এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:ddc2:c20:c436:530d | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৪530343
  • 'শমীক বাবুরা সংবিধানে বিশ্বাস করেন কি? বদলে ফেললে আলাদা ব্যাপার'
    - ভাল বলেছ। সংবিধান বদলাতে খুবই আগ্রহ, তবে এ বারের নির্বাচনে ধাক্কা খেয়ে একটু সাবধানে খেলছেন 
  • aranya | 2601:84:4600:5410:ddc2:c20:c436:530d | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪২530342
  • 'ক্রাইম সিন্ তো আর আগের মতো থাকবেনা'
    - ক্রাইম সিন আন অল্টার্ড রাখা পুলিশের দায়িত্ব। প্রমাণ লোপাট একটা অভিযোগ, এখনও পর্যন্ত। সিবিআই নাকি তার ও তদন্ত করছে, ইন্টেশনালি প্রমাণ লোপাট করা হয়েছে কিনা 
    বেচারা সিবিআই যে আর কত তদন্ত করবে :-), কোন তদন্তেই কনভিকশন হয় না 
  • :( | 2405:8100:8000:5ca1::76:85dd | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪২530341
  • বিজেপির বাথরুমে হিসি! কি শুরু করেছে ডাক্তাররা! এরপর তো বিজেপির ছেলেকে বিয়ে করবে! বিজেপির লোকের সঙ্গে ধোপা নাপিত শেয়ার করবে!
  • হিজি-বিজ-বিজ | 2603:8000:a403:4186:4e1d:2d03:503f:26fd | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৯530340
  • - হিজি-বিজ-বিজ, তুমি ভারতের সংবিধানে বিশ্বাস কর এবং দেশকে টুকরো টুকরো করতে চাও না, ঠিক তো ? 
    শমীক বাবুরা সংবিধানে বিশ্বাস করেন কি? বদলে ফেললে আলাদা ব্যাপার।  
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৭530339
  • অডিও ক্লিপে দুজন গ্রেপ্তারও হয়েছেন। একজন কলতান দাশগুপ্ত। সিপিএম নেতা। 
    এখনও ভুয়ো ক্লিপ বলে কোনো বিবৃতি আসেনি। রাতে হলেও খবরটা অবশ্য এই এল। দলের নেতারা এখনও খোঁজ পাননি হতে পারে।
  • হিজি-বিজ-বিজ | 2603:8000:a403:4186:4e1d:2d03:503f:26fd | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৭530338
  • @অরণ্যদা, অল্টারড কথাটার সুষ্পস্ট ব্যাখ্যা করা মুশকিল। সিবিআই নিজেরই ৫ দিন পর এসেছে। তার মধ্যে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে। তো ক্রাইম সিন্ তো আর আগের মতো থাকবেনা এ তো স্বাভাবিক। সেটাকেও অল্টারড বলা চলে। বরং ডাক্তারদের আইনজীবী প্রমান লোপাট / প্রমাণ ধ্বংস করেছে বলাতে বিচারপতি বলেন "প্রমাণ ধ্বংস খুব একটা জোরালো শব্দ। সাবধানে ব্যবহার করবেন।"
  • aranya | 2601:84:4600:5410:ddc2:c20:c436:530d | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৬530337
  • আইন জানি না, তবে অরিত্র ঠিকই লিখেছ, মনে হয়। জুনিয়র ডাক্তার রা রাজ্য সরকারের কর্মচারী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আইনত রাজ্য সরকারই নিতে পারেন। 
    সুপ্রীম কোর্ট সুরক্ষা দেব বা দেব না - এসব বলতে পারে, কিন্তু রাজ্যের ডাক্তার-দের কোন 'আদেশ' দিতে পারে না 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২530336
  • আন্দোলন করা বন্ধ করতে নির্দেশ দিতে পারেননা। কিন্তু কর্ম তো একটা চুক্তি। সেই নিয়ে নির্দেশ দিয়েছেন। বস্তুত কোর্টের রায়ে আছে, কাউকে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া যাবেনা। 
  • অরিত্র | 103.77.139.135 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৯530334
  • সুপ্রিম কোর্টের ডাক্তারদের প্রতি অনুরোধটা এইরকম — যারা বলেছিলেন ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যেন না নেওয়া হয় এবং নিলে তারা সুরক্ষা দেবেন। কেউ চায় নি, সুপ্রিম কোর্ট নিজেই স্বযাচিত হয়ে বলেছিলেন। এরপর বললেন অমুক তারিখের অমুক ঘণ্টার পর আর সুরক্ষা দিতে পারব না। এই। এর বাইরে কিছু নেই।
     
    ডাক্তাররা কদিন আন্দোলন করবেন কোন শর্তে সেটা একান্তই তাদের ব্যাপার আর তার ওপর রাজ্যে কোন পদক্ষেপ নেবে, আইনত নিতে পারে, সেটাও তারা জেনেই এগোচ্ছেন। তবে ডট ঠিক বলেছেন, এই মুহূর্তে ডাক্তারদের ওপর কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা মমতার নেই। ওদের বিরুদ্ধে, মানে নিজের সরকারেরই ছোট বাচ্চা ডাক্তারদের বিরুদ্ধে, যুদ্ধে নামতে পারেন, তাদের বদনাম করার চেষ্টা করতে পারেন তার বেশি নয়।
  • | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:২১530333
  • আরে সল্লেকে যথেষ্ট সংখ্যক  বাথরুম করার জায়গা আছে।  পয়সা দিয়ে সুলভ আছে পয়সা ছাড়া ফ্রিও আছে। 
    বিজেপী আপিসে বাথরুমে গেছে ইয়ে বাত কুছ হজম নেহি হুয়ি। 
     
    আর আন্দোলন অরাজনৈতিক নয় তো। অদলীয়। কোন রাজনৈতিক দলকে  তাদের দলীয় সিম্বল সহ ওঁরা ঘেঁষতে দেবেন না।
  • aranya | 2601:84:4600:5410:ddc2:c20:c436:530d | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৮530332
  • 'যা হোক ,কলকাতায় বিনিপয়সার একটা পাবলিক টয়লেট এর হদিশ জানা গেলো | নেক্সট টাইম ট্রাই করবো'
    - হিজি-বিজ-বিজ, তুমি ভারতের সংবিধানে বিশ্বাস কর এবং দেশকে টুকরো টুকরো করতে চাও না, ঠিক তো ? শমীক বাবু বলেছেন, বিজেপি অফিসের টয়লেট ব্যবহার করতে হলে, এই দুটো টেস্টে পাস করতে হবে :-)
  • অরিত্র | 103.77.139.135 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৭530331
  • আরে, কাল রাতভর খুব ফোঁস ফাঁস হয়েছে তো! 
     
    আচ্ছা সৈকত বললেন সুপ্রিম কোর্ট "আদেশ" দিয়েছেন ডাক্তারদের, সুপ্রিম কোর্ট এইরকম আদেশ দিতে পারেন নাকি, কে কোথায় কতক্ষন আন্দোলন করবে? উনি "অনুরোধ" বা "পরামর্শ" বলতে গিয়ে আদেশ বললেন না তো?
  • অরিত্র | 103.77.139.135 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৪530330
  • ডিসি, তাহলে বিজেপির অফিসে হিসি করা খারাপ না ভালো? প্রথমে বললেন খুব খারাপ হয়েছে আর তারপরে বললেন কলকাতায় আসলে আপনিও হিসি করতে যাবেন। আমি ঘেঁটে গেলুম।
  • হিজি-বিজ-বিজ | 2603:8000:a403:4186:4e1d:2d03:503f:26fd | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২530328
  • @অরণ্য দা প্রমাণ লোপাট হয়েছে এমন তো সিবিআই ও দাবী করেনি। 
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:a403:4186:4e1d:2d03:503f:26fd | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০530327
  • বোতিনদা অনেকদিন পরে যে! কেমন আছো?
  • aranya | 2601:84:4600:5410:ddc2:c20:c436:530d | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৭530326
  • 'ডাক্তাররা বিকাশবাবুর মতোই সিবিআই এর প্রতি সফট'
    - এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সিবিআই তেড়ে লোকেদের জেরা করছে, ৩ ডি ইমেজ, পলিগ্রাফ টেস্ট হেনা তেনা করছে, এই পার্টিকুলার কেসে সিবিআই-এর প্রতি হার্ড স্টান্স , এখনই ডাক্তার রা নেবেই বা কেন? 
    অন্যদিকে কলকাতা পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ -প্রমান লোপাট, যে হাসপাতালে খুন হল সেখানেই ময়না তদন্ত, সাত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া যাতে দ্বিতীয়বার ময়না তদন্ত করা না যায়, ফটো শপ করা ইঃ প্রঃ। রাজ্যের মুখ্যমন্ত্রী র কোন বিশ্বাসযোগ্যতা নেই , তিনি  খুনের পর দিনই একজন সিভিক ভলান্টিয়ারের ফাঁসীর দাবি তোলেন , যেটা হতেই পারে আসল দোষীদের আড়াল করার জন্য। এত দুর্নীতি, তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তিরা সিন্ডিকেট চালাচ্ছেন, আর দিদি কিছু জানেন না, এটাও বিশ্বাসযোগ্য না। 
    কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার সরাসরি দুর্নীতির সাথে যুক্ত, এমন ভাবার কারণ আছে। তাদের প্রতি নরম হওয়ার কোন প্রশ্ন আসে না 
  • aranya | 2601:84:4600:5410:bcb5:853a:7d17:a0f0 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৪530325
  • আর এস এস -এর গ্যাদারিঙে গেলে তাদের মঞ্চ থেকেই তাদের গুজরাত দাঙ্গার জন্য নারীঘাতক, শিশুঘাতক বলা যায়, তাদের নেতা নেত্রীদের মুখের ওপর। 
    অমন সুযোগ আবার এলে আবারও যাব এবং তাদের কাঠগড়ায় দাঁড় করাব। তবে ব্যাপারটা রিস্কি, নিজের এবং পরিবারের সদস্যদের ক্ষতির সম্ভাবনা থাকে। তা হোক।
  • | 2409:40e0:105c:ba7b:8000:: | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪১530324
  • ভুল পর্যবেক্ষণ।  অরণ্য  দা আদৌ বিজেপি  মনোভাবাপন্ন  নন। সেই  ২০০৭ থেকে  দেখে আসছি। যা হোক বললেই  হল নাকি? 
  • :|: | 174.251.163.15 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৯530323
  • ৯টা 33: "এটা রাজনৈতিক বেছে নেওয়া। ... সেক্ষেত্রে দেখা করতে যাবারই মানে নেই।" বড়ো হাতের ক্ক।
    হয়তো ভেবেছে কেন্দ্রীয় গৌমাতারা লোকালের চেয়ে বেটার। লোকালে বাথরুম করা পর্যন্ত ঠিকাছে। সেন্ট্রালের জন্য ইমেল করা লাগবে।  
  • পাপাঙ্গুল | 49.36.144.244 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৯530322
  • আমার মনে হয় আলোচনা না করেও দাবীমত কয়েকজন আমলাকে সরিয়ে নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা পরের দিনের শুনানিতে হলফনামা দিয়ে জানালে এমনিই এই অবস্থান বিক্ষোভ উঠে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করতে চাইছেন না। 'জনতার স্বতঃস্ফূর্ত ভোটে' বারবার জিতে আসা শাসকের এরকম আমলা নির্ভরতা অন্য কিছুর ইঙ্গিত দেয়। 
  • dc | 2402:e280:2141:1e8:7843:df7:4f98:4ee4 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৫530321
  • আবারও বলি, অরণ্যদাকে আদৌ আমার সেরকম মনে হয়নি। 
  • আহা | 2405:8100:8000:5ca1::f4:a13a | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৩530320
  • আহা, ডিসি কি ভুলে গেলেন এই অরণ্য RSSএর গ্যাদারিঙে যান, সেটা ঠিক রোদন করতে মনে হয় না। মানছি উনি যোষিতার চেয়ে অনেক ভদ্র সভ্য, তবে ঐ আর কি।
  • :|: | 174.251.163.15 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৮530319
  • ৯টা পাঁচের লাস লাইনের প্রেক্ষিতে -- কেউ কি জানেন পুজোর চারদিন রাতে বিজেপির আপিস খোলা থাকবে কিনা? কোনও নেতানেত্তিরি লাগবেনা। শুধু দরজা খোলা থাকলেই চলবে। ঠাকুর দেখতে বেরিয়ে একটি সম্যক ঝামেলার নিবিত্তি হয়। 
  • dc | 2402:e280:2141:1e8:7843:df7:4f98:4ee4 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৬530318
  • "আপনি কল্পনা করতে পারছেন, মোদীর সঙ্গে মিটিং এর শর্ত রাখা হচ্ছে, লাইভ স্ট্রিম করতে হবে?"
     
    ঠিক এইটাই তো আমি কাল সারাদিন ধরে কল্পনা করার চেষ্টা করেছি! যে পুরো জীবনে একটা আনস্ক্রিপটেড ইন্টারভিউ দেয়নি, করণ থাপারের ইন্টারভিউ থেকে পালিয়ে বেঁচেছিল, তার সাথে লাইভস্ট্রিম! laugh
     
    তবে লাইভস্ট্রিম এর আইডিয়াটা ভালো। সরকারপক্ষ থেকে অনেক সময়েই আন্দোলনকারীদের আলোচনার জন্য ডাকা হয়, সেগুলো সাইভস্ট্রিম করা উচিত। আমি তো কল্পনায় দেখতে পাচ্ছি, যোগীবাবা কৃষকদের সাথে আলোচনায় বসেছে, লাইভস্ট্রিম হচ্ছে, আর ধারেকাছে একটাও বুলডোজার নেই। 
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৩530317
  • ডাক্তাররা বিকাশবাবুর মতোই সিবিআই এর প্রতি সফট। এখনও পর্যন্ত একটাই মিছিল হয়েছে সিবিআইকে নিয়ে। সেখানে কোনো ব্যারিকেড সরানোর দাবী হয়নি, সবাই মিলে যাবার দাবী হয়নি। এমনকি দ্রুত বিচার চাই বলে দাবীও করা হয়নি। দুই-তিন জনের ডেলিগেশন গিয়ে সন্দেহভাজনদের তালিকা জমা দিয়ে এসেছেন। 
     
    ফলে কেন্দ্রের  প্রতি নরমত্ব আলাদা করে কিছু বেরোলো এমন না। হতেই পারে, সাংবিধানিক প্রধান, এজেন্সি ইত্যাদির উপর সম্মান দেখানো প্রয়োজন ভেবেছেন। কিন্তু সাংবিধানিক কোণ থেকে ভাবলে মুখ্যমন্ত্রীও তো রাজ্যের প্রধান। আপনি কল্পনা করতে পারছেন, মোদীর সঙ্গে মিটিং এর শর্ত রাখা হচ্ছে, লাইভ স্ট্রিম করতে হবে? পারবেন না। ফলে এটা রাজনৈতিক বেছে নেওয়া। তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে দেখা করতে যাবারই মানে নেই। 
  • &/ | 107.77.237.155 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১২530316
  • তৃ  প  বু  ভূ  আমলের আন্দোলন ... তখন  বেশ ...
     
  • dc | 2402:e280:2141:1e8:1147:e92c:aebe:8bf2 | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৫530315
  • ব্রতীনবাবু, মনে আছে, লাস্ট মোমেন্টে কাজ পড়ে গেছিল বলে তোমাদের সাথে দেখা হয়নি। আবার গেলে অবশ্যই যোগাযোগ করবো। 
     
    আর হ্যাঁ, বিজেপির অফিসে গিয়ে একবার বাথরুমও করে আসবো cheeky
  • | 2409:40e0:105c:ba7b:8000:: | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০১530314
  • ডিসি সেবারে কলকাতা য় ঠেক টা শেষ অবধি  হয়ে উঠল না। তুমি এলে বোলো। এখানে আমি,  PM, শিবাংশু দা, লামা প্রভৃতি  ইত্যাদি  রা অলরেডি আছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত