এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিত্র | 103.77.139.33 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৪৯529172
  • ২৩:৪১ পবতেও হয়। যাদবপুরের পাশে এপিসিতেই হয়। পোশাকি নাম "ম্যানেজমেন্ট কোটা" বা ওইরকম কিছু একটা। টাকার অঙ্ক একটু এদিক ওদিক হতে পারে। মূলত চিকিৎসা ব্যবসার সঙ্গে গিয়ে জোরে, ম্যানেজমেন্ট এর ট্রাস্টেড লোক হয়। নামে ডাক্তার, কিছুদিন ট্রেইনি থাকে, তারপর ওই..
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৪৭529171
  • ডিসিকে একটাই কথা বলার ছিল। চৈনিক কর্তৃপক্ষতন্ত্র বনাম আমেরিকান মুক্তিবাদিতার একটা টই যদি খুলতেন, তাহলে এই আপনি, পলিটিশিয়ান, এলসিএমের মতন জানকারিওয়ালা লোকেরা কত ভালো ভালো পোস্ট দিতেন, আমরা আমজনতারা কত কিছু জানতে পারতাম। বহু উপকার হত। মাঝে মাঝে চাটনির মত না হয় নানান ড্যাশেরা কিছু পোস্ট করত, সেও তো কম কিছু আনন্দের না। সবকিছুই নানাভাবে উপকার করে।
  • NRO | 165.124.84.35 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৪৩529170
  • হাঁ , চীনের ব্যাপারে আপনি আমায় ঠিকই judge করেছেন। ওদের প্রতি আমার বিন্দু মাত্র সদিচ্ছা নেই। ছাত্রাবস্থা থেকে অধ্যাপনা অবধি কয়েকশো চীনাকে নানা ভাবে দেখেছি - মাত্র দু এক জন কেই ভালো লেগেছে। Putler এর সঙ্গে Xitler এর লড়াই বাধানো আমার চিরকালের স্বপ্ন। 
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৪১529169
  • এই যে শুনি দক্ষিণ ভারতে গিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে টাকা দিয়ে ডাক্তার হয়ে যায় ছেলেপিলেরা, কোটিখানেক টাকা নাকি লাগে। এইসব ডাক্তারদের দক্ষতা বা বিশ্বাসযোগ্যতা কেমন? এইরকম টাকা দিয়ে ডাক্তার হওয়ারা পরে কি স্বাধীন ডাক্তারি করেন ডিস্পেন্সারি খুলে? নাকি কোনো হসপিটালে বা নার্সিং হোমে চাকরি করেন?
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৩৫529168
  • কেকেকে অনেকদিন দেখি না। কেকে, ও কেকে, কই তুমি? কেমন আছো?
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৩৩529167
  • এদিকে আমি এতকাল ভেবে এসেছি মোমো জিনিসটা তিব্বতী খাবার।
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৩২529166
  • কৃষ্ণ আগে গরু চরাতেন, তখন দুনিয়া ছিল গরুময়। এখন দুনিয়া ছাগময়। কৃষ্ণ ছাগল চরান। দুঃখ করেন, কারণ গরুরা বাঁশি শুনত, অ্যাপ্রিশিয়েটও করত। ছাগলে বাঁশি শোনেও না, বোঝেও না।
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ২৩:৩০529165
  • বাই দ্য ওয়ে, এই যে --- 
    "... বেচারা চীন। সবই শিখলো শুধু চাষবাসটা আর ওদের মাথায় ঢুকলো না। দুর্ভিক্ষ বেচারাদের জীবনের অঙ্গ হয়েই রয়ে গেলো। ..."

    রন্ধ্রে রন্ধ্রে বিগট্রি আর হেট্রেড !!
  • &/ | 151.141.85.8 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:২৯529164
  • "কানু কহে রাই
    কহিতে ডরাই
    ধবলী চড়াই মুই।" ঃ-)
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ২৩:২৫529163
  • ওহ ! আমার বুঝতে ভুল হয়েছে। তাই তো!  আপনার বক্তব্যে ওবামার বাবার প্রতি কত গভীর শ্রদ্ধা ছিল। 
    যেমন, চীনাদের প্রতি ​​​​​​​আপনার ​​​​​​​গভীর ​​​​​​​শ্রদ্ধা ​​​​​​​ছিল, কত ​​​​​​​সুন্দর ​​​​​​​মোমো বানায়। 
     
    আর, প্লিজ মামলা ঠুকবেন না। এমনিই ভীতু টাইপের মানুষ, মামলার কথা শুনলে ভয় লাগে। 
  • NRO | 165.124.84.35 | ২৮ আগস্ট ২০২৪ ২৩:১৬529162
  • lcm, pl don't try to change my words. আমার exact words ছিল: "Pres. Obama র বাবা ছোটবেলায় Kenya তে ছাগল চরাতেন " আর আপনি সেটা করেছেন "ওবামার বাবা ছাগল চড়াতেন" । এটা যদি under oath করতেন তবে তা perjury হতো - punishable by law. I am very careful about my words, and I deal only with truth. কায়দা করে আমার কাছে পার পাবেন না, পটাপট exposed হয়ে যাবেন। Rather, truth will set you free.

    No job is big or small - especially for a rural kid from Kenya.
  • lcm | ২৮ আগস্ট ২০২৪ ২২:৩৫529161
  • অনেক বিষয়ে আলোচনা হচ্ছে। সময় পেলে পড়ব এবং পার্টিসিপেট করব।

    একটা কথা, ওবামার বাবাকে নিয়ে। সিনিয়র ওবামা একজন পন্ডিত ব্যক্তি ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ হাওয়াই থেকে বিএ এবং হার্ভার্ড থেকে ইকনমিক্স-এ মাস্টার্স (এমএ) করেছিলেন। এর পরে উনি কেনিয়ান গভর্নমেন্টে ইকনমিস্ট হিসেবে চাকরি করেন।

    ওবামার বাবা ছাগল চড়াতেন - এরকম বক্তব্যের মধ্যে একটা ডেরোগেটরি টোন থাকে। শুধু একজন ব্যক্তিকে ছোট করা নয়, ছাগল চড়ানো যাদের পেশা তাদের বুদ্ধিমত্তাকেও ব্যঙ্গ করা হয় (যদিও আমরা জানি, যে আইকিউ পরিমাপ করে দেখা গেছে যে অনেক চাষীর এই কোশেন্ট অনেক বেশি)। এই ধরনের মন্তব্যে বক্তার মানসিক সংকীর্ণতা ও চিন্তাভাবনায় দৈন্যতা প্রকাশ প্রায়। এটা খেয়াল রাখা উচিত বলে মনে হয়।
  • r2h | 165.1.172.196 | ২৮ আগস্ট ২০২৪ ২২:২৭529160
  • পলিটিশিয়ান, হ্যাঁ, সে তো বটেই, অন্য যেকোন দেশের মতই। সত্যি বলতে কি এই আন্ডার প্রিভিলেজড আমেরিকাকে আমি মোটামুটি চিনি। সাক্ষাৎ চেনাশুনো বলতে গেলে প্রিভিলেজড সাদা আমেরিকাকে বরং সেই তুলনায় কম চিনি। হাওয়ার্ড জিনের বইটা পড়েছি (উফ, এই বোধয় একটা মাত্র বই কমন পড়লো, নাহলে মরমে মরে থাকি)।

    সেসব ধরেই বলছি। পলিসিমেকিং, বাণিজ্য ও রেলায় উন্নতি এইসব গ্লোবাল জিনিসে আরকি।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7853:b3f9:2f46:e279 | ২৮ আগস্ট ২০২৪ ২২:১২529159
  • র2হ
     
    আমেরিকা দেশটা একেবারেই হোমোজিনয়াস নয়। কাল যে আলোচনা হচ্ছিল সেটা মূলতঃ গত বছর চল্লিশেকের পলিসিমেকারদের নিয়ে। তাদের বাইরেও একটা খুব বড় আমেরিকা আছে, যারা মনে করে শিক্ষা, স্বাস্থ্য প্রফিট মোটিভের অধীন হওয়া উচিত নয়, যারা হে মার্কেটে আট ঘণ্টা কাজের দাবীতে প্রাণ দেয়, ভিয়েতনামে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে পুলিশের গুলি খায়। হাওয়ার্ড জিনের আমেরিকার ইতিহাস নিয়ে একটা চমৎকার বই আছে। রেকমেন্ড করলাম। সেখানে আমেরিকার ইতিহাসের এই বিভিন্ন সুতোগুলো দেখতে পাবেন। একদিকে ওয়াশিংটন কলোনির বিরুদ্ধে সৈন্য নিয়ে দাঁড়ান, আবার নিজে ক্ষমতা পাবার পর সেই সৈন্যদের দিয়েই হুইস্কি রেবেলিয়ন দমন করেন। হ্যামিল্টনের অ্যাজাম্পশন অফ ডেট পড়লে দেখবেন সেই প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডিং ফাদারেরা ব্যাংকারদের স্বার্থ দেখেছেন। আবার জন ব্রাউন কালো দাসদের মুক্তির জন্য লড়াই করে মৃত্যু বরণ করেন।
     
    একটা দেশ যখন বড় হয় তখন এই রকম সব বিভিন্ন স্ববিরোধ নিয়েই বড় হয়। যখন পড়ে তখন সেগুলো ফুটে বেরোয়।
     
    এনআরওর কোকোনাট অবসেশন দেখে একটা প্রবাদ মনে এল। নারকেলের মধ্যে জল যেমন আসে (কেউ দেখেনা কখন আসছে) লক্ষী তেমন করেই আসেন। পোকায় খাওয়া কয়েতবেলের যেমন (খোলা থাকে, শাঁস থাকেনা) লক্ষী তেমন করেই যান।
  • NRO | 165.124.84.35 | ২৮ আগস্ট ২০২৪ ২১:৫৮529158
  • Guru, আমি নিজে ১০০% pro-Israil, pro-AIPAC. Mearsheimer is Jewish but he is very unpopular in Jewish society because of his anti-Israil pro-Putin views. His book is now outdated.
  • DS | 2600:1700:77a0:4350:a5cb:b5b3:379:1ef3 | ২৮ আগস্ট ২০২৪ ২১:২৯529157
  • এগ্রিড  উইথ এন আর ও ।  আচ্ছা সবাই এখানে এরম এন্টিক পিস কেন --হাঙ্গালের থেকেও বুড়ো টাইপ্স    This NRO  seemed to be a cool dude  দেড় মাস এখানে   ঘ্যাসটাতে ঘ্যাস্টাতে এও বুড়িয়ে  গেছে। হোয়াট 'ভদ্র অভদ্র', ম্যান   ?  কিক ডেয়ার এসেস আউট 
  • Guru | 2409:4060:211e:4715:f22:32d5:e60e:456b | ২৮ আগস্ট ২০২৪ ২১:২৬529156
  • @NRO,                                                                            সত্যি আপনার মত ট্রোল বিরল l বারাক ওবামার বাবা ছাগল চরাতো ! ক্লিনটন ফাদারলেস !! স্বয়ং ওবামা আর ক্লিনটন এসে বললেও আমার কাছে আমি মানতে পারলামনা l. আর তাছাড়া আম্রিকাতে election আর ফ্রি এন্ড ফেয়ার !!! দুটো তো পার্টি যারা দেড়শো বছরেরও বেশী লবীদের পকেটে l এখন তো AIPAC ডোনোরেরা দুটো পার্টিই চালায় কে ইসরায়েলকে কতটা তেল মারবে তার উপরে নির্ভর করে l ওবামা আর ক্লিনটন পাতি AIPAC এর সাজানো ক্যান্ডিডেট যেভাবে আম্রিকার প্রতিটা ইলেকশন সাজানো আর ফেক l AIPAC সব ঠিক করে রাখে আগে থেকেই কোনবার কে জিতবে আর এর নাম ল্যান্ড অফ opportunity!
  • NRO | 165.124.84.35 | ২৮ আগস্ট ২০২৪ ২১:০৩529155
  • আমি @কোর কমিটি আর @core committee র সঙ্গে একমত। আমি মাস দেড়েক এই site visit করছি , আমার চোখেও পড়েছে ডট আর দ দুজনেই হামেশাই অশালীন মন্তব্য করে থাকেন। ওনারা বোঝেন না যে ভদ্র ভাষায় ভালো ভাবেও নিজেদের মতামত প্রকাশ করা যায় - অশালীনতার কোনো প্রয়োজন নেই। ওনারা যদি অন্যদের প্রতি অভদ্র হন তবে অন্যরা কেন ওনাদের প্রতি সুভদ্র হয়ে থাকবে? It goes both ways. What goes around comes around.
  • NRO | 165.124.84.35 | ২৮ আগস্ট ২০২৪ ২০:৫১529154
  • অরিন,  Ginsberg ওটা লেখার পরে এখানে দু জন ক্যাথলিক President হয়েছেন - JFK আর বর্তমান President Biden. Reagan was born Catholic too, though he later converted.  একবার ভাবুন তো Pres. Obama র বাবা ছোটবেলায় Kenya তে ছাগল চরাতেন তাঁর ছেলে যেমন করে মার্কিন President হলেন তেমন process বিশ্বের আর কোথাও সম্ভব কি না। Kamala Harris এর কথাটাও একবার ভাবুন। Clinton was a poor Southerner, born fatherless.  America is really a land of opportunity.
     
    আমি দু মাস আগেই Seattle এ গেছিলাম একটা Conference এ, downtown hotel এই ছিলাম।   It is a deep blue city. Police presence আগের চেয়ে অনেক কম দেখলাম।  এটা সত্যি আগের চেয়ে junkie বেশি দেখেছি কিন্তু, touch wood, অপ্রীতিকর কিছু ঘটতে দেখিনি। আসলে Floyd riots এর পর থেকেই blue city গুলোতে police enforcement is relaxed. Same in my city as well.
  • r2h | 165.1.172.196 | ২৮ আগস্ট ২০২৪ ২০:৩৭529153
  • মোটামুটি একমত। তবে টিকটিকি যেমন উপোসী কুমীর, বিজেপি আরএসএস তেমনই উপোসী নাজি। ওটা ঠিক রাজনৈতিক মত না।
     
    • lcm | ২৮ আগস্ট ২০২৪ ১০:১৫
    • ...পলিটিক্যাল সাপোর্ট বা আইডিওলজি - এটা খুব রিজিড না হয়ে, একটু ফ্লেক্সিবিলিটি, একটু ফ্লুডিটি - সেটা খুব খারাপ কিছু না। অর্থাৎ, আজ যে সিপিএম সমর্থক, কাল সে তৃণমূল, পরের দিন বিজেপি - ...
  • r2h | 165.1.172.196 | ২৮ আগস্ট ২০২৪ ২০:২৬529151
  • চীন আর আমেরিকার তুলনামূলক আলোচনায় মনে হল, তাহলে কি আজকের পৃথিবীতে মনে হচ্ছে একটুখানি সরকারের একচ্ছত্র ক্ষমতা উন্নতির পন্থা?

    আমি যদিও উন্নতি বা উন্নয়ন ব্যাপারটাকে খুবই পরিবর্তনশীল, বিক্ষিপ্ত, চঞ্চল ধরনের ব্যাপার মনে করি। আজ যা উন্নয়ন কাল তা না - গত কদিন অনেকে দেখলাম নদীবাঁধের ওপর খড়্গহস্ত - আজকে তাই বটে, কিন্তু শ'খানেক বছর আগেও কি তাই ছিল? এ অনেকটা স্কুলে লেখা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ রচনা লেখার মত, ব্যাপারটা আশীর্বাদই, তবে কাছাখোলা হয়ে গেলে চাপ।
    এই প্রসঙ্গটা যেমন পবতে গাড়ির কারখানা বনাম ছোট শিল্প বনাম কৃষি অর্থনীতি নিয়ে বারবার আসে।

    আমেরিকাকে লোকে সমাজতন্ত্রের শত্রু জ্ঞান করে কিন্তু আমার মত পাঁচপেঁচি অল্পশিক্ষিত লোকের কাছে ফ্রি স্কুল শিক্ষা, পাবলিক অ্যাকসেস কিন্তু মোটামুটি নিরাপদ পার্ক লাইব্রেরি এইসব খুব বালো জিনিস মনে হয়। কিন্তু আমেরিকানদের (পুরনো এবং নব্য, এমনকি ভিসাধারী এক্সপ্যাটও) অনেকের, এইরে সোশ্যালিস্ট কম্যুনিস্ট - এইরকম বাই দেখি।
    সেদিন তো এক সহকর্মী, বন্দুক থাকা কেন দরকার সে নিয়ে কী আবেগী বক্তব্য। আমি বললাম, আমি ঠিক পরিসংখ্যান জানি না, তবে আমেরিকাতে কজন বন্দুক থাকার কারনে আত্মরক্ষা করতে পেরেছে আর কজন বেঘোরে মারা গেছে একটু দেখো তো। সে বললো, ওসবে কিছু আসে যায় না, এখানে বন্দুক থাকতে পারে ভেবে ডাকাত গুন্ডোরা কম হামলা করে।

    আবার ভারতেও বিজেপি টু মাচ ডেমোক্রেসি নিয়ে ক্ষোভ দেখি। উত্তর প্রদেশে তো নাকি আবার বিল এসেছে, দেশবিরোধী কথা বললে পেয়াদা ধরবে।
  • @core committee | 2405:8100:8000:5ca1::23c:3463 | ২৮ আগস্ট ২০২৪ ২০:২৬529150
  • আরো স্পেসিফিক্যালি বললে, dcর পোস্ট এবং তারপরে @dcর ২৮ আগস্ট ২০২৪ ১৬:৪২ পোস্ট দুটোর কোনোটাতেই আপত্তিকর কিছু নেই। কিন্তু তারপরে ডট চারটে গাল দেওয়া পোস্ট করেছেন। ঐ চারটে পোস্টও ডিলিট করা হোক।
  • @কোর কমিটি | 2405:8100:8000:5ca1::32:fb60 | ২৮ আগস্ট ২০২৪ ২০:১০529149
  • গুরুর কোর কমিটির কাছে একটা প্রশ্ন করি। ১৮ঃ০৪ আর ১৭ঃ২২এর পোস্ট ডিলিট করা হল, কিন্তু ডটের গালাগাল দেওয়া পোস্টগুলো রেখে দেওয়া হল। কেন? ঐ দুটো পোস্টে চাড্ডিনী কথাটা ছিল বলে?

    আশা করি উত্তর দেবেন। কারণ এই ডট নামের মহিলা আরো অনেক খারাপ ভাষায় খারাপ কথা লেখেন, সেগুলো আপনারা মোছেন না, তাই জানতে চাইছি কি আপনাদের পলিসিটা কি? অচেনা লোককে পোটেনশিয়াল রেপিস্ট বলাটা আপনাদের পলিসিতে অ্যালাউড? সে পোস্টটা মোছা হয় না কেন?
  • r2h | 165.1.172.196 | ২৮ আগস্ট ২০২৪ ২০:০২529148
  • কাল আমেরিকা নিয়ে কথা হচ্ছিল দেখলাম, এই প্রসঙ্গে একটা জিনিস মনে হল - আজকাল, বিশেষ করে কোভিড পরবর্তী সময় থেকে আমেরিকান এম্ব্যাসিতে ভিসা ইন্টারভিউর স্লটের বিপুল কালাবাজারি হয় সেটা কেউ জানেন বা খেয়াল করেছেন? সে মানে একেবারে খোলাখুলি। লোকে ফেসবুকে বিজ্ঞাপন দেয় হায়দরাবাদে এফ ওয়ান ভিসার ইন্টারভিউ স্লট চান? আমাদের যোগাযোগ করুন, মাত্র পঁচিশ হাজার টাকা, বিফলে মূল্য ফেরত।
    কোন দালাল টাকা নিয়ে স্লট দেয়, কেউ আবার পরে টাকা।
    শুনেছি, সত্যাসত্য যাচাই করার উপায় নেই বা চেষ্টা করিনি, কেউ পরে টাকা দিতে অস্বীকার করলে নাকি ডিপোর্ট করিয়ে দেওয়ার ভয় দেখায়। স্বাভাবিক ভাবেই এসব সার্ভিস যারা নেয় তারা পরে আর এসব নিয়ে মুখ খোলে না।
    আর না হলে বিশাল ব্যাকলগ।
    লোকজন ২০২৬-এ বিশ্বকাপ দেখার জন্যে আসার প্ল্যান করছে, শুনলাম বি ভিসার জন্য ৫০০ দিন+ নাকি ওয়েটিং।

    এইটা আমার খুবই কৌতূহল - জিনিসটা কী করে হয়? আমেরিকা যেখানে সব দেশের সব খবর রাখে, এইটা জানে না তা বিশ্বাস করা মুশকিল।
  • dc | 2402:e280:2141:1e8:4c79:f92d:1411:85cb | ২৮ আগস্ট ২০২৪ ১৯:৩১529147
  • আপনি আমার (বা এলসিএমদার) পয়েন্টটা বুঝতে পারলেন না :-)  
     
    আর বিজেপি ভুল করেছে, এমন কোন পোস্ট কে করেছেন, কে করেনি, সেটা তাঁর ব্যাক্তিগত ব্যাপার। সেটা ক্রাইটেরিয়ন হওয়া উচিত না। 
  • @dc | 2405:8100:8000:5ca1::14f:fcb8 | ২৮ আগস্ট ২০২৪ ১৯:২৬529146
  • ডিসি, সেটা আপনার মনে হয়। অন্য কেউ এমনও লিখেছেন, ভদ্রভাবে, যে বিজেপি ভুল করেছে এমন কোনো পোস্ট কখনো দেখেননি এই যোষিতার কাছ থেকে। এখন কার সম্পর্কে কার কি ধারণা সে নিয়ে তো কিছু বলার নেই। সোস্যাল মিডিয়ার যে যে রকম পোস্ট করে তার ভিত্তিতে লোকে একটা ধারণা করে নেয়, এই পর্যন্ত। উনি যে লুকিয়ে হোটেলে রান্না করা আর রেপকে প্রায় সমার্থক করে দিলেন, সেগুলো আপনাদের চোখে পড়ে না? গুরুতে এই চেনা লোকের জিনিস চোখে না পড়ার ব্যাপারটা এতো প্রকট যে লোকে বেনামে গাল দিয়ে যায়।
  • dc | 2402:e280:2141:1e8:4c79:f92d:1411:85cb | ২৮ আগস্ট ২০২৪ ১৯:২৬529145
  • নানা এআই অবধি যেতে হবে না। শেমিং কাজ করবে বলেই মনে হয়, কারন এগুলো যারা করে তারা এখানে নিয়মিত আসাযাওয়া করে। 
     
    এবার টেকনিকালি কিভাবে করা হবে সে নিয়ে আমারও একটু ডাউট আছে। তবে একটা ওয়েবসাইট কোন ক্লায়েন্ট থেকে লোড হচ্ছে, কি ওএস, স্ক্রিন রেজোলিউশান, ইত্যাদি বেশ কিছু ডেটা সার্ভারে জমা পড়ে। সেই ডেটা দিয়ে হয়তো ম্যাচ করা যায়, যদিও তার মধ্যে খানিকটা আনসার্টেনটি থাকতে পারে। তাও, যদি একজন রেগুলার ইউজার আর একজন ট্রোল নিক এর তিন চারটে প্যারামিটার ম্যাচ করে যায়, তাহলে অনেক বেশী শিওর হওয়া যায়। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:e854:b9d3:16f0:6137 | ২৮ আগস্ট ২০২৪ ১৯:২১529144
  • ট্রোলদের জন্য কি শেমিং কাজ করবে? ব্লক করে তো টেকনিক্যালি খুবই মুশকিলের। এ আই মডেল লাগিয়ে কিছু পোস্ট করাই যাবেনা এরকম ব্যবস্থা হয়?
  • dc | 2402:e280:2141:1e8:4c79:f92d:1411:85cb | ২৮ আগস্ট ২০২৪ ১৯:১৮529143
  • ইন ফ্যাক্ট আরেকটা কথাও লিখি। এমনিতে লিখতাম না, তবে এলসিএমদা সকালবেলা কিছু পোস্ট করলেন, সেটা আমার কাছে ফুড ফর থট মনে হলো। এইজন্যই বলি, গুরুতে অনেক কিছু শিখি :-)
     
    "অর্থাৎ, সব মিলিয়ে একজন হাফ বিজেপি, হাফ কংগ্রেস হতে পারেন। কিছু পয়েন্টে আমি এই পার্টির এই জিনিস সমর্থন করি, কিছু ক্ষেত্রে অন্য পার্টির এই জিনিস সমর্থন করি" - এটা এক্কেবারে সঠিক কথা। কয়েকজন থাকেন কমিটেড সাপোর্টার, আর বেশীরভাগই খানিক এখানে, খানিক ওখানে, খানিক সেখান। কাজেই দীপচাড্ডির মতো কমিটেড সাপোর্টারদের ছাড়া বাকিদের চাড্ডি বলে দাগিয়ে দেওয়াটা ঠিক না। মাঝে মাঝে দেখি কে বা কারা &\ আর ঘোষিতাকে চাড্ডি বলে ট্রোল করে। আমার নিজের কখনো এরকম মনে হয়নি। এটা হয়তো আগেই লিখতে পারলাম, কিন্তু লিখিনি। আজ এলসিএমদার পোস্ট পড়ে মনে হলো, আগে না লিখে ভুল করেছি।   
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত