এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৭৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.251.121 | ২৪ জুন ২০১১ ০২:৪৬479236
  • অমর্ত্য সেন ও মাঝে মধ্যে দর্শন ও ইতিহাস আদি এলেবেলে বিষয় নিয়ে লড়ে যান। ফলে সেগুলো না ইকনমিক্স, না সোশিওলজি,--- কোন খানে যে রাখা যায়!

    আর গুরুর পাতাতেই সেই সিঙ্গুর-বিতর্কের সময় অনেকে ব্যাপক ছড়িয়েছিলেন -টাটা এম্পায়ারের ১০০ বছরের ইতিহাসে কখনও মজদুরদের স্ট্রাইক হয় নি বলে!
    প্রমাণ দেয়ার পরও লড়ে যাচ্ছিলেন, কেন না ""আজকাল'' এর পাতায় সম্ভবত: পেশায় সিএ, পরিচয়ে ঔপন্যাসিক বুদ্ধদেব গুহ ওই কথাটা লিখে দিয়েছিলেন যে! সিঙ্গুরের খাতিরে টাটাকে শ্রমিক দরদী প্রগ্রেসিভ প্রমাণ করতে হবে।:))))
    টাটার যে ঐতিহাসিক স্ট্রাইকে গুলি চলে, চার জনের প্রাণ যায়, একমাস কারখানা বন্ধ থাকে, ফলে টাটা সেটাকে কমিউনিস্ট দের রাষ্ট্রক্ষমতা দখলের স্টেজ রিহার্সাল জাতীয় বলে বুলেটিন বের করে এসব স্মৃতি থেকে মুছে ফেলা হয়েছিল।
    একমাত্র ব্ল্যাংকি বলেছিল যে আমরা তো ছোটবেলা থেকে তাই শুনে বড় হয়েছি।

    সেইসময় একজন অজ নামে লিখতেন। মার্কসবাদ নিয়ে ভাল পড়াশুনো, বিতর্ক গুলো ভাল জমাতেন। কিন্তু ধৈর্য্য হারিয়ে মাঝে মধ্যে উল্টোপাল্টা কমেন্ট করতেন।
    আজকাল প্রায় একবছর হয়ে্‌তা হবে, উনি আর শ্যামল আসেন না। দুজনেই যথেষ্ট পরিশ্রম করে ডেটা দিতেন।
    একবার অজ ধৈর্য্য হারিয়ে অন্যদের ছাগল
    বল্লেন। তো দময়ন্তী চটে গিয়ে বল্লো-- এখানে কেউ প্রতিবাদ করছে না কেন?
    আমি বল্লাম-- প্রতিবাদের কি দরকার! অজ মানেও তো ছাগল! উনি সবাইকেই জাতভাই বলেছেন।:))
    উনি বেজায় চটে জানালেন-- ওনার জানা অজ'র অনেকগুলো মানের মধ্যে কোথাও ছাগল প্রতিশব্দ নেই।
    শেষকালে আমাকে সংসদ বাংলা অভিধান নাকি অমনি কোন অভিধান থেকে পাতা সংখ্যা কোট করে বলতে হল যে এই অ্যাত্তোগুলো প্রতিশব্দের মধ্য ছাগল ও আছে। ফের দময়ন্তী সংস্কৃত শব্দরূপ থেকে দেখাল ছাগল ঠিকই আছে।
    দোষের মধ্যে আমি বলেছিলাম --অজাযুদ্ধে ঋষিশ্রাদ্ধে।
    তো উনি চটে বলেছিলেন যে অজা আর অজ এক হল?
    বল্লাম- অজা আসলে নরা: 'র মত বহুবচন। কে শোনে কার কথা!
    গুরুতে এমনিই হয়ে থাকে। এই তো আড্ডার মজা। এতে সৎ-অসৎ-বেসিক্যালি অসৎ এসব বলে দেগে না দেয়াই ভাল।
    তাহলে তো ড: পবিত্র সরকার নিয়ে যারা বলছে যে যখন উনি ডক্টরেট প্রমাণপত্র পাবার আগেই নামের আগে ডক্টর লিখছেন অতএব উনি অসৎ, তারা কি ভুল করলো?
  • bitongsho | 143.111.80.26 | ২৪ জুন ২০১১ ০২:৫২479237
  • SC আপনি কিন্তু আপনার পোস্টে কাউটস্কি(' দ্য রেনেগেড' রুপেই খ্যাত) র আমল থেকে চলে আসা, বাম-বিরোধী বিভ্রান্তির সেই সুপরিচিত ট্রাডিশনটার ছাপ রাখলেন। হয়তো অনিচ্ছাকৃত। কিন্তু তথ্যগত দিকটার কথা বলার প্রয়োজন আছে।
    রাসেল ভাল ইংরেজী লিখতেন । উনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
    আপনি বল্লেন , উনি প্রিন্সিপিয় লিখেছেন। এটা অসাম্পূর্ন তথ্য।
    ওনার সাথে লিখেছিলেন হোয়াইটাহেড। আমরা কি কেউ জানি রাসেল কত পাতা লিখেছেন আর হোয়াইঠেড কত পাতা তবু লেখক হিসেবে রাসেলের নাম কেন শুধু?
    এটা কি এই কারণেই নয় যে উনি বারবার আন্টি-সোভিয়েট স্টান্স নিয়েছিলেন, লেনিনের সাথে দেখা করে ওনাকে 'মিডিওঅকর মাইন্ড বলেছিলেন'? ব্রিটিস প্রভুরা খুশী না হয়ে পারে? সাম্রাজ্‌য়্‌বাদি মিডিয়া রাসেল্কে যত টা তোল্লাই দিয়েছিল, হোয়াঈট হেড তার ভগ্নাংশ পেয়েছিলেন কি?
    শেষে বলি আমি গুরুর পন্ডিত-প্রবর ব্যক্তিদের তুলনাই নেহাতি মূর্খ।কিন্তু রাসেল পড়েছি। সেরকম দাগ কাটেনি। সহজ স্টাইল ব্যস ঐটুকু। তারাপদ রায়ের মত হিউমার। গভীরতা কম। সেই সমায়কার রুশ বিজ্ঞাণী-কাম-লেখকে্‌দর থেকে কি বেশি যোগ্য?
    প্রিন্সিপিয়া কে লিখেছিলেন আসলে সে নিয়ে সন্দেহের প্রচুর অবকাশ আছে। আমরা জানি রাসেল হোয়াইট-হেডের প্রিয় মানুষ ছিলেন।
  • bitongsho | 143.111.80.26 | ২৪ জুন ২০১১ ০৩:০২479238
  • 'বকলমে' ব্যাপারটাকে এত হাল্কা ভাবে না নেওয়াই আমাদের পক্ষে মোঙ্গল। শেক্ষঅপীরের বকলমে করা লিখে গেছেন এই সোব আজ্‌গুবি ভায়োলেন্ট নাটক, যা সুক্ষ্মভাবে রাজতন্ত্রোকে সমর্থন করে, ইউরোপের নব-জাগরনের ঠিক আগে, সামন্ততন্ত্রের রক্ষা-কবচ হয়ে এগিয়ে আসে? কেউ কি জানে?
    লেখকের আজকের হাতছাড়া হয়ে যাওয়া কলম কাল্কের ফ্যসিবাদী ঘাতকের ছুরি।
  • SC | 24.3.17.103 | ২৪ জুন ২০১১ ০৫:৪৯479239
  • জানতাম এটা আসতে চলেছে। আমি তো আপনাকেই সমর্থন করছি।
    আমি তো শিওর বকলমে লেকা, ওনার অঙ্কের জ্ঞান নিয়ে তাই তো সন্দ প্রকাশ কল্লাম।
    আরেকটা জিনিস আপনার চোখে পড়া উচিৎ ছিলো, নাবোকোভের নাম নিলাম কারণ উনিও বেজায় খাপ্পা ছিলেন
    কমিদের উপরে।
    রাসেল শুধু মিডিওকার মাইন্ড বলেননি, আরো কিসব জানি বলেছিলেন লেনিনকে, ধর্মীয় গুরু জাতীয়। এখন আর খুঁজে
    দেখতে ল্যাদ লাগছে।
    নির্মলানন্দ সুতোয় আর রাসেল আলোচনা করে ডাইভার্ট করতে চাই না। তবে হিউমার ছাড়াও আর চিন্তার খোরাক কিছু পাননি জেনে একটু আশ্চর্য হলাম আর কি।
  • pi | 128.231.22.142 | ২৪ জুন ২০১১ ০৬:০২479240
  • অজ যে কে তা যদি রঞ্জনদা জানতেন ... :)
  • Arpan | 112.133.206.18 | ২৪ জুন ২০১১ ০৮:৪০479241
  • অজ আর আসেন না?

    এইবার রঞ্জনদার সততা নিয়ে প্রশ্ন উঠে যাবে! ;-)
  • siki | 123.242.248.130 | ২৪ জুন ২০১১ ০৮:৫৭479242
  • :)
  • abastab | 61.95.189.252 | ২৪ জুন ২০১১ ০৯:২০479243
  • জানিনা এ প্রশ্নের উত্তর আগেই পিটি দিয়ে দিয়েছেন কিনা দিয়ে থাকলে কেউ খেয়াল করালে ভালো হবে। অর্পিতার নাটক বন্ধ করে কি ভালো কাজ করা হয়েছিলো?
    রাজনৈতিকভাবে কি এর মোকাবিলা করা যেত না?
  • prateek | 128.138.65.254 | ২৪ জুন ২০১১ ০৯:৫৩479244
  • উচিৎ কাজ হয়নি মোটেও
  • Sibu | 193.247.250.7 | ২৪ জুন ২০১১ ১০:৩৮479246
  • রঞ্জনবাবু জানেন Sibu আর aja একই লোক। সেটা ঐ ছাগলের ঘটনার সময়েই উনি জানতে পারেন। আর aja থেকে Sibu হবার পেছনে কোন পরিচয় গোপন করার ব্যাপার ছিল না। ওটা aka-র সাথে সিমিলার নাম এড়ানোর জন্য করা হয়েছিল।

    আর না, কল্লোল-বাবুর ব্যাপার আর ঐ ছাগল বলার ব্যাপারটা এক নয়। হটাৎ রেগে গিয়ে কথা বলা, আর সিস্টেমেটিক্যালি বিরোধী মতকে সাপ্রেস করার জন্য অ্যাটিচুড দেখানো - দুটো একেবারেই এক জিনিষ নয়। প্রথমটা যে কোন লোকেরই হতে পারে। পরেরটা রেজিমেন্টেড সঁগঠনে করা হয়, ইন্‌ক্‌লুডিং আরএসএস, সব ধরনের কমি পার্টি (আই, এম, এমএল সবাই) ও তাদের গনসংঅগঠন, কর্পোরেট বডি, এনগিও সবাই। এই ব্যাপারটা হল, খানিক ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মত ব্যাপার। সংগঠনের সো কলড এলডারেরা বিরুদ্ধ মত নিয়ে একটা অ্যাটিচুড শো করে বুঝিয়ে দেন কোনটা রেসপেক্টেবল, কোনটা নয়। তারপর গুড কপ, ব্যাড কপ ট্রিটমেন্ট তো আছেই। প্রথমটা, না হওয়াই উচিৎ, কিন্তু অসৎ নয়। পরেরটা অসৎ।

    এবং কথা বুঝেও না বোঝার ভান করার ব্যাপারটা তো আছেই।
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১০:৫৭479247
  • কিন্তু গুরুতে একখান স্‌ৎ লোকও হাত তুলল না ! সবাই কল্লোলবাবু ? হায় ।
  • kc | 89.203.49.18 | ২৪ জুন ২০১১ ১১:০৯479248
  • ইসে, হাতের বকলমে অন্য কোনও বডি পার্ট তুলতে দেওয়ার পারমিশন দেওয়া যাবেনা?
  • nyara | 203.110.238.17 | ২৪ জুন ২০১১ ১১:১১479249
  • 'সৎ' লোক চাই না 'বেসিকালি সৎ' লোক চাই?
  • pi | 72.83.103.17 | ২৪ জুন ২০১১ ১১:১৪479250
  • রঞ্জনবাবু তো কল্লোলবাবু হয়েই গেছেন।:)
    উনি জানেন অথচ ....
  • Sibu | 193.247.250.7 | ২৪ জুন ২০১১ ১১:২২479251
  • কেসি কি তুলতে চাইছে? অ্যাঁ! আম্মো তুলব।
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১১:২৭479252
  • 'বকলমে' সিরিজের পর 'বেসিক্যালি' সিরিজ শুরু হওয়ার মুখে ।
    ঐচ্ছিক পার্ট তুললেই হবে । ইচ্ছুক কৃষক টাইপ ।
  • Ishan | 122.248.183.1 | ২৪ জুন ২০১১ ১১:৩০479253
  • রঞ্জনবাউর অ্যাটিচুডটা এক্কেবারে ভালো না। সিস্টেমেটিকালি বিরোধী মতকে সাপ্রেস করার জন্য বেসিকালি অসততা কচ্ছেন। এর বিরুদ্ধে দলমত নিব্বিশেষে গজ্জে উঠুন। হালুম।
  • Sibu | 193.247.250.7 | ২৪ জুন ২০১১ ১১:৩৩479254
  • বাঘেদের পক্ষ নিয়ে কথা বলার পোতিবাদ করলাম। গর্জে উঠুন - ঘেউ, ঘেউ।
  • abastab | 61.95.189.252 | ২৪ জুন ২০১১ ১১:৩৪479255
  • প্রশ্ন: অর্পিতার নাটক বন্ধ করে কি ভালো কাজ করা হয়েছিলো?
    রাজনৈতিকভাবে কি এর মোকাবিলা করা যেত না?
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১১:৪০479257
  • কল্লোলদা বেসিক্যালি অস্‌ৎ ।
    সিকি বেসিক্যালি অসতের পোঁ ।
    রঞ্জনদা বেসিক্যালি অস্‌ৎ লোকের ব্যর্থ উকিল ।
    শিবুদা বেসিক্যালি রেজিমেন্টেড চিত্রগুপ্ত ।
    ঈশান বেসিক্যালি বাংলার এমএ - বাঘের খাঁচার চাকরি খুঁজছেন ।
    দুখে বেসিক্যালি কী - ভদ্রসমাজে না বলাই ভালো ।
  • Ishan | 122.248.183.1 | ২৪ জুন ২০১১ ১১:৪১479258
  • অরওয়েল সিয়ার পহা পেতেন। অতএব অরওয়েলের বকলমে লেখাটি বেসিকালি সিয়ার। পরিচালনা করেছেন অর্পিতার বকলমে অজানা কেউ। কেউ নাম বলছেন না দেখে আমার সন্দো হচ্চে পরিচালনাও সিয়ারই।

    এই নাটককে বন্ধ করে দেওয়াই প্রকৃত রাজনৈতিক কাজ। এই নাম ভাঁড়ানো, বকলম, বেসিকালি অসততা চলবেনা। মুখোশের আড়ালে নয় মুখোমুখি আসুন। হালুম।
  • Sibu | 193.247.250.7 | ২৪ জুন ২০১১ ১১:৪২479259
  • দুখে :)))))
  • aamaraa 225 oraa 60 | 121.241.218.132 | ২৪ জুন ২০১১ ১২:১২479260
  • কাল মহুয়া খবরে ওপেন ফোরামে দেখলাম দেবব্রত বন্দ্যোপাধ্যায় বিদ্বজ্জন কে।আপাদমস্তক উদ্ধত,আমাদের ম্যন্ডেট আছে এই আত্মগর্বে স্ফীত ।ওনার কাছে সিঙ্গুরের ইচ্ছুক জমিদাতারা
    'ইরেলিভেন্ট ,নোবডি,ট্রাসাক্‌শন ক্লোজ্‌ড'।চোখ পাকিয়ে গলার শির ফুলিয়ে বলে এমন হাবভাব যে ঐ ৮০% ইছুক হবার ফল ভোগ করুক।
    স্মরনীয় উক্তি - "ওরা প্রচুর টাকা করেছে অসদুপায়ে"।
    অন্যত্র জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে আন্দোলন দানা বাঁধছে সেগুলো নিছক সিপিএমের মমতাকে বিব্রত করার চ্‌ষ্‌টা।সিঙ্গুর নাকি সব
    কিছুর থেকে আলাদা কারন তারা ৩৪ বছরের শাসন সমাপ্ত কারার অনুঘটক।

    পরিবর্তন কামীরা আর কি বচন দ্যান সেটা দেখার আগ্রহ রইলো।
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১২:৪৮479261
  • সব্বোনাশ । ঈশান কি এনার সঙ্গেই আলাপ করে এলেন ?
  • Ishan | 122.248.183.1 | ২৪ জুন ২০১১ ১২:৫৫479262
  • ইয়ার্কি মারবেন না। দেখছেন না বসন্তের বজ্রনির্ঘোষ শুরু হয়ে গেছে।
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১২:৫৯479263
  • সত্যি যদি এই হাবভাব হয়, তাহলে ঈশানের সাহসের প্রশংসা না করে পারছি না । নিদেন একটা পরমবীর চক্র দেওয়া হোক । যদি অবশ্য ওনার বকলমে অন্য কেউ না দেখা করে থাকেন ।
  • Ishan | 122.248.183.1 | ২৪ জুন ২০১১ ১৩:০৩479264
  • মাইরি মাক্কালী আমি কারো সঙ্গে দেখা করিনি। অন্যেরাই করেছেন। আমার দেখা করার খুব ইচ্ছে ছিল ঠিকই, কিন্তু কেউ আমাকে নিলনা।
  • Ishan | 122.248.183.1 | ২৪ জুন ২০১১ ১৩:০৯479265
  • কিন্তু পিটি কই? এক আকাশে একাধিক সুয্যো থাকা অসম্ভব বলেই কি আসছেন না? :)
  • nyara | 203.110.238.17 | ২৪ জুন ২০১১ ১৩:৫৭479266
  • কিন্তু দেবব্রতবাবু 'বেসিকালি সৎ' না 'বেসিকালি অসৎ'?
  • kc | 89.203.49.18 | ২৪ জুন ২০১১ ১৫:০১479268
  • ""বেশী''রভাগ বন্দ্যোপাধ্যায়রাই ""বেসিক্যালি'' ""নাকি'' ""চোখ পাকিয়ে গলার শিরা ফুলিয়ে'' ""বকলমে'' এসব কাজকারবার করে থাকেন। লিং নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন