এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৮৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 118.171.129.189 | ০৯ আগস্ট ২০১৫ ০৬:৪৫683224
  • কোথায় লেখা আছে?
  • cm | 127.247.99.220 | ০৯ আগস্ট ২০১৫ ০৭:২৮683225
  • এস্বিআই ভাল আইসিআই-এর লোকে ফোন করে বড্ড বিরক্ত করে।
  • কল্লোল | 125.242.190.6 | ০৯ আগস্ট ২০১৫ ০৭:৩৮683226
  • হুম, বোঝা গেলো, পিট সিগার, জোন বায়েজরা সব পারভার্টেড।
    কি অসাধারণ পর্যবেক্ষণ।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৭:৫৬683227
  • এক্জন সাম্যবাদী ভারতীয় জীবনে খেটে খুটে আমেরিকা যাওয়ার জন্যে মরিয়া কেন? সেখান থেকে ডলার কামিয়ে সেই দিয়ে ফুর্তি করবে, প্রপার্টি বানাবে, শেয়ার মার্কেটে ঢালবে, ক্যাপিটালিজমের সমস্ত সুবিধে ও আইয়াসি নেবে। তারপরে সাম্যবাদের গান গাইবে।

    কল্লোল বাবু, একটু ভেবে কথা বললে ভালো হয় না। এই লোকগুলোর ভারতীয়? এদের লাইফ স্টাইল, নেট ওয়ার্থ নিয়ে আপনার নিস্চই আইডিয়া আছে।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৮:০২683228
  • "কোথায় লেখা আছে?"

    প্র্যাক্টিস বিফোর প্রীচ?
  • a | 208.7.62.204 | ০৯ আগস্ট ২০১৫ ০৮:০৯683229
  • ব্যাথার জায়্গায় আঘাত করে ফেল্লেন। এবার ঝুড়ি ঝুড়ি জাস্টিফিকেশন আসবে।
  • cm | 127.247.100.50 | ০৯ আগস্ট ২০১৫ ০৯:০৪683230
  • আমার S বাবুকে প্রশ্ন আপনি কি সবাইকে পুরাতন প্রেম অস্বীকার করতে বলছেন? এখানে যা দেখছেন সবই তো কৈশোরের প্রথম ভাল লাগাকে মনের মাঝে ফিরে ফিরে পাওয়ার চেষ্টা।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৯:০৮683231
  • ঃ)
    পুরাতন প্রেম কিন্তু বেশিরভাগ সময়ই বড্ড দাগা দেয়।
  • a x | 83.136.18.161 | ০৯ আগস্ট ২০১৫ ১০:১৪683232
  • এইযাহ! ভারতে কবে সাম্যবাদ এসে গেছে বুঝতেই পারলাম না! সদা অন্তত ভেবেছিলাম খবরটা জানাবে ;-) শেয়ার মার্কেটও তুলে দিয়েছে এখন? কোনো খবরই রাখিনা মাইরি!
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১০:১৯683234
  • না বুঝে কথা বলাটা দেখছি রোগ হয়ে দাঁড়িয়েছে।
  • a x | 83.136.18.161 | ০৯ আগস্ট ২০১৫ ১০:২৭683235
  • সস্তা পয়েন্ট পাবার বালখিল্য প্রয়াসে অযৌক্তিক এবং সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ব্যক্তিগত আক্রমণের অসুস্থতা দ্বারা সংক্রামিত না হলেই হল।
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ১০:৩৪683236
  • :)
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৩৫683237
  • গুরুতেও পয়েন্ট পাবার প্রয়াস!!! আপনি করেন নাকি? কেই বা পয়েন্ট দেবে? এখানে পয়েন্ট পেয়েই বা কি হবে? কিসের স্বার্থ?

    যে মতবাদ নিজের জীবনেই প্রয়োগ করতে পারিনা, যে মতবাদের উল্টো কাজ করে জীবনকে প্রতিনিয়ত চালনা করি (শেয়ার মার্কেট থীলই ইনভেস্ট করতে হবে?), আবার সেই মতবাদকেই প্রোপাগেট করে অন্যের জীবন চালনা করার থেকে বড় অসুস্থতা আর কিছু আছে কী?
  • a x | 83.136.18.161 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৪৪683238
  • পিনাকী কোথায় থাকে, ডলারে কামায় না ফ্রাংকে না ইয়েনে। রোজগারের টাকায় প্রপার্টি কেনে না ফুর্তি করে না শেয়ার মার্কেটে খেলে এইসব জেনে তবে শ্রমিক তার ন্যায্য দাবী (যা ক্যাপিটালিস্ট ফ্রেমওয়ার্কেই ঠিক করে দেওয়া) পাবে কিনা সে নিয়ে আলোচনা করতে চাওয়া খুবই গভীর অসুস্থতার লক্ষণ।

    এছাড়াও আপনার ভাবনা চিন্তা খুবই লিমিটেড, আম্রিকা সম্বন্ধেও আপনি বিশেষ জানেন না। সাম্যবাদ সম্বন্ধে একদমই না। তবে এগুলো পরে হবে। আগে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৫১683239
  • ব্যক্তিগত আক্রমনের সারমন আপনিই একটু আগে দিচ্ছিলেন না? হমমম।

    পিনাকিবাবুকে আমি একদমই চিনিনা। কিন্তু আপনার উত্তরের মাধ্যমে একটা কথা স্পস্ট বুঝতে পারলাম যে আমি যে কথাগুলো বললাম সেগুলো সবই সত্যি। খুব গায়ে লেগেছে।

    তা আম্রিগা সম্বন্ধে আপনি কি বোঝেন সেইতা যদি একটু শেয়ার করেন তাইলে বাধিত হই।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৫২683240
  • আপনার কথাগুলো সিপিয়েমের দাদাদের মতন লাগালো শুনতে।
  • Direwolf | 151.0.12.129 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৫৪683241
  • এ বাবা, কী হবে? অক্ষদা শ্যাষে...
  • a x | 83.136.18.161 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৫৯683242
  • অরিজিৎ ;-)
  • তাপস | 126.202.211.121 | ০৯ আগস্ট ২০১৫ ১১:০৩683243
  • কী হয়েছে? কী হয়েছে? অক্ষ সিপিএম হয়ে গেল? কবে? বলল না তো?
  • একক | 24.99.114.59 | ০৯ আগস্ট ২০১৫ ১১:১৭683245
  • "শিল্পপতির রেট অফ প্রফিটে যাতে আঁচড়টি না পড়ে - সেটার লক্ষ্যে লড়ে যাওয়াটা হল আজকের জমানার পোকিতো শ্রমিক দরদ"

    এইটুকুর উত্তর দি ।

    যাঁরা দরদী রাজনীতি করেন তাঁরা বাঁদরের রুটি ভাগের থিওরি মেনে চলেন । দুটো কাঠ্বিল্লি একটুকরো রুটি নিয়ে বাঁদরের কাছে এসেছে । বাঁদর এবার গাহি সাম্যের গান বলে সুর করে রুটি ভাগে নাবল । যেটুকু অসমান সেটুকু খায় আর ভাগ করে । আবার অসমান থুড়ি অসাম্য । আবার খায় । শেষে কাথ্বিল্লির হাতে ঠেঙ্গা । রুটি বাঁদরের পেটে । এই হলো দরদী সাম্যবাদী রাষ্ট্র ।

    আমরা অমন দরদ চাই না । আগেও লিখেছি , শ্রমিক দের বখেয়া পাওনা যে কোনো মূল্যে মিটিয়ে দিতে হবে । তাতে মালিক ঘটি-বাটি বেচুক ব্যান্করাপ্ট হোক পরোয়া নেই ।

    কিন্তু ,নতুন সেটাপে আগের শ্রমিক কে চাকরি দিতে হবে এটা একদম রুটি ভাগের ধান্দাবাজি । যাঁরা এটাকে বখেয়া দাবির সঙ্গে জুড়ে দিচ্ছেন তাঁরা সচেতনভাবে এটা করছেন যাতে পুরো আন্দোলনের গা ঘামানো থেকে নিজেদের শ্রেণীগত ইনসেনটিভ উঠে আসে । নতুন কারখানা হলে নতুন ইঞ্জিনিয়ার রা চাকরি পাবে ,পুরনো দিনের স্কিলসেট ওয়ালা শ্রমিকের সেখানে আদৌ জায়গা হবেনা এটা জেনেই করছেন । ইঞ্জিনিয়ারদের চাকরি পাওয়া অত্যন্ত জরুরি কিন্তু তার জন্যে শ্রমিকদের ঘাড়ে পা দেওয়ার কী দরকার ?? ঐযে ,রুটি ভাগ । বামপন্থী আন্দোলন চিরকাল তাই করেছে । শ্রমিক স্বার্থের নকুলদানা ঘিরে শিক্ষিত মধ্যবিত্তের স্বার্থের রসগোল্লা বানাবার প্রচেষ্টা ।

    চাষীদের কিভাবে ইউস করেছে ফোর্সড এন্টারপ্রেনীয়রশিপ এর দিকে ঠেলে দিয়ে , কিভাবে না মালিক-না শ্রমিক জায়গায় ঝুলিয়ে রেখেছে সেসব আর নাইবা টান্লুম । সাম্য-দরদ এসব শুনলে ওই লোভী বাঁদরটাকে চোখের সামনে দেখতে পাই ।আর কিস্যু না । যাঁরা সরাসরি কারখানা মালিকের প্রতি দরদ দেখাচ্ছেন তাঁরা এটলিস্ট অনেস্ট । ঘুরিয়ে-পেঁচিয়ে অন্যের ঘাড়ে বন্দুক রাখছেন না ।স্বার্থের জায়গাটা পরিস্কার ।
  • | 24.96.106.104 | ০৯ আগস্ট ২০১৫ ১১:২৬683246
  • এইটে ভাল ব্যপার। যারা যারা হিন্দমোটরে থাকেন না সব্বাই টইটা থেকে বিদেয় হোন দিকি,
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১১:৩১683247
  • বা যাঁরা অ্যাম্বাসাডার চালান/চড়েন না : )
  • কল্লোল | 125.242.190.6 | ০৯ আগস্ট ২০১৫ ১১:৩৭683248
  • বড় স।
    আপনি লিখলেন কি না - "কিন্তু আমেরিকাতে বসে সাম্যবাদের গান গাওয়াটা এক ধরনের পার্ভার্শন"। তাই মনে হলো।
    যে যেখানে তুলনামূলক ভালো সুযোগ পায়, সেখানেই নিজের শ্রম বেচতে যায়। এতে দোষের কি আছে বুঝলাম না!! তাতে সে তার মত বলতে পারবে না?
    যুক্তি ফুরিয়ে গেলে মতপ্রকাশের ওপর এমন নিষেধাজ্ঞা আসে। এই যেমন একসময় জয়প্রকাশ নারায়নের যুক্তির সামনে দাঁড়াতে না পেরে বলা হলো এরা দক্ষিন্পন্থী ও দেশের শত্রু। এদের কথা বলা বন্ধ। আজকে যেমন বলা হচ্ছে পর্ণোগ্রাফি ভারতীয় সংষ্কৃতি নয়। এতএব নিষিদ্ধ।
    কেউ আমেরিকায় চাকরী করতে গিয়ে যুদ্ধবিরোধী মিছিলে সামিল হতে পারবে না?
    যুক্তি থাকলে দিন। শুধুমুধু ব্যাক্তি আক্রমনে নিজেকেই ছোট করবেন না।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১১:৪৫683249
  • কল্লোল বাবু, আমরাই তো এই একই কারণে সিপিয়েমের দাদাদের উপরে রেগে যেতাম। সক্কাল বিকেল আমেরিকার নামে নাড়া লাগিয়ে নিজেদের ছেলে-মেয়ে-জামাইকে সেইখানে পাঠিয়ে দিতো। এক সিপিয়েম নেতাকে তার লাইফ স্টাইল নিয়ে পোস্নো করেছিলাম, তাতে সে বললো তুমি কিছু বোঝো না, আগে আমাগো বই পড়।

    তা আমেরিকাতে শ্রমের দাম বেশি তার জন্যেও কি সাম্যবাদ দায়ী?
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১১:৫৬683251
  • আর সাম্যবাদের প্রতি যদি এতই ভক্তি, তাহলে সেই মতন জীবন অতিবাহিত করাই তো ভালো। উদ্বৃত্ত্ব আয়কে শেয়ার মার্কেটে ঢালবো আবার অন্যকে শিল্পপতিদের প্রতি দরদী বলে কটাক্ষ করবো - সেইটা কি খুব যুক্তিপুর্ণ।

    "কেউ আমেরিকায় চাকরী করতে গিয়ে যুদ্ধবিরোধী মিছিলে সামিল হতে পারবে না?" অবশ্যই পারে। পড়শুদিন জেব বুশ নিজে ইরাক ওয়ারে যাওয়ার বিরোধিতা করলেন। পস্ট কথায় বলে দিয়েছেন ভুল হয়েছিলো। বলুন এবারে।
  • কল্লোল | 125.242.190.6 | ০৯ আগস্ট ২০১৫ ১১:৫৬683250
  • একক।
    উদাহরণটা নিজের মতো করে দিলি।
    সাম্য মানে রুটি ভাগ নয়। নৈর্ব্যক্তিক রুটি ভাগও অসাম্য। গামা পলোয়ান আর পটলডঙ্গার প্যালার রুটির ভাগ সমান হলে সেটাই অসাম্য। প্রয়োজনভিত্তিক ভাগটাই সাম্য। তাতে সমান ভাগের প্রশ্নই ওঠে না। সাম্য আসলে সম্মানে সাম্য।

    যেকোন থিওরী মানুষের জন্য। থিওরীর জন্য মানুষ হয় না। থিওরীতে ফিট না করলে সে মানুষগুলো "না" হয়ে যেতে পারে না। তাদেরও বাঁচার অধিকার আছে। একটা বয়সের পর নতুন স্কিলসেট তৈরী করা যায় না। তার মানে ঐ মানুষগুলোর খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার নেই, এটা স্রেফ ক্ষমতার যুক্তি। শারিরীক ভাবে ততো সক্ষম নন বা একেবারেই সক্ষম নন এমন মানুষেরাই আমাদের গল্প শুনিয়ে বড় করেছেন একসময়। তাঁদের বা তাঁদের মতোদের ভুলে যাওয়া পাপ।
    হিন্দুস্থান মোটরসকে অধুনিক হতে শ্রমিকেরা বাধা দেয় নি। যা তাদের হাতে ছিলো না তার জন্য তারা ভুগবে কেন? বিড়লাতো জমি বেচে, রিয়েল এস্টেটের ব্যাবসা করে কামিয়ে নেবে। শ্রামিকরা কি কলা চুষবে? বিড়লাকে বাধ্য করতে হবে শ্রমিকদের ন্যায্য পাওনা চুকাতে।
  • কল্লোল | 125.242.190.6 | ০৯ আগস্ট ২০১৫ ১২:০১683252
  • বড় স।
    বুঝলাম না। বুশ আজকে বলছে ভুল হয়েছিলো। তো? তাতে কি বুশ রাষ্ট্রপতি হয়ে যে টাকাটা মাইনে পেয়েছিলো সেটা ফেরৎ দিচ্ছে? তাতে কি আবু ঘ্রাইবের অত্যাচারের জন্য সে জেলে যাচ্ছে? কোনটাই না। তাতেও তার ভুল স্বীকার আপনার কাছে গ্রহণযোগ্য। কিন্তু একজন আমেরিকায় চাকরী করা ভারতীয়র মত গ্রাহ্য নয়।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১২:০৮683253
  • না এ অন্য বুশ। কিন্তু আপনার যুক্তিটা অকাট্য।

    আমিও তো তাই বলছি যে একটা সিস্টেমে থেকে (নট মাস্ট) সেখানকার সমস্ত সুযোগ সুবিধে নেবো (একটু বেশিই নেবো), আর তারপরে তার উল্টো দিকের মতকে অন্যের জীবনের জন্যে প্রীচ করবো - সেইটাকে কিছু বলা যাবেনা। ভাবুন ইন্ডিয়াতে এখন অমনিতেই ক্যাপিটালিজমের বাহার, তাই ছেড়ে আম্রিগাতে আসবো, আবার সাম্যবাদ নিয়ে বক্তেতা ছড়বো - কি বলবো?

    সক্কলকে অনুরোধ আমাকে কেউ পিলিজ শিল্পপতিদের প্রতি দয়াবান ইত্যাদি বলে গাল দেবেন না। তার থেকে দুটো কাঁচা খিস্তি মারুন, হাসি মুখে সয়ে নেবো।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১২:১৫683254
  • আসল কথায় আসা যাক। আসলে বিড়লা বা মাল্য সাহেবদের থেকে টাকা বের করা যাবেনা অত সহজে, আইনের দিক থেকে তাঁরা নিরাপদ দুরত্বে দাঁড়িয়ে আছে।

    মাল্য সাহেব লোন নেয়নি, লোন নিয়েছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (তাইতো নাকি?)। ফলে তার শেয়ারহোল্ডাররা নিরাপদ। আসল পোশ্নো হোলো এত কম কোলাটেরলে এতো লোন কারা দিলো, কে দায়ী? প্রতিকারঃ পরের বার লোন চাইলে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দাও। একজিস্টিঙ্গ লোনেও বাড়িয়ে দাও। কিন্তু প্রবলেম হোলো, তাইলে সেই কোম্পানিগুলো বাতি জ্বেলে দেবে।

    বিড়লাদের ক্ষেত্রে এম্প্লয়িদের মাইনে, ইত্যাদি হোলো বিজনেস অবলিগেশন। মানে না দিলেও ব্যান্করাপ্ট নয়। ফলে আইনের পথে যেতে হবে, কোর্ট থেকে নোটিশ নিয়ে এসে সেই টাকা বেড় করতে হবে (কোম্পানির মাল/এসেট বেচে)। বিড়লারা সেইটা অবশ্যই চাইবেনা। তাই যতদিন পারা যায় ব্যাপারটাকে ঝুলিয়ে রাখা। আইনি বন্দোবস্ত করা সময় ও খরচ সাপেক্ষ। এক্ষেত্রে একমাত্র সরকারই কিছু করতে পারে। এছাড়া, হিন্দ মোটরের কেসটা আলাদা। এই কোম্পানি তইরী করা হয়েছিলো সরকারের বদান্যতায়। অন্য কেউ গাড়ে তইরী করবেনা, আর সরকার শুধু এই গাড়িই কিনবে। ফলে এখন বিড়লারা বলতেই পারে যে আজকের পরিবেশে এই গাড়ির কোনো দাম নেই (সরকারও সেইটা জানে), তাই এর ডেভালাপমেন্ট করবো না।
  • Ekak | 24.99.114.59 | ০৯ আগস্ট ২০১৫ ১২:১৬683256
  • কল্লোলদা অলরেডি মার্ক্সিস্ট প্রিমায়স এর বাইরে এসে সাম্যের ব্যাখ্যা খুঁজছো :) পরে লিখবো ।এখন দৌড়ুতে হবে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন