এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.251.161.123 | ০৬ জুন ২০২৪ ১১:৩৮525709
  • ১১।৩১-এর প্রশ্ন আমারও। নিশ্চয়ই কোনও পরিচিত কারণ আছে যা জিজ্ঞাসা করলে বোকা প্রমাণিত হতে হবে -- এইজন্য জানতে চাইতে পারছিলুম না। শক্তপোক্ত একজনকে দলে পেয়ে সাহস এলো :)
  • Anirban M | ০৬ জুন ২০২৪ ১১:৩৭525708
  • ধন্যবাদ 
  • | ০৬ জুন ২০২৪ ১১:৩১525707
  • আচ্ছা হুতো আগাগোড়া জামানতকে জামিন বলছে কেন?
  • lcm | ০৬ জুন ২০২৪ ১০:৫২525706
  • অনির্বান,
    অরিন যেমন বললেন, ছবির url টা পেস্ট করে দিন লেখার মধ্যে। যেমন, যদুবাবু দিয়েছেন একটা ছবি - 
    এইচ টি টি পি এস কোলন ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ i.imgur.com/VuWuLWQ.jpeg
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:f06c:c063:11b7 | ০৬ জুন ২০২৪ ১০:৪২525705
  • পাপাঙ্গুল এর সাথে একমত। 
  • | ০৬ জুন ২০২৪ ১০:১৭525704
  • সৃষ্টিখেউড়া নিজের খ্যামতায় জগৎ দ্যাখে। laugh
    ৎচ্চু: ৎচ্চু: 
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:23af | ০৬ জুন ২০২৪ ১০:১০525703
  • এই যে ভাঙা ইমেজের আইকন দেখছেন, তার কারণ গুরুর এডিটর সরাসরি এইচ টি টি পি প্রোটোকলের ছবির ফাইলটাকে দেখাবার চেষ্টা করছে।
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:23af | ০৬ জুন ২০২৪ ১০:০৭525702
  • @অনির্বাণ , যে ছবি দিতে চান, সেই ফাইলটিকে যে কোন image sharing website (imgbb, imgur, ইত্যাদিতে) আপলোড করলে দেখবেন একটা URL পাবেন যার শেষটা " বা "
    ঐ Url টাকে এখানে সরাসরি paste করলে ছবি আসবে।
  • পাপাঙ্গুল | ০৬ জুন ২০২৪ ০৯:৪৮525701
  • কার ভোট কার ঘরে গেল এসব বিশ্লেষণে সময় নষ্ট। শক্তিশালী বিরোধী থাকলে আজ যারা ভয়ে শাসককে ভোট দিচ্ছে তারাই বিরোধীকে ভোট দেবে। অংক না কষে বিরোধীদের রাস্তায় থাকা উচিত। 
  • Anirban M | ০৬ জুন ২০২৪ ০৯:৪৫525700
  • ব্লগে বা এখানে কীভাবে ছবি দেওয়া যায় একটু বলবেন? আমার কম্পুতে অন্তত আই লেখা কোন বোতাম পাচ্ছি না। 
  • dc | 2402:e280:2141:1e8:b5bd:1a73:4b1d:a69a | ০৬ জুন ২০২৪ ০৮:৩৬525699
  • যা বোঝা গেল, ইন্ডিয়ায় এই এক্সিট পোল ব্যাপারটা একেবারে ঢপের চপ বানিয়ে ছেড়েছে। স্রেফ টিভিতে দুদিনের এন্টারটেইনমেন্টের জন্য বানায়, কোন ক্রেডিবিলিটি নেই। 
  • যদুবাবু | ০৬ জুন ২০২৪ ০৮:২২525698
  • ধুত। এলো না। আবার ট্রাই করি। 

  • যদুবাবু | ০৬ জুন ২০২৪ ০৮:২১525697
  • "তাহলে কি বামের যে ভোট আগে রামে গেছল সেসব আর ঘরে ফেরেনি? তিনোয় গেছে?"

    এখানে কিছুটা উত্তর। 

  • Ranjan Roy | ০৬ জুন ২০২৪ ০৮:০০525696
  • @সৃষ্টিছাড়া, 
      গুরুচন্ডালিতে আসা কেন? বক্কাবাজি করতে, আন্দোলন করতে নয়।  ভাটিয়ালিতে আসা কেন? আরও খোলাখুলি লাগামছাড়া বক্কাবাজি করতে, আন্দোলন করতে নয়। অবশ্যই ব্যক্তি আক্রমণ এড়িয়ে।
    এখানে কী চলছে? বক্কাবাজি। 
    আপনি এখানে এসে কী করছেন? বক্কাবাজি।
     
    তাহলে আপনার রাগটা কিসের? 
    নাকি সবাইকে আগে নিজের ব্যক্তিজীবনের খতিয়ান পেশ করে দীপ্সিতাকে নিয়ে কথা  বলার অধিকার পাওয়ার সার্টিফিকেট নিতে হবে?  এই 'হোলিয়ার দ্যান দাউ' অ্যাটিচুড সুস্থ আলোচনার বা আড্ডা মারার সহায়ক নয়। 
     
      
  • সৃষ্টিছাড়া | 117.200.235.11 | ০৬ জুন ২০২৪ ০৭:৪৬525695
  • ঘরে বসে বি জে পি র ভয়াবহতা বোঝা যায় না, তৃণমূলের আগ্রাসন বিশেষ করে হিন্দিভাষী, সংখ্যালঘু আক্রমণ। 
    দীপ্সিতার সমালোচনা কি বলছে, কি বলা উচিত! 
    জীবনে অনেকেই , টিউশন করে কর ফাঁকি দিয়ে শর্টস পরে বাজার করে, ফিক্সড ডিপোজিট এর হিসেব করে রাজনৈতিক পন্ডিতি! 
    পথে কোনোদিন নামেনি, সাধারণ মানুষের সাথে কথাও বলেনি।
    খালি বুকনি 
  • অরিন | 132.181.180.107 | ০৬ জুন ২০২৪ ০৭:০৩525694
  • "তাহলে কি বামের যে ভোট আগে রামে গেছল সেসব আর ঘরে ফেরেনি? তিনোয় গেছে?"
     
    আরো কয়েকটা ব্যাপার আছে যেমন এই পাঁচ বছরে demographics এর পরিবর্তন হয়েছে যারা তখন ১৩-১৪ বছর বয়েসী তারা এবারে প্রথমবার ভোট দিতে আসছে | আপনি যদি বামের ভোট সময় নিরপেক্ষে constant থাকবে ধরে নেন , তাহলে ভোট ঘরে না ফেরার বা তিনোয় যাবার একটা সহজ ব্যাখ্যা হয় নিশ্চয়ই , কিন্তু সময়ের নিয়মে ব্যাপারটা সেরকম হয় না তো | 
  • রঞ্জন | 171.76.44.33 | ০৬ জুন ২০২৪ ০৬:৫১525693
  • খিস্তির সম্ভাবনা জেনেও একটা আলটপকা মন্তব্য করি।
    দেখাই যাচ্ছে,  শুদু সাধারণ মানুষ নয়, অনেক বাম সমর্থকও বিজেমূল তত্ত্বকে গ্রহণ করেননি। বিজেপিকেই বড় বিপদ মনে করেছেন।
    একজন ডাকাত, তো অন্যজন আলেকজান্ডার!
     
    এখন, তিনোর ভোটের প্রতিশত বেশ বেড়েছে।
    বামের খুব একটা হেলদোল নেই।
    রামের ভোট 3% এর উপর কমেছে।
     
    তাহলে কি বামের যে ভোট আগে রামে গেছল সেসব আর ঘরে ফেরেনি? তিনোয় গেছে?
     
    চিন্তার বিষয়।
  • রঞ্জন | 171.76.44.33 | ০৬ জুন ২০২৪ ০৬:৩৭525692
  • আমি দিল্লি ও গুরগাঁও থাকতে যা দেখেছি:
    আম আদমি পার্টিকে বেশিরভাগ লোক একটি গরীববান্ধব,  দক্ষ প্রশাসক কিন্ত স্থানীয় দল মনে করে, রাষ্ট্রীয় দল নয় ।
    তাই সংসদীয় নির্বাচনে বিজেপি ও কংগ্রেসকে বেশি ভোট দেয়।  আবার বিধানসভার নির্বাচনে হুলিয়ে আপকে দেয়--অনেক বিজেপি সমর্থকও।
     
    আপ পাঞ্জাব, গোয়া, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশে, হরিয়ানা ও ছত্তিশগড়ে লোক/বিধানসভার নির্বাচনে প্রার্থী দিয়ে এই ইমেজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, আংশিক সফল।
    কিন্ত ওদের এখন পর্যন্ত কোন বিকল্প ন্যাশনাল ন্যারেটিভ নেই।
    সেই স্বচ্ছ প্রশাসন, স্থানীয় উন্নয়ন!
     
    আতিশী গম্ভীরের কাছে নয়, হেরেছে বিজেপির কাছে। 
    তারপর দিল্লির জনতার কাছে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া আতংকবাদীর আতংকের জুজু অনেক বাস্তব। 
  • অরিন | 132.181.180.107 | ০৬ জুন ২০২৪ ০৬:২৪525691
  • অরণ্য , "ভারত ও পঃ বঙ্গের ক্ষেত্রে বাম দল গুলিকেই least evil , best option মনে হয় । 
    ভোটার রা অবশ্য সেভাবে ভাবছে না।"
     
    আপনি যদি সর্বশ্রেষ্ঠ অপশন  ভাবতে পারেন , তাহলে বাদবাকী  ভোটার রা (খুব কম সংখ্যায় হলেও ) সেভাবে ভাবছে না কেন? সমস্যাটা কি ভোটারদের না বাম দলগুলোরও কিছু সমস্যা রয়েছে ? না কি কারোরই কোনো সমস্যা নেই অন্য কোনো ব্যাপার ?
     
  • যদুবাবু | ০৬ জুন ২০২৪ ০৬:১০525690
  • Atishi Marlena Singh ২০১৯ সালে লোকসভা নির্বাচনে হেরেছিলেন কিন্তু তারপরের বছর ২০২০ সালে লেজিসলেটিভ এসেম্বলি নির্বাচনে তো জিতেছিলেন। এখন ক্যাবিনেট মিনিস্টার। আমার ধারণা এর পর দিল্লির মুখ্যমন্ত্রী হবেন। 
     
    তাতে গৌতম গম্ভীরের কাছে হেরে যাওয়ার ব্যাপারটা লঘু হয় না কিন্তু এও ঠিক যে ওঁর মত লোকের (মারলেনার মত) অবদান অনেক বেশিই হবে। রাজনৈতিক বা সামাজিক। 
     
    উনি বা মনমোহন সিং এরা একরকম ভাবে বলতে গেলে অনুপ্রেরণা যোগান। তবে আরো এমন লোক যদি আসতেন খুব ভালো হতো। আসবেন কেন সেই ইনসেনটিভ কি আমি জানি না। বেশ কিছুটা altruism দরকার। 
  • :|: | 174.251.161.123 | ০৬ জুন ২০২৪ ০৫:২৩525689
  • দেখুন, উনিজি চোদ্দোয় কথা বলেননি -- আত্মনির্ভরশীল ছিলেন। 
    উনিশে আম কেমন করে খেতে পছন্দ করেন এমন বিষয় নিয়ে একবারই কথা বলেছিলেন -- আত্মনির্ভরশীল ছিলেন। 
    চব্বিশে উনার কথামৃত প্রকাশ হলো -- পরনির্ভরশীল হলেন। 
    মরালটি বুঝলেন কি? 
  • r2h | 192.139.20.199 | ০৬ জুন ২০২৪ ০২:১৯525688
  • হ্যাঁ। কিন্তু এঁদের সবার নাকি জামিনই বাজেয়াপ্ত হয়েছে।

    মানুষ কী ভেবে কী হিসেবে ভোট দেয়, সেটা খুবই ঘোরালো। আমার দিল্লিতে গৌতম গম্ভীরের কাছে আতিশি মার্লেনার হেরে যাওয়াটা যেমন অতি আশ্চর্য লাগে। একজন রাজনীতিবিদ যে অনেকগুলি মিউনিসিপলিটি স্কুলের ভোল বদলে দেখিয়ে দিয়েছিলেন অল্প সময়ের মধ্যে, তিনি একজন ক্রিকেটারের কাছে হেরে গেলেন...
    অতি জটিল ব্যাপার।
     
  • aranya | 2601:84:4600:5410:4d28:9a3b:d5b5:1588 | ০৬ জুন ২০২৪ ০২:০০525687
  • ভোট মানে তো লেসার ইভিল বেছে নেওয়া, সব দেশেই। ভারত ও পঃ বঙ্গের ক্ষেত্রে বাম দল গুলিকেই least evil , best option মনে হয় । 
    ভোটার রা অবশ্য সেভাবে ভাবছে না। এখনও পর্যন্ত 
  • aranya | 2601:84:4600:5410:4d28:9a3b:d5b5:1588 | ০৬ জুন ২০২৪ ০১:৪৪525686
  • আচ্ছা। দীপ্সিতা, সৃজন ইঃ রা জিতলে খুবই খুশী হতাম।  হয়ত ভবিষ্যতে কখনো ..
  • r2h | 192.139.20.199 | ০৬ জুন ২০২৪ ০১:৩৯525685
  • আমি যে ক্লিপটা দেখলাম তাতে তো কিছু বলেননি। অন্যত্র জানি না।

    এমনিতে খুবই সুন্দর বলেছেন। ভোটের ফলাফলের দায়, রাজনৈতিক কর্মসূচী চালিয়ে যাওয়া ইত্যাদি।
  • aranya | 2601:84:4600:5410:4d28:9a3b:d5b5:1588 | ০৬ জুন ২০২৪ ০১:৩৩525684
  • দীপ্সিতা বিজেপি-র ভয়াবহতা নিয়ে কিছু বলেন নি? 
  • r2h | 192.139.20.199 | ০৬ জুন ২০২৪ ০১:২৩525683
  • হুঁ, সিপিআইএমের বড় নেতারা এইসব ভালো ভালো কথা বলেন। মহম্মদ সেলিম জয় গোঁসাইয়ের কবিতার বই বের করা নিয়েও বলেছিলেন। মানিক সরকার বিজেমূল তত্ত্ব নিয়ে বলেছিলেন।

    কিন্তু সমর্থকরা সেসবে তেমন পাত্তা দেন না। তো কী আর করা।

    দীপ্সিতা ধরের বক্তব্য শুনলাম, খুব সুন্দর গুছিয়ে বলেছেন, যেমন বলেন।
    তৃণমূল সমর্থকদের প্রতি বার্তা দিয়েছেন।
    বিজেপির প্রতিও কিছু বললে ভালো হত- এই মুহূর্তে বিজেপির থেকে বড় বিপদ দেশের সামনে ছিল না। সিপিআইএমের কর্মীরা তৃণমূল গুন্ডাদের সঙ্গে লড়াই করে বুথ সামলেছেন, সেই সুযোগে যারা বিজেপিকে ভোট দিয়ে এসেছেন, তাঁদের প্রতি একটা মেসেজ দিতে পারলে ভালোই হত। তাঁরা তো আর এগিয়ে এসে সিপিইএমকে ধন্যবাদ দেবেন না, সুপারম্যান ছাড়া কেই বা নিজের চাড্ডি দেখাতে ব্যগ্র।
  • ---- | 103.27.140.120 | ০৬ জুন ২০২৪ ০০:৫২525682
  • ‘’কেউ কেউ স্বঘোষিত বামপন্থী আছেন। স্বঘোষিত বিপ্লবী আছেন। আমরা তাঁদের বলি, ফেসবুকে বেশি বিপ্লবিয়ানা করবেন না। কেউ করে। এখানে সিপিআইএমের থেকে এক্সপেক্ট (আশা) করতে পার না যে, মহিলাদের সম্পর্কে বা এই ধরনের ভাতা সম্পর্কে অফিশিয়ালি ডিনাউন্স (নিন্দা) করছে। কেন করবে? বামপন্থী আন্দোলন মানেই হচ্ছে গোটা বিশ্বে আমরা চাই যে, সরকার মানুষের অধিকার না দিতে পারার ক্ষতিপূরণ হিসাবে কিছুটা অন্তত সাবসিডাইজ (ভর্তুকি) দেবে। আর বাকি যারা এগুলি নিয়ে কটাক্ষ করছেন তাঁরা বামপন্থী নন, তাঁরা হতে পারেন সমর্থক। আমাদের দায় আমাদের কথা তাঁদের কাছে নিয়ে যাওয়া আমাদের মাধ্যমগুলি দিয়ে বা সরাসরি তাঁদের কাছে গিয়ে। কেউ কেউ উগ্র সমর্থক আছেন। তাঁদের আমরা সমর্থক থাকতে বলব। উগ্রতা কমাতে বলব।’’
    ---- মহম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক
  • অরিত্র | 103.77.139.127 | ০৬ জুন ২০২৪ ০০:৩০525681
  • অতি ব্যবহারে অজুহাত হয়ে দাঁড়িয়েছে হয়তো। কিন্তু আমি সত্যিই জানি না নিজেদের মিডিয়া না থাকা এবং বিপরীত পক্ষের থাকার প্রতিকূলতাকে অন্য কী বাস্তবসম্মত ভালো উপায়ে প্রতিহত করা যায়।
     
    যেটা দিয়ে আগে করা গেছিল, অর্থাৎ ডালপালা শেকড়ের মতন সমাজের সর্বস্তরে সংগঠনের বিস্তার, যার সাহায্যে সমাজের ভেতর অবধি পার্টির কথা বার্তা ও নিয়ন্ত্রণ পৌঁছে যেত, সেই সংগঠন জালিকাই তো সন্ত্রাসের এবং সমাজের ভেতর ভেতর অবধি নজরদারি নিয়ন্ত্রণের রাস্তা তৈরি করেছিল। যার সুযোগ নিয়ে যার যার জায়গায় ছোট বড় পার্টি পদাধিকারীরা স্বৈরাচারী হয়েছিল। তবে সেটাও এই মোবাইল মিডিয়ার আগের যুগ, এখন বিরোধীদের হোয়াটস অ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া আছে, তাতেও টাকা লাগে। না থাকলে ওই ভলেন্টিয়ার দিয়ে এআই বুদ্ধর মতন জিনিসই বড়জোর হয়। আমার তো তাই মনে হয়।
  • সিএস | 49.47.145.23 | ০৬ জুন ২০২৪ ০০:১০525680
  • হ্যাঁ, এটা ঠিক, সিপিএমকে নিয়ে ভেবে লাভ নেই, পোস্টগুলো শুরুই করেছিলাম সেই কথা বলে, সিপিএমের প্রতি আমার তো কোন মম(তা)ত্ব নেই। তার ওপর পোকামাকড়গুলো এসে পড়েছে, মাথা খাটানো দেখলেই নিজেদের নিরেটত্ব মনে পড়ে।
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত