যা করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন