এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 49.47.145.23 | ০৬ জুন ২০২৪ ০০:০৩525679
  • দেখুন, এ লাইনে কথা বলে বিশেষ লাভ নেই যে সিপিএমের বা বামপন্থী পার্টির ভারতীয় রাজনীতিতে কিছু করার নেই কারণ তাদের সাথে মিডিয়া নেই, কর্পোরেট নেই, কেউই নেই। তাদের কথা পাত্তা পায় না বা ভোট করতে গেলে অনেক টাকা লাগে ইত্যাদি। এ অনেকটা অজুজাতের মত শোনায়। এর বেশী একস্টেনশন হল ভারত রাষ্ট্রের শ্রেণীচরিত্র ইত্যাদি।

    লক্ষ্মীর ভাণ্ডারকে অমিত শাহও সমর্থন করেছিল, টাকাও বাড়াবে বলেছিল, সেলিম তার আগে না পরে বা কবে বলেছিল জানি না। এখন দেখুন, দুই বিরোধীপক্ষই যদি একটা স্কীমকে সমর্থন করে তাহলে সেই স্কীম এফেক্টিভ, তাহলে তো তার সুফল টিএমসি পাবে।
  • অরিত্র | 103.77.139.127 | ০৫ জুন ২০২৪ ২৩:৫৯525678
  • "আর কোন জ্ঞানগম্যিওয়ালা লোকও নেই। সেটা কেন ? কেন আর কেউ ক্রিটিসিজমটা করতে পারে না ? দলে আর কেউ নেই, আর নেই বলে যারা বামেদের সমর্থন করবে বলে বসে আছে তাদেরও খিস্তি করে রাগ দেখানো ছাড়া উপায় নেই।" — yes একমত। জানি না, সিপিএম সচেতন ভাবেই বুদ্ধিমান লোকেদের দূরে সরিয়েছে বলে মনে হয়। কেন ওরাই বলতে পারবে। অনেক আগে দেশ—এ এই নিয়ে "মধ্যমেধার যজ্ঞ" বলে  একটা ভালো লেখা বেরিয়েছিল। অবশ্য আমিও মধ্যমেধা, কিন্তু আমি বুঝি আমরা উন্নত মেধাদের ওপর নির্ভরশীল।
     
    মা মাটি মানুষ কী সিপিএম এর মতো আমিও বুঝিনি, জানি না অন্যরা কীভাবে বোঝেন, একটা লেখা ঝোকা থাকলেই তো বোঝা যেত, কোনো বিভ্রান্তি ছাড়া। 
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২৩:৫৭525677
  • না, ভেবে আর কী হবা, সে তো ঠিকইঃ)
  • hehe | 146.70.99.106 | ০৫ জুন ২০২৪ ২৩:৫৬525676
  • হুতোদা, সিপিএমের জন্যি এত ভেবে কি হবা? জয় গোঁসাইয়ের নেক্সট কোবতে কবে বেরোচ্ছে বলুন। সেই অনুযায়ী তিনোরা নেক্সট সন্ত্রাসের ডেট ফেলবে।
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২৩:৫৫525675
    • dc | ০৫ জুন ২০২৪ ২২:৩৯
    • ...সব রাজ্যেই তো কৃষিজমি দখল করেই দিব্যি উন্নয়ন হচ্ছে, আর সেসব দল ভোটও পাচ্ছে, তাহলে পবতে কেন অন্যরকম? 
     
    আর, অন্য কোন রাজ্যে তো বামপন্থী দল নেইও। 
    পব, কেরল, ত্রিপুরা।
    অন্যদের মতই ভাবলে তো অন্য রাজ্যের অন্য দলগুলির মত দলই ভোট পাবে, বামকে কেন লোকে ভোট দেবে? 
    অন্য অনেক দল যেসব দলের নেতারা কোটি কোটিপতি, কমিশন ঘুষ খোলাখুলি ইত্যাদি, যাদের ব্র‌্যান্ডিঙে সততা সিম্পল লিভিং ইত্যাদির দরকার হয় না।
    স্বধর্মচ্যুতি হলে লোকে আর বিশ্বাস করে না, এই আরকি।
     
    তো, সেটাই বলছি, বাম দল যদি ডান দলের মত আচরন করে, লোকে তো প্রকৃত ডানকেই ভোট দেবে।
    আর শিল্পবান্ধব বামফ্রন্টের ইমেজ কখনৈ বিশ্বাসযোগ্য হয়নি। কেন হয়নি আমি জানি না, আমার ধারনা দেশভাগ ও তার পরের ভয়াবহভাবে পরিবর্তনশীল ডেমোগ্রাফিক ও জনঘনত্বের জায়গায় আর পাঁচটা রাজ্যের মত টিপিক্যাল বড় শিল্পবান্ধব হওয়া পবর পক্ষে সম্ভবই না। 
    তার ওপর ঘাড়ের ওপর আন্তর্জাতিক সীমান্ত (যে কারনে আইটির কেন্দ্র হওয়াও হলো না)।
  • অরিত্র | 103.77.139.127 | ০৫ জুন ২০২৪ ২৩:৫৩525674
  • লক্ষীর ভাণ্ডার প্রকল্প আমি মহম্মদ সেলিমকেই সমর্থন করতে শুনেছি, বরং বিরোধিতা করে বলেছিল যে ওরা ছয় হাজার টাকা করে দিতে চায় এবং আরো বেশি মানুষকে দিতে চায় — এরকম কিছু। আজ সৃজনও টিভি নাইনে একই কথা বলে বলল, ওরা চুরি করবে না বলে নাকি আরও বেশি হয়তো দু হাজার করে দিতে পারবে। ভিক্ষে টিক্ষে সমর্থক বা সাধারণ কর্মীদের কথা হবে যারা খবরের কাগজে এইগুলোকে আগে ফ্রিবিস বলে গালাগাল দিতে শুনেছে এবং সেটাই বাংলা করে পুনরাবৃত্তি করেছে আগাপাশতলা না ভেবে।
     
    এখন এটাই মিডিয়া সঙ্গে না থাকার ফল। এইটা যদি তৃণমূলের ক্ষেত্রে হত তাহলে পরের দিনেই কাগজে ও টিভিতে চল্লিশ বার বড় বড় করে দেখিয়ে দিত ""লক্ষ্মীর ভান্ডার ভিক্ষে নয় অধিকার, আমরা বন্ধ করব না" বললেন মমতা" এবং তাতে পার্টির অফিসিয়াল অবস্থান সবার জানা হয় যেত। সিপিএমের ক্ষেত্রে যেটা হয় না এবং প্রচুর ভুল ধারণা ছড়ানোর সুযোগ থাকে। এটাই ভারতের রাজনীতির বাস্তবতা।
  • hehe | 146.70.99.106 | ০৫ জুন ২০২৪ ২৩:৪৯525673
  • সিএসবাউ সাইত্য বোজেন, আবার রিয়েল পলিটিকটাও বোজেন। গুরুর ঠেকে বসে হাত গুনে নিজ্যস বাতলে দেন সিপিএমের দোষত্রুটি। এত বড় মাতার লোক ত সিপিএমে ধরবে না জানি তা মুলোরাও কি খপর পায়না? ইদিকে চটি চেটে চেটে জিভ ক্ষয়ে গেল রে ভাই!
  • সিএস | 49.47.145.23 | ০৫ জুন ২০২৪ ২৩:৩৪525672
  • জয় ভীম স্লোগানটা দিল্লীতে ইউনিতে দেওয়া যায়, সে দিয়ে পপুলার হওয়া যায় কিন্তু অবিকল সেই স্লোগান পঃবঃ - এ দেওয়া যায় না, আর অন্য স্লোগানও তৈরী করা যায় না যা মমতার স্লোগানকে ছাড়িয়ে যাবে। ফলে, বামেদের, দুই দিকই গেছে, ৯০ পরবর্তী সময়ে শ্রেণীভিত্তিক রাজনীতি তার তত্ত্ব ও প্র‌্যাকটিস সবেতেই মার খেয়েছে আর আব- অল্টার্ণ রাজনীতির সাথে এখানে যুক্ত হতে পারেনি।
     
     
  • সিএস | 49.47.145.23 | ০৫ জুন ২০২৪ ২৩:২৭525671
  • না না, অসীম দাশগুপ্তকে এনে লাভ নেই, কিসু হবে না, কিন্তু ব্যাপার হল আর কোন জ্ঞানগম্যিওয়ালা লোকও নেই। সেটা কেন ? কেন আর কেউ ক্রিটিসিজমটা করতে পারে না ? দলে আর কেউ নেই, আর নেই বলে যারা বামেদের সমর্থন করবে বলে বসে আছে তাদেরও খিস্তি করে রাগ দেখানো ছাড়া উপায় নেই।

    আর একটা ব্যাপার হল, মমতার মা- মাটি - মানুষের স্লোগান, অনেক খিল্লি হয়েছে সে নিয়ে। আমার ধারণা হল, ঐ স্লোগান ছিল সাব- অল্টার্ণ রাজনীতির বঙ্গীয় ভার্শন। সেসব ২০১০ - ২০১১ নাগাদ, ক'বছরের মধ্যে ভাজপা ওবেসে- দলিতদের কনসলিডেট করে ক্ষমতায় আসবে, থাকবে, এবারে যাতে ফাট ধরল। তো বঙ্গ রাজনীতি যে বদলে গেল, অনেক বেশী সংখ্যক লোকের aspiration যুক্ত হল যার মাধ্যম হল ঐ স্লোগান, সিপিএম ও তার সমর্থকরা এখনো ধরতে পারেনি। তাদের কাছে রাজনীতিটা এখনো এলিটনিয়ন্ত্রিত রাজনীতি, টিএমসি এবং ভাজপা বা অন্য দল এটা ধরেছে, অনেকদিনই, জে এন ইউতে পড়তে যাওয়া ছেলেমেয়েরা, বাংলার, তারাও ঐ রাজনীতি দেখে ও যুক্ত হয় কিন্তু বাংলায় ফিরে এসে কোন রাজনীতি তৈরী করতে পারে না। মমতা সেই স্পেস নিয়ে নিয়েছে একটা কারণ বটেই।
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২৩:১৭525670
    • অরিত্র | ০৫ জুন ২০২৪ ২২:০৯
    • ...বামপন্থী মনোভাবাপন্ন তাই অনেক উঁচু এবং বামপন্থী মানদণ্ডে তাদের বিচার করেন এবং সেইদিক থেকে নিজেদের বামপন্থী বলে দাবি করা দলের প্রতি কোনো রাগ অভিমান বা বীতশ্রদ্ধ ভাব।.. 
      ...সিপিএমকে নেহাতই ভারতের সংসদীয় গণতন্ত্রের কাঠামোর মধ্যে একটা দল বলেই মনে করি এবং অন্য সব দলের মতোই তাদের একই মানদণ্ডে বিচার করি। 
    আমিও তাই, বেশি সমর্থক হয়ে গেলে সেটা ভক্ত বা চাড্ডিপনার দিকে চলে যাওয়ার সম্ভাবনা।

    সব মিলিয়ে আরকি। সৈকতদার লেখাটা পড়লাম, কাগজে দেখলাম বামফ্রন্টের ২০+ প্রার্থীর জামিন বাজেয়াপ্ত হয়েছে। এরকম অবস্থায় মৃদু সমর্থকরা ইন্ট্রোস্পেকশনের কথা ভাবে, কড়া সমর্থকরা গালমন্দ করে, এই তো।
    হয়তো ইনার সার্কেলে ইন্ট্রোস্পেক্শন হয়, সেসব গুপ্ত সমিতির মত ব্যাপার, কিছুকাল পর বীরের বেশে সব ফিরবেন। হতেই পারে, হলে খুশিই হবো।
     
    • ...সবাই জানে সরকারের অপ-ভূমিকায় ধর্ম ফ্যাক্টর ছিল না। 
     
    সবাই জানে- এইটা তর্কযোগ্য, তবে গৌণ। ধর্ম অ্যাঙ্গেল সরিয়ে রেখে শুধু নিম্নবিত্ত পরিবারের ছেলে আর উচ্চবিত্ত পরিবারের মেয়ের প্রেমে সরকার পুলিশ প্রশাসন নাক গলাচ্ছে - এমন ইস্যু কোন বিরোধী ছাড়বে?
    বিরোধী দূরে থাক, সমর্থকরাও ছাড়বে না, নেহাত লাভ্জেহাদতত্ত্বধারী চাড্ডি না হলে!
    এমনিতেও যেকোন পাবলিক অ্যাক্টিভিটিই পার্সেপশনের খেলা, রিয়ালিটি যাই হোক। এইসবের পর আবার এই পুলিশকর্তাকে ক্রিকেট সংস্থার পদের জন্য মুখ্যমন্ত্রীর সমর্থন... পুরোটাই অলীক কুনাট্য হয়েছিল।
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ২৩:১৬525669
  • "এখানে বাম রাজনীতির একটা পরিচয় সংকট হয়ে যায় না? যে রাজনীতির উত্থানের সঙ্গে ভূমি সংস্কার, শ্রমিক আন্দোলন ইত্যাদি জড়িয়ে, তাদের দায়টা একটু অন্যরকম।"
     
    হতে পারে। তবে সেসব ঐতিহাসিক ব্যাপার কি কেউ মনে রেখেছে? জানিনা। 
     
    কেরলের কথা বললাম ঐ আদানির পোর্টের বিরুদ্ধে আন্দোলনের পর। 
     
    এবার ঘুমাতে যাই বাবা :-) 
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২৩:০৮525668
    • dc | ০৫ জুন ২০২৪ ২২:৩৯
    • ...এই বার্ডেন কেন শুধুমাত্র পবর লেফট কেই নিয়ে হয় (এমনকি কেরলের লেফটকেও না), যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের বিরোধিতা করবো, ইনফোসিস টাটার বিরোধিতা করবো, লোককে বোঝাবো যে ওসব দক্ষিনপন্থী ব্যাপার, আমরা সাপোর্ট করিনা। সব রাজ্যেই তো কৃষিজমি দখল করেই দিব্যি উন্নয়ন হচ্ছে, আর সেসব দল ভোটও পাচ্ছে, তাহলে পবতে কেন অন্যরকম? 
     
    এখানে বাম রাজনীতির একটা পরিচয় সংকট হয়ে যায় না? যে রাজনীতির উত্থানের সঙ্গে ভূমি সংস্কার, শ্রমিক আন্দোলন ইত্যাদি জড়িয়ে, তাদের দায়টা একটু অন্যরকম।
    তার ওপর পবর জনঘনত্ব কৃষিনির্ভরতা - এইসব একটু অন্যরকম।
    উচ্ছেদ করে শিল্পায়ন - কেরালায় দরকার হয়েছে কি? জানি না।

    তবে সে যাই হোক, আমি তো দূর থেকে না দেখে বলছি; লোকজন যে মেনে নেয়নি, সেটা বাস্তব। এবার তা কেন কী ব্যাপার - সেসব নিয়ে নিশ্চয় নেতৃত্ব ভেবেছে। ভাবাটা এখনও কার্যকরী হয়নি, তাও দেখাই যাচ্ছে!
  • অরিত্র | 103.77.139.127 | ০৫ জুন ২০২৪ ২৩:০৭525667
  • সিপিএম তো কান্তি গাঙ্গুলিদের সামনেও আনে না। অসীম দাশগুপ্তকে দিয়ে আর্থিক নীতি ও অবস্থার সমালোচনা করানো যেত। এগুলো কেন করে নি, ওরাই জানে। ওরা ভীষণ মমতা রোগে আক্রান্ত, কোনো বিষয়ে দুটো কথা বলতে বললেই দ্বিতীয় লাইনে মমতা চলে আসে। কিন্তু সিপিএম এলে কি করবে, কেমন হবে চালচিত্র রাজ্যের বা দেশের তার কোনো ছবিই আঁকতে পারে নি লোকজনের মনে। আরেকটা ব্যাপার সিপিএম কে দেখে মনে হয়েছে ওরা বোঝাতে ব্যস্ত তৃণমূল কেন খারাপ, আর মনে করে মানুষ বুঝতে পারলেই ওদের ভোট দেবে। অথচ সবাই জানে দেখতে পাচ্ছে তৃণমূল কেন খারাপ, তারা চায় সিপিএম বা কেউ সেটাকে আটকাক বা আটকাতে পারার ক্ষমতা দেখাক, তৃণমূল অত্যাচার করলে আশ্রয় দিক। সেটা করে দেখাতে সিপিএম পারে নি।
     
    তবে সত্যি বলতে মিডিয়া ও টাকা (অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট সাপোর্ট) ছাড়া কিছু নাগরিক বা শ্রমিক আন্দোলন করা যায়, কিন্তু আজকের ভারতে ভোট জেতা বোধহয় যায় না। 
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ২৩:০০525666
  • "প্রতিটা রাজ্য কেন্দ্র, কং এর ম্যানিফেস্টোও ওয়েলফেয়ার স্কীমের ওপরের চলছে, কম - বেশী, মমতাও সেই পথে। এর লিমিটেশন কী সেটা নিয়ে বলতে পারে, কিন্তু গালি দেওয়ার কী অর্থ ভগাই জানে"
     
    একমত। আর বামপন্থীরা যদি সরকারি সাবসিডিকে গালাগালি দেয় তাহলে যে কি অত্যাশ্চর্য বকচ্ছপ ব্যপার তৈরি হয় কি বলবো, যেখানে আমাদের দেশে বামপন্থার থিওরেটিকাল বেস হলো সাবসিডি।  
  • অরিত্র | 103.77.139.127 | ০৫ জুন ২০২৪ ২২:৫৭525665
  • ডিসি ২২:৩৯ yes
     
    সবই ইন কনটেক্সট দেখা দরকার, বাস্তবতার নিরিখে। নাহলে মুশকিল। তাও তো বুদ্ধ সিঙ্গুরের নিজেদের ভুল স্বীকার করেছিলেন, আর কে কবে ভুল বা দোষ স্বীকার করেছেন জানি না।
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ২২:৫৭525664
  • আমার যেটা মনে হয়, ইন্ডাস্ট্রিয়াল পলিসির ডানপন্থা, বামপন্থা ইত্যাদি সূক্ষ্ম ব্যাপার নিয়ে সেভাবে কেউ মাথা ঘামায় না। পবতে সিপিএম শূণ্য আসন পাচ্ছে, কারন তারা ক্রেডিবল, ভায়েবল ক্যান্ডিডেট হিসেবে নিজেদের তুলে ধরতে পারছে না। এটার জন্য কি করা উচিত, সেটা পবর সিপিএম এর নেতা কর্মীরা ভেবে দেখতে পারেন। 
     
    রাহুল গান্ধী এতো বছর ধরে নিজের ক্রেডিবিলিটি প্রোজেক্ট করতে পারে নি। কিন্তু এই যে লাস্ট কয়েক বছর ধরে গ্রাসরুটে জনসংযোগ তৈরি করলো, দুটো ভারত জোড়ো যাত্রায় হাঁটলো, এখন তার সুফল পেতে শুরু করেছে। পলিটিকাল ক্রেডিবিলিটি খুব জরুরি ব্যাপার, আর পবতে মমতার পলিটিকাল ক্রেডিবিলিটি এখনও অটুট। 
     
     
  • অরিত্র | 103.77.139.127 | ০৫ জুন ২০২৪ ২২:৪৭525663
  • বাকি সবাই যা লিখেছেন তার সঙ্গে মতের অমিল কিছু নেই, ডিসির একুশটা এগারোর বক্তব্য আমারও বক্তব্য। একানববইয়ের পরে ভারতের একটি অঙ্গরাজ্য কী বামপন্থী পথ নিতে পারতো? এমনকি বেশি শ্রমিক স্বার্থ দেখতে গেলেই তো চাকরি অন্য রাজ্য মুখী হবে। 
     
    তবে যেহেতু পশ্চিমবঙ্গ কৃষি নির্ভর, তাই এখানে শিক্ষিতরাও যেন কৃষি ক্ষেত্রের অনুসারী কাজ করেন, ছোট বড় উদ্যোগ নেন সেটা দেখতে ও উৎসাহ দিতে পারতো।   
  • সিএস | 2401:4900:3a72:9146:eded:474d:aa5b:60fa | ০৫ জুন ২০২৪ ২২:৪৭525662
  • বুদ্ধবাবুর AI মডেল বানিয়ে যারা ভাবে, দেখ কী করলাম, তাদের কিসু হওঅয়ার নেই। কী করতে হইবেটা ধরতে পারেনি, বা বর্তমানের রাজনীতি ও অর্থনীতি। প্রতিটা রাজ্য কেন্দ্র, কং এর ম্যানিফেস্টোও ওয়েলফেয়ার স্কীমের ওপরের চলছে, কম - বেশী, মমতাও সেই পথে। এর লিমিটেশন কী সেটা নিয়ে বলতে পারে, কিন্তু গালি দেওয়ার কী অর্থ ভগাই জানে। এককালের সেই পবিত্র বিকল্প আর চোখে মন্ণি, সেও তো গেছে, তাহলে বিকল্পটা কী তৈরী করুক, ভোটারদের গালি দিয়ে নিজেদের হেরে যাওয়ার রগ বার করে কী হবে ?
     
     
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ২২:৩৯525661
  • "কিন্তু দক্ষিনপন্থীদের সঙ্গে তাদের গতিপ্রকৃতির কী তফাত থাকবে সেট না জানলে ওদের ভোট কেন দেবে লোকে, কৃষিজমি উচ্ছেদ ইত্যাদি নিয়ে কৃষকদের সঙ্গে বামপন্থী নেতৃত্ব দ্বিমত কী করে হলো, সেইসব"
     
    এখানেও সামান্য দ্বিমত আছে, বা বলা ভালো নানা রাজ্যে বাস্তবে যা হচ্ছে সেটা অন্যরকম দেখি। বেশীর ভাগ রাজ্যে কৃষিজমি দখল করেই ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, বা হাইওয়ে, পোর্ট, বিমানবন্ধর হচ্ছে। তামিল নাড়ু, কর্ণাটক, অন্ধ্র, মহারাষ্ট্র, ইউপি, এনসিআর প্রভৃতি সর্বত্র। একেক রাজ্যে একেক পার্টি ক্ষমতায়, কিন্তু তারা কেউই এরকম বলে না, যে আমরা কৃষিজমি দখল করে কারখানা করার বিরুদ্ধে। বরং গ্রাউন্ড রিয়েলিটি হলো যে সব দলই ঐ পলিসি সাপোর্ট করছে। আর সে নিয়ে সাধারন লোকেরও যে খুব রাগ আছে তা মনে হয়না, কারন তারা ঘুরিয়ে ফিরিয়ে ঐ সব দলগুলোকেই ভোট দিচ্ছে। এই যেমন সৈকতবাবু লিখলেন, "ইনফোসিস চলে যাওয়ায় বাঙালির শিরদাঁড়া ভেঙে গেছে, আর টাটা চলে যাওয়ায় মুন্ডুটাই উপড়ে গেছে" -  এরকম মনোভাব কিন্তু প্রায় সব রাজ্যেই। সর্বত্রই লোকে চায় আমার রাজ্যে ইনফোসিস আসুক বা টাটা আসুক, আমার রাজ্যে বড়ো ইন্ডস্ট্রি হোক, ইকোনমিক গ্রোথ হোক। এই যে চন্দ্রবাবু নাইডু লোকসভা ভোটে জিতলেন, উনি কিন্তু অমরাবতী নগর স্থাপন করেছিলেন, হাজার হাজার একর কৃষিজমি দখল করে নিয়েছিলেন। তার জন্য ওনাকে কোথাও ক্ষমাও চাইতে হয়নি আর সেখানকার লোকেরাও ওনাকে ফেলে দেয়নি। 
     
    এখানেই আমার মনে প্রশ্ন আসে, যে এই বার্ডেন কেন শুধুমাত্র পবর লেফট কেই নিয়ে হয় (এমনকি কেরলের লেফটকেও না), যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের বিরোধিতা করবো, ইনফোসিস টাটার বিরোধিতা করবো, লোককে বোঝাবো যে ওসব দক্ষিনপন্থী ব্যাপার, আমরা সাপোর্ট করিনা। সব রাজ্যেই তো কৃষিজমি দখল করেই দিব্যি উন্নয়ন হচ্ছে, আর সেসব দল ভোটও পাচ্ছে, তাহলে পবতে কেন অন্যরকম? 
  • সিএস | 2401:4900:3a72:9146:eded:474d:aa5b:60fa | ০৫ জুন ২০২৪ ২২:৩৮525660
  • মমতা প্রথমে সিপিএমের কাছা খুলেছিল, তারপর এল অনলাইন দুনিয়া আর ট্রোলিং, কিস্যু হওয়ার নেই আর সিপিএমের। জনগণের কী করা উচিত ছিল বা তাদের নিন্দের আগে নিজেরা বলেছে যে আমরা ভেবে দেখব ? এককালে অন্তত মুখে এটা বলত, এখন সেসবও বলেনা, যুক্তি হল মমতা + সেটিং। কিছু নস্টালজিক সমর্থক আর বঙ্গীয় শিক্সিত মধ্যবিত্ত প্রতি ভোটের আগে ভাববে এবার দীপ্সিতারা বাঁচাবে, হাওয়া ঘুরবে। অযোধ্যায় হেরে ভাজপা অনলাইন গলাবাজি করছে হিন্দুরা বদ, রামমন্দিরের পরেও তারা ভোট দেয় না কেন ? পড়েটড়ে মনে হল অনলাইন সিপিএমও ঐ লাইনের, বক্কাবাজি।

    হয়ত এক্স্ট্রীম একটাই উপায় আছে, ৫০ এর ওপরের যাবতীয় নেতাদের দল থেকে পার্জ করে দেওয়া, নবপ্রজন্ম হয়ত নিজেদের বুদ্ধিমত চলবে পারবে।
     
     
  • পাপাঙ্গুল | ০৫ জুন ২০২৪ ২২:১৮525659
  • "গ্রাহাম স্টেইনসের রক্তে রাঙানো ২৩শে জানুয়ারি, আমি কি ভুলিতে পারি? ইত্যাদি সেন্টিমেন্ট ..."
     
    এছাড়াও বেদান্ত , আদানি ই প্ৰ বসে আছে খাওয়া দাওয়ার জন্য। 
  • পাপাঙ্গুল | ০৫ জুন ২০২৪ ২২:১০525658
  • র২হ , ছাত্রের ভোট ৩-৫ বছরের ব্যাপার। কেউ তো আর সারাজীবন কলেজে পড়ে না , তাই ওই ভোট রাজনীতি আর পরিবার নিয়ে সন্তানকে দুধে ভাতে রাখার রাজনীতি আলাদা। ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ ইত্যাদি শাসানি। ছাত্র রাজনীতির স্টেক অনেক কম। যদিও ইউনিয়নের ফান্ড ইত্যাদি টাকাপয়সা ম্যানেজ করতে হয়। সে ইমন চক্রবর্তী , রুদ্রনীল বা আরো অনেকে একদা এস এফ আইয়ের সেক্রেটারি ইত্যাদি। 

    এছাড়াও ছাত্ররা কলেজে যায়ই ভবিষ্যতে চাকরি বা স্বোপার্জিত কিছু করতে। তাদের মাথায় চট করে শ্রমিক কৃষকের চিন্তা আসার কথা নয়। নিজেরা সেরকম পরিবার থেকে এলে আলাদা কথা। সেজন্যই তরুণ নেতাদের মধ্যে একটা ভারসাম্য রাখা দরকার। 
  • অরিত্র | ০৫ জুন ২০২৪ ২২:০৯525657
  • বাপরে! বাম-কংগ্রেস (পড়েছেন সিপিএম) কটা সিট পেলে ভালো হত এই ছোট লাইনটায় আপনারা অনেক প্রতিক্রিয়া দিয়েছেন। অর্থাৎ লাইনটা ছোট হলেও কিছু সংবেদনশীল তার টানাটানি করেছে।  

    র২হ (০৫ জুন ২০২৪ ১৮:৫৫):
    অত বড় লিস্ট দরকার ছিল না, "চৌত্রিশ বছর" মানুষ ভোলেনি এই তো। আমিও সিপিএম ভোটার আপনারই মতো হয়তো, পার্থক্য বোধহয় আমি সিপিএমকে নেহাতই ভারতের সংসদীয় গণতন্ত্রের কাঠামোর মধ্যে একটা দল বলেই মনে করি এবং অন্য সব দলের মতোই তাদের একই মানদণ্ডে বিচার করি। আপনি হয়তো বামপন্থী মনোভাবাপন্ন তাই অনেক উঁচু এবং বামপন্থী মানদণ্ডে তাদের বিচার করেন এবং সেইদিক থেকে নিজেদের বামপন্থী বলে দাবি করা দলের প্রতি কোনো রাগ অভিমান বা বীতশ্রদ্ধ ভাব থাকতে পারে। আমার বামপন্থী আবেগ নেই (লেফটিস্ট নই, তাহলে কী রাইটিস্ট? বোধহয় 'কনফিউসড' বললেই যথার্থ হয়) বলে অসুবিধেটা হয় না হয়তো। তৃণমূলের সুবিধে হলো তারা প্রায় ঘোষিতভাবেই নীতিহীন দল তাই সহজেই পাশ করে যায়, ওই নাম রোল নাম্বার ঠিকঠাক লিখলেই হলো।

    যাই আমার ওই বক্তব্য একেবারেই এই জায়গা থেকে যে তৃণমূলের অবস্থা খুব স্বস্তিদায়ক নয় (ইমেজ খারাপ, টাটকা দুর্নীতি ভর্তি আর মিডিয়া ও টাকা নির্ভর যেটা বিজেপি কন্ট্রোল করছে) ফলে আমার মতে খুব সহজেই পেড়ে ফেলা যায়। বিজেপি সরকারে থাকলে এই ভয় ও অস্বস্তি নিয়েই কাটাতে হবে, তার জায়গায় বাম-কংগ্রেস শক্তি বৃদ্ধি হলে বিজেপির মোকাবিলার জন্যে ভাঁড়ারে আরেকটি বিকল্প থাকতো। মানুষ কেন তেমন করলো না বা কেন করা উচিত নয় সেই নিয়ে আমার খুব একটা মন্তব্য ছিল না, আমার মতে করলে ভালো হত, সেফ হত।

    দুটো জিনিস নিয়ে ছোট বক্তব্য রাখছি, 
    ১) বিকাশবাবুর চাকরি খাওয়া – এটা তৃণমূলের রাজনৈতিক প্রচার, আমি এমন মনে করি না। তখন তর্ক করিনি বিজেপি বিরোধী কারোর বিরুদ্ধে কিছু বলার ইচ্ছে ছিল না, আর এখন আলোচনা করার উৎসাহ নেই।

    ২) রিজওয়ানুর – এখানে ব্যাপারটা রিজওয়ানুর নয়, উল্টোদিকের পরিবারটা ফ্যাক্টর হয়েছিল (লাক্স গেঞ্জির ওই টোডি না কার মেয়ে)। যে যেকোনো (বা কিছু বিশেষ) ক্ষমতাশালী পরিবার বা ব্যক্তিকে পার করিয়ে দেওয়া, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্য। আমি উদাহরণ জানি যেখানে "একজনের" (কার বুঝে নিন) ভাই (কোন ভাইটা মনে নেই) নেহাতই পাড়ায় (ভবানীপুর, মুক্তদলের কাছে) গুণ্ডামি করতে করতে নিজেদের মধ্যে লড়াইতে একটা বাচ্চা স্কুল ছাত্রীকে মেরে ফেলেছিলো (একটা গুলি ছিটকে ওর গায়ে লেগে গেছিলো)। ঘোর বামফ্রন্ট সময়, কিন্তু কিচ্ছু হয়নি কারুর, কাগজে ঘটনা বেরোলেও নাম বেরোয় নি, রাজনৈতিক কোনো ফায়দা তোলা হয়নি।

    কিন্তু একটা কথা বলবো, ওই "রিজওয়ানুর" ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতির সূত্রপাত, মমতা ওর ধর্মীয় পরিচিতিকে ঘটনার সঙ্গে  যুক্ত করেছিলেন, যদিও সবাই জানে সরকারের অপ-ভূমিকায় ধর্ম ফ্যাক্টর ছিল না। এই যেকোনো ঘটনায় ধর্মকে টেনে আনা আরএসএস এর পরিচিত চলন, মমতাও সেই একই কাজ করেছিলেন। সিপিএম এর থেকে মুসলমান ভোট সরে যাওয়ার এটা অন্যতম কারণ ছিল তখন।
  • আ খোঁ | 2402:3a80:430c:4c0c:478:5634:1232:5476 | ০৫ জুন ২০২৪ ২২:০৪525656
  • @ইয়ে 
     
    ইয়ে (নাক-টাক চুলকে খুব বিনীত ভাবে, মানে বঙ্গসিপিয়েমের কাছেও) শেষের দিকে স্বয়ং মার্ক্স্ এর উল্টো কথা বলেছেন মানে সামন্ততান্ত্রিক অবস্থা থেকে পুঁজিবাদকে বাইপাস করেও সমাজতন্ত্রে পৌঁছনো সম্ভব সেই খবরটা আপনাকে দিতে যাওয়া ধৃষ্টতা জানি, তাও দিলুম।
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২১:৪৩525655
  • ডিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, শিল্পায়ন ইত্যাদি নিয়ে হতেই পারে দরকারি, নিশ্চয়ই তাই।
    কিন্তু দক্ষিনপন্থীদের সঙ্গে তাদের গতিপ্রকৃতির কী তফাত থাকবে সেট না জানলে ওদের ভোট কেন দেবে লোকে, কৃষিজমি উচ্ছেদ ইত্যাদি নিয়ে কৃষকদের সঙ্গে বামপন্থী নেতৃত্ব দ্বিমত কী করে হলো, সেইসব।

    আর কড়া সমর্থকরা মৃদু সমর্থকদের ধর্তব্যের মধ্যে আনেন না, সেটার নমুনা তো জ্বলজ্বল করছেঃ)

    (তবে লজ্জার মাথা খেয়ে বলি, পিএ বিষয়ে আমি আবার একটু নিডি মত, এমনিতে তো লোকে পত্তা দেয় না, অবরে সবরে কেউ খিস্তি দিলে নিজেকে বেশ কেউকেটা মনে হয়। তার ওপর দীপের মত কেউ আধখ্যাচরা না বোঝা কোটেশন দিয়ে জননীর গর্ভের লজ্জা বললে সেটা ঠিক জমে না, সিপিএম সমর্থক যখন আন্তর্জাতিক রাজনীতি, মার্ক্সীয় তত্ত্ব পাঞ্চ করে চটিচাটা বলেন, তখন সেটা সত্যিই ওজনদার হয়, বলতে বাধা নেই!)
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ২১:২৫525654
  • আরে পার্সোনাল অ্যাটাক করেন কেন? সেফ আলোচনাই তো হচ্ছে laugh
  • r2h | 192.139.20.199 | ০৫ জুন ২০২৪ ২১:২২525653
    • ইয়ে | 103.50.33.186 | ০৫ জুন ২০২৪ ২১:১৬
    • ...চটিপিসির গুনগান করুন, সেই ভাল। ফালতু বামপন্থা নিয়ে বক্কা ঝেড়ে খোরাক হবেন না।
     
    বলতে না বলতেঃ)
  • ইয়ে | 103.50.33.186 | ০৫ জুন ২০২৪ ২১:১৬525652
  • খাসা বলেচেন হুতোবাবু। তা আপনি কি চাষা? মানে চাষ করে খান? উন্নয়নবিরোধী যখন, ল্যাঙ্গট পরে গেরামে থাকেন নিশ্চয়? তিনোদের ভিক্ষে নিয়ে সংসার চালান? নাকি নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁতকপাটি?
     
    আর বামপন্থীদের ইতিহাসটা ঘেঁটে লেনিনের রাশিয়া থেকে ফিদেলের কিউবা পজ্জন্ত বামেরা কোথায় উন্নয়ন বিরোধী বা শিল্পায়ন বিরোধী একটু বলে যাবেন। দেখি আপনার প্রজ্ঞার দৌড়। একটি আধা-সামন্ততান্ত্রিক ব্যবস্থা থেকে সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে এগোতে হলে পুঁজির পূর্ণ বিকাশ জরুরি এটি আপনি বোঝেন?
     
    ফি-ইলেকশনে সিপিএমকে নিয়ে গুরুদের হাহাকার দেখে খ্যাকখ্যাক করে হাসি পায়। আপনাদের ত এমনি এমনি চটিচাটা বলেনা! চটিপিসির গুনগান করুন, সেই ভাল। ফালতু বামপন্থা নিয়ে বক্কা ঝেড়ে খোরাক হবেন না।
  • dc | 2402:e280:2141:1e8:b180:c7e1:31eb:a33d | ০৫ জুন ২০২৪ ২১:১১525651
  • "ইনফোসিস চলে যাওয়ায় বাঙালির শিরদাঁড়া ভেঙে গেছে, আর টাটা চলে যাওয়ায় মুন্ডুটাই উপড়ে গেছে। - এই প্রজাতির পুরো বক্তব্যই এইটা।"
     
    আর 
     
    "উন্নয়ন বিষয়ে বামেদের অবস্থান যদি দক্ষিনপন্থীদের মতই হয়, তাহলে কেন বাম?"
     
    এই দুটোতে আমি ঠিক সিওর না। অবশ্য আমি তো এমনিতেই ক্যাপিটালিস্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সমর্থন করি, লার্জ স্কেল ডেভেলপমেন্ট চাই। কিন্তু আমার ব্যক্তিগত মতের বাইরে গিয়েও দেখতে পারি, ইন্ডিয়ার বেশীর ভাগ রাজ্যে বেশীর ভাগ পলিটিকাল পার্টিই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট চায়, সেই অনুযায়ী পলিসি বানায়, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নানান সুবিধা দেয়। ডিএমকে, এআইএডিএমকে, ফিফটি শেডস অফ শিবসেনা, সপা, আপ, কেউ এর ব্যতিক্রম নয়। এরা উন্নয়ন বিষয়ে যথেষ্ট দক্ষিনপন্থী বা ক্যাপিটালিস্ট অবস্থান নিয়েও কিন্তু জনতার সমর্থন পাচ্ছে। তাহলে বামেদের কেন ইন্ডাস্ট্রিয়াল পলিসির বিরুদ্ধে যেতে হবে, বুঝি না। ইনফোসিস আর টাটাকে নিয়ে তো ভারতের কোন রাজ্যেই অসুবিধে নেই, তাহলে শুধু পবতে বামেদের ওদের বিরুদ্ধে কথা বলতে হবে? 
  • রঞ্জন | 171.76.44.33 | ০৫ জুন ২০২৪ ২০:৩৫525650
  • হুতোর 18.5  19.09 বক্তব্যে ক দিলাম। 
     
    মিলি--জুলি--সরকার ফিল্ম তিনটে এখন দেখার দরকার নেই। শক্তিশালী বিপক্ষের শক্তিশেল এখন অনেক বেশি কাজ করবে।
     
    উদাহরণ, চন্দ্রবাবু নাইডু জনসভায় এবং প্রেসকে বলেছেন -- আমি মুসলিম গরীব এবং পিছিয়ে পড়া অংশের জন্য 4% সংরক্ষণ রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।
    ওদিকে উনিজী উত্তর ভারতের জনসভায় সমানে এটাকে ইস্যু বানিয়ে আগুন ছড়িয়েছেন।
     
    নীতীশ দাবি করছেন কাস্ট সেন্সাস  করাতে হবে। এটি রাহুলের এজেন্ডা। বিজেপি এর বিরোধী। 
     
    আর নাইডু মুসলিমদের সঙ্গে দাঁড়িয়ে মাথায় টুপি পরে হাত পেতে সজদা করেছেন -- একাধিক ভিডিও আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত