এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষে: Itinerary

    Samik
    অন্যান্য | ০৬ মে ২০১০ | ৬৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 65.124.26.7 | ১২ মে ২০১০ ২০:২৫448912
  • আর পাইনুডের নম্বরও দিলো।০৩৬৪ ২২২৩১৪৬/৩১১৬। ওতে বৃটীশ শিলঙের চার্ম রয়ে গেছে - নতুন হোটেলগুলো কেমন যেন পাহাড়ে মানায়না মনে হয় আমার।

  • Arijit | 61.95.144.122 | ১৩ মে ২০১০ ১০:০৫448913
  • দু - আমরা গৌহাটি থেকে সোজা চেরাপুঞ্জি যাচ্ছি, ওই লজে দু রাত থাকবো। ওখান থেকে শিলং আসবো, শিলং-এ এক রাত থেকে গৌহাটি ব্যাক। ভাবছি গৌহাটিতে এক রাত থাকবো - কারণ শিলং থেকে গৌহাটি এসে প্লেন ধরাটা চাপ হয়ে যেতে পারে - সেদিন একজন বল্ল মাঝে মাঝে নাকি পেল্লায় জ্যাম হয়। শিলং-এ পাইনউডই বুক করেছে ট্র্যাভেল এজেন্ট।
  • Arijit | 61.95.144.122 | ১৪ মে ২০১০ ১১:১৯448914
  • ফ্লাইট এবং হোটেল - অল ডান। আশা করি গৌহাটি এয়ারপোর্ট থেকে শিলং যাওয়ার গাড়ি সহজে পাওয়া যাবে।
  • Zzzz | 99.227.241.164 | ১৭ মে ২০১০ ২২:৫২448915
  • ভ্যালি অফ ফ্লাওয়ারস, তপোবন আর হেমকুণ্ড সাহিব যাওয়ার কোনো ইটিনেরারি পাওয়া যাবে?
  • Arijit | 61.95.144.122 | ১৮ মে ২০১০ ১০:১৬448916
  • জুলাইয়ে বাবা-মা যাচ্ছে। ডিটেইল্‌স জেনে এসে বলে দেবো। আর এই ধরণের ট্রিপের জন্যে বেস্ট রিসোর্স "ভ্রমণসঙ্গী'।
  • Arijit | 61.95.144.122 | ১৮ মে ২০১০ ১০:২৪448917
  • তবে ভ্যালী অব ফ্লাওয়ার্স আর তপোবন একসাথে হবে কি করে? প্রথমটা যোশীমঠ থেকে হেঁটে যেতে হয়, দ্বিতীয়টা গোমুখ ছাড়িয়ে আরো এগিয়ে। প্রথমটা যাইনি, দ্বিতীয়টা বলে দিতে পারি। হৃষিকেশ থেকে উত্তরকাশী হয়ে গঙ্গোত্রীর বাস যায়। উত্তরকাশীতে অন্তত: একটা দিন থাকা উচিত - অসাধারণ জায়গা, আর অসাধারণ আলু-সিমলামির্চ:-) সেখান থেকে গঙ্গোত্রী বাসে, গঙ্গোত্রীতে গাড়োয়াল মণ্ডলের লজ্‌ আছে, আর আরো শস্তা হল ডাণ্ডিবাবার আশ্রম - তবে অন্যের ব্যবহৃত কম্বল আর চূড়ান্ত নোংরা বাথরুমে আপত্তি থাকলে এই অপশনটা বাদ দেওয়াই ভালো। এখন নিশ্চয় আরো অনেক হোটেলও হয়েছে। একরাত গঙ্গোত্রীতে থেকে ভোরবেলা হাঁটা শুরু (তার আগে গঙ্গোত্রী বাজারে হালুয়া-পুরি খেয়ে)। এখন এই পথে যাওয়ার সময় প্লাস্টিকের ব্যাগ গুণে নেয় - যাতে পথে কেউ ফেলে না আসে। চীরবাসায় চা-পকোরা খাওয়া যায়। বেলা বারোটার মধ্যে গিলা-পাহাড় পেরিয়ে যেতে হবে - কারণ বারোটার পর হিমালয়ের চরিত্র বদলায়, হাওয়া বইতে শুরু করে - আর গিলা-পাহাড়ে ধ্বস খুবই কমন (আমার মা গড়াতে গড়াতে বেঁচে গেছিলো)। গিলা-পাহাড় পেরিয়েই ভূজবাসা - লালবাবার আশ্রম, তাঁর চেলা রামবাবা এখন নিজস্ব আশ্রম খুলেছেন আর জিএমভিএন-এর লজ্‌। শুধু গোমুখ যেতে চাইলে ভূজবাসায় একটু বিশ্রাম নিয়ে বেলাবেলি গোমুখ ঘুরে ফিরে আসা যায়, কিন্তু তপোবন আরো দূরের পথ - কাজেই ভূজবাসায় থেকে পরের দিন সকালে যেতে হবে। ভূজবাসা থেকে গোমুখ নিজেই যাওয়া যায় - প্রচুর পাথরের ওপর চড়তে হয়। তবে তপোবনের রাস্তায় গাইড নেওয়া ভালো।

    এখন ওইদিকে যেতে গেলে আগে থেকে পারমিট করাতে হয়।
  • Zzzz | 99.227.241.164 | ১৮ মে ২০১০ ২০:১১448919
  • এই মুল্লুকে ভ্রমনসঙ্গী কোথায় পাবো? অনলাইনে পাওয়া যায় কি?

    যারা যাচ্ছে তারা হাতে অনেকটা সময় নিয়ে যাচ্ছে, তাই মনে হয় দু জায়গাতেই যেতে পারবে (এ যাত্রায় আমি নেই, বছরখানেকের জন্য সব ট্রেকিং বন্ধ)। পারমিট কোথা থেকে করাতে হয়? কলকাতা থেকে করানো যায়?

    কলকাতায় গেলে অজ্জিতদার জন্য মিষ্টির ট্রিট পাক্কা।
  • Arpan | 122.252.231.10 | ১৮ মে ২০১০ ২২:০৫448920
  • Zzzz, উত্তরাঞ্চল ট্যুরিজমের সাইটে বিস্তারিত তথ্য পাবেন।
  • Zzzz | 99.227.241.164 | ১৮ মে ২০১০ ২২:৩২448922
  • @ অর্পণ,

    থ্যানকু। উত্তরাঞ্চলের সাইট না গাড়োয়াল মণ্ডলের? আর ইয়ে আপনি-টা বাদ দিলে খুবই ভালো হয়।
  • Zzzz | 99.227.241.164 | ১৮ মে ২০১০ ২২:৫৭448924
  • আমি দেখেছি এটা http://www.gmvnl.com/newgmvn/districts/chamoli/valley_of_flowers.aspx। আমি এই অঞ্চলে শেষ গেছি ২০০০-১ নাগাদ, তখন এখানে GMVN এর বাংলো দেখেছিলাম মনে আছে। তাই একটু কনফিউসড।
  • Arpan | 122.252.231.10 | ১৮ মে ২০১০ ২৩:০২448925
  • এই লিংটা খুলছে না। পরে ট্রাই করব।

    কবে যে সময় পাবো এসব জায়গায় যাবার। :-(
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১০:৪২448926
  • এখন তো উত্তরাঞ্চলই হয়ে গেছে।

    যারা যাচ্ছে তারা কি রকম এজ-গ্রুপের বা তাদের স্বাস্থ কেমন তার ওপর নির্ভর করবে - কঠিন পথ এবং অনেকের শ্বাসকষ্টও হয়। ভ্যালী অব ফ্লাওয়ার্স প্রায় বিশ কিলোমিটার এক পিঠ (আরো বেশিও হতে পারে, মনে নেই) - এবং বেশ কঠিন ট্রেক। হেমকুণ্ড সাহিব অবধি সম্ভবত: ঘোড়া যায়, তারপর আর যায় না। গঙ্গোত্রী থেকে ভূজবাসা ১৬ কিমি, সেখান থেকে গোমুখ আরো ৪ কিমি। ভূজবাসার আগের দুই তিন কিলোমিটার আর ভূজবাসা থেকে গোমুখ বেশ কঠিন রাস্তা। শেষের চার কিমি হাঁটা ছাড়া উপায় নেই - এবং সেখানেও বেশ কিছুটা স্ক্র্যাম্বলিং আছে। তপোবন আরো দূরে, গোমুখ থেকে সম্ভবত: পাঁচ কিমি, এবং গ্লেসিয়ারের ওপর দিয়ে।

    আইডিয়ালি এই দুটোকে একসাথে না রাখাই ভালো। দ্বিতীয় পয়েন্ট - ভ্যালী অব ফ্লাওয়ার্স জুলাই-আগস্টে যেতে হয়, নইলে ফুল দেখতে পাবে না, কিন্তু ওই সময় বর্ষা নেমে যায় বলে রাস্তাঘাটে ধ্বসের চান্স বেশি, এবং গোমুখের পথটা মনে হয় একটু বেশি রিস্কি হয়ে যায়। গোমুখের আইডিয়াল সময় হল জুন-জুলাই।
  • Arijit | 61.95.144.122 | ১৯ মে ২০১০ ১০:৪৩448927
  • পারমিট উত্তরাঞ্চলে করাতে হয় - সম্ভবত: পোস্টে পাঠিয়ে ওখানে গিয়ে কালেক্ট করা যায়। এই কদিন আগেই তো কে যেন গেল - ইন্টেলি বা অন্য কেউ। তারা বলতে পারবে। indiamike বলে একটা ভালো ট্র্যাভেল ফোরাম আছে - সেখানে এই ধরণের খোঁজখবর ভালো থাকে।
  • Zzzz | 99.227.241.164 | ১৯ মে ২০১০ ২০:১১448929
  • @অজ্জিতদা

    যারা যাচ্ছে তাদের বয়স মোটামুটি ২৮-৩৫এর মধ্যে। স্বাস্থ্য ভালই আর ট্রেকিংএর অভিজ্ঞতাও আছে (এদের মধ্যে দু জন কয়েক দিন আগে মাচু পিচু ট্রেক করে এলো)। ভারতে প্রথম যাচ্ছে তাই উৎসাহ একটু বেশীই। তোমার সাজেশান মাথায় রাখতে বলব।

    (দিল্লী হলে মিষ্টির সঙ্গে করিমস্‌এর বিরিয়ানি খাইয়ে দিতাম :) )
  • SB | 114.31.249.105 | ২০ মে ২০১০ ১৬:২০448930
  • অরিজিৎ, http://www.ebhraman.com/Index.aspx এবারের ভ্রমণের ৩৬-৩৭ নং পাতা দেখ, কাজে দেবে তোমার ট্যুরে।
  • Samik | 121.242.177.19 | ০৭ জুন ২০১০ ১৭:০৬448931
  • উত্তর সিকিমের একটা আইটিনেরারি পাওয়া যাবে? সাথে পুজোর সময়ে যাওয়াটা কতটা ওয়র্থ, সেইসব সম্বন্ধে বিশদ কমেন্ট?

    বুনান? আর কেউ?
  • SB | 114.31.249.105 | ০৭ জুন ২০১০ ১৭:২৯448933
  • সেপ্টেম্বর - নভেম্বর ভাল সময়। সকালে গ্যাংটক থেকে বেড়িয়ে বিকেলে লাচেন, রাত্রে স্টে, ইচ্ছে হলে ছাং সেবন। পরেরদিন সকাল সকাল বেড়িয়ে zero point, ফেরার পথে ইয়ুমথাং ভ্যালিতে ব্রেকফাস্ট। লাচেনে ফিরে এসে লাঞ্চ, সেখান থেকে গুরুদোংমার লেক। ফেরার পথে লাচুং এ নাইট স্টে। পরের দিন সকালে বেড়িয়ে কাটাও, সন্ধে বেলা ব্যাক টু গ্যাংটক। এটাই স্ট্যান্ডার্ড - 3 days 2 nights, অনেকে গুরুদোংমার লেকটা কাটিয়ে দেয়, তখন ২ দিন এক রাত্রি। আর যারা বেশি অ্যাডভেনচারাস তারা ৪ দিন ৩ রাত্রির ট্যুর করে নর্থ সিকিম। সাথে বাচ্চা থাকলে ভেবে চিন্তে অ্যাডভেন্‌চার করাই বেটার। গ্যাংটকের ট্যুর অপারেটার রাই সব ব্যবস্থা করে দেয়, সবার দুটো তিনটে করে ছবি রাখা থাকলে সুবিধা, পার্মিটের জন্যে। এন জে পির বাইরেরো ট্যুর অপারেটররা এসব ব্যবস্থা করে দেয়। দশমির দিন ওদের ভাইফোঁটা, কোত্থাও ঘোরা যায়না, প্রায় সব ড্রাইভাররা সেদিন ছুটিতে।
  • SB | 114.31.249.105 | ০৭ জুন ২০১০ ১৭:৩৯448934
  • আমি লাচেন আর লাচুং এর মধ্যে বোধয় গন্ডোগল করে ফেলেছে, এক্সচেঞ্জ করে নিলেই ঠিক ঠাক।

    একটা ডি: গুরুদোংমার / চোপতা ভ্যালির রাস্তা বেশ ভাল রকম ভয়ংকর হয়ে যায় দুপুরের পরে। ১২ / ১ টার মধ্যে ওখান থেকে না বেড়িয়ে আসতে পারলে কপালে অশেষ দুর্ভোগ আছে।

    এখানে কয়েকটা প্ল্যান আছে: http://www.sikkimonline.com/yumthang_packages.html
  • Samik | 121.242.177.19 | ০৭ জুন ২০১০ ১৭:৪৫448935
  • গুড। এই পারমিটের ব্যাপারটা নিয়েই বিশদে জানার ছিল। এখান থেকে তো কিছু ব্যবস্থা করে নিয়ে যেতে হবে না?

    আর সেকেন্ডলি, ইয়ুমথাং-এ তো ঐ সময়ে ফুল ইত্যাদি দেখতে পাওয়া যাবে না, তাই না?
  • SB | 115.117.212.199 | ০৭ জুন ২০১০ ১৯:৪৪448936
  • ফুল দেখার সময় মার্চ থেকে মে। পার্মিটের জন্যে শুধু ফটো কয়েক কপি করে নিয়ে গেলেই হবে, এজেন্টই সব করে দেয়।

    আলাদা করে গাড়ি ভারা করে না যাওয়াই ভাল, যতই ভাল গাড়ি হোক ড্রাইভার অনেক সময় খুব ভাল হয়না। যেসব এজেন্টরা রোজ এই ট্যুর গুলো অপারেট করে, তাদের গাড়িতে যাওয়াই বেটার, সেসব ড্রাইভারদের পথটা পুরো মুখস্ত। তেমন হলে ৩ জনের জন্যে ৪ টে বা ৫টা সিটের বুকিং করে নিলেই হোল, হাত পা ছড়িয়ে যাওয়া যায়।

    একটা অযাচিত উপদেশ। গ্যাংটকে থাকতে গেলে এবং বিশাল আঁতেল না হলে এম জি রোডের কাছে কোন হোটেলে থাকাই শ্রেয়। সন্ধেবেলাতে এম জি রোড ছাড়া গ্যাংটকে আর কিছু নেই। রাস্তাটাকে ম্যাল রোড ও বলে।
  • samik | 121.242.177.19 | ০৭ জুন ২০১০ ১৯:৪৯448937
  • গ্যাংটক আমার তিনবার ঘোরা। কলেজ থেকে মাঝেমধ্যেই যেতাম।

    গ্যাংটক আর ছাঙ্গু লেক বাদে সিকিমের আর কিছুই দেখা নেই আমার।
  • SB | 115.117.212.199 | ০৭ জুন ২০১০ ১৯:৫২448938
  • লাস্ট দশ বছরে বেশ পাল্টে গেছে, ১৯৮৫ তে প্রথমবার গেছিলাম, বার পাঁচেক হয়ে গেছে। প্রতিবারই ভাল লাগে। ঠিক যেমন পুরী .....
  • d | 115.117.245.242 | ০৯ জুন ২০১০ ২২:১৪448939
  • পুজোর সময় ভালুকপং, তাওয়াং ইত্যাদি যাওয়ার প্ল্যান করছি। তা ব্ল্যাংকি বলল ওখানে একলা একলা গেলে নাকি মুন্ডু কেতে নেবার চান্স আছে। আরও বলল যে অন্যের বিয়েতে নিজের মুন্ডু গিফট দেবার আইডিয়াটা ভাল নয়। আমি ভেবে দেখলাম 'অন্য' কেন এমনকি নিজের বিয়েতেও নিজের মুন্ডু গিফট দেবার আইডিয়া খুবই খারাপ।

    কোচ্চেন হল:
    ১। এই জায়গাগুলোতে সত্যিই কি একলা যাওয়া তেমন নিরাপদ নয়?
    ২। কোনও ট্যুর অপারেটর কি এগুলো ঘুরিয়ে দেখায়? যদি উত্তর "হ্যাঁ' হয়, তাহলে কোথায় পাবো তাদের?

  • Nina | 64.56.33.254 | ১০ জুন ২০১০ ০০:০৬448940
  • d, পূজো যদি দেরী করে মানে Oct হয় তাহলে খুব ঠান্ডা পড়ে যাবেতো! বহুআগে আমরা Mar/Apr এ গিয়েছিলাম।
    একলা যাওয়া তায় বঙ্গালী --মনে হয়না নিরাপদ একেবারেই।
    একবার খোঁজ নিয়ে দেখ তো কুন্ডু স্পেশাল এখনও ওদিকে ট্যুর করে কিনা--খুব সেফ ওদের সঙ্গে দলবেঁধে যাওয়া।
    ভালুকপং যেতে পারমিট লাগে --দিল্লী কিংবা কলকাতা থেকে নিয়ে যেতে হয়।
    নেট ঘেঁটে মনে হয় অনেক ইনফরমেশন পেয়ে যাবে। আর কলকাতায় ITC র অফিসেও ওরা গুছিয়ে সব বলে দেবে।
    তাওয়াং বলে হঠাৎ মনে পড়ে গেল --চিটি বাছো আর ইয়াত ভাত পোয়া যায়--কে জানে ভুল বল্লাম কিনা--বহুদিন আগেকার কথা। :-)
  • aka | 168.26.215.13 | ১০ জুন ২০১০ ০০:১০448941
  • হদিরাণী দিয়েছিল, নিজের বিয়েতে নিজের কাটা মুণ্ডু, বরকে। বর নইলে যুদ্ধু করতে যাচ্ছিল না।
  • Samik | 121.242.177.19 | ২৪ জুন ২০১০ ১৬:৩৫448942
  • কেউ আন্দামান গেছে? একটা ফর্দ পাওয়া যাবে?
  • SB | 114.31.249.109 | ২৪ জুন ২০১০ ১৬:৫০448944
  • পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল ইত্যাদি। হ্যাভলক, রুতল্যান্ড, ব্যারেন, লং, জলি ব্যয় ইত্যাদি দ্বিপ সমুহ। লিটল আন্দামান আর নিকবর শুনেছি সুনামির পরে আর তেমন কিছু নেই। একটা মেরিন ন্যাশানাল পার্ক আছে ওয়ান্ডুরে, ভালই। উইমকোর দেশলাই কারখানা সহ একটা সাইটসিইং ট্যুর হয়। সমুদ্রের জলের রং টা দারুণ, আর পলিউশন শুন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন