এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৭৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.159.253 | ১০ আগস্ট ২০১৫ ২০:১০683357
  • প্রথমত এস বি এই সম্পর্কে এমন কোনো তথ্য প্রমান দিতে পারেন নি, যা প্রমান করে এস বি আই এর আর্থিক স্বাস্থ্য ভালো। বোল্ড এন্ড আন্ডারলাইন। পৃথিবীতে কিছু মুর্খ ও সবজান্তা ফিনান্স এর লোকেরাই ধুয়ো তুলেছিল ইউরোপ ও আমেরিকার অনেক ব্যাকের স্বাস্থ্য খুব ভালো। তার ফলশ্রুতি, গ্রেট রিসেশন।এইরকম পন্ডিত মুর্খ রা চিরদিন বলেই যাবে; ওসব কথায়, কান দিলে চলে না।
    আপুনি রঞ্জন বাবুর উদাহরণ দিলেন , তা; আমি আপনাকে লসাগু কতৃক নাইভ বলা ও অক্ষ কতৃক কম্প্রিহেন্সনে পব্লেমের উদাহরণের স্মরণ করিয়ে দিলাম । ভেবে দেখুন এরা ঠিক কি কারণে এই রকম বললেন। যদিও কেউ কিছু মন্তব্য করলেই ,আমি তাকে বিশেষ গুরুত্ব দিই না। কিন্তু আপনি উদাহরণ দিলেন, তাই আমি এরকম কিছু পাল্টা উদাহরণ তুললাম । তর্কে হারা জেতা আমাকে সেভাবে স্পর্শ করে না।
    কিন্তু এস বি আই নিয়ে আপনার ধারণা ভুল, আবার রিপিট করলাম।
    আর অযথা লোক কে জ্ঞান দেবার চেষ্টা করবেন কেউ শিল্পপতিদের এগেনস্টে কিছু বললে , বা শ্রমিকদের পাওনা গন্ডা নিয়ে কিছু কমেন্ট করলেই সাম্যবাদী হয়ে যায় না।তার ইউরোপ বা আমেরিকায় থাকাও অনায্য হয়ে যায় না।
    আজকের লিঙ্কে চন্দ্রবাবুর জমি অধিগ্রহণ পলিসি নিয়ে আর্টিকেল পড়তে পারেন। এগুলো সিঙ্গুর বা নন্দীগ্রামের আন্দোলন এর ই ফলশ্রুতি।
    বিভিন্ন ফোরামে বা নিউস্পেপারে সমালোচনা হলে , তবেই শিল্পপতি রা নড়ে চড়ে বসতে পারে। সরকার কতৃক এই লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড় কমতে পারে। নয়তো সবাই পা ধুয়ে দিলে,,খুব মুশকিল।
    আজকে রিপোর্টে পরলাম ৬ হাজার কোটি টাকার জন্য,ডি ভি সির ড্রেজিং প্রকল্প কেন্দ্র বাতিল করে দিয়েছে। প্রায় প্রতি বছর হাজার হাজার লোক বানভাসি হয়ে যায়।
    এদিকে গত পাঁচ বছরে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়েছে কেন্দ্র। বুঝতেই পারছেন; অবশ্যই যদি বোঝার ক্ষমতা থাকে।
    তাই বলেছিলাম আমার আর আপনার ডেভেলপমেন্ট মডেল তাই আলাদা।
  • pinaki | 90.254.154.105 | ১০ আগস্ট ২০১৫ ২০:১৩683358
  • S, আপনাকে উদ্দেশ্য করে শিল্পপতি দরদী এসব কথা কোথায় লিখেছি?
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২০:২০683359
  • পিনাকি বাবু, আপনার পোস্ট থেকেই তুলে দিচ্ছিঃ
    "এখানে শিল্পপতিকে বেশী ট্যাক্স দিতে বললেই সকলে রে রে করে উঠবে"
    "আমার মনে হয় শিল্পপতির জুতো পায়ে গলিয়ে দুনিয়া দেখার কাজটা শিল্পপতিদেরই করতে দিন।"
    "শিল্পপতির রেট অফ প্রফিটে যাতে আঁচড়টি না পড়ে - সেটার লক্ষ্যে লড়ে যাওয়াটা হল আজকের জমানার পোকিতো শ্রমিক দরদ। "
  • ranjan roy | 24.97.167.226 | ১০ আগস্ট ২০১৫ ২০:৪২683360
  • ব্যাংক নিয়ে শুরু থেকে সবার পোস্ট আবার পড়লাম। মনে হল আরও কিছু সইত্যের খাতিরে বলা দরকার।কথাবার্তায় আমার আবার দু'পয়সাঃ
    ১) আজকের ব্যাংকের ব্যালান্স শীট একটি নির্দিষ্ট সময়বিন্দুতে ব্যাংকের চিত্র তুলে ধরে ( ধরুন, ৩১/০৩/২০১৫)। এটা একটি স্ট্যটিক পিকচার। কিন্তু ব্যাংকের স্বাস্থ্য কি শুধু ওইটুকুতে বোঝা যায়?
    এ'বছর ধরুন এন পি এ কমেছে, কিন্তু তার সঙ্গে গত দুবছরের ব্যালান্স শীট মিলিয়ে দেখুন কত ব্যাড লোন রাইট অফ করা হয়েছে। (এলসিএম এর পোস্ট দ্রষ্টব্যঃ))।
    উদাহরণঃ ধরুন, গত দুবছর এন পিএ বেড়ে ১০ কোটি হয়েছে। এবছরও ৫ কোটি বেড়ে ১৫ কোটি হওয়ার কথা, কিন্তু ব্যাড ডেট প্রভিশন থেকে ট্রান্সফার করে ৭ কোটি এন পি এ রাইট অফ করা হল। তাহলে এন পিএ দেখাবে ৮ কোটি। বলা হবে ব্যাংকটি ২ কোটি এন পি এ কম করেছে। আসলে ব্যাংকটি ভ্যারেন্ডা ভেজেছে। এন পি এ কমে নি। লোন রিকভারি বাড়ে নি। চমৎকার উইনডো ড্রেসিং হল আইন মেনে। তাই তিন বছর ধরে এন পি এ র গতিপ্রকৃতি আর রাইট অফ, লোন পোর্ট ফোলিওর কম্বিনেশনে পরিবর্তন সব না দেখে খুব ভাল স্বাস্থ্যের সার্টিফিকেট বোধহয় উচিত নয়।
    ২) ধরুন, চারবার প্যারাসিটামল খাইয়ে জলপট্টি দিয়ে টেম্পারেচার সকাল থেকে একটু কম হল, তার থেকে কি নিশ্চিত ভাবে বলা যায় যে মূল ব্যামো টিবি বা সান্নিপাতিক বা নিউমোনিয়া সেরে যাচ্ছে?
    এলসিএম এর সরকারি সাপোর্টের কথা প্রণিধানযোগ্য। তবে সিঁদুরে মেঘ দেখা গেলেও এক্ষুণি আতংকের কারণ আছে এমন মনে হয় না। তবে এসবই আমার ব্যক্তিগত মতামত। আমি তো হরিদাস পাল, কী আসে যায়!
  • pinaki | 90.254.154.105 | ১০ আগস্ট ২০১৫ ২১:১৪683361
  • "এখানে শিল্পপতিকে বেশী ট্যাক্স দিতে বললেই সকলে রে রে করে উঠবে"
    "আমার মনে হয় শিল্পপতির জুতো পায়ে গলিয়ে দুনিয়া দেখার কাজটা শিল্পপতিদেরই করতে দিন।"

    প্রথমতঃ কোনোটাই স্পেসিফিকালি আপনাকে উদ্দেশ্য করে বলা নয়। একটা রাজনৈতিক অবস্থানকে উদ্দেশ্য করে বলা। শুরুতেই সেটাকে একটা স্কুল অফ থট বলে উল্লেখ করা হয়েছে সেজন্য। শিল্পপতির ট্যাক্স কমালে, শিল্পপতির হয়ে কৃষিজমি, জঙ্গল, খনি এসব অধিগ্রহণ করে তাদের জলের দরে দিয়ে দিলে, তবেই তারা ব্যাবসা করতে উৎসাহ পাবে। নইলে ভারতের মত দেশে শিল্পের বিকাশ হবে কি করে আর লোকে চাকরি পাবে কি করে? - এরকম শুধু আপনি নয় অনেকেই মনে করে। একে যদি আপনি 'শিল্পপতি দরদী' ভাবতে চান ভাবতে পারেন। কিন্তু সেটাকে আপনি নিন্দা হিসেবে নিচ্ছেন কেন? (শিল্পপতিরাই তো ভালো, তাদের সবকিছুর পেছনে গুড রিজন থাকে, আর শ্রমিকরা তো কেবল আন্দোলন আন্দোলন খেলে, আর ভুলভাল দাবী করে, ঠিক কিনা?) তবু আপনি রেগে গেলেন আর আমার সুবিধাবাদ (আমার বক্তব্যের নয়) বিশ্লেষণ করতে ব্যস্ত হয়ে পড়লেন, কারণ আপনি একদিকে শিল্পপতির প্রফিটের সমস্যাকে ফোকাসে রেখে আলোচনা করতে চান, বামপন্থীদের দস্তুরমত হ্যাটাও দিতে চান, অথচ একই সাথে 'প্রকৃত শ্রমিক দরদী' তকমাও আপনার প্রয়োজন। সব কি আর একসাথে হয় দাদা! ঃ-)

    "শিল্পপতির রেট অফ প্রফিটে যাতে আঁচড়টি না পড়ে - সেটার লক্ষ্যে লড়ে যাওয়াটা হল আজকের জমানার পোকিতো শ্রমিক দরদ। "

    এটা মেইনলি এককের বক্তব্যের রেস্পন্স। তাও কাউকে সরাসরি উদ্দেশ্য করে লেখা নয়। তবে আপনি এটাকেও নিজের গায়ে নিতেই পারেন। 'পড়ল কথা হাটের মাঝে' মোড অন করা আছে যখন। ঃ-)
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২১:২৩683362
  • রন্জনদার সাথে একমত। বিগত চার বছরে স্ট্যান্ড অ্যালোন এসেট বেড়েছে ১৩ লক্ষ ৩৫ হাজার কোটি থেকে ২০ লক্ষ ৪৮ হাজার কোটি। এই চার বছরে ফ্রেস স্লিপেজ ছিলোঃ ২৪,৭০০; ৩২,০০০; ৪১,৫০০; ২৯,৪০০ কোটি টাকা।

    আচ্ছা রন্জনদার কাছে একটা জিগ্যাস্য আছে। গ্রস এনপিএ নিয়ে তো আপনার দেওয়া প্রবলেমটা হওয়া উচিত নয়। ওটি কিন্তু কমেছে ৪।৪৪% থেকে ৪।২৫%

    মজার ব্যাপার হোলো স্টেট ব্যান্কের রাইট অফ বেড়েছে এই চার বছরে বেড়েছে ৮০০ কোটি থেকে ২১,০০০ কোটি টাকা। প্লিজ চমকাবেন না। রন্জনদা একটা ব্যাপার মিস করে গেছেন বলে মনে হয়। রইট অফ বাড়ালে ব্যালেন্স শিটটা অনেক বেশি ক্লিন হয়, কারণ আগে যে লোনগুলোকে ব্যান্ক নিজেদের বুকে দেখিয়ে যাচ্ছিলো সেইগুলো খন আর নেই। রাইট অফ করার ফলে অবশ্যই নেট এনপিএ কমবে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে প্রফিট, ফলত নেট ওয়ার্থ, ফলত এসেট সাইজ। ফলে রাইট অফ বাড়ালে (মানে অ্যাকচুয়ালের কাছা কাছি নিয়ে এলে) ফইনান্সিয়াল স্টেটমেন্ট গুলো অনেক বেশি পরিস্কার ভাবে ব্যান্কের হেল্থ জানাতে থাকে। নইলেও এনালিস্টরা নিজেরা ঐ হিসেবটা করে নেয়।

    আর আমেরিকা/ইউরোপে কোনো বড় ব্যান্ক ইদানিঙ্গ কালে লোন দেওয়ার ব্যবসা করে উঠে গেছে বলে এখনই মনে পড়ছে না।

    আর sm এর কাছে একটা ছোট্টো কোস্নো, প্লিজ রাগবেন না, আপনি কি গ্রেট রিসেশনের কারণ সত্যিই জানেন?
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২১:৩৮683363
  • পিনাকি বাবু আমার এই পোস্টটা আপনি দেখলেন না কেন বুঝলাম নাঃ
    Name: S

    IP Address : 109.27.138.238 (*) Date:10 Aug 2015 -- 02:52 AM

    "তো সেই গোটা 'বামপন্থী' (বা সাম্যবাদী, ব্যাগড়াবাদী, হোয়াটেভার) রাজনৈতিক অবস্থানের সাথে যখন আপনি বিতর্ক করছেন, তখন সেই বক্তব্যটা গুরুতে কে রিপ্রেজেন্ট করছে, সে কতটা সুবিধাবাদী - সেটা কেন ইম্পর্ট্যান্ট হবে?"

    পিনাকী বাবু, এইটা আপনার সাথে একমত। এইটাকে বলে "অ্যাড হোমিনেম"। ক্ষমা করবেন যদি আঘাত দিয়ে থাকি।

    আসলে আমার বক্তব্য হোলো যে আমি নিজেই যদি একটা মতবাদকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে না পারি, তাহলে সেই মতবাদ তো ইম্প্লিমেন্টেবলই নয়।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২১:৪০683364
  • "শ্রমিকরা তো কেবল আন্দোলন আন্দোলন খেলে"
    ইউনিয়ান নেতারা খেলেন?
  • sm | 53.251.90.83 | ১০ আগস্ট ২০১৫ ২১:৪৫683365
  • আপনি বরঞ্চ বলুন, ইউ কের তিনটে ব্যান্ক এর কি অবস্থা? আর বি এস,নর্দার্ন রক ও লোয়েদ্স টি এস বি। রিশেসনের আগে ও পরে এদের কি হাল ছিল? বিলিয়নস অফ পাউন্ড সরকার না দিলে ,এদের কি হত? কেন এরা এত ভালনারেবল হয়ে পড়েছিল?
    আর একটা কথা গ্রেট রিশেসনের কারণ নেট ঘাঁট লেই পাওয়া যায়। দুরহ কোনো ব্যাপার নয়। বরঞ্চ আপুনি কি বুঝেছেন, সেইটে বর্ণনা করুন।
  • Ipocrita compagno | 117.167.108.75 | ১০ আগস্ট ২০১৫ ২১:৫০683367
  • ^^ এইটা মাইরি হেব্বি টেকনিক :-p
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২১:৫৪683368
  • আমি ইউকের ব্যান্কের কথা খুবেকটা ভালো বলতে পারবোনা। কিন্তু আম্রিগার কথাটা একটু জানি। আর নেট ঘাঁটলে অনেক কিছুই পাওয়া যায় বটেই, কিন্তু সেইটা পুরো ইতিহাস নয়। আমি নিজে সিকুইরিটাইজেশনের সাথে যুক্ত ছিলাম বলে ব্যাপারটা একটু বুঝি। সেইজন্যেই আমি সত্যিই বলছি নেট ঘেঁটে সত্যিই অনেক কিছুই বোঝা যায়্না। আপনি ইনসাইড জব দেখতে পারেন, কিন্তু আমি দেখে বুঝেছিলাম যে ফাইনান্স সম্বন্ধে কিছু না জানলে এই ডকু দেখে লোকে আসল প্রবলেমটাই ধরতে পারবেনা। এইটা অনেকটা ঐ ব্রিফ হিস্ট্রি অব টাইম পড়ার মতন হয়ে যায়।
  • ranjan roy | 24.97.167.226 | ১০ আগস্ট ২০১৫ ২২:২৩683369
  • s,
    হ্যাঁ, সেই জন্যেই গ্রস এন পি এ দিয়ে পুরো ছবিটা ফোটে না। অবশ্যই রাইট অফ হয়ে আজকে ছবিটা ক্লিন হল। কিন্তু আমার চিন্তা কয়েক বছরের ট্রেন্ড, রিকভারির অবস্থা, আর লোন এর সেগমেন্টে কোন পরিবর্তন হল কি না!
    এখানে একটা কথা। বড় সক্ষম শিল্পপতিদের ব্যাড লোন রিকভরির শর্তে কোটি টাকার লোন মকুব তো নতুন কিছু নয়। যখন কলেজে পড়তাম তখন ভিলাইয়ের সিম্প্লেক্স কোম্পানীর বেশ কিছু কোটি টাকা ছাড় দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক। সেই সিম্প্লেক্সের হাতে তখন রাশিয়ার কাছ থে বড় অর্ডার ছিল। আসলে ওদের ক্লাউট ভিলাই ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অত্যন্ত বেশি ছিল। ওদেরই একজন বড় অংশীদার চন্দ্রকান্ত শাহ শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী হত্যা মামলায় চার বছর ফেরার থেকে ধরা পড়ে। নিম্ন আদালতে যাবজ্জীবন কারাবাসের সাজা, কিন্তু উচ্চ আদালতে বেকসুর খালাস।
    ঠিক যেভাবে কালোটাকা ঘোষণা করলে ওরা কিছু ছাড় পায়,তেমনই বড় ব্যাড লোনের সময় নেগোশিয়েট করে দেয় রাশি কমিয়ে নেয়।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২২:২৮683370
  • রন্জনদা, এসবিআইয়ের একটা পিপিটিতে দেখলাম বড় কর্পোরেটে এনপিএ খুব খুব কম। কিন্তু এসেমি আর মিড কর্পোরেটে ভয়ানক বেশি।

    এই লোনগুলো দেওয়ার আগে কি ঠিকভাবে ডিউ ডিলিজেন্স হয় নাকি সরকারের চাপে দিয়ে দেয়। মাল্য সাহেবের পেলেন চালাতে কেন ৭০০০ কোটি টাকা লাগলো সেইটাই ভাবছি, পেলেন গুলো তো মনে হয় লিজড ছিলো।
  • sm | 233.223.159.253 | ১০ আগস্ট ২০১৫ ২২:৪৬683371
  • সরকার চাপ দেয়; আর ব্যাঙ্কের অফিসার, ম্যানেজার রা ধোতু নাকি? আপনি আমি চাইলে ব্যান্ক থেকে লোন পাব না, আর শিল্প পতি চাইলে মিনিমাম কল্যাটারালে লোন স্যান্ক্ষণ হয়ে যাবে। প্রসঙ্গত , মাল্য ৭০০০ কোটি ঋণ দেবার কন্সর্তিয়ামের লিডার ছিল এস বি আই।
    এখনো পর্যন্ত কোনো ম্যানেজার শাস্তি পেয়েছে ?মাল্যর কিছু হয়েছে?
    এদের দক্ষ ব্যান্ক বলতে আমি অন্তত রাজি নই।
  • ranjan roy | 24.97.167.226 | ১০ আগস্ট ২০১৫ ২২:৫১683372
  • ভাবার কথা সত্যিই। আমার কিরকম মনে হয় যে এসএমই তে অনেক লোন পলিটিক্যাল প্রেসারে দেওয়া হয়। একই ইউনিট এলাকায় একই ধরণের অ্যাকটিভিটির জন্যে এতগুলো নতুন ইউনিটকে লোন দেওয়া যে সবগুলোই ইকনমিক্যালি নন-ভায়াবল হয়ে যায়।
    আর নতুন এ্স এম ই প্রোমোটারদেরও কিছু ট্রেনিং দরকার লিকুইডিটি ম্যানেজমেন্টের ব্যাপারে, ক্যাশ ও ফান্ড ফ্লো র‌্যাশনালি ম্যানেজ করার ব্যাপারে।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২২:৫৮683373
  • আমাকে আপনাকে লোন দেয়না, কিন্তু মাল্য সাহেবকে এতো বড় অন্কের লোন দিলো কোল্যাটারাল ছাড়াই। আর মাল্য সাহেব যিনি একবিংশ শতাব্দির মহিলা ছাড়া কাউকে পেলেনে চা বিস্কুট দেওয়ার কাজও দেননা (আগেই কিডিঙ্গ বলে রাখি), তিনিও এসবিআইয়ের মতন দিশি ব্যান্কের দ্বারস্ত হলেন কেন? সরকারের চাপ (পকেট) আর ম্যানেজারদের পকেট দুটই আছে।

    মাল্যর কিছু হবে না। আগের একটা পোস্টে লিখেছি কেন। এই ব্যান্কগুলো অন্তত কোর্টে গিয়ে ওকে ইউলফুল ডিফল্টার প্রমাণ করতে পারতো। তাতে কাজ দিতো, কিন্তু সেইটাও হবেনা। শুধু কোনো বিদেশি ব্যান্ক বা প্রাইভেট ব্যান্কে লোন চাইলে/থাকলে তারা টের পাইয়ে দেবে।

    আরে দাদা এসবিআইয়ের কিছু হলে, মাল্য সাহেবও রেহাই পাবেননা। তার সম্পদও লাটে উঠবে, টাকার ভ্যালুই আর থাকবে কিনা কে জানে। অতএব এসমস্ত কিছু হওয়ার আগেই সব্বাই সাবধান করছে, হচ্চে।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২৩:০০683374
  • আমি কিছু এসেমির সাথে কাজ করেছি। ওরা, আপনি যেটা বললেন, ফাইনান্সিয়াল ডিসিপ্লিনে একেবারেই পুওর। ভাবে পয়সা তো দিয়েই দেবো, এখন আর তখন। ব্যান্কারও খুশি, গুচ্ছের পিনাল ইন্টারেস্ট লাগাবে।
  • sm | 233.223.159.253 | ১০ আগস্ট ২০১৫ ২৩:০৭683375
  • কি যে বলেন! খুব লোকাল একটি ইস্যু। প্রমোটার বাড়ি করছে; গ্রাহক লোন পাচ্ছে না কোনো ব্যান্ক থেকে
    {কারণ পেপারস ঠিক নেই )।প্রমোটার বলে দিলেন অমুক ব্যাঙ্কের অমুক ব্রাঞ্চে যান; লোন পেয়ে যাবেন। এখানে খালি, খাওয়া খায়ি চলছে।
    কিছু না ছাড়লে, বাসের লোন পাবেন না। এগুলো কি ইঙ্গিত করে? পলিটিক্যাল প্রেশারেও যদি ব্যাড লোন দেওয়া হয়ে থাকে; সেটাও তো আর্থিক স্বাস্থের পরিপন্থী।এত ব্যাড লোন দেওয়া হবে; আর ব্যাঙ্কের আর্থিক শ্রী বৃদ্ধি হবে; সোনার পাথরবাটি নয় কি? আর ফিগারে গুপি করা কি কঠিন কাজ?
    সারদা, রজভ্য়ালির ও আর্থিক স্বাস্থ্য কয়েকদিন আগে অবধি, ভালই ছিল।
  • sm | 233.223.159.253 | ১০ আগস্ট ২০১৫ ২৩:১৪683376
  • মাল্য সাহেবের লোন দেবার সময় আই সি আই সি এই এর বোধ হয় হাজার কোটির ওপর কন্ত্রিবুশন ছিল। প্রাইভেট ব্যান্ক মানেই ফুল প্রুফ সিস্টেম নয়।
    স্টেট ব্যান্ক লাটে উঠতেই পারে( আপনি ই বললেন )। অবশ্যই সরকার বেইল আউট করবে,এয়ার ইন্ডিয়ার মত। কিন্তু তাতে করে প্রমান হচ্ছে না এস বি আই একটি রত্ন ব্যান্ক।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২৩:২০683378
  • স্টেট ব্যান্কের ক্ষেত্রে ৪০% শেয়ার হোল্ডার বেসরকারী (এল আই সি ইত্যাদির কথা ধরলে আর্কেঅটু কম হবে)। এর মধ্যে কিছু ফরেন ইনভেস্টরও আছে। এরা নিস্চই সেন্সেটিভ তো পারফরমেন্স। আর ইন্টারেস্ট রেট ইন্ডিয়াতে এখনো বেশ বড়। অতএব এনপিএ ৫% অবধিও অসুবিধে হবেনা হয়তো।

    আর আপনার দেওয়া কেসটা আলাদা। ওখানে কোরাপশন থাকলেও, কোল্যাটরাল খুব ভালো। কোল্যাটারাল ভালো থাকলে (মানে এনাফ আর প্রপার্টি প্রাইস বাড়ছে ধরলে) এনপিএ বাড়লেও ব্যান্ক খুব খুশিই থাকবে।

    ফিগার গুপিটা অন্য আলোচোনা। এইদিক থেকে চিট ফান্ডের সাথে এসবিআইয়ের পার্থক্য আছে যদিও। কিন্তু ওরিয়েন্টাল ব্যান্ক না কে যেন করেছিলো না।
  • sm | 53.251.91.52 | ১০ আগস্ট ২০১৫ ২৩:২২683379
  • ওটা ৪৫০ কোটি মতন হবে।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২৩:২৮683380
  • আমি কখনো বলিনি উঠতেই পারে। বলছি এসবিআই নিয়ে গভ ঐ জন্যেই খুব কেয়ারফুল থাকবে। এসবিআই লাটে উঠলে অন্য সব ব্যান্কও লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে। পেরাইভেট ব্যান্কও। ইনফ্লেশনের কথা ছেড়েই দিলাম।

    আই সি আই তো তেমন লস করেনি। ওরা তো শ্রেই কে লোন টা সেল করে দিয়েছিলো।
  • sm | 53.251.91.52 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩২683382
  • দেখুন যতোদিন প্রপার্টি প্রাইস বাড়তে থাকবে; তত দিন তো পব্লেম হবেই না। কিন্তু কথায় আছেনা, "চির দিন কাহার ও সমান নাহি যায়"।প্রপার্টি প্রাইস তো একদিন মুখ থুবড়ে পড়বেই। সেদিন টা তো মিষ্টি হবে না, দাদা। অলরেডি কিছু মেট্রো তে স্যাচুরেশন পয়েন্ট রিচ করে গেছে ।তার জন্য ব্যান্ক গুলো কি প্রস্তুত,না এখন কার ফিগার দেখাতেই ব্যস্ত?
    ইউ কে তে পার পারসন পার ব্যাঙ্কে ৮৫ হাজার পাউন্ড অবধি মানি সুরক্ষিত; ভারতে সেটি ১ লক্ষ ট্যাকা। তাহলেই বুঝুন সিঁদুরে মেঘ ডাকলে কেন ডোরাবো না?
  • শ্রী সদা | 113.16.71.8 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩২683381
  • পিনাকীদার Date:10 Aug 2015 -- 02:45 AM এর উত্তরে
    নতুন কিছু বলার নেই, হোককলরবের থ্রেডেই এই নিয়ে প্রচুর তর্ক হয়েছে। এগেইন, লেটস এগ্রি টু ডিসেগ্রি।
    আর পাই দি একটু আগে দুঃখ করছিল কেন শ্যামলবাবুর সময় যারা টিমটিম করতো গুরুতে আজকে নাকি তারাই সংখ্যাগরিষ্ঠ। লেফট লিবারালদের এই হোলিয়ার দ্যান দাউ অ্যাটিটিউড , অ্যাজ ইফ একদম ইউনিভার্সালি প্রমাণ হয়েই গেছে যে অন্য সুরের কোনো মতামত থাকতে পারে না, সিঙ্গুর -নন্দীগ্রাম বললেই একদম সেই জোরসে বোলো জয় মাতা দি স্টাইলে - ন্যানো চাইনা, এর বাইরে আর কোনো ভয়েস আসতেই পারেনা - এই অ্যাজামশনগুলো দেখলেই ইচ্ছে করে একটু বাওয়াল দিয়ে যাই। আর পিনাকীদা বলে নাকি বিপ্লবীদের ভয়েস আটকানো হচ্ছে গুরুতে ঃ)
    এগেইন, আর পাঁচটা লোকের মতো ক্যাপিটালিজমের যাবতীয় সুবিধে দেঁড়েমুশে নিয়ে, দেশের গড় ইনকামের বেশ কয়েকগুণ রোজগার করে, ক্যাপিটালিজমের সাথে হাজারটা আপোষ করেও যাঁরা জাস্ট ঘোষিত বামপন্থী (নকু, মাকু হোয়াটএভার) হওয়ার খাতিরে আলাদা ট্রিটমেন্ট এক্সপেক্ট করেন তাঁরা আমার ক্ষেত্রে অন্ততঃ হতাশ হবেন ঃ) ইহা আমার কনসিস্টেন্ট অবস্থান, অনেকদিন ধরেই।
  • sm | 53.251.91.52 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩৫683383
  • ওরা তো শ্রেই কে লোন টা সেল করে দিয়েছিলো।
    --
    এটা একদম ঠিক কথা বলেছেন, কিন্তু লোন টা দিয়েছিল তো?অর্থাত সিস্টেমে ছ্যাঁদা হ্যাজ।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩৭683384
  • প্রপার্টি প্রাইস অনেক দিন আগেই স্টেবিলাজ করার কথা। কিন্তু ব্ল্যাক ইকনমির গ্রোথ রেট তো কমছেই না।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৩৮683385
  • কিন্তু লস করেনি, ওরা পাইলে গিয়ে হাঁফ ছেড়ে বেচেছিলো। যদিও দরকার ছিলো না, ভালো কোল্যাটারাল ছিলো।
  • sm | 53.251.91.52 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৪৮683386
  • এগেইন, আর পাঁচটা লোকের মতো ক্যাপিটালিজমের যাবতীয় সুবিধে দেঁড়েমুশে নিয়ে, দেশের গড় ইনকামের বেশ কয়েকগুণ রোজগার করে, ক্যাপিটালিজমের সাথে হাজারটা আপোষ করেও যাঁরা জাস্ট ঘোষিত বামপন্থী (নকু, মাকু হোয়াটএভার) হওয়ার খাতিরে আলাদা ট্রিটমেন্ট এক্সপেক্ট করেন তাঁরা আমার ক্ষেত্রে অন্ততঃ হতাশ হবেন ঃ)
    ---দেখুন আমি আদ্যপান্ত ক্যাপিটালিস্ট। বামপন্থীদের সঙ্গে দুবেলা মনান্তর রোজ ই হয়। কিন্তু তা বলে অন্য রকম বলতে পারব না? বা ভাইসে ভার্সা।
    আমার কিছু জমি জায়গা আছে (ধরা যাক জোতদার),আমার ইচ্ছার বিরুদ্ধে সরকার শিল্পের নাম করে জমি কাড়লেই আমি বলব। এমন কি অপারেশন বর্গার নাম করে, আমার জমি কাড়লেও বলব। যদি উপযুক্ত কমপেনসেশন দেয়; তাহলে আলাদা কথা, নয়তো জোর করে কেড়ে নেওয়া কে গুন্ডামি ই বলব। উপনগরীর নাম করে রাজার হাটে নাম মাত্র দামে জমি অধিগ্রহণ কেও সেই চোখেই দেখি।
    ভাবি, চন্দ্রবাবুর মত পলিসি আগে এপ্লাই হলো না কেন?যদিও এর সীমাবদ্ধতা আছে।
    ভাবি, সরকারের অনেক কাজ আছে, শিল্পপতি কে তেল দেওয়া ছাড়া। আজকে কেউ বলাবলি বা লেখা লেখি না করলে, ব্যান্ক গুলো শিল্পপতি দের ব্যাড লোন দিয়েই যাবে ।ওটাই নর্ম হয়ে যাবে, সব শিল্পপতি ই সেজ ছাড় চাইবে।কারণ লোভের কোনো পরিসীমা থাকে না।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৫৪683387
  • অন্ধ্রের ক্যাপিটাল সিটির জন্যে কত দরকার? কে ফান্ডিঙ্গ করছে।
  • sm | 53.251.91.52 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৫৬683390
  • প্রপার্টি প্রাইস অনেক দিন আগেই স্টেবিলাজ করার কথা। কিন্তু ব্ল্যাক ইকনমির গ্রোথ রেট তো কমছেই না।
    ===
    এটাও অনেকাংশে ঠিক কথা। কারণ ইন্ডিয়া তে অধিকাংশ বা বড় অংশ প্রপার্টি কেনা হয় ব্ল্যাক মানি হস্তান্তর করতে। একটা বিরাট ফিগার,ক্যাশে কেনা হয়। যেটা বিদেশে খুব কম।
    কিন্তু এর ও একটা প্যাঁচ আছে। যতদিন ফ্ল্যাটের হস্তান্তর চলবে, ততদিন ঠিক আছে। কিন্তু যেই বায়ার এর সংখ্যা কমে যাবে , টাকার ফ্লো কমে যাবে, প্রপার্টি চাহিদাও হু হু করে কমবে। লোকে অনান্য পদ্ধতি তেও ব্ল্যাক মানি সাইফন করতে পারে।সিস্টেম ভালনারেবল ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন