এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৭৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৭ আগস্ট ২০১৫ ০৮:৪০683490
  • ০৫ | 188.63.97.34 | ১৭ আগস্ট ২০১৫ ০৯:৩৮683491
  • হ্যাঁ, এটা মিথ্যাচারের জন্য চমৎকার একটা ডিফেন্সিফ স্ট্যান্স যে ১৪ই মার্চ ২০০৭ এর আগের মাসগুলোতে কোনো খুনোখুনি হয় নি। গ্রামের পর গ্রাম আতংকের রাজত্ব কায়েম করা হয় নি। হাজার হাজার মানুষকে সিপিএম ক্যাডাররা গ্রামছাড়া করেনি।

    দুই, যেহেতু পুলিশ দাবী করেছে যে ১৪ তারিখের গুলিবর্ষণে ওখানে কেবল ১৪ জনই মারা গেছে, অতএব সেটাকেই বেদবাক্য ধরতে হবে।

    তবে পিটির লিংকটা চমৎকার, ওখানে সেজ এর সাইজ ৩৫,০০০ একর হয়ে গেছে :) ৩৫,০০০*৩= ১১০,০০০ বিঘায় কতো মানুষ বাস করতে পারে এবং কতো মানুষ প্রস্তাবিত সেজএ কাজ পেত আশা করি জানাবেন।

    শিল্পায়ন চান ভালো কথা। ওভাবে জমি নিতে হয় না। এতো কৃষি জমি একলপ্তে নিতে গেলে এথিক্যাল-লেগ্যাল (অবশ্য আপনারা এথিক্স-লিগ্যালিটির ছায়া বড় একটা মাড়ান না) এবং প্র্যাক্টিক্যাল কী কী প্রবলেম হতে পারে সেসব খতিয়ে দেখা উচিত ছিল
  • PT | 213.110.243.22 | ১৭ আগস্ট ২০১৫ ০৯:৪৬683492
  • ০৫-কেঃ
    "আগের মাসগুলোতে কোনো খুনোখুনি হয় নি"
    নিশ্চই হয়েছে। কিন্তু সেগুলোর সমাধান করে বাম নেতাদের জেলে পাঠানোর সব সুযোগই তো এই সরকারের ছিল।

    "ওভাবে জমি নিতে হয় না"
    এর আগে কত জমি নেওয়ার সঙ্গে আপনার যোগসূত্র ছিল তা যদি জানান তাহলে আলোকিত হই। নাহলে সেই ন্যানো-বিপ্লবী শাঁওলী মিত্রের কথা মনে করিয়ে দিতে হবে।

    তবে আমার লিং নিয়ে কোন প্র্শ্ন থাকলে সেটা cbi বা toi কে করুন। নাহলে এর চাইতে বেশী অথেন্টিক কোন তথ্যসূত্রের সন্ধান দিন।

    যারা পিটির বক্তব্য নিয়ে এত সময় নষ্ট করে তারা কেউ জানতেও চায়না যে তাপসী মালিকের হত্যাকারীকে কেন এখনো ধরা গেল না!
  • sm | 233.223.153.247 | ১৭ আগস্ট ২০১৫ ০৯:৫৯683493
  • ওসব কথা পিটি কে বুঝিয়ে লাভ নেই। শিল্প অনুরাগীরা শেষ অবধি একটা কথাই বলবে; শিল্প কি আকাশে হবে? অকাট্য যুক্তি। হবে না, সবাই জানে। তাহলে কি একটু, অনাবাদী জায়গা দেখে করা যায় না?
    যেমন শালবনীতেও প্রায় হাজার ৩০ একর জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছিল; কোনো বড় সড় প্রতিবাদ হয়েছে কি?
    উত্তর আসবে, আপনি এক্সপার্টের মতন কথা বলবেন না। শিল্প পতিরা যেখানে চাইবে; সেখানেই জমি দিতে হবে। নয়তো পব, কম্পিটিশনে পিছিয়ে যাবে, চাকরি শূণ্য হয়ে পড়বে, জানেন, সেকথা।
    আবার হক কথা। চাকরি না হলে লোকে খাবে কি; সবচেয়ে বড় কথা ডেভেলপমেন্ট হবে কেমনে? চাষী ছেলে মেয়ে কি চিরটা কাল চাষী ই থাকবে?
    আমরাই প্রকৃত কৃষক ও শ্রম দরদী।
    আপনারা খালি ব্যাগড়া দেন।
    কিন্তু দু দলের টানা পড়েনে, চাষীরা তো চিড়ে চ্যাপ্টা হয়ে গ্যালো মশাই। তা, শিল্প পতিরা নিজেরাই জমি কিনে নিলে পারে তো? সরকারের হস্তক্ষেপ চান কেন?
    অত জমি সরকারের হস্তক্ষেপ ছাড়া হয়না বুঝলেন। শিল্প পতি তো আর হোম ডিপ চালায় না? পুলিশ সরকারের হাতে।
    কিন্তু এটা তো বাম পন্থার বিরোধী। পস্কো তেই তো আপনারা অন্য ভুমিকা নিয়েছেন।
    নিয়েছি তো কি হয়েছে? আমরা কেস বাই কেস কাজ করি। সিঙ্গুর আর পস্কো প্রেক্ষিত আলাদা; এটা বোঝেন না?
    ঠিক হ্যায়।
  • সিকি | ১৭ আগস্ট ২০১৫ ১০:০২683494
  • ০৬ | 186.126.237.214 | ১৭ আগস্ট ২০১৫ ১০:২৯683495
  • না না বেদবাক্য ধরতে হবে এটা: যদিও পুলিশ দাবী করেছে যে ১৪ তারিখের গুলিবর্ষণে ওখানে কেবল ১৪ জনই মারা গেছে, কিন্তু আসলে মারা গেছে হাজারের কম না। সিবিআই জানে না কিন্তু আমি জানি।
  • PT | 213.110.243.21 | ১৭ আগস্ট ২০১৫ ১১:০০683496
  • "যেমন শালবনীতেও প্রায় হাজার ৩০ একর জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছিল; কোনো বড় সড় প্রতিবাদ হয়েছে কি?"

    এরে কয় না জানার আনন্দ!!
    Union ministers Jitin Prasad and Ram Vilas Paswan, West Bengal chief minister Buddhadeb Bhattacharjee and state industries minister Nirupam Sen narrowly escaped an ambush by Maoists at Salboni in West Midnapore district on Sunday.
    http://timesofindia.indiatimes.com/india/Bengal-CM-survives-Maoist-attack/articleshow/3665352.cms

    এর চাইতেও "বড়" কোন ঘটনা ঘটুক এমনটাই চেয়েছিলেন নাকি?
  • PM | 233.223.152.117 | ১৭ আগস্ট ২০১৫ ১১:০৭683497
  • পরিবর্তনের পরিবর্তন ২০১৬ তে হোক বা ২০০১৬ তে হোক আমার একটাই দাবী তাতে যেনো অতি বামেদের কোনো ভুমিকা না থাকে।

    অপেক্ষা করতে রাজী অতিবামমুক্ত পঃবঃ এর জন্য,
  • kc | 159.147.49.44 | ১৭ আগস্ট ২০১৫ ১১:২৫683498
  • অতিবাম মানে কারা?
  • Twist | 127.18.229.37 | ১৭ আগস্ট ২০১৫ ১১:৫১683501
  • sm "যেমন শালবনীতেও প্রায় হাজার ৩০ একর জমি অধিগ্রহণ করে তুলে দেওয়া হয়েছিল; কোনো বড় সড় প্রতিবাদ হয়েছে কি?"

    PT "এরে কয় না জানার আনন্দ!!
    http://timesofindia.indiatimes.com/india/Bengal-CM-survives-Maoist-attack/articleshow/3665352.cms
    এর চাইতেও "বড়" কোন ঘটনা ঘটুক এমনটাই চেয়েছিলেন নাকি?"

    বক্তব্য টুইস্ট করার ব্যাপারে পিটির প্রতিভা অসামান্য। জনবিরল এলাকায় জমি অধিগ্রহন করলে স্থানীয় মানুষের প্রতিবাদ এর স্তর ও তীব্রতা অনেক কম হবে সেটাকে এড়িয়ে তিনি মাওবাদীদের এসাসিনেশন এটেম্প্ট নিয়ে এলেন।
  • PT | 213.110.243.21 | ১৭ আগস্ট ২০১৫ ১২:১৫683502
  • জনবিরল বা অনাবাদী জায়গাতে জমি নিলেও কেউ না কেউ তার নিজস্ব পদ্ধতিতে প্রতিবাদ করেছে। কারণ প্রতিবাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু।

    শুধু নাটকের লোকেরা পথে নেমে নাটক করলে সেটাকেই পোকিত পোতিবাদ হিসেবে ধরতে হবে নাকি? আর ঐ মাওবাদীদের কতজন তিনোমুলে যোগ দিয়েছে বা তিনো নেতাদের ঘর-সংসার করছে সেসব খবর রাখেন আশা করি!
  • PM | 116.78.61.192 | ১৭ আগস্ট ২০১৫ ১২:৫৫683503
  • অতিবাম মনে নকসাল, মাওবাদী আর তাদের প্রত্যক্ষ আর পরোক্ষ সমর্থকরা
  • PM | 116.78.61.192 | ১৭ আগস্ট ২০১৫ ১২:৫৭683504
  • দুর্ভাগ্য বসতঃ ৭৭ আর ১১ দুই পরিবর্তনেই এদের ভুমিকা ছিলো। ১১ তে সেই ভুমিকা অনেক প্রত্যক্ষ
  • kc | 198.71.213.37 | ১৭ আগস্ট ২০১৫ ১৭:০৬683505
  • দ্যাখেন, 'অতিবাম নকশাল' রাও এদেশেরই নাগরিক। পরিবর্তনে এদের যদি ভূমিকা থাকে তাইলে বুইতে হবে এদের পিছনেও জনসমর্থন আছে। তা এদের দাবীদাওয়া গুলো না বুঝেসুঝেই এদের হুশ করে দিলে হব্যা?
  • ranjan roy | 192.69.150.184 | ১৮ আগস্ট ২০১৫ ০০:২৯683506
  • কী যে কন!
    অতিবাম বা মাওবাদীরা মাওয়ের দেশ থেকে খেদিয়ে দেওয়ার পর এদেশে ঢুকেছে, নামেই স্পষ্ট। যেমন ইংল্যান্ড থেকে খেদিয়ে দেওয়া লোকজন ইস্ট ইন্ডিয়া কোং এর সময় এদেশে এসেছিল।

    পিটির দেওয়া লিং থেকে এইসব অভিযোগ গুলো মিথ্যা বলে প্রমাণিত হলঃ
    --১।নন্দীগ্রামে পুলিশ গুলি চালায় নি, বা আত্মরক্ষার্থে পা লক্ষ্য করে চালিয়েছিল, ফলে কেউ মরে নি।
    ২। নন্দীগ্রামের বাম বিধায়ক বা বাম কৃষক সমিতি আদৌ জমি দেওয়ার বিরোধিতা করেনি।
    ৩।ওখানে মমতার সমর্থনে হামলা চালিয়েছিল শুধু মাওবাদীরা। যে কয়েকজন মরে্ছে সব বাম সমর্থক, যারা ঘরছাড়া হয়েছিল তারা সবাই বাম সমর্থক।
    অবশ্য উনি গত দুবছর ধরে সবাইকে এই সিবিআই রিপোর্টের লিং মনোযোগ দিয়ে পড়তে বলেছিলেন।
  • PT | 213.110.243.21 | ১৮ আগস্ট ২০১৫ ০৮:৩৮683507
  • এত কথা যদি বলতেই হয় তাহলে তো সিবিআই-কে তদন্ত করতে দেওয়ার পক্ষেই কথা বলা যেত।
    কিংবা যারা পোড়া মৃতদেহের ছবি দেখিয়ে ভোট চেয়েছিল তিনোদের পক্ষে তারাও তো তাপসী মালিকের মৃত্যু রহস্য সমধানের দাবী জানাতে পারত।

    কেন যে এই সব দাবী কেউ জানায় না কে জানে! সত্যিটা জানতে কি এতই ভয়?
  • pi | 127.194.1.231 | ১৮ আগস্ট ২০১৫ ০৯:০৩683508
  • সরি, টইকে একটু বেলাইন করে গেলাম।

    'বিষয়ঃ রাজ্যের একমাত্র মোটরগাড়ি তৈরির কারখানা বন্ধ হিন্দুস্তান মোটরস পুনরুজ্জীবনের দাবিতে নাগরিক কনভেনশন।
    ২৩/০৮/২০১৫ (রবিবার), দুপুর ৩টায়, মহাবোধি সোসাইটি হল, কলেজ স্কয়ার, কোলকাতা।
    আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাজ্যের একমাত্র মোটরগাড়ি তৈরির কারখানা উত্তরপাড়া- স্থিত হিন্দুস্তান মোটরস কারখানাটি বিগত ১৫ মাস ধরে সম্পূর্ণ বেআইনিভাবে ম্যানেজমেন্ট বন্ধ করে রেখেছে । শ্রমিক – কর্মচারীদের বকেয়া বেতন দেয়নি। শ্রমিক –কর্মচারী আবাসনের জল ও বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। যে কোনোভাবে শ্রমিকদের তাড়াতে বদ্ধপরিকর তারা। ইতিমধ্যে গুন্ডাদের দিয়ে কারখানার যন্ত্রপাতি সরানোর উদ্যোগ নিয়েছে বারবার ।
    এই পরিস্থিতিতে কারখানার উপরিউক্ত চারটি ইউনিয়ন একত্রিত হয়ে সার্বিকভাবে এক সংগ্রাম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই কারখানা খোলার দাবিতে হেড- অফিস(২৭ জুলাই’১৫) অভিযান সংগঠিত করেছে চারটি ইউনিয়ন। পাশাপাশি সিধান্ত নিয়েছে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার। ইতিমধ্যেই আমরা দাবী তুলেছি যে মালিকপক্ষ চালাতে না পারলে এই কারখানাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার দায়িত্ব নিক সরকার।
    উক্ত দাবিতে আগামী ২৩/০৮/২০১৫ তারিখে আন্দোলনকারী চারটি ইউনিয়নের পক্ষ থেকে বন্ধ হিন্দুস্তান মোটরস কারখানাকে সরকারি উদ্যোগে পুনরুজ্জীবিত করার দাবিতে এক নাগরিক কনভেনশন- এর আহ্বান করা হয়েছে। এই কর্মসূচীতে আপনার/ আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্তভাবে আশা করছি। সকল সংগ্রামী সাথিদের স্বাগত। আসুন,১৩০০ শ্রমিকের জীবন-জীবিকার লড়াইয়ের পাশে দাঁড়ান। তাদের ন্যায্য দাবিকে সমর্থন করুণ।
    সংগ্রামী অভিনন্দন সহ, আন্দোলনকামী ইউনিয়নগুলির পক্ষে আভাষ মুন্সী দ্বারা প্রচারিত। 9477124809'
  • সিকি | ১৮ আগস্ট ২০১৫ ০৯:১২683509
  • sm | 233.223.154.168 | ১৯ আগস্ট ২০১৫ ০৯:৩৪683512
  • ওপরের লিংক টি দেখুন, সরকারী ও বেসরকারী ব্যান্ক গুলির আর্থিক স্বাস্থ্য কত ভালো; আর তারা কত দক্ষ।
  • pi | 24.139.209.3 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৬683513


  • আর কিছু কথা হচ্ছিল এর মধ্যে বন্ধ কারখানার শ্রমিকদের সাথে। ওঁদের প্রশ্ন, যদি চালানো সম্ভবই না হবে তো ক্লোজার ঘোষণা করা হয় না কেন ? আইন অনুযায়ী ক্লোজার বেনিফিট দিতে হবে বলে? যাঁরা বন্ধ করে দেওয়ার পক্ষে সওয়াল করছেন, তাঁরা এই ক্লোজারের দাবিটাও আশা করি তুলবেন। তাহলে হয়তো অনেকের আপত্তি থাকবে না।

    আর হ্যাঁ, এও শুনলাম, বন্ধ কারখানার জমিতে অন্য কারখানা হতে আইনি অসুবিধে নেই বা ওরকম কিছু। সরকারের পক্ষ থেকেই বোধহয় বলা হয়েছে। কোথাও খবরটা দেখেছিলাম, কেউ পেলে একটু দিয়ে দেবেন।
  • PT | 213.110.243.21 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১১683514
  • "এরাজ্যে হাজার হাজার কারখানা বন্ধ। এক সময়ের পরিচিত শিল্পাঞ্চলগুলিতে সারি সারি কারখানা বন্ধ হয়ে আছে। লক্ষ লক্ষ শ্রমিক হারিয়েছেন তাঁর কাজ।"

    কেউ কি এই বক্তব্যটি কোন টাইম ফ্রেমের ভিত্তিতে ব্যাখা করে দেবেন? তিনো ও তাদের বন্ধুরা একসময়ে ৫৫০০০ সংখ্যাটি গজাল মেরে মাথায় ঢুকিয়ে দিয়েছিল বঙ্গবাসীর।

    আরো একটা প্রশ্ন। কারখানা কি ঐ "এক সময়ের পরিচিত শিল্পাঞ্চলগুলিতে"-ই হতে হবে নাকি অন্যত্র "চাষের জমি" নিয়েও কারখানা করাকে এঁরা সমর্থন করেন?
  • 0 | 105.211.101.198 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩১683516
  • "শ্রমই সভ্যতার চালিকাশক্তি" কথাটা ঠিক না। শ্রম চালিকাশক্তি ছিল আগে। এখন সভ্যতার চালিকাশক্তি ইনফরমেশন। ইনফরমেশন কেনাবেচা হয়, শুধুমাত্র ইনফরমেশনের ওপর ভিত্তি করে একক আর যৌথভাবে ব্যবসা হয়।
  • PT | 213.110.243.23 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৭683517
  • অ্যাসোচেমের খবরটা ঠিকঠাক হলে কি দাবী করা যায় যে বামেদের "জঙ্গী" ট্রেড ইউনিয়নের জন্য পব থেকে শিল্পপতিরা কারখানা গুটিয়ে নিয়ে চলে যায় নি?
  • pi | 24.139.209.3 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৪683518
  • ' আসানসোলের পিলকিংটন গ্লাস কারখানার প্রবীণ শ্রমিক সংগঠক প্রহ্লাদ সেন শিল্পাঞ্চল মরুভূমি হওয়ার মূলে কাঠগড়ায় তুললেন বামফ্রন্ট এবং বর্তমান তৃণমূল সরকারকে৷ ২০০১ পর্যন্ত সিপিএমের পার্টি সদস্য , একদা দলের শাখা কমিটির সম্পাদক প্রহ্লাদবাবু তুলে ধরলেন ‘মেহনতি মানুষের পক্ষে ’ বলে নিজেদের দাবি করা সরকারি বামপন্থীদের প্রতারণার ইতিহাস৷ যে কারখানার খালি জমির দামই ৫৪০ কোটি টাকা , তা কী ভাবে মাত্র সাড়ে ৪ কোটি টাকায় বিক্রি হয়ে গেল , শ্রমিকদের প্রাপ্য মেটানো হল না , সুযোগ সত্ত্বেও রাজ্য সরকার অধিগ্রহণের উদ্যোগটুকুও নিল না ---ধামাচাপা পড়া এমনই গুচ্ছ প্রশ্ন ফের হাজির করলেন তিনি৷

    হিন্দ মোটর কারখানার সংগ্রামী শ্রমিক ইউনিয়নের আভাস মুন্সি মনে করিয়ে দেন , কারখানা পুনরুজ্জীবনের শর্তে জমি বিক্রি করে ৩০০ কোটি টাকা পাওয়ার পর মালিকপক্ষ কারখানাটাকেই বন্ধ করে দিলেন৷ আর বাম ও তৃণমূল ---কোনও সরকারই রা কাড়ল না !

    দক্ষিণ কলকাতার সুবিখ্যাত শপিং মলের আড়ালে ভ্যানিস হয়ে যাওয়া উষা কারখানার শ্রমিকদের যন্ত্রণার কথা তুলে ধরেন আইনজীবী পার্থ মুখোপাধ্যায়৷ তাঁর কথায় , ‘নামেই স্বেচ্ছাবসর৷ কার্যত গলাধাক্কা৷ উষার যে শ্রমিকরা স্বেচ্ছাবসরে রাজি হননি , তাঁদের ছাঁটাইও করেনি মালিকপক্ষ৷ বিচিত্র এক অবস্থায় কার্যত রাস্তায় দাঁড়িয়েই সেই শ্রমিকরা এখনও মামলা লড়ে চলেছেন৷ কোনও রঙের সরকারই পাশে থাকেনি এই মানুষগুলোর৷ ’ '

    -----------

    লোকজন শিল্প হওয়া নিয়ে কত্ত কনসার্ন্ড, বহুফসলী কৃষিজমিতে শিল্প না হলে ব্যাগড়াপন্থী বলে লোকজন কত গাল খান, এই সব বন্ধ কারখানা নিয়ে অবশ্যই কোনোদিন কোন প্রশ্ন নয়, এমনই যে প্রশ্ন তুলবে সেও ব্যাগড়াপন্থী। সেটা অবশ্য কীসের ব্যাগড়া ব্রহ্মা জানেন ;)
  • cm | 127.247.99.32 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:১০683519
  • "যে কারখানার খালি জমির দামই ৫৪০ কোটি টাকা , তা কী ভাবে মাত্র সাড়ে ৪ কোটি টাকায় বিক্রি হয়ে গেল " আমার মনে হয় এসুযোগ নষ্ট না করে সিবিআই করা উচিত। নইলে,
  • | 213.132.214.156 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৩683520
  • প্রশ্ন পিটি দার কাছেঃ

    ১। বাম আমলে ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্যে কোন কারাখানা বন্ধ হয়েছিল কি? উত্তর যদি হ্যাঁ হয়ঃ তবে কটি? এবং তার তথ্যসুত্র কী কী? তা কতো টা বিশ্বাস যোগ্য?

    (১+১+ ৩+৩ = ৮)
  • PT | 213.110.246.23 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৯683521

  • কারখানা তো অনেক বন্ধ হয়েছিল বাম আমলে কিন্তু সেটা আন্দোলনের জন্য বলে আমি মনে করিনি কখনো। এই প্রসঙ্গে কয়েক মাস আগেই বেশ কিছু লিং দিয়েছিলাম। কিন্তু অ্যাসোচেমের দেওয়া "৫%" সংখ্যাটা সত্যি হলে তো আমার অবস্থানের সঙ্গেই মিলে যাচ্ছে।
    (পাশ করলাম কিনা জানিও!!)

    cm
    জমির দামের ব্যাপারেও বেশ কিছু শাঁওলী মিত্র বক্তব্য রাখছে। এই সময়ের খবরে বেশ কিছু নাম আছে যারা ন্যানো কান্ডে জড়িত ছিল।
    এই খবরতা দেখ। সাম্প্রতিক কালে পব-র মামাটি কলকাতার মাটি লিজ দিয়ে পয়সা কামাচ্ছে। কিন্তু কলকাতা বলেই যে জমি সোনার দামে বেচা যাবে এমন ভাবার কারণ নেই।
    The Bengal government has landed a Rs 181-crore deal for the four-acre Tollygunge tram depot in the middle of a real estate slump.....
    .......While the Tollygunge property - with two golf clubs on either side of the Deshpran Sashmal Road - always had takers, the bid for 52 cottahs in Belgachhia fell through with two parties quoting below the reserve price. Sources said the angular shape of the land was a deterrent.
    http://www.telegraphindia.com/1150908/jsp/calcutta/story_41350.jsp#.Ve_FS5dslbw
  • কল্লোল | 135.17.65.130 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৮683523
  • কং-বাম কোন আমলেই শ্রমিক অসন্তোষের কারনে কারখানা বন্ধ হওয়ার সংখ্যা খুবই কম।
    কিন্তু, কারন তো বানিয়েও তোলা যায় (সীমাবদ্ধ মনে আছে!!)। পরিচালনার গাফিলতি, বাজার ধরতে না পারা, অন্য লাভজনক ব্যবসায়(রিয়াল এস্টেট) চলে যাওয়া ইঃ বহু কারনকে একটু ধোঁয়া দিয়ে শ্রমিক অসন্তোষের চেহারা দেওয়া যায়।
    ৬০এর দশকে কলকাতায় থেকে হেড অপিস বম্বে নিয়ে গেলো বহু শিল্প (আইটিসি ছাড়া) জঙ্গী ট্রেডইউনিয়নের দোহাই দিয়ে। যেন বম্বেতে ট্রেডইউনিয়ান জঙ্গী ছিলো না!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন