এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষে: Itinerary

    Samik
    অন্যান্য | ০৬ মে ২০১০ | ৬৭৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.162.75.29 | ০৬ মে ২০১০ ১১:১৫448888
  • এইখানে সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার ইটিনেরারি জমা করুন।
  • Arijit | 61.95.144.122 | ০৬ মে ২০১০ ১১:১৭448899
  • (১) কলকাতা-শিলং-চেরাপুঞ্জি
    (২) কলকাতা-অরুণাচল

    এইদুটো দিয়ে শুরু হোক। তিন-চার দিনের হলে ভালো।
  • Samik | 122.162.75.29 | ০৬ মে ২০১০ ১১:১৮448910
  • আমি আপিসে গিয়ে লে-লাদাখ দেব।

    আর চাই : কেরালা।
  • Arijit | 61.95.144.122 | ০৬ মে ২০১০ ১১:২৯448921
  • তাওয়াং যদি যেতে চাই, তাইলে গৌহাটি থেকে এই হেলিকপ্তার সার্ভিস কি করে বুক করে? খচ্চা কত?

    http://www.arunachaltourism.com/tawang.htm
  • rabaahuta | 203.99.212.53 | ০৬ মে ২০১০ ১২:১১448932
  • জয়শলমীর:
    দিল্লী যান
    কি যেন একটা জায়গা থেকে রজস্থানের বাস ছাড়ে, সেখানে যান।
    সেখানে সবচে তাড়াতাড়ি কোন বাসটা যাবে তাতে উঠে পড়ুন।
    সেটা যদি জয়পুর যায়, খুব ভালো। জয়পুর গিয়ে দেখুন যোধপুরের বাস কখন ছাড়বে। টিকিট কাটুন, বিলম্বে আর পাবেননা। হাতে সময় থাকলে চরে বেড়ান। গভীর রাত হলে ওখানেই বসে থাকুন, বাইরে দুষ্টু লোকের উৎপাত।
    যোধপুর থেকে জয়শলমীরের বাস ছাড়ে, টিকিট কেটে বাসে চাপুন, পৌঁছে যাবেন।

    আরো সহজেও যাওয়া যায়, যেমন, প্রথমেই জয়পুরের বদলে জয়শলমীরের টিকিট কেটে নিলে সোজা। কিন্তু আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা চাড়া বলি না।
  • Travelguru | 198.96.180.245 | ০৬ মে ২০১০ ১২:৪৮448943
  • অটোর itinerary- ধর্মতলা- পার্ক স্ট্রিট-পার্ক সার্কাস-বিড়লা মন্দির-বালিগঞ্জ ফাঁড়ি-গড়িয়াহাট-গোল পার্ক- ঢাকুরিয়া- যাদবপুর-বাঘা যতীন-রামগড়-বৈষ্ণবঘাটা-গড়িয়া-হিন্দুস্থান মোড়-মহামায়াতলা-প্রতাপগড়-নরেন্দ্রপুর-রাজপুর-হরিনাভি-মালঞ্চ-মল্লিকপুর-বারুইপুর।

    এবার ট্রেন- বারুইপুর-কল্যাণপুর-দক্ষিণ দুর্গাপুর-হোটর-ধামুয়া-উত্তর রাধানগর-মগরাহাট-বাহিরপুরিয়া-সংগ্রামপুর-দেউলা-নেত্রা-বাসুলডাঙা-গুরুদাসপুর-ডায়মন্ড হারবার।

    এবার ভটভটিতে- ডায়মন্ড হারবার-হলদিয়া।

    এবার জাহাজ- হলদিয়া-লন্ডন।
  • khilli | 61.12.12.83 | ০৬ মে ২০১০ ১৩:২৭448954
  • :-)))))))))
  • Arijit | 61.95.144.122 | ০৬ মে ২০১০ ১৩:২৯448965
  • সাইকেল, রিক্সা, ভ্যানো?
  • bibhutibhushan | 198.96.180.245 | ০৬ মে ২০১০ ১৪:০৬448970
  • সিঁদুরচরণের ভ্রমণকাহিনী পড়ো।
  • Samik | 219.64.11.35 | ০৬ মে ২০১০ ১৫:০৮448889
  • DELHI-MANALI-LEH-DELHI
    DAY 1: Start from Delhi by bus, (if the schedule is of an evening bus) overnight journey to Manali

    ROUTE: Delhi-Ambala-Ropar-Bilaspur-Mandi-Aut-Kullu-Manali
    (570km)

    DAY 2: Reach Manali early in the morning. (Reaching Manali depends

    on the departure from Delhi). Usually 10-12 hr drive from Delhi-Manali. (But reaching Manali early morning is better as you get rest during the day and start afresh for the next day early start).

    DAY 3: Start for Sarchu early in the morning by 4am to 5am. Reach

    Sarchu, the HP and J&K border, by late evening. Tented camps from HPTDC and also a few pvt. accommodation (that too tents) is available. [If you are availing HPTDC coaches then lodging and boarding is included in the fare]

    ROUTE: Manali-Marhi-Rohtang La-Koksar-Sissu-Tandi(last Petrol

    pump before Leh)-Keylong-Jispa-Baralacha La-Bharatpur-Sarchu. [222km, almost 12 hr journey, without any hick-ups in between.]

    DAY 4: Again start early from Sarchu for Leh. Reaching Leh around late afternoon or early evening. Check into a hotel for the whole stay. Will find many budget hotels but do book hotel rooms before you all arrive Leh.

    ROUTE: Sarchu-Pang-TangLang La-Rumtse-Gya-Upshi(almost near Leh)-Thiksey-Shey-Leh(at Last) [257km, almost 12 hr journey, again without any hick-ups in between.]

    DAY 5: First thing arrange for the Permits to visit Pangong and Tsomoriri (if you plan to). This you could do on your own or ask the hotel staff to help you. They would charge a few bucks (could be around Rs. 150/- per head) for it. Then after around after a heavy breakfast go for the local sight seeing:

    Leh Palace, Shanti Stupa, Two other Gompas within the city. Rest of the day or evening, stroll in the market place. Have dinner and off to bed.

    DAY 6: Start early may be around 8-9am for Alchi Monastery, an 11th

    Century Gompa, Likir,Phyang and Spituk Monastery. Spituk Gompa is just above the Air Force base. (Total distance to n fro is 120km) This could be extended upto Lamayuru, known as the moonland (then the total distance would be around 280km). Back to Leh around late evening.

    DAY 7: Early morning start for Pangong Tso. Reach the lake, be there for sometime and then back to Leh by late evening.

    ROUTE: Leh-Shey-Karu-Shakti-Chang La-Durbuk-Tangshey-Lukung-Pangong Tso [Leh-Pangong Tso is 170km one way)

    DAY 8: Early morning start for Tsomoriri. On the way visit Stok Palace and Museum, Thikshey and Hemis Monastery. Reach the lake in the evening stay there overnight at tented camps by the lake.

    ROUTE: Leh-Upshi-Hemis-UpshiChumathang-Mahe-Tsomoriri [Leh to Tsomoriri is 240km one way]

    DAY 9: Back to Leh in the late afternoon or evening. If wish and also if

    body permits, in the evening stroll around Leh market, do last minute shopping or take a walk upto the Shanti Stupa.

    DAY 10: Take the flight for Delhi.

    OR

    DAY 7: Early morning start for Pangong Tso. On the way visit Stok Palace, a museum as well, Thikshey and Hemis Monastery. Reach Tangshey in the evening stay there overnight.

    DAY 8: Visit the lake, which is a brackish water lake and is 130km long of which 1/3rd is with India and the rest with Tibet, oops China, early in the morning be there for sometime as you could watch the change of color of the lake as the sun elevates in the sky and then back to Leh by late afternoon.

    DAY 9: Just laze around Leh either take a stroll around Leh

    market or visit the Ladakh Ecology Group or do shopping or

    window-shopping or take a walk upto the Shanti Stupa.

    DAY 10: Take the flight for Delhi.

    OR

    DAY 7: Early morning start for Pangong Tso. On the way visit Stok Palace and Museum, Thikshey and Hemis Monastery. Reach Tangshey in the evening stay there overnight.

    DAY 8: Visit Pangong Tso early in the morning be there for sometime and then move to return towards Upshi for Tsomoriri, reach there by late evening. Stay at tented camps at Tsomoriri by the lake for the night. May get to watch migratory birds from Siberia and Mongolia.

    ROUTE: Pangong-Lukung-Tangshey-Durbuk-Chang La-Shakti-Upshi-Chumathang-Mahe-Tsomoriri [Pangong Tso to Tsomoriri is 280km]



    DAY 9: Back to Leh in the late afternoon. Just chill and have dinner and off to bed.

    ROUTE: Tsomoriri-Mahe-Chumathang-Upshi-Leh [Tsomoriri to Leh is 210km]

    DAY 10: Take the flight for Delhi.

    NB:To visit Nubra Valley you need to spend 2 nights. Hence, may be then have to opt out the Tsomoriri trip.

    DAY 7: Early morning start for Pangong Tso. Reach the lake, be there for sometime and then back to Leh by late evening.

    ROUTE: Leh-Shey-Karu-Shakti-Chang La-Durbuk-Tangshey-Lukung-Pangong Tso [Leh-Pangong Tso is 170km one way)

    DAY 8: Early morning start for Nubra Valley on the way cross Khardung La another highest motor able Pass. Stay in any hotel in Diskit.

    ROUTE: Leh-Phyang-Khardung La-Khardung-Nubra Valley [Leh to Nubra Valley is 190 km one way]

    DAY 9: Visit Hunder, Sumur and Panamik. Overnight in Diskit Only.

    DAY 10: Back to Leh in the late afternoon or evening. If wish and also if body permits, in the evening stroll around Leh market or do last minute shopping or take a walk up to the Shanti Stupa.

    DAY 11: Take the flight for Delhi.

    Hope the itinerary would is of your liking with all the different options.

  • Samik | 219.64.11.35 | ০৬ মে ২০১০ ১৫:১০448890
  • এর একটা ওভারঅল অল্টারনেট ওপিনিয়ন পেয়েছি, যেটা আমার বেশি ভালো লেগেছে।

    লেহ্‌-তে যাও প্লেনে করে, ফেরো বাই রোড।
  • phochke | 61.12.12.83 | ০৬ মে ২০১০ ১৫:১৩448891
  • আমি একটা ব্যাঙ্গালোর-কলকাতা ইটি...হোয়াটেভার দিতে পারি।
  • Arpan | 216.52.215.232 | ০৬ মে ২০১০ ১৫:৪২448892
  • রুট: হুডি-বৈদেহী-ইপিআইপি-মহাদেবপুরা-হুডি
    দূরত্ব: ১২ কিমি
    প্রস্থান: সকাল ৯ টা
    প্রত্যাবর্তন: সন্ধে সাড়ে আট
    সময়: এক ঘন্টা (৪৫'+১৫')
    সূচনা: সোমবার
    সমাপ্তি: শুক্রবার
    উপযোগিতা: অসংখ্য। মূলত নিখর্চায় ঠান্ডা বাতাস ও একটি গদি আঁটা চেয়ারের সুবন্দোবস্ত।
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৪:৪৫448893
  • দু, ব্ল্যাংকি - অরুণাচলে শুনলাম বর্ষায় রাস্তার অবস্থা খারাপ হতে পারে। তাই প্রোব্যাবলি গৌহাটি-শিলং-চেরাপুঞ্জিই ফাইনাল হবে। তিন-চারদিনের হিসেবে একটা প্ল্যান দাও। কলকাতা থেকে গৌহাটি প্লেনে যাবো।
  • a | 208.240.243.170 | ০৭ মে ২০১০ ১৫:১৪448894
  • অজ্জিতদা/ অর্পণদা, লুরু কেন্দ্রিক জায়গাগুলো নিয়ে একটা দাও না
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৫:১৭448895
  • লুরু আমি একবারই গেছি বস্‌ - তাও লুরুতে শুধু এক রাত ছিলুম। লম্বা উইকেন্ড পেলে হাম্পি-বিজয়নগর ঘুরে আয়, বা ছোট উইকেন্ডে বেলুর-হ্যালিবিড। আমার দৌড় এই অবধিই।
  • a | 208.240.243.170 | ০৭ মে ২০১০ ১৫:৫১448896
  • বেলুর হ্যালিবিড কি গিয়ে থাকার মতো? নাকি জেদিন যাবো সেদিনই ফেরা?
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৫:৫৫448897
  • লুরু থেকে মনে হয় ডে ট্রিপ আছে - ভলভো বাসে। সকালে বেরিয়ে রাত্তিরে ফেরা - বেলুর-হ্যালিবিড-শ্রবণবেলগোলা। এর মধ্যে শ্রবণবেলগোলাটা এমন কিছু আহামরি নয়, ফালতু ৭৫০ সিঁড়ি ভেঙে ওঠা। তবে বাকি দুটো এক্সকুইজিট বল্লে আন্ডারস্টেটমেন্ট হবে। এই দুটো পাথরের মূর্তির মধ্যে সম্ভবত: পৃথিবীর সেরা কয়েকটার মধ্যে থাকবে।
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৫:৫৬448898
  • কিন্তু হাম্পি গেলে দুদিন থাকতেই হবে। তার কমে হাম্পি পুরো ঘোরা যায় না। তবে নাউ ইজ নট দ্য বেস্ট টাইম। চাঁদি ফেটে যাবে।
  • Arpan | 216.52.215.232 | ০৭ মে ২০১০ ১৬:১৭448900
  • অনেক জায়গাতেই যাইনি। তাও বলেছিস যখন লিখব। এখন উত্তাল সোসন যাচ্ছে।

    বেলুর হ্যালিবিড জুন বা জুলাইতেই যাবো। মা-বাবা এখানে এলেই।
  • Arpan | 216.52.215.232 | ০৭ মে ২০১০ ১৬:২০448901
  • বিষ্টি না পড়া অব্দি কোথাও যাস না। সপরিবারে শরীর খারাপ করে ফিরবি। ঠেকে শিখেছি।
  • Arijit | 61.95.144.122 | ১০ মে ২০১০ ১০:৫৪448902
  • http://www.cherrapunjee.com/index.php?mid=3&pid=3 - দুদিন এই লজটাতে থেকে চেরাপুঞ্জি ঘুরে একদিন শিলং আর একদিন গৌহাটিতে কাটালে কেমং হয়?
  • Du | 65.124.26.7 | ১০ মে ২০১০ ১৯:৫৪448903
  • অরিজিৎ ,এই লজটার কথাই বোধহয় বলেছিল, পাহাড়ের নীচে তাই একেবারে অন্য পারস্পেক্টিভ আমরা যা আগে দেখেছি তার থেকে। র‌্যাফটিং ইত্যাদি করার সুযোগ আছে।
    কলকাতা থেকে কোন ফ্লাইট নিচ্ছো - সকাল না বিকেল।
    যাওয়া আসা ইনক্লুড করে দুদিন চেরা , একদিন শিলং একদিন পুরো শিলং আর একদিন গৌহাটী ঠিকই আছে তো।

    চেরা - মৌসমাই ফলস, নকালিকাই কেভ আর এই নীচের সব অ্যাক্টিভিটি ব্রীজ এ চড়া, র‌্যাফটিং, সকালে ঘুরে দেখা। চেরার রাস্তাটায় একটু টাইম নিতে পারো খুব সুন্দর ।শিলং পিক চেরার রাস্তাতেই থেমে দেখে নিতে পারো।পরদিন চারটে নাগাদ শিলঙের পথে।

    শিলং এলিফ্যান্টা, সতী ফলস, শিলং আর লাইটকট পিক, গলফ লিংক ,পোলো গ্রাউন্ড, শিলং লেক,
    রাত্তিরে পুলিশ বাজার দিল্লীমিষ্টান্নর জিলিপি , নিউ ইন্ডিয়ার চাইনীজ অবশ্য খাদ্য। রেইলোয়ের গেস্টহাউস লাবানে - থাকলে ভোরে উঠে পাইনের রাস্তায় হাঁটা মনে থাকার মতো। হোটেল পাইনউড ঐতিহ্যমন্ডিত সুন্দর হোটেল (আমাদের সেইসময়ের মনে - খুব দামী)

    গৌহাটী চিড়িয়াখানা - একটা ছোট পাহাড়ে খোলামেলা। বশিষ্ঠ - এখন কেমন অন্যরা বলতে পারবে -এককালে জঙ্গল ঝরনায় প্রচুর অ্যাডভেঞ্চার হত। কামখ্যা ( একটু গাড়িতে আঅরো ওপরে উঠে ভুবনেশ্বরী - মন্দিরে যেতে হবে না বাইরে থেকে গৌহাটী আর নদীর ভিউ) , নৌকায় উমানন্দ - বর্ষার ব্রহ্মপুত্র নিজেই একটা দ্রষ্টব্য।

    আর কি - বাস ঘর। চেরার লজের নামটা কনফার্ম করবো -এসপ্তাহে ফোন করা হয় নি।
  • Du | 65.124.26.7 | ১০ মে ২০১০ ২৩:২৫448904
  • চেরা তো তোমার এই সাইটটায় আরো ভালো করে ইনফো দিয়েছে।

  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১০:০০448905
  • দু - থ্যাঙ্কু। গৌহাটি ঘোরার সময় থাকবে বলে কিনা জানি না। দুদিনের বেশি ছুটি নেওয়া যাবে না (আমার নয়, অন্য লোকের;-))। এখন দুটো প্ল্যান আছে -

    ৩/৬ - কলকাতা-গৌহাটি, সেখান থেকে সোজা চেরা-র ওই লজ, আশেপাশে ঘুরে রাতে থাকা।
    ৪/৬ - চেরা ডে ট্রিপ, রাতে ওই লজেই
    ৫/৬ - সকালে শিলং, শিলং ডে ট্রিপ, রাতে শিলং-এ থাকা
    ৬/৬ - শিলং-গৌহাটি-কলকাতা

    বা

    ৩/৬ - কলকাতা-গৌহাটি-শিলং, সম্ভব হলে শিলং-এ অল্প ঘোরা
    ৪/৬ - চেরা ডে ট্রিপ, ব্যাক টু শিলং
    ৫/৬ - সকালে শিলং ডে ট্রিপ, সন্ধ্যেবেলা গৌহাটি, রাতে গৌহাটিতে থাকা
    ৬/৬ - গৌহাটিতে অল্প ঘোরা (ব্রহ্মপুত্র দেখার ইচ্ছে আছে), বিকেলে গৌহাটি-কলকাতা
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১৭:৫৮448906
  • আমার ট্র্যাভেল এজেন্ট বলছে চেরা-তে দু রাত থাকার কোনো মানে হয় না, শিলং-এ দু রাত থাকো। অথচ ইন্ডিয়ামাইক ফোরামে একটা লেখা পড়লুম - বলছে চারদিনের ওপর চেরা-তে আছে, যাওয়ার ইচ্ছে নেই। চেরা-র লজটা শস্তা - সেটা অবিশ্যি ট্র্যাভেল এজেন্টের শিলংএ জোর দেওয়ার কারণ হতে পারে। এইটে আজকের মধ্যেই ঠিক করে ফেলতে হবে।
  • SB | 114.31.249.105 | ১১ মে ২০১০ ১৮:০৫448907
  • তুমি চেরাতে থাকবে না শিলং এ তা ডিপেন্ড করছে তুমি কী দেখতে চাও, শিলং আল্টিমেটলি শহুরে, বেশ কেতের, আর চেরা জঙ্গল গ্রাম ইত্যাদি। শিলং একটা সময়ে বিলেতের মতন ছিল, অনেক বছর আগে গেছিলাম, আর চেরা তখন বেশ ন্যাচারাল ছিল।
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১৮:১০448908
  • তাইলে তো আমার প্ল্যানই ভালো। শিলংএ হাতিপ্রপাতটার ছবি ভালো লাগলো - সেটা দেখলেই হবে। আর দু কোথায় যেন খেতে বল্ল - সেটা;-)

    http://megtourism.gov.in/sohra-circuit.html
    http://megtourism.gov.in/shillong-circuit.html

  • Zzzz | 99.227.241.164 | ১১ মে ২০১০ ২১:০৭448909
  • অরিজিতদা,

    ঘুরে এসে একটা ফীডব্যাক দাও। পুজোর সময় ও দিকে যাওয়ার ইচ্ছে আছে।
  • Du | 65.124.26.7 | ১২ মে ২০১০ ২০:১৭448911
  • অরিজিৎ বাড়িতে কথা বলেছিলাম - ডিটেল দিচ্ছি।
    সকাল ছটার ইন্ডিয়ানের ফ্লাইটে GAU এয়ারপোর্ট থেকে শিলং এর ট্যাক্সি পাবে (৯০০-১০০০) সোজা শিলং চলে যাও, ট্যাক্সিই হোটেলে নামিয়ে দেবে।সেখান থেকে শিলং দেখে নাও - রাতে থাকো পুলিশবাজার এনজয় করো।
    পরদিন শিলং পিক দেখে চেরা যাও - ঐ লজেই থাকো ভীষণ সুন্দর ওটা।
    দুরাত থাকলে ফোর্থ দিন ভোরে গাড়ি নিয়ে সোজা গৌহাটী চলে যাও - ঘন্টা পাঁচেক লাগবে - কামাখ্যা( পুজো না দিলে বেশিক্ষণ লাগে না দিলে রুদ্র পান্ডা।তবে ঐ পুকুরে জল দেওয়াটা আর বাচ্ছাদের ঘন্টা বাজানো - এইগুলো ভালোই লাগে, ছাগলে মালা খেয়ে ফেলে গলার থেকে :)) ভুবনেশ্বরী উমানন্দ( ঐ ব্রহ্মপুত্রে নৌকো) সেরে প্লেনে উঠে পড়ো।
    অসম সিল্ক কেনার থাকলে পানবজার - খেয়াঘাটের কাছেই। পাঁচটা নাগাদ একটা ফ্লাইট আছে বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন