এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২০:৩২525649
  • সৈকতদা লিখেছে "...তারা চলে যাওয়ায় খুব ক্ষতি হয়েছে। ইনফোসিস চলে যাওয়ায় বাঙালির শিরদাঁড়া ভেঙে গেছে, আর টাটা চলে যাওয়ায় মুন্ডুটাই উপড়ে গেছে। - এই প্রজাতির পুরো বক্তব্যই এইটা। মজা হল, এটা শুধু এঁদের বক্তব্য নয়। যেকোনো শাইনিং চাড্ডিকে জিজ্ঞাসা করুন, প্রতিটা পয়েন্টে একদম এক কথা বলবে। দাঁড়ি-কমা শুদ্ধু। ...
    শহুরে, বলিয়ে-কইয়ে, প্রভাব-বলয় বিস্তার করতে সক্ষম, এবং এই ল্যাজই ক্রমশ মাথাকে নাড়াতে শুরু করেছে। নইলে, সক্রিয় সমর্থককূলকে এই কথাগুলো বলতে কেউ আটকাতো। অন্তত বিতর্ক-টিতর্ক হত। সেসবের কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা।
    ..."

    এইটা আমার খুবই ঠিক মনে হয়। উন্নয়ন বিষয়ে বামেদের অবস্থান যদি দক্ষিনপন্থীদের মতই হয়, তাহলে কেন বাম? শহুরে লোকের ফেসবুক কার্যকলাপে সারা রাজ্যের ভোট নির্ধারন হয় না ঠিকই, কিন্তু কলকাতার বাইরে বামফ্রন্টের নীতি নির্ধারন কেন্দ্র কোথায়? সোশ্যাল মিডিয়া ভোট নির্ধারন না করলেও, প্রভাব বিস্তার করে তা তো আজ নিশ্চিত, আর পবর ইন্টেলেক্চুয়াল নেতৃত্ব আইডিয়াল না হলেও কলকাতাকেন্দ্রিকই।

    মুশকিল হল, যতই সিপুএমের ভোটার হই, এসব কথা বলতে গেলে কেউ না কেউ এসে চালচোরের স্যাঙাত, চোরেদের জন্য ভোট চাইছি বলে ফুট কেটে যাবে।

    তো, কী আর হবা।
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২০:১৪525648
    • পাপাঙ্গুল | ০৫ জুন ২০২৪ ১৯:৩১
    • সিপিএমে গ্রামের দিকে... ছাত্র নেতার সংখ্যা বেশি , শ্রমিক কৃষক নেতা কম।  
     
    ছাত্রনেতা - এই জিনিসটা নিয়ে আমার কৌতুহল, পবতে ছাত্র রাজনীতির হালচাল।

    নয়ের দশকে অন্তত ত্রিপুরায় যা দেখেছি - পড়াশুনো আছে, ইন্টেলিজেন্ট কোন ছেলেমেয়ে রাজনীতিতে যেত না, ছাত্র রাজনীতি পুরোপুরি লুম্পেন, স্বার্থান্বেষী, ও গড্ডলে পরিপূর্ণ। পরবর্তীকালেও তার পরিবর্তন হয়নি, আটের দশকেও চিত্রটা বিশেষ আলাদা ছিল না, তার আগে কিছুটা আলাদা ছিল; এমন অনুমান করতে পারি সঙ্গত কারনে। কোন দলই কোন যুবনেতাকে তত্ত্বগতভাবে গ্রুম করেনি। কোন দল বলতে বাম দলের কথাই ভাবছি যদিও, কারন কংগ্রেসকে একটা বড়সড় গুন্ডাবাহিনী হিসেবে দেখেছি। সমীর বর্মন, সন্তোষমোহন দেব - সে ভয়াবহ ব্যাপার। কিন্তু ঐ, নৈতিক বা তাত্ত্বিক অবস্থানের দায় না থাকার সুবিধা ওরা পেয়েছে আরকি; যে কারনে সুদীপ রায় বর্মনের মত হেভিওয়েট নেতার দলবদলও কারো চোখে অস্বাভাবিক ঠেকে না।
    বামেদের মধ্যে, মানিক সরকার পরবর্তী প্রজন্মের প্রভাবশালী বাম নেতা মনেই পড়ে না; অভ্যন্তরে এইসব অভিযোগ ছিলও - পরবর্তী প্রজন্মের নেতা তৈরিতে মন না দেওয়া নিয়ে।

    কলকাতায় সেরকম দেখিনি। কলেজগুলিতে বাম ও অতিবাম দলগুলির মাথার দিকে যারা থাকতো তারা অনেকেই ভালো পড়াশুনো করতো। কিন্তু এরা তারপর হয় ক্যারিয়ারে মন দিয়েছে, না হয় একপাল নাকউঁচু এলিট সমর্থক পরিবৃত হয়েছে।
    কলকাতা ও তার উপকন্ঠের বাইরে, গ্রামে মফস্বলে কী হয়েছে জানি না। 
    রাজনীতি করতে গেলেই, বা নেতা হতে গেলেই পণ্ডিত হতে হবে তার কোন মানে নেই। কিন্তু ছাত্ররাজনীতি, যারা ভবিষ্যতের দিশা নির্ধারন করবে, নেতৃত্ব দেবে - তারা যদি শ্রেণী, অর্থনীতি, সাম্য, আন্তর্জাতিক ইতিহাস ও রাজনীতি এইসব নিয়ে না জানে, তাহলে তাদের রাজনীতির ভিত্তিটা কী হবে... এইটা বড় প্রশ্ন মনে হয়।
     
     
    • পাপাঙ্গুল | ০৫ জুন ২০২৪ ২০:০৮
    • ...বিকল্প পথ না দেখিয়ে বামেরা এখন মিডিয়া আর অন্য শাসকদের বানানো ন্যারেটিভে খেলছে। হারছে। 
    সেসবেরই পরিনাম হয়তো এই।
  • রঞ্জন | 171.76.44.33 | ০৫ জুন ২০২৪ ২০:১৩525647
  • ইউটিউবে রবীশকুমার শুনুন।
    "মোদীকে পরমাত্মার খোলা চিঠি"।
  • cpm | 115.187.40.126 | ০৫ জুন ২০২৪ ২০:০৯525646
  • *ছুরি 
  • সিপিএম | 115.187.40.126 | ০৫ জুন ২০২৪ ২০:০৮525645
  • @ডিশি, 
    সিপিএমের পলিটিক্যাল এনালিস্ট, স্ট্র্যাটেজিস্ট যারাই আছে, তাঁরা, মায় হাইকম্যান্ড অবধি, আনন্দবাজার পড়ে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করে। আনন্দবাজার যে বন্ধু সেজে ওঁদের পিছন থেকে চুরি মেরে যাচ্ছে ক্রমাগত, তা ওঁদের কে বোঝায়!
  • পাপাঙ্গুল | ০৫ জুন ২০২৪ ২০:০৮525644
  • বামেরা বিহারেও বিধানসভার তুলনায় আশানুরূপ ভাল করতে পারেনি। কেরালায় তামিলনাড়ুতে রাজস্থানে বিহারে ১/২ ইত্যাদি। পবতে এই ফব , আর এস পি , সিপিআই এদের ইদানিং কি ভূমিকা কে জানে। সিট দখল করার সময় মুখ দেখানো আর দর কষাকষি ছাড়া। 
    বিকল্প পথ না দেখিয়ে বামেরা এখন মিডিয়া আর অন্য শাসকদের বানানো ন্যারেটিভে খেলছে। হারছে। 
  • পাপাঙ্গুল | ০৫ জুন ২০২৪ ১৯:৩১525643
  • সিপিএমে গ্রামের দিকে সমর্থন ভিত্তিটা একেবারেই গেছে। বহুদিন থেকেই। সেজন্য ছাত্র নেতার সংখ্যা বেশি , শ্রমিক কৃষক নেতা কম। শহরাঞ্চলের অপররাও তৃণমূলের ভোটারবেস। 
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ১৯:২৯525642
  • তসলিমার ব্যাপারটা নিয়ে অবশ্য আমি সামান্য দ্বিমত - তসলিমা অন্য দেশের নাগরিক। তাঁকে নিয়ে একটা রাজ্য সরকার এত চাপ নিতে যাবে কেন... অ্যাসাইলাম সিকিংও যদি হয়, সে কন্দ্রের ব্যাপার।
    হ্যাঁ, বই নিষিদ্ধ করার ব্যাপারটা অবশ্যই খারাপ। তবে সেখানে সামান্য অপারেশনাল অসুবিধে ছিল - বইতে বাংলাদেশের অবস্থা ছিল যা তখনো এপারের আধাঘুমন্ত ইসলামোফোবিয়াকে জাগিয়ে তোলার কাজে ব্যবহার করা হয়েছে প্রবল ভাবে, যার সুদূরপ্রসারী ফল ভালো হয়নি।
    বই ব্যান নীতিগতভাবে সমর্থন করার প্রশনি নেই, কিন্তু ব্যাপারটাকে কীভাবে হ্যণ্ডেল করা যেতে এটা প্রশ্ন।

    লজ্জা বইটির বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ প্রভাব কী আমি জানি না, তবে এটা নিশ্চিত যে অনেক প্রশ্ন ও ইন্ট্রোস্পেকশনের জন্ম দিয়েছে, অনেককে মুক্তচিন্তা করতে আগ্রহী করেছে।
    কিন্তু এপারে সংখ্যাগুরু রাজনীতি বইটিকে গুরুত্বপূর্ণ হাতিয়ার করেছে।

    আর ফ্যানাটিকদের কথা তো বলেই লাভ নেই - লজ্জা নিয়ে যারা দাঙ্গা করার চেষ্টা করেছিল, সরকার তাদের খুব ভালোভাবে দমন করতে পেরেছিল বটে, কিন্তু তারাও সংখ্যাগুরু রাজনীতির বক্তব্যে বড় ইন্ধন জুগিয়েছে।
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ১৯:২১525641
  • তামিল নাড়ুতে যেমন, স্ট্যলিন দুবার উদয়কে দিয়ে সনাতনের বিরুদ্ধে বলিয়ে নিলেন। নিজে কিছু বললেন না, কিন্তু এমন একজনকে দিয়ে বলালেন যাতে রাজ্যের মানুষের কাছে মেসেজ পৌঁছে গেল যে বিজেপির হিন্দুত্ব বিরোধী পার্টি হলো ডিএমকে। যে রাজ্যে যা দরকার আর কি। স্ট্যালিন, নীতিশ, মমতা, চন্দ্রবাবু, এনারা ধুরন্ধর রাজনীতিবিদ। মুশকিল হলো, সিপিএমএ বহুকাল এরকম কেউ নেই যিনি জনতার পালস বোঝেন, সেই অনুযায়ী স্ট্যাটেজি বানান। 
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ১৯:১৬525640
  • রিজওয়ানুর প্রসঙ্গ যখন এলোই, তখন তসলিমা প্রসঙ্গও বাদ দেবেন না, তখনও খুব হতাশ হয়েছিলাম। তবে সে সব তো বহু পুরনো কথা, স্প্লিট মিল্ক আন্ডার দ্য ব্রিজ। 
     
    কথা হলো, পবতে সিপিএম পাট্টিতে কি একজনও ভালো পলিটিকাল অ্যানালিস্ট নেই, স্ট্র‌্যাটেজিস্ট নেই, অর্গানাইজার নেই? যারা পুরো পব ঘুরে গ্রাসরুট লেভেলে কর্মীদের চাঙ্গা করবে, সাধারন লোকেদের সাথে কথা বলবে, এমন ইস্যু তুলে আনবে যাতে লোকে ভোট দেয়? 
     
    অন্যদিকে দিদি কিন্তু বারবার প্রমান করছেন যে তিনি করাপ্ট হোন আর যাই হোন, রাজনীতিটা সাংঘাতিক ভালো বোঝেন। এবারও যে ২৯ টা সিট জিতলেন, তার একটা বড়ো কারন তিনি কং বা ইন্ডিআ, কারুর সাথেই জোট করেন নি। এই যে লাগাতার বিজেপির বিরুদ্ধে লড়ে যাচ্ছেন, ওনার এই ইমেজটা ডাইলিউটেড হয়ে যেত যদি উনি ভোটের আগে ইন্ডিয়া জোটে যেতেন। সেটা বুঝেই উনি সমানে কংগ্রেস এর ওপর চাপ সৃষ্টি করে গেছেন, ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসেছেন। আর জনগনের পালস বোঝেন বলেই দিদি বিজেপির ধারকাছ দিয়েও যাননি, বা এখনও যাবেন না। ওনার মতো একজন যদি সিপিএমএ থাকতো তো তিন বছরের মধ্যে সিপিএম পবতে শক্তিশালী অপোজিশান হিসেবে উঠে আসতো। 
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ১৯:০৯525639
  • ইন্ডিয়া জোট সরকার গড়লে একটা বড় ঝুঁকি হতে পারে - টার্ম শেষ হওয়ার আগে সরকার পড়ে যাওয়া। ঘোড়া কেনাবেচায় বিজেপি দক্ষ।
    এর থেকে কি শক্তিশালী বিরোধী জোট হয়ে ক্রমাগত কাউন্টার করা, শক্তি অর্জন করা শ্রেয়? এইটা বড় ধন্দ।
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ১৮:৫৫525638
    • অরিত্র | ০৫ জুন ২০২৪ ১২:০৩
    • ...বিজেপি আটকাতে পুরো শক্তি দিয়ে দুর্নীতিগ্রস্থদের পেছনে না দাঁড়িয়ে যদি যাদের এই মুহর্তে দুর্নীতির ছাপ নেই (যেহেতু ক্ষমতায় নেই) তাদের দিকেও পশ্চিমবঙ্গ কিছুটা নির্ভর করতো ভালো হতো, এমনিতেও সেটা ভালোই হত। 
     
    অর্থাৎ বামফ্রন্ট, এমন ধরে নেওয়া যায়। বামফ্রন্টের আমলে লোকাল কমিটি ইত্যাদি স্তরে প্রচুর ছ্যাচড়ামি, তোলাবাজি, প্রোমোটার রাজ, রাস্তাঘাট জলাজমি বোজানো এইসব হয়েছে, কিন্তু তৃণমূলের মত বড় স্তরে দুর্নীতি হয়নি - এটা খুব দৃঢ় ভাবেই বিশ্বাস করি।
    নন্দীগ্রাম সিঙ্গুর বিরাট বড় বিচ্যুতি, রিজয়ানুর কেসে সিপিআইএমের অবস্থান অর্থ ও ধর্ম দু'দিকেই প্রান্তিক মানুষের সাম্য বিষয়ে সিপিআইএমকে যতখানি নীচে নামিয়েছে তা অবিশ্বাস্য। দু'জন প্রাপ্তবয়স্ক মানুষের বিয়েতে পুলিশ কেন নাক গলাচ্ছে - এই প্রশ্নের উত্তরে পুলিশ কর্তা বলছে পুলিশ না হলে কি মিউনিসিপালিটি নাক গলাবে, আর মেহনতি মানুষের সাম্যবাদী সরকার তাকে তৎক্ষনাত বরখাস্ত করছে না- এটা যোগির রাজ্যে বিশ্বাসযোগ্য হতে পারে, মুক্তচিন্তার উপবন পশ্চিমবঙ্গে হজম করা কষ্ট।
    কবীর সুমন যখন যাদবপুরে দাঁড়ালেন, সিপিআইএম সমর্থকদের (পার্টি অনুমোদিত নয় এমন ধরে নিলাম) হুইস্পার ক্যাম্পেন গতিপ্রকৃতি কুৎসিত ছিল, যার মধ্যে 'বিয়ের জন্য' ধর্ম পরিবর্তন একটা বড় জায়গা নিয়েছিল। নো ওয়ান্ডার যাদবপুরে সিপিআইএমের তারকা প্রাথীরা শোচনীয়ভাবে তৃতীয় হয়।

    তো, দুর্নীতি বিষয়ে না হলেও, সাম্যবাদ ইত্যাদি বিষয়ে সিপিআইএম বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
    এ তো গেল শহরের কথা। গ্রাম গঞ্জ প্রত্যন্ত অঞ্চলের কিছু চিত্র বিতনু চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতাপ্রসূত ধারাবাহিকে পাওয়া যেতে পারে।

    তার ওপর একটা বাম দল তিন দশকের ওপর ক্ষমতায় থাকলে তার বামত্ব কমে আসে। স্থিতাবস্থাবিরোধী আবেগ কাজ করবেই। ডিসি লিখেছেন অনেক দলই ক্ষমতা থেকে চলে যায়, আবার ফেরে। বামেদের এটা কেন হলো না তা আশ্চর্য। সত্যিই তাই।
    শিল্পনীতি বিষয়ে বামেদের অবস্থান ডানেদের থেকে কোথায় আলাদা - এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সিঙ্গুর নন্দীগ্রামের পর। এই লাইনে ভোট দিতে হলে তো ডানেদের দেওয়াই ভালো। সুভাষ চক্রবর্তীর মত বড় নেতা নিজের হিন্দু ব্রাহ্মণ পরিচয়কে সবার আগে ঘোষ্না করেও দলে থাকছেন, লোকাল কমিটির নেতা দশ আঙুলে আটটা আংটি পরে শনিপুজোর প্রেসিডেন্ট হচ্ছেন - লোকে বামফ্রন্টকে ভোটটা দেবে কেন, এই প্রশ্ন সঙ্গত।

    দুর্নীতি বড় ব্যাপার, কিন্তু নীতিগত ভিত্তি থাকলে নীতিগত অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।
    তৃণমূলের নীতি টীতির বালাই নেই, তাই তাদের অব্স্থান সুবিধেজনক!

    আর অনুদানগুলি নিয়ে ক্রমাগত বক্রোক্তি এইসব অনুদানের ভোক্তাদের প্রবল বিরক্তি উৎপাদন করেছে। এঁরা বামফ্রন্টের ভোটার ছিলেন বহুদিন।
     
    তার ওপর, ২০১১তে যখ্ন দরিদ্র খেটে খাওয়া বাম সমর্থকদের তৃণমূল ক্যালাচ্ছিল, তখন এলিট বাম সমর্থকরা দেখ কেমন লাগে মোডে দেওয়ালে বসে বাদামভাজা খাচ্ছিলেন। মাঠে নামা তো দূরের কথা, আইনী সহায়তা দিতেও কেউ আসেনি। আজ বিকাশবাবু চাকরি খেতে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ তখন নিলে মন্দ হতো না।
    তো, বাম নেতৃত্ব কাউকে রুখতে পারে - এই বিশ্বাসও আর নেই। 

    আর বিকাশবাবুর চাকরি খাওয়া- এতে বাম ভোটের কী উপকার হয়েছে বোঝা শক্ত, তবে বিজেপির এজেন্ডার পালে হাওয়া লেগেছে তা অনুমান করা সহজ। মজার ব্যাপার হল ভক্তচরন গাঙ্গুলি তখন বাম নেতাদের সঙ্গেও কথাবার্তা বলছিলেন, দূরদর্শী নেতৃত্ব, সন্দেহ নেই।

    এর থেকে মুক্তির উপায় কী, সেটা নেতাদের স্থির করতে হবে। কিন্তু সমর্থক হিসেবে, কেন ভোট পাওয়া যাচ্ছে না তা বোঝা খুব কঠিন তো না।
  • সিএস | 49.47.145.23 | ০৫ জুন ২০২৪ ১৭:১৪525637
  • উড়িষ্যা প্রমাণ করে ভারতের রাজনীতিতে ছেলে - মেয়ে - ভাইপোর প্রয়োজনীয়তা। দলটা হয়ত implode করবে।
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ১৫:৫১525636
  • আজ সেনসেক্স আবার দু হাজার পয়েন্ট উঠেছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে :-)
  • যোষিতা | ০৫ জুন ২০২৪ ১৫:৪৮525635
  • দ,
    ফেসবুকে রিকুইজিশন স্লিপ পোস্টিয়ে দিয়েছি অনুষ্টুপের মেসেজের নীচে।
  • কৌতুহলী | 115.187.40.126 | ০৫ জুন ২০২৪ ১৫:১০525634
  • @গুরু
    তামিলনাড়ুতে বিজেপির ভোট শেয়ার ১১% , কংগ্রেসের ১০%।সামান্য বেশি বিজেপির। আর বিজেপি সবকটা আসনে লড়ে ১১%ভোট পেয়েছে , আর কংগ্রেস জোটে থেকে ১০-১২ টা আসনে লড়ে ১০% পেয়েছে। তাই বিজেপিরটা বেশি মনে হলেও আসলে অনেকটাই কম
  • অরিত্র | 103.77.139.127 | ০৫ জুন ২০২৪ ১৪:৫৫525633
  • আমি ফেবুতে দেখলাম: 
    বিজেপি ৪০০ চেয়েছিল, জনতা ৪০% জিএসটি কেটে নিয়েছে জাস্ট।
  • | ০৫ জুন ২০২৪ ১৪:২৩525632
  • কে যেন বলল এই গরমে দেবাল ফুটো করে রোদ্দুর ঢোকানোয় রামলালা ক্ষেপে গ্যাছে।
  • Argha Bagchi | ০৫ জুন ২০২৪ ১৪:২১525631
  • দাদা, অযোধ্যায় এটা কী হল?
    কি আবার, হনুমানের চাঁটি।

    হনুজী উনিজীর ব্যারাম আরাম করে দিলেন।
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:5fdd:e3a0:fc96:470f | ০৫ জুন ২০২৪ ১৪:১৭525630
  • তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়েছে। একার জোরে চেষ্টা করলে হেরে যেত।
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:5fdd:e3a0:fc96:470f | ০৫ জুন ২০২৪ ১৪:১৪525629
  • বিত্তমন্ত্রী  নির্মলার স্বামী অর্থনীতিবিদ পরকলা প্রভাকর কট্টর উনিজী সমালোচক।  The Wire এ ওঁর বিশ্লেষণ শুনুন।
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ১৪:০২525628
  • না। 
  • Guru | 2409:4060:2116:6ec8:141e:d83d:4ee8:a7e9 | ০৫ জুন ২০২৪ ১৪:০১525627
  • @ডিসি                                                                           ECI সাইট বলছে, তামিল নাড়ুতে বিজেপি , কংগ্রেসের থেকেও অনেক বেশী ভোট শেয়ার  পেলেও এবারো খাতা খুলতে পারেনি l এটা কিভাবে হলো বলতে পারবেন ? 
  • অরিন | 2404:4404:1732:e000:3909:a274:370c:bbdc | ০৫ জুন ২০২৪ ১৪:০১525626
  • Wire এর এই লিস্ট টা পড়লে বোঝা যায় এবরের ইলেকশনে বিরোধী দলগুলো আর সাধারণ মানুষ একত্রে কি অসাধ্য সাধন করেছেন। আগের দিন কপিল কোমিরেড্ডির লেখাটার সূত্রে মনে পড়ল, "India will not yield without a fight" ।
     
  • lcm | ০৫ জুন ২০২৪ ১৩:৫৪525625
  • কোনো বারেই সব সিট একা লড়ে নি। কোনো পার্টিই পুরো ৫৪৩ টা সিটের সব কটাতেও প্রার্থী দেয় না (দিতে পারে না, সম্ভবও নয়)।
    বিজেপি ২০১৯ সালে ৪৩৬ সিটে প্রার্থী দিয়েছিল।
    বিজেপি ২০২৪ সালে ৪৪১ সিটে প্রার্থী দিয়েছে।
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:5fdd:e3a0:fc96:470f | ০৫ জুন ২০২৪ ১৩:৪৪525624
  • 1 তিনটে ভাল খবর:
       দেবগৌড়ার নাতি প্রোজ্বল রেবন্না হেরেছে। মহিলা পুলিশ গ্রেফতার করে জেলে নিয়ে গেছে।
     
    মোটাভাইয়ের রাজ্যমন্ত্রী টেনী মহারাজ লখিমপুর খেরী থেকে হেরেছে। এর ছেলে আন্দোলনরত কৃষকদের উপর জীপ চড়িয়ে পাঁচজনকে মেরেছিল।
     
    তিরুঅনন্ত পুরমে কেন্দ্রের মন্ত্রী রাজীব চন্দ্রশেখর,  রিপাবলিক টিভির মালিক, হেরেছে।
     
    2 নীতীশ গেছেন দিল্লি, চাইবেন প্রধানমন্ত্রীর পদ। ওর দল এখন থেকেই প্রচারে নেমেছে। এটি হলে খুব ভাল হয়। প্রেরিত পুরুষ অন্য কাজ করবেন।
     
    একই প্লেনে তেজস্বী যাদব সওয়ার। হাইলি সাসপিশাস! খেলা হবে?
  • Guru | 2409:4060:2116:6ec8:141e:d83d:4ee8:a7e9 | ০৫ জুন ২০২৪ ১৩:৪১525623
  • @lcm                                                                             BJP সব সিট এবারে একা লড়েনি l এবারে বোধয় ৪৪১ টাতে লড়েছিলো l কাইন্ডলি আপনার হিসেবটা একটু ভেরিফাই করে বলুন l
  • আ ​​​​​​​খোঁ | 2402:3a80:430c:4f55:478:5634:1232:5476 | ০৫ জুন ২০২৪ ১৩:২৫525622
  • @যোষিতা 
    এখানে ফোন ​​​​​​​করে ​​​​​​​দেখুন। 
    033 2227 7882
    এসোসিয়েশন ​​​​​​​অফ ​​​​​​​ভলান্টারি ​​​​​​​ব্লাড ​​​​​​​ডোনার্স 
  • lcm | ০৫ জুন ২০২৪ ১৩:১৭525621
  • বিজেপি
    ২০১৪ - ৩১% ভোট, ৫২% সিট (২৮২/৫৪৩)
    ২০১৯ - ৩৭% ভোট, ৫৬% সিট (৩০৩/৫৪৩)
    ২০২৪ - ৩৬% ভোট, ৪৪% সিট (২৪০/৫৪৩)

    বিজেপির যে গেমপ্ল্যান, ৩০% ভোট পেলেই হবে, তাই দিয়েই ৫০% সিট জেতা যায়, শুধু যদি বিরোধী ভোট ঠিক ক্যালকুলেট করে ভেঙে দেওয়া যায়। সেই বিভাজন নীতি এবার তত ভাল কাজ করল  না - % ভোট আর % সিট কাছাকাছি চলে আসছে। 
  • অরিত্র | 2402:3a80:198d:f0ea:778:5634:1232:5476 | ০৫ জুন ২০২৪ ১৩:০৯525620
  • সরি "গৃহ"টা হিন্দি, স্বরাষ্ট্র হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত