এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৯০৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.115.2.75 | ০৫ আগস্ট ২০১৫ ১২:৩১683124
  • Even though Kolkata-based United Bank of India, a weak institution on account of high bad loans, had classified Mallya as a wilful defaulter in September last year, the decision was nullified by the Kolkata High Court on technical grounds.
    The court observed that the grievance redressal committee - the panel that declares a borrower defaulter - of the bank was not constituted as per regulatory guidelines set by the Reserve Bank of India (RBI). it had four members, while it should have had only three.
    After the order, the bank, which has about Rs 350 crore exposure to Mallya, has reconstituted the committee. However, it has not taken any further steps on due recovery from the flamboyant business man, let alone reclassify him as a wilful defaulter.
  • Sayantan | 233.29.204.178 | ০৫ আগস্ট ২০১৫ ১৪:০২683125
  • সবার পোস্ট পড়িনি । কিছুটা আলাদা একটা কথা বলি । আজ জানতে পারলাম আদানির কোল মাইনিং লাইসেন্সে ক্যান্সেল হয়ে গেছে অস্ট্রেলিয়া । এই কারবারের জন্যে পৃথিবীর কোনো ব্যাঙ্ক আদানি কে লোন দেয়নি বা দেওয়ার কথা ভাবাই নেই, প্রজেক্টের সব দিক বিচার করে । রাজী হয়েছিল শুধু ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI). মোদি আদানির বিজনেস তুলে ধরার জন্যে উঠে-পড়ে লাগে, এটা নতুন কিছু নয় । এই ক্ষেত্রেও sbiকে বাধ্য করেছে কাজটা করতে । কিন্তু সব ভালো যার শেষ ভালো । লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ায় এই প্রজেক্টে কোনোরকম কোনো টাকা ঢালা যাবেনা , ওখানকার সুপ্রীম কোর্ট রায় দিয়েছে । সুতরাং sbi-ও এই প্রজেক্টে এক পয়সাও sanction করবে না । বিজয় মাল্‌য়াকে দেওয়া হাজার হাজার কোটি টাকা এখনো উসুল হয়নি, সেই দগদগে ঘা sbi-er প্রোফাইলে আছে (!)। এই ক্ষেত্রে ব্যাড লোন্স এর প্রকোপ থেকে বেঁঁচে গেল sbi. Bad loans মানে , পাতি কথায়, লোনের পুরো টাকা বা আংশিক টাকাটা ফেরত না পাওয়া, এবং অনেক ক্ষেত্রে interest amount-tao ফেরত না পাওয়া । আদানির ক্ষেত্রে যা হত, যা হয়ে এসেছে, তা হল crony capitalism-ke তোল্লাই দেওয়া । শেষমেস দেখা যেত বেইল আউট, ট্যাক্স সপ ইত্যাদির ধামা ধরে আদানি পুরো লোনের টাকাই খাটিয়ে দিয়েছে এক পয়সাও না চুকিয়ে, উলটে আরো শুষে নিত । দিনান্তে পাব্লিক কোষাগারেই বিপুল বোঝা চাপতো । সে সব আপাতত হবে না । শান্তি ।
  • sm | 233.223.159.253 | ০৫ আগস্ট ২০১৫ ২৩:২৪683126
  • গত বছর শুধুমাত্র এসবিআইতে ৩ লক্ষ কোটি টাকার অ্যাসেট বেড়েছে, আর সব পাবলিক ব্যান্ক মিলে এনপিএ বেড়েছে ৫০ হাজার কোটি টাকা।
    ---
    S , বারবার অর্থহীন জোলো যুক্তি দেখাচ্ছেন। এস বি আই এর এসেট কত জেনে কি লাভ? এর মধ্যে টক্সিক এসেট কত সেটাই বা কি করে জানব? রিসেশনের আগে বৃটেনের গর্ব ছিল রয়াল ব্যান্ক অফ স্কট ল্যান্ড ।এসেটের পরিমান এস বি আই এর দশ গুনেরও বেশি ছিল।
    দেখুন কি করতে হয়েছিল । আপনি হাবে ভাবে প্রকাশ করেন, অর্থনীতি, ফিন্যান্স এগুলোর একটু খোঁজ খবর রাখেন; তা এই রকম রাবিশ বক্তব্য রাখেন কেমন করে?
    The bank was preparing to announce the biggest British corporate loss in history; the Treasury was about to underwrite £325 billion of RBS’s questionable assets; and even the Prime Minister had “gone white” when given details of the bank’s trading activities.
    ---
    মাল্য সাহেব ছাড়া এমন আর কটা কেস আছে? আর, সাত হাজার কোটি টাকা লোন দেওয়ার আগে ব্যান্ক গুলো এনাফ কোল্যাটারাল নেয়নি কেন? কেন শুধুমাত্র সরকারি ব্যান্ক্গুলো এতো লোন দিতে গেলো, প্রাইভেট আর বিদেশি ব্যান্কের শেয়ার কত ছিলো এই কনসর্টিয়ামে?
    ---
    এরকম কেস অনেক আছে। আর তাদের অনাদায়ী পরিমান টাও যথেষ্ট।এই গুলো গরীব গুর্ব কৃষকরা মিলেমিশে তৈয়ার করেনি।আর ব্যান্ক কেন কোল্যাটারাল না দেখে ঋণ দিল, সেটা ব্যান্ক কে জিগান।তারা যে দক্ষ নয়, একথা অন্তত বলা যায়। ওহ হ্যা,আই সি আই সি ব্যান্ক প্রায় হাজার কোটি মত ধার দিয়েছিল , সেই সময়। আবার,টপ ৩০ ডিফল্টারের ঋণের পরিমান দেখুন।
    In a separate reply, Sinha said that as per the data made available by the Reserve Bank the Gross NPAs of the PSU banks are Rs 2,60,531 crore as on December, 2014.

    Thus, the top 30 defaulters account for more than one- third of the total gross non-performing assets. In terms of percentage it amounts to 36.5 per cent.
    -
    না করলে ইকনমির সাইজ বাড়বে না। ইনফ্রাকস্ট্রাকচার ডেভালাপমেন্ট হবে না। আর এতো কিছু দিয়েও যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাই ইন্ডিয়ান গভমেন্ট এই খয়রাতি গুলো নিজেদের স্বার্থেই দেয়।
    --
    এটা আপনার যুক্তি ও দৃষ্টিভঙ্গি। আমার দৃষ্টিভঙ্গিতে ডেভেলপমেন্ট উল্টো কথা বলে । বরঞ্চ দু এক বছর কৃষকদের ঋণ মুকুব করলে পিটির দেওয়া তথ্য অনুযায়ী, হাজার হাজার কৃষকের মৃত্যু ঠেকানো যায়।খয়রাতি(শিল্পপতি দের জন্য) কোনো কাজের কথা নয়। সে জন্যই প্রশ্ন করেছিলাম, বিজয় মাল্য ঋণ চাইলে; আবার দেবার কথা ভাববেন?
    এদেশে কোম্পানির মালিক আর এভারেজ কর্মচারীর বেতনের ফারাক কয়েকশ গুন। সেখানে কতকগুলো চাকরি সৃষ্টি আর গাজর ঝুলন একই কথা।
  • S | 109.27.138.238 | ০৬ আগস্ট ২০১৫ ০০:২৯683127
  • ছোট্টো করে স্মাইলি।
  • PT | 213.110.246.230 | ০৬ আগস্ট ২০১৫ ০৮:৪৪683128
  • সব কিছু মেনে নিলেও বর্তমান অবস্থাতেই চাকরী সৃষ্টি না করে আর কি করা যেতে পারে? বিপ্লব তো এখনি হচ্ছে বলে মনে হচ্ছে না।
  • sm | 53.251.90.137 | ০৬ আগস্ট ২০১৫ ১১:০৮683129
  • The government has already proposed Rs 25,500 crore of extra spending through the supplementary demand, nearly half of which will go towards capital support to banks, which in turn is expected to help them lend more, sparking a virtuous growth cycle.

    http://economictimes.indiatimes.com/news/economy/policy/government-looking-to-spur-public-spending-to-provide-momentum-to-economy-arun-jaitley/articleshow/48367141.চমস

    এস বি আই এর আর্থিক স্বাস্থ্য খুউব ভালো। ২৭ লক্ষ কোটি টাকা এসেট ভ্যালু এখন আবার সরকার কে টাকা ঢালতে হবে! কিচ্ছু বলা যাবে না। ডেভেলপমেন্ট চলছে।
  • | 213.99.211.18 | ০৬ আগস্ট ২০১৫ ১৩:৩২683132
  • Name: sm

    IP Address : 233.223.159.253 (*) Date:04 Aug 2015 -- 11:55 PM

    পিটি, বোঝা যাচ্ছে, বাচ্চা বয়েসে আপনার কিছু বোধবুদ্ধি ছিল। গুরুদাস বাবুর বোধবুদ্ধি বড় বয়েস অবধিও বিদ্যমান ছিল এটাও বোঝা যাচ্ছে।
    -------------------

    কারোর বোধ-বুদ্ধি নিয়ে কমেন্ট করার কতো টা বুদ্ধির পরিচয়? ঃ)))
  • S | 109.27.138.238 | ০৬ আগস্ট ২০১৫ ১৪:১৯683134
  • বাপরে, লোক্জনের ব্যান্কিঙ্গ সিস্টেম নিয়ে যাস্ট কোনো আইডিয়া নেই, অথচ জবরদস্ত তক্কে নেমে যায় শুধু গলার জোড়ে। যেটা নিজে লিখছে, সেইটার মানেও বোঝে না। একটা ব্যালেন্স শীট কেমন দেখতে হয় সেইটাও জানে না। সেইটার বিভিন্ন আইটেমের কি মানে - এইগুলো তো ছেড়েই দিলাম। অথচ নিজেকে ফিনান্সের গুরু মনে করে ফেলে কতগুরু খবর পড়েই। আর কাকে এইসব গুলগাপ্পা দিচ্ছে, সেইটাও খেয়াল নেই। লোকের নিজের মুর্খতা প্রকাশ করার এমন তাড়া দেখে বিস্মিত হই। সবই কি আর গাস ফুল চিবানো।
  • PM | 116.79.29.251 | ০৬ আগস্ট ২০১৫ ১৪:৪৮683135
  • অরিজিত মার্ক টোয়েনের যে কোটটা দিয়েছিলো একই ব্যক্তিকে নিয়ে সেটা আর একবার দি-

    “Never argue with a fool, onlookers may not be able to tell the difference.”

    মার্ক টোয়েনের আরেকটা কোট-ও খুব রেলিভেন্ট-

    All you need in this life is ignorance and confidence, and then success is sure :).
  • ছোট্টো জিজ্ঞাসা | 148.227.189.9 | ০৬ আগস্ট ২০১৫ ১৫:১৫683136
  • অরিজিতকে রেফার করার আগে জেনে নিয়েছেন তো যে উন্নয়নের অজুহাতে শিল্পপতিদের ঋণ মকুব করা, ট্যাক্স ছাড় দেওয়া - এসব ব্যাপারে অরিজিত আপনার বা S এর সাথে একমত কিনা?

    এঁড়ে তর্ক, নির্মল আনন্দ - এগুলো sm এর একার ডিপার্টমেন্ট নয়। আপনাদের মত 'উন্নয়ন'বাদী ফান্ডামেন্টালিস্টরাও দৌড়ে খুব একটা পিছিয়ে নেই। বিশেষতঃ যাঁরা আবার সিপিএম সমর্থকের মুখোশ পরে মার্কেটের ভজনা করে থাকেন। সে করুন। শুধু দল পাকানোর আগে একটু ভেরিফাই করে নেবেন, যাতে করে সেমসাইড না হয়।
  • Direwolf | 125.112.74.130 | ০৬ আগস্ট ২০১৫ ১৫:৪৭683137
  • ছোট্ট ক্ল্যারিফিকেশনঃ মার্ক টোয়েনের কোটেশনটা অন্য কেউ মনে করিয়ে দিয়েছিলেন, সম্ভবত কোনো হিতৈষীই হবেন।
  • sm | 233.223.153.3 | ০৬ আগস্ট ২০১৫ ১৬:৪৭683138
  • RBS , নর্দার্ন রক, গোল্ড ম্যান স্যাক ডুবে যাবার আগের দিন অবধি স্বঘোষিত ফিনান্স গুরু রা বুঝিয়েছিল; এদের আর্থিক স্বাস্থ্য দারুন। কতকগুলো টার্ম শিখে আর জার্গন ঝেড়ে তো আর রিসেশন পিছিয়ে দেওয়া যায়নি। তাই S কে প্রশ্ন, যুক্তি দিয়ে বোঝান। এপর্য্যন্ত ভাটই বকেছেন।
    যেমন ক্রমাগত এস বি আই এর কত লাভ, এসেট ভ্যালু এগুলো দেখিয়ে চলেছেন। এতে করে তো আর ব্যাঙ্কের অদক্ষতা আর দুর্নীতি ঢাকা যাবেনা।
    ---
    এখানে কয়েকজন মিলে নিন্মশ্রেনীর পপিচু চালিয়েই যায় ও যাবে । ওতে করে বিশেষ সুবিধে হবে না। এটা পি এম কে বললাম।
  • sm | 233.223.153.3 | ০৬ আগস্ট ২০১৫ ১৬:৫২683139
  • সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ তথা জাতীয় অধিকর্তা স্যমন্তক দাস এবং পূর্বাঞ্চলীয় কর্তা অভিজিৎ দাস আর্থিক পরিস্থিতি এবং কর্মসংস্থানের অভাবকেই এই অবস্থার জন্য দায়ী করছেন। স্যমন্তকবাবু মনে করছেন, কর্মসংস্থান বাড়াতে হলে ইনফোসিস-সহ তথ্যপ্রযুক্তি শিল্পের আরও ব্যাপ্তি ঘটাতে হবে। প্রয়োজনে এই সব শিল্পকে বিশেষ আর্থিক অঞ্চলের (এসইজেড) তকমা দেওয়া জরুরি। উল্লেখ্য, রাজ্য সরকার এসইজেডের বিরোধী। এবং সেই জটেই আটকে রয়েছে ইনফোসিসের প্রকল্প।
    ---
    ফালতু রিপোর্টিং। আলটিমেটলি বোঝা গেল, ব্যথা কোথায়।
  • PM | 59.14.151.143 | ০৬ আগস্ট ২০১৫ ১৭:১১683140
  • Name: ছোট্টো জিজ্ঞাসা

    IP Address : 148.227.189.9 (*) Date:06 Aug 2015 -- 03:15 PM

    "অরিজিতকে রেফার করার আগে জেনে নিয়েছেন তো যে উন্নয়নের অজুহাতে শিল্পপতিদের ঋণ মকুব করা, ট্যাক্স ছাড় দেওয়া - এসব ব্যাপারে অরিজিত আপনার বা S এর সাথে একমত কিনা?"

    এসব নিয়ে আমি একমত একথা আপনাকে কে বলল? রাজনৈতিক ভাবে কারোর সাথে একমত /দ্বিমত হবার সাথে কারুর IQ র কোনো যোগাযোগ নেই। ওটা ব্যক্তিগত অ্যাসেট। কাল্লোলবাবু, রন্জনবাবুর সাথে আমার মতের বিন্দুমাত্র মিল নেই। অনেকবার এই পাতায় হাতাহাতি হয়েছে। তাতে কি? ওনাদের পয়েন্ট অফ ভিউ খুব-ই জরুরী আর রেলিভেন্ট।

    এই পাতায় একমাত্র পাইকেই আমি দেখেছি বই মেলার সুত্রে। বাকি কাউকে আমি বিন্দুমত্র চিনিনা। সুতরং জোট বাধার প্রশ্ন নেই।

    বাকি সকলে "বালখিল্য", "আট ভাট"/বাল বীচি বকছে" এই সব কমেন্ট করলে কারুর নিজের বক্তব্যের লেভেলটাকে যে জায়্গায় রাখার কথা , সেই তুলনায় IQ যদি নেগেটিভে চলে তাহলে সেটা চিন্তার কথা।

    যাই হোক, যেহেতু মার্ক টোয়েনের বানী ওনার ক্ষেত্রে ভীষন প্রযোজ্য এটার ব্যাপারে নিশ্চিত হয়েছি, তাই আমার আর কোনো সমস্যা নেই।
  • সিকি | ০৬ আগস্ট ২০১৫ ১৭:১৯683141
  • পিএম,

    সব বক্তব্যের কি উত্তর দিতেই হয়? বিশেষত এই ধরণের নিকের আড়ালে করা উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্নগুলোরও? ইগনোর করা যায় না?
  • S | 109.27.138.238 | ০৬ আগস্ট ২০১৫ ১৭:৩২683142
  • বাপরে, মুর্খতার নিদর্শন ক্রমাগত চলছে।
    ১) গোল্ডম্যান স্যাক্স ডুবে গেছিলো? কেন ডোবেনি? সেই খবরও রাখেনা। আরে এর জন্যে তো উইকিপিডিয়াই যথেষ্ট।
    ২) "sparking a virtuous growth cycle."
    virtuous মানে কি? তার জন্যেও লিন্ক দিলামঃ http://www.thesaurus.com/browse/virtuous
    আগে ভাবছিলাম শুধু ফাইনান্স শেখালেই হবে, এখন দেখছি ভাষাটাও শেখাতে হবে।
    ৩) ক্রিসিল এই কয়েকদিন আগেই এসবিআই-এর রেটিঙ্গ রিঅ্যাফার্ম করলো।
    ৪) ইকুইটি ইনফুইশন করা হয়েছে যাতে এসবিআই আরো বেশি করে লোন দিতে পারে, সেইজন্যে। ব্যান্কের কাজ হোলো লোককে আর কোম্পানিদের লোন দেওয়া। এখন এইটাও বোঝাতে হচ্ছে।
    ৫) এসবিআইয়ের এনপিএ কয়েক হাজার কোটি টাকা। আমার পাড়ার ব্যান্কের এনপিএ কয়েক কোটি টাকা। কোনটা বেশি রিস্কি? এইটার জন্যে তো পুরো অ্যাসেট ভ্যালু জানতে হবে। এনপিএর এ হোলো অ্যাসেট।
    ৬) প্রথমত আমি একবারও লাভের কথা বলিনি। তবুও বলছি কোনো ব্যান্ক যদি এতো লাভ করতে থাকে, তার পরেও বলতে হবে যে সে খারাপ ব্যান্ক। যুক্তির বান ডেকেছে।
    ৭) দুর্নীতি যদি থাকে সেইটা তো সরকারের লেভেলে। সরকার ব্যান্ককে জবরদস্তি ভুলভাল যায়গায় লোন দিতে বলে। সেই যুক্তি অনুযায়ী চললে সেক্ষেত্রে স্টেট ব্যান্ককে পুরোপুরি বেসরকারী করে দিতে হয়।
  • 4z | 79.157.35.160 | ০৬ আগস্ট ২০১৫ ১৭:৫৪683143
  • S কে একটা ছোট্ট করে বেস্ট অফ লাক।
  • sm | 233.223.153.3 | ০৬ আগস্ট ২০১৫ ১৮:৩১683145
  • পি এম, আবার ফালতু যুক্তি সাজাচ্ছে। আগের দিন মার্ক টোএন এর বাণী দিয়েছিল, মার্ক টোএন , নামধারী কোনো নিক। তা, পি এম জানলেন কি করে ওটা অরিজিত নামধারী কারোর বক্তব্য। আবার সাফাই আমি দল পাকাই না। সাফাই দেবার দরকার টা কি?'আমি কাহাকেও জানি না, খালি বইমেলা সুত্রে; ইত্যাদি প্রভৃতি।
    এটা একেবারেই বালখিল্য ও সেম সাইড যুক্তি মনে হচ্ছে।আদ্যপান্ত রাবিশ।
    দ্বিতীয়, নিজেই নিজের আগেকার পোস্ট পড়ে দেখে নেবেন কি কি লিখেছিলেন। বাজে বকলে বাজে উত্তর পাবেন ।
  • | 77.98.72.126 | ০৬ আগস্ট ২০১৫ ১৯:০৯683146
  • "ভগবান এদের তুমি ক্ষমা করো এরা জানে না এরা কী বলছে!!" -
  • potke | 126.202.124.136 | ০৬ আগস্ট ২০১৫ ১৯:২৩683147
  • ঃ)
  • ঊমেশ | 118.171.128.168 | ০৬ আগস্ট ২০১৫ ১৯:৩১683148
  • এখানে যারা একটু পুরোনো, সবাই জানে অরিজিৎ নাম বদলে বদলে লেখে, আর নামটা দেখলে মোটমুটি ধরা যায়, ওটা অরিজিৎ। একটা প্যাটার্ন আছে।

    অরিজিতের বিভিন্ন নাম নিয়ে একটা টই পর্যন্ত আছে। তাতে সব নামের লিস্ট আছে।
  • ডাক পিওন | 99.187.142.208 | ০৬ আগস্ট ২০১৫ ১৯:৪২683149
  • কিন্তু চৌত্রিশ বছরে কেন টার্নিং রেডিয়াস কমে নি? কোই আত্মসমীক্ষা?
  • sm | 233.223.157.186 | ০৬ আগস্ট ২০১৫ ১৯:৪৮683150
  • তাতে কি প্রমান হলো? আমার বিশ্বাস,আমি কোনো বক্তব্য রাখব; আর জনৈক একজন (যদিও এখানে রং নাম্বার হয়েছে বোধ হচ্ছে) আমার পিঠ চুলকে যাবে। এটাকেই মনে হয় দল পাকানো বলে।
    আমার ব্যক্তিগত ভাবে, দল পাকানো না পাকানো তে কিছুই এসে যায় না; কিন্তু সাফাই দেওয়া টা বিরক্তিকর লাগে ।
  • cm | 127.247.201.36 | ০৬ আগস্ট ২০১৫ ২০:০৩683151
  • টই এর পরে টই ম্যান অফ দি ম্যাচের শিরোপা একজনই পাচ্ছেন।
  • sm | 233.223.157.186 | ০৬ আগস্ট ২০১৫ ২০:০৬683152
  • S&P said its outlook on the 11 banks (State Bank of India, ICICI Bank, Bank of India, HDFC Bank, Union Bank of India, Axis Bank, IDBI Bank, Indian Overseas Bank, Indian Bank, Syndicate Bank and Kotak Mahindra Bank) that it rates in India is negative to reflect the outlook on the sovereign credit rating on India.

    The ratings agency said “We believe the stand-alone credit profiles and ratings on Indian banks are also sensitive to deterioration in their asset quality, and capital and earnings.

    “The capitalisation of the banks could deteriorate if they are unable to raise enough capital to compensate for their growth or weak earnings.”
    নিন আর একটি নামজাদা রেটিং এজেন্সির রিপোর্ট।এস বি আই কে কি চোখে দেখে,মিলিয়ে নিন। কথা হচ্ছিল এস বি আই এর ব্যাড লোন নিয়ে, তা, আপনি কোত্থেকে ওর এসেট ভ্যালু ২৭ বিলিয়ন,এসব নিয়ে এলেন , কত প্রফিট তাও নিয়ে এলেন । তুলনায় এন পি এ কে, পি নাট বোঝাতে চাইলেন। কিন্তু কথা হলো এন পি এ যদি এতই পি নাট হয়; তাহলে অর্থ মন্ত্রক এত দুশ্চিন্তা গ্রস্ত কেন আর বাসেল ৩ পূর্ণ করার জন্য সামান্য টাকা অর্থমন্ত্রকের কাছ থেকে এস বি আই কে নিতে হয় কেন? নিজেই তো এই সামান্য টাকা যোগাড় করে নিতে পারে?
  • সিকি | ০৬ আগস্ট ২০১৫ ২০:১৮683153
  • পক্ষীরাজ যদি হবে তো ন্যাজ নেই কেন?
  • adhuli | 132.177.104.184 | ০৬ আগস্ট ২০১৫ ২০:২৮683154
  • ন্যাজ টা তো পেছনেই আছে। একটু হাত দিয়ে দেখলেই হয়।
  • S | 109.27.138.238 | ০৬ আগস্ট ২০১৫ ২০:৩৯683156
  • 1) CRSIL is a subsidiary of S&P. S&P owns more than 50% of CRISIL. CRISIL undertakes the ratings of Indian corporations etc. on Indian benchmark (rating scale); the ratings of Indian corporations by S&P are on global benchmark.

    First of all, this report was published last year in the month of February. You purposefully ignored these two points/ you have no idea about credit ratings:
    2) "This is following an outlook revision on the sovereign credit rating on India (BBB-/Stable/A-3), the US-based rating agency said in a statement."
    3) "Standard & Poor's does not rate Indian banks and financial institutions above the rating on the sovereign because of the direct and indirect influence that the sovereign in distress would have on a bank's operations, including its ability to service foreign currency obligations."

    Why total asset is important to understand NPA (non performing assets):
    4) Let's say there are two banks: Bank A and B. Bank A has an NPA of 1000 crores, Bank B has NPA of 10 crores. But the total assets of Bank A is 100,000 crores and that of Bank B is 50 crores. Which one's asset quality is poorer?

    তাহলে অর্থ মন্ত্রক এত দুশ্চিন্তা গ্রস্ত কেন আর বাসেল ৩ পূর্ণ করার জন্য সামান্য টাকা অর্থমন্ত্রকের কাছ থেকে এস বি আই কে নিতে হয় কেন? নিজেই তো এই সামান্য টাকা যোগাড় করে নিতে পারে?
    5) Since SBI is the most important lending institution in India, therefore government would always like to play important roles in it. And the fact that government is concerned about the most important financial institution of India is perhaps a great thing. And it is well known that the SME and min-size corporations (for SBI) have a very high NPA, compared to Large corporates (~0.5% NPA).

    6) It seems like you have not read the very article that you were referring to. First, this article does not talk anything about Basel III (maybe I missed it). Second, Indian government is infusing the capital so that they can spur government spending (jut read the title of the news article).

    7) The same article reads "The government will infuse Rs 70,000 crore into state-run banks in four years and they will raise another Rs 1.10 lakh crore from the market."
    Therefore, the banks are actually raising pretty decent amount of money from the market. But since these banks are still government promoted bank and GOI is the majority shareholder, the government needs to infuse equity so that the path of raising capital from market becomes smoother. Such equity infusion will also ensure that the government's ownership in these banks does not fall.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন