এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e18d:e3b2:f4d1:c0d0 | ২৮ আগস্ট ২০২৪ ০৭:৫৪529080
  • ডিসিবাবু 
     
    আমার মতে আরো কয়েকটা ব্যাপার আছে।
     
    এক, স্টেট এন্টারপ্রাইজগুলোকে সফলভাবে লং টার্ম ইকোনমিক আর টেকনোলজি গোলে পৌঁছনোর জন্য ব্যবহার করা। এটা আমেরিকার বর্তমান সিস্টেম থেকে খুবই আলাদা, কেননা কোয়ার্টার টু কোয়ার্টার প্রফিটের ওপর কম জোর দিয়ে উদ্দেশ্যের দিকে নজর দেওয়াই এখানে প্রধান ব্যাপার।
     
    দুই, স্টেট ক্যাপিটালিজম। স্টেট এন্টারপ্রাইজগুলোর নেতৃত্বে প্রাইভেট এন্টারপ্রাইজগুলোকে স্টেটের গোলের সাথে ওরিয়েন্ট করা। সেখানে প্রফিট, এফডিআই সবই আছে।
     
    তিন, পলিটিক্যাল স্টেবিলিটি। এইটে আছে বলে লঙ টার্ম প্ল্যানিং ও এক্সিকিউশন সম্ভব হয়। আমেরিকাতে এক সময় ব্যুরোক্র্যাসি এই স্টেবিলিটি দিত। সরকার যেই চালাক, নাসা, এনএসএফ, ডিআরডিও এবং ইউনিভার্সিটিগুলো লং টার্ম প্ল্যানিং ও এক্সিকিউশন নিশ্চিত করত। এখন এই ইনস্টিটিউশনগুলোর নিজেদেরই কোন স্টেবিলিটি নেই। এর সাথে নিওলিবারেজিমের উত্থানের যোগ সহজেই দেখানো যায়। কিন্তু এই মুহূর্তে ডিটেলে ঢুকছি না।
     
    চার, ল মেকিং ও এক্সিকিউটিভে ইঞ্জিনিয়ার, ডাক্তার ইত্যাদি প্রফেশনালদের বেশী সংখ্যায় অংশগ্রহণ। আমেরিকায় এই বডিগুলো ভীষণভাবে উকিলে ভর্তি। এফেক্টিভ পলিসি মেকিংয়ের জন্য ইস্যুগুলো সম্পর্কে বাস্তব জ্ঞান খুব দরকারী। নইলে স্যাংশন করলেই কাজ হবে জাতীয় উদ্ভট পলিসি তৈরী হয়। এটা সম্ভব হয় প্র্যাকটিক্যাল জ্ঞানের বদলে লিগালিস্টিক চিন্তা বেশী থাকার জন্য।
     
    আপাততঃ এই। আরো কারণ আছে।
     
    আমেরিকান সিস্টেমের সাথে যারা পরিচিত তারা বুঝবেন এগুলোর পরিবর্তন কত কঠিন।
  • dc | 2402:e280:2141:1e8:ad6f:8170:6a11:32bd | ২৮ আগস্ট ২০২৪ ০৭:৩৭529079
  • চীনের গুইঝৌ প্রভিন্সে আই অফ হেভেন। 
     
  • NRO | 165.124.84.35 | ২৮ আগস্ট ২০২৪ ০৭:৩৬529078
  • আপনি সত্যিই 'এতো বছর Europe এ আছেন তো ?' যে ভাবে দু চারটে আলু গাজর দিয়ে এতক্ষন পরেও মনে রেখেছেন তাতে তো গোলমেলে মনে হচ্ছে।  আমরা কিন্তু এই আলু গাজর দিয়ে মনে টোনে রাখি না। আর শুধু আলু গাজরই নয় আমার এক বাঙালি বন্ধু এবছর $100K Kolkata র এক charity তে দিয়েছেন - আর এক স্থানীয় বাঙালি ভদ্রলোক গত বছর $2 Million দিয়ে University তে একটা named chair endow করেছেন। দু জনের কেউই কখনো মুখ ফুটে এ নিয়ে বলেন না। 
     
    তা আপনি সত্যি লোক জনকে ওসব আতিথেয়তা করছেন না কি সবটাই আবার কল্পনা মানে halucination নয় তো? মানে আমার পরিচিত কোনো ভদ্র পুরুষ বা মহিলাকে আজ অবধি কাউকে একটু খাইয়ে দাইয়ে এমন brag করতে দেখিনি বা শুনিনি। 
  • dc | 2402:e280:2141:1e8:ad6f:8170:6a11:32bd | ২৮ আগস্ট ২০২৪ ০৭:২৫529077
  • পলিটিশিয়ান আর এলসিএমদা, চীন যে এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমি তার পেছনে একটা বড়ো কারন হলো ওদের ম্যাসিভ ইনফ্রা ডেভেলপমেন্ট। চীন যে পরিমান হাই কোয়ালিটি হাইওয়ে, ব্রিজ, রেললাইন, পোর্ট, এয়ারপোর্ট ইত্যাদি বানিয়েছে তা দেখার মতো। চীনের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার পৃথিবীর সেরা, অন্য সব দেশের থেকে অনেকটা এগিয়ে।  চীনের হাইস্পিড রেল নেটওয়ার্ক এর মতো একটা অসাধারন ব্যাপার মানুষের ইনফ্রা ডেভেলপমেন্টের ইতিহাসে কমই হয়েছে। এছাড়াও অন্য কারন আছে, যেমন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, এক্সপোর্ট ইত্যাদি। 
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৭:০০529076
  • ওরে কেকেদা, ওরম অভিজ্ঞতাও আছে। এক কাপল আসবে হপ্তাখানেকের জন্য থাকবে। জিগ্যেস করেছিল স্লিপিং ব্যাগ আনবে কি না সঙ্গে।
    পরের বার থেকে আর সেসব শুধোয় নি যদিও।
  • NRO | 165.124.84.35 | ২৮ আগস্ট ২০২৪ ০৬:৫৮529075
  • পলিটিশিয়ান আর lcm কে কি চীনের ব্যাপারে এবার একই 'impervious, same as a coconut hanging from a coconut tree in Kerala' লিস্ট এ ঢোকাতে হবে না কি?( Impervious এর বাংলা হলো গিয়ে নিরেট).
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৬:২৮529074
  • :|:,
    ইন্টারভিউতে শোনা। লাইফ অফ অ অ্যাস্ট্রোনট ইন স্পেস - এরকম কোনো প্রোগ্রামে। কীভাবে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির মানুষ দেশ কালের ঠিকানা ভুলে, ব্লা ব্লা ব্লা
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৬:২২529073
  • এ প্রসঙ্গে বিশুর কথা মনে পড়ল, তখন স্যান হোসে তে বিশুরা কয়েকজন মিলে থাকে, ওরা খবরের কাগজ রাখত, একদিন কাগজ কোম্পানি থেকে কল করেছে, পাঠকের ফিডব্যাক চায়, কি করলে কাগজের গুণমান আরও ভালো করা যায়, এইসব... সব শুনে টুনে, বিশু বলল - একটাই সাজেশন আছে, লেংথ ঠিক আছে, উইডথ একটু বেশি হলে ভালো হয়।
    ফোনকারী একটু আশ্চর্য হয়ে - হাউ উইল দ্যাট হেল্প।
    বিশু অকাতরে বলল - নো, দেন টু প্লেটস ক্যান ফিট কমফোর্টেবলি ইন ওয়ান আনফোল্ডেড পেপার।
  • :|: | 174.251.163.56 | ২৮ আগস্ট ২০২৪ ০৬:১৭529072
  • ৪:৪৪: "বিভিন্ন দেশের মহাকাশচারীর বিজ্ঞানীরা একসঙ্গে স্পেসে থাকেন, তাদের মধ্যে এই দেশ দেশ ব্যাপারটা কম।"
    এইটি শুধুই অনুমান নাকি প্রমাণও আছে? 
  • a | 2405:201:8009:817a:751b:878f:5dc1:38d2 | ২৮ আগস্ট ২০২৪ ০৬:১৭529071
  • বলল, ডিটেলে জানতে হয় না। আমি কনসেপ্টটা ঠিক করি, এ আই সায়েন্টিস্ট হায়ার করে আনি  ওরাই ওসব করে।
    -- e তে সমস্যাটা কি বোঝা গেল না। 
     
    প্রথমতঃ আর্কিএক্ট আর ইন্জিনিয়ারের মধ্যে তফাত আছে, শুধু সফ্টোআরে নয়, ইন জেনেরাল। যেমন ধরুন তাজমহলের আর্কিটেক্টঅকে হাতে কলমে পাথরে খোদাই করার কাজ জানার দরকার হওয়া উচিত নয়। 
     
    দ্বিতীয়তঃ সত্যি বলতে আজকের দিনে চ্যাট যিপিটি জানলে সেই কোড লিখে দেবে, অন্তত 80-90%. তো পাইথন জানাটা বিশাল বড় ব্যাপার নয়। 
     
    যা বুঝলাম এই ভদ্রলোক খুব সম্ভবত প্রোডাক্ট ম্যানেজার, সেক্ষেত্রে ওনার বক্তব্য ঠিক্ঠাকই লাগল কাজের ক্ষেত্রে। বাকি মানসিকতা নিয়ে কোন বক্তব্য নেই 
  • kk | 172.58.244.82 | ২৮ আগস্ট ২০২৪ ০৬:১৫529070
  • আপনারা হাই স্টেটাসের লোক, তাই আপনাদের কত টাকা পান, বাড়ি নিজের কেনা কিনা, এসব জিজ্ঞেস করে। সাদামাটা মানুষ হলে প্রশ্নও তেমনি হয়। আমাকে একজন জিজ্ঞেস করেছিলো "তোমার বাড়িতে থালাবাটি আছে না আমরা দোকান থেকে ডিসপোজেবল প্লেট নিয়ে আসবো?" আর যদি মেঝেতেই বসতে হয়, তাই বড় একটা বেডকাভার সঙ্গে করে নিয়ে এসেছিলো।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৫০529069
  • ম্যানেজারেরো ম্যানেজার থাকে।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৫০529068
  • ওর বৌ ইন্ডিগো র এয়ার হোস্টেস। সে চুপচাপ থাকে। বর যখন কথা বলে চুপ করে থাকে। বর বাথরুমে গেলে তার মুখে কথা ফুটল। বাবু রান্না করছিল দেখে বলল — আমি ভাবতেই পারছি না যে উনি পুরুষ হয়েও ঘরের কাজ করছেন। 
    বর ঘরে ফিরতেই বৌ আবার চুপ।
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৪৯529067
  • আরেকটা অদ্ভুত ব্যাপার দেখেছি বাঙালিদের মধ্যে। এরা অনেকে মনে করে ম্যানেজার মানে হল অন্যেরা কাজ করে, সে ফুরফুর করে ঘুরে ফিরে বেড়ায়, একে তাকে নানা উপদেশ দেয়, কফি খায়, কর্মী সুন্দরীদের সঙ্গে ফ্লার্ট করে, ব্যস। এই করেই মাইনে পায়। ম্যানেজারদের যে নিজস্ব কাজের তালিকা রয়েছে, সেইসব কাজের সময়সীমা রয়েছে, নানারকম শক্ত শক্ত ঝামেলা সীমিত সময়ের মধ্যে মেটানোর চ্যালেঞ্জ আছে, অনেকে এসব ধারণার মধ্যেই আনে না।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৪৭529066
  • পড়াশোনা নিশ্চয় জানে। নৈলে অত ভাল কোম্পানিতে চাকরি পাবে কেমন করে? কিন্তু বোলচালটাও সেরকম।
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৪৩529065
  • বোল চাল মারা পার্টি। এরা আগেও ছিল, তবে তুলনায় কম। আর কাজকর্ম কিছুকিঞ্চিৎ জানত।
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৪১529064
  • এরকম একটা জেনারেশন তৈরি হচ্ছে, সেটাই আশঙ্কার।
    যারা নিজেরা কাজটা করতে দিলে পারবে না, কিন্তু "আমি লোক দিয়ে করাই" বলে খুব তৃপ্তি পায়।"
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৪০529063
  • এ তো একেবারে সেই গুগাবাবা গানের কেস, "সাবধানে থেকো ভাই " গাইতে গাইতে চলে গেল। ঃ-)
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৩৭529062
  • ".... এ আই সায়েন্টিস্ট হায়ার করে আনি ওরাই ওসব করে ..."

    আমার এক পাঞ্জাবি কোলিগ ছিলেন, তিনি এটা শুনলে নির্ঘাৎ বলতেন -
    ... তব তো তুম কুছ নেহি করতে হো, সাবধান রহো ভাই, নেক্সট টাইম যব লেঅফ হোগা না তুমকো টার্গেট করেগা, যো লোগ কুছ কাম নহি করতা আউর যাদা কামাতে হ্যায় উনকো আগে নিকালতা হ্যায়...
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:৩৭529061
  • যাক ডট, তোমার আলুদান আর গাজরদানের পুণ্যও হয়ে গেল। ঃ-)
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৫:১৯529060
  • "আমি জিগ্গেস করি এটা কি একটু বলো শুনি, বা ওটা কি একটু বলো। কয়েকজনকে একটু ডিটেইলসে জিগ্গেস করলে তারা বিরক্তি বোধ করে, আপনি এসব কি বুঝবেন, আপনি তো এসবে কাজ করেন না। তাও আমি চেপে ধরি, না না বলো না, শুনি, শুনতে ভালো লাগে। খুব বেসিক প্রশ্ন করি, অনেকেই সেসব জানে, অনেকে জানে না, বিব্রত বোধ করে।"
    একদম। এটাই ঘটে। অনেকক্ষণ ধরে মাইক্রোসফটের সে কত বড়ো ম্যানেজার আমাকে সেটা বোঝাচ্ছিল। azure cloud নিয়ে সে বিরাট একগাদা ডেটা সায়েন্টিস্টকে দিয়ে কাজ করায়। সবাই ওর পায়ের তলায়।
    তখন আমি জিগালাম, তুমি নিজে পাইথন টাইথন নিশ্চয় জানো? 
    বলল, ডিটেলে জানতে হয় না। আমি কনসেপ্টটা ঠিক করি, এ আই সায়েন্টিস্ট হায়ার করে আনি  ওরাই ওসব করে।
     
    অ্যান্ডর,
    হ্যাঁ। খোলাখুলি জিজ্ঞাসা করে। আমাকে মূর্খ দেখে, অনেক বোল চাল  মারে। আমিও বুড়ো মানুষ, চুপচাপ শুনি।
    মেইনলি জুরিখ শহরের ট্রান্সপোর্ট খরচটা বাঁচানোর জন্য আসে, সঙ্গে একটু বিশ্রাম, খাবার দাবার।
    আগে ওর মা বাবা এসেছিলেন। সারাটাদিন থাকার পরে আমার থেকে আলু এবং গাজর নিয়ে গেলেন, রাইস কুকার এনেছেল দেশ থেকে পরে যেসব জায়গায় থাকবে হোটেলের ঘরে ভাতে ভাত আলু গাজর সেদ্ধ বানাবে লুকিয়ে। স্মোক ডিটেকটরে ভিজে কাপড় আটকে দিয়ে। চালটা দেশ থেকে এনেছে।
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:১৪529059
  • এটাও খুব ভালো, জার্গনওয়ালাদের বলা, 'আহা ভাই রাগ করো কেন? একটু বলো না শুনি ব্যাপারটা কী, শুনতে ভালো লাগে।' ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:১২529058
  • এক সাংবাদিক বন্ধু একবার বলেছিলেন, কত টাকা পান যারা জিজ্ঞেস করে তাদের কাছে বলতে, 'ভাই, খুব টানাটানি যাচ্ছে, কয়েক লাখ ধার দেবেন?' তাহলে সুড়সুড় করে পালাবে। ঃ-)
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e18d:e3b2:f4d1:c0d0 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:১০529057
  • শর্ট টার্ম প্রফিট কিভাবে বোয়িংকে ধ্বংস করেছে তাই নিয়ে একটা চমৎকার লেখা IEEE Spectrum এ বেরিয়েছিল।
     
     
    সেই লেখার পর পোটোম্যাক দিয়ে অনেক জল গড়িয়ে গেছে।
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৫:০৭529056
  • ডট এর এক্সপেরিয়েন্স আমারও হয়েছে। তবে অতটা নয়।

    কে কি নিয়ে কাজ করে - এ নিয়ে অনেকে বলে যে তারা সব হাইফাই কোনো টেকনলজিতে কাজ করে, আমি কি করি জানতে চায়। প্রথমেই তাদের বলে দিই যে মাইনে পাওয়া যায় এমন কাজ করি, যা করতে বলে করে দিই। তো, তারপরে তারা নানারকম টেকনলজি জার্গন বলে, আমি জিগ্গেস করি এটা কি একটু বলো শুনি, বা ওটা কি একটু বলো। কয়েকজনকে একটু ডিটেইলসে জিগ্গেস করলে তারা বিরক্তি বোধ করে, আপনি এসব কি বুঝবেন, আপনি তো এসবে কাজ করেন না। তাও আমি চেপে ধরি, না না বলো না, শুনি, শুনতে ভালো লাগে। খুব বেসিক প্রশ্ন করি, অনেকেই সেসব জানে, অনেকে জানে না, বিব্রত বোধ করে।

    তবে কি ওই, নানারকমের মানুষ আছে দুনিয়ায়, ভার্চুয়াল, রিয়াল - সব জায়গায়।
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:০৫529055
  • কী সাংঘাতিক! এরকম জিজ্ঞেস করে, 'কত টাকা পান? আপনি মাসে মাসে কত টাকা পান?' ঃ-)
  • . | ২৮ আগস্ট ২০২৪ ০৫:০২529054
  • কালকের ছেলেটিকে গেখে আমার এনারোদাকে বারবার মনে পড়ছিল।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e18d:e3b2:f4d1:c0d0 | ২৮ আগস্ট ২০২৪ ০৫:০১529053
  • যে কোন বিষয়েই উন্নতি করতে হলে একটা ম্যানুফ্যাকচারিং বেস লাগে। সেই জায়গায় চীনেরা এগিয়ে যাচ্ছে। পশ্চিমের ম্যানুফ্যাকচারিং বেস তারা নিজেরা বহু বছর ধরে নষ্ট করেছে। সেটা ফেরত আনা বহু বছরের কষ্টসাধ্য পরিশ্রম। সরকারি টাকা যদি শুধুই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স খেয়ে যায় তো কিছু হওয়া মুশকিল।
     
    স্পেস ডমিন্যান্স নিয়ে এক স্পেস এক্সে কাজ করা বন্ধুকে জিজ্ঞেস করলাম। সে বলল চীনে জিপিএস সিস্টেম এই মুহুর্তে আমেরিকার চেয়ে বেটার। https://www.gpsworld.com/chinas-beidou-challenges-u-s-gps-dominance/
     
    তবে চীনকে ধ্বংস করতে চাইলে আমেরিকা একটা খুব সহজ কাজ করতে পারে। ব্ল্যাক রককে চীনে পাঠিয়ে দিক। অবশ্য চীনকে রাজি করাতে হবে ওই জিনিস নিতে। আমেরিকান ফাইন্যান্স ক্যাপিটালিজম কিভাবে আমেরিকার টেকনোলজি ও ম্যানুফ্যাকচারিং বেশ ধ্বংস করেছে সেটা বোয়িং সম্পর্কে খোঁজ খবর যদি রাখেন তো জানেন। না জানলে গুগল করুন, বা আমিও লিংক দিতে পারি।
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৫৭529052
  • অ্যা! বোঝো! আবার গুলিয়েছে!
    স্টেট স্ট্রিটে আমি লিখেছি তো কাস্টোডি ম্যানেজমেন্ট, ডাইরেক্ট অ্যাসেট নয়।
    আর কত বোঝাবো, এই এনআরও - বড়ই নাদান, বাল্যসুলভ, বড়ই নাইভ ...
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ০৪:৫৩529051
  • ধুর! নোবেল প্রাইজের লিস্ট দেখে কেউ আমেরিকায় আসতে চায় নাকি? অলিম্পিক মেডাল দেখেও না।

    এনআরও এর কথাবার্তা বড়ই ইয়ে মানে, যাকে বলে নাইভ।

    অবশ্য সবরকমের মানুষই তো থাকবে পাবলিক ফোরামে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত