এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৭৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 90.254.154.105 | ১০ আগস্ট ২০১৫ ২৩:৫৭683391
  • এখানে আবার আলাদা ট্রীটমেন্টের দাবী কে করল? বরং দেখা যাচ্ছে বামপন্থী মতামত পোষণ করলেই তার বিচার হবে আলাদা কষ্টিপাথরে। সে কোথায় থাকে, কিসে চাকরি করে, ক'টাকা মাইনে পায়, সঞ্চয় থেকে দান ধ্যান করে কিনা, সিঙ্গল মল্ট খায় কিনা, কোনো অ্যাকটিভিজম করে কিনা, করলে সেই অ্যাকটিভিজম 'পোকিতো' না লোক দ্যাখানো, একটা বিষয় নিয়ে পোতিবাদ করলে বাকী দশটা বিষয়ে নীরব কেন, ইত্যাদি ইত্যাদি। এর চেয়ে অনেক সুবিধাজনক হল ডানপন্থী সেজে ঘোরা। কেউ কিছু বললেই বলব আমার তো সুবিধাবাদী হিপোক্রিট হতে বাধা নেই, আপোষ করতেও বাধা নেই, আমি তো আর কর্পোরেটের পাকা ধানে মই দিই না, আমার ক্ষেত্রে তাই সাত খুন মাপ। আর এর সাথে থাকবে আমার আমার পারফেক্ট একচারী ব্যালকনি, যেখান থেকে বাকি দুনিয়ার সকলকে দ্বিচারী দেখাবে। মজা হি মজা। ঃ-)
  • S | 109.27.138.238 | ১১ আগস্ট ২০১৫ ০০:০০683392
  • তখন যাদের কাছে ব্ল্যাক মানি নেই, আর প্রপার্টি কেনার পয়সা কম, তারা কিনবে। কিন্তু সেই আচ্ছে দিন কি আর আসবে? এর অন্য টেকনিকাল এক্সপ্লেনেশনও আছে, কিন্তু থাক দরকার নেই সে কথার।
  • শ্রী সদা | 113.16.71.8 | ১১ আগস্ট ২০১৫ ০০:১০683393
  • "বরং দেখা যাচ্ছে বামপন্থী মতামত পোষণ করলেই তার বিচার হবে আলাদা কষ্টিপাথরে।" ~ শুধু বামপন্থী কেন, যে কোনো মতবাদ কেউ প্রীচ করতে এলে আমি দেখবো সে নিজে কী করছে ঃ) আমার তো এইদিক দিয়ে চাড্ডি আর ছাগুদের বেশ সৎ মনে হয়, ব্যাটারা ঠিক হোক ভুল হোক যেটা বিশ্বাস করে সেটাই করে।
  • kc | 198.71.206.101 | ১১ আগস্ট ২০১৫ ০০:২২683394
  • মানে বক্তব্য ছেড়ে বক্তাকে নিয়ে টানাটানি করা, এরকমই কথা ছিল বুঝি? সদা?
  • Ekak | 24.96.183.144 | ১১ আগস্ট ২০১৫ ০০:২৭683395
  • বক্তব্য কি শুধুই বাচিক ,কেসিবাবু ? :) একজন মানুষের গোটা জীবনযাপনই তার বক্তব্য,তাই না ।
  • kc | 198.71.206.101 | ১১ আগস্ট ২০১৫ ০০:৩২683396
  • যার গোটা জীবনযাপন তার বক্তব্য, সে তো পরমপিতা, ভগমান। বাকিরা তার চ্যালা, এরকম ভাবলে অসুবিস্তা কোথায়? :-))
  • একক | 24.96.183.144 | ১১ আগস্ট ২০১৫ ০০:৩৬683397
  • নাস্তিক দের অসুবিস্তা আচে :) তাদের চ্যালাগিরি পোষায় না । ইন্টিগ্রিটির দায় নিজের ঘাড়েই থাকে ।
  • শ্রী সদা | 113.16.71.8 | ১১ আগস্ট ২০১৫ ০০:৪২683398
  • ঘোষিত চ্যালা হওয়ার জন্যেও তো যদ্দুর জানি কিছুকিঞ্চিৎ আচার-অনুষ্ঠান-বিধিনিষেধ মানতে হয় কেসিদা, নইলে জাস্ট খাতায় নাম লিখে ছেড়ে দিলে গুরুর গুরুত্ব নিয়েই সন্দেহ জাগে ঃ)
  • kc | 198.71.206.101 | ১১ আগস্ট ২০১৫ ০০:৪৩683399
  • সেটা নাস্তিকদের স্বাধীনতা। কিন্তু এরম স্বাধীনতার কথা ছিলনা।
  • lcm | 176.216.157.21 | ১১ আগস্ট ২০১৫ ০০:৪৯683401
  • আমি রোজ ভাত বা গমের রুটি খাই, আর মোটরগাড়ি চালাই -- তাই তো আমি বক্তব্য রাখি, কৃষিজমি এবং টাটামোটর্স নিয়ে - আমার জীবনযাত্রা এই সব বিষয়ে বক্তব্য রাখার জন্য সার্টিফায়েড - তাই তো?
    যাক তাহলে অত খারাপ অবস্থা না, পাপের বোঝা অত হয় নি।
  • lcm | 176.216.157.21 | ১১ আগস্ট ২০১৫ ০০:৫৬683403
  • এই যে সদা লিখেছে -
    "...শুধু বামপন্থী কেন, যে কোনো মতবাদ কেউ প্রীচ করতে এলে আমি দেখবো সে নিজে কী করছে..."
    একদম ঠিক লিখেছে।

    যখন কেউ বলতে আসবে সিঙ্গুরে বা কোন্নগড়ে কারখানা হলে ভাল হত, সঙ্গে সঙ্গে আমি জিগ্গেস করব, তুমি কি জানো হে মোটর কোম্পানির? ব্যবসার? কি হলে কি ভাল হত তুমি কি জানো? কটা বিজনেস চালিয়েছ জীবনে? কি উবগার করেছো কার? তোমার কথা শুনব না।

    ব্যস্‌।

    কবি তো কয়ে গেছেন - "...people talking without speaking, people hearing without listening..."
  • Arpan | 125.118.60.19 | ১১ আগস্ট ২০১৫ ০০:৫৬683402
  • রাইস কলের মালিক আর টাটা মোটর্সের চাট্টি শেয়ার পকেটে থাগলেও হবে।
  • lcm | 176.216.157.21 | ১১ আগস্ট ২০১৫ ০১:০২683404
  • আর কেউ চাষীদের হয়ে বলতে এলে তাকে কি বলতে হবে তার প্রচুর এগ্‌জাম্পল এখানেই আছে -

    তুই ব্যাটা বিরিয়ানি খাস, টেলিফটো লেন্স কিনিস, মিনেসোটায় থাকিস, কমোডে হাগিস - তোর মুখে চাষীদের ভালোমন্দের কথা, ছো!
  • একক | 24.96.183.144 | ১১ আগস্ট ২০১৫ ০১:০৬683405
  • যতক্ষণ আম্মো ধান্দাবাজ তুম্মো ধান্দাবাজ ততক্ষণ কুনো অসুবিধে নেই :) সিরিয়াসলি নেই । আমার চোখে দুনিয়া ওরকম ব্লাতান্টলি ক্যাপিটালিস্ট-কমিউনিস্ট এ বিভক্ত না । নইলে আমেরিকার টাকাতেই অন্য দেশের মাটিতে বামপন্থী উগ্রবাদের চাষ হতনা ।হয় । কারণ এগুলো পাওয়ার টুলস । আমি-আমার দেশ একরকম মরালিটি । বিদেশ নীতি আরেক । মানুষের সারভাইভাল এর মতই একটা দেশ এর সারভাইভাল ,শ্রেষ্ঠত্ব এগুলোও ম্যাটার করে। আম্রিগা চায় সর্বর্ত্র রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত দিয়ে চাপে রাখতে । তাই কখনো অতিবাম এনজিও তে টাকা দাও ।আবার তারাই ক্ষমতায় এলে প্রতিক্রিয়াশীল শক্তিকে চাগিয়ে তোলো :)))

    শক্তি কা সন্তুলন জরুরি হায় । এ নিয়ে মতবিরোধ নেই তো ! আমি আমার জায়গায় গোছাচ্ছি তুমি তোমার জায়গায় । কারো কাঁচা টাকার লোভ ।কারো হাওয়াই চপ্পল পরে ক্ষমতা । নো পোবলেম বস । শুধু একটাই প্রবলেম । সাম্য-দরদ এসব বলে আঙ্গুল তুলে জ্ঞান দিতে এলে । ওগুলো বাঁদরের রুটি ভাগ করার দরদ ছাড়া কিস্যু নয় । হালকা ন্যাজ মুচড়ে ছেড়ে দিতে হয় তখন । নেচে বেড়াক। স্বর্ণলংকা একবার পুড়েছিল। হনু কিন্তু সারাজীবনের জন্যে মুখপোড়া :))
  • pinaki | 90.254.154.105 | ১১ আগস্ট ২০১৫ ০১:২৩683406
  • এই ন্যাজ মুচড়ে দেওয়ার ফলস আত্মপ্রসাদটাই ড্রাইভিং ফোর্স। না বললেও চলত। ঃ-)
  • aranya | 154.160.98.93 | ১১ আগস্ট ২০১৫ ০১:৩৬683407
  • এটা ইন্টারেস্টিং। সাম্য-দরদ এসব নিয়ে কিছু বললে সেটা হবে আঙ্গুল তুলে জ্ঞান দেওয়া!!

    অথচ আমি গুরুতে কখনও দেখিনি পিনাকী বা অন্য কেউ কাউকে বলছে এটা করুন বা সেটা করুন।

    জ্ঞান দেওয়ার সংজ্ঞা কি? মার্কেট নিয়ে একক কিছু বললে (যা প্রায়ই বলে থাকে), সেটাও কি জ্ঞান দেওয়া? তাহলে কি এককেরও হালকা ন্যাজ মুচড়ে ছেড়ে দিতে হবে? :-)

    কারও দরদ সত্যিকার না বাঁদরের রুটি ভাগ করার দরদ - এটাই বা কি করে বোঝা যায় - বড় জোর গেস করা যেতে পরে। একক কি অন্তর্যামী ? :-)
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০১:৪১683408
  • যে যেমন বোঝে। ভক্তরা একরকম বোঝে, অভক্তরা অন্যরকম, নৈর্ব্যক্তিকরা আরো অন্যরকম।
    এইসব ভ্যারাইটি থাকবে না? ঃ-)
  • Ekak | 24.96.183.144 | ১১ আগস্ট ২০১৫ ০১:৫৬683409
  • একক ম বললেই তো লোকে মার্কেট ভাবে ।কেক বানানো নিয়েও :)) রিটালিয়েট করতে দেখেছেন কখনো ? যা বলার বলে চলে যাই । ঐযে পিনাকিবাবু লিকে দিলেন "ফলস ড্রাইভিং ফোর্স" । ওনার দায়লেক্তিকস কী বলে ? একইসঙ্গে ফলস এবং থার্ড এনটিটি অবসার্ভার এর রেসপেক্টে ড্রাইভিং ও বটে এরকম ফোর্স থাকা সম্ভব ? যদি না অবসার্ভার একইসঙ্গে অন্তর্যামী হয় ? :)

    ওনাদের প্রতিটি কথায় এই কমপ্লেক্স টা থাকে । তুমি আসলে শোষিত ,না বুঝে বা ধান্দায় শোষকের পক্ষ নিচ্ছ । এটা বামেদের কমন ইল্যুশন অফ ত্রাস্পারেন্সী। তখন অন্তর্যামী মনে হয়না ?
  • pinaki | 90.254.154.105 | ১১ আগস্ট ২০১৫ ০২:০৫683410
  • বেশী বুঝে ফেলার এই হল সমস্যা। অন্যরা সবাই ইল্যুশনড। আমি হরিদাস পাল হলাম দুনিয়ার সবচেয়ে স্বচ্ছ দৃষ্টির অধিকারী। এই আত্মপ্রসাদই ড্রাইভিং ফোর্স। 'ফলস' টা আমার সাবজেক্টিভ ওপিনিয়ন। যাঁর আত্মপ্রসাদ তাঁর কাছে কেন ফলস হতে যাবে? তাঁর তো বেঁচে থাকার ফীডব্যাক অন্যের ন্যাজ মুচড়ে আসে। ঃ-)
  • aranya | 154.160.98.93 | ১১ আগস্ট ২০১৫ ০২:০৭683412
  • আমি মনে করি প্রতিটি মানুষই আলাদা এবং তার নিজের মস্তিস্ক-কে ব্যবহার করার ক্ষমতা ধরে। পরিবেশে প্রভাব অবশ্যই আছে, কিন্তু কোন একজন ব্যক্তি মানুষ বাম বা কোন মতাদর্শের কাছে মাথা বিকিয়ে দিয়েছে, তার নিজের গ্রে ম্যাটার ইউজ করে কিছু অ্যানালিসিস করছে না, এইটা মেনে নেওয়ার কোন মানে দেখি না।

    সুতরাং 'ওনাদের প্রতিটি কথায় এই কমপ্লেক্স টা থাকে' - এরকম জেনেরিক মন্তব্য নিয়ে মদীয় কোন বক্তব্য নেই
  • aranya | 154.160.98.93 | ১১ আগস্ট ২০১৫ ০২:০৮683413
  • * পরিবেশের
  • একক | 24.96.183.144 | ১১ আগস্ট ২০১৫ ০২:১১683415
  • "অন্যরা সবাই ইল্যুশনড"

    মানে, ধরেই নিচ্ছেন অন্যরা সবাই বামপন্থী ? :P দুনিয়াজোড়া বাম দুর্গ ?

    আমি তো ধরিনি ! প্রচুর ইল্যুশন ছাড়া মানুষ সৌভাগ্যবশত আছেন চারপাশে । পিনাকিবাবু ,আপনি উত্তেজিত হলেই উত্তরোত্তর ছড়ান :)
  • aranya | 154.160.98.93 | ১১ আগস্ট ২০১৫ ০২:১১683414
  • একক, তুমি যে রিট্যালিয়েট কর না, তা অবশ্যই লক্ষ্য করেছি। প্রশংসনীয়।
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০২:১৪683416
  • ঃ-) ঃ-) ঃ-)
  • sswarnendu | 198.154.74.31 | ১১ আগস্ট ২০১৫ ০২:১৭683417
  • ঠিক কি বললে 'যা বলার লিখে চলে যাই' হবে আর কোনটা ' আঙ্গুল তুলে জ্ঞান দেওয়া হবে' সেইটা ঠিক করে দেওয়ার গুরুঠাকুর হওয়ার দায়িত্ত্বটা একক কে কেউ দিয়েছে এমন তো এই টই এ কোথাও দেখলুম না...
  • একক | 24.96.92.252 | ১১ আগস্ট ২০১৫ ০২:২২683418
  • স্বর্নেন্দু ঠিকই দেখেছেন । সবার বরাতে তো গুরু মারফত গুরুঠাকুর হওয়ার বরাত জোটেনা :( নিজেকেই নির্লজ্জের মত নিতে হয় । বিশেষ করে ঝাঁট জ্বালাবার লোভ থাকলে । "ফলস" হলেও জ্বলে তো :P
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০২:২৩683419
  • গুরুঠাকুর লাগবে ক্যানো? লোকেরা নিজেরা বোঝে না?
    ঃ-)
  • pinaki | 90.254.154.105 | ১১ আগস্ট ২০১৫ ০২:২৯683420
  • 'আমি তো ধরিনি ! প্রচুর ইল্যুশন ছাড়া মানুষ সৌভাগ্যবশত আছেন চারপাশে ।'

    ভাগ্যিস বললে। নইলে জানতেই পারতাম না। ঃ-)

    আর আমি উত্তেজিত হয়েছি কিনা, তার বিচারকও তুমি, আমি ছড়ালাম কিনা, তার বিচারকও তুমি। তোমার খেলায় তুমিই প্লেয়ার, তুমিই জাজ। এরকম সবজান্তা গামছাওলাকেই সংক্ষেপে অন্তর্যামী বলে। তোমার বিশ্ব লয়ে খেলাধুলো কর বাপু। আমার অন্য কাজ আছে।
  • sswarnendu | 198.154.74.31 | ১১ আগস্ট ২০১৫ ০২:২৯683421
  • @atoz
    আজ্ঞে লোকে বোঝে বলেই কিছু কিছু লোকের সব লোকের হয়ে মাতব্বরিটা বিরক্তিকর... আর সানাই এর পোঁ রাও বেশ বিরক্তিকর...
    @ekak
    আপনার নির্লজ্জতা নিয়ে কোন সংশয় আমার কখনোই ছিলনা :)
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩১683423
  • আহা, স্বর্ণেন্দু, চটেন ক্যানো? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন