এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কম্পু-বাওয়ালি - ২

    Arijit
    অন্যান্য | ০৩ ফেব্রুয়ারি ২০০৬ | ৯৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 64.47.121.98 | ১৬ মে ২০০৮ ০১:৩১450403
  • আপনি ঠিক করেছেন জে এস পিতে লিখবেন। তা জে এস পি আর সার্ভলেটে ফারাক নেই। আপনার ওয়েব সার্ভার কি অ্যাপাচি টমক্যাট? মনে হয় তাই যখন আপনি সার্ভলেট চালাতে চাইছেন। টমক্যাট হল জে টু ই ই ফ্রেমওয়ার্ক। কাজেই আপনি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে চলেছেন।

    ন্যাড়াবাবু বোধহয় ফ্রেমওয়ার্ক ব্যবহার না করতে বলছেন। আমার বিদ্যায় বলে ফ্রেমওয়ার্ক অর্থাৎ ওয়েব কন্টেইনার ব্যবহার করতে না চাইলে জাভায় লিখলে অ্যাপাচির এইচটিটিপিকোর বলে একটা লাইব্রেরী আছে , সেটা ব্যবহার করতে পারেন। তাতে ঝামেলা বেশী।
  • LCM | 128.48.203.128 | ১৬ মে ২০০৮ ০৫:৩৯450404
  • এ পি আই, ওয়েব সার্ভিস, ওয়েব সার্ভার, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার, ওয়েব কন্টেইনার, ফ্রেমওয়ার্ক, সার্ভলেট, ডট নেট, টমক্যাট, জে এস পি, সোপ, আর আই এ, লিনাক্স, ওয়েবস্ফিয়ার, অ্যাডোবি ফ্লেক্স, ওয়েবলজিক, এস এস এল, অ্যাপাচি এইচ টি টি পি কোর --- সব নিয়ে ঘেঁটে লাট। আজ্জোর একটা ছোট কাজেই যদি এই হাল হয় :-)

  • arjo | 24.214.28.245 | ১৬ মে ২০০৮ ০৮:৫৬450405
  • দুর আমি বোধহয় একটু ইন্‌কম্পলিট ডেসক্রিপশন দিয়েছি।

    ১। এক্সটার্নাল মানে এক্সটারনাল টু নেটওয়ার্ক। অন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন অন্য ওয়েব সার্ভারে হোস্টেড। সেইখান থেকে রিকোয়েস্ট আসবে ওভার ওয়েব। আমাকে রেসপন্স পাঠাতে হবে।

    এলসিএম এবারে কিন্তু আরও গোল পাকল। ডিএমজি, ফায়ার ওয়াল ইত্যাদি। :-))

    যাক আমার প্রশ্ন

    ১। সিম্পল জে এস পি লিখে এক্স এম এল রিটার্ন করলে এটা সম্ভব কিনা।

    মানে জেনারালাইজ করলে ওয়েব সার্ভার আর ডেটাবেস যদি দুটো অন্য নেটওয়ার্কে অবস্থান করলে কানেকটিভিটির অপ্টিমাল চয়েস কি?
  • nyara | 64.105.168.210 | ১৬ মে ২০০৮ ০৯:৫৭450406
  • JSP লিখে হবে। তবে তার জন্যে টমক্যাট বা ঐধরণের একটা সার্ভার লাগাতে হবে - in addiotion to/In place of Apache.

    ঐ একই জিনিস করতে পারো PHP দিয়ে। তার জন্যে আলাদা কোন সার্ভার লাগাতেও হবে না। অ্যাপাচিতে একটা মডিউল লাগিয়ে নিলেই চলবে।
  • LCM | 71.132.134.137 | ১৬ মে ২০০৮ ১০:৫০450407
  • বেশ, বেশ...
    ওয়েব সার্ভার হল গিয়ে একটি এইচটিটিপি ডেমন প্রোগ্রাম (httpd), যা কিনা সর্বক্ষণ চলছে আর কোনো অনুরোধ (রিকোয়েস্ট) পোর্ট ৮০ তে এসে হুমড়ি খেয়ে পড়লে সেটা শুনছে (লিসেনার) এবং সারা (রেস্পন্স) দিচ্ছে। বাজারে জনপ্রিয় ওয়েব সার্ভার হল, অ্যাপাচি বা আই-আই-এস (এটা একটু ভয়ে ভয়ে বলি, মাইক্রোসফট-এর প্রোডাক্ট শুনলে অরিজিৎ আর ন্যাড়া মারতে আসবে :-))।
    যাই হোক, অ্যাপাচি-র httpd তে রিকোয়েস্ট এলে একটি কনফিগ ফাইলে (httpd.conf) প্রথমে একগাদা জিনিস দেখা হয়, এখানে বলে দেওয়া হয়, যে url-এর অমুক জিনিস থাকলে অমুক জায়গায় যেতে হবে। যেমন, যদি url এর রিকোয়েস্টে .php ধরনের ফাইলের খোঁজ থাকে তাহলে php ইঞ্জিনের ঘাড়ে রিকোয়েস্টটা নিয়ে ফ্যালো (এই কথাটা ন্যাড়া বলেছে মডিউল লাগানো, বা প্লাগ-ইন লাগাও)। বা, রিকোয়েস্টটাকে একেবারে অন্য মেশিনে (বা একই মেশিনে) ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারে নিয়ে ফ্যালো। বাজারে নানা রকম ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার প্লাটফর্ম আছে, যেমন, j2ee app সার্ভার ধরো, ওয়েব স্ফিয়ার, ওয়েব লজিক, বা টমক্যাট/জেবস্‌, মজাদার নাম চাইলে সান-এর গ্লাসফিস, ইত্যাদি... ওর‌্যাকেল অ্যাপ সার্ভার... মাইক্রোসফট-এর আছে ডট নেট.. ম্যাক্রোমিডিয়ার (এখন অ্যাডোবি) কোল্ড ফিউশন.. ইত্যাদি, ইত্যাদি।

    এখন তোমার কেসটাতে, অলরেডি একটা ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে, এবং সেখান থেকে তোমর ডেটাবেস-এর কিছু জিনিস পত্র আকসেস করতে চায়। তাতে কিন্তু অ্যাস সাচ, এত ঝামেলার কিছু নেই। ঐ অ্যাপ্লিকেশন থেকে সোজা তোমার ডেটাবেস-এ সিকোয়েল কল মারতে পারে (ভায়া ওডিবিসি/জেডিবিসি ড্রাইভার)।

    কিন্তু, তোমার সিনটা বোধহয় তা নয়। তোমরা চাইছ, এখানে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন লিখতে যা ঐ অ্যাপ্লিকেশন থেকে আসা অনুরোধটি শুনবে এবং কোয়েরি চালিয়ে ডেটা এনে সার্ভ করবে। এবং তোমার কথা শুনে মনে হচ্ছে, তোমরা এটাকে বেশ জেনারালাইজ করতে চাইছ, বেশ কিউট একটা সার্ভিস প্রোভাইডার টাইপের জিনিস, যেটা অনেকেই ব্যবহার করতে পারবে। এবং এই সার্ভিসটি তোমরা ওভার http অর্থাৎ ওয়েব করতে চাও বলে, ওয়েব সার্ভিস-এর কথা বলছ।

    অনেক কিছু ধরে নিলাম।

    যাই হোক, যদি ওয়েব সার্ভিস-এর কথা হয়, তবে একগাদা জার্গন-এর জন্য তৈরি থাকো - এক্সএমএল, সোপ মেসেজ, উইসডেল, ইউডিডিআআই। আর যদি আরো শ্যাভি বাজওয়ার্ড চাও তো চলো সোয়া-র (সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেক্‌চার) দিকে । একটা কথা ছোট্ট করে বলে রাখি, ওয়েব সার্ভিস-এর কথা ভেবে থাকলে, কিন্তু পিতা কলিং অ্যাপ্লিকেশন-কে একগাদা জিনিস করতে হবে :-)

    কি, কেমন গোল পাকালাম :-)
  • arjo | 168.26.215.54 | ১৬ মে ২০০৮ ১৮:৪৫450408
  • এল সি এম,

    ব্যাপারটা যা বলেছেন তার থেকে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কারণ ওয়েব সার্ভার আর ডেটাবেস সার্ভার ফিজিকালি দুটো ডিফারেন্ট নেটওয়ার্কে অবস্থান করছে। ওডিবিসি, জেডিবিসি, ওলেডিবি যাই ব্যবহার করুন না কেন সেখানে কানেকশন স্ট্রিং এ ডেটাবেস সার্ভারের আইপি বা হোস্ট নেম দিতে হয়। সেটা কাজ করে যদি ওয়েব সার্ভার আর ডেটাবেস সার্ভার একই ফিজিকাল নেটওয়ার্কে থাকে, বা ভিপিএন দিয়ে কানেক্টেড হয়।

    যদি না হয় তাহলে ডেটাবেস সার্ভারে অন্য একটা কম্পোনেন্ট লাগে যেটা ওভার দ্যা ওয়েব অন্য ওয়েব সার্ভারটির সাথে কথা বলতে পারে। সেই কম্পোনেন্টটি কোন প্লাটফর্মে লিখলে সব থেকে ভালো হয় সেটাই জানতে চেয়েছি। আমি জানি ওয়েব সার্ভিস লিখলে সুন্দর কমিউনিকেশন হয়। .NET একটু স্লো, মানে মাঝে মাঝে বেশ স্লো। ন্যাড়া দা বলছে ডেটাবেস সার্ভারে একটা জে এস পি লিখে এক্স এম এল রিটার্ণ করানো যাবে। আর সিকিউরিটির কারণে এই কানেকশন টা এস এস এল এনক্রিপটেড হলে ভালো হয়। সেটা খুব সহজ কনফিগারেশন।

    কাল ডিএমজি, ফায়ার ওয়াল বলেছিলাম। কারণ বহুক্ষেত্রেই ঐ কম্পোনেন্টটি ডিমিলিটারাইজড (ডি এম জি) জোনে ইন্সটল করা হয়। ডি এম জি আর মূল নেটওয়ার্কের মধ্যে একটা ফায়ার ওয়াল থাকে, সেই ফায়ার ওয়ালে কিছু পোর্ট ওপেন করা থাকে। আর কম্পোনেন্টটি সেই পোর্টের থ্রু দিয়ে ডেটাবেস অ্যাক্সেস করে। তবে এটা বাজে ভাট। কারণ আমার সমস্যা কম্পোনেন্টের প্লাটফর্ম ডিসাইড করা। :-)
  • shyamal | 64.47.121.98 | ১৬ মে ২০০৮ ১৯:৪৯450409
  • এবারে আপনার প্রবলেম কিছুটা পরিষ্কার হল। A হচ্ছে ওয়েব সার্ভার আর B আরেকটি ওয়েব সার্ভার যাতে ডেটাবেস আছে। ইউজার Aর সঙ্গে কথা বলে। ধরে নিচ্ছি A কিভাবে Bর সঙ্গে কথা বলবে সেটা আপনার ক®¾ট্রালে।
    আমি এরকম ভাবে করব। A Bকে একটি এক্স এম এল পাঠাবে http POST বা GET দিয়ে। জাভায় লিখলে অ্যাপাচি httpclient ব্যবহার করা যেতে পারে। এই এক্স এম এলে আপনি কি ডেটা চান সেই রিকুয়েস্ট থাকবে।B সেটা পড়ে সেই মত ডেটাবেস থেকে ডেটা তুলে এক্স এম এলে ভরে পাঠিয়ে দেবে। পুরো synchronous ও সহজ। B তে আপনি জে এস পি ব্যবহার করতে পারেন, জাভাও ব্যবহার করতে পারেন। এক্স এম এল পার্স করা আর তৈরী করার নানাবিধ লাইব্রেরী আছে।
  • LCM | 128.48.203.128 | ১৬ মে ২০০৮ ২২:১৫450410
  • অ্যাকচুয়ালি, ডেটাবেস আর ওয়েব সার্ভার কে একই নেটওয়ার্কে থাকতে হবে এমন কোনো কথা নেই, এটা ডিপেন্ড করছে তোমাদের নেটওয়ার্ক টপোলজি, ক্লাস্টারিং আছে কি না, ফায়ারওয়াল কনফিগারেশন ইত্যাদি-এর ওপর।

    কিন্তু তুমি ডেটাবেস মেশিনে jsp চালাবে! অর্থাৎ, ডেটাবেস মেশিনে ওয়েব সার্ভার এবং এক একটি ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার ( নিদেনপক্ষে সার্ভলেট ইঞ্জিন /ওয়েব কন্টেইনার - টমক্যাট জাতীয় কিছু) ইনস্টল করবে! এও তো বাপু ভারি নন-স্ট্যান্ডার্ড। ডিবিএ দল সেটা কি অ্যালাউ করবে!

    তোমার ডেটাবেসটি কি, কোথায় চলে জানার আগ্রহ রইল।
  • nyara | 67.88.241.3 | ১৬ মে ২০০৮ ২৩:২১450411
  • ইয়ে, ডেটাবেস সার্ভারে বা কোথায় আমি জানিনা, বলেছি JSP লিখে XML রিটার্ণ করতে পার। তবে JSP চালাতে গেলে কোন একটা সার্ভলেট কন্টেনার লাগবে। ঐ যেমন শ্যমলবাবু বা লসাগু বলেছেন।

    আমি অলগোছে সব মন্তব্য করছি। সিস্টেম সম্বন্ধে কিছু না জেনে জেনেরাল মন্তব্য। সত্যিকারের কোন ভদ্র সলিউশন দিতে গেলে আরও জানতে হবে। প্রয়োজনে মেল কোরো।
  • arjo | 168.26.215.54 | ১৭ মে ২০০৮ ০১:০৪450413
  • না না JSP কেন ডেটাবেস সার্ভারে রাখব। তার জন্য ওয়েব সার্ভার আছে। লসাগু পুরোটা পড়ছেন না। দরকার পড়লে মেল করবো। তবে আপাতত এতেই হবে।
  • arjo | 168.26.215.54 | ১৭ মে ২০০৮ ০১:১৬450414
  • ও আচ্ছা আমিই ভুল লিখেছি। ওটা ডেটাবেস সার্ভারে হবে না, হবে ডেটাবেস যে নেটওয়ার্কে আছে, সেই নেটওয়ার্কে কোনো একটি ওয়েব সার্ভারে। খুব তাড়াতাড়ি লিখি, এটুকু ডিসকাউন্ট আমার প্রাপ্য।
  • LCM | 128.48.203.128 | ১৭ মে ২০০৮ ০১:২৩450415
  • বাহ! তাহলে এবার নামিয়ে দাও। ন্যাড়া-র jsp বা php বা শ্যামল-এর অ্যাপাচি ক্লায়েন্ট ...
  • arjo | 168.26.215.54 | ১৭ মে ২০০৮ ০১:২৬450416
  • দুর আমি নামাবো কেন। আমি তো এখান থেকে ঝেড়ে ঝেড়ে অনেক কষ্টে একটা মেল করেছি। এরপর যদি বলে একটা পিপিটি বানিয়ে দেব। তারপরেও যদি বলে একটা স্টোরড প্রসিডিওর লিখে দেব। তারপরেও যদি বলে তাহলে কাজ ছেড়ে দেব। :-) জাভা টাভা লেখা খুব শক্ত। ও আমি পারি না।
  • Paramita | 63.82.71.141 | ১৭ মে ২০০৮ ০১:৪৭450417
  • :))
  • rimi | 24.214.28.245 | ০৮ জুন ২০০৮ ০৭:৪৭450418
  • কেউ কি Macromedia Flash বা অন্য কোনো অ্যানিমেশন সফটওয়্যার ব্যবহার করেছ? ফ্ল্যাশে বেঙ্গলি ফন্ট ব্যবহার করা যায় কি না কেউ বলতে পারবে?
  • Arijit | 61.95.144.123 | ২৪ জুন ২০০৮ ১৮:৩৬450419
  • ধুর মাইরি - ডেটা অ্যাকসেস করবে তো তার জন্যে এত কিছু লিখতে হবে কেন? কেউ OGSA-DAI-এর কথা শোননি? http://www.ogsadai.org.uk - ওয়েব সার্ভিস বেজড হেটেরোজিনিয়াস ডেটাবেজ র‌্যাপার, ওপেন সোর্স, সিকিউরিটি পলিসি আছে - ভালো জিনিস (জেনেই বলছি)।
  • arjo | 24.214.28.245 | ২৪ জুন ২০০৮ ১৮:৩৯450420
  • খাইসে। এটা তো হয়ে গেছে। খুব ছোট্ট প্রোগ্রামিং। হুড়মুড়িয়ে কাম করছে। এখন এইসব বল্লে হবে নি। তবে খেলা করে দেখতে পারি।
  • Arijit | 61.95.144.123 | ২৪ জুন ২০০৮ ১৮:৪০450421
  • যার জন্যে এসেছিলাম - লেটেক পাগল হলে এইটা দেখতে পারেন - http://www.xm1math.net/texmaker/index.html
  • Arijit | 61.95.144.123 | ২৪ জুন ২০০৮ ১৮:৪১450422
  • আমি যেটা দিলাম সেটা ছোট নয়, বড় জিনিস - কিন্তু অনেক ফীচার আছে। খুব ছোট কাজের জন্যে জেডিবিসি দিয়ে করাই ভালো। কিন্তু ওই হেটেরোজিনিয়াস ডেটাবেজ গোছের রিকোয়্যারমেন্ট থাকলে এটা দেখতে পারো।
  • shyamal | 64.47.121.98 | ২৪ জুন ২০০৮ ১৮:৫৩450424
  • মনে হল মালটা প্রায় hibernate এর মত। JPA বেসড কি?
  • Arijit | 61.95.144.123 | ২৫ জুন ২০০৮ ০৯:০৩450425
  • হাইবারনেট আর OGSA-DAI? আপেল আর ইলিশমাছ? OGSA-DAI গ্রিড ডেটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম পাথব্রেকিং কাজ (কলার তুলে বলতে পারি;-))। হাইবারনেট তো ORM-এর কনসেপ্ট।
  • Arijit | 61.95.144.123 | ২৫ জুন ২০০৮ ১৩:২৪450426
  • কনভেনশনাল রিলেশনাল ডেটাবেজের বাইরে কারো এক্সপারটিজ আছে? যথা বিগটেবল, কলাম ডেটাবেজ, ফাইলসিস্টেম গোছের জিনিস?
  • arjo | 168.26.215.54 | ২৫ জুন ২০০৮ ১৮:২৫450427
  • বিগটেবল তো গুগলের প্রোপ্রাইটরি। গুগলের অর্ধেক অ্যাপ্লিকেশনে বিগ টেবল ব্যাকএন্ড। কিন্তু মনে হয় গুগলের বাইরে ইউজ করার নিয়ম নাই।
  • a | 220.225.7.11 | ২৫ জুন ২০০৮ ১৮:৩৫450428
  • অজ্জিতদা কি সুপ্রতিম বাবুর সাথে কাজ করছো?

    ভালো কাজ শুনেছিলাম,কিন্তু করার ক্যাপা নাই(আমার)
  • Arijit | 61.95.144.123 | ২৫ জুন ২০০৮ ১৮:৪৫450429
  • বিগটেবলের ওপর হাডুপের HBase আছে - একই টাইপের জিনিস। সেটা ওপেন সোর্স। এছাড়া কলাম ডেটাবেজ নিয়ে অনেককিছু দারুণ ইন্টারেস্টিং জিনিস পেলাম - সি-স্টোর, এর ওপর ভিত্তি করে ভার্টিকা - স্টোনব্রেকার মশাইয়ের কোং - ফাটাফাটি কনসেপ্ট।

    অয়ন - হ্যাঁ। আমি আর সুপ্রতিম একসাথে কাজ করি - ইনফ্যাক্ট পাশাপাশি বসি, দুজনেরই কত্তামশায় এখানকার r&d টিমের বড়কত্তা।
  • Arpan | 122.252.231.206 | ২৬ জুন ২০০৮ ২৩:৫৭450430
  • কেউ ADABAS-এ কাজ করেছে? করে থাকলে প্লিজ হেল্পান।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুলাই ২০০৮ ১৭:৫১450431
  • ওপেন সোর্স ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার - http://www.virtualbox.org/wiki/VirtualBox
  • Arijit | 61.95.144.123 | ১৫ জুলাই ২০০৮ ১৭:০৬450432
  • লেটেকপ্রেমীদের জন্যে আরো একটা - http://www.lyx.org

    বিরাট অ্যাডভান্টেজ হল এর মধ্যে বেশ কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে - যেমন IEEETran বা ACM ইত্যাদি। পাতি আর্টিকল হিসেবে লিখতে শুরু করলেন, সেটিং-এ গিয়ে ডকুমেন্ট ক্লাস পাল্টে IEEETran করে আবার পিডিএফলেটেক করলে আপসে পুরো ফরম্যাটিং পাল্টে যাবে।

    তাছাড়া সেকশন/সাবসেকশন আর আলাদা করে কম্যান্ডটা দিতে হয় না, মেনু থেকে সিলেক্ট করে দিলেই হয় - প্রায় সবকটাই এরকম।

    স্পেশ্যাল লেটেক কম্যান্ড আলাদা করে লাগানো যায়।

    ফিদা হয়ে যাবার মতন জিনিস।
  • X | 61.95.144.123 | ১৫ জুলাই ২০০৮ ১৭:৩৫450433
  • তুললাম।
  • Somnath | 117.194.198.84 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩০450435
  • হ্যাঁ। সেই ছবি এডিট আর ক্রপ করার সফটওয়্যারটার নাম। এখানে লিখে দিন। ভাটে লেখা হয়েছিল আর, যেমন হয়, যথারীতি হারিয়ে গেছে।

    পিকচার এডিটর সফটওয়ার =
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন