এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.152.251 | ৩১ মে ২০১৫ ০৮:৪৫680054
  • সুকির সাথে একমত, ক্ষমা চাওয়া খুব বড়ো মনের পরিচয়। শাক্যর পোস্টটা সেইজন্য সত্যি ভালো লেগেছিল। আবার তাহমিনা তার যে উত্তর দিয়েছিলেন সেটাও একেবারে পার্ফেক্টো।
  • - | 109.133.152.163 | ৩১ মে ২০১৫ ০৯:০২680055
  • এইখানে স্মৃতি বিষয়ে
    http://en.wikipedia.org/wiki/Smriti
    স্মৃতি পরিবর্তিত হতে পারে -- স্থান-কাল-পাত্র-ভেদে, কিন্তু শ্রুতি অপরিবর্তনীয় সত্য।
    এই বিভাজনটা করে দেওয়াতেই হিন্দুর আচার আর তার ধর্মদর্শনের গুলিয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে এবং সনাতন হয়ে উঠতে পেরেছে।
    এটি ঋষিদের এক অনবদ্য অবদান।
  • h | 127.248.138.136 | ৩১ মে ২০১৫ ০৯:০৫680056
  • সুকি র বক্তব্যের একটা বিচিত্র দিক হল মৌলবাদ কে বাস্তব বলে মামলেও সাম্রাজ্যবাদ কেআমছেন মা তবে তাতে মুক্তি সম্গ্রাম এর নাস্তবতা অস্বীকার করা হয়
  • h | 127.248.138.136 | ৩১ মে ২০১৫ ০৯:১৭680057
  • ওকে বাংলা করে দেই,

    'সুকির বক্তব্যের একটা বিচিত্র দিক হল, মৌলবাদ কে বাস্তব বলে মানলেও, সাম্রাজ্যবাদ কে মানছেন না, তবে তাতে (বাংলাদেশের) মুক্তি সংগ্রাম এর বাস্তবতা অস্বীকার করা হয়।'

    এবং যদিও অরণ্যদা ইজ রিয়াল সুইট, আমি এখানটাকে পরিবার বলে মনে করি না। এটা একটা জার্নাল এবং রিডার রাইটার কমিউনিটি গভীর বন্ধুত্ত্ব ইত্যাদি আছে হয়তো, কিন্তু পরিবার কেন হবে? আর না হয়েই বা কি ক্ষতি মাইরি?
  • aranya | 83.197.98.233 | ৩১ মে ২০১৫ ০৯:৩১680058
  • গভীর বন্ধুত্ব-ই আমার কাছে পরিবারের সংজ্ঞা, ব্লাড রিলেশন নয়।

    না হলে ক্ষতি কি - ওয়েল, এটা তো সাবজেক্টিভ ব্যাপার। গভীর বন্ধুত্ব জিনিস-টা আমার ভাল লাগে, দ্যাটস অল।

    গুরু বা যে কোন ফোরামের কাছে আমরা কে কি চাই, সেটা সম্পূর্ণ ব্যক্তি-নির্ভর। সেশ কথা বলে কিছু হয় না।
  • lcm | 118.91.116.131 | ৩১ মে ২০১৫ ০৯:৩৭680059
  • সাম্রাজ্যবাদ বিরোধিতা করার জন্য ইসলামোফোবিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে গেলে এই কনফিউশন হবেই।
    একটি আলোচনার পূর্ব নির্ধারিত লক্ষ্য যদি স্থির করা থাকে, তাহলে যা হয় আর কি ঃ-)
  • sosen | 212.142.69.72 | ৩১ মে ২০১৫ ১১:০৬680060
  • http://www.nytimes.com/2015/05/21/world/europe/chechen-leader-scolds-whatsapp-users-for-spreading-rumors-about-officials-wedding.html

    তাহমিনা মেয়েদের অবস্থান নিয়েও কিছু বলুন। শাক্যও, হানুদাও-ইসলামে মেয়েদের যেভাবে ট্রিট করা হয়, সেখানে সবচেয়ে বড়ো রিফর্মের প্রয়োজন বলে সাধারণ মানুষ(আমার মতো ) মনে করেন। ইসলামিক রাজনীতিতে কি ফেয়ার জেন্ডারের কোনো ভূমিকা আছে? না নেই এবং থাকবে না?
  • aranya | 83.197.98.233 | ৩১ মে ২০১৫ ১১:১২680061
  • '১ থেকে ৯ বছরের মেয়েদের দাম ১৭২ মার্কিন ডলার, ১০ থেকে ২০ বছরের মেয়েদের দাম ১২৯ ডলার, ২০ থেকে ৩০ বছরের মেয়েদের দাম ৮৬ ডলার, ৩০ থেকে ৪০ বছরের মেয়েদের দাম ৫৬ ডলার, আর ৫০ বছরের ওপরের মেয়েদের দাম ৪৩ ডলার। এক জন তিনটির বেশি যৌন ক্রীতদাসী রাখতে পারবে না। শুধু বিদেশি জঙ্গিদের ক্ষেত্রে এবং তুরস্ক ও পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে যারা জঙ্গি হয়েছে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। তারা তিনের বেশি ক্রীতদাসী রাখতে পারে'

    - আইসিস-এর বানানো মেয়েদের রেট চার্ট, আজকের আবাপ-র একটা আর্টিকল থেকে
  • sosen | 212.142.69.72 | ৩১ মে ২০১৫ ১১:১৩680062

  • ভাষা না বুঝলেও দেখার মতন।
  • শাক্যজিৎ | 116.51.243.208 | ৩১ মে ২০১৫ ১৩:৩৫680064
  • কাশ্মীরের অবস্থা ভয়াবহ। স্টেট শুধু মারেইনি, তার থেকেও যেটা ভয়ংকর যে এই হত্যার একটা লেজিটিমেসি আমাদের ইন্টেলিজেনশিয়ার মধ্যে তৈরী করে দিয়েছে, যে অ্যাজ ইফ এটা করতে তকে বাধ্য করা হচ্ছে। আজকাল কাশ্মীরে স্টেট এনকাউন্টার হলে সেই জন্য আমাদের গায়েই লাগে না, ভাবি জংগী মরেছে। যদিও অন্য রাজ্যে, সে ছত্তিশগড়, এনকাউন্টারে মাওবাদী নেতা মারা গেলে সিভিল সোসাইটি থেকে কিছু প্রতিবাদ আসে। দ্য সেম ইজ নট ট্রু ফর দ্য মার্ডার অফ আ হুরিয়াত লিডার, বা যে কে এল এফ-এর ইয়াসিন ওয়াসিম দের ধরে যে একটার পর একটা কেস দিয়ে যাচ্ছে, একবার জেল থেকে বেরচ্ছে আর অন্য একতা কেসে জেল চত্বর থেকেই আবার অ্যারেস্ট করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, যদিও ইয়াসিন মালিক একজন লেজিটিমেট লিডার-আব্দুল গনী লোনকে জাস্ট উড়িয়ে দিল মডারেট ভয়েসের জায়গাটুকু রাখতে না দেবার জন্য, যাতে এক্সট্রিমিটি সেই ভয়েড ফিল আপ করে আর তাদের রিপ্রেস করার মরাল সাপোর্ট সিভিল সোসাইটি যোগান দেয় (সেম জিনিস মাওবাদীদের মধ্যেও ঘটেছে, আজাদকে মেরে মডারেট ভয়েসকে উড়িয়ে দেওয়া কারণ দমনের নৈতিক বোইধতা পাওয়া এক্সট্রিমদের বিরুদ্ধে সহজ)-তো এগুলো নিয়ে ইন্ডিয়ান ইন্টেলিজেনশিয়া নীরব। কমিউনিস্ট পার্টিগুলো-ও কোনো শক্ত স্ট্যান্ড এতদিনে রাখতে পারল না হায় :( ইউসুফ তারিগামি বাদ্দিয়ে (তবে তা সত্বেও আমার সিপিএম প্রেম কমছে না :) ) । তো এগুলো নিয়ে জাস্ট কোন ভয়েস নেই, পুরোটাই হচ্ছে হবে টাইপ। সাইলেন্স লাইক আ ক্যান্সার গ্রোজ
  • h | 127.248.138.136 | ৩১ মে ২০১৫ ১৩:৪৬680065
  • ঠিক ই বলেছো। লোন না থাকা টা রেজিস্টান্স মুভমেন্ট এর ও বড় ক্ষতি। তারিগামি ইজ আ লেজেন্ড। কিন্তু তুমি আমারে বল, সেপারেটিস্ট এজেন্ডা, কাশ্মীর লিবারেশন এজেন্ডা আর কেবল ই স্ট্রীট রেজিস্টান্স, এই তিনটে কে আলাদা করে দ্যাখার ক্ষমতা সরকারী ভাবে বড় পার্লামেন্টারি বামপন্থী পার্টির থাকবে না। তারিগামি র হিস্টরিকল ইভ্যালুয়েশন লম্বা সময়ে দেখলে খুব ক্ষমাসুন্দর হবে না, যদিও পঞ্চায়েত ইলেকশন এবং জব প্রোগ্রাম যতটুকু যা হয়েছে, সেই ডিবেটে ওর কন্ট্রিবিউশন প্রচুর।
  • dc | 132.164.237.84 | ৩১ মে ২০১৫ ১৩:৫২680066
  • শুধু মেয়েদের না, যেকোন মার্জিনালাইজড গ্রুপ নিয়েও ইসলামিক স্কলারদের ভাবনাচিন্তা জানতে পারলে ভালো হয়। যেমন হোমোসেক্সুয়ালিটি, এলজিবিটি রাইটস, এসব নিয়ে ইসলামের ভেতর থেকে কিরকম ভাবনাচিন্তা করা হচ্ছে? আশা করি এগুলো নিয়েও আলোচনা এগোবে।
  • শাক্য | 116.51.243.208 | ৩১ মে ২০১৫ ১৪:০৩680067
  • তারিগামি যেটুকু করেছে সেটুকুও অনেক তো ! এম্মনিতেই আমরা আর্মচেয়ার ইন্টেলেকচুয়াল আমাদের বিশুদ্ধতা রক্ষার দায় থাকে। যাদের স্ট্রিট পলিটিক্স করতে হয় তাদের বাস্তবতা বুঝেই টুকিটাকি কম্প্রোমাইজ, এর সাথে যাওয়া বা ইস্যুভিত্তিক স্ট্যান্ড পাল্টাতে হয়। তারিগামিকে আমি দেখি একটা পার্লামেন্তারি বাম পার্টির একতা রিজিওনাল কনফ্লিক্তের জায়গার প্রতিনিধি হিসেবে, যাকে তার দলের সসরকারী লাইন মেনেই চলতে হবে কিন্তু তা সত্বেও বেশ কিছু ইম্পরটান্ট পয়েন্ট রেইজ করার ঐতিহাসিক দায়ীত্ব-ও পালন করতে হবে। এবার সেটা করতে গিয়ে তাকে শ্যাম কূলের মধ্যে ঠেলাঠেলি তো রাখতেই হয়েছে। আর হানু দা, এই সেপারেটিস্ট অ্যাজেন্ডা মুক্তি-সংগ্রাম আর স্ট্রীট-ফাইটিং কে আমি সবসময় খুব আলাদা করে দেখতে পারি না। এরা ওভারল্যাপ করে। ধরো কোকা পাঁড়ে। রাম হারামী ল্লোক ছিল, জংগী বলো বা আর্মী বা কাশ্মীর পুলিশ সবার হয়ে মার্সেনারীর ভূমিকাআ পালন করেছে কোন না কোন সময়ে। কিন্তু কোকা পাঁড়ের মার্ডারের পর যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে সব আযজেন্ডার লোক চলে এসেছিল, হুরিয়াত বলো বা যে কে এল এফ বা এম ইউ এফ। তো এটা আমার মজার লেগেছিল যে ওরম সিমিংলি একটা খচ্চর লোক যে সব সাইডকে রিপ্রেজেন্ট করেছিল তার মার্ডারে সব কটা ইন্টারেস্ট কনভার্জ করছে। আম্মি এগুলোকে সর্বদা আলাদা করে দেখতে পারি না। সিপিএম-ও মনে হয় পারে না। ভারতের সব থেকে বড়, সাক্সেসফুল,বুদ্ধিমান আর হারামী বাম দল তো, আমাদের থেকে মনে হয় অনেক বেশি বোঝে :)
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | 186.10.104.240 | ৩১ মে ২০১৫ ১৮:১১680068
  • কল্লোলবাবু, আমার ইসলামিক স্টাডিজের শিক্ষক আমাকে বলেছিলেন- প্রশ্ন কখনো বোকা-বোকা হয় না, তবে উত্তরদাতার বিদ্যাবুদ্ধির ূপর নির্ভর করে যে, উত্তরটা বোকার মত হবে কি-না। াপনাকে হতাশ করতে বাধ্য হচ্ছি - ইসলামিক ব্যাঙ্ক নিয়ে আমার স্পষ্ট ধারণা নেই। অতএব, এই বিষয়ে আপনার কৌতূহল নিবারণের যোগ্যতা আমার নেই। আমার পরিবারে যাঁরা ইসলামী শাস্ত্রের ছাত্র, তাঁরা আন্তর্জালে বাংলা লেখালেখিতে অভ্যস্ত নন। তাই ক্ষমা চাওয়ার পালা এখন আমার।
    (অফটপিক-আমার এক মামাতো বোন সাদিয়া জাহান আমাকে প্রথম এই সাইটের কথা বলেছিল। শাফিউর রাহমান ফারাবী'র সঙ্গে এখানেই তার বাদানুবাদ হয়। আপনারা হয়তো জানেন যে, একুশের বইমেলায় ছাত্রশিবিরের হামলায় আহতদের মধ্যে সাদিয়াও ছিল। রডের আঘাতে তার ডান হাতের আঙুলের হাড় ভেঙে যাওয়ায় এখন সে লেখালেখি/টাইপিং-এর বাইরে। আল্লাহ্‌তা'লার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি)।

    এখানে ০৯-০২এ একটা মন্তব্য দেখলাম-" স্মৃতি পরিবর্তিত হতে পারে -- স্থান-কাল-পাত্র-ভেদে, কিন্তু শ্রুতি অপরিবর্তনীয় সত্য"। ইসলামেও কূরআন-মজিদ ধ্রুব, শাশ্বত সত্য বলেই মান্য করা হয়। সহীহ্‌ হাদিস-ও মোটামুটি তাই, তবে তা কুরআন-মজিদের সমতুল্য কদাপি নয়। অপরদিকে ফিকাহ্‌ পরিবর্তনশীল, রূপান্তরযোগ্য (হানিফী, মালিকী, শা'ফেয়ী ইত্যাদি সব মতবাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য)। এই ফিকাহ্‌-এর নিদানেই আল্লামা/আয়াতোল্লা/মৌলানারা ফতোয়া জারির অধিকার পান।

    কুরআন-মজিদ সব প্রশ্নের উত্তর দেয় না। যেমন, নারীদের হিজাব পরিধানের আদেশ কুরআন-মজিদে নেই, তা পাওয়া যায় মহানবীর সহীহ্‌ হাদিসে। আবার এমন অনেক প্রশ্ন থাকতে পারে, যা মহানবীর স্থান-কালের বাস্তবতায় উদ্ভূত হয়নি, তার উত্তর পেতেই ফিকাহ্‌ বিশ্লেষণ করা হয়ে থাকে, আর এর থেকেই সঙ্কলিত হয় ইসলামী আইন বা শরীয়ত। যেমন, সফটওয়্যার পাইরেসি অন্যায় কি না - এই প্রশ্নের জবাব কুরআন-মজিদ বা হাদিস দেবে না, তা দেবে ইসলামী শাস্ত্রজ্ঞদের দেওয়া ফতোয়া, যা অধিকার অর্জন করে ফিকাহ্‌ থেকে।

    sosen, dc - আমাকে একটু সময় দিন। যতটুকু জানি নিশ্চয় লিখব।
  • কল্লোল | 132.167.225.44 | ৩১ মে ২০১৫ ১৮:৪৫680069
  • তহমিনা। যারা অন্তর্জালে লেখালেখিতে স্বছন্দ নন, আপনি তাদের হয়ে লিখুন। তাড়াহুড়োর কিছু নেই। আস্তেআস্তে লিখুন, কিন্তু লিখুন।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | 92.145.50.140 | ৩১ মে ২০১৫ ১৯:০৭680070
  • h, আপনার ১০-৫৪র পোস্ট পড়ে খুব ভাল লাগল।

    আপনি লিখেছেন, " ল্যাটিন না জানলেও ঈশ্বর কে জানা যাবে, এবং প্রয়োজনে বাড়ি নিজের ভাষায় টীকা সহযোগে বা আলাদা এই ধারণা থেকে গুটেনবার্গ প্রকাশনা আন্দোলন তথা রিফর্মেশন এর শুরু। যাঁরা ইসলামে রিফর্মেশন না চাইলেও এক ধরণের আধুনিকতা চাইছেন, তাঁরা এই দাবী করেন কি করে? আর যদি না চান তো কেন চাইছেন না সেটার ব্যাখ্যা করা প্রয়োজন।"

    রিফর্মেশন জন্ম দেয় প্রটেস্টান্ট ধারার। রোমান ক্যাথলিকরা কিন্তু আজও লাতিন ভাষাতেই প্রার্থনা করেন, অর্থোডক্সরা করেন গ্রীক ভাষায়। তোরা বা তালমুদ হিব্রুতেই পড়তে হয়। অবশ্যই এগুলো আমার ধারণা, এবং আমি ভুলও হতে পারি।

    ইসলামে গুরুবাদ নেই। কুরআন-মজিদ 'খোলা বই', যে-কেউ এটি পড়ে ইসলাম সম্বন্ধে জানতে পারেন। কিন্তু ইসলামে জঙ্গি মতবাদ কী ভাবে সক্রিয় হয়, সে-সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার দুটি রাস্তা-

    ১। আরবী ভাষা শিক্ষা, মাদ্রাসায় উপযুক্ত উস্তাদের কাছে শাস্ত্রের পাঠ ও বিশ্লেষণের তালিম, বিশ্বের নানা দেশের, নানা মতের মুসলিমদের সঙ্গে যোগাযোগ রেখে চলা (এমনকি যেসব মত আপনি মন থেকে ঘৃণা করেন, তাদের অনুসারীদের সঙ্গেও)। এইটি প্রথাগত কায়দা এবং যাঁরা নিজেরা মুসলমান এবং এজাতীয় শিক্ষার সুযোগপ্রাপ্ত, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য।

    ২। আজকের দুনিয়ায় একজন মুস্লমান/অ-মুসলমান নিজের আগ্রহে (এবং স্বীকার করছি, আরবী না-জেনেও) ইসলামের মূলনীতি, বিভিন্ন মতবাদের মিল ও গরমিল এবং প্রতিনিধিত্বমূলক ইসলামী চিন্তনের বিষয়ে পড়াশোনা করেও এবিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করতে পারেন।

    প্রসঙ্গত, h, আপনি যেরকম প্রাঞ্জল ভাষায় ও কম কথায় বর্তমান ইসলামী বিশ্বে উগ্রবাদের জন্ম, বিবর্তন ও পার্থক্য দেখিয়েছেন, তা আমার সাধ্যের বাইরে ছিল। আপনাকে অনেক অভিনন্দন।

    অফটপিক- আমার alma mater আগে ইসলামের বিভিন্ন মতবাদের সম্পর্কে আলোচনা ও প্রাথমিক ব্যাখ্যা বিনিপয়সায় অনলাইনে পড়াত, এখন দেয় কি-না জানি না। উৎসাহীরা খুঁজে দেখতে পারেন http://www.pnu.edu.sa/en/University/Pages/Intro.aspx
  • h | 213.99.211.18 | ০১ জুন ২০১৫ ১১:৪৩680072
  • তহমিনা, থ্যাংক্স, খানিকটা লজ্জাই পেলাম। কারণ এই বিষয়ে আমার বুৎপত্তি কিসুই নেই, জানার আগ্রহ কিছুটা আছে।

    ডিসি আর সোসেন এর প্রশ্ন গুলো খুব ভালো, ধর নিচ্ছি সিন্সিয়ার, যতটা পারি আপানার/তোমার আগ্রহ বজায় রাখার জন্য উত্তর দেব নিজের মত করে, শাক্য র সংগে একটু আন্তঃ পার্টি মতাদর্শের ডিবেট ও করব;-)

    কিন্তু কয়েকটা কথা বুঝতে হবে, হিস্টরি অফ আইডিয়াজ এর দৃষ্টিভংগী নিয়ে পড়তে গেলে, এই বিষয়টা জরুরী। কনটেম্পোরারিটি। একটা আইডিয়া যখন গড়ে উঠছে, এবং ভাংআ গড়ার মধ্যে দিয়ে যাছে, ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যাছে, তখন বিশুদ্ধীকরণ (রিভাইভালিজম) এবং সংস্কারে প্রসেস একই সংগে চলে, কারেন্সি নানা রকম কুড়োয়, কিন্তু থেমে থাকেনা, একেক জায়্গায় একেক ভাবে জিনিসটা ডেভেলপ করে। এর গতি শুধু ই সরলরইখিক প্রগতির নয় এবং ইতিহাসের কোনো ঘটনাই, ঐতিহাসিক বা তাত্ত্বিকের সুবিধার্থে ঘটেনা। তত্ত্বায়ন এর পদ্ধতি, এম্পিরিসিজম থেকে নেয় ও তাকে এনরিচ করে, দুটৈ ঘটে।

    কয়েকটা উদাহারণ দেই। অ্যাংগলিকান চার্চে মাঝে খুব ডিবেট শুরু হয়, যে মহিলা এবং গে/লেসবিয়ান পুরুত প্যারিশ চার্চে নেওয়া যাবে কিনা। স্বয়ং প্রধান ডঃ রোয়ান উইলিয়াম্স (হয়তো নাম টা ভুলে যাছি, ইনি সরাসরি বলেছিলেন, ইরাক ওয়ার ইজ ইমরাল) এর পক্ষে ছিলেন। সবচেয়ে বড় বাধা আসে, কনজারভেটিভ আফ্রিকান বিশপ দের কাছ থেকে। এবং প্রাক্তন কলোনীর লোকেরা কেন কনজারভেটিভ এই নিয়ে চার্চ অফ ইংল্যান্ডের ভেতরে রিফর্মিস্ট রা প্যাঁক খান। একটা বাজে সাইড স্টোরি দি, বিবিসির জেরেমি প্যাক্সমান একবার ইউনিভারিস্টি চ্যালেঞ্জ ডিবেটে চারচ অফ ইংগল্যান্ড কে ডেকেছিলেন। ইউনি চ্যালেঞ্জ কুইজ এ, বেশ কঠিন কুইজ এটা, তো তারা সবাই কে হারিয়ে দেয় কাউন্টার কালচার রাউন্ডে ;-) সেই থেকে জোক চালু হয়, চার্চ অফ ইংল্যান্ডের একটা অংশ অন্ততঃ ব্রিটিশ লেবার পার্টি আর পোলিটিকাল লেফট এর থেকে বেশি প্রোগ্রেসিভ ইত্যাদি।
    দ্বিতীয় উদাহরণ - আগের জার্মান পোপ, যখন নির্বাচিত হন, তখন ভ্যাটিকান নিঃসন্দেহে কনজারভেটিভ দিকে যাছিল, পরে যখন এখনকার আর্জেন্টিনিয়ান পোপ আসেন, তাঁর ফুটবল প্রেম, এবং সরাসরি ক্যাপিটালিজম এর ক্রাইসিস নিয়ে মন্তব্য সাড়া ফেলে, এবং মনে করা হয়, চার্চে এবার সংরঅনশালী রা অতটা ক্ষমতা রাখতে পারবে না, কিন্তু আবার দেখা যাছে তারা এর আয়ারল্যান্ডের ভোটে খুশি না। আপিসিয়াল স্টেটমেন্টে একে মানবতাবিরোধী বলা হয়েছে, কি হিসেবে ঈশ্বর ছাড়া কেউ বলতে পারবে না।

    তো যাই হোক, যেটা বুঝতে হবে, যে যেকোনো বড় স`গঠনে, বিষেষতঃ ধর্ম ও রাজনীতিতে, নানাবিধ চরমপন্থী, নরম্পন্থীদের বিবাদ সব সময়ে চলে। বেনেডিকটাইন আর ফ্রিম্যাসন আর ফ্রানসিসকান রা একই ধরণের?

    তো এই সব থেকে দুটো জিনিসের দিকে দৃষটি আকরষঞ করছি। সেটা হল, একটা ধর্মের মধ্যে , তার স্ট্রাকচার বলো, ফলোয়িং বলো, বিভিন্ন সময়ের বিভিন্ন রেটোরিক বলো, বিভিন্ন সময় বিভিন্ন দেশ বল, একটা বিভিন্নতা আছে, এই হেটেরোজিনিটি কে প্রথমে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়তঃ কন্টেম্পোরারিটি অফ আইডিয়াজ। মহিলা বা এল জি বি টি দের কোন অর্গানাইজ্ড রিলিজিয়ন কতটা সরকারী মান্যতা কখন দিয়েছে আমার জানা নেই, এই আধুনিক সেন্সিবিলিটি গুলির সংগে কোন ধর্ম কতটা অ্যাডজাস্ট করছে, কোনো ধর্মের ডক্ট্রিন স্টেট ল বা রুল অব ল কে কতটা মানছে, পারসোনাল ল আর সেকুলার স্টেট ল এর কি বিভেদ থাকছে, কখন সেই বিভেদ মুচছে কখন সেই বিভেদ জোর করে ফিরিয়ে আনা হচ্ছে, সেই গুলো ঘটনা সাপেক্ষ ও ইতিহাসে সব রকম ঘটনাই ঘটছে। এই ধর শা বানো কেস। রাজীব সরকারের সংরক্ষনশীল অবস্থান, তখন সবাই বিরোধিতা করেছিল। এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিচার কেউ ই ভালো ভাবে নেয় নি, কিন্তু তখন সব ইসলামিক স্কলার এক মত দেন নি। কিন্তু সংরঅনশীল রা জয়ী হয়েছিলেন। রাম মন্দির কেস এ স্ব্যং অজ্যোদ্যার মোহন্ত মসজিদ ধ্বংসের বিপক্ষে স্টেটমেন্ট দেন, কিন্তু তাঁর মতামত উন্মাদ জনতা আর রাজনইতিক সংরক্ষণশীল শক্তি গুলি তা মানে নি। এমনকি আইন ব্যবস্থাও বিচিত্র অর্ডার দেয়, এলাহাবাদ হাই কোর্টের 'রামলালা' অর্ডার ভাগ্যিশ সুপ্রীম কোর্টে হেরে যায়, নইলে এরকম অর্ডার একটা কজ্জার অধ্যায় হয়ে থাকতো।

    তার মানে দাঁড়ালো, নতুন রাজনইতিক আডিয়ার সংগে প্রাঅচীন ধর্ম বা সংগঠন অ্যাডজাস্ট করতে সময় নেই বা তার সময় পরে আসে। মুজতবা আলি র অনেক জায়্গায় ফ্যাসিস্ট ধারণার প্রতি সিম্প্যাথি দেখিয়েছেন, তবু তাঁকে ক্ষমা করতে হয়, তিনি হোলোকস্টের খবর তখনো পান নি, আর ভারতীয় জাতীয়তাবাদী দের মধ্যে ১৯৩০ এর দশকে হিটলার নিয়ে জার্মানি নিয়ে একটা ব্রিটিশ বিরোধী শক্তি হিসেবে মুগধতা ছিল।

    ইত্যাদি, কমিউনিস্ট ইনটায়ার ন্যাশনাল কেন পরিবেশ বাদী ছিল না, এই প্রশ্ন অনইতিহাসিক ও অবান্তর, কারণ পরিবেশ সংক্রান্ত এখনকার ধারণা গুলি সে আমলে গড়ে ওঠেনি, সে সময়কার সামাজিক ইসু তে তার অবস্থান অপেক্ষাকৃত প্রোগ্রেসিভ ছিল কিনা সেটা দেখা দরকার।

    আর তৃতীয় একটা দিক আছে, সেটা হল অ্যাডজাস্টমেন্ট। কমিউনিস্ট বামপন্থী রা (যেমতি চে) গে দের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তো তিনি এ ব্যাপারে ছাগল চিহ্লেন এটা বলতে দ্বিধা থাকার কথা না। কিন্তু একই সংগে এটাও বলতে হয়, তাঁর আমলে সবচেয়ে প্রগতিশীল রাও এ নিয়ে বিশেষ ভাবেন নি, এবং আশচর্য্য ব্যাপার একটা মস্কো আর্কাইভ্স খোলার পরে জানা যায়, ১৯৩০-৪০-৫০ এর দশকে, মস্কো তে আন্ডারগ্রাউন্ড গে সিন খুব ই স্ট্রং ছিল, এবং তার মধ্যে বড় জেনেরাল রা ছিলেন ইত্যাদি। তাতে দুটো জিনিস দেখা প্রমাণিত হয় যে সরকারি ভাবে, একটা ধর্ম বা রেজিম একটা জিনিসকে মান্যতা না দিলেও অয়্ডজাস্ট করছে। অনেকটা হিন্দু প্রায়শ্চিত্তের মত, বাবা গরু খেয়েছিশ, আয় বাবা গোবর চান করে আয়, তাইলে হালকা পাপ গেল। ইত্যাদি।

    অনুরোধ করছি, তারিক আলি র মেমোয়ার্স পড়ার জন্য, হিলারিয়াস, কি ভাবে , ইনি প্রথা কে ডজ করছেন, বাড়ি র কোনো কোনো বড় দের কাছে কি ভাবে সাহায্য পাছেন, তাঁরা সমাজ কে কি ভাবে ডজ করছেন, এ মানে মজার গল্প।

    তো যাই হোক, এই বিষয়ে পরে আসার চেতাবনি দিয়ে গেনু। তহমিনার আগে কেউ কখনো মাইরি আমায় আর যাই বলুক, 'সংক্ষিপ্ত' বলে নি। আমি খানিকটা লজ্জিত ও নার্ভাস। অনন্ত অসমাপিকা ই আমার পসন্দের পদ্ধতি ;-)
  • a x | 60.171.26.111 | ০১ জুন ২০১৫ ১২:০০680073
  • আর প্রাঞ্জল?
  • h | 213.99.211.18 | ০১ জুন ২০১৫ ১২:০৬680076
  • হাহাহাহাহাহাঅহা, প্রতিক্রিয়াশীল রা তো এরকম হিংসুটি করবেই ;-)
  • শাক্যজিৎ | 116.51.135.207 | ০১ জুন ২০১৫ ১৩:৫১680077
  • রোয়ান উইলিয়ামস বরাবর-ই লিবারাল। ফ্রী মার্কেট ইকোনমিকে ওপেনলি খিস্তিয়েছে অনেকবার।
  • dc | 132.164.220.81 | ০১ জুন ২০১৫ ১৭:৫৮680079
  • আমার প্রস্নগুলো একেবারেই সিরিয়াস। এইজন্য আরো বেশী সিরিয়াস যে ভারতে আরেসেস/বিজেপি যেভাবে সমস্ত কিছুতে, পড়াশুনো থেকে শুরু করে পাব্লিক স্ফিয়ার, গৈরিকিকরন করতে শুরু করেছে, তাতে আজকাল বেশ ভয় লাগে যে আমরাও আরেকটা ইরান বা পাকিস্তান বা বাংলাদেশে না পরিণত হই। আরেসেস চাইছে ভাবনাচিন্তার মৌলবাদ, সেটা সবচেয়ে ভয়ের ব্যাপার।

    h এর পোস্টটা বার দুয়েক পড়্লাম, অনেক চিন্তা ভাবনার উপাদান আছে। আমারো কিছু প্রশ্ন আছে, পরে লিখব। বহুত কাজের চাপে পড়ে গেছি ঃ-(
  • h | 213.99.211.18 | ০১ জুন ২০১৫ ১৮:২৪680080
  • এখানেও পারবে না, বিপদ আছে, কিন্তু পারবে না।

    ইরান, পাকিস্তান বা বাংলাদেশ কোথাও ই সমাজের পুরোটার পড়াশুনো বন্ধ করতে পারে নি। ইরানে কনজারভেটিভ রা এখন পিছু হটছে, বিকজ অফ দ্য ডিল। পারবেও না। এখানে মহিলারা স্ট্রং। পোলিটিকাল ইসলাম কথাটা এত ভিন্ন ভাবে এখানে ব্যবহার করতে হবে, নিজেরাই তাজ্জব হবেন। বার বার বলছি, সাবধানে মডেলে ফেলুন।

    বাংলাদেশে র মূল সমস্যা স্কুল শিক্ষা আর পলিটেকনিক শিক্ষা আর ছোটো শহরের সামাজিক জীবনে মৌলবাদী দের প্রভাব আর সকরী নিষ্ক্রিয়তা।

    পাকিস্তানে মূল সমস্যা কাশ্মীর ও ড্রোন। এই দুটো না থাকলে মিলিটারি র মধ্যেও যে কনজারভেটিভ সেকশন তারা ক্রমশঃ দুর্বল হবে। ও দুটো বন্ধ হলে, এখনো ডেমোক্রাটিক ফোর্সের দম আছে। কঠিন লেখাপড়া করা মানুষ আছে, ঠিক বাংলাদেশের মতই, ওখানে সম্পূর্ণ মুর্গী বানানো মানুষকে অত সোজা না। বিচার ব্যবস্থা ফেয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কখনো কখনো সংরঅনশীল, কিন্তু ফিয়ারসলি ইন্ডিপেন্ডেন্ট।

    সৌদি আরবের মত ভয়ংকর অবস্থা কোথাও না। সৌদি আরবের ভয়ংকরতা টা আরো বেশি, কারণ সেখানে , যাকে বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে। কিছুতেই শালা ভালো বই ও হয়্তো সাংঘাতিক এলিট ছাড়া কারো কাছে পৌছয় না। এক ই অবস্থা ইজরায়েলেও। সেখানে শিক্ষিত আকডেমিক রা বলেন, গাজায় কারো বেঁচে থাকা উচিত না। ইত্যাদি।

    সবই আই এস না, এটা যাকে বলে নিউ লো। এখন যে ভাবে প্রচার হচ্ছে, এখানে আরেকপ্রস্থ বম্বিং হবে, তো তার পরে নিয়ার লো আসতে পারে, তবে এ টিঁকবে না। কয়েকটা পিক আপ ভ্যান আর রকেট লঞ্চার নিয়ে কদ্দিন থাকবে।

    পড়ার জন্য থ্যাংক ইউ।
  • নেতাই | 169.245.48.2 | ০১ জুন ২০১৫ ১৮:৩১680081
  • ওয়েলকাম
  • h | 213.99.211.133 | ০১ জুন ২০১৫ ১৮:৪০680083
  • গুরুট ওটা কি তুমি, গুরু তুমি কোথায়, তোমার সে রিভিউ নাই।
  • h | 213.99.211.133 | ০১ জুন ২০১৫ ১৮:৪০680082
  • আমি ই ভুল করেছি, নিজের ফাঁদে পা দিয়েছি। এমনকি ইজরায়েল এও এমনকি প্রাক্তন সেনা দের পেসিফিস্ট অর্গানাইজেশন আছে, যদিও প্রতিবার ইলেকশনে, আগের বারের থেকে বেশি কন্জারভেটিভ রা যেতে, সেটলমেন্ট কোশ্চেন এ, ইরাণের সংগে ডিল এর বিরোধিতা এই সেকশনটাই করছে। সৌদি তে ভালো করে জানি না, মাঝে মাঝে মহিলা দের প্রতিবাদ দেখতে পাই।

    অতএব মডেল সর্বত্র ই আলাদা। কিছু প্রক্সি ওয়ার ও আছে, ইসলাম এ অমুক বলে কিসু আজকাল আর হয় না, মানে রাজনীতির জগতে, দেশের নাম দিয়া বলাই ভালো, তাও সেকশন হলে ভালো। বলেন না, মুনতাসীর মামুন আর শহিদুল জহির এর ইসলাম আর আমার ইসলাম কি এক? বাই দ্য ওয়ে আই হ্যাভ সিরিয়াস থট্স অন কনভারসন, যদি দেখি, আমি রাজনইতিক ভাবে ধর্মের কারণে অয়্তাচারিত মানুষের কথা বেশি বলতে পারবো, কনভার্ট করলে, করলেও করতে পারি, নেহাত ই ধর্ম জিনিসটা ভাল্লাগে না তাই। কিন্তু তাই বলে পড়বো না এরকম না।

    দেখি কি করা যায়।
  • h | 213.132.214.155 | ০১ জুন ২০১৫ ২০:৩৯680084
  • আরেকটা ভুল করেছি, দুই জন মনীষী র সংগে একই ভাবে নিজের নাম বলেছি। উচিত হয় নি, তিনজন ধর্মনিরপেক্ষ লোকের কাছে ধর্ম বা ধর্মনিরপেক্ষতা এক না, এইটে বোঝানোর জন্য বলেছি।
  • pi | 233.176.12.199 | ০১ জুন ২০১৫ ২০:৪০680085
  • সৌদি আরব নিয়ে কিছু ধন্দ অনেকদিনের। কাল তাহমিনার দেওয়া ইউনিভার্সিটির লিং দেখে আরো হল। জিগাতে যাচ্ছিলাম, হানুদার পোস্টে সে ধন্দ আরো বাড়লো। এই যে হানুদা লিখেছে, সৌদি আরবের অবস্থা ভয়ঙ্কর, মোটামুটি সেরকম একটা পারসেপশন ই আছে। বিশেষ করে মেয়েরা প্রচণ্ডভাবে অপ্রেসড ইঃ
    তো, এটা কোন সৌদি ?
    http://www.pnu.edu.sa/en/University/Pages/Intro.aspx

    To become a beacon of knowledge and ethical practices for women.

    To become a comprehensive university for women, distinguished with its academic leadership and scientific research that contributes to building a knowledge economy with societal and international partnerships.

    এ কি শুধু সমাজের উচ্চস্তরের মহিলাদের জন্য ? তো , বলা তো হয় তাঁরাও প্রচুর অপ্রেসড !

    এর আগে সৌদি আর কুয়েতেই বোধহয়, যদ্দুর মনে পড়ে দেখেছিলাম, উচ্চশিক্ষায় মেয়েদের শতাংশ সবচেয়ে বেশি বা নারী পুরুষ অনুপাত সবচেয়ে ভালো বা এমন কিছু। তো এসব শিক্ষা তো আর ইসলামিক শিক্ষা শুধু নয়, ওপর ওপর দেখে টেখে যা মনে হয়েছে। কোথাও কি কিছু মিস করছি ?
  • pi | 233.176.12.199 | ০১ জুন ২০১৫ ২০:৪৭680087
  • হানুদার পোস্ট পড়ে ধন্দ বাড়লো বলতে, যেহেতু হানুদা ইসলামের প্রগতিশীল অংশের সাথে অনেক বেশি পরিচিত , তাই নিয়ে পড়াশুনাও করেছে, তো সেখানে হানুদাও সৌদি আরবকে গন কেস বল্লো বলে মনে হল ( ভুল হতে পারি)।

    এর আগে, ভাটে একদিন লিখেছিলাম, কাবুলের ইন্টারন্যাশালান মিউজিক স্কুল নিয়ে। সেটার কথা জেনেও চমকে গেছিলাম। ওটা নিয়ে আরো কিছু খবর পেলাম, ওখানকার শিক্ষকদের কাছ থেকে। বলা বাহুল্য, আরোই চমকালাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন