এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ১৯ মে ২০২৪ ২৩:৪৪524508
  • না, পুরো কি আর এক? তবে কি না কয়েকটা পাতা ছিঁড়ে এক্সপেরিমেন্ট করে দ্যাখো। মিন্ট যদি ডিসঅ্যাপয়েন্টমিন্ট হয়ে যায় তা হলে Chaayos কোম্পানির একটা মিন্ট saunf গ্রীন টি আছে। গ্রিন — নিচের মত ব্ল্যাক না - তাও খেতে মন্দ না। 
     
     
    কিন্তু মশার কাজে মিন্ট কেমন ব্যাপার? মশারা বুঝি মিন্ট পছন্দ করে না?? 
     
     
  • &/ | 151.141.85.8 | ১৯ মে ২০২৪ ২৩:৩৮524507
  • জিনিসটা কত ভালো অথচ কী বিশ্রী একটা নাম! পুদিনা! একটা সুন্দর নাম দেওয়া উচিত। ঃ-)
  • π | ১৯ মে ২০২৪ ২৩:৩৫524506
  • পুদিনার জঙ্গল  যখন সাফ করে কুল পেতাম না,  সেই কালে কেন যে পুদিনা চায়ের সঙ্গে দেখা হল না ! :(
     
    পাতা যোগাড় করে চায়ে দিয়ে খেয়ে দেখতে হবে ,চকোলেটের সঙ্গে চিবিয়েও। 
     
    পুদিনা আর মিন্ট পুরো একই ? ওই ঠান্ডা ঠান্ডা কুল কুল এফেক্ট আসবে ?  বেসিল তুলসীর মত তফাত নেই তো ?
    অবশ্য মশার কাজে আমাকে টন টন মিন্ট যোগাড় করতে হবে,কোথা থেকে করব সেদিনই ভাবছিলাম।  আবার জঙ্গলই বানিয়ে ফেলতে হবে মনে হচ্ছে। 
  • &/ | 151.141.85.8 | ১৯ মে ২০২৪ ২৩:৩৪524505
  • কী বলল দিদিপিসি? (খবর দেখিনি এখনও)
  • অরিত্র | 103.77.139.197 | ১৯ মে ২০২৪ ২৩:৩৩524504
  • গানবাজনা খাবার দাবারের আলোচনায় ব্যাগরা দেওয়ার জন্যে দুঃখ প্রকাশ করেই একটা বিষয় উত্থাপন করছি, এই যে মমতা আজ রাকৃমি ও ভাসেস নিয়ে জনসমক্ষে বিষোদ্গার করলো, কী ভেবে করলো, ভোটের সময় এর পরিণাম কী? দুটোরই বেশ বড় জনভিত্তি আছে, কে সুবিধে পাবে এই ক্ষেত্রে? বামেরা তো এইসব বিষয় ছোঁবে না, তাহলে বাকি একটাই। মমতা তো বোকা নয়, কেন করলো তাহলে? 
  • &/ | 151.141.85.8 | ১৯ মে ২০২৪ ২৩:৩১524503
  • আগে এও জানতাম যে টইয়ের আলোচনা ভাটিয়ালিতে আসে, ভাটিয়ালির আলোচনার সূত্রে টই খোলা হয়---এইসব ব্যাপারগুলো একদম স্বীকৃত ব্যাপার। অর্থাৎ টই থেকে ভাট আবার ভাট থেকে টই একেবারে খোলামেলা যাওয়া আসা করে কথাসূত্র।
    সাম্প্রতিক আলোচনার সূত্রে এইখানেও কনফিউশন হল। এই ব্যাপারটা যদি বারণ করা হয়, তাহলে সেটাও জানা দরকার। কোর কমিটির কেউ ক্লারিফাই করুন অনুগ্রহ করে।
  • π | ১৯ মে ২০২৪ ২৩:৩০524502
  • স্কারবারো ফেয়ার আর কেল্টিক মিউজিকও এসে গেছে !
     
    আমার পছন্দের ভিডিও অডিও দিয়ে যাই তাহলে ।
     
    এইরকম জায়গার ছবি যে আমি সেই কোন স্কুলবেলা থেকে চোখ বুঁজে দেখে আসছি ! কেন জানিনা And the cuckoo's sovereign cry Fills all the hollow of the sky শুনলে এরকম কোন জায়গা রাতের অন্ধকারে মনে হত, দিনের আ্লোয় ছবি, এসব ভিডিও তো পরে পাওয়া। মিউজিক অবশ্য পুরানো সেই দিনের কথা আর ফুলে ফুলে ঢলে ঢলেই শোনা হয়ে গেছিল :) 
     
  • &/ | 151.141.85.8 | ১৯ মে ২০২৪ ২৩:২৪524501
  • ভাটিয়ালি তো ফ্রীলি ইন্টারয়াক্ট করার জন্যই। অন্ততঃ আমি তো তাই এতকাল জানতাম। সহবতের সীমা বজায় থাকলেই যেকোনো আলোচনা স্বাগত তাই জানতাম। সোশাল মিডিয়া থেকে কোনো আলোচনার সূত্র আনলে তা যদি বারণযোগ্য হয়, তাহলে খবরের কাগজের খবর সূত্রে আলোচনাও তো সেই একই কারণে বারণযোগ্য হবার কথা।
    অ্যানোনিমিটির একটা বড় কারণ অনেকেই দেখছি বিস্মৃত হচ্ছেন। সেটা হল জাতিধর্মবর্ণগোত্র-অর্থকৌলীন্য- সামাজিক অবস্থান ইত্যাদি নির্বিশেষে সমানে সমানে বক্তব্য রাখার ব্যাপারটা। কে বলছেন সেটা নয়, কী বলছেন সেটাই গুরুত্বের। এই সব আরকি। বহুবার আগেও এইসব নিয়ে কথা হয়েছে।
    সাম্প্রতিক নানাকিছু আলোচনা দেখে ভাবলাম আবার একটু বলি। আমার কোনো ভুল হয়ে থাকলে অনুগ্রহ করে সংশোধন করে দেবেন।
  • যদুবাবু | ১৯ মে ২০২৪ ২৩:২০524500


  • https://www.themediterraneandish.com/arabic-tea-with-fresh-mint/

    এটা চেষ্টা করে দেখতেই পারো। ফ্রেশ মিন্ট (পুদিনা?) পাতা থাকলে তো কথাই নেই। তবে, সাইট-টা খুব খাজা তাই রেসিপিটা কপি করে নিচে রাখলাম।
    • Boil the water. In a tea kettle over medium-high heat, bring six cups of water to a boil.
    • Add the loose-leaf black tea. When the water comes to a rolling boil, stir in two teaspoons of loose leaf black tea. Allow the tea to boil for just one minute, this will help release the flavor of black tea.
    • Off heat, add the fresh mint. Turn the heat off, then add a handful of fresh mint leaves. (I like a lot of mint, like 6 large leaves or so).
    • Rest. Cover the pot and allow the tea to rest undisturbed for about 5 minutes or so. This enhances the experience and ensures the water is infused with flavor from both the black tea and fresh mint.
    • Serve. Add sugar directly to the pot and stir or pour the tea in clear cups, and serve the sweetener on the side.
  • পাপাঙ্গুল | ১৯ মে ২০২৪ ২৩:১৯524499
  • একবার কম্বুচা বানিয়ে দেখতে হবে 
  • dc | 2402:e280:2141:1e8:e1dd:f2eb:e402:4c3c | ১৯ মে ২০২৪ ২৩:১৮524498
  • ডার্ক চকোলেট মিন্ট! নাম শুনেই লোভ লাগছে :-) 
  • π | ১৯ মে ২০২৪ ২৩:০৭524497
  • আরে কী কাণ্ড,বলতে যাচ্ছিলাম , মিন্ট চা যে আমার কী পছন্দ হয়েছে ! আমি অবশ্য একেবারেই চাখোর নই , সমঝদারও না। এইসব উল্টোপাল্টা কিছু চায়ে দিলে ,সেটা আর চা না থাকলেও সেও সই !  এই মিন্ট চা চেয়ে চেয়ে নিলাম যা প্রায় কোন চায়ের বেলায় হয়না !
     তাবে আমার মনে হয় মিন্টের নেশা হয়েছে। আগেরবার শিকাগোইয় আমাদের হোটেলের নীচেই চকোলেটের দোকান ছিল আমি আবার যেদিন গেছিলাম ,রবিবার না কী কারণে চকোলেট সব খেয়ে খেয়ে দেখতে দিচ্ছিল। চেখে দেখে যা পছন্দ হল দেখি ডার্ক চকোলেট মিন্ট । আবার একটার সঙ্গে আরেকটা প্যাকেটের গাজরও ছিল। নিয়ে এসে প্রথমে তেমন একটা মনে ধরেনি ভাবলাম ধুর ,আবার ইম্পালসিভ শপিং করে হাবজিগাবজি কিনে আনলুম ! তো   দেখি ধীরে ধীরে নেশাই ধরে গেল !  দোকানটা হোম মেড চকোলেটের ছিল,ফ্যানিমে বোধহয় নাম।  কিন্তু নামটা এবারে আর মনে পড়ল না , অবশ্য জানিনা অন্য জায়গায় ছিলও কিনা।  অন্য মিন্ট চকোলেট আনলাম সে অত ভাল না। অবশ্য খেতে খেতে আবার নেশা ধরলেও ধরতে পারে।  মিন্ট চা কিন্তু প্রথম চুমুকেই  মন বাগান বানিয়ে দিয়েছে '!:)  এই প্রথম মনে হচ্ছে,শখ করে নিজে থেকে নিজের জন্য চা কিনব !
     
     
    ও হ্যাঁ  যদুবাবু না রমিত ,ওই ক্রিকেটের প্রতিবেদন দিয়েছে,পড়ে Inside Edge মনে পড়ে যাচ্ছিল ,ওটার পরের সিজন দেখছি মনে হচ্ছিল ! এলে ভাল হত । 
     
  • যদুবাবু | ১৯ মে ২০২৪ ২৩:০৬524496
  • হ্যাঁ। তুরীয়। শুনলেই আপনা আপনি চোখ বুজে অল্প অল্প মাথা দোলাই। 
     
    থ্যাংক ইউ পাপাঙ্গুল। 
  • পাপাঙ্গুল | ১৯ মে ২০২৪ ২৩:০৪524494
  • অমিতাভদা , ডিসি যথা আজ্ঞা। 
     
    কেকে , এমনি ব্যাগের সবুজ চা র থেকে খেতে ভাল। শুঁকলে এমনি একটা মিষ্টি গন্ধ আর চুমুক দিলে কিছুটা মৌরি। সর্দি হলে ভাল কাজে দিচ্ছে। 
     
    দ দি ,  যদুবাবু এসব পান করার সময় সেই জাদু পানীয়র খোঁজে থাকি , যদি আচমকা পেয়ে যাই। laugh
  • পাপাঙ্গুল | ১৯ মে ২০২৪ ২৩:০০524493
  • মেডিটেটিভের ভাল বাংলা তুরীয়
  • dc | 2402:e280:2141:1e8:8df5:dad0:1621:d94d | ১৯ মে ২০২৪ ২২:৫৬524492
  • আমারও ইচ্ছে আছে একটা পাস্তা বেলার মেশিন কিনে বাড়িতে বানানোর। আমি আর বৌ মিলে বাড়িতে সোবা নুডল বানাই, খুব ভালো খেতে হয় (সেটা অবশ্যই বৌ এর কৃতিত্ব)। 
  • যদুবাবু | ১৯ মে ২০২৪ ২২:৫৬524491
  • হ্যাঁ কেল্টিক সুরের একটা অন্যরকমের যাদু আছে। মেডিটেটিভ যেন। খুব ট্রান্সপোর্টিং। (ভালো বাংলা বিশেষণ পাচ্ছি না। ঃ( ) 

    kk, আমাদের ফায়েতভিলে (যখন আরকানসা ছিলেম) পেট্রা কাফে নামে একটা ছোট্ট দারুণ জর্ডানিয়ান খাবারের দোকান ছিল, একজন-ই লোক রান্নাবান্না করে খাওয়াতেন, বসার জায়গা যেন কারুর কিচেনের সামনের একটু অংশ। তো সেই দোকানে Foule Madamas খেতাম, দারুণ লাগতো, যার উপরে একটু ছড়িয়ে দিত, da'ah (daqah) sauce .. ওদের রেসিপি-টা ঠিক এই নিচের-টা নয়, তবে কিছুটা এক-ই রকম। এই ডিপ-টা মাঝে মাঝে বানাই। অপূর্ব লাগে। 

    https://www.food.com/recipe/egyptian-condiment-daqua-107277
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ মে ২০২৪ ২২:৫৩524490
  • আমি একবার র‍্যাভিওলি বানানোর চেষ্টায় ছিলাম। বুঝতে পারিনি, লেয়ারটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল। খুব শক্ত শক্ত খেতে হয়েছিল। তারপর থেকে আর ফ্রম স্ক্র্যাচ আর কিছু চেষ্টা করিনি পাস্তার ব্যাপারে।
  • dc | 2402:e280:2141:1e8:8df5:dad0:1621:d94d | ১৯ মে ২০২৪ ২২:৪৯524489
  • রোড টু লিসদুনভার্না শুনে দেখুন 
     
  • dc | 2402:e280:2141:1e8:8df5:dad0:1621:d94d | ১৯ মে ২০২৪ ২২:৪৫524488
  • এই ভার্শনটাও ভালো লাগলো, যদুবাবুকে ধন্যবাদ। স্কারবরো ফেয়ার আমারও খুব প্রিয় গান, নানান জনের কভার শুনেছি। ইন ফ্যাক্ট কেল্টিক আর হাইল্যান্ড এর বেশ কিছু সুর আছে যেগুলোর কভার খুঁজে খুজে শুনি - যেমন শি মুভড থ্রু দ্য ফেয়ার, লিসদুনভার্না, আই অ্যাম ডাউন ফর ল্যাক অফ জনি। 
  • kk | 172.56.32.178 | ১৯ মে ২০২৪ ২২:৩১524487
  • হ্যাঁ একদম পাস্তা নিজের হাতে স্ক্র‌্যাচ থেকে বানিয়ে ফেলুন। বেশি কঠিন তো নয়। শুধু পাস্তা বেলার মেশিন একটা থাকলেই হলো। বেশি কিছু সময়ও তো লাগেনা। আর প্রথম পাতে খাবার জন্য একটা ফোকাচ্যা ব্রেড। ডিপ করার জন্য অলিভ অয়েল আর বালসামিক ভিনিগার তো আপনার বাড়িতেই আছে।
  • যদুবাবু | ১৯ মে ২০২৪ ২২:১৩524485
  • আরে আমার দুটো প্রিয় টপিক - পাস্তা আর গান। 

    ডিসি, অবশ্যই শুনেছি! আমার স্কারবোরো ফেয়ার নিয়ে কিঞ্চিৎ অবসেশন আছে। খুঁজে খুঁজে শুনেছি। আমার প্রিয়তম কভার (ভার্সন) কিন্তু এই নিচের-টা। একটাই বাজে ব্যাপার যে গানের মাঝে জাজ-রা হাততালি ও অন্যান্য ওয়াও-টোয়াও বলে চিৎকার করে বড্ড গোলমাল করেন। তা হলেও, বড়ো ভালো লাগে। শুনে দেখুন। 



    পাস্তা প্রসঙ্গে - আমার খুব ইচ্ছে একদিন নিজের হাতে স্ক্র্যাচ থেকে পাস্তা বানাবো। কবে যে হবে কে জানে। একটা শো দেখতাম I'll have what Phil's having ... ঐটার ইটালি এপিসোড দেখে মন একেবারে উহুউহু করে উঠেছিল। কোনো দিন যাওয়া হবে কি না জানি না, কিন্তু ওরকম স্বপ্ন-টপ্ন দেখি মাঝে মধ্যে। টাস্কান কান্ট্রিসাইডের। ফোঁত। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৯ মে ২০২৪ ২১:৫৯524484
  • dc | 2402:e280:2141:1e8:8df5:dad0:1621:d94d | ১৯ মে ২০২৪ ২১:৪৪
    যদুবাবু‌ হয়তো এখনও শুনে উঠৈন নি। আমি শুনে ফেললাম আর এক দশকেরও আগের একটা প্রিয় গান মনে ভেসে এল - দিস ইজ দি এন্ড, হোল্ড ইয়োর ব্রেথ এন্ড কাউন্ট টেন ... 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:6c4b:17da:b99f | ১৯ মে ২০২৪ ২১:৫৯524483
  • এসব আমারও খুব পছন্দের খাবার। চিজ দেওয়া আর বেকড বা গ্রিলড খাবার আমার খুব প্রিয়। 
  • kk | 172.56.32.178 | ১৯ মে ২০২৪ ২১:৫৪524482
  • এই আমার প্রিয় বিষয় এসে পড়েছে। রিসোত্তো, পাস্তা, পিৎজা পেস্তো, বেসিল ইত্যাদি আমার অতিশয় পছন্দের জিনিষ। স্ট্রবেরী আর বেসিল দিয়ে বার্বিকিউ স্যসও। গতকাল ফ্রেশ চেরী দিয়ে বার্বিকিউ স্যস বানালাম। তখন dc'র কথা মনে করেছি :-)
  • dc | 2402:e280:2141:1e8:8df5:dad0:1621:d94d | ১৯ মে ২০২৪ ২১:৪৮524481
  • রিসোত্তোতে বেসিল আমার ভারি পছন্দের, আর পিজা বানালে তার ওপরেও দুয়েকটা দিয়ে দি। আর বেসিল দিয়ে পেস্তো বানিয়েছি কয়েকবার, সে অতি খাসা খেতে হয়। 
  • dc | 2402:e280:2141:1e8:8df5:dad0:1621:d94d | ১৯ মে ২০২৪ ২১:৪৪524480
  • যদুবাবু স্কারবরো ফেয়ারের এই কভারটা শুনে দেখতে পারেন, সারা ব্রাইটম্যানের। এটা আমার বেশ ভালো লাগেঃ 

  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ মে ২০২৪ ২১:৩৭524479
  • জানিনা ইতালিয়ানরা আমার ওপর রাগ টাগ করবেন কিনা, থাইম মাঝে মাঝে পাস্তাতে দিই। বেশ লাগে। সাথে কিছুটা বেসিল। রিসোত্তো তেও দিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত