এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ১৮৭৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩৩683424
  • স্রেফ সময় কাটাতে এ কাপ্তেনি, বিরক্তি হলে আসার কি দরকার?
    ঃ-)
  • sswarnendu | 198.154.74.31 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩৪683425
  • আর হ্যাঁ, যারা শিল্পপতিদের কর ছাড় দেওয়ার পক্ষে বলছেন এবং অন্য কারোর জীবনযাত্রা যথেষ্ট গরিব-দরদি কিনা সে বিশ্লেষণ করছেন, তাঁরা শিল্পপতিদের উৎসাহ প্রদানহেতু নিজ নিজ চাকুরী ক্ষেত্রে মাহিনাটা কম নেন কিনা জানার ইচ্ছে রইল...
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩৫683426
  • এই যে স্রেফ "দাদা" র পোঁ ধরতে একজন উড়ে এলেন হিল্লি দিল্লি না মক্কা থেকে, তাতে কি কেউ রাগ করলো? ঃ-)
  • sswarnendu | 198.154.74.31 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩৬683427
  • @atoz
    করুন না কাপ্তেনি... আপনি যেমন কাপ্তেনি করতে আসেন, আমিও সানাই এর পোঁ দের বিরক্তিকর বলতে আসি
    :)
  • Ekak | 24.96.92.252 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩৯683430
  • "অনেক সুবিধাজনক হল ডানপন্থী সেজে ঘোরা। কেউ কিছু বললেই বলব আমার তো সুবিধাবাদী হিপোক্রিট হতে বাধা নেই, আপোষ করতেও বাধা নেই, আমি তো আর কর্পোরেটের পাকা ধানে মই দিই না, আমার ক্ষেত্রে তাই সাত খুন মাপ। আর এর সাথে থাকবে আমার আমার পারফেক্ট একচারী ব্যালকনি, যেখান থেকে বাকি দুনিয়ার সকলকে দ্বিচারী দেখাবে। মজা হি মজা। ঃ-)"

    এটা লেখার সময় এত আত্মবীক্ষা কোথায় ছিল ? দক্ষিনপন্থী মানেই সেজে ঘোরে । তার হিপোক্রিট হতে বাধা নেই । প্রত্যেকটি মানুষের নিজের থিওরির ভেতর ইন্টিগ্রিটি বিচার্য ।কোনো সার্বজনীন মাস্টার থিওরির সাপেক্ষে না । আপনি যতই কায়দা করুন একবার যখন অন্যের ঝাঁপি তে হাত দিয়েছেন পাল্টাও খাবেন । আমি কোথাও বলিনি কেও বামপন্থী সেজে ঘোরে । আমি মনে করি বামপন্থীরা ইল্যুশনড সেটা বলেছি । তাদের পথে শ্রমিকের ঘাড় ভাঙ্গা ছাড়া কিস্যু হয়না মনে করি বলেছি। কাজ আপনার একার নেই ।সবারই আছে । বাজে বকলে চাট্টি শোনারও অভ্যেস করুন ।
  • sswarnendu | 198.154.74.31 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩৯683429
  • রাগ করার সুযোগই পায়নি কেউ... সারাক্ষণ পোঁ ধরেই বসে আছেন এমন মানীগুণী লোক এই ফোরামে এত যে মাঝে মাঝে উড়ে আসাদের নিয়ে কেউ মাথা ঘামায় না :)
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০২:৩৯683428
  • বিরক্তিকর পোঁ ধরা তো আম্মো বলতে পারি যারা "দাদা"র পোঁ ধরে তাদের, তাবলে লিখে লাভ কী? কারণ গ্রুপিজম তো আছেই, সবাই জানে, আপ্নি নিজেও জানেন।
    ঃ-)
  • sswarnendu | 198.154.74.31 | ১১ আগস্ট ২০১৫ ০২:৪১683434
  • আপনার লিখে লাভ নেই মনে হলে লিখবেন না, আমায় লাভ কি জিগ্যেস করে কি হবে?
    :)
    আর আপনি কি বলতে পারেন কি পারেন না তাতে আমার কি? পারেন তো বলুন না, আমি অন্তত কাউকে কিছু বলতে বারণ করলুম বলে তো মনে পড়ছে না
  • একক | 24.96.92.252 | ১১ আগস্ট ২০১৫ ০২:৪১683432
  • স্বর্নেন্দু

    এত প্রশংসা করবেননা আমার ।লোকে আবার ভাববে পোঁ ধরছেন :)
  • Atoz | 161.141.84.176 | ১১ আগস্ট ২০১৫ ০২:৪১683431
  • গপ্পে গপ্পে অনেক ব্যালা হোলো।
    আপনেরা চালান, আজকের মতন আমার কাপ্তেনি শেষ। আসি।
    ঃ-)
  • একক | 24.96.92.252 | ১১ আগস্ট ২০১৫ ০২:৪২683435
  • আম্মো কাটি । হগ্গলকে শুভরাত্রি :) হ্যাপী বার্নিং ।
  • sswarnendu | 198.154.74.31 | ১১ আগস্ট ২০১৫ ০২:৪৫683436
  • @atoz
    এককের কথা ধার নিয়ে বলি "যা বলার লিখে চলে যাই" ... আপনি প্রশংসা বুঝবেন কি নিন্দে বুঝবেন সে নিছকই আপনার সমস্যা ... বা সেটা আদৌ সমস্যা কিনা সেটাও
    :)
  • pinaki | 90.254.154.105 | ১১ আগস্ট ২০১৫ ০২:৫৪683437
  • উরে বাবা রে! এ তো সেই অর্কুট সিন্ড্রোম। সবাই সবাইকে এই বলে বিদায় নেয় যে - কেমন জ্বালালুম? পোড়া গন্ধ পাচ্ছি যেন, ইত্যাদি, প্রভৃতি। আমার ধারণা ছিল এককের তারপরে বয়েস বেড়েছে। ঃ-)

    আর সিরিয়াস পার্টটা হল, নিচের লেখাগুলো তুমি একেবারেই আনপ্রোভোকড লিখেছ। আমি কোনোরকম জাজমেন্টাল কমেন্ট করার আগে। এখন তুমি আমাকে জল ঘোলা করার জন্য দায় চাপাচ্ছো। অন্যের ঝাঁপিতে তুমিই আগে হাত দিয়েছো। তোমার ইন্টিগ্রিটির সিরিয়াস সমস্যা আছে বোঝা গেল। সরি টু সে।

    "আপনারা শ্রমিকের ভালো চান না । চাইলে বুঝতেন , শ্রমিক ভিকিরি নয় ।এনি ফর্ম-এ প্রোডাক্ট বেচে খায় বলেই শ্রমিক। প্রোডাক্ট না দাঁড়ালে শ্রমিক এর ও দাঁড়াবেনা । ভোটের স্বার্থে আপনারা এটা শ্রমিককে বুঝতে দেন নি । নিজেরা যে প্রোডাক্ট কোনদিন কিনবেননা তার হয়ে ওকালতি করেছেন শুধুমাত্র্র শ্রমিকের ভোটের স্বার্থে । এটাকে কমরেডশিপ বলেনা । ভুবনের মাসিগিরি বলে । ভুবনের মাসি একচুয়ালি কী চেয়েছিল মনে আছে তো ? ভুবন যেন অপশনলেস হয়ে যায় । আপনারাও তাই করেছেন । রাজ্যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উন্নতি নেই ।নতুন গাড়ি কারখানা নেই প্রতিযোগিতা নেই । গাড়ির ডিসাইন তো শ্রমিক শেষ কথা বলেনা । কিন্তু তার সামনে কোম্পানি বদলের অপশন দেন নি আপনারা । যেটা আপনাদের নিজেদের আছে।

    আচ্ছা ,পশ্চিমবঙ্গের লোক বাইরে চলে যাচ্ছে এই প্রেক্ষিতে তো অনেকে বলেন বাইরে যাওয়াই তো ভালো ওমা এই দেখো আমরা ভারত থেকে কত্তদুরে বসে আচি ঃ))) তা এইক্ষেত্রেও কী বলবেন ? অপশন করে দেওয়ার আমরা কে ? শ্রমিক বাইরের রাজ্যে গাড়ি কারখানায় গেলেই পারত ! ?

    কদ্দিন চলবে এইভাবে স্যার "দরদী" রাজনীতি করে ? :P"

    নিজেকে জিজ্ঞেস করো, কদ্দিন চলবে এভাবে অন্যের ন্যাজ মুচড়ে? ঃ-)
  • একক | 24.96.92.252 | ১১ আগস্ট ২০১৫ ০৩:০৯683438
  • আবার ! আমি তো শেষ পোস্টেই বলেছি আমি মনে করি বামপন্থা শ্রমিকদের ঘাড় ভাঙ্গা । সেটাকে ঝাঁপিতে হাত দেওয়া বলিনি স্যার :) আমি তখনি ঝাঁপিতে হাত দেওয়ার কথা বলেছি যখন দেখলুম আপনি দক্ষিনপন্থী রা আসল দক্ষিন না সেজে ঘোরে তাই নিয়েও বক্তব্য রাখছেন । পড়ুন ।বুঝুন ।টেক ইওর টাইম :) আমি আজোবধি একটাও পোস্ট এ বামপন্থী দের ইন্টারনাল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছি দেখান । আমি তো ওদের পুরোটাকেই গোবর মনে করি। ফুল ইন্টিগ্রিটি । অন্যকে গোবর ভাবা ঝাঁপিতে হাত দেওয়া নয় । বাইরে থেকে ঝাঁপিটাকে নিয়ে অপিনিয়ন দেওয়া । সেটা ঠিক বা ভুল ওপিনিয়ন হতে পারে।অবস্যই তর্ক হতে পারে।

    বারবার বেসিকস এ গোলালে হ্যাজানোর উত্সাহ থাকেনা মাইরি :) আর আবার আসিব ফিরে । অর্কুট এও তো ছেড়ে যাইনি কোনদিন । কাজেই ওসব বলে লাভ নেই ।কাল একটা রীলিস মিটিং সাতসকালে তাই আপাতত কাটলুম :)
  • pinaki | 90.254.154.105 | ১১ আগস্ট ২০১৫ ০৩:১৩683439
  • কেউ হ্যাজাতে চাইছে না। তোমার বেসিকস ওমনিপোটেন্ট হোক। শান্তিতে ঘুমোতে যাও।
  • PT | 213.110.246.230 | ১১ আগস্ট ২০১৫ ০৭:৪১683440
  • তাহলে মোদ্দা টেক হোম মেসেজটি কি.........?
  • সিকি | ১১ আগস্ট ২০১৫ ০৮:২৫683441
  • যত পারদ চড়ছে তত স্মাইলির পরিমাণ বাড়ছে। ভালো লক্ষণ।
  • lcm | 118.91.116.131 | ১১ আগস্ট ২০১৫ ০৯:২৯683442
  • মোদ্দা মেসেজ হল ক্যাপিটালিজ্‌ম একটি পপুলার 'ইজ্‌ম্‌', এবং বহু দিন ধরে এই সিস্টেম টিঁকে আছে। হাজার হাজার বছর আগের মিশরীয় সভ্যতার স্ট্রাকচারের এই ছবিটি দেখুন -


    এটির খুব একটি অদল বদল আজও হয় নি - কেন?

    কারণ, ক্যাপিটালিজ্‌ম একটি কম্পারেটিভ স্ট্রাকচারের ওপর বেস্‌ড। যত বেশি লেয়ার, তত স্ট্রং হবে এই কম্পারিজন। যুগ যুগ ধরে ঘুরে ফিরে মানুষের কাছে ভালো থাকা, ভালোভাবে বেঁচে থাকার একটি সংজ্ঞাই আল্টিমেট্‌লি টিঁকে গেছে - আর একজন মানুষের তুলনায় ভালোভাবে থাকা। দিনে দিনে এই ডেফিনেশন আরো শক্তপোক্ত হয়ে উঠেছে।
    সোভিয়েত বা চিনের কম্যুনিজ্‌ম এই পিরামিড স্ট্রাকচারটাকে বদলাতে পারে নি - বড়জোর স্তরের সংখ্যা হয়ত কমেছে, নীচের দিকের দুটি লেয়ার হয়ত মার্জ করেছে, ওপরে হয়ত বেড়েছে। এক বিখ্যাত ইকনমিস্টের একটি কমেন্ট - Under capitalism, man exploits man. Under communism, it's just the opposite.

    একদম নীচের লেয়ার বাদে বাকি সবার কাছে এটি একটি গ্রেট সিস্টেম - এটাই এই সিস্টেমের এক অভাবনীয় সাফল্য। এতটাই সফল, যে এখন আর মার্কেটিং করতে হয় না, দিস কনসেপ্ট সেল্‌স বাই ইটসেলফ্‌।
    প্রচুর মানুষ এর বিরোধিতা করেছে, কিন্তু সফল অল্টারনেটিভ দিতে পারে নি - তার একটা কারণ মানুষের জীবন দর্শনে "সাফল্য"-র সংজ্ঞা এর সঙ্গে জড়িত, সেটিকে আলাদা করে ছাড়িয়ে আনতে পারে নি।
    খানিকটা অংকের মোবিয়াস ব্যান্ড-এর মতন, মনে হয় অন্য দিক আছে, কিন্তু ব্যান্ডের পিঠ ধরে হাঁটলে একই রাস্তায় বারবার ফিরে আসে মানুষ।
  • দাশ ক্যাপিটাল | 188.162.193.233 | ১১ আগস্ট ২০১৫ ০৯:৫৮683443
  • অর্থাৎ মানুষ বাই নেচার ক্যাপিটালিস্ট সোশ্যাল স্ট্রাকচার বানাতে চায়।
  • PT | 213.110.243.21 | ১১ আগস্ট ২০১৫ ১১:০৫683445
  • তাহলে আর সিঙ্গুর-নন্দীগ্রামে শিল্প-স্থাপনের বিরোধীতা করা কেন?
  • D | 99.105.194.87 | ১১ আগস্ট ২০১৫ ১২:০১683446
  • পিটি স্বভাবসুলভ মিথ্যাচার করছেন। কেউ শিল্পস্থাপনে বিরোধিতা করেনি।
  • PT | 213.110.243.21 | ১১ আগস্ট ২০১৫ ১২:৩২683447
  • বোঝ!
    যত ভোটের দিন এগিয়ে আসছে, তিনো সরকারকে প্যালা দেওয়ার জন্য অসত্য ইতিহাস আবার নতুন করে লেখার চেষ্টা শুরু হয়েছে।
  • | 55.32.238.160 | ১১ আগস্ট ২০১৫ ১২:৪১683448
  • আবারও পিটিসুলভ মিথ্যাচার। শিল্পস্থাপনে বিরোধিতা করা হয় নি। লাখখানেক মানুষ বিনা ক্ষতিপূরণে উদ্বাস্তু বানানোর প্রতিবাদ জানানো হয়েছে।
  • PT | 213.110.243.21 | ১১ আগস্ট ২০১৫ ১৩:৩৬683449
  • পুনরায় ইতিহাসের পুনর্লিখনের চেষ্টাতে পিটি মিথ্যেবাদী হয়না। তবে ভোটের আগে আগে এটি জাতীয় প্রচার শুরু হওয়াটাই স্বাভাবিক। এবারের মিথ্যাচারে আবার "লাখখানেক" সংখ্যাটা হাজির হয়েছে। অবিশ্যি যে সময়কালে "ডহর বাবুকে" খোঁজা হয় সেই সময়ের চ্যালারা যে অপ্রকৃতিস্থ (মিথ্যে বললে কমিয়ে বলা হয়) ইতিহাসের চর্চা করবে সেটাই স্বাভাবিক।

    উদ্বাস্তু চাষীরা কখনাই হত না কেননা তাদের বাসস্থানের জমি নেওয়ার কথাই হয়নি। অবিশ্যি কারো কারো চারপাশে ভিখারী দেখতে বেশী পছন্দ। দান করে পুণ্য অর্জন করা যায়!! তাই সিঙ্গুরের একটা প্রজন্মকে ভিক্ষাপাত্র ধরিয়ে দেওয়া হয়েছে।

    যারা গুছিয়ে চাগ্রী করছে কোন না কোন শিলপপতির দোকানে আর সিঙ্গুরের চাষীর জন্য কুম্ভিরাশ্রু বিসর্জন করছে তাদের অবিশ্যি চাগ্রীর অভাবটা অনুভব করতে পারার কথা নয়। গত কয়েকদিন ধরে দ্বিচারিতা নিয়ে আলোচনাতে এইরকমই কিছু একটা কথা হচ্ছিল।
  • quark | 24.139.199.12 | ১২ আগস্ট ২০১৫ ১০:০২683451
  • " বিনা ক্ষতিপূরণে"? এইটেই সত্য?
  • ranjan roy | 24.97.199.47 | ১৩ আগস্ট ২০১৫ ০৯:১১683452
  • হ্যাঁ, কোয়ার্ক।
    এক, শুধু কাগজে জমির মালিক বলে যাঁর নাম তিনিই পাবেন, যে ভাগচাষী/ক্ষেতমজুর ওই জমি কর্ষণজনিত আয়ের ওপর নির্ভরশীল সে কিছুই পাবে না।
    দুই, সরকারের প্রস্তাবিত ক্ষতিপূরণ, যে কয়জন পাবেন, আদৌ মার্কেট প্রাইস বা অন্য রাজ্যের অধিগ্রহণের সময় দেয় রাশির সঙ্গে সমতুল্য নয়।
  • quark | 24.139.199.12 | ১৩ আগস্ট ২০১৫ ০৯:৪৯683453
  • ধরুন আমার (বা যে কোন কারোর) এক ড্রাইভার আছে যিনি সংসার চালানোর জন্য আমার দেওয়া মাইনের ওপর নির্ভরশীল। আজ আমি ঠিক করলাম গাড়ি বেচে দেব। তাহলে ড্রাইভারের চাকরিও আর রইল না। এখন সেই ড্রাইভার কী সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে? তাকে নতুন চাকরি খুঁজতে হবে। বড়জোর সে আমার কাছে কিছুদিন সময় চাইতে পারে নতুন চাকরি পাওয়া পর্যন্ত্য।

    জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ পাওয়ার হ'লে তাতো মালিকেরই পাওয়ার কথা। এখন মালিক সেই টাকা থেকে কিছু তাঁর জমিতে কাজ করা ভাগচাষী/ক্ষেত মজুরকে দেবে কিনা সে তো দ্বিপাক্ষিক ব্যাপার। ভাগচাষী বা ক্ষেতমজুরের দায়িত্ব নেওয়া কী সরকারের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে?

    ডিঃ দয়া ক'রে অন্য মানে করবেন না, মনে হ'ল ব্যাপারটা আরো পরিষ্কার ক'রে বোঝা দরকার তাই প্রশ্ন।
  • কল্লোল | 230.226.209.2 | ১৩ আগস্ট ২০১৫ ১০:১৮683454
  • তুলনাটা ঠিক জুতসই হলো না।
    বিষয়টা আপনার গাড়ি বেচার নয়। শহরের সকলের গাড়ি সরকার কিনে, সেগুলোকে ফুটপাথে যারা থাকেন তাদের বসবাসের জন্য ব্যবহার করবে বলে ঠিক করলো। আর ঐ শহরে কেউ গাড়ি কিনতে পারবে না।
    তখন কি হবে? চালকদের কথাও তো ভাবতে হবে তখন। তাই না কি?
  • quark | 24.139.199.12 | ১৩ আগস্ট ২০১৫ ১১:২২683456
  • অর্থাৎ জমির মালিকের যে কিছু করার কথা সেটা ভাবাটা ঠিক হবে না। দায়িত্ব সরকারের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন