এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দাম্পত্য কলহ

    Sourav
    অন্যান্য | ০৯ মে ২০১০ | ৩৮৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sourav | 117.194.197.101 | ০৯ মে ২০১০ ১৪:৪০448160
  • জীবনে, সাহিত্যে, সিনেমায়, নাটকে স্মরণীয় দাম্পত্য কলহ সম্পর্কে লিখুন | মিলনান্তক হলেই ভালো হয় | না হলেই বা উপায় কি ?
  • Arya | 203.91.201.56 | ১০ মে ২০১০ ১৪:০৩448171
  • ১। সিগারেট খাওয়া নিয়ে।(যদিও আমি খাই না)
    ২। মদ খাওয়া নিয়ে।
    ৩। একসাথে থাকলে শ্বাশুড়ী মা কি বললেন, না বললেন তাই নিয়ে।
    ৪। আমি আমার বৌ এর দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি না।(ভার্চুয়াল ব্যাপার)
  • Sourav | 117.194.198.98 | ১০ মে ২০১০ ১৫:২১448182
  • শীতকালে চান না করা, জিনিসপত্র অগোছালো রাখা, এগুলো বাদ দিলে?
  • Nina | 64.56.33.254 | ১১ মে ২০১০ ০১:০৩448193
  • ১) ঘিরকুটে ছিলে (অর্কুট),এবার চন্ডালিকা!
    ২) উফ ফোনটা এবার রাখবে, আজ কি হরি মটর ডিনারে!
    ৩) হাত চাটতে চাটতে --হুম মায়ের ধরনের হয়েছে, তবে মার হাতে যেন একটা আলাদা কি আছে!
    --নাহ! আর ভাবব না মেজাজ খারাপ হয়ে যাবে।
  • Sibu | 173.153.174.46 | ১১ মে ২০১০ ০১:৪৫448204
  • বিগ সারে ক্যাম্পিং করতে গিয়েছিলাম, আমরা এবং আর একটি দম্পতি। ঠিক করা হল বউরা শুধু অন্যের বরদের নিয়ে কথা বলতে পারবে। আহা, এত সব মধুক্ষরা মুখ আমরা দুবেলা দেখে থাকি ...
  • debu | 170.213.132.253 | ১১ মে ২০১০ ০৩:৩৫448215
  • গাড়ি পুরোনো হলে মইন্টেনান্স একটু বেশি লাগে ভাই
    ৩ মাস পরপর অয়েল চেন্‌জ করো ( শাড়ী, গহনা কিনে দাও) ইদেখে্‌ব ভালো মাইলেজ পাবে
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১০:০৯448226
  • তাচ্চেয়ে "lease to own' আর পুরনো হলে ফের নতুন গাড়ি lease to own ভালো নয় কি?

    ;-)
  • sda | 117.194.201.13 | ১১ মে ২০১০ ১৬:৫১448237
  • সবই মেন্টেনেন্সের ব্যপার। আমার আর আমার বউ এর সম্পর্ক দেখলে কে বলবে চার- চারটে বছর কেটে গেছে!

    বেশি খরচ খরচা করি ভাবার কোন কারন নেই। এক জিবি এক্সট্রা র‌্যাম লাগিয়েছি শুধু, আর গত বছর চার্জার টা চেঞ্জ করেছি।
  • SB | 114.31.249.105 | ১১ মে ২০১০ ১৭:০১448247
  • দাম্পত্য কলহ আবার কি বস্তু (আয়াম হ্যাপিলি ম্যারেড ;-))?
  • Sourav | 117.194.198.241 | ১১ মে ২০১০ ২১:১২448161
  • SBspouse কি গুরু পড়েন? হ্যাপী ম্যারেজ এর একটা উপাদান কিন্তু দাম্পত্য কলহ | নিনার সঙ্গে driving এর সুতোয় আলাপ | তখনই বুঝেছিলাম এ বিষয়ে কিছু বলার আছে |
    সুতো তা এত মন্থর কেন ? নিজের না থাক, অন্যের দাম্পত্য কলহের মত উপভোগ্য বিষয় খুব কমই আছে | সাত পাকে বাঁধার মত ছবি তো একটা বিষয় নিয়েই |
  • rimi | 168.26.215.135 | ১১ মে ২০১০ ২১:৫২448162
  • দাম্পত্য কলহের একটি ভিন্ন দৃষ্টিকোণ:

    বেশ কিছুদিন আগের কথা। সাম্পানের পিসি আর তার বন্ধু এদেশে আসবে পিএইচডি করতে। তারা আসার আগে সাম্পানকে খুব করে শিক্ষা দেওয়া হল যাতে তারা এলে সে কোনোরকম বাঁদরামো না করে। কিন্তু বাঁদরামো করলে কি হবে - সাম্পান জানতে চাইল।
    "ওরে বাবা আইআই (মানে ওর পিসি) আর গুবলুকাকু বেজায় রাগী। এমন বকবে তখন টের পাবি।"
    "কিন্তু মাম্মি, যারা বাইরে থেকে বেড়াতে আসে তারা তো রাগী হয় না কখনো?"
    "কি করে বুঝলি?"
    "তারা তো কখনো ঝগড়াঝগড়ি করে না!"
    "তাই নাকি?"
    "হ্যাঁ, আমি তো দেখি শুধু তুই আর লায়নই (মানে ওর বাবা) ঝগড়াঝগড়ি করিস!"

    আমি স্তম্ভিত। কি বলব ভেবে না পেয়ে খুবই অনুতপ্ত চিত্তে জানতে চাইলাম, আমরা ঝগড়া করলে কি তোর খারাপ লাগে?
    "হ্যাঁ খুব খারাপ লাগে। আমার মনে হয় একটা লম্বা ধারালো ছুরি বেরিয়ে এসে আমার ইয়ারড্রামটাকে ফাটিয়ে দিল!! "

    :-(((((( এরপরেও কি আর ঝগড়া করা যায়? নাকি করলে সেই ঝগড়া জমে?
  • san | 115.117.196.236 | ১১ মে ২০১০ ২২:৩১448163
  • আজ্জোদার ডাক নাম লায়ন??????
  • san | 115.117.196.236 | ১১ মে ২০১০ ২২:৩১448164
  • যাগ্গে নামটা ভালই। সায়ন্দার সঙ্গে মিলিয়ে লায়ন্দা ডাকা যাবে।
  • Arpan | 122.252.231.10 | ১১ মে ২০১০ ২২:৩৪448165
  • পুরুষসিংহ। সার্থকনামা।;-)
  • lionda koi | 59.164.191.38 | ১১ মে ২০১০ ২২:৩৪448166
  • আজ্জোদার গায়ে ওরম গন্দো? চিড়িয়াখানায় তো খাঁচার সামনে যাওয়ার জো নাই!
  • Bratin | 117.194.97.169 | ১১ মে ২০১০ ২২:৫৫448167
  • দাম্পত্য কলহ মাঝে মাঝে থাকা ভালো। মান্না বাবু বলে গেছেন.."ইচ্ছে করেই বেসুরে গাই মাঝে মাঝে , যাতে ঐ পুরোনো সুর নতুন করে বুকে বাজে.... বিরহের জ্বালার পরে বড় মধুর লাগে মিলন সুধা পান":-))
  • Nina | 64.56.33.254 | ১২ মে ২০১০ ০০:১০448168
  • দাম্পত্য কলহ তো spices of married life নইলে জমে নাকি? আমাদের বাড়ীতে ঝগড়া মানে আমি একটি মোক্ষম কথা বলে দিয়ে একেবারে চুপ প প প , একদম চেঁচাই না (পারিও না, একেই গলাটা আমার মোটা তায় চেঁচালে ক্ষি ক্ষান্ডই না হত) আর তাতে অন্যজন আরও ক্ষেপে যায় তার কথার উত্তর না পেয়ে----অনেকসময় বাড়ীতে পা পটকে বেরিয়ে যায়--আবার ফিরে আসে (হি হি)
    মেয়ে তখন খুব ছোট আমাদের। বর চেঁচিয়ে-টেঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল---মেয়ে আমার কাছে এসে ভয়ে ভয়ে বলে " মাম্মা, বাবিকে তুমি ফেলে দেবে , আর নেবে না" আমি বল্লাম ধ্যুস, আমরা ঝগড়া-ঝগড়া খেলছি । উফ! কি কুক্ষণে যে বলেছিলাম---এখন তিনি বড় হয়েছেন--রাগারাগি দেখলেই মিচকে হেসে বলে আজকে ঝগড়া-ঝগড়া গেমটা কতক্ষণের?

  • .. | 96.33.89.68 | ১২ মে ২০১০ ০৫:৫৪448169
  • রিমি কে বলি বাচ্চা কে তুমি বলতে শেখাও।।বাচ্চা বাবা মাকে তুই তুই বল্লে শুনতে এক্‌দম ভাল লাগেনা।বাচ্চার সঙ্গে প্রথম থেকে তুমি করে বল্লে ও সেরকম শিখত।যাই হোক বল্লাম অযাচিত উপদেশ এর হেতু সরি ।
  • Abhyu | 97.81.97.8 | ১২ মে ২০১০ ০৬:২৭448170
  • ইয়ে মানে সাম্পানের তুইটা আমার কিন্তু বেশ লাগে।
  • a x | 99.188.84.146 | ১২ মে ২০১০ ১০:৩৯448172
  • বাবা মা'র যদি তুই টা শুনতে ভালো লাগে, অন্যের তাতে কি?
  • A | 99.183.185.250 | ১২ মে ২০১০ ১০:৪৪448173
  • আমি তো এই বুড়ো বয়সেও খুব খুব খুব আদর পেলে আমার মা-কে তুই করে বলি। শুনতে ও বলতে তো খারাপ লাগেনা!!!
  • san | 203.91.201.56 | ১২ মে ২০১০ ১১:০৭448174
  • কলহ করার জন্য গুরুচন্ডালি ইজ ফাইন, ইয়াহুগ্রুপ্স আর অলসো ফাইন, সো ইজ অর্কুট । দাম্পত্য কলহ অতি খাজা জিনিস। করে ফেললে মন খারাপ হয়।

  • rabaahuta | 203.99.212.53 | ১২ মে ২০১০ ১২:১২448175
  • আহা রে
    :-P
  • Blank | 170.153.65.102 | ১২ মে ২০১০ ১২:৫৯448176
  • লায়ন্দার কোনো কমেন্টো নাই ক্যান?
  • Nina | 64.56.33.254 | ১২ মে ২০১০ ২০:৩৪448177
  • দাম্পত্য কলহ-টই তে বুনুয়া কি করছিস রে?
  • debu | 170.213.132.253 | ১৩ মে ২০১০ ০২:০১448178
  • লান্‌চ টাইম:
    দাশ বাবু: shridhaar তুম ৩ সাল India নেহি গয়া,এস সাল মে ভি vacation নেহি লেগা?
    শ্রিধর: বহুত খর্চা হ্যয়, ৩ হাজার ডলার লাগেগা ভাই
    দাশ বাবু: ( মওকা বুঝে আরো টান্তে লাগলোshridhaar তুম ৩ সাল বিবি কো নেহি দেখা , দেখে্‌ন মে ইচ্ছা নেহি করতা ,মত্‌লব ও সব নেহি হোতা হ্যয়??
    শ্রিধর: হ্য হ্য।।।আপ কো পাতা নেহি হ্যয় ,সাদি ক এক সাল বাদ হাম দোনো ভাই বহেন জ্যইসে হ্যয়
    আভি লেড়্‌কী বড়ি হোগি ওস্কি লিয়ে পুইসা জমা না পরেগা
    দাস বাবু ;-০
  • M | 222.254.194.55 | ১৩ মে ২০১০ ১২:০০448179
  • একমাসের বেশী হয়ে গেলো,কোনো ঝগড়া হচ্ছে না,কি দু:খু রে বাবা! এমনকি রান্নাটাও কেউ যদি আগ বাড়িয়ে করে দেয় ঝগড়াটা হবে কি নিয়ে শুনি,হাঁ করার কোনো চান্স ই পাচ্ছিনা।
  • M | 222.254.194.55 | ১৩ মে ২০১০ ১২:০২448180
  • ছেলে পুলে আর্ধেক বড় হবার কি জ্বালা, জীবন থেকে প্রেম ঝগড়া সবই বিদায় নিলো, পড়ে থাকলোটা কি?
  • Samik | 219.64.11.35 | ১৩ মে ২০১০ ১৪:১৩448181
  • আমাকে দেখে শেখো ...
  • byaang | 59.93.192.75 | ১৩ মে ২০১০ ১৪:২৯448183
  • আমাকে দেখেও।

    স্যান একদম ঠিক বলেছে, দাম্পত্য কলহ অতি খাজা জিনিস, করে ফেললে মন খারাপ হয়।

    খুব ঝগড়া হচ্ছে, আর তিনি অন্যদিকে তাকিয়ে সমানে মিথ্যে কথা বলে যাচ্ছিলেন। চেঁচিয়ে বললাম, সাহস থাকে তো আমার চোখ চোখ রেখে এই মিথ্যে গুলো আবার বল।

    ওমা, সাঁ করে আমার দিকে ঘুরে চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, তোর দিকে আবার তাকাবো কি রে! তোর দিকে জাস্ট তাকানো যায় না, আয়নায় নিজের চেহারাটা দেখেছিস!!

    পরের দিন সকালে উঠে রাগের চোটে নিজের লম্বা চুলগুলো মুড়িয়ে কেটে ফেললাম। সেগুলো এক সময় তেনার পছন্দ ছিল কিনা!

    এখন সেই চুলগুলোর কথা ভাবলে মন খারাপ হয়। আর তো অতটা লম্বা হল না। :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন