এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কম্পু-বাওয়ালি - ২

    Arijit
    অন্যান্য | ০৩ ফেব্রুয়ারি ২০০৬ | ৯৫৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 128.48.7.222 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৪৩450436
  • ফটো এডিটিং : Photoscape
    - ফ্রি
    - windows xp/vista
    - http://photoscape.org
  • nyara | 64.105.168.210 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৪৪450437
  • উইন্ডোজের জনতা কেউ pain.Net ব্যবহার করো না? বোধহয় http://getpaint.net, নইলে সার্চ করে দেখে নিও। শুনেছি ফ্রী মালের মধ্যে সেরা, উইন্ডোজে।
  • nyara | 64.105.168.210 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৪৪450438
  • ধুস। paint.NET
  • lcm | 128.48.7.222 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫২450439
  • হ্যাঁ, paint.net ব্যবহার করেছি। ইদানিং photscape ব্যবহার করি। আসলে উইনডোজে এখন ফ্রি মালের অনেক অপশন। গুগলের পিকাসা আছে...
  • Somnath | 117.194.199.32 | ১৭ এপ্রিল ২০০৯ ০১:০৮450440
  • হ্যাঁ। হার্ড ডিস্ক বাঁচানোর গল্পগাছা।

    ফাইলটার নাম frw_en_1.exe সীগেটের ডেটা রিকভারি সফটওয়ার। নাম "ফাইল রিকভারি ফর উইন্ডোজ"।

    http://forums.seagate.com/stx/board/message?board.id=ata_drives&message.id=10026 থেকে জনা গেল। গুগুল-এ ঐ ফাইল নেম দিয়ে সার্চ দিলেও প্রচুর ডাউনলোড করার সোর্স পাওয়া যাবে। তবে নামাবার পক্ষে সীগেটের সাইটে দেওয়া লিংক ই নিরাপদ মনে হয়। আমি অন্য একটা জায়গা থেকে ক্র্যাক নামালুম। তো সেটা চালাতে গিয়ে ভাইরাস থাকতে পারে বলে অ্যালার্ট পেলাম। তবে এটা নামাবার পর, চালাতে গেলে ক্র্যাকটা লাগবে।

    ক্র্যাক মানে আদতে এটুকু জানলেই ইন্সটল করা যাবে,
    Name : Linda Ruthensteiner
    Serial: RAAABQlIRz2JK1mYYDjMilg2w2QlncGDYrh4NFPrTm32Jn/FJqLIvG1s5HVCeqfQ61BeO3ly1IOyU/ChV7fLjV04/pB8


    এবার মালটা চালিয়ে ভোগে যাওয়া হার্ড ডিস্ক স্ক্যান করে বা না করে সোজা রিকভার করা যাবে, যাদি না ডিস্কটা ফিজিকালি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। রিকভার মানে অন্য কোনো স্টোরেজ মিডিয়ায় ফাইল/ফোল্ডারাগুলো কপি করা যাবে।

    তো, এতদূর অবধি যাবেন কেন? আপনার হার্ড ডিস্ককে ক্র্যাশ করা থেকে রক্ষা করুন। একটি ভালো UPS কিনুন। ধরা যাক APC। এবার একটা ভালো স্পাইক বাস্টার কিনুন। ঘরের পাওয়ার প্লাগ এর সাথে কম্পিউটারের সম্পর্ক UPS এর পাওয়ার প্লাগের মাধ্যমে খতম করুন। UPS থেকে দুটো পাওয়ার সাপ্লাই এর একটা অবশ্যই আপনার সি পি ইউ। অন্যটা ঐ স্পাইকবাস্টার। মনিটর, মোডেম, স্পীকার, বা এক্সটার্নাল হার্ড ডিস্ক সবই স্পাইকবাস্টারের থেকে নিন, তথা, UPS এর মাধ্যমে নিন ও পাওয়ার জার্ক থেকে হার্ডওয়ারগুলোকে রক্ষা করুন।

    এবার উবুন্টু কুবুন্টু ক্ষুবুন্টু ইউজারেরা কিভাবে ডেটা রিকভারি করবেন সে আমি জনিনা।
  • bitoshok | 75.72.245.81 | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৩২450441
  • আচ্ছা - "উবুন্টু, কুবুন্টু, ক্ষুবুন্টু' ইউজার দের জন্য।

    বিল খুড়োর গ্যাঁড়াকল ব্যাবহারকারীদের মত এতো ঝামেলায় যাবেন কেন? সিস্টেমে ছোটখাটো করাপশন হলে ও নিজেই সারিয়ে নেবে। বড় ঝামেলা হলে বুট করবার সময় কোরাপ্ট পার্টিশনের উপর ম্যানুয়ালি fsck চালান। চাইলে fsck আপনার ফাইল-ও রিকভার করে দেবে। ম্যান পেজ খুলে অপশন গুলো দেখে নিন। আমি নিজেই একবার ভুল করে সব ফাইল মুছে ফেলে এভাবে উদ্ধার করেছি। শুধু একটা জিনিস অভ্যাস করার চেষ্টা করুন। যেকোনো ফাইল কোনো ডিরেক্টরির মধ্যে রাখুন।

    APC-র UPS কিনলে একটু দেখে শুনে কিনুন। APC-র সাইট থেকে পাওয়ারশুট নামিয়ে ইনস্টল করুন। লিনাক্স রিপোজিটরি ঘাঁটলে অন্য সফ্‌টওয়ার-ও পাবেন। এবার সুপারিউজার থেকে সেট-আপে গিয়ে এরকম ব্যবস্থা করতে পারেন যাতে পাওয়ার চলে গেলে নির্দিষ্ট সময় পর কম্পু শাটডাউন হয়ে যাবে।
  • sinfaut | 203.91.193.5 | ২৭ মে ২০০৯ ১১:৫৭450442
  • গত দুমাস ধরে এই প্রবলেম হচ্ছে:

    মেশিনটা পুরোপুরি ফ্রিজ করে যাচ্ছে, কোনো কীবোর্ড/মাউস ইনপুট দেওয়ার চান্সও নেই। সব ফ্রোজেন।

    কখন হচ্ছে:

    কোনো ঠিক নেই। কখনও সারারাত বড়সড় তিন চারটে অ্যাপ্লিকেশন যেমন: অ্যামারক, ফায়ার্ফক্স, থান্ডার্বার্ড খুলে রাখলেও ফ্রিজ করছেনা। আবার কখনও জাস্ট লগিন করে দুমিনিটের মধ্যেই ফ্রিজ করে যাচ্ছে। এখনও পর্যন্ত কোনো কন্সিভেবল প্যাটার্ন পাইনি, যে এইজন্য বা এই এই স্টেপ করার পরেই ফ্রিজ করে যাচ্ছে।

    তবে মোস্টলি, ফায়ারফক্সে ফ্ল্যাশ খুলতে গেলে ফ্রিজ করার চান্স বেড়ে যায় এটা দেখেছি। আর এমন কিছু দেখিনি।

    তবে একটা জিনিস কমন প্রতিবার ফ্রিজ করার ক্ষেত্রে: প্রতিবারই wvdial ব্যবহার করে আমি bsnl evdo data card দিয়ে ইন্টারনেট অন করে রেখেছি। ইন্টারনেট না চালিয়ে ফ্রিজ করতে এখনও দেখিনি।

    কী ব্যবহার করছি:

    কুবুন্টু ৭.১০, bsnl evdo datacard, wvdial। বাকি ডিটেল লাগলে বাড়ি গিয়ে দিতে পারবো। আর এখন যদি dmesg লাগে তো দিতে পারবো।

    হে অরিজিত, ন্যাড়াকাকু, বীতশোক নাম্নী লিনাক্সগুরুকুল আমারে বাঁচাও।

    (ভাবছি আর কয়েকদিন দেখে ডেবিয়ান লেনি লাগাবো)
  • Arijit | 61.95.144.123 | ২৭ মে ২০০৯ ১২:০৪450443
  • কিছুক্ষণ ফ্ল্যাশ বন্ধ করে চেষ্টা করে দেখ। ফ্ল্যাশ একটি আপদবিশেষ - ফাফ-র জন্যে "ফ্ল্যাশব্লক' বলে একটা প্লাগইন পাওয়া যায় যেটা দিয়ে এই আপদটিকে বিদেয় করা সম্ভব।

    ইয়াহু টুলবার আরেকটি আপদ - একই ধরণের - বাধ্য হয়ে ওটা বাতিল করেছি।
  • nyara | 64.105.168.210 | ২৭ মে ২০০৯ ১২:০৮450444
  • ফ্রিজের গল্প আমার হয়। এই কম্বিনেশনে:

    ওয়্যারলেসে কানেক্টেড &&
    ভিপিএন দিয়ে অফিসে লগড-ইন &&
    কোন একটা বড় ডেটা ট্রান্সফার হচ্ছে (বড় ফাইল বা স্ক্রিন আপডেট)।

    তিন নম্বরটা সবসময়ে ট্রু না হলেও ফ্রিজ হতে পারে।

    ওয়্যারলেসের বদলে ওয়্যার দিয়ে কানেক্ট করলে প্রবলেম গনফট। কম্বিনেশনটা বের করতে সময় লেগেছে।

    তোমার ঠিক কী কারণে হচ্ছে সেটা বের না করলে ওষুধ পড়বে না।
  • sinfaut | 203.91.193.5 | ২৭ মে ২০০৯ ১২:২০450280
  • অরিজিত,
    হুম, কিন্তু ফাফ না চলাকালীনও তো মনের সুখে ফ্রিজ করে যাচ্ছে, তো ফ্ল্যাশ বন্ধ করে কী হবে?

    ন্যাড়াদা,
    আমার ভিপিএন=false&& ডেটা ট্রান্সফার=false
    কিন্তু মনে হচ্ছে, এ ঐ ডেটাকার্ডের জন্যই হচ্ছে।
    একটা কথা বলো, কোন কোন লগ দেখলে কিছু বোঝা যেতে পারে? রিস্টার্ট করার পর আমি dmesg, syslog হ্যানত্যান দেখেছি, কিছুই ইন্টারেস্টিং খুঁজে পাইনি।
  • nyara | 64.105.168.210 | ২৭ মে ২০০৯ ১২:২৮450281
  • আমি লগে কোনদিন কিছু খুঁজে পাইনি।

    আমারও মনে হয় ঐ ডেটাকার্ড সংক্রান্ত কোন ঘাপলা আছে। মোটমুটি সহজ উপায় আছে কি ডেটাকার্ডকে আইসোলেট করে প্রবলেমটা রিপ্রোডিউস করার? ও ছাড়া, আর কোন টেস্ট নাও থাকতে পারে।
  • sinfaut | 203.91.193.5 | ২৭ মে ২০০৯ ১২:৩৩450282
  • হ্যাঁ তা আছে। নেট কানেক্ট না করে চালিয়ে রেখে দেখতে হবে ফ্রিজ করছে কিনা।
  • bitoshok | 128.101.220.108 | ২৮ মে ২০০৯ ০১:১৮450283
  • আমার ওয়ারলেস, ফাফ থেকে হয়। ওয়ারলেসের ঝামেলা মিটিয়েছি কার্নেল আপগ্রেড করে। বেশ কিছুদিন ঠিকঠাক চলার পর আবার ফাফ ঝামেলা শুরু করেছে (আপগ্রেড করার পর)। আমি খুব একটা ঘেঁটে দেখি নি। তবে সমস্যার কারণ dbus থেকে হলেও হতে পারে বলে আমার সন্দেহ।
  • bitoshok | 128.101.220.108 | ২৮ মে ২০০৯ ০৫:৪৫450284
  • সিফোঁ, ফ্রিজ করার পর কি ক্যাপস লক আর নাম্বার লক কি ব্লিংক করতে থাকে?
  • sinfaut | 218.248.76.21 | ২৮ মে ২০০৯ ০৮:২৪450285
  • বীতশোক,
    না করে না।
  • nyara | 64.105.168.210 | ২৮ মে ২০০৯ ০৯:০৩450286
  • বীতশোকবাবু, আমার কেসে ঐ নাম-লক আর ক্যাপস-লক দপদপ করে। এটা কি কার্নেল আপগ্রেড করে সেরে গেছে? কোন ভার্সানে আছেন?
  • sinfaut | 218.248.76.21 | ২৮ মে ২০০৯ ০৯:১৪450287
  • আমারও কার্নেল ভার্সনটা দিয়ে রাখি:

    2.6.22-14-generic, kubuntu 7.10 তে আছি।

    এই কার্নেল আপগ্রেড করলে সিস্টেম ঘেঁটে যাওয়ার কি কোনো চান্স থাকে?

    বীতশোক, আপনি কিভাবে আপগ্রেড করেন? প্যাকেজ ম্যানেজার দিয়ে?
  • bitoshok | 75.72.245.81 | ২৮ মে ২০০৯ ১২:২০450288
  • ঐ ক্যাপস লক/নাম লক দপদপ করলে ওয়ারলেসের প্রব্লেম বোধহয়। কার্নেল আপগ্রেড করতে সেরে গেছে। এখন ভার্সন 2.6.27.21-0.1-default SMP। আগে 2.6.19 ছিলো। ওয়ারলেস -- ইন্টেল 4965 AGN। সব ডিস্ট্রো-তেই সমস্যা ছিলো -- সুসে, উবুন্টু, ডেবিয়ান লেনি।

    আমি সুসে থেকে ইয়াস্ট ব্যবহার করি। এটা ঐ প্যাকেজ ম্যানেজারের মতই। রিপোজিটরি থেকে স্টেবল রিলিজ নিন, সিস্টেম ঘাঁটবে না।
  • sinfaut | 218.248.76.22 | ২৯ মে ২০০৯ ০৮:৪০450289
  • নাহ্‌, কার্নেল আপগ্রেড করেও কিছু হলো না।

    আর হ্যাঁ, updating RMA... বলে থমকে যাওয়ার যে প্রবলেমটা বলেছিলাম ডিভিডি রাইট করতে গিয়ে দেখেছি সেটা মসের্বেয়ারে রাইট করে হলোনা, মনে হয় সোনির ডিভিডির প্রবলেম ছিল।
  • Arijit | 61.95.144.123 | ২৯ মে ২০০৯ ১০:৩১450291
  • ঠিক বাওয়ালি নয় - একটা ইন্টারেস্টিং ইনফো:

    http://aws.amazon.com/importexport/

    প্রচুর ডেটা লোড করা ক্লাউড (ইসি২)-র ক্ষেত্রে একটা প্রবলেম ছিলো - এই নিয়ে আমাদের সাথে আমাজনের কথাও হয়েছিলো। তো আমাজন একটা নতুন ইমপোর্ট এক্সপোর্ট সার্ভিস বের করেছে যেটা দিয়ে এরকম প্রচুর ডেটা ওদের নেটওয়ার্ক দিয়ে সিধে এসথ্রী বা ইসিটু-তে লোড হবে। শুধু তোমাকে ডেটাটা একটা পোর্টেবল ডিভাইসে ভরে পাওয়ার সিস্টেম সহ ওদের কাছে পাঠাতে হবে। ওরা লোড করে তোমার ডিভাইস তোমাকে ফেরৎ দেবে।

    জিম গ্রে লাস্ট দশ বছর ধরে বলতেন যে "the fastest way to transfer data is via UPS (US Postal Service)' - এবং উনি এটা করতেনও - ডিস্কে ডেটা ভরে ইউপিএসের হাত দিয়ে কলীগদের কাছে পাঠাতেন - তাদের দায়িত্ব ছিলো ডিস্কটাকে আরো যাদের দরকার তাদের কাছে একইভাবে পাঠানোর, বা জিমের কাছে ফেরৎ পাঠানোর।
  • sinfaut | 218.248.76.22 | ২৯ মে ২০০৯ ২৩:৪৯450292
  • দূর, আমার সেই আবার updating RMA... এ স্টেপ এ গিয়ে থেমে যাচ্ছে, মসের্বেয়ারেও। :(((

    মাঝে মাঝে সত্যি এই লিনাক্স নিয়ে ঝাঁট জ্বলে যায়।
  • nyara | 67.88.241.3 | ৩০ মে ২০০৯ ০০:০০450293
  • এইটা কি দেখেছ:

    http://ubuntuforums.org/showthread.php?s=cd3b1d2ab1c04ed3a8107873f4ab45ae&t=932271&page=2

    বলছে যে DVD-Writer-এর লেটেস্ট ফার্মওয়্যার ইনস্টল করে সেরে গেছে। আমার কিরকম মনে হচ্ছে আমি বহুদিন আগে এরকম একটা প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম। কী করে যে সেতা সলভড হয়েছিল একদম মনে নেই।
  • sinfaut | 218.248.76.22 | ৩০ মে ২০০৯ ০১:৩০450294
  • ফার্মওয়্যার আপগ্রেড করা দেখলাম হেব্বি হ্যাপা, পাওয়াও যায়না জিনিসটা সহজে, তারউপর রিস্কি। তাছাড়া, .exe ছাড়া নেই, শুধু এর জন্য আমারে ওয়াইন ইনস্টল করতে হবে। ধুর।

    তবে হতে পারে এটা আমার ডিভিডি রাইটারের প্রবলেম, অনেক সময়েই ডিভিডি ঠিকঠাক রীড করতে পারেনা। বাজে মজের্বেয়ারের ডিভিডি রাইটার।

    এই নিয়ে আমার ৫ টা ডিভিডি ভোগে গেল। :((
  • debu | 170.213.132.253 | ০২ জুন ২০০৯ ০২:০৬450295
  • just-in-time debugger error in IE 6.X
    গুগুল ঘেটে অনেক ট্রাই করলাম, কিছু হোলোনা।
    কেও ফান্ডা দিতে পারবে?
  • Somnath | 117.194.197.42 | ৩০ আগস্ট ২০০৯ ১৪:১৬450296
  • এইটা একটা ভালো জিনিস দেখলাম।

    ধর, গুরুতে কিছু সার্চ করবে। তো সার্চ কাজ করছে না। কি সার্চ করতে চাও সেটা ইউনিকোড এ লিখে গুগুল এ সার্চ কর। ম্যক্স সাথে গুরুচন্ডালি লিখে দাও, দুরদার করে পেয়ে যাবে।

    এবার কথা হল হাতের কাছে ইউনিকোডে বাংলা লেখার কিছু না থাকলে কি হবে? এমনি জিনিসটা লিখে ভাটিয়ালিতে পাঠাও, তারপর গুরু "ইউনিকোড ভার্সান (বিটা) বলে যে অপশনটা দেখায় উপরে সেটা থেকে ভাটিয়ালি কে ইউনিকোডে দেখ ও তোমার পোস্ট থেকে সার্চ ফ্রেজ টা কপি করে গুগুলে পেস্ট করে সার্চ কর। আবার দুরদার করে পেয়ে যাবে।

    :-)
  • Arpan | 122.252.231.12 | ৩০ আগস্ট ২০০৯ ১৪:৩৩450297
  • হ্যাঁ, আমি এইভাবেই সার্চ করি তো। মামু এই বার প্রোপাইটেরি সার্চটার বদলে কাস্টমাইজড গুগল সার্চ লাগিয়ে দিলেই পারে।
  • sinfaut | 203.91.193.50 | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৪৯450298
  • :(((

    আমার কম্পু আমার রাউটারকে খুঁজে পাচ্ছেনা। রাউটারের সব আলো জ্বলছে। কিন্তু রাউটার পেজ খুলছেন বা পিং করলে সাড়া দিচ্ছে না।

    পিং করলে বলছে, network unreachable আর google জাতীয় বাইরে পিং করলে বলছে unknown host

    আমি এই এই বলে ডেকেছি তারে:

    dmesg | grep eth | less

    বেশ কিছু লাইনের শেষে এইটা ছিল, বা এর মতন কিছু, স্মৃতি থেকে লিখছি:
    No ipv6 router present

    এর মানে কি এই হতে পারে যে আমার রাউটারে ipv6 enable নেই, নাকি রাউটারটাই পাচ্ছেনা?

    যখন ডাকলাম:

    lspci -vv | grep -i eth

    তখন আমার মাদারবোর্ডের ইনবিল্ড ইথারনেট কার্ডের নামধাম বললো।

    যখন বললাম:

    /sbin/ifconfig -a
    তখন কোনো inet , bcast, mask addresses. দিলনা। এই তিনটে address জে কী আমি তা জানিনা।

    ভাবলাম ইথার্নেট কেবল খারাপ হতে পারে, তো আমর মডেম আর কেবল অন্যের কম্পুতে লাগিয়ে দেখলাম দিব্বি 192.168.1.1 খুলে গেল। এবার একজন বললেন ল্যান কার্ড খারাপ হতে পারে। কিংবা ইথারনেট পোর্টে জং-ফং ধরে ইসে হয়ে যেতে পারে। তো, কোস্নো হলো, আর কি কি আছে ট্রাবলশুট করার?
  • dipu | 207.179.11.216 | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৫৪450299
  • সার্ভিস প্রোভাইডারের লোকজনকে ঘরে ডেকে আনো।
  • sinfaut | 203.91.193.50 | ১৬ নভেম্বর ২০০৯ ১৫:৫৭450302
  • ipv6 ডিসেবল করলে কিসুই হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন