এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৮৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 230.226.209.2 | ১০ আগস্ট ২০১৫ ১০:১৭683324
  • একক লিখেছে Date:09 Aug 2015 -- 12:16 PM
    কল্লোলদা অলরেডি মার্ক্সিস্ট প্রিমায়স এর বাইরে এসে সাম্যের ব্যাখ্যা খুঁজছো

    প্রথমতঃ না, আমি যা বলেছি রুটি ভাগ নিয়ে সেটাই মার্ক্সিস্ট সাম্যের তত্ত্ব। মার্কসের সাম্যবাদ = প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী সমাজকে দেবে আর প্রয়োজন অনুযায়ী সমাজ থেকে নেবে।

    হ্যাঁ, সম্মানের সাম্যটা মার্কসের সাম্যবাদে নেই। আসলে মার্কস-লেনিন এরা সমাজতন্ত্র, সাম্যবাদকে শুধুই অর্থনৈতিক মডেল হিসাবে দেখেছেন। সমাজতন্ত্র লাটে ওঠার সেটাও একটা করন। সমাজতন্ত্র মানে মানুষের চেতনার বিকাশও বটে, যা নতুন মানুষ তৈরী করবে। কিছুটা মাও চেষ্টা করেছিলেন। কিন্তু ঐ অসম্ভব স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় সেটা ক্ষমতা হাইজ্যাক করে নেয় ও বিরোধী মতকে দাবিয়ে দেয়ার কাজে ব্যবহৃত হয়।
  • কল্লোল | 230.226.209.2 | ১০ আগস্ট ২০১৫ ১০:২৫683325
  • চন্দ্রবাবুর প্ল্যানটা দেখলাম। তাতে যদি জমিদাতাদের মধ্যে অসন্তোষ না থাকে তো কেউই কিছু করতে পারবে না। যদি অসন্তোষ থাকে তো তেলেঙ্গানায় কালিঘাট কম নাই।কিন্তু হাওয়ায় তো লড়া যায় না, লড়তে গেলে কিছু বাস্তবতা লাগে। সে বস্তবতা থাকলে ওখানেও বিরোধী দল কম পড়ে নাই।
  • PT | 213.110.246.23 | ১০ আগস্ট ২০১৫ ১০:২৬683326
  • ব্যাগড়াবাদীরা জমি অর্ডিনান্স আটকেছে এটা ঐ কস্তুরী মৃগর মত কেস। প্রধান রাজনৈতিক দলগুলো তাদের ভোট বাঁচানোর জন্য এই কম্মটি করেছে। তারা ক্ষমতায় এলেও আবার ঐ জমি বিল নিয়েই নাড়াচাড়া হবে।

    কিন্তু অর্ডিনান্স আটকানো গেলেও জমি নেওয়া আটকানো যায়নিঃ

    NAPM national convener and social activist Medha Patkar said here on Thursday that the consent letters of land owners have no legal sanctity........

    “We will seek the support of political parties and local civic organisations in the movement against pooling of land........

    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/medha-plans-campaign-against-land-pooling/article7087250.ece

    বোঝা যাচ্ছে যে ব্যাগড়াবাদীরা মেইনস্ট্রীম রাজনৈতিক দলের সমর্থন না পেলে কিস্যু করতে পারে না। তাই সীমান্ধ্রে কোন কালীঘাট না থাকায় চন্দ্রবাবু যা চেয়েছিলেন তাই হয়েছে। দশ বছর বাদে কত বঙ্গ-বিপ্লবী ঐ চষের জমিতে স্থাপিত রাজধানীতে শিল্পে চাকরী করতে যাবে কে জানে!!
  • PT | 213.110.246.23 | ১০ আগস্ট ২০১৫ ১০:৩৭683327
  • জমির মালিকদের ক্ষোভ কিছু কম ছিল না। কিন্তু তেলেগুরা নিজেদের পায়ে কুড়ুল মারবে না বলে কীষেণজী, দীপক ইত্যাদিদের পব-তে পাঠিয়ে দিয়েছিল। আর ওখানকার কালীঘাটরাও নিজের রাজ্যের সর্বনাশ করতে ইচ্ছুক নয়। সেইজন্য ব্যাগড়াবাদীদের মাথা মেধা পাটেকর নাক গলিয়েও বিশেষ সুবিধে করতে পারেননি। আমার বিশ্বাস তিনি ঐ জমি বাঁচাও আন্দোলন থেকে পিঠটান দিয়েছেন।

    আর যিনি আবাপ-র খবরটি পড়েই উদ্বাহু নেত্য করে বামেদের শিক্ষা দিতে উদগ্রীব হয়েছেন, তিনি এই খবরটি পড়ে দেখতে পারেন।

    People belonging to at least nine villages on the banks of the Krishna are vehemently opposed to parting with their land which are very fertile and yield three crops a year for them.

    Farmers' leader Mallela Harendranath Chowdary, who is spearheading the agitation ever since the location of the new Capital City was announced, says that the government never has taken farmers into confidence. All decisions are autocratic and unilateral.
    http://www.firstpost.com/business/economy/chandrababu-naidus-dream-city-project-hits-a-roadblock-farmers-1999719.html
  • Arpan | 59.248.242.80 | ১০ আগস্ট ২০১৫ ১০:৩৯683328
  • আরে তেলেগু না, তেলুগু।
  • cm | 127.247.100.44 | ১০ আগস্ট ২০১৫ ১০:৪৯683329
  • যা বলি তা করা কি জরুরী?

    না, উদাহরণ দিয়ে লিখি ওতেই স্পষ্ট হবে। আমি পোলাও, কোপ্তা, বিরিয়ানি রোজ চাই। এখন সবাই সেটা চাইলে সমস্যা তাই তাদেরকে সাধারণ জীবনযাপনের কথাই বলতে হবে। তাবলে আমি ফুত্তি করবনা কেন, অ্যাঁ?
  • SC | 83.222.179.56 | ১০ আগস্ট ২০১৫ ১১:০৫683330
  • আমি হয়ত ঠিক বোঝাতে পারিনি। একটা খুব সরু রেখা আছে এখানে।
    নাম না করা নিক থেকে যে এটাক গুলো হয়, ওগুলো পার্সোনাল এটাক। "এই তুই ফুত্তি করছিস, আর তারপরে এইসব লিখছিস" এইরকম।
    কিন্তু একটা রাজনৈতিক আলোচনা তে পার্সোনাল এটাক ছাড়াও এই প্রশ্নটা উঠতে পারে। সেটা এইটা, যে এই মডেল টার উপর আমার আস্থা কতখানি।
    এবারে আলোচনার দু রকম। আমি অমুক মডেলকে সমর্থন করি। এই ধরুন আমি কেজরির মডেল এ করাপশন দূর করাকে সমর্থন করি। আবার ব্যক্তিগত জীবনে আমি ঘুষ দিয় এবং নিই, কেননা সেটা কনভেনিয়েন্ট। এটা একটা position । এবারে ঘুষ দেওয়া খারাপ, সে আমি যদিও সুবিধাবাদী, তাও খারাপ।
    কিন্তু যদি আমি একটা রাজনৈতিক মডেল কে "actively" লিড করি, সেখানে এই "মেসেঞ্জার ইন্ডিপেন্ডেন্ট অফ মেসেজ" থিওরি আর khate না।
    kejori যদি kal bole, আমি to ঘুষ nite খুব bhalobashi, কিন্তু আমি এই andolon করব, তাহলে loke hajaro প্রশ্ন করবে। সেটা ঠিক পার্সোনাল এটাক নয় তখন আর। সিপিএম এর নেতা যদি বলে, আমি তো ইংরিজি পড়াতে দেব না সরকারী ইস্কুলে, কিন্তু আমার ছেলেকে পড়াব, সেক্ষেত্রেও প্রশ্ন উঠবে। সেই প্রশ্নটা ঠিক পার্সোনাল এটাক নয়।
    আমি দাঁতের মাজন বেচতে গেলে, আমি কেন সেই মাজন ব্যবহার করি না, তার একটা explanation লোকে জিগেস করতেই পারে। marxbad এর ক্ষেত্রেও করবে।
    সেই প্রশ্নের উত্তর দেওয়াও যায়। তবে, তুমি আমেরিকা, বিপ্লব বোঝনা, কিম্বা অমুক বই পরে এস, যে উত্তর ax বা S এর পারার সিপিএম এর দাদা দিয়েছিল, সেই উত্তরটা কোনো ভ্যালিড উত্তর নয়, এগুলো অন্যকে দাবড়ানি দিয়ে চুপ করিয়ে দেওয়া ।
  • Ipocrita compagno | 125.112.74.130 | ১০ আগস্ট ২০১৫ ১১:২৪683331
  • অ্যাপারেন্টলি, নিউরো-সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন যে অডিটরি কর্টেক্স (বা ভিজুয়াল বা সোমাটোসেনসরি) -কে রিট্রেইন করা যায়। কানের সঙ্গে অডিটরি কর্টেক্সের নার্ভ কানেকশনটা কেটে দিয়ে চোখের সাথে কানেক্ট করে দিলে অডিটরি কর্টেক্স শোনার বদলে দেখতে শেখে। একই ব্যাপার হয় সোমাটোসেনসরি কর্টেক্সের ক্ষেত্রেও। মোদ্দা কথা হল ব্রেনের বিভিন্ন অংশকে রিট্রেইন করা যায়। তা এই রিট্রেইনের সময়ে বাটারওয়ার্থ ফিল্টার জাতীয় ব্যাপার লাগিয়ে দিলেই ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। ট্রেনিং ডেটার তো কমতি নেই কোনো, কোনোকালে ছিলোও না।
  • Ekak | 113.6.157.185 | ১০ আগস্ট ২০১৫ ১১:৩৮683332
  • তারমানে পোর্ট গুলো একচুয়ালি এবস্ট্রাক্ট ইনপুট মেথড কে ইমপ্লিমেন্ট করার সময় ওভার লোড করছে ? ক্ষূল । তাহলে যে লোকের অপারেশন হয়ে কোনকারনে একটা কর্টেক্স গায়েব হয়েছে তাকে এক্সিস্টিং কর্টেক্স ডুয়াল পোর্টে থ্রেডিং করে চালানো যায় ?
  • Ipocrita compagno | 125.112.74.130 | ১০ আগস্ট ২০১৫ ১১:৪০683334
  • হাইপোথীসিসটা হল "দেয়ার ইজ অনলি ওয়ান লার্নিং অ্যালগো" - সেইটাকে নিউরো-সায়েন্টিস্টদের এক্সপেরিমেন্টগুলো সাপোর্ট করছে। তবে এখনো মানুষের ওপর হয়নি, কিন্তু একাধিক ল্যাবে একাধিক "সাব-হিউম্যান স্পিসিজ"-এর ওপর হয়েছে।
  • Ekak | 113.6.157.185 | ১০ আগস্ট ২০১৫ ১১:৫৭683335
  • হুম । কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা বেশ চাপের । ভেবে দেখুন প্রোগ্রামে গোলমাল হলে গুচ্ছ ওভারল্যাপিং এবং সায়নেস্থিসিয়া :))
  • Ipocrita compagno | 125.112.74.130 | ১০ আগস্ট ২০১৫ ১২:০১683336
  • তা ঠিক। তবে আপাততঃ যে যার নিজের মত প্যারামিটার দিয়ে এক বা একাধিক বাটারওয়ার্থ ফিল্টার (ভার্চুয়ালি) জুড়ে নিলেই অনেক গোলযোগ কমে :-p
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ১২:০২683337
  • "এখানে তো উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠে আসছে। "
    একদম। কোনো ব্যাক্তিবিশেষে নয়, কিন্তু এই মতানুযায়ী যারা চলছেন তাদের সমষ্ঠিগত ভাবে বলছি। চারপাশে এতো ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে - ইতিহাস থেকে বত্তমান অবধি, যে উদ্দেশ্য নিয়ে পোস্নো চলেই আসে।

    মুর্তির একটা ফেমাস কথা ছিলোঃ "ক্যাপিটালিস্ট ইন ব্রেইন, সোশালিস্ট ইন হার্ট"। লোকজন, আমিও, একসময় এইটা খুব খেতাম। তারপরে সব বোঝা গেলো।
  • sm | 233.223.159.253 | ১০ আগস্ট ২০১৫ ১২:০৭683338
  • এবার কি দেব; ললিপপ?
  • sm | 233.223.159.253 | ১০ আগস্ট ২০১৫ ১২:১০683339
  • কল্লোল বাবু, চন্দ্র বাবুর প্ল্যান তো ভালই। কিন্তু মাঝপথে শিল্পপতি পাইলে গেলে কি হবে? মানে প্রকল্প থেকে হাথ গুটিয়ে নিলে। অবিশ্যি এক্ষেত্রে জমি নেওয়া হচ্ছে শুধুই নতুন রাঝধানী করার জন্য।
  • PT | 213.110.243.21 | ১০ আগস্ট ২০১৫ ১২:৪৬683340
  • রাজধানী মানে প্রচুর বাড়িঘর ইত্যাদি। অর্থাৎ প্রোমোটরদের বাড়-বাড়ন্ত ..... অবিশ্যি সেটা সীমান্ধ্রে। আমরা পব-তে প্রোমোটারদের গাল দেব আর তাদের তৈরি ফেলাট কিনে বসবাস করব।
  • pinaki | 118.171.129.189 | ১০ আগস্ট ২০১৫ ১৩:৪৩683341
  • SC, দুটো বক্তব্য। এক, এখানে কেউ কেজরী নয়। কাজেই এখানে যখন কেউ কিছু নিয়ে লিখছে তাকে দৃষ্টান্ত হয়ে ওঠার দায় নিতে হবে কেন?

    দুই, এখানে যখন কেউ সাম্যবাদ বা মার্ক্সবাদ বা বামপন্থা - এসবের সমর্থনে বলবে, তার কাছ থেকে কোন ধরণের কনভিকশন এক্সপেক্ট করা হচ্ছে, সেটা ক্লীয়ার নয়। মানে কোন ধরণের দৃষ্টান্ত তৈরী করার কথা বলছিস? কেউ কেউ মনে করে তাদের উচিৎ নিজের সঞ্চয় বিলিয়ে দেওয়া। কেউ মনে করে কর্পোরেটে চাকরি না করা। বোঝা যায়, যারা এগুলো বলে তাদের মার্ক্সবাদ, বামপন্থা - এসব নিয়ে ধারণা কম। কিন্তু তুই যখন বলছিস, তখন তোর এক্সপেক্টেশনটা ঠিক কী সেটা বুঝতে চাইছি। মানে এখানে যখন কেউ বলছে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে সরকারের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ, বা জোর করে কৃষিজমি নেওয়া উচিৎ না, এরকম একটা অবস্থান নিয়ে চলা লোককে ব্যক্তিগত জীবনে ঠিক কী কী করে চলতে হবে, যাতে করে বোঝা যাবে যে সে যথেষ্ট কনভিকশন নিয়েই কথাগুলো বলছে? আর একই সাথে উল্টোদিক সম্বন্ধে এক্সপেক্টেশন কী? উল্টোটা যারা বলছে, তাদের ব্যক্তিগত জীবনে কিছুই মেনে চলার দায় নেই? কারণ তারা এই সমাজে বর্তমান চলার পদ্ধতিতে কোনো অন্যায় দেখতে পাচ্ছে না? এইটা কী আরও বড় সুবিধাবাদ নয়?

    পরিষ্কার উত্তর পেলে ভালো লাগবে।
  • কল্লোল | 230.226.209.2 | ১০ আগস্ট ২০১৫ ১৪:৩২683342
  • রাজধানীর জমি নেওয়া নিয়ে অসন্তোষ থাকলে তা নিয়ে অশান্তি হবে। সেই অশান্তি কে কিভাবে হ্যান্ডেল করছে, তার উপর অনেক কিছু নির্ভর করে।
  • PT | 213.110.246.22 | ১০ আগস্ট ২০১৫ ১৪:৪১683343
  • অশান্তি জোর করে সৃষ্টি করা নিয়ে যদি একটু আলোকপাত করা যায় তাহলে বেশ হয়। যেমন কিনা মেধা যে বিশেষ পাত্তা পায়নি সেটি বেশ স্পষ্ট আর বিরোধী দল কিংবা অন্ধ্রের অতিবামেরাও বিশেষ কলকাঠি নেড়েছে বলে মনে হচ্ছে না।
    "government never has taken farmers into confidence. All decisions are autocratic and unilateral"-এইরকম কি যেন পব-র ন্যানো বিরোধীরা দাবী করেছিল না?
  • pi | 233.176.10.172 | ১০ আগস্ট ২০১৫ ১৪:৪৩683345
  • আর কাঠি করা নিয়ে যে প্রশ্ন করলাম, সেটার উত্তর পেলেও ভাল লাগবে, SC ও S।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ১৪:৪৬683346
  • কেন সিপিয়েম যথেষ্ট করে যায়নি নাকি?
  • pi | 24.139.221.129 | ১০ আগস্ট ২০১৫ ১৭:৩০683347
  • আমার পোস্টটা পড়লে দেখবেন, সেটা প্রশ্ন ছিলনা।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ১৭:৪৩683348
  • দেখুন আন্দোলন করে কোনো কিছু রদ করে দিলাম। কিন্তু বিকল্প উপায়টা কী? সেইটা না দেখালে বা বললে তো মুশকিল।
  • pi | 24.139.221.129 | ১০ আগস্ট ২০১৫ ১৭:৫৭683349
  • বিকল্প অনেককিছুই অনেকবার দেওয়া হয়েছে, সে নিয়ে কেই আলোচনাতেও যায়না।
    হিন্দমোটরের কেসটাতেই কোনটা কাঠি করা, একটু শুনি। বরং মনে হয়েছিল, বিকল্প কিছুর প্রস্তাবই রয়েছে, বা দাবি করা হচ্ছে।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ১৮:১০683350
  • হিন্দ মোটরের কেসের ক্ষেত্রেও আগেই লিখেছি। এই ধরণের আন্দোলন আন্দোলন খেলাটা বিড়লাদের পক্ষেই যাচ্ছে। এইটা ঐ বকেয়া টাকাটার ভ্যালু আর অ্যামাউন্ট টা কমচ্ছে। আইনি পথ আছে, কিন্তু সে অনেক সময় ও ব্যায় সাপেক্ষ। সেইটা জোগাড় করার ক্ষেত্রে যদি কেউ পদক্ষেপ নেয় কাজে দেবে। বা পরিবত্তনের সরকার যদি রফা করিয়ে দেয়।
  • pi | 24.139.221.129 | ১০ আগস্ট ২০১৫ ১৮:১২683351
  • আন্দোলন আন্দোলন 'খেলা' ?

    যাঁরা আন্দোলন করছেন, তাঁরা হিন্দমোটরের শ্রমিক। খেলাধুলো করার মত জায়গায় তাঁরা কতটা আছেন, দেখে আসতে পারেন।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ১৮:১৭683352
  • আপনার প্রথম পোস্টেই তো সিটুর রোল নিয়ে প্রশ্ন রয়েছে।
  • pi | 24.139.221.129 | ১০ আগস্ট ২০১৫ ১৮:২৪683353
  • কী মুশকিল, আমি তো সিটুর রোল নিয়ে বলিনি। এখানে তো সিটুকেও ব্যাগড়াবাদী বলে ডাকা হয়না ! এই কাঠি করা , ব্যাগড়া দেওয়া আপনি সিটুর উদ্দেশ্যে বলেছিলেন ?
  • pi | 24.139.221.129 | ১০ আগস্ট ২০১৫ ১৮:২৮683354
  • মানে, এখানে সিটুর হয়ে কে লিখেছেন তো জানা নেই, বরং সেটা নিয়ে প্রশ্নই তোলা হয়েছে, তো আপনার আক্রমণের লক্ষ্য এই টইতে কারা কীভাবে হলে, সেটা একেবারেই ঘেঁটে গেল ঃ)
    আর সিটু আন্দোলন করেছে, একথাই বা কে কোথায় লিখেছে, তো আন্দোলন আন্দোলন খেলা বক্রোক্তিটা সিটু সম্বন্ধে হলে এখানে কী প্রসঙ্গে এল বোঝা গেলনা।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ১৯:০৪683356
  • এখানে প্রথমে একজনার সাথে তক্ক হোলো এসবিআই ইত্যাদি নিয়ে, যিনি সেই সম্বন্ধে কোনো কিছুই জানেননা। কতগুলো খপর পড়ে সবজান্তা ভাব নিচ্ছিলেন। ক্রমশ যুক্তির দিক থেকে পিছিয়ে যেতে শুরু করলেন, তখন শুরু হোলো অন্যরকম মন্তব্য। তা অনেকে, বিশেষত রন্জন বাবু, যখন সেই একই কথা বললেন তখন তাকে চুপ করতেই হোলো। তিনি এখনো খামোখা আমার নামে কথা বলেই চলেছেন - আগের তক্কটাতে হেরে যাওয়ার পোতিশোধ। তা তিনি তুলুন।

    তারপরে পিনাকি বাবু দুম করে বলে বসলেন যে আমি নাকি শিল্পপতি দরদী (অট্টহাস্যও কম পরবে)। তখন আমিও আম্রিগা, লাইফস্টাইল ইত্যাদি আনলাম। তা সেইটা নাকি ব্যক্তিগত আক্রমণ। অক্ষ বাবু বললেন আমি পিনাকি বাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে জেনে এই কথা বলছি। আমি উনার পুরো নামও জানিনা। পিনাকি কি উনার প্রথম নাম? তাও জানিনা। জানার দরকারও নেই। কারণ এখানে একজন মানুষের পরিচয় তার ক্থা। সেইটাই ভালো। অক্ষ বাবু বললেন আমার চিন্তাভাবনা সিমিত, কম্প্রিহেন্ড করতে পারছিনা (এইটাতে সত্যি স্মাইলি দিতেই হয়), আম্রিগা ও সাম্যবাদ নিয়ে কিছুই জানিনা; এবং তার সাথে এইগুলো কোনোটাই কিন্তু ব্যাক্তিগত আক্রমণ নয়। ও হ্যাঁ গুরুতে লিখে ঠিক কী ব্রাউনি পয়েন্ট পাওয়া যায় - এইটা আমার এক গুরুতর পোস্নো থেকেই গেলো।

    এইবারে আপনার কথার উত্তরে বলি, আমি কিন্তু ব্যাগরা কথাটা তুলেছিলাম অন্য একটা কেসে, হিন্দ মোটরের নয়। ইনফ্যাক্ট হিন্দ মোটরের জন্যে বরন্চ প্রথম থেকেই যুক্তি আর ব্যালেন্স শিট থেকে নাম্বার তুলে বলতে চেস্টা করছি যে এই ফ্যাক্টরি গন কেস, একে পুনরজ্জীবন করার কোনো আশা নেই। আর বকেয়া টাকা পাওয়ার কী কী উপায় আছে, সেইটাও আগেই লিখেছি। আন্দোলনটা বিড়লা হাউসের সামনে না করে, মুখ্যমন্ত্রীর আপিসের সামনে করর অনুরোধ করছি। সরকারের হস্তক্ষেপ ছাড়া কিছুতেই এই টাকা সহজে পাওয়া যাবেনা। আর রাতের অন্ধকারে মাল পাচার করছে - করতেই পারে, দিনের আলোয়ও করতেই পারে। কোম্পনির মাল কোম্পানির ম্যানেজমেন্ট পাচার করতেই পারে, কি কি আইনি প্রতিবন্ধকতা আছে জানতে পারলে বোধয় আরেকটু ভালো করে ভাবা যাবে।

    এই কেসটা যে সিঙ্গুরের কেসের থেকে আলাদা, সেইটা আশা করি মানেন। একটা গাড়ি তার লাইফ শেষ করার পরে সেই কারখানা বন্ধ হচ্ছে বলেই আরেকতা নতুন কারখানা করতে দেওয়া হবেনা? আর সিঙ্গুরের আন্দোলন নিয়েও একটা কথা বলেছিলাম, যেটা পরিবত্তন কামিরা সজত্নে এরিয়ে গেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন