এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩১ মে ২০২৪ ২১:৩৮525079
  • চামচিকে আর বেড়াল ছাড়া সব প্রাণীই ভাল। 
     
    এলেবেলে, হ্যাঁ আমারো আপনার থেকে জানতে হবে। বিশেষত ৫২ র ভোট নিয়ে বইপত্র কুছু আদৌ আছে কিনা।লিস্ট এখন হাতের কাছে নেই, দিচ্ছি পরে।
  • dc | 2402:e280:2141:1e8:10b1:a620:65c0:8e8b | ৩১ মে ২০২৪ ২১:৩৭525078
  • সেই কবিদের মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং নাম ছিল ভুসুকুপাদ। 
  • &/ | 151.141.85.8 | ৩১ মে ২০২৪ ২১:৩৪525077
  • ডিসির পোস্ট পড়ে চর্যাপদের নানা কবিদের নাম মনে পড়ে গেল। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ৩১ মে ২০২৪ ২১:৩১525076
  • বুনো প্রাণীরা পোষাদের বা চিড়িয়াখানায় থাকাদের তুলনায় বেশি সুন্দর। অবশ্য নির্ভর করে পরিস্থিতির উপরেও।
  • aranya | 2601:84:4600:5410:8947:32a5:93d9:f6bc | ৩১ মে ২০২৪ ২১:৩১525075
  • পাহাড়ি ছাগল, পাহাড়ি ভেড়া - দুজনেই ওস্তাদ ক্লাইম্বার 
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:8df1:3239:85af:8994 | ৩১ মে ২০২৪ ২১:৩০525074
  • #t2h
    " ছাগলছানা বলল মাকে,--ছাড়ব এবার ভ্যা-করণ,
    পাঠশালাতে গুরুর কাছে শিখব মোরা ব্যাকরণ।
    জননী তার বললে তখন -- তুমি একটি জানোয়ার, 
    চারিদিকে শত্রু তোমার, খবর কিছু রাখ তার?
    ঢুঁ মারবে, চাট ছুঁড়বে,  করবে তাদের জ্বালাতন, 
    গতিক যদি মন্দ দেখ করবে চোঁচা পলায়ন।
    ,
  • &/ | 151.141.85.8 | ৩১ মে ২০২৪ ২১:২৮525073
  • ছাগলেরা শুধু যে নানারকম খেলাই উদ্ভাবন করে তাই নয়, একরকম পাহাড়ি ছাগল সাংঘাতিক খাড়াই বেয়ে উঠতে পারে, যেন ভার্টিকালি উঠে যায়।
  • dc | 2402:e280:2141:1e8:10b1:a620:65c0:8e8b | ৩১ মে ২০২৪ ২১:২৭525072
  • আর হ্যাঁ, কলেজে পড়তে শুনেছিলাম আমাদের এক বন্ধুর ইচ্ছেপাদের বর ছিল, অর্থাত যখন ইচ্ছে করতো তখনই পাদতে পারতো। আমরা আড্ডা মারতে মারতে হয়তো বলতাম, মান্না একটু পাদ তো! অমনি শব্দসহ একটা বার করতো। তারপর বি এর ইচ্ছেপায়খানার বর laugh
  • &/ | 151.141.85.8 | ৩১ মে ২০২৪ ২১:২৭525071
  • আচ্ছা, কী ফলাফল হতে চলেছে বলে আপনাদের মনে হয়?
  • aranya | 2601:84:4600:5410:8947:32a5:93d9:f6bc | ৩১ মে ২০২৪ ২১:২৫525070
  • বুনো গাধার ছবি অতীব সুন্দর । থ্যাংকস এলেবেলে 
  • &/ | 151.141.85.8 | ৩১ মে ২০২৪ ২১:২৫525069
  • ভারত, দেশভাগ, বাংলা, পাঞ্জাব, বাঘ, হরিণ, গাধা --- কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আলোচনা! একেই বলে ফ্রী কী যেন! ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:10b1:a620:65c0:8e8b | ৩১ মে ২০২৪ ২১:২৪525068
  • কদিন আসতে পারিনি। অরিন্দমবাবু প্রোজেক্ট গ্র‌্যান্ট পেয়ে গেছেন পড়ে খুব ভালো লাগলো। মনে আছে, কয়েক মাস আগে ভাটিয়ালিতে এসব নিয়ে আলোচনা হয়েছিল। অরিন্দমবাবুকে অনেক শুভেচ্ছা, আর অল দ্য বেস্ট। আমি নিজেই ডায়বেটিক, কাজেই আপনার প্রোজেক্ট সফল হলে আমারও উপকার হবে :-)
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ মে ২০২৪ ২১:২১525067
  • @ অরিনলান একটা লেখায় আপনার মন্তব্য পড়ে তার পরিপ্রেক্ষিতে লিখছি, 
    আপনি লিখেছেন হোয়্যাটস্যাপ, ফেসবুক, টুইটার ব্যবহার না করে সিগন্যাল, ব্লু স্কাই, mastodon  ইত্যাদি ব্যবহার করতে। আমি আপনার কথাকে সমর্থন করছি। কিন্তু আপনি বলছেন এখানে আইটি সেল আপনাকে বিরক্ত করতে পারবে না। কিন্তু যদি হোয়্যাটস্যাপ এর মেসেজ সিগন্যালে ঢুকতে পারে তবে আইটি সেলের মেসেজ ঢোকা আটকাচ্ছে কে ?
    আর যদি এই অল্টারনেটিভ গুলো এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে প্রচুর ভারতীয় তা ব্যবহার করা শুরু করে দেয়, তবে আইটি সেলের লোকেরাও তো আরামসে সেখানে একাউন্ট খুলে লোককে উত্ত্যক্ত করতে পারে। এখন তো রেডিটেও দিব্যি এরা ঢুকে পড়েছে। 
    এটা আমার মনে হল তাই লিখলাম। আমি সিগন্যাল ব্যবহার করে দেখেছি। তবে mastodon আর ব্লু স্কাই ব্যবহার করিনি কখনো।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩১ মে ২০২৪ ২১:০৯525066
  • @এলেবেলে বুনো গাধার ছবিগুলো ভারী ভালো লাগলো। স্বচক্ষে দেখেছিলাম কচ্ছের রানে গিয়ে, সেসব স্মৃতিতে আবার নাড়া পড়ল।
  • এলেবেলে | 202.142.71.218 | ৩১ মে ২০২৪ ২০:৫০525065
  • খুব দ্রুত চারটে কথা বলে যাই।
     
    ১. অরিনবাবুকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। চিনের একটা খবর দেখলাম আনন্দবাজারে। অরিনবাবুদের খবরটাও দ্রুত দেখতে চাই।
     
    ২. কচ্ছের রণের গাধা দেখতে সত্যিই সুন্দর। নিজে চোখে দেখেছি। ছবিও দিলাম।
     
     
     
    ৩. বাংলা ও পাঞ্জাব শুধু নয়, অসমও বিভক্ত হয়েছিল যদিও আমরা সেটা ভুলে যাই।
     
    ৪. দ-দিকে বিশেষভাবে অনুরোধ, দেশভাগ জনিত যাবতীয় বইপত্র (বিশেষত বম্বে প্ল্যান সংক্রান্ত)-এর লিস্টি আরও একবার দিন। আমি খুবই আগ্রহী। মিলিয়ে তো নেবই, প্লাস নতুন বইয়ের খোঁজও পাব।
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ২০:৩৮525064
  • অনুবাদ প্রসঙ্গে গাথা সপ্তশতী মনে পড়লো, আমার ধারনা ছিল শক্তির অনুবাদ, গুগল করে দেখছি সুভাষ মুখোপাধ্যায়। সুপ্রাচীন কালে পূজাবার্ষিকী দেশ পত্রিকায় বেরিয়েছিল। ঐরকম রীতিমত রগরগে ইরোটিক কবিতার অনুবাদ সুভাষ মুখোপাধ্যায় করেছিলেন এতে একটু ঊর্দ্ধনেত্র হলাম।
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ২০:৩২525063
  • তাই তো, প্লাতেরো হৃদয়হীন, হা প্লাতেরো শুভ্র মেধাহীন...
  • সিএস | 2405:201:802c:7815:946e:b673:f63c:544c | ৩১ মে ২০২৪ ২০:২৯525062
  • গাধাকে নিয়ে অমর কবিতা লেখা হয়েছে, প্লাতেরো নাম ছিল তার, স্প্যানিশ কবি হিমেনেথ লিখেছিলেন, গদ্যকবিতা, প্রায় একশো বছর আগে। বাংলায় দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছিলেন, সে বই মনে হয় না পাওয়া যায়, শক্তি চাটুজ্যের 'চতুর্দশপদী কবিতাবলি' - তে এই প্লাতেরোকে নিয়ে কবিতা আছে।

    https://en.m.wikipedia.org/wiki/Platero_and_I
     
     
  • aranya | 2601:84:4600:5410:8947:32a5:93d9:f6bc | ৩১ মে ২০২৪ ২০:২৬525061
  • দ, পেঁচে রাতে একটা ডকু দেখেছিলাম। তাতে বলেছিল যে আন্ডারপাস অনেক কম বানান হয়েছে। সংখ্যা গুলো এখন আর মনে নেই 
    নটা আন্ডারপাস যদি হয়ে থাকে, তাহলে খুবই ভাল। হতেই পারে যে ডকু টায় ভুল তথ্য ছিল 
  • | ৩১ মে ২০২৪ ২০:১৭525060
  • আপনাদের যে  দেশভাগের বইয়ের  লিস্টি  করে দিয়েছিলাম। সেগুলো একটাও পড়লেন না! গল্পস্বল্প নয় নন ফিকশান। বালুচিস্তান মাউন্টব্যাটেন কীভাবে পাকিস্তানকে দিল সেখানকার লোকজন কী চেয়েছিল গোয়া হায়দ্রাবাদ ইত্যাদি কীভাবে ভারতে ঢোকানো হল পুরো উত্তরপশ্চিমদিকের ভাগাভাগি (পাঞ্জাব বাদে) এ সবই যথেষ্ট পরিমাণে রক্তাক্ত ইতিহাস। 
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ২০:১৫525059
  • তাও ঠিক।
    শিশু গাধাদেরও খুবই মিষ্টি চেহারা।
    পশু পাখিদের বুদ্ধি নিয়ে আমাদের ধারনাগুলি একটু কেমন। আমার যেমন মনে হয় ছাগল খুব বুদ্ধিমান প্রাণী- না হলে এতরকম খেলা উদ্ভাবন করে কী করে? ছাগলছানাদের যে কতরকম খেলা, তার মধ্যে স্লাইড বেয়ে নামা পর্যন্ত আছে। কিন্তু ছাগলের বুদ্ধি নিয়ে কোথাও কোনদিন কোনরকম প্রশংসাবাক্য শুনিনি।
     
    • যদুবাবু | ৩১ মে ২০২৪ ০৬:০৫
    • আমার আগের পোস্টে "তারপর"-এর পর উড়ে গেলো। ...
     
    আমি ভাবলাম শ্লথের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাটিয়ে দিয়েছো!
  • kk | 172.56.32.178 | ৩১ মে ২০২৪ ২০:০৫525058
  • গাধারা তো দেখতে সুন্দরই হয়। ভারবাহী গাধাদের মুখগুলোও কী মিষ্টি। বেচারারা খুব সহিষ্ণু আর চুপচাপ বলে সবাই ওদের বোকা বলে। দুনিয়ার এইই দস্তুর!
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ১৯:৫৬525057
  • * ঝুকি না, ঝুলি (৩১ মে ২০২৪ ১৯:৫২)
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ১৯:৫৫525056
  • কচ্ছের রানের বুনো গাধা তো ভারবাহী গাধার থেকে অন্যরকমই দেখতে পাচ্ছি গুগল করে, চমৎকার দেখতে। 
    গাধা-হরিনের থেকে তো ভালো বটেই!
    তবে বিউটি আর বিহোল্ডারের চোখ নিয়ে তর্কের কারনে সৌন্দর্যের তুল্যমূল্য না করাই নিরাপদ।
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ১৯:৫২525055
    • b | ৩১ মে ২০২৪ ০৮:১৩
    • ...তখনই হয়, ভগবান অরে ইচ্ছাপায়খানার বর দিসে  ।
     
    উফ :D :D :D
    এইটা চরম। সত্যি ভগবানের ঝুকিতে যে কতরকম!
  • দীপ | 2402:3a80:196c:27a8:778:5634:1232:5476 | ৩১ মে ২০২৪ ১৯:৪৫525054
  • #এমনকি পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু বাঙালীদেরই বা কতটা আছে? রেফুজিরা বাঙালেরা এসে সোনার বাংলার ভুষ্টিনাশ করে দিল, বা পিঠে তারকাঁটার দাগ নিয়ে রসিকতা- এসব আজও শোনা যায় - এর পেছনে যে হাহাকার আছে, সেটা খুব বেশি মানুষ সমানুভূতির সঙ্গে দেখেনি। কলকাতার পুরনো পাড়ায় কোন বাঙাল বাসা ভাড়া নিলে পুরনো বাসিন্দাদের প্রতিক্রিয়া নিয়ে গল্প শুনেছিলাম কাবলিদার কাছে।"
     
    গত পঁচাত্তর বছরে এক কোটিরও বেশি মানুষ পূর্ববঙ্গ থেকে চলে এসেছেন। সেসব নিয়ে আলোচনা করলে শুনতে হয় চাড্ডি! লেখা মুছে দেওয়া হয়! 
     কিছুদিন আগে শুনছিলাম হিন্দুরা টাকার জন্য বাংলাদেশ থেকে চলে আসে! এখন আবার তাদের জন্য কান্নাকাটি শুরু হয়েছে! 
     
    বিবেকানন্দ মুখোপাধ্যায় যথার্থ বলেছিলেন , "জননীর গর্ভের লজ্জা!"
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ১৮:৫০525053
  • আর 
    • guru |  ৩১ মে ২০২৪ ০৮:৪০
    • ৩ l বর্তমান দেশে  সংখ্যালঘুদের বর্তমান পরিস্থিতিতে জিন্না সাহেবকে সংখ্যালঘুদের জন্যে স্বাধীন রাষ্ট্র চাওয়াটা কি খুবই দূরদর্শিতার পরিচয় নয় ? 

    আদৌ দেশভাগ না চাওয়াটাই সবচেয়ে দূরদর্শিতার পরিচয় হতো। কী হলে কী হতো এ তো আজকের দিনে মোটামুটি উইশফুল থিংকিং মিশ্রিত স্পেকুলেশন মাত্র, সেখানে সবাই মিলেমিশে থাকতে পারতো - এমন ভাবাটাই হয়তো সবচে ভালো। 
  • r2h | 192.139.20.199 | ৩১ মে ২০২৪ ১৮:৪০525052
    • guru | ৩১ মে ২০২৪ ০৮:৪০
    • ...১।  পাঞ্জাব আর বাংলাকে ভাগ করা হয়েছিলো l সমগ্র ভারতকে নয় l কাজেই এই দুটো রাজ্য বাদে মূলস্রোতের মেনল্যান্ড ভারতে এই পার্টিশনটা নিয়ে আর কোনো স্মৃতি নেই l   
     
    একমত।
    দেশভাগের বিভীষিকা নিয়ে ভারতের বেশিরভাগ মানুষের আদৌ কোন ধারনা নেই।
    এমনকি পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু বাঙালীদেরই বা কতটা আছে? রেফুজিরা বাঙালেরা এসে সোনার বাংলার ভুষ্টিনাশ করে দিল, বা পিঠে তারকাঁটার দাগ নিয়ে রসিকতা- এসব আজও শোনা যায় - এর পেছনে যে হাহাকার আছে, সেটা খুব বেশি মানুষ সমানুভূতির সঙ্গে দেখেনি। কলকাতার পুরনো পাড়ায় কোন বাঙাল বাসা ভাড়া নিলে পুরনো বাসিন্দাদের প্রতিক্রিয়া নিয়ে গল্প শুনেছিলাম কাবলিদার কাছে।

    তবে সে অন্য কথা। চাড্ডিপনার প্রাণকেন্দ্রগুলি দেশভাগের ভুক্তভোগী না। বরং উত্তর প্রদেশ, বিহার থেকে উল্টো স্রোত গেছে।
     
    • guru | ৩১ মে ২০২৪ ০৮:৪০
    • ২ l জিন্না সাহেব ... খুবই খুশী হতেন অখণ্ড পাঞ্জাব , অখণ্ড কাশ্মীর এবং অখণ্ড বাংলা থাকলে l অর্থাৎ উনি স্বাধীন পাকিস্তান চেয়েছিলেন পাঞ্জাব ও বাংলা পার্টিশন না হলেই উনি খুশি হতেন l 
     
    ২ হলে ওপারে সংখ্যালঘুদের কী হত তা তর্কযোগ্য, আবার সেক্ষেত্রে শিখ বা হিন্দুরা ততটা সংখ্যালঘু ওখানে হতেন না- সেটাও সত্যি, তার ওপর পূবে আলোকপ্রাপ্ত ও ক্ষমতাশালীদের একটা বড় অংশ সংখ্যালঘুদের মধ্য থেকে হত, অবশ্য ঐ পরিস্থিতি ভেবে জার্মানী মনে পড়লো কিছুটা। তবে ঐ তাৎক্ষনিক রক্তপাত, উদ্বাসন কম হত তাতে সন্দেহের অবকাশ কম।

     
    • Guru |  ৩১ মে ২০২৪ ১১:১১
    • ...যেখানে বাঘ , লেপার্ড আর ঢোলের রাজত্ব সেখানে প্রাণ হতে করে হাইওয়ে বানালো কারা ? গডকড়ি সাহেব কি চীন জাপানের থেকে রোবট আনিয়েছিলেন নাকি ? কোনো মানুষের পক্ষে এইকাজ কি সম্ভব ?...
    এ আবার কী কথা! এ কি ছয়ের দশকের হলিউডের সিনেমা যে বাঘ সিংগি ওয়ালা জঙ্গলে অসম সাহসী সায়েব আর একদল শ্রমিক মিলে গাঁইতি শাবল কোদাল নিয়ে রাস্তা বানাচ্ছে আর মাঝে মাঝে দুয়েকজনকে বাঘে খেয়ে নিচ্ছে? বড় বড় ইলেক্ট্রিক করাত ক্রেন বুলডোজার মিক্সার এক্সকাভেটার নিয়ে গেলে এমনিতেই বাঘ কাছে আসে না, রোবটের কী দরকার।
  • অরিন | ৩১ মে ২০২৪ ১৪:৫৩525051
  • যেমন এই ছবিটা (মাউন্ট কুক নামে পাহাড়ের, আমার তোলা)
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত