এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৮:০৩524598
  • ট্রোলশ্রীর হয়ে এখন পাপাঙ্গুল।
    এটা চরম ছিল।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৮:০২524597
  • পাপাঙ্গুল
     
    "অতদিন আগে যদি ভুল কিছু লিখেও থাকেন , এখানে পাবলিক এপোলোজি চাইলেই হয় মনে হয়। "
    মানে?
    ভুল কিছু লিখিনি তো!
    এসব আবার কী?
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৭:৫৯524596
  • @পাপাঙ্গুল
    "সরাসরি নাম নিয়ে ট্রোলিং করা হচ্ছে দেখিনি। "
     
    সত্যি?
    গত কদিন ধরে দেখেন নি?
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৭:৫৮524595
  • নিন্নিছা | 200.55.245.141 | ২০ মে ২০২৪ ১৭:৫২
     
    get well soon.
  • নিন্নিছা | 200.55.245.141 | ২০ মে ২০২৪ ১৭:৫২524594
  • ও আর স্বীকার করার কিছু নেই পাপাঙ্গুলভাই। গুরুর পুরোনো লোকেরা সবই জানে। ছোটলোকের আগে ছেলো কুমড়োপটাশ। সেই যশোধরার টইতে চাট্টি থুতু ছিটিয়ে ছোটলোক হল। সে যাকগে। রিসেন্ট ঘটনা ত হীরেনবাবুর লেখায় ছুবলানো নিয়ে। তাপ্পর ভাটিয়ালিতে ত্যানা প্যাঁচানো। তো ছুবলাতে গিয়ে ট্রোলড হলে কান্নাকাটি করে লাভ নেই।
     
    এটেনশনের জন্যি খিস্তিট্যান আর তারকাটা যোষিতা লেউলেউ করছে। এটেনশন কম দিন। এগুলো থেমে যাবে।
     
    ওই কারনে খ্যাল করুন নিন্নিছারা বিশেস ফোড়ন কাটচে না। ট্রোলদের কে ট্রোল করবে? এলেবেলের ভাষায় ধনেপাতার আবার ক্যাশমেমো।
     
    কাটি।
  • পাপাঙ্গুল | ২০ মে ২০২৪ ১৭:০৯524593
  • @যোষিতাদি - "নাম নিয়ে নিয়ে যখন খিস্তি দিচ্ছে" - দুবছর ধরে গুরুতে আসছি। সরাসরি নাম নিয়ে ট্রোলিং করা হচ্ছে দেখিনি। নিচে যেমন লিখেছে আপনি একসময় ছোটলোক নিকে লিখতেন। আপনি সেই নিকে না লিখলে সরাসরি বলে দিলেই তো হয় আমি ওই নিকে কিছু লিখিনি। বা অতদিন আগে যদি ভুল কিছু লিখেও থাকেন , এখানে পাবলিক এপোলোজি চাইলেই হয় মনে হয়। &/ কেও দেখেছি একটা নিক নিয়ে ট্রোলড হতে। কিন্তু &/ ই যে সেই নিক , এটা কোথায় ম্যাপিং করা আছে বুঝতে পারি না। এগুলোকে পাত্তা দিলে ম্যাপিং পরোক্ষে স্বীকার করে নেওয়া হয় বলেই মনে হয়। 
     
    ব্যক্তিগত ভাবে মনে করি মুখোমুখি পরিচিতি না থাকলে কাউকে বছরের পর বছর এভাবে ট্রোল করে যাওয়া মুশকিল। ট্রোলারদের যদি চিনতে পেরে থাকেন তাহলে তাদের সঙ্গে আলাদা করে মিটিয়ে নিলেই হয় তাহলে আর আমার মত আমজনতা এটা নিয়ে মাথা ঘামায় না। 
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৬:৩০524592
  • এদিকে ধনেখালিতে অসীমা ও লকেটের মধ্যে ঝগড়া হচ্ছে। ওখানে আজ ভোট।
    আবার দিদিকে উকিলের চিঠি পাঠিয়েছেন কার্তিক মহারাজ।
    আমি চিপস্ নিয়ে বসে টিভির পর্দায় মজা দেখছি।
    ছুটির দিনে চমৎকার টাইমপাস।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৬:২৪524591
  • ঐটেই তো ওর অসুখ। আশা করি সেরে যাবে। বেচারা!
  • &/ | 107.77.235.55 | ২০ মে ২০২৪ ১৬:২১524590
  • ওঁৎ পেতে বসেও তো বিরাট সময় যায় ,বসে বসে নখ কামড়ায়।  
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৬:১৫524589
  • প্রত্যেকবার ফেক আইপি লাগিয়ে টাইম ট্র্যাভেল করাও তার স্ট্রেসের একটা কারণ।
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৬:১৩524588
  • "আবার নিপাট ভালোমানুষ সেজে নিজের পরিচিত নিক নিয়ে এসে কয়েকটি বড় বড় কথা বলে যায় "
    বড় বড় কথা নয়, নতুন নতুন শিখছে, সেসব কথাই লেখে, তবে অর্থ বুঝে লেখে না। অর্থ বুঝতে হলে ট্রোলিং কম করে, সেই টাইমে পড়াশুনো করতে হবে। তবে সে বড্ড স্ট্রেসে রয়েছে কিনা, তাই পড়ায় মন বসাতে পারে না।
  • &/ | 107.77.235.55 | ২০ মে ২০২৪ ১৬:০১524587
  • কারুর কোনো পোস্টের  কন্টেন্টের বিরোধিতা করে তর্ক বিতর্ক আলোচনা ইত্যাদির সাপেক্ষে কোনো গালাগালি একরকম জিনিস আর বছরের পর বছর ওঁৎ পেতে বসে থেকে স্পেসিফিক কারুর উপরে ট্রোলিং করে যাওয়া একেবারেই অন্য জিনিস সেকথা নিশ্চয় সবাই মানবেন। আবার নিপাট ভালোমানুষ সেজে নিজের পরিচিত নিক নিয়ে এসে কয়েকটি বড় বড় কথা বলে যায় .
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৩:৩৩524586
  • আজ ছুটির দিনে ট্রোলশ্রীর শ্রীবৃদ্ধি কামনা করি। ট্রোলশ্রীর মঙ্গল হোক। অবসাদ কাটুক। যে সব সমস্যায় জর্জরিত হয়ে সে ট্রোলিং এর মাধ্যমে স্ট্রেস কাটানোর পথ বেছে নিয়েছে, সে সব সমস্যার সমাধান হোক। ট্রোলশ্রীর মানসিক সমস্যা যেন দ্রুত সেরে যায়, তার দ্রুত আরোগ্যলাভ হোক।
  • dc | 2402:e280:2141:1e8:1863:a71c:726c:15fd | ২০ মে ২০২৪ ১৩:২৮524585
  • হ্যাঁ, আইআরসি এখনও আছে। তবে এখন বোধায় সেখানে বটেদের খুব ভিড়। 
  • যোষিতা | ২০ মে ২০২৪ ১৩:২২524584
  • পাপাঙ্গুল | ২০ মে ২০২৪ ১৩:১৩
     
    নাম নিয়ে নিয়ে যখন খিস্তি দিচ্ছে সেসব পোস্ট মোছা হয় না কেন? এর উত্তর পাই নি।
  • অরিন | 2404:4404:1732:e000:488b:9520:170b:ca9c | ২০ মে ২০২৪ ১৩:২০524583
  • "অল্ট নিউজগ্রুপ ছিল, ইন্টারনেট রিলে চ্যাট ছিল"
     
    আইআরসি (ইন্টারনেট রিলে চ্যাট) এখনো অবশ্য হৈহৈ করে চলে। ইউজনেট, সে অবশ্য অন্য গল্প, :-)
  • পাপাঙ্গুল | ২০ মে ২০২৪ ১৩:১৩524582
  • ট্রোলিং আর স্প্যামিং দুটো আলাদা সমস্যা। 
     
    ট্রোলিং ব্যক্তিগত অতীত জীবনের এক্সটেনশন হলে সেটা অনলাইন ফোরামে আটকানো চাপ। ধরুন আমি কাউকে মেলার মাঠে সবার সামনে ঘুঁষি মেরেছিলাম [সংগত/অসঙ্গত কারণে] , সে অনলাইনে আমাকে খুঁজে বের করে করে ট্রোল করে। যেমন পার্থবাবুর টইগুলোতে কারা মাঝে মাঝে এসে লিখে দিয়ে যায়। আরেকটা হয় সাময়িক আদর্শগত ট্রোলিং , চিনি না জানি না কিন্তু খিস্তি মেরে চলে গেলাম , অথচ পরে মুখোমুখি পরিচয় হবার পর দাঁত বার করে হাহা হিহি।
  • অরিন | 2404:4404:1732:e000:488b:9520:170b:ca9c | ২০ মে ২০২৪ ১৩:১২524581
  • "ধুর ধুর, সেই ১৬ সালের বিধানসভা নির্বাচন থেকে এই সাইটে আছি। নানা নিকে আমাকে যে মারাত্মক ট্রোলের সম্মুখীন হতে হয়েছে, তাতে বাকিরা তুশ্চু। "
    বাকীরা তুশ্চু হোক না হোক, এটা ঈটনা যে এলেবেলে সত্যি একসময় সাংঘাতিক ট্রোলিং এর মুখে পড়েছেন। 
    তবে এটাও ঠিক যে, এলেবেলের যেহেতু একটা সহজাত পাণ্ডিত্যের ব্যাপার ছিল, যার জন্য আমার মনে ট্রোলরা খুব একটা পেরে উঠত না। এখন সেটা সকলের ক্ষেত্রে খাটে না, অর খাটলেও ট্রোলিং এর বিরুদ্ধে একটা অবস্থান নেওয়াটাই সঙ্গত বলে আমার মনে হয়। 
  • dc | 2402:e280:2141:1e8:1863:a71c:726c:15fd | ২০ মে ২০২৪ ১৩:০৭524580
  • ২০০০ এ ছিল এক ডলার পঁয়তাল্লিশ টাকার মতো। স্টেট ব্যাংকে গিয়ে জীবনে প্রথম ডলার কিনেছিলাম, একগুচ্ছের ফর্ম ভরতে হয়েছিল আর কাউন্টারের ওপাশে যিনি ছিলেন তিনি রীতিমতো আরেক রাউন্ড ভিসা ইন্টারভিউ নিয়ে ফেলেছিলেন।  
  • অরিন | 2404:4404:1732:e000:488b:9520:170b:ca9c | ২০ মে ২০২৪ ১৩:০৬524579
  • "দশ বছরে রুপি (INR) ভ্যালু কমেছে,
    ২০১৪ সালে ডলার ছিল ৬২ টাকা, ২০২৪ এ হয়েছে ৮৩ টাকা"
     
    আমেরিকা প্রবাসী এনারাই কাকুরা মনে হয় ঐজন্য মোদীকে এত পছন্দ করে। 
  • dc | 2402:e280:2141:1e8:1863:a71c:726c:15fd | ২০ মে ২০২৪ ১৩:০৩524578
  • "২০২৪ এ হয়েছে ৮৩ টাকা" - একশো টাকায় ওঠার অপেক্ষায় আছি :-)
  • dc | 2402:e280:2141:1e8:1863:a71c:726c:15fd | ২০ মে ২০২৪ ১৩:০১524577
  • হ্যাঁ, এলেবেলেকেও ভয়ানক ট্রোলিং করা হয়েছে। একেকটা সময়ে একেকজনকে ফেস করতে হয়েছে। 
  • এলেবেলে | 202.142.71.218 | ২০ মে ২০২৪ ১৩:০০524576
  • ধুর ধুর, সেই ১৬ সালের বিধানসভা নির্বাচন থেকে এই সাইটে আছি। নানা নিকে আমাকে যে মারাত্মক ট্রোলের সম্মুখীন হতে হয়েছে, তাতে বাকিরা তুশ্চু। ইদানীং কম আসি, ট্রোলের আনাগোণাও কম দেখি। তবে এখনও দেখতে পাই কিছু ট্রোল ওঁত পেতে থাকেন এবং আমি কোনও লেখা লিখলে কিংবা মন্তব্য করলে তাঁরা বেশ উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েন।
  • lcm | ২০ মে ২০২৪ ১২:৫৮524575
  • দশ বছরে রুপি (INR) ভ্যালু কমেছে,
    ২০১৪ সালে ডলার ছিল ৬২ টাকা, ২০২৪ এ হয়েছে ৮৩ টাকা
  • dc | 2402:e280:2141:1e8:1863:a71c:726c:15fd | ২০ মে ২০২৪ ১২:৫৩524574
  • অল্ট নিউজগ্রুপ ছিল, ইন্টারনেট রিলে চ্যাট ছিল, সিঙ্গাপুর বেসড কি একটা যেন সার্ভার ছিল, এখন আর নাম মনে নেই। সেসব প্রস্তর যুগের কথা। তার বহু পরে এলো অর্কুট, তারপর ফেবু।  
  • পাপাঙ্গুল | ২০ মে ২০২৪ ১২:৪৮524573
  • আজকের আবাপর ভেতরের পাতায় 
     
  • dc | 2402:e280:2141:1e8:1863:a71c:726c:15fd | ২০ মে ২০২৪ ১২:৪৮524572
  • "কিন্তু আমি যেটা কখনো অন্তত সেই সময়ে দেখিনি, নাম গোপণ করে ব্যক্তিমানুষকে লাগাতার stalking করে আক্রমণাত্মক পোস্ট বা লেখা"
     
    তা ঠিক। অন্তত প্রথম দিকে বিভিন্ন অনলাইন ফোরামে বেশ নেটিকেট বজায় রেখে আদানপ্রদান হতো। ভয়ানক তর্কাতর্কি হলেও, পার্সোনাল অ্যাটাক একটু কম হতো। 
     
    তবে অরিন্দমবাবুর সাথে গুরুচন্ডালি বিষয়ে একটু দ্বিমত আছেঃ গুরুতে আগেও ব্যক্তি আক্রমণ হতো, তবে আগে সংখ্যায় অনেক বেশী রেগুলার ইউজার ছিলেন বলে সেটা বহু বিষয়ের আলোচনার তোড়ে চট করে চাপা পড়ে যেত। আর বেশীর ভাগ সময়েই ট্রোলদের ইগনোর করা হতো। বিশেষ করে মনে আছে রঞ্জনদা আর ডিডিদা বহুবার বলতেন (বোধায় সিংগল কে ও বলতেন) ট্রোলদের ইগনোর করতে আপনা থেকেই থেমে যাবে। এখন এটা ঠিক স্ট্র‌্যাটেজি না ভুল তা জানিনা, তবে আগে সাধারনত এটাই হতো। এখন রেগুলার ইউজার যেহেতু অনেক কমে এসেছে, তাই ট্রোলিং বেশী করে চোখে পড়ে। 
     
  • lcm | ২০ মে ২০২৪ ১২:৪৪524571
  • অরিন মনে করালেন সেই সব নিউজগ্রুপের দিনের কথা, সক-কালচার-বেঙ্গলি তো ছিলই, ছিলেন বিখ্যাত "জয় মহারাজ", আরও আমি ফলো করতাম মিউজিক নিয়ে একটা গ্রুপ - rmim (recreation music india misc) এরকম কিছু, ওখানে প্রথম ন্যাড়া(সম্বিত)-র লেখা পড়ি - সলিল চৌধুরীকে নিয়ে একটা সলিড লেখা লিখেছিল। তবে তখন নিউজগ্রুপের আর একটা ইউটিলিটি ছিল - নিউজ শেয়ার্ড বাই ইউজারস - দেশের অনেক খবর ঐ সূত্রে পাওয়া যেত - যেমন, '৯৩ বা '৯৪ এ পুনাতে একটা বেশ জোরালো ভূমিকম্প হয়েছিল, মনে আছে এক মারাঠি কোলিগ নিউজগ্রুপের ফিডের জন্য অপেক্ষা করতেন, ডিটেইলে পড়ার জন্য।
  • অরিন | 2404:4404:1732:e000:488b:9520:170b:ca9c | ২০ মে ২০২৪ ১২:৩২524570
  • আজকে এলসিএম, ডিসি, ইত্যাদির ট্রোল বিষয়ে পোস্ট পড়ে বহুকাল আগের (১৯৯৬-১৯৯৭) soc.culture.bengali নামের একটি নিউজগ্রুপের কথা মনে পড়ল। সেই গ্রুপটিতেও নানান রমের এবং বিচিত্র চিন্তাধারার মানুষজন লিখতেন, এবং সে সময়ের রীতি রেওয়াজ যেযন ছিল, "বেংলিশে" বা রোমান হরফে বাংলায় লেখা হত। প্রচুর তর্কাতর্কি হত। 
    কিন্তু আমি যেটা কখনো অন্তত সেই সময়ে দেখিনি, নাম গোপণ করে ব্যক্তিমানুষকে লাগাতার stalking করে আক্রমণাত্মক পোস্ট বা লেখা। তখনও 'জয় মহারাজ' নিকধারী এক পোস্টারের সঙ্গে তর্কবিতর্ক হত, কিন্তু লোকে সাধারণত name calling করত না।
    যাই হোক, বহুকাল পরে যখন গুরুচণ্ডালী প্রথম পড়তাম, ঐ soc.culture.bengali,র একটা vibe ছিল। একটি অলিখিত সহবৎ আমি এর আগে গুরুচণ্ডালীর গ্রুপে যারা পোস্ট করতেন, তাদের মধ্যে লক্ষ করেছি। এখন তাদের মধ্যে অনেকেই পোস্ট করেন না।
    কিন্তু, ইদানীং, গুরুচণ্ডালীর সেই "ঘরোয়া আড্ডার মেজাজটি" আমার মনে হয়, হারিয়ে গেছে। এটা হতে পারে, সবকিছুই সতত পরিবর্তনশীল, একরকম হবেই বা কেন। তবুও , একটা সহবৎ, একটা বৈঠকী মেজাজ যদি হারিয়ে যায়, তাকে ফেরানো অনেক সময় আর সম্ভব হয় না। 
  • dc | 2402:e280:2141:1e8:1863:a71c:726c:15fd | ২০ মে ২০২৪ ১১:২৯524569
  • কাল রাতেই আবার আমরা মশা নিয়ে আলোচনা করছিলাম। ভাগ্যিস মোসা নিয়ে কেউ কিছু বলেনি! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত