এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৭৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ০৩:২৫683291
  • "ভারতবর্ষও তো সাম্যবাদের তীর্থ হয়ে ওঠেনি, তাইলে যারা সাম্যবাদে বিশ্বাস করে, তাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিৎ?"

    হা হা। মেনে নিলাম। ভারতবর্ষ তো এখন ক্যাপিটালিজমের নতুন সফল মডেল মহায়। চীনকে পিছনে ফেলে আগামী দুদশক (মোদিজীর অশেষ কৃপা যে তিনি প্রধান মন্ত্রী হতে রাজি হয়েছেন) ধরে ধ্বজা ওড়াবে।

    আমি তো বলছি সাম্যবাদে বিশ্বাসটাই না করতে ঃ)
  • Atoz | 161.141.84.176 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৩১683292
  • সাম্যবাদ ফাম্যবাদ সব বাদ্দিন। গুল্লি মারুন। ঃ-)
    খাটুন, কামান, খান দান, পান করুন, মৌজ করুন, বেড়ান, খেলুন।
    ঃ-)
    এইগুলো করার ব্যব্স্থাটা কিন্তু ক্রমাগত ঠিক রেখে যেতে হবে, সেইটা সোজা কাজ না।
    ঃ-)
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৪০683293
  • আর কবে সমাজ পরিবত্তন হবে, তখন সব ঠিক হবে ভেবে অন্যের জীবনে কাঠি করে গেলাম, তাকে এই সিস্টেমের মধ্যেও কি করে ভালো রাখা যায় সেই কথা ভাবলাম না; অথচ নিজে কিন্তু এই সিস্টেমের সব সুযোগ সুবিধে নেবো - কি বলবো?
  • Atoz | 161.141.84.176 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৪৪683295
  • মাণিক বন্দ্যো একে কইতেন "রক্ষাকর্তার পিতৃত্ববাদ" ঃ-)
  • aranya | 83.197.98.233 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৪৪683294
  • এস, 'বাবু'-টা বাদ দিতে পারেন।

    "এদিকে আমি এটাও চাই যে সমাজে সবাই যেন সমান সুযোগ-সুবিধা পায়, কেউ যেন এক্সপ্লয়েটেড না হয়"

    - কোন মেইন স্ট্রীম সমাজ ব্যবস্থায় এখনও অব্দি হয় নি। কিছু আদিবাসী সমাজে এমন-টা ছিল বলে শুনি।

    কোথাও, কখনও না হলেও মানুষ তো স্বপ্ন দেখতে পারে। নিজের লোভ বা শখ-এর জন্য টাকা খরচ করছি + সাম্যের স্বপ্নও দেখছি - এ দুটোর মধ্যে কি কন্ট্রাডিকশন আছে? থাকলে থাকুক, কন্ট্রাডিকশন আছে বলেই মানুষের মধ্যে এত বৈচিত্র

    ভন্ডামি শম্দ-টায় আপত্তি আছে, এইটুকুই। তা বাদে আপনি কল্পনাবিলাসী, অবাস্তব চিন্তা করুয়ে ইঃ বলতে পারেন :-)
  • aranya | 83.197.98.233 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৪৫683297
  • 'অন্যের জীবনে কাঠি করে গেলাম' - ??!!!!
  • Atoz | 161.141.84.176 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৪৫683296
  • আমার আগের পোস্ট S এর উত্তরে।
  • Atoz | 161.141.84.176 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৫০683299
  • "কাঠি করে গেলাম" না বলে "ভুল বুঝিয়ে গেলাম" হতে পারে। "ভাইসব তোমরা এক হও, তোমরা লড়ো, লড়াই লড়াই লড়াই চাই"(এদিকে নিজে দিব্যি সুট করে কেটে পড়ে সাজগোজ নাচগান খানাপিনা গয়নাপাতি সবই চালিয়ে গেলাম ) এইরকম কায়দাগুলো ও একধরণের কাঠি করা হতে পারে (না ও হতে পারে অবশ্য, হয়তো সত্যি সত্যি লড়াইয়ে সামিল কেউ কেউ থাকতে পারেন)।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৫০683298
  • অবশ্যই স্বপ্ন দেখুন। কদিন আগেও কারা যেন স্বপ্ন দেখাচ্ছিলোঃ আচ্ছে দিন আয়েগা। আমার আপনার সেই বিলস করার সুযোগ আছে। কিন্তু যাদের নেই, তাদের ক্ষেত্রে সেই কল্পনা তো বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে।

    এই দেখুনঃ http://timesofindia.indiatimes.com/tech/tech-news/Boost-for-Make-in-India-Foxconn-to-invest-5-billion-in-Maharashtra/articleshow/48401904.cms
    এখন এই প্রজেক্টেও যদি ব্যাগরা দেওয়া হয়, লোকজন নিস্চই খুব খুশিই হবেন।
  • aranya | 83.197.98.233 | ১০ আগস্ট ২০১৫ ০৩:৫৬683301
  • জন্মসূত্রে প্রিভিলেজড পজিশনে আছে এমন মানুষ ছাড়া অন্যদের এই সিস্টেমের মধ্যে ভাল রাখা খুব কঠিন, প্রায় অসম্ভব - কেউ কেউ এমন ভাবে।

    যারা এমন ভাবে তাদের মধ্যে কেউ কেউ প্রিভিলেজড ক্লাসে জন্মেছে এবং নিজে ভাল থাকার জন্য এই সিস্টেমের সব সুযোগ সুবিধে নিচ্ছে + নন প্রিভিলেজড লোকদের ভালর জন্য সমাজ পরিবর্তনও চাইছে

    এনি কন্ট্রাডিকশন?
  • Atoz | 161.141.84.176 | ১০ আগস্ট ২০১৫ ০৪:০০683303
  • তাদের জন্য
  • Atoz | 161.141.84.176 | ১০ আগস্ট ২০১৫ ০৪:০০683302
  • কট্টরেরা বলতেই পারেন প্রথম অংশটা মুশকিলের। সব সুযোগ সুবিধে ত্যাগ করে নন-প্রিভিলেজড দের মধ্যে নেমে এসে তাদের সব সুখদুঃখের ভাগ নিয়ে জন্য লড়াই করলে তবেই সেটা খাঁটি।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ০৪:০৮683304
  • আবারও পরিবত্তন। লোকে তো এক পরিবত্তনেই হাঁপিয়ে উঠছে ঃ)

    প্রবলেম একটাইঃ যতদিন না ঐ স্বপ্নের পরিবত্তন আসবে ততদিন আমি ভালো থেকেই যাবো। ফলে একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকছেই। আরে এই জন্যেই তো লোকে রাজ্যে পরিবত্তন করলো যে দাদারা যা আমাদের করতে বলেন, নিজেরা তাহার ঠিক উল্টোটি করেন। মানে স্টেটাস কুও মেইন্টেইন করার একটা অদম্য ইচ্ছে থেকেই যায়। ব্যক্তিবিশেষে নয়, জেনেরালি। যেটা সিঙ্গুর আন্দোলনেও মনে হয়েছিলো। ঐ কারখানা না হওয়ার ফলে ওখানকার কৃষকদের কোনো লাভ হয়েছে কি? কিন্তু বাইরে থেকে যারা আন্দোলনে যোগ দিয়েছিলো, তাদের অনেকেই আখের গুছিয়ে নিলো। টাটাদের যে আল্টিমেটলি কোনো ক্ষতি হবেনা, সেটা সক্কলেই জানে।
  • lcm | 118.91.116.131 | ১০ আগস্ট ২০১৫ ০৭:১৬683306
  • আমেরিকায় যারা থাকে তারা যদি হিন্দুস্তান বা টাটা মোটর্‌স এর সমালোচনা করে তাইলে তারা হল গিয়ে হিপোক্রিট - এই তো।
    তা বেশ তো।
    ঠিক কোন অক্ষাংশ-দ্রাঘিমাংশে থেকে সেটা হিপোক্রেসি মনে হবে না, সেটা একটু শুনি। ধানবাদ-এর খনি শ্রমিকদের মধ্যে দাঁড়িয়ে, নাকি, জার্মানিতে কার্ল মার্ক্স-এর জন্মস্থানে গেলে।

    অবশ্য তোমরা তো মার্কিন যুদ্ধের সমালোচনা করবার সময় বাগদাদ-এর হোটেল থেকে সেটা করো - মানছি।
    বা, হিন্দ মোটর্‌স এর ফেভারে কথা বলার আগে নিজেরা ম্যনুফ্যাকচারিং কোম্পানী খুলে চালিয়ে ভালো করে বুঝে শুনে তবেই বক্তব্য রাখো - সেটাও মানছি।
  • a | 208.7.62.204 | ১০ আগস্ট ২০১৫ ০৭:৫৬683307
  • এতদিন পিটি এবং কিছু আরবিট নিকের থেকে যে বক্তব্যগুলো আসতো, খুব আনফরচুনেট যে সেগুলো এখন সো কলড সেন ভয়েসের থেকেও আসতে শুরু করেছে। হিপোক্রিসিটা আরো বেশী বেশী লোকের চোখে পড়ে যাচ্ছে কি? শাক দিয়ে আর ঢাকা যাচ্ছেনা?
  • Direwolf | 117.167.108.185 | ১০ আগস্ট ২০১৫ ০৭:৫৯683308
  • আচ্ছা, আপনারা ব্যান্ডপাস ফিল্টারের কথা জানেন?
  • PT | 213.110.246.230 | ১০ আগস্ট ২০১৫ ০৮:০২683309
  • "খুব আনফরচুনেট" কেন?
  • lcm | 118.91.116.131 | ১০ আগস্ট ২০১৫ ০৮:০৪683310
  • "সেন ভয়েস"-ই বা কেন?
  • PT | 213.110.246.230 | ১০ আগস্ট ২০১৫ ০৮:২১683312
  • "আমেরিকায় যারা থাকে তারা যদি হিন্দুস্তান বা টাটা মোটর্‌স এর সমালোচনা করে তাইলে তারা হল গিয়ে হিপোক্রিট "

    ঠিক বোধহয় তা নয়। এমনটি হওয়ার কথাও ছিল না।

    এই ফোরামের সমস্যাটা খুব স্পেসিফিক। "দ্বিচারিতা" সংক্রান্ত ব্যাপারটি উঠে আসছে বার বার কারণ অনেকেই আগল ছাড়া ইম্প্রা্টিকাল সমালোচনা করতেন বাম নেতাদের। পড়লেই বোঝা যেত যে তাঁরা তাঁদের বহুদিনের পুষে রাখা রাগ-ক্ষোভ-ঘৃণার (ব্যক্তিগত?) আবর্জনা বাইটে বাইটে ডাম্প করছেন।

    যে যুক্তিতে থুতু ওপর দিকে মুখ করে তাঁরা ছুঁড়েছিলেন সেগুলো, পরিবর্তনের ধুলো থিতিয়ে যাওয়ার পরে, তাঁদের দেখানো পথ ধরেই এখন তাঁদের মুখেই বৃষ্টি হয়ে ফিরে আসছে।
  • sm | 233.223.159.108 | ১০ আগস্ট ২০১৫ ০৮:৫১683313
  • পিটি কে নিয়ে মহামুশকিল, থুতু ওপর দিকে ছুরবেই। এখানে আগল ছাড়া ইমপ্র্যক্তিকাল আলোচনা যদি,আপনার আপত্তি হয়; তাহলে তো কিউবার দুখ্খোমোচন , ভিয়েত নাম লাল সেলাম, শ্রমিক দের পাওনা গন্ডা মিটিয়ে দাও, করছিনা করবনা, করতে সিদ্ধ হস্ত আপনার প্রিয় বামেরা দিবা নিশি একই জিনিস প্র্যাকটিস করে গেছেন। আপনিও হয়ত তাই করেছেন। তাহলে থুতু এখন কোথায়?
  • sm | 233.223.159.108 | ১০ আগস্ট ২০১৫ ০৮:৫৯683314
  • S , এর পোস্ট গুলো পড়ে দুটো চকলেট ধরাতে ইচ্ছে করছে। যেইনা লসাগু বলেছে, নাইভ কমেন্ট , অমনি ঠোঁট ফুলিয়ে; -কি আমার প্রোফাইল জানেন? জানেন, আমি কত দিগ্গজ?
    আবার পিনাকীর পোস্টার উত্তরে,কত কথা- সাম্যবাদী,শ্রমিক দরদী অথচ; বিদেশে প্রপার্টি কেনা, শেয়ার এ টাকা ঢালা,প্র্যাকটিস বিফোর প্রীচ আরো কত কি?
  • PT | 213.110.246.230 | ১০ আগস্ট ২০১৫ ০৯:০০683315
  • টইটায় তল্লাশী চালালে দেখতেই পাবেন যে থুতু কোথায় পড়ছে। অবিশ্যি অনেকে গায়ে মুখে থুতু পড়লেও বুঝতে পারেনা-মুখ ওপর দিকে করে থুতু ছঁড়তেই থাকে।
    তাদের কথা আলাদা।
  • sm | 233.223.159.108 | ১০ আগস্ট ২০১৫ ০৯:০৯683316
  • ওহ, হ্যা আর একটা কথা পুনে তে ফক্সকন, যদি ইনভেস্ট করে; সেটা খুব ভালো খবর। কিন্তু যদি জোর করে মহারাষ্ট্র গভ, চাষীদের জমি কেড়ে নেয়; সেটা আরো খারাপ খবর হবে। তাতে ফক্সকন চলে গেলেও কুনো দুখখো ণেই।ঠিক যেমন টাটা রা চলে গেছিল, পব থেকে। এটা কোনো ব্যগ্র পন্থীর নিদান নয়; এটাই হওয়া উচিত।
    আজকে সিঙ্গুর ঘটনা হয়েছিল বলে, চন্দ্রবাবুর দৃষ্টান্ত চোখে পড়ছে। দেখাযাচ্ছে জোর না করেও জমি নেওয়া যায়।ভুল স্বীকার করায় কোনো লজ্জা ণেই। লিংক টা আবার দিলাম ।

    জমি নিয়ে
    http://www.anandabazar.com/national/chandrababu-takes-startegical-step
    -to-arrange-land-from-farmers-for-proposed-capital-1.190480
  • pi | 192.66.12.252 | ১০ আগস্ট ২০১৫ ০৯:১৩683318
  • যারা প্রিভিলেজড, তারা চাইছে, না পাওয়া লোকজনও কিছু প্রিভিলেজ পাক, ব্যাপারটা এভাবেও তো দেখা যেতে পারে ?
    সবাইকে আনপিভিলেজডদের মত খারাপ থাকতে হবে, এটা লখ্য নাকি সবাই কিছু প্রিভিলেজ পাক, সবার কিছু চয়েজ থাকুক, এটা কাম্য ?
    যারা সিইও দের আকাশচুম্বী মাইনে নিয়ে গলা ফাটাচ্ছে, তারা মিনিমাম ওয়েজ বাড়ান্নো নিয়ে বা সারপ্লাস চুরি নিয়ে কিছু বলছেন না ? এই সিস্টেমেই আনপ্রিভিলেজড লোকজনের অবস্থা বেটার করার কথা ভেবে কিছু বলছেন না, ধরে নিচ্ছেন কেন ? ব্যাগড়া মানে সেটা আর পাঁচজনের ভাল থাকা, পরিবেশের ভাল, লংটার্মে সবার ভাল, শুধু এটা ভেবেই তো না, যারা স্টেকহোল্ডার, তাদেরও ভালো হোক, এই ভাবনাটা থাকেনা, কীভাবে বলছেন ? এবার এই 'ভালো' হওয়া বা থাকার সংজ্ঞা নিয়ে, বাসতবে কোন ক্ষেত্রে আদোয় ভালো কিছু করা গেল কিনা, সে নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এখানে তো উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠে আসছে। এই 'কাঠি করা' বা আরো অনেক টার্মের ব্যবহার দেখে সেটাই মনে হচ্ছে।

    আর এনিয়ে আগেও তর্ক হয়েছে। সৈকতদার লেখা থেকে একটা অংশ তুললাম। 'কাঠি করা' ভার্সেস 'সহনীয় করে তোলা' ঃ

    'বৈধতা দানের প্রসঙ্গে অর্পিতা ‘সারপ্লাস চুরি’ জাতীয় কয়েকটি মার্কসীয় অনুষঙ্গের ব্যবহার করেছেন। তাই এই ব্যাপারে একটি প্রাসঙ্গিক মার্কসীয় যুক্তিও ব্যবহার করার লোভ সংবরণ করা যাচ্ছেনা। মার্কসবাদীরা তাত্ত্বিকভাবেই ‘পুঁজিবাদী’ ব্যবস্থা ও বাজারের আধিপত্যের বিরুদ্ধে। কিন্তু মার্কসবাদের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত মার্কসবাদীরা চালু ব্যবস্থাকে অক্ষত রেখে তার মধ্যেই মধ্যেই ট্রেড-ইউনিয়ন নামক একটি সংগঠন তৈরি ও তার অধিকার রক্ষার পক্ষে সরব থাকেন, যদিও ট্রেড ইউনিয়নের প্রাথমিক কাজই হল চালু ব্যবস্থার মধ্যেই একটু অর্থনৈতিক দরাদরি করা। ‘সারপ্লাস চুরি’কে বন্ধ না করে, কেবল একটু কমিয়ে ব্যবস্থাটিকে সহনীয় করে তোলা। বর্তমান ব্যবস্থাকে ‘সহনীয়’ করে তোলা হবে, বা ব্যবস্থা ও বাজারকে ‘বৈধতা’ দেওয়া হয়ে যাবে এই ভয়ে মার্কসবাদীরা কখনও ট্রেড ইউনিয়ন করা থেকে বিচ্যুত হননি। বরং এই ব্যবস্থার মধ্যে থেকেই ‘আশু’ কর্তব্য হিসেবে ব্যবস্থাটিকে কিঞ্চিৎ ‘সহনীয়’ করে তোলার চেষ্টা করেছেন।'
  • sm | 233.223.159.108 | ১০ আগস্ট ২০১৫ ০৯:১৩683317
  • অবিশ্যি অনেকে গায়ে মুখে থুতু পড়লেও বুঝতে পারেনা-মুখ ওপর দিকে করে থুতু ছঁড়তেই থাকে।
    তাদের কথা আলাদা।
    -- সেটা বোঝাই যাচ্ছে, আর দেখাও গেছে। লিখতে গেলে একই কথার রিপিটেশন হবে; তার চেয়ে বরঞ্চ লিংক টা পড়ে নিন আর দেখুন শিক্ষনীয় কিছু আছে কিনা?
  • PT | 213.110.246.230 | ১০ আগস্ট ২০১৫ ০৯:২২683319
  • চন্দ্রবাবুর কপাল ভাল যে ও রাজ্যে কালীঘাট বলে কোন জায়গা নেই। মেধা পাটেকররে নাম খুঁজছিলাম-সেটাও পেলাম না। তবে নাট-বল্টু তত্বের উদ্গাতাদের মন্তব্যের অপেক্ষাতে আছি।
    আর অন্ধ্রের যে সকল অতিবাম পব-র জঙ্গলমহল (কিষেণজী তেলেগু ছিলেন না?) ও নন্দীগ্রামে (দীপকও তেলেগু বোধহয়) বিপ্লব করছিল সেগুলো-ই বা গেল কোথায়?
  • pi | 192.66.12.252 | ১০ আগস্ট ২০১৫ ০৯:২৫683320
  • ওদিল্কে কৃষকদের রাইট নিয়ে যোগেন্দ্র যাদবরা বিশাল মার্চ করছিলেন। আজকে দিল্লিতে হবার কথা ছিল। শুনলাম, আটকে দিয়েছে।

    কিন্তু এইসব ব্যাগড়া দিয়ে জমি অধিগ্রহণ অর্ডিন্যান্সকে যে রদ করা গেল, সেটা কৃষকদের জন্য কাঠি করা হচ্ছে মনে হল কি ?
  • sm | 233.223.159.108 | ১০ আগস্ট ২০১৫ ০৯:৩৫683323
  • ওপরের লিংক টা পড়ে দেখতে পারেন; ইন্টারেস্টিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন