এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৯৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.21 | ১৯ জুন ২০১১ ১৩:৪২479312
  • হাওড়া স্টেশনে ঝাড়ুর কথা লিখলেই আবার রে রে করে তেড়ে আসবেন পরিবর্তনপন্থীরা। রেল নিয়ে কিছু সমালোচনা মানেই দিদিকে গাল দেওয়া। কিন্তু ঝাড়ুটা দেবে কে? কেন্দ্রীয় সরকার থেকে কড়া নির্দেশ আছে লোক নিয়োগ কমানোর জন্য। দিদির রেলের ভিসন ডকুমেন্টেও এই কথা জ্বলজ্বল করছে। কাজেই চাকরী দেওয়ার ঢপ দিচ্ছেন যিনি তিনিই লোক কমানোর কথা বলছেন। ইদিকে রেলের নর্দমা পরীক্ষা করার এক্ষপার্ট এখন উচ্চশিক্ষামন্ত্রী। কাজেই সেখানেও লোক নেই। তার ওপরে সমস্যা হচ্ছে যে স্টেশনের শশা বা পেয়ারাওয়ালার কেশটির ডগা স্পর্শ করার ক্ষমতা মুকুল রায় তো দূরস্থান দিদিরও নেই কেননা ৭% স্যুইংকে চোখের মণির মত রক্ষা করতে হবে। কাজেই JU-র মিলনের ঢপের চেয়েও
    সরেস ""বিশ্বমানের স্টেশন""-এর ঢপটি আপাতত: হিমঘরে - ঘোর তৃণমূলীরাও এই নিয়ে উচ্চবাচ্য করেনা আর।

    পরিবর্তনের লিস্টে এসকল আলোচনাই থাকবে বলে আশা করেছিলাম। কিন্তু.....
  • til | 124.168.3.190 | ১৯ জুন ২০১১ ১৩:৪৭479323
  • এইরে সেরেছে, আমি চীন নিয়ে তঙ্কÄকথা বলি নাই। উহাদের manufacturing base এর কথা বলিতে চাহিয়াছি মাত্র। আমিনিতান্তই পাতি পাবলিক। নো ক্লেম টু তঙ্কÄ অর ফান্ডা অর এনিথিং। পাতি মীনস পাতি।
    শস্তা মেড ইন চায়না খেলনা বলতে আমরা থু: থু:করি, কিন্তু তা তৈরী করতেও প্রযুক্তি, স্কিল লাগে। ভাবুন তো ঐ ডাই গুলো তো বানাতে হয়েছে!

  • til | 124.168.3.190 | ১৯ জুন ২০১১ ১৪:০১479334
  • নাহ পিটিবাবু আপনার সব কিছুতেই রাজনীতি। ঝাড়ুর প্রসঙ্গেও আমি টেকনলজির কথাই বলেছি। মুশকিল তো সেখানেই, এ বুধুয়া, এই বিশে যা, ঝাড়ু দে এই অ্যাটিটিউড থেকে বেরিয়ে না আসলে কিছুই হবে না। লোক্যাল ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতা আছে? শসা ওয়ালারা মান্ধাতা আমলের peeler ব্যবহার করে দেখেছেন? Efficiency, productivity সেখানেও প্রযোজ্য নয় কি? সেটাও তো ইকনমিক অ্যাক্টিভিটি, কি বলেন?
    এই ২১শ শতাব্দীতেও লোকে ইঁদুর মারার কল, ঝাড়ু (mop এবং বক্ষবন্ধনীও পেটেন্ট নেয় লক্ষ ডলার খরচ করে! আবিষ্কার সুধু নতুন কম্পুটার প্রোগ্রাম বা ভায়াগ্রাতে সীমাবদ্ধ নয়।
  • PT | 203.110.243.21 | ১৯ জুন ২০১১ ১৪:০২479345
  • কিন্তু তত্ব ছাড়া তো এইসব আলোকবর্ষের দুরত্ব ব্যাখ্যা করা যায় না। উত্তর ইউরোপের একটি দেশে ঝাড়ুদারদের "শেখানো"" হত যে কোন angle-এ লাঠির মাথাটি ধরলে মেঝে সহজে "মপ" করা যায়। বিস্তর বাংলাদেশী বন্ধু শিক্ষাকেন্দ্র থেকে ফিরে এইসব জ্ঞানদান করতেন। কিন্তু সে সবও তো সম্ভব হয়েছিল সোসাল ডেমোক্রাটদের রাজনৈতিক অবস্থানের কারণে। যে মানুষটি কোনোদিন পাকা টয়লেট ব্যবহার করেনা তাকে টয়লেট পরিষ্কার রাখা বা হাইজিন ব্যাপারটা বোঝানো যায়? কাউকে পিছনে ফেলে রাখলে সে সবাইকে পিছনেই টানবে সেকথা এদেশের এক বুড়ো তো বহুদিন আগেই বলেছিলেন। আমরা কেউ তার কথা শুনিনি বলেই তো এই হালৎ!!
  • PT | 203.110.243.21 | ১৯ জুন ২০১১ ১৪:১০479356
  • গতকালই আড়াই ঘন্টা লোকাল ট্রেনে চড়ে ফিরেছি। আগে মাঝেমধ্যেই ট্রেনে চড়তাম - গত দুবছর গড়ে সপ্তাহে দুদিন করে ঐ আড়াই ঘন্টার দুরত্ব অতিক্রম করছি লোকাল ট্রেনে। শশা-ডাব-পেয়েরা বিক্রেতা, ভিখিরি, তৃতীয় লিঙ্গের মানুষ, ছানা ব্যবসায়ী, অন্ধ গায়ক ইত্যাদি এবং ঢপবাজ রেলমন্ত্রীদের ওপর বিস্তর অভিজ্ঞতা অর্জন করেই চলেছি।
  • til | 124.168.3.190 | ১৯ জুন ২০১১ ১৬:১৮479367
  • পিটিবাবু,
    সমস্যাটা কোথায় জানেন? আমাদের mindset ই আমাদের দুর্দশার কারণ। রেলমন্ত্রী কি ঈশ্বর? কাজ বা অ্যাটিটিউড বদল আমাদেরই করতে হবে। সিভিল ইঞ্জিনীয়ারিং ডিপারে্‌ট্‌মন্টের পাশেই অমন অমানুষিক কাজ হচ্ছে তার প্রতিবাদ কেউ করেনি কারণ ঐ শ্রমিক তাদের কেউ নয়, ওরা সভ্যতার পিলসুজ মাত্র। নিজেরটা হলেই হলো। রেলমন্ত্রী কি করবেন যখন আমি আপনি হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কমপার্টমেন্টের বাথরুমে হিসু বা হাগু করবো, যেটা কিনা বারণ! হাওড়া স্টেশন পূতিগন্ধময় কারণ রেলমন্ত্রী ঢপবাজ? অদ্ভুত যুক্তি।
    লাল, সবুজ চশমা খুলে সমস্যার গভীরে যান।
    আমিও তাই মাঝে মাঝেই ভাবি এইসব নিয়ে আর ভাববো না, আমাদের পোড়া দেশের কোনদিনই কিছু হবে না, মিথ্যাই কষ্ট পাওয়া।
    বু বাবু করাত বাবুরাই সুখে থাকুন, নিভৃতে কাঁদুন নন্দনে গিয়ে।
  • til | 124.168.3.190 | ১৯ জুন ২০১১ ১৬:২১479378
  • ভুঁড়িদাস লেজ তুলে হাওয়া?
  • PT | 203.110.243.23 | ১৯ জুন ২০১১ ১৯:৩৪479389
  • ১। "রেলমন্ত্রীদের" লিখেছি, কাজেই কোন একজন রেলমন্ত্রীর কথা বলিনি।
    ৩। ""ঢপবাজ"" রেলমন্ত্রী তিনিই যিনি সমাজ, জীবিকা কোন কিছুরই বদলের কথা না বলে শুধু হাওড়া স্টেশনকে বিশ্বমানে উন্নিত করার কথা বলেন। এইখানেই রাজনীতির আলোচনা না চাইলেও চলে আসে।
    ৪। স্টেশনে টয়লেটের ব্যবস্থা করার দায়িত্ব রেলের। সেসব ঠিক ঠিক না থাকলে সবাই বাবা রামদেব নয় যে সব ইন্দ্রিয়দ্বার রুদ্ধ করে রাখতে পারবে। স্বভাবত:ই মহিলা যাত্রীদের অবস্থা আরও করুণ।
    ৫। বু-বাবুরা কেন কলকাতাকে লন্ডণ করা যাবে না তাই নিয়ে বিস্তর বক্তব্য রেখেছিলেন। বোঝাই যাচ্ছে প্ল্যাট্‌ফর্মে হাগু-হিসু করা মানুষেরা তাঁর ব্যাখ্যা মানেনি। দিদির প্রস্তাবটাই তাঁদের কাছে অনেক বেশী যুক্তিযুক্ত মনে হয়েছে।
    ৬। সিভিলের লোকেদের কেঁদে কোন লাভ নেই কেননা দিল্লীর নির্দেশে সমস্ত কেন্দ্রীয় সংস্থাতে লোক কমানো বাধ্যতামূলক করা হয়েছে। কারণ মনমহোন-প্রণব-মন্টেক সভ্যতার পিলসুজদের ব্যবহার করে তাদের বন্ধুদের আর্থিক সমৃদ্ধি বাড়তে চায়। তাতে কিছু ছেলে সিলিকোসিসে মরল না বাঁচল তাতে কিই বা আসে যায়। (আবার রাজনীতি!!)

    তবে যে দেশের বেশীর ভাগ ভোটার সাম্যবাদের বিরুদ্ধে ভোট দেয় সেই দেশের মানুষেরা এবং তাদের সন্তান সন্ততিরা আদি অনন্তকাল প্ল্যাটফর্মেই হাগু-হিসু করবে আর সিলিকোসিসে মরবে।
  • aka | 24.42.203.194 | ১৯ জুন ২০১১ ১৯:৩৬479400
  • বলছিলাম কি আর একটা তৃপবুভু সিরিজ খুললে হয় না?
  • siki | 122.162.75.163 | ১৯ জুন ২০১১ ২১:৩১479412
  • আমার ঝাঁকিদর্শন --

    হাওড়া স্টেশন ভারতের বাকি মেট্রো স্টেশনের যে কোনও স্টেশনকে গুনে গুনে দশ গোল দেবে, মুম্বই ভিটি বাদে অবশ্য।

    অনেকদিন বাদে হাওড়ায় গিয়ে দেখলাম
    ১। ব্যাটারি চালিত ড্রাইভার অপারেটেড ঝাড়ু মেশিন স্টেশন পরিষ্কার রাখছে।
    ২। ব্যাটারি চালিত প্রচুর গাড়ি রাজধানী ও অন্যান্য দূরপাল্লার গাড়িতে খাবার তুলছে, চলতে অক্ষম লোকেদের, বুড়োদেরও নিয়ে পৌঁছে দিচ্ছে কামরার সামনে।
    ৩। নিউ কমপ্লেক্সে যাবার জন্য আগে সিঁড়ি ভাঙতে হত, তারপর লম্বা ব্রিজ পেরিয়ে আবার সিঁড়ি ভেঙে নিচে নামতে হত। ব্রিজের দৈর্ঘ্য ছোটো করা যায় নি, তবে এসক্যালেটর লেগেছে দুদিকে।
    ৪। লাটফরম সমস্তই পরিষ্কার, মানে, আমার দিল্লির স্টেশনের নোংরা দেখে অভ্যেস তো, তবে জনসংখ্যার বিপুল চাপ, লাটফরমের খালি মেঝে প্রায় দেখাই যাচ্ছে না।
    ৫। অন্তত রাজধানীর লাটফরমে সমস্ত হুইলার সমস্ত কেক বিস্কুট চা কফি কোলডিরিং-এর সঠিক দাম নিচ্ছে। দিল্লিবাসী কাউকে এ কথা বললে সে আমাকে দিল্লির সবচেয়ে বড় ঢপবাজ শিরোপা দেবে।

    দুর্ভাগ্যক্রমে রাজধানীতে আমার সহযাত্রী হয়েছিল একটি বাচ্চাসমেত ফ্যামিলি, যারা সম্ভবত খুব ইন্টিরিয়র কোনও গ্রামের জনতা। বাঙালিই। শুরু থেকেই আধখাওয়া পাঁউরুটি মাটিতে ফেলে দেওয়া, চায়ের কাপ নিচে উল্টে দিয়ে চা ছড়ানো, স্যান্ডুইচের প্যাকেট নিচে ফেলে দেওয়া, মানে যত রকমের নোংরামো সম্ভব করে চলেছিল। ছেলেটা তিন বছরের বাচ্চা, তাকে আমাদের সামনেই ন্যাংটো করিয়ে ডিনারের প্লেটের ওপরে ডায়াপার রেখে প্যান্ট বদলে তরপর সেই ডায়াপার পরানো ... ন্যাচারালি আমার শহুরে চোখে অত্যন্ত অস্বস্তিকর ঠেকছিল, স্পেশালি, সঙ্গে মেয়ে ছিল, সে একা একা বড় হচ্ছে, প্রায় সমবয়েসী কোনও ছেলেকে ন্যাংটো অবস্থায় এর আগে দ্যাখে নি :-) আমিও কী আর করব, নজর সরাবার জন্য মোবাইলে আইস এজ চালিয়ে দিলাম।

    ক্লাইম্যাক্সটি ঘটল নটায় ডিনার দেবার মুহূর্তে। সারাসন্ধ্যে দস্যিপনা করে বাচ্চা ছেলেটা ডিনারের প্লেট আসার দু সেকেন্ড আগে গুছিয়ে বমি করল সিটের ওপর। আর বসে থাকা গেল না। যাই হোক, রাজধানীর লোকেরাই সাহায্য করল জায়গাটা পরিষ্কার করতে, সঙ্গে মেঝে পরিষ্কার করতে এসে দু-কথা শুনিয়ে গেল, এইভাবে কেউ জায়গা নোংরা করে? খাবার জিনিস তো প্লেটেই জড়ো করে রাখতে পারেন, আমরা পরে সরিয়ে নিতে পারি। ... লোকটা বোধ হয় জীবনে প্রথম পরিচ্ছন্নতার বিষয়ে এমন জ্ঞান শুনল।

    যাই হোক, রাতে খেতে বসে আরশোলা এবং ইঁদুরের দর্শন না-হয় বাদই দিলাম, সে-সব ঘেন্না জয় করেছি বলেই তো রাজধানীতে চড়েছি, সেই জন্যেই তো ভারতে আছি।

    সকালে ব্রাশ করতে গিয়ে দেখি, লোকটা তার তিন বছরের ছেলেকে টয়লেটের সামনে দাঁড় করিয়ে ব্রাশ করাচ্ছে, আর ছেলেটা থু-থু করে টয়লেটের সামনে মেঝেতেই ফেনামেশানো থুতু ফেলছে। সামনেই ওয়াশ বেসিন, কোলে তুলে সেখানেও ব্রাশ করানোই যেত।

    এইবারে গেল মাথাটা গরম হয়ে। খানিক যা-নয় তাই বললাম লোকটাকে। তা লোকটা একেবারেই গাঁয়ের লোক, অর্ধেক কথা বোধ হয় বুঝলই না, কেমন মরা-মরা চোখে আমার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে চলে গেল ভেতরে। বাথরুমের সামনেটা নোংরাই হয়ে রইল।
  • nyara | 122.172.18.228 | ১৯ জুন ২০১১ ২২:২৩479423
  • ব্রিলিয়ান্ট, পিটিবাবু, ব্রিলিয়ান্ট। অর্পিতা ঘোষের আর কোন ভাল নাটক দেখেননি বলে 'পশুখামার' বকলমে পরিচালনা হয়ে গেল, যদিও বলছেন সেটিও 'মেঠো' নাটক (খারাপ অর্থেই, ধরে নিচ্ছি)। অর্পিতা ঘোষের পরিচালনায় আর কি নাটক দেখেছেন? 'দু:সময়' বুদ্ধবাবুর 'বকলমে' রচনা? বা ধরুন রবীন্দ্রলাল মৈত্রের 'মানময়ী গার্লস স্কুল'? অনিন্দিতা সর্বাধিকারীর ছবিগুলো? 'বসে আঁকো' বেরোবার আগে কি সুমনের 'তোমাকে চাই' আপনার খাতায় 'বকলমে' ছিল? অথবা ধরুন 'চতুরঙ্গের' আগে 'হারবার্ট' দেখে কি বলেছেলেন সুমন মুখুজ্জে বকলমে 'হারবার্ট' বানিয়েছে!

    শম্ভু মিত্র সম্বন্ধে আপনি লিখেছিলেন 'কংগ্রেস উৎপল দত্তকে বা বামেরা শম্ভু মিত্র কোল দেবেনা, এ জানাই কথা।' এখন বলছেন 'একাকী মানুষটি বাম বা ডান কোন সরকার দ্বারা নিয়োজিত হয়ে কোন কমিটির দায়িত্ব সামলাবেন সেটা ভাবাও বাতুলতা।' - দুটো এক ভাবনা নয়, সেটা আশা করি আপ্নিও বোঝেন। আপনার প্রথম উক্তিটি নিয়ে আমার প্রশ্ন। তার জবাব এখনও পাইনি।
  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১০:৪৬479445
  • আমি শুনেছি, ইউএসএ, কানাডা, ইউরোপে, সিঙ্গাপুরে, অস্ট্রেলিয়া জুড়ে রাস্তাঘাট প্লায়টর্ফম এসব নাকি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এসব যায়গায় কখনো যাই নি। ওয়াকিবহাল মানুষেরা জানাবেন এ কি সইত্য??
    সইত্য হলে জানাবেন সাম্যবাদীরা সেখানে কতো ভোট পায়!!
  • PT | 203.110.243.23 | ২০ জুন ২০১১ ১১:২৯479456
  • @nyara
    I think I am entitled to my opinion--আপনার মন্‌পসন্দ না হলেও। লক্ষ্য করেছেন কিনা জানিনা আমি শাঁওলি বা ব্রাত্যর নাট্যকর্ম সম্পর্কে একটিও বিরূপ মন্তব্য করিনি যদিও তাঁদের রাজনৈতিক অবস্থান আমার কাছে চরম সুবিধাবাদী বলে মনে অয়। আপনার যদি মনে হয় অর্পিতা ব্রিলিয়ান্ট এবং অরিজিনাল তাতে আমার কোন অসুবিধে নেই। হয়ত একদিন প্রমাণিত হবে আপনিই ঠিক আর আমিই ভুল। অথবা এমনও হতে পারে যে ""ঊঠন্তি মূলো পত্তনেই চেনা যায়" - যেমন গৌতম হালদারের মেঘনাধবধ কাব্য দেখেই তাঁর দক্ষতা টের পাওয়া গিয়েছিল। গৌতমকে বিখ্যাত হওয়ার জন্য তাঁর পরিচালিত নাটকটি সারাদিন ধরে তারানন্দে দেখাতে হয়নি।

    শম্ভু মিত্র মানুষটিকে সাদা বা কালোতে আলোচনা করা যায়না - করতে পারলে আপনার ব্যাপরটা হৃদয়ঙ্গম করতে সুবিধে হত বুঝতে পারছি। আপনি আলোচনাটাকে মোহোনবাগান-ঈস্টবেঙ্গল ছকে ফেলতে চাইছেন যেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি যে দুটি বাক্য লিখেছি দুটিই ঠিক - কোন ক¾ট্রাডিকশন নেই। বাম সরকারের সঙ্গে শম্ভু মিত্রের সম্পর্ক মোটেই ভাল ছিলনা সেকথা সর্বজনবিদিত। এই সহজ ব্যাপারটা আপনি কেন বুঝতে পারছেন না সেটা আমার মাথায় ঢুকছে না। মানুষটি প্রতিবাদি এবং জটিল ছিলেন - তাই কারো সঙ্গেই খুবএকটা বনিবনা হয়নি:

    1. He did not have much faith in institutional learning and discontinued his education in St. Xavier’s College.

    2. In 1939 he came in contact with the celebrated actor Bhumen Roy, who initiated his entrance in Rangmahal Theatre. ......In 1941 he left Rangmahal and went in to join Minerva Theatre.

    3. But after a few months he withdrew himself from the theatre.....

    4. This led to his participation in Natyaniketan Mancha.....This initiative did not continue for long, and was closed.

    5. ...1943, he joined Antifascist association for Writers and Artists.

    6. ....Year 1947, he distanced himself from IPTA ,

    7. He went on to form a theatre group named “Ashok Majumder O Somprodaye”

    8. Bohurupee the theatre group was born in 1950, .... Mitra resigned from Bohurupee in 1968 due to organizational squabble.

    9. He had the prophetic idea of establishing a National Theatre Auditorium; with the vision in mind he crafted an association “Bangla Natmancho Protistha Somiti”. The then government was unable to provide a construction site and enough land suitable for a theatre auditorium.
    http://noutonkikolkatatheatre.blogspot.com/2009/02/sambhu-mitra.html


    কোন সরকার এই ধরনের একজন মানুষের কাঁধে কোন কমিটির দায়িত্ব চাপাবে?
  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১১:৪৩479467
  • অর্পিতা ঘোষ নিশ্চই বিশ্বমানের নাট্য নির্দেশক নন। দলটার নাম যখন পঞ্চম বৈদিক তখন শাঁওলী মিত্র পরিচালনার কাজে সহায়তা করতেই পারেন। তাতে কি করে প্রমাণ হলো যে পশুখামার, ঘরেবাইরে, হযবরল এরকম আরও প্রায় ১০টি নাটক অর্পিতার বকলমে পরিচালনা।
    এট্টু গা জোয়ারী হয়ে গেলো না?

  • PT | 203.110.243.23 | ২০ জুন ২০১১ ১১:৪৯479478
  • বিশ্বমানের পরিচালক চাইনি - গৌতম হালদারের মানের হলেই হবে। আর নাট্যপরিচালককে তো তাঁর নাটকের মাধ্যমেই চিনব - তারানন্দের রাজনৈতিক আলোচনা তাঁকে তাঁর নাট্যকর্মের থেকে বেশী বিখ্যাত করবে কেন? শাঁওলীকে গোটা ভারত তো তাঁর নাট্যকর্মের জন্যেই চেনে।
  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১১:৫৬479489
  • আপনি কি সুমন্ত্র মুখোপাধ্যায় কে চেনেন, বা নাম শুনেছেন ?

  • Bratin | 117.194.103.122 | ২০ জুন ২০১১ ১২:০৫479500
  • কল্লোল দা, 'আতঙ্ক' র 'মাস্টার মশাই আপনি কিছুই দেখেন নি খ্যাত সুমন্ত্র'?
  • kallol | 220.226.209.2 | ২০ জুন ২০১১ ১২:১৮479511
  • না, ইনি নান্দীকারে বেশ কিছু নাটকের পরিচালক, অভিনেতাও। ওরান পরিচালনায় একটি নাটকের নাম এখনি মনে পড়ছে - অজ্ঞাতবাস। নাটকটা প্রশংসা পেয়েছিলো।
    এঁর নাম অনেকেই শোনেননি। তো? আমায় ধরে নিতে হবে সেটা বকলমে পরিচালনা?
  • ranjan roy | 122.175.139.60 | ২০ জুন ২০১১ ১২:২৩479523
  • না:, বেশ grudgingly শম্ভু মিত্র নিয়ে PTর দ্বিতীয় বক্তব্যটিকে সমর্থন করছি।বরং একথাও বলছি যে শম্ভুমিত্রের অ্যাটিচুড নিয়ে পিটি অল্পকথায় যা লিখেছেন তা লা-জবাব!
    কিন্তু তার সঙ্গে এটাও বলছি যে ওনার প্রথম স্টেটমেন্ট (শম্ভু-উৎপল-বাম সরকার) ও উল্লিখিত দ্বিতীয়টি ঠিক যেন খাপ খায় না। কেমন যেন বলে ফেলেছেন কিন্তু জেদের বসে লড়ে যাচ্ছেন।
    ন্যাড়াবাবু এবং কল্লোলকে,
    পিটি যখন বিরুদ্ধ রাজনৈতিক অবস্থান সঙ্কেÄও শাঁওলি-ব্রাত্যদের নাট্যপ্রতিভা নিয়ে কোন প্রশ্ন করছেন না, সেখানে ওনার অর্পিতা সম্বন্ধে মূল্যায়ন নিয়ে অসহমত হয়ে ব্যাপারটা ছেড়ে দিলে হয় না?
    আমার রেখা ভাল লাগে, কারও হেমা মালিনী! কি করা যাবে?
    গুরুতেই কেউ বিদ্যা বালন অভিনয় করতে জানে না বলেছিলেন, আমার ওনাকে ন্যাচারাল মনে হয়।
    সেদিন সম্ভবত: সোমনাথ ""রং দে বসন্তী'' কে বাজে ফিলিম বলেছেন। শেষের মেলোড্রামা সঙ্কেÄও আমার বেশ ভাল লেগেছে।
    মনে পড়ছে "" বাংলা লাইভের'' পাতায় সোমনাথ ও ব্ল্যাংকি ''শেষের কবিতা'' উপন্যাস পদবাচ্য নয় বলায় আমি দাড়িদাদুর পক্ষে লড়ে গিয়েছিলাম। কি করা যায়!
    রাজনীতির প্রশ্নে লম্বা লড়াই হতে পারে, কিন্তু ভিন্ন রুচির প্রশ্নে?
    আমি কিন্তু কোলকাতায় গেলে পিটি বাবুর পাশে বসে অ্যাকাডেমিতে কোন ঘ্যামা নাটক দেখতে এবং তৎপশ্চাৎ চা-সিগ্রেট সহযোগে তার বিভিন্ন দিক নিয়ে তুমুল আলোচনা করতে বিশেষ আগ্রহী।
    অবশ্যি PT বাবু যদি এই চন্ডালী প্রস্তাব স্বীকার করেন!
    আগে ওনার সঙ্গে উৎপল দত্তের রাজনীতি নিয়ে তিক্ত বিতর্ক এবং বর্তমানে ন্যাড়া-কল্লোলের সঙ্গে বিবাদী সুর সঙ্কেÄও এটা স্পষ্ট উনি নাটকের রসিয়া।
    আমি এমন লোককেই খুঁজে বেড়াই, রাজনীতি এর পরে।
  • nyara | 203.110.238.17 | ২০ জুন ২০১১ ১২:২৫479534
  • "বকলমে পরিচালক" বল is not akin to having an opinion। যদি বলেন অর্পিতা ঘোষ রদ্দি পরিচালক, সেটা opinion। 'বকলমে' বলে আপনি fradulent activity-র অভিযোগ করছেন, which has to be proven materially
  • abastab | 61.95.189.252 | ২০ জুন ২০১১ ১২:৩২479545
  • আমার মনে হয় আমাদের দেশের এক বিপুল সংখ্যক লোকের সামনেই খুব একটা আশার ছবি কেউ আঁকতে পারছেনা। রাজনৈতিক দলের লোকেরাই সুসংগঠিত ভাবে এরকম আশা দেখাতে পারেন কিন্তু আমার মনে হয় তাদের কে তিন দলে ভাগ করা যায় ১) যারা এ নিয়ে মোটেই আন্তরিক ভাবে চিন্তিত নন। (২) যারা সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল কিন্তু কোন সমাধান জানেন না বা সমাধানের র‌্যাডিক্যাল চরিত্রের কথা ভেবে বলতে ভয় পাচ্ছেন। (৩) যারা সমস্যার সমাধানের ছদ্ম আশা দেখাচ্ছেন। আমাদের বর্তমান ব্যবস্থায় খুব কিছু পরিবর্তন কি সত্যি সত্যি করা যাবে? গুরুর পাঠকদের সত্যি সত্যি কি মনে হয় তা জানার ইচ্ছে রইলো।
  • santanu | 82.112.6.2 | ২০ জুন ২০১১ ১২:৩৩479556
  • 'বকলমে' মানে কি রে ভাই?

    PT বাবুর লেখা পড়ে আমি ভেবেছিলাম, নাটকটা আসলে শাওলি মিত্রের পরিচালনা, অর্পিতা কে নিজের নামে চালাতে দিয়েছেন।

    এখন তো মনে হচ্ছে নাটকটা বাজে, অর্পিতা বাজে পরিচালক, তাই 'বকলমে' শব্দের প্রয়োগ।
  • ranjan roy | 122.168.155.14 | ২০ জুন ২০১১ ১২:৩৪479567
  • ন্যাড়া,
    আমি কিন্তু ব্যক্তব্যটি অন্যভাবে বুঝেচি।
    আমি ভেবেছি-- বকলমে মানে সরকারী ভাবে নাম বলা আছে অন্য একজনের, আসলে পেছনে গোটা পরিচালনাটা আর এক জনের।
    সেটা খাতায়-কলমে দেখানো না গেলেও হয়তো উনি কোন নির্ভরযোগ্য সূত্র থেকে জানেন।
    যেমন আমি শুনেছি যে ''এক যে আছে কন্যা'' সিনেমায় কঙ্কণার মা বেশির ভাগ জায়গায় নিজে ক্যামেরার লুক-থ্রু করেছেন এবং সেইটুকুই পাতে দেবার মত। প্রমাণ দিতে পারবো না।
    হ্যাঁ, পিটির বক্তব্যে যদি অর্পিতাকে নিয়ে কোন শ্লেষ থেকে থাকে তা আম্র কাছে ধরা পড়েনি।
    একবার রেলমন্ত্রীর লিস্টিতে রতন থৈয়ামের নাম দেখে পিটি "রতন থৈয়াম হু' গোছের মন্তব্য করেছিলেন তাতে আমি বেজায় খচে গিয়েছিলাম, মনে পড়ছে।
  • santanu | 82.112.6.2 | ২০ জুন ২০১১ ১২:৩৭479578
  • হুম। দেকেচো, ঠিক জানতাম 'বকলম' এর মানে।
    PT বাবু মনে হচ্ছে শব্দ প্রয়োগে এট্টু গন্ডোগোল করে ফেলে ছিলেন।
  • dukhe | 122.160.114.85 | ২০ জুন ২০১১ ১২:৩৯479589
  • অজ্ঞাতবাস মানে কি সেই ফুটবলারদের দলবদলের নাটকটা ?
    গৌতম হালদার দুর্দান্ত অভিনেতা । কিন্তু ওনার নতুন দলটা সুবিধের হয়নি এখনো ।
    পশুখামার বেশ খাজা প্রোডাকশন ।
  • nyara | 203.110.238.17 | ২০ জুন ২০১১ ১২:৪২479600
  • সেটা বললেই চুকে যায় যে আমি 'বকলমে' বলতে চাইনি!

    শম্ভু মিত্র সম্বন্ধেও দুটো উপর্যুপরি ক¾ট্রাডিকটরি স্টেটমেন্টকে ইনিয়ে-বিনিয়ে ডিফেন্ড করার থেকে বলে দেওয়া কি ভাল নয় যে এর মধ্যে একট লুজ স্টেটমেন্ট?

    কিন্তু সেটা বলছেন না কেন কে জানে!
  • nyara | 203.110.238.17 | ২০ জুন ২০১১ ১২:৪৫479611
  • 'অজ্ঞাতবাস'-ও যথেষ্ট খাজা নাটক। সত্তরের দশকের মঞ্চসজ্জা। স্বাতীলেখা ও কিছুটা সোহিনী ছাড়া অভিনয় খাজাস্য খাজা - রুদ্রপ্রসাদ অসম্ভব খারাপ। দুর্বল স্ক্রিপ্ট।

    মানে নান্দীকার যেরকম নাটক করে আর কি!
  • nyara | 203.110.238.17 | ২০ জুন ২০১১ ১২:৪৬479622
  • অজ্ঞাতবাসে কোনো ফুটবল নাই। এটার নাম 'বয়স্কদের জীবন ও যৌবন'-ও হতে পারত।
  • Sibu | 74.125.57.33 | ২০ জুন ২০১১ ১৩:০৪479634
  • (শম্ভু) মিত্রমশায়কে নিয়ে শঙ্খ ঘোষের একটা স্মৃতিচারণ আছে। ক:বি:র ছাত্রদের একটি অনুষ্ঠানে শিশির ভাদুড়ী ও শম্ভু মিত্রকে একসাথে নিমন্ত্রণ করা হয়। তো শিশির ভাদুড়ী আসছেন এটা ওনাকে আগে জানানো হয় নি বলে শম্ভু মিত্র বক্তৃতা দিতে অস্বীকার করেন। ডিটেলটা কারো মনে আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন