এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কম্পু-বাওয়ালি - ২

    Arijit
    অন্যান্য | ০৩ ফেব্রুয়ারি ২০০৬ | ৯৫৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijjit | 128.240.229.66 | ১২ মার্চ ২০০৮ ২৩:১২450371
  • সেই ডিরেক্টরির মধ্যে কিছু আছে? মেক সম্ভবত: মেকফাইল খুঁজছে - যেটা তৈরী হয়নি। README দেখো - configure চালানোর পর make makefile বা অন্য কিছু করতে হয় কিনা। MySQL-এ যেমন তিনটে স্টেপ আছে - configure, make, make install - সেরকম আরো কিছু থাকতে পারে।

    আর নইলে আমি আমার রিয়েলপ্লেয়ার উড়িয়ে সোর্স থেকে চেষ্টা করে দেখতে পারি - তবে কালকের আগে হবে না।
  • Arijit | 128.240.229.66 | ১২ মার্চ ২০০৮ ২৩:২১450372
  • রিয়েল প্লেয়ার সোর্স ডিস্ট্রোর লিংকটা দিয়ে যেও। পরে দেখবো।
  • sinfaut | 117.195.195.102 | ১২ মার্চ ২০০৮ ২৩:২২450373
  • কত কি আছে:
    assert.cpp
    openwave.pcf
    stat.cpp
    symbian.pcf
    wince-420.pcf
    errno.cpp
    platform (dir)
    stdio.cpp
    time.cpp
    windows.cpp
    hlxosstr.cpp
    pub (dir)
    stdlib.cpp
    Umakefil
    mac.pcf
    safestring.cpp
    string.cpp
    wince-300-ppc.pcf

  • sinfaut | 117.195.195.102 | ১২ মার্চ ২০০৮ ২৩:৩০450374
  • ও একটা জরুরি কথা। এই কনফিগ-মেক আমার অন্য জায়গাতেও হয়নি, এটা শুধু রিয়াল প্লেয়ারের ক্ষেত্রে না।
  • Arijit | 77.103.111.51 | ১৩ মার্চ ২০০৮ ০০:২৫450375
  • এই নামগুলোর মধ্যে makefile বলে কিছু নাই দ্যাখো। সেটা বড় পয়েন্ট। তোমার সম্ভবত অটোমেক/অটোকনফ এরকম জিনিসগুলো নেই। আগে ওই INSTALL/README পড়ে দ্যাখো কি কি লাগে। নর্মালি flex/bison/automake/autoconf/gcc/g++ এরকম অনেক জিনিস লাগবে।
  • sinfaut | 117.195.192.113 | ১৩ মার্চ ২০০৮ ০৮:১৩450376
  • মেকফাইল runtime dir এর মধ্যে নেই। কিন্তু তার উপরের ডিরেক্টরি তে তো আছে।

    https://player.helixcommunity.org/2005/downloads/index.html
    রিয়াল আর পি এম এর লিঙ্ক।
  • Souvik | 72.134.107.39 | ১৩ মার্চ ২০০৮ ১০:৫১450377
  • linux বা unix এর জে কোনো flavor চলবে(HP-UX বা Solaris or AIX) এ একতা print serverdomain controller করে দেখো।samba বোলে একটা বস্তু আছে।unix server কে windows client থেকে LDAPFile/Print protocoluse করার জন্য।।এটা use কর্লে বুঝতেন কতো ধানে কতো চাল!!!windows কে খেল্‌না বলা ত খুব সোজা!!এখনো networked environment এ কত গুলো role আছে জেগুলো ঐ খেল্‌না windows ই একমাত্র option!!linux বা Unix এর জে কোনো flavor ভালো ত নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু windows কে খেল্‌না বলার আগে একটু জেনে বলা তা বোধহয় ভালো হোতো!!!!!
  • Arijit | 128.240.229.7 | ১৩ মার্চ ২০০৮ ১৪:৪৭450380
  • সিঁফো - rpm হলে আবার বিল্ড করার কি দরকার?
  • Arijit | 128.240.229.7 | ১৩ মার্চ ২০০৮ ১৪:৪৭450378
  • খিক্‌ খিক্‌ দশ বচ্ছর ধরে ইউজ করেই তো কইলাম;-)
  • sinfaut | 66.232.102.157 | ১৩ মার্চ ২০০৮ ১৫:১৫450381
  • অ, আমি কাল ঘুম চোখে ভাবলাম তুমি আরপিএম চেয়েছিলে। আর্পিএম আমি নামাইনি, বিজিপটু নামিয়ে বিল্ড করতে গেছিলাম। ওখানেই পাবে।
  • arjo | 168.26.215.54 | ১০ এপ্রিল ২০০৮ ০০:০৩450383
  • unix scp দিয়ে ফাইল আপলোড করতে চাইছি। সার্ভারে পাবলিক কি সেট করা আছে।

    কমান্ড লাইন থেকে বা শেল স্ক্রিপ্ট ম্যানুয়ালি চালালে ফাইল আপলোড করছে কিন্তু cron থেকে চলছে না।

    scp -o Port=portno"file name"user@IP:"File Name"
  • Arijit | 77.103.111.51 | ১০ এপ্রিল ২০০৮ ০২:৩১450384
  • ক্রন কি হোম ডিরেক্টরির .ssh ফোল্ডার পড়বে? মনে হয় না।
  • arjo | 24.214.28.245 | ১০ এপ্রিল ২০০৮ ০৩:১৩450385
  • অরিজিত scp র ফুল পাথ দেওয়াতে চলে গেছে। cron environment variable পড়তে পারছিল না।
  • Arpan | 124.125.225.48 | ১১ এপ্রিল ২০০৮ ০০:২৭450386
  • Microsoft Powerpoint-এ TOC অ্যাড কী করে করে?
  • Suvajit | 59.154.50.124 | ১১ এপ্রিল ২০০৮ ১০:০৪450387
  • অর্পন : Powerpointএর Slide Sorter view তে গিয়ে সব কটা স্লাইড সিলেক্ট করে, ওপরের টুলবারে Summary Slide বাটনটা ক্লিক করুন।
  • Arpan | 202.91.136.71 | ১১ এপ্রিল ২০০৮ ১০:৫১450388
  • শুভজিত, ধন্যযোগ।
  • Arijit | 128.240.229.68 | ১১ এপ্রিল ২০০৮ ১৪:৪৭450389
  • বা রে - এইটা তো জানা ছিলো না!!!
  • arjo | 168.26.215.54 | ১১ এপ্রিল ২০০৮ ১৮:০১450391
  • এটা তো জানা ছিল না।
  • Arpan | 202.91.136.71 | ১১ এপ্রিল ২০০৮ ১৮:১৪450392
  • এইটা কিন্তু সবসময় কাজ করছে না। পুরনো একটা প্রেজেন্টেশন খুলে slide sorter view তে গেলে Summary Slide বাটনটা DIsabled দেখাচ্ছে। নতুন একটা ফাইল খুলে স্লাইড অ্যাড করলে তখন কিন্তু হচ্ছে।
  • Somnath | 59.93.211.189 | ১৩ এপ্রিল ২০০৮ ১৭:২৮450393
  • বিল্ট ইন মোডেম থাকলেই সব ল্যাপটপ কি ব্রডব্যাণ্ডের চাপ নিতে পারে? সেক্ষেত্রে ল্যাপটপ কেনার সময় বিল্ট ইন মোডেমের কি কোনো স্পেক দেখা দরকার? আমার ধারণা, বিল্ট ইন মোডেম খুম কম ক্যাপার, ডায়াল আপ কানেকশনের জন্যে চলে যায়, কিন্তু ব্রডব্যাণ্ডে চাপ হয়।

    মনে কর ১০ MBPS ব্রডব্যণ্ড কানেকশন এ আমায় ল্যাপি চালাতে হবে। এবার সেটা কোনো কোম্পানি কি ইউনির নিজস্ব নেটওয়ার্ক। তো, তাতে ল্যাপি চালাতে নিশ্চয়ই আমার আলাদা ADSL মোডেম সাথে করে নিয়ে যেতে হবে না। যদি ল্যান হয় তো সেখেনে ল্যান কর্ড টা গুঁজে দিলেই মনে হয় হয়ে যায়। কারণ ল্যান কর্ডগুনো সাধরণত: ১০০এম বি পি এস এর ক্যালি রাখে। যদি ওয়ারলেস ল্যান হয় তো ল্যাপটপে কি কিছু স্পেশাল থাকতে হবে যা ঐ হাই স্পীড নেট কানেকটিভিটিকে পুরো ইউটিলাইজ করতে পারবে?

    বাইরের দেশে বাড়িতে ব্রডব্যাণ্ড ইন্টারনেট নিতে কি করতে হয়? সেটা কি সব বাড়িতে এমনি ই দেওয়া থাকে? না এদেশের মতো অ্যাপ্লাই করতে হয়?
  • Blank | 59.93.213.209 | ১৩ এপ্রিল ২০০৮ ২১:২০450394
  • বাড়ির সাথে আসে না, আলাদা করে অ্যাপ্লাই করতে হয়, লোকাল কেবল অপারেটরের কাছে। দু-তিন দিনের মধ্যে কানেকশান দিয়ে যায়।

    ADSL মডেম ওরাই দেবে। নচেৎ কিনে নেয়া যায় wifi মডেম। ল্যাপিতে তো খালি ল্যান কার্ড আ wifi কার্ড থাকে। ডায়াল আপের মডেম হয় ৫৬k ভয়েস ব্যান্ড মডেম। ওতে ব্রডব্যান্ড চলবে না। ADSL বা DSL আলাদা মডেম।
  • b | 78.137.144.235 | ১৯ এপ্রিল ২০০৮ ২৩:২৭450395
  • একটি প্রশ্ন:
    আমি IE তে আনন্দবাজার পড়তে পারছিনা। প্রথম পাতাটা খুলছে, তারপরে অন্য পাতায় যেতে গেলেই বলছে internet explorer has encountered a problem and needs to be closed। যখন debugging করছি, তখন লিখছে
    "Unhandled exception at 0x7500107e in iexplore.exe: 0xC0000005: Access violation reading location 0x7500107e.'

    কি করা যায়? অথচ মাস দুয়েকআগেও দিব্বি আসতো।

    পু: আমি কম্পুটার বিষয়ে একেবারেই নিরক্ষর।
  • arjo | 168.26.215.54 | ১৫ মে ২০০৮ ২২:২৫450396
  • জাভায় ওয়েব সার্ভিস নিয়ে কারুর যদি শেয়ার করার মতন অভিজ্ঞতা থাকে, তাইলে প্লিস দু পয়সা দিন। বা কোনো রেফারেন্স। .NET ওয়েব সার্ভিস আর জাভা ওয়েব সার্ভিসের মধ্যে তুলনা পেলে আরও ভালো।
  • shyamal | 64.47.121.98 | ১৫ মে ২০০৮ ২৩:২১450397
  • আর্য,

    কি জানতে চান? সোপ ? XML over http? যদি জানি তো উত্তর দেব।

  • arjo | 168.26.215.54 | ১৫ মে ২০০৮ ২৩:৩১450398
  • শ্যামলবাবু,

    আমাকে কিছু ওয়েব এপিআই ডেভলপ করতে হবে। এক্সটারনাল অ্যাপ্লিকেশন যাতে ইন্টারনাল ডেটাবেস থেকে রেস্ট্রিকটেড ডেটা অ্যাক্সেস করতে পারে। এখন ঠিক করতে হবে প্লাটফর্ম কি হবে - জাভা না .NET। ওয়েব সার্ভার হচ্ছে লিণাক্ষ। আমি শুনেছি জাভা ওয়েব সার্ভিসে কিছু প্র্যাকটিকাল প্রবলেম আছে। সে সম্বন্ধে কিছু আঁখো দেখা হাল জানতে চাই।
  • nyara | 67.88.241.3 | ১৫ মে ২০০৮ ২৩:৩৭450399
  • আমার অত্যন্ত সুচিন্তিত মতামত হচ্ছে এই রকম - দুইই পরিত্যজ্য।

    জাভা বনাম .NET বলতে আমি ধরে নিচ্ছি তুমি J2EE Framework vs. .NET বলছ, নইলে আপেলে-আপেলে তুলনা হবে না। J2EE একটি অতি ইনফ্লেটেড মশা-মারতে-কামান-দাগা সিস্টেম। .NET-এ আমি কাজ করিনি সেইভাবে, একটু খেলা করা ছাড়া। সেখানেও প্রায় একই গল্প, তার সঙ্গে মাইক্রোসফটের ঢাক-ঢাক-গুড়-গুড় ব্যাপার নিয়ে ও-ও না ছোঁয়াই ভাল।

    বলতে চাইছি, অদৌ কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হবে কিনা ভেবে দেখ। আমার অভিজ্ঞতায় অধিকাংশ কাজই এই ধরণের ফ্রেমওয়ার্ক ছাড়াই করা সম্ভব, এবং ভালভাবে করা সম্ভব।
  • shyamal | 64.47.121.98 | ১৫ মে ২০০৮ ২৩:৫২450400
  • আপনার ওয়েব সার্ভার লিনাক্স নয়। সেটা কি জেনে বলুন। টমক্যাট নাকি ওয়েবস্ফিয়ার, ওয়েবলজিক? টমক্যাট হলে বলতে পারব। অন্য দুটোয় কাজ করিনি।

    আর ওয়েব এপিআই ডেভেলপ করতে হলে জানতে হবে আপনার ক্লায়েন্ট কি? আপনারা ক্লায়েন্টও তৈরী করছেন না জেনেরিক যা সোপ দিয়ে কথা বলবে। আপনার অ্যাপ্লিকেশন অবশ্যই ওয়েব বেসড, ডেস্কটপ নয়। তাহলে অ্যাপ্লিকেশনটিকে সার্ভলেট হিসেবে চালাতে হবে ওয়েব কনটেইনারে যেগুলোর নাম দিয়েছি। অ্যাপ্লিকেশন ডেটাবেসের সঙ্গে কথা বলবে। আপনি বলেছেন রেস্ট্রিকটেড ডেটা। কাজেই দুই জায়গায় সিকিউরিটি লাগবে। এক, ডেটাবেস এনক্রিপ্ট করতে হবে, বা অন্তত কিছু কলাম, যেমন পাসওয়ার্ড। দুই, আপনার ক্লায়েন্ট থেকে সার্ভার , এই পথটা হবে SSL। অর্থাৎ https দিয়ে পড়তে হবে। সেজন্য সার্ভারে ডিজিটাল সার্টিফিকেট তৈরী করতে হবে।

    আপনার ক্লায়েন্ট যদি ঠিক না হয়ে গিয়ে থাকে বলব অ্যাডোবির ফ্লেক্স দেখতে। চমৎকার ওয়েব 2.0 RIA বানাতে পারবেন। অবশ্যই আমরা এগুলো ব্যবহার করি বলে আমার বায়াস আছে।
    বলবেন পরিষ্কার হল না আরো কনফিউজ করে দিলাম। নিশ্চয় ক্লিয়ার করার চেষ্টা করব।
  • arjo | 168.26.215.54 | ১৬ মে ২০০৮ ০০:২৯450402
  • শ্যামল বাবু অবশ্যই ওয়েব সার্ভার লিণাক্ষ নয়, অ্যাপাচি বা অ্যাপাচে। লিণাক্ষ উল্লেখ করেছিলাম কারণ .NET ইন্টিগ্রেশনের সম্ভাব্য সমস্যার কথা ভেবে। বাকিটা ঠিক আছে, মানে সলভড, আপনি যা বলেছেন সেই লাইনেই। কিন্তু ঐ এপিআই টা কিসে বানানো হবে, ওয়েব সার্ভিস না সার্ভলেট না জে এস পি না এ এসপি না এ এসপিএক্স তাই নিয়ে গোল বাঁধছে।

    ন্যাড়া দা যা বলেছে সেই একই কথা বলেছে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। হেবি খচে গিয়েছিলাম। এখন দেখছি গ্রেট ম্যান থিংক অ্যালাইক। জে এস পি লিখতে হবে দেখছি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন