এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দাম্পত্য কলহ

    Sourav
    অন্যান্য | ০৯ মে ২০১০ | ৩৮৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ১৩ মে ২০১০ ১৫:৩৭448184
  • উপকারিতাগুলো ভুলে যাবেন না কমরেড।

    (১) গলা পরিস্কার থাকবে, বছর কয়েকের মধ্যে ভীমসেন যোশীকে চ্যালেঞ্জ জানাতে পারবেন।
    (২) গানে ইন্টারেস্ট না থাকলে যেখানে দম লাগে - যেমন সাঁতারে মাইকেল স্পিৎজকে।
    (৩) ছাদের ওপর নিশ্চিন্তে আমসত্ব রোদে দিতে পারবেন।

    মোর টু ফলো...
  • Arijit | 61.95.144.122 | ১৩ মে ২০১০ ১৬:০০448185
  • (৪) ডিনার সেটফেটগুলো ফালতু বেশিদিন বাঁচবে না। একঘেয়ে লাগবে না।
  • Bratin | 125.18.17.16 | ১৩ মে ২০১০ ১৬:৪৭448186
  • (৫) কাউ কে convince করানোর ক্ষমতা বাড়ে....
  • Rajdeep | 202.79.203.59 | ১৩ মে ২০১০ ১৬:৪৯448187
  • বাড়ে ?? সিওর ? আমার তো মনে হয় উল্টো
  • Bratin | 125.18.17.16 | ১৩ মে ২০১০ ১৬:৫২448188
  • হয় হয়....Zন্তি পারো না :-))
  • M | 222.254.179.221 | ১৩ মে ২০১০ ১৭:৫৮448189
  • এই ব্যাঙের মতো প্রায় আমার ও একটা কেস আছে, আমার বিয়ের আগে পিছন ছাড়িয়ে যাওয়া চুল ছিলো,মা কিছুতেই চুল কাটতে দিতো না, ফল স্বরূপ চুলের ভারে আমি আর লম্বা হলুম না(:P),বিয়ের পর বললুম চুল কাটবো, বলে কিনা ঐ থোবরায় মানাবে না, মানালে আমি নিজেই কেটে ফেলতে বলতাম,তাই যেই চান্স পেয়েছিলুম ছাঁটতে ছাঁটতে কদম ছাঁটে গিয়ে থেমেছি,এখন জ্বালানোর জন্য ঠিক করেছি আবার বাড়াবো আর প্রচুর তেল দিয়ে ঘুরে বেড়াবো।
  • M | 222.254.179.221 | ১৩ মে ২০১০ ১৮:০৫448190
  • এই জিনিস ভাঙ্গাটা তালে সবার ই হয়, আমি লজ্জা পেয়ে ভাবতুম ওটা আমি আর আমার মতো গুটি কয় পাবলিক করে, এই নিয়ে একটা মজা আছে, একদিন ছেলের স্কুল বাসের আসার অপেক্ষায় আছি, একবন্ধু মুখ ভার করে দাঁড়িয়ে আছে,

    ওরে কি হয়েছে?

    ওর বর জাহাজে আছে, ন মাসে ছমাসে আসে, আমরা বেশ সমব্যাথী বা সমখুশী টাইপের, ওর বড় ছেলে আমার ছেলের সাথে আর কুচোটা সবে তখন স্কুল শুরু করেছে,

    আর বলিস না , আজ এক চোট হলো আর এক শটে সিপি ইউ আর মনিটর চুড়মার,

    তো?

    একটাই ভাবছি ছোটটার ধারনা ঐ সব ভেঙ্গে ফেলে, এসেই বলবে :ওমা! কে ভাঙ্গলো!!!!!!!!
  • G | 136.142.168.156 | ১৩ মে ২০১০ ২৩:৫৫448191
  • ধুউর, বিয়ের দশবছরের অভিজ্ঞতায় বলছি, ঝগড়ার ধরণ বদলায়।

    প্রথমে হ'ত না। বছর দুই বাদে শুরু হ'ল। তখন can spring be far behind টাইপ কেস - ঝগড়া একটু গড়াতেই মনে মনে মান্নাদা গুণগুণ - এইবার "মিলনসুধা পান' - আর কতক্ষণ? ঝগড়াটা ছিল বেসিকালি প্রেমের গৌরচন্দ্রিকা।
    তাপ্পর ঝগড়া আর মানভঞ্জনের মধ্যে টাইম গ্যাপ বাড়তে লাগল। সেই টাইম বেশ খতরনাক। নো টক - বা আরো খারাপ, শুধু কাজের কথা - তার মানে অসহযোগ আন্দোলন চলছে চলবে। অত সহজে মিটতে দিচ্ছি না চাঁদু।

    আজকে সেইসব'ও হয় না - দুজনে শুধু তক্কে তক্কে থাকি - winner মারার। সব ফঁআকফোকর দুজনেরই জানা হয়ে গেছে, কাজেই যে যখন সুযোগ পাই, মেরে দিই। ঝগড়াও নাই, মানভঞ্জনও নাই, শুধু এক মুহূর্তের দৃষ্টিশেল।
  • Paramita | 122.167.255.173 | ১৪ মে ২০১০ ০০:১৪448192
  • এখুনি আই পি নিয়ে একটি ছোটোখাটো দাম্পত্য ঝগড়া হয়ে গেল। এক পিস একশো বাইশকে ঘুমোতে পাঠিয়ে দিয়েছি।
  • rimi | 168.26.215.135 | ১৪ মে ২০১০ ০২:১৩448194
  • আমি তো খুবই ভালোমানুষ প্রকৃতির দেখছি! রেগে গিয়ে কোনোদিনও জিনিসপত্তর ভাঙ্গি নি। :-(((
  • rimi | 168.26.215.135 | ১৪ মে ২০১০ ০২:১৭448195
  • বাই দ্য ওয়ে, পুংদের এই বৌদের লম্বা চুল পছন্দের রহস্যটা আমি আজও অনুধাবন করে উঠতে পারি নি। এতই যদি লম্বা চুল ভালো লাগে তো নিজেরা রাখলেই পারে!!!!!!!
  • nitai | 98.201.150.205 | ১৪ মে ২০১০ ০২:৩৫448196
  • চুল লম্বা না হলে কেশচ্ছায়া ব্যাপারটা আসবে না যে।
    পুং রা সব 'ঘনা সায়া(হিন্দী)' র অভিলাষী।
  • san | 203.91.201.56 | ১৪ মে ২০১০ ১১:২৪448197
  • রিমিদি আমার এতদিন ধারণা ছিল আমি খুব শর্ট টেম্পারড।

    গুরু পড়ে সদ্য সদ্য রিয়ালাইজ করেছি আমার মতন শান্তশিষ্ট ও ভালোমানুষ বউ খুব কমই হয়।

    আর কিছু না হোক এই মহৎ ইগো বুস্টের জন্যই এতদিন গুরু পড়া সার্থক হল :-))))))
  • Arijit | 61.95.144.122 | ১৪ মে ২০১০ ১১:২৬448198
  • ইয়ে - একটা ক্ল্যারিফিকেশন - ওই ডিনারসেটের কথাটা জনৈকা "শান্ত' গুরু পাঠিকার আত্মকথা শুনে লেখা;-)
  • Lama | 203.99.212.54 | ১৪ মে ২০১০ ১১:৩৭448199
  • জীবনে যত কলহ করেছি তার মধ্যে সবচেয়ে ধুন্ধুমারটা হয়েছিল ঠিক কটা বেজে কত মিনিটে ঘুমিয়ে পড়েছি বলতে পারি নি বলে।
  • byaang | 59.93.165.87 | ১৪ মে ২০১০ ১৫:০৯448200
  • অজ্জিৎ, ডিনার সেটটা স্ত্রীধন - মানে বিয়েতে পাওয়া। সেটা ভাঙ্গার চেয়ে অন্যের ল্যাপি, ব্ল্যাকবেরি এগুলো ভাঙ্গা বেশি লজিকাল। লিখতে গিয়ে মনে পড়লো, অন্যের চশমাও। বেশি মেজাজ দেখালেই নাক থেকে টেনে নিয়ে মাঝখানে চাপ দিয়ে মট করে ভেঙ্গে দাও। (এখনো অব্দি বেশ কয়েকটা ভেঙ্গেছি কিনা)
  • Subhas | 202.79.203.59 | ১৪ মে ২০১০ ১৫:১৬448201
  • জয় তারা !!!!!!!!!!!!!!

    ব্রহ্মময়ী কালিকে সর্বাথসাধিকে
  • Arpan | 122.252.231.10 | ১৪ মে ২০১০ ১৫:৩৩448202
  • কী হিংস্র। ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো উচিৎ!!
  • san | 203.91.201.56 | ১৪ মে ২০১০ ১৫:৩৭448203
  • স্ত্রীধন কেন? এ কি শাড়ি না গয়না যে স্ত্রী একাই পরবে? যা দুজনে ইউজ করে তা কক্ষনও স্ত্রীধন হতে পারে না।

    কিন্তু ব্যাংদি নিজেকে শান্ত বলে কবে দাবি করেছে? না কি ব্যাংদি ছাড়াও অন্য কেউ ডিনারসেট ভেঙেছিল?
  • Arpan | 122.252.231.10 | ১৪ মে ২০১০ ১৫:৩৯448205
  • আহা, বিয়ে বলে স্ত্রীধন। বৌভাতে পেলে বোধহয় পুংধন হত।

    (না:, আর লিখব না। র এক্ষুনি এসে পেচুনে লাগবে ;-))
  • bb | 125.16.17.151 | ১৪ মে ২০১০ ১৫:৪৩448206
  • এই টইটাকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। এই রকম খোলাপাতায় সন্ত্রাসবাদের শিক্ষাদান বন্ধ হোক :)
  • . | 125.18.104.1 | ১৪ মে ২০১০ ১৫:৪৪448207
  • :-D
  • . | 125.18.104.1 | ১৪ মে ২০১০ ১৫:৪৫448208
  • হাসি @অপ্পন
  • Arijit | 61.95.144.122 | ১৪ মে ২০১০ ১৫:৪৬448209
  • আমি কি বলেছি যে ব্যাঙের আত্মকথায় ইনস্পায়ার্ড হয়ে ওই পয়েন্টটা লিখেছি? ব্যাঙ ছাড়া আর দরজা-টরজা ভেঙে ফেলা, বাসনকোসন ছোঁড়া "শান্ত' গুচ পাঠিকা নেই নাকি?

    ;-)
  • san | 198.179.147.71 | ১৪ মে ২০১০ ১৫:৫০448210
  • অ দরজা ভাঙা? অ্যাল :-( কিন্তু সে তো আপিসের দরজার হাতল, এবং তার সঙ্গে রাগারাগির সম্পর্ক তো কিছু নেই !!!

    আর বাকিটা অন্য কেউ হবে সে নিয়ে আমি কিছু বলব না । আমি মোটেও অন্যের জিনিস ভাঙার সমর্থক নই ( ইয়ে, হৃদয় ছাড়া) :-))))
  • byaang | 59.93.165.87 | ১৪ মে ২০১০ ১৬:১২448211
  • বৌভাতে পেলেও সেটা স্ত্রীধন বলেই ধরা হবে।
    আমি একজনকে জানি যে শিক্ষা দিতে ডিভোর্সের মামলার সময় বানিয়ে বানিয়ে এমন অনেক স্ত্রীধন এর উল্লেখ করেছিল, যেগুলো জোগাড় করতে বর বেচারিকে প্রচুর নাজেহাল হতে হয়েছিলো। গাঁটগচ্চা দিয়ে কিনে এনে ফেরত দিতে হয়েছিল।
  • byaang | 59.93.165.87 | ১৪ মে ২০১০ ১৬:৪১448212
  • আমি এই অ্যাতোক্ষণে অর্পণ আর ফুটকির হাসির কারণ বুঝতে পারলাম। :-X
    কি কুক্ষণে যে আমি এগুলো লিখতে গেছিলাম।
  • Bratin | 125.18.17.16 | ১৪ মে ২০১০ ১৬:৪৩448213
  • আমি বরাবর ই ক্রিকেট পাগল। তখন ২০০৪। টরান্সে আছি। ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে। বৌ কে পটিয়ে পাটিয়ে গেলাম অন্য একটা ব্যাচেলার'স ডেন এ খেলা দেখতে। শেওবাগ ৩০৯ রানের ও অসাধারন ইনিংস টা খেললো। যেটা ছেড়ে আমি আসতে পারলাম না। ফিরলাম পরের দিন ভোর বেলায়। সেবারে সত্যি ই ছোটোখাটো কুরুক্ষেত্র হয়েছিল এক পিস। :-))
  • Blank | 170.153.65.102 | ১৪ মে ২০১০ ১৭:৫২448214
  • হ্যা হ্যা হ্যা হ্যা
  • Samik | 219.64.11.35 | ১৪ মে ২০১০ ১৮:১৯448216
  • আমি ও সে। কী শান্ত!!! কোনওদিন কিছু ভাঙে নি, একটা ফটোফ্রেম ছাড়া, তাও সে ছিল অন্য গল্প।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন