এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ৩০ জুন ২০১১ ১২:৩৩479336
  • আপনার উল্লেখ করা সবকটিই সাধারনের ব্যাবহারের জন্য শৌচালয়।
    সরকারী অফিস/স্কুল/কলেজ শৌচালয় সেই অফিস/স্কুল/কলেজ কর্মী/শিক্ষক/ছাত্ররা ছাড়াও সেখানে নানান কাজে যাওয়া মানুষও ব্যবহার করেন। সেগুলো পরিষ্কার থাকাটা নূন্যতম চাহিদার মধ্যে পড়ে।
    ব্যাবহারকারীদের দায়িত্ব নিশ্চই আছে। তেমনি সাফই কর্মীর দায়িত্বও আছে।
    আমি একটা জিনিস বুঝতে অপারগ, শৌচালয় পরিষ্কার থাকলে আপনার এতো আপত্তি কেন। আগে ছিলো না, এখন থাকছে, সেই জন্য? নাকি বেসরকারী হাতে সাফাইয়ের ভার যাচ্ছে তার জন্য। এটার সাথে SEZএরি বা কি সম্পর্ক? মহাকরনের শৌচালয়গুলোকে কি SEZএর আওতায় আনা হয়েছে?
    যে সাফাই কর্মীরা মহাকরনের শৌচাগরগুলির দায়িত্বে ছিলেন তাঁদের ছাঁটাই করা হচ্ছে এমন তো কোথাও শুনিনি। সেটা হবেও না। কারন এখন তাঁরা তৃণমূলের সংগঠন করছেন।
    আমার মত - তাদের কাছে জবাব চাওয়া উচিৎ ছিলো।
  • abastab | 61.95.189.252 | ৩০ জুন ২০১১ ১২:৩৪479337
  • টয়লেটে হাগজের ব্যবহার দেশবাসীকে অবশ্যই শেখানো উচিত।
  • kallol | 220.226.209.2 | ৩০ জুন ২০১১ ১২:৫২479338
  • ব্যাবহারকারীদের দায়িত্ব নিয়ে কিছু কথা।
    কতৃপক্ষ যদি পরিচ্ছন্নতার দিকে নজর দেন, ব্যাবহারকারীরাও সচেতন হয়ে যান।
    যে কোন মেট্রো রেলের স্টেশন আর সাধারণ রেল স্টেশনের সাথে তুলনা করুন। মেট্রো কতৃপক্ষ প্ল্যাটফর্ম পরিষ্কার রাখেন, তাই ব্যবহারকারীরাও সচেতন থাকেন। তাই, তারাও নোংরা করেন না। হাতের কাছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দেখুন। আর, ওখান থেকে উপরে উঠে টালিগঞ্জ স্টেশন দেখুন, তফাৎটা বুঝতে পারবেন।
    ব্যাতিক্রম যে নেই তা নয়। তবে ব্যাতিক্রম তো নিয়মকেই প্রতিষ্ঠা করে।
  • kallol | 220.226.209.2 | ৩০ জুন ২০১১ ১২:৫৭479339
  • আর হ্যাঁ, ঘেঁটে দেবার প্রশ্নে।
    আমি নয়, আপনি Date:30 Jun 2011 -- 11:24 AM পোস্টে ঘেঁটে দেবার চেষ্টা করেছিলেন, শৌচাগার পরিষ্কারের সাথে, পুলিশের কাজ, স:কর্মচারীদের কাজ (সম্ভবত: সাদা কলারদের কথাই বলেছেন), মাস্টারদের কাজ, ট্রেন ঠিক সময়ে না চালার জন্য যারা দায়ী - তাদের কাজ, পাইলটদের কাজ, বিচারকদের কাজ, মন্ত্রীদের কাজ জুড়ে দিয়ে।
  • de | 203.197.30.2 | ৩০ জুন ২০১১ ১৩:৩১479340
  • ৯০% এর বেশী দেশবাসী টয়লেট ঠিক করে ইউজ করতে জানে না। সাধারণ আপিসে, স্কুল কলেজে টয়লেট দেখলেই সেটা মালুম হয়! ট্রেন আর প্লেনের টয়লেটেরও একই অবস্থা। নিজে ইউজ করার পর টয়লেটকে অন্যের ব্যবহারযোগ্য রাখাটাও যে কর্তব্যের মধ্যে পরে, বেশীর ভাগ মানুষই সেটা মনে করেন না!
  • dukhe | 122.160.114.85 | ৩০ জুন ২০১১ ১৩:৪১479341
  • বিপ্লব না হলে এই হয় ।
  • kallol | 220.226.209.2 | ৩০ জুন ২০১১ ১৪:২৩479342
  • দে। একমত ৯০%এর বেশী দেশবাসী টয়লেট ঠিক করে ইউজ করতে জানে না। কিন্তু পোস্নো ক্যানো?
    কারন ৯০%এর বেশী দেশবাসীর ঠিকমত বা ভুলমতো ইউজ করার মতো টয়লেটই নেই যে!! তারা তো মাঠে-ঘাটে, নর্দমার ধারে, রেল লাইনের পাশে.........
  • de | 59.163.30.4 | ৩০ জুন ২০১১ ১৫:৪৩479343
  • কল্লোল-দা,
    যারা প্লেনে চাপে তারাও রেললাইনের ধারে আর নদ্দমার পাশে ? -- এইটে চাপ হয়ে গ্যালো :))
  • dukhe | 122.160.114.85 | ৩০ জুন ২০১১ ১৫:৫৭479344
  • টয়লেট ব্যবহারের ইস্কুল খুললে কেমন চলবে মনে হয় ? তাহলে চাকরিবাকরি ছেড়ে - খুব একটা ইনভেস্টমেন্ট লাগবে না মনে হয় । ছ মাসের কোর্স - সার্টিফিকেট দেখিয়ে ট্রেনে উঠতে হবে (দিদিকে এই প্রস্তাব কেউ পৌঁছে দেবেন ?) ।
    নাকি তাতে করে জমাদারদের চাকরি কমে যাবে বলে আন্দোলন হতে পারে ?
  • Arya | 125.16.82.195 | ৩০ জুন ২০১১ ১৬:৫৭479346
  • যারা প্লেনে-ট্রেনে টয়লেট ইচ্ছেমতো নোংরা করে(৯০%), তারা বাড়ীর টয়লেট নিশ্চয় সেভাবে নোংরা করে না। কারণ বাড়ীর টয়লেট নিজেকে পরিষ্কার করতে হয়।
  • til | 124.169.21.247 | ৩০ জুন ২০১১ ১৬:৫৯479347
  • পক্ষে ও বিপক্ষে
    (উইথ অ্যা পিঞ্চ অফ সল্ট)

    রাঁচীতে কোআর্টারে হাত ধোবার বেসিন দেখে জনৈক সহকর্মীর (ভূমিপুত্র) মন্তব্য, ই ইতনা উঁচা কিঁউ বানায়া? সে ভেবেছিল ওটা হিসি করার জন্য!
    টয়লেট সর্বত্র নোংরা হয়, ডিপেন্ডস অফ কতটা চাপ। হাইওয়েতে ম্যাকডোনাল্ডের্গুলো অনুপাতে কমই পরিচ্ছন্ন। শুনি লেডিজ মার্কাগুলো নাকি ব্যবহার্যোগ্য নয়!
    কল্লোলের তো মাদ্রাজ স্টেশনের সেকন্ড ক্লাশ (দোতলায়) টয়লেটের, রেস্টরুমের ধারণা আছে, চাপ অনুপাতে কিন্তু মন্দ নয়। আমি ওখানে বহুবার গেছি আসা যাওয়ার পথে।
    আর একটা কথা আমি অনেক বাঙ্গালীর বাড়ীতেও (ইনক্লুডিং কোম্পনী ডাইরেক্টর) দেখেছি, ওয়াশ বেসিন নোংরা, নিজেরা পরিষ্কারও করে না, ও তো জমাদারের কাজ! খাওয়াদাওয়ার পর মুখ ধুতে গিয়ে-অথবা ...
    ওয়াক!
    (মিথ্যা বলি নাই)
    --
    আমাদের ওঁ ভুতোকে( বিড়াল) টয়লেট ট্রেনিং দেয়া হয়েছিল, সে কদ্যপি নোংরা করে নাই। এমনকি শেষ দিনটিতেও, যখন সে নড়তেও পারতো না!
  • Sibu | 173.129.249.226 | ৩০ জুন ২০১১ ১৭:১২479348
  • এই দিদি-দিদি করে সবকটা টইতেই বড্ড চাপ হয়ে যাচ্ছে। দিদি-র কথা ৩৪ বছর পরে শুরু করলে হয় না!

    কে কে সত্যি সত্যি আশা করেন দিদির রাজত্বে কোন সাবস্ট্যানশিয়াল পরিবত্তন হবে? একটু হাত তুলবেন প্লীজ? আমি ৩৪ বছর অপেক্ষা করতে রাজি।
  • kallol | 220.226.209.2 | ৩০ জুন ২০১১ ১৭:৪৬479349
  • দে, আমি ৯০% ভারতবাসীর কথা বলেছি। তারা পিলেনে চাপে না। আপনিও ৯০% ভারতবাসীর কাথাই তো বল্লেন!
    যারা প্লেনে টয়লেট নোংরা করে তাদের দিয়ে ঐ নোংরা চাটিয়ে পরিষ্কার করানো উচিৎ। তবে আমার অভিজ্ঞতায় প্লেনে কখনো টয়লেট নোংরা দেখিনি। অথবা হয়তো আমার নোংরা টয়লেটের ধারনা আপনার চাইতে আলাদা।
  • dukhe | 122.160.114.85 | ৩০ জুন ২০১১ ১৮:০৬479350
  • শিবুদা আবার দিদি কোথায় দেখলেন ? দিব্বি তো পায়খানার কথা হচ্ছে ।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১১ ১৮:৩৭479351
  • সে অনেককাল আগের কথা। কতিপয় তথ্যপ্রযুক্তির বালক ক্ষেপ খেলতে অস্ট্রেলিয়া গেছে। ক্লায়েন তদীয় বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজারের কাছে অভিযোগ করেছে যে বালকেরা টয়লেট ব্যবহার করতে জানে না। দেশপ্রেমী ম্যানেজার বললেন এহল রেসিস্ট কমেন্ট। লিখলেন বললে তো হবে না প্রমাণ চাই। প্রমাণ নাই অতএব সেই যাত্রা ওখানেই ইতি ঘটল সেই ইমেল চেইনের। কদিন বাদে এক বালক হিসু করে বেরিয়েছে আর কপাল মন্দ সেই টয়েলেটেই ঢুকেছে সেই অভিযোগকারী ক্লায়েন, তো বসার জায়গায় হলুদ ছিটে ছিটে ভর্তি। আর যায় কোথায়, ছবি তুললেন, আপালেন, শুরু হল মেইল চেইন। আর কি? সেই বিজনেস ম্যানেজার বিরাট ইমেল করে বালকদের বোঝালেন কি করে বড়দের পটি সিট হিসি করার জন্য ব্যবহার করতে হয়। আর ওদিকে অফশোরে সেই ইমেল ফরোয়ার্ড করে বললেন এটা যেন পরের বার থেকে অনসাইটে কীটের মধ্যে যায় নইলে অনসাইটে পটি ম্যানেজারের একটা পোস্ট তৈরি করতে হবে, প্রফিটেবিলিটি ঝাড় খাবে।
  • Binary | 198.169.6.50 | ৩০ জুন ২০১১ ২০:০৯479352
  • ইসে, আজ্জো-র গপ্পটা এক্কেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল, আমার জানা গপ্পে। এইত্তো সেদিন, দেশ থেকে তিনটি ছোঁড়া এসেছিলো ছয় মাসের জন্য। ওরা আসার সাতদিন পরে দেখি, হিসি করার জায়াগার উপরে বড় করে লুটিস, "প্লিজ স্ট্যান্ড ক্লোজার টু টয়লেট, স্পিলিং অ্যারাউন্ড ইস আন এথিকাল ...." ইত্যাদি প্রভ্‌তি। আর তারা চলে যাওয়ার দু দিন-এর মধ্যে, লুটিস উধাও।
  • amit | 128.103.93.210 | ৩০ জুন ২০১১ ২০:৩১479353
  • আরে সে কি শুধু আমাদের দেশের লোকেরা করে! বিদেশের লোকেদের ও কিছুটা (কম হলেও) এক ই কেস। ছোট বাথরুম করার পর ফ্লাশ না করা, কমোডে হলুদ ছোপ ইত্যাদি, এমনকি কমোডে পেপার টাওয়েল ব্যবহার করে ফেলে রাখা ইত্যাদি প্রায়শই দেখা যায়।
  • Sibu | 66.102.14.1 | ৩০ জুন ২০১১ ২১:১৫479354
  • অমিঅতরে ক্ক। আম্রিকাতে এক মহিলা সহক্‌র্‌মী ঈষৎ মত্ত অবাস্থায় সাজেস্ট করেছিলেন যে সেই চ্যাসটিটি বেল্টের যুগে ফেরৎ গিয়ে প্রতিটি ছাত্রীর টয়লেট হ্যাবিট মনিটর করার দরকার। নইলে ময়েদের রেস্টরুমের উন্নতি হবে না।
  • ranjan roy | 122.168.227.188 | ৩০ জুন ২০১১ ২২:১৬479357
  • বাইনারি,
    পড়ে TOI সাইটে এটা সংবিধানবিরোধী এবং বৈষম্যমূলক বলে পোস্ট করেছি।আর পবন সিন্‌হার কমেন্ট অত্যন্ত নিন্দনীয়। গরীব ও বঞ্চিত মানেই অসভ্য বর্বর নয়। ওরা নিজেদের কি মনে করে!
  • Binary | 198.169.6.50 | ৩০ জুন ২০১১ ২২:৪৪479358
  • এই ট্র্যাডিশন তো আবহমান। আজকালের কন্যা ভ্রূন হত্যা, জাতপাতের বিয়ে, ডাউরি এসবের সঙ্গে কোনো পার্থক্য নেই। আর ভয়ঙ্কর ব্যাপার, এসব আইআইটি, "সাপোজ-টু-বি র‌্যাডিকাল' ইনষ্টিটুশন-য়েও প্রখর ভাবে, সরকারি ভাবে। আরো, আশ্চর্য্যের কথা এই যে, এর উপর যত কমেন্ট দেখবেন, ৯০% 'ঠিক হয়েছে, উচিত কাজ হয়েছে' টাইপ। সত্য সেলুকাস।
  • Ishan | 117.194.37.181 | ৩০ জুন ২০১১ ২২:৫৫479359
  • ক্কি ক্কান্ড। এটা নিয়ে তো হট্টগোল হওয়া দরকার।
  • til | 124.149.166.80 | ০১ জুলাই ২০১১ ০২:৪৬479360
  • এটা অপশনাল রাখলেই কোন সমস্যা হতো না।
  • Binary | 198.169.6.50 | ০১ জুলাই ২০১১ ০২:৫৫479361
  • অপশনাল মানে কি ? কে শেখাবে ? সভ্যতা ? কাকে শেখাবে ? আমার তো মনে হয় এই কনসেপ্টটা মাথায় এসেছে, আদ্যপন্ত জমিদারি দাদাগিরি থেকে
  • aka | 24.42.203.194 | ০১ জুলাই ২০১১ ০৪:০৮479362
  • লাখে লাখে আইআইটিয়ান, আইআইএম দেখলাম এটিকেট মাড়িয়ে উল্টে যায়। এমনকি আইআইটি+আইআইএম ও দেখেছি, বেশির ভাগই এটিকেটের এ বোঝে না। এটিকেট শুরু হয় মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া থেকে।
  • ranjan roy | 122.168.204.111 | ০১ জুলাই ২০১১ ০৫:৩১479363
  • তিল,
    অপশনাল কেন, এটা সবার জন্যে কম্পালসারি,বরং পার্ট অফ প্রথম দিনের ওরিএন্টেশন সেশন হতে পারে।

    পিটির বক্তব্য নিয়ে:
    কাউকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের জন্যে মজুরি দিলে এবং তার সেই কাজ ছেড়ে দেয়ার স্বাধীনতা থাকলে সেটা গোলামি বা দাসত্ব কেন হবে? সুলভ শৌচালয়ের কর্মচারিরা কি দাস?
  • santanu | 91.226.168.2 | ০১ জুলাই ২০১১ ০৯:০৩479364
  • আই আই টি দিল্লি হেড বলেছেন,

    made up of modules on communication, personality development and theatre for communication (more like public speaking). Put together, "in all logical integrity, it is meant to boost the confidence of students who come from a different background"

    ইটি বলেছে, etiquette lessons , কে ঢপ মারছে ভগাই জানে??

    আরো একটা ব্যাপার অছে। কোন এক মা-বাবা বলেছেন, "প্রথম দিন থেকে আমাদের ছেলেপুলেদের বলে দেওয়া হচ্ছে তোমরা আলাদা"।
    ওটা ভুল হয়েছে। -৩৬৫ দিন থেকে হবে, যখন এরা এক বছর আগে আই আই টি তে 0th Year করতে আসে, JEE Prep Study র জন্য।
  • Binary | 70.76.78.47 | ০১ জুলাই ২০১১ ০৯:২৪479365
  • প্রেপ স্টাডি -তে আলাদা কিসের ? আগরওয়ালা, ব্রিলিয়েন্ট, ১০০০ টাকার ফিজিক্স, ১৫০০ টাকার অঙ্ক মাস্টার নেই বলে ?

    তব্বে হ্যাঁ, শহরের এটিকেটা একমাত্র বাকিরাই, ঐ কি যেন বলে আজ্জো বল্ল, মারাতে পারে।
  • Sibu | 184.194.100.121 | ০১ জুলাই ২০১১ ০৯:৩৮479368

  • Wage slavery refers to a situation where a person's livelihood depends on wages, especially when the dependence is total and immediate.[1][2] It is a negatively connoted term used to draw an analogy between slavery and wage labor. The term pertains to economic exploitation and/or social stratification, with the former referring primarily to an unequal bargaining power between labor and capital, particularly when workers are paid comparatively low wages (e.g. in sweatshops);[3]

    http://en.wikipedia.org/wiki/Wage_slavery

  • santanu | 91.226.168.2 | ০১ জুলাই ২০১১ ০৯:৩৮479366
  • প্রেপ স্টাডি আলাদা ক্যানো হবে?

    একটা হলের 1sr Year to 4th Year B.Tech ছেলেপুলেদের সাথে কিছু 0th Year থাকলে তাদের আলাদা করে দেওয়া হয়। যেহেতু তারা তখনো IIT তে চান্স পায় নি, তাই Inter / Intra Hall এর কোনো অ্যাক্টিভিটি তে পার্ট নিতে পারে না, এই সব আর কি। তা, এদের মধ্যে কেউ যদি JEE Crack করে পরের বছর জয়েন করে, তার বাবা-মা বলতেই পারেন, "আমার ছেলে-মেয়ে টাকে আই আই টি তে ঢোকার ৩৬৫ দিন আগে থেকে বলে দিল, তুমি আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন