এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৪৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 203.99.254.216 | ২৪ জুন ২০১১ ২২:২৯479303
  • এটা পিটিবাবুর ওপর অনাচার হচ্ছে। উনি কিন্তু একবারও বলেননি যে কেউ একাধিক বিষয়ে পারদর্শী হতে পারবে না। বুদ্ধদেব ভট্টাচার্য যে একাধারে মুখ্যমন্ত্রী ও ডাকসাইটে নাট্যকার - সে সম্বন্ধে উনি কি কোন প্রতিবাদ জানিয়েছেন? একেবারেই নয়। বা এই যে চন্দন সেন কি অরিন্দম শীল নাট্য-পরিচালনা ও অভিনয়ের বাইরে এসে টিভিতে শুধু রাজনীতির তর্জা করেন, তা নিয়ে পিটিবাবু কিছু বলেছেন? আদপেই না।

    এর মধ্যে যদি কোন বামপন্থার সূত্র খুঁজে পান, সেটা নেহাত কাকতালীয় নয়। কারণ উনি এও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে ডানপন্থী বুদ্ধিজীবি বলে কিছু হয় না। অর্থাৎ বুদ্ধিজীবি মাত্রই বামপন্থী। যদি ডানপন্থী বলে মনে হয় তাহলে তিনি বকলমে বুদ্ধিজীবি।

    তবে কিছু লোক ডান-বামের ঊর্দ্ধে, তাদের বামেরা কোল দেয়না। যেমন শম্ভু মিত্র।

    পিটিবাবু কদিন আসছেন না বলে জিস্টটা দিয়ে দিলাম।
  • ranjan roy | 122.168.155.14 | ২৪ জুন ২০১১ ২৩:২১479304
  • শিবু,
    প্লীজ, বিশ্বাস করুন, আমি জানতাম না যে শিবু ও অজ আসলে একই জন।
    জানলে হয়তো মনে মনে হাসতাম( কারণ এর আগে আমি এই নিয়ে আপনার সঙ্গে কথা বলা চুকিয়ে দিয়েছি বলেছি)।
    আসলে আমি নিজের নামে লিখি, অন্য নামে গুলিয়ে ফেলি, অস্বস্তি বোধ করি। এই নিয়ে শিবাংশুর সাথে কথা হয়েছিল।
    দেখুন, অধিকাংশকেই আমি চিনি না।
    হুতো ,রাবাহুতো এদের নিয়ে এতবার ভুল করেছি যে এরা আমায় বকুনি দিয়েছে।
    একবার সৈকত বলে একজনকে ঈশান ভেবে লিখলাম, দময়ন্তী শুধরে দিলো।
    প্রথম দিকে আর্জো-অজা গুলিয়ে ফেলেও বকুনি খেয়েছি।
    লেগপুলিং ঠিক আছে, কিন্তু খামোখা খোঁচাখুঁচি করা স্বভাবে বাধে।
    শমীক আর সিকি যে একইজন জানতে অনেকদিন লাগলো।
    এটা জেনে বুঝে হয় নি, নেহাৎই কাকতালীয় ব্যাপার।
    তাই বলছি, আই প্লীড নট গিল্টি।
    বাকি জাজমেন্ট আপনার হাতে, বেনিফিট অফ ডাউট দেবেন কি না।
    আরও বলি,শিবুর লেখায় আর অজ'র লেখায় আমি মিল পাইনে।
    অজ একটু কাঠখোট্টা টাইপ, শিবু ফুল অফ উইট, যা বিরুদ্ধ রাজনৈতিক মতের হলেও
    আমি উপভোগ করি। যেমন ব্রতীন-দুখে নিয়ে কমেন্ট।
  • ranjan roy | 122.168.155.14 | ২৪ জুন ২০১১ ২৩:২৯479305
  • বিতংস,
    "" শেক্সপীয়র'' কে নবজাগরণের সময় সুক্ষ্ম ভাবে রাজতন্ত্রের সমর্থনে পোঁ ধরা নাট্যকার বানালেন!
    এ' ব্যাপারে মার্ক্সবাদী নট, নাট্যকার, পরিচালক প্রয়াত উৎপল দত্ত মশায় তাঁর '' শেকসপীয়রের সমাজচেতনা"" নাটকে কিন্তু আপনার উল্টো কথাই বলে গেছেন। ওনার মতে শেকসপীয়র সামন্তবাদ থেকে পুঁজিবাদে
    উত্তরণের সময়ের জনগণের যন্ত্রণার কবি।
    আমি আপনাকে অনুরোধ করব আলাদা টই খুলে শেকস্পীয়রের দুটো নাটক ধরে( মার্চেন্ট অফ ভেনিস আর টিমন অফ এথ্যেন্স)
    আপনার বক্তব্য প্রতিপাদিত করুন। আমি এবং অনেকেই আনন্দ পাব।
  • dd | 122.167.31.35 | ২৪ জুন ২০১১ ২৩:৩১479306
  • ভো রঞ্জন, এহ একেবারেই বাহ্য।

    পড়ুন অমিতাভ সেনের দুষ্টু মিষ্টি অপিচ বুদ্ধিদীপ্ত পদ্যগুচ্ছ।

    এবং আইডেন্টিফাই করো। হ্যা হ্যা হ্যা, তবে এলেম বুঝি।

    তবে আই এমপ্যাথাইজ। সিনিয়র সিটিজেনেরা এট্টু ভোঁদা গোছের হয়, দিব্বি টের পাই।
  • Sibu | 193.247.250.41 | ২৪ জুন ২০১১ ২৩:৩৫479307
  • রঞ্জনবাবু,

    আসলে অজ থেকে শিবু হওয়াটা সকলের সামনেই হয়েছিল। কয়েকজন অভিযোগ করে যে অজ আর আর্জো গুলিয়ে যাচ্ছে। তাতে আমি একদিন দুর-ছাই করে নিজের নাম ব্যবহার করতে শুরু করি, বলে-কয়েই। তাই আমি ভেবেছিলাম অনেকের মত আপনিও জানেন।

    বেনিফিট অফ ডাউট গিভেন :)।
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১১ ২৩:৪১479308
  • এনিফিট - বেনিফিট
  • ranjan roy | 122.168.155.14 | ২৪ জুন ২০১১ ২৩:৪৭479309
  • ডিডি এবং শিবু,
    দুজনকেই ধন্যবাদ:))))
  • nk | 151.141.84.142 | ২৬ জুন ২০১১ ০১:৪৬479310
  • আরে আরে সেই আসল পরিচালক বকলম পরিচালকে গুলিয়ে গেছে তো। সেটা চাপা পড়ে গেল। আসল টা কে????
    আসল শেক্সপীয়ার আসল নিউটন আসল নবোকভ আসল রাসেল এদের ও জানতে চাই। আসলগুলো কারা?
  • nk | 151.141.84.142 | ২৬ জুন ২০১১ ০১:৫৩479311
  • আহা অমিতাভ সেনের কবিতা কতদিন পড়ি না! ঐ থ্রেডটাই তো ওঠে না! অমিতা, অ মিতা, শুনচো????
  • PT | 203.110.243.23 | ২৬ জুন ২০১১ ১৯:০০479313
  • ইহাতে আমরা-ওরা নাই, দলবাজীও নাই, দলদাসও নাই - শুধুই ঔৎকর্ষ!!

    ...Mamata Banerjee now wants Abhirup Sarkar — to woo investors. Banerjee....has offered Sarkar the vice-chairman’s chair of the West Bengal Industrial Development Corporation.
    http://www.business-standard.com/india/news/top-jobs/440415/

  • nyara | 122.172.43.216 | ২৬ জুন ২০১১ ১৯:৩৯479314
  • আবার সে এসেছে ফিরিয়া -

    তো পিটিবাবু, অভিরূপ সরকার, আপনার মতে বকলমে না সকলমে তৃণমূলের দলদাস?
  • MR | 76.185.100.9 | ২৭ জুন ২০১১ ০০:২৩479315
  • এতো সোজা কোশ্চেনের জন্য PT?
  • santanu | 82.112.6.2 | ২৭ জুন ২০১১ ১২:১২479316
  • http://www.anandabazar.in/27swasth3.html

    আগের টা ছিল সেলিমের বৌ, এই শুয়ার কার বর কে জানে?

    আর তেমনি এই হাসপাতালের সুপার গুলো, এই মাল গুলোকে রাখা ক্যানো?
  • siki | 123.242.248.130 | ২৭ জুন ২০১১ ১২:১৬479317
  • রাঞ্ঝৌর কা রাঠৌর। :-)

    রেফা: জানে তু য়া জানে না।
  • Sigma | 124.169.21.247 | ২৭ জুন ২০১১ ১৭:৫৩479318
  • আচ্ছা এত সব অনিয়ম ৩৪ বছর ধরে চলে আসছে, পিতামহ বা নিভৃতে ক্রন্দসীর কোন হেলদোল ছিল বলে তো মনে পড়েনা, হুটার বাজিয়ে কুচোমাছের ঝোল খেয়েই ব্যস্ত ছিলেন?
  • Bratin | 122.248.183.1 | ২৭ জুন ২০১১ ১৮:০১479319
  • না দলমত গঠন করে আন্দোলন ইত্যাদি করে সরকার টাকে বদলে দেওয়া হল। তবে ফেয়ার ইলেকশান হলে এত দিন কষ্ট করতে হত না।
  • PT | 203.110.247.221 | ২৯ জুন ২০১১ ১৩:৩১479320
  • ইহা স্বজন-পোষণ নহে, দলবাজী বা দলতন্ত্রও নহে, কালীঘাট হইতে উপাচার্যের উপরে কোন চাপসৃষ্টিও নহে...... এমনকি ৩৪ বছরের অপশাসন নহে -- মাত্র ৩৪ দিনের ক্ষমতার ঔৎকর্ষ!!

    A directive from the vice-chancellor of Burdwan University to admit a Trinamool Chhatra Parishad (TMCP) activist as a "special case" on the recommendation of party leader Madan Mitra has raised hackles on the campus and put a smear on the Mamata Banerjee government's much-publicised campaign to rid campuses of political trappings.

    কে বলে যে উপাচার্যেরা রাজনৈতিক নেতাদের পদলেহন করতে চান না?
    Subrata Pal, the V-C, however, was unfazed. "Yes, I used my discretionary powers to admit a student as a special case......Piyali Mukherjee made an appeal to me. Others in the waiting list didn't" http://m.timesofindia.com/PDATOI/articleshow/9032125.cms
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৪:৩৬479321
  • হি হি হি.....

    হা হা হা...

    হো হো হো.....
  • til | 124.169.21.247 | ২৯ জুন ২০১১ ১৫:৫৫479322
  • ওহ পিটিবাবু,
    দেখলেন তো দিদি হার্ভার্ডে না গিয়েও management বোঝেন। আউটে্‌সার্সিং অফ ঝড়ুদার।
    বু ভ তো হুটার বাজিয়েই খালাস, দিদি যদি রাইটারস ক্লীন্‌করে দিতে পারেন তাও মস্ত একটা achievement, অ্যাট লীষ্ট ইন বেঙ্গল স্ত্যান্ডার্দ। আপনি তো লোক নেই বলেই খালাস। efficiency এই শব্দটা সম্বন্ধে আপনার কি বক্তব্য?
  • PT | 203.110.247.221 | ২৯ জুন ২০১১ ১৮:২৬479324
  • ক¾ট্রাকটারের মাধ্যমে নিয়োগ হবে। তিন হাজার টাকা মাসে - সারাদিন টয়লেটের সামনে বসে থাকবে। টয়লেটে টয়লেটে SEZ। দাসপ্রথার পরিবর্তিত চেহারা। সেটাই প্রত্যাশিত এই জমানাতে।
  • kallol | 115.241.32.218 | ২৯ জুন ২০১১ ১৯:৪০479325
  • জমাদারের কাজ টয়লেট সাফ করা। তারা, টয়লেটে টয়লেটে বসে থাকবে নাতো কি গাড়ির গ্যারেজে থাকবে?
    তা না করে যেমনটি ছিলো তেমনটি থাকলেই ভালো হতো? কি বলেন পিটি?
    যে সরকারী জমাদারেরা আছেন তারা ঠিকমতো কাজ করেনা, সে তো গন্ধেই মালুম। বেসরকারী জমাদার ঠিকমতো সাফসুতরো রাখলে আপত্তির কি আছে? তাতে নাহয় সেজই হলো। মার্কসবাদী টয়লেট যখন অতোই গন্ধা।
  • aka | 168.26.215.13 | ২৯ জুন ২০১১ ১৯:৪৫479326
  • তা যারা কাজ করেনা তাদের তাড়িয়ে দিলেই হয়। দুই দলকে পয়সা দেওয়া হচ্ছে কেন? জনগণের পয়সা কি ফোকটে আসে?
  • PT | 203.110.247.221 | ২৯ জুন ২০১১ ২০:০২479327
  • বোঝা গেল যে মানবাধিকার কর্মীরাও পিপিপি মডেলটি পচ্ছন্দ করেন। ৮০ শতাংশ ভারতীয় প্রতিদিন $২ রোজগারে দিন গুজরান করে - ঐ দিনপ্রতি ১০০ টাকাই হল - খাপের খাপ হিসেব।
  • dukhe | 117.194.233.221 | ২৯ জুন ২০১১ ২২:৪৯479328
  • আমাকেও সারাদিন আপিসে বসে থাকতে হয় । কেউ এর বিহিত করে না ?
    বাড়ি থেকে টয়লেট পরিষ্কার করা যাবে না ? তাহলে তো ওয়ার্ক ফ্রম হোম করাই যায় ।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১১ ০০:১৯479329
  • প্রশ্ন হল সরকার যাদের টাকা দিয়ে রেখেছে তারা কাজ করে না কেন? নাকি সংখ্যায় কম?
  • til | 165.12.252.211 | ৩০ জুন ২০১১ ০৪:০২479330
  • সরকারী জমাদারগণ বোধহয় প্রাইভেটলি সাফ করেন, ঐ প্রাইভেট ত্যুইশানির মতো!
  • PT | 203.110.243.21 | ৩০ জুন ২০১১ ১১:২৪479331
  • সরকারী ঝাড়ুদার টয়লেট সাফা করেনা।
    পুলিশ চোর ধরেনা, ঘুষ খায়।
    স: কর্মচারী ফাইল ক্লিয়ার করেনা।
    স: মাস্টারেরা পড়ায় না।
    ট্রেন ঠিক সময় চলেনা।
    স: পাইলটরা প্লেন না চালিয়ে স্ট্রাইক করে।
    কোর্টে লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে-বিচারকরা কাজ করেনা।
    মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করে না।

    আউটসোর্সিং করলেই যদি সব সমস্যা মেটে তাহলে এই সব কাজই তো আউটসোর্সিং করে করাতে হয়। শুধু বেচারা ঝাড়ুদারদের টার্গেট করা কেন?
  • kallol | 220.226.209.2 | ৩০ জুন ২০১১ ১১:৪৫479332
  • প্রত্যেকটি সমস্যার সমাধানই আউটসোর্স এমন কথা কে কবে বললো?
    এক একটা সমস্যা এক এক রকম, তাদের সমাধানও এক এক রকমের হবে।
    আসলে বামেদের সমস্যা সাধারনীকরন। তাই সব সমস্যার একই সমাধান ভাবেন - বিপ্লব।
    এই যে শহরের জায়গায় জায়গায় ""সুলভ শৌচালয়"" হয়েছে, তাতে কি খুব আপত্তিকর কিছু ঘটেছে? ওটা তো সরকার বা পৌরসভার দায়িত্ব ছিলো। সুলভ পূর্ববর্তী অবস্থা কি ছিলো সকলেই জানেন।
    ১৯৭৮ আমরা বন্ধুরা মিলে ডোভার লেন শুনে শেষ রাতে সিংগী পার্ক থেকে ফিরছি রাসবিহারী মোড়। আমাদের সাথে মহিলাও ছিলেন। তাদের একজনের টয়লেট যাবার দরকার পড়লো। গোটা রাসবিহারী অ্যাভেনিউতে একটাই শৌচালয় ছিলো যেখানে মহিলারা যেতে পারতেন - ত্রিকোন পার্কের গায়ে লাগা। সেটাও বন্ধ ছিলো। আজকে সুলভের দৌলতে শুধু রাসবিহারী অ্যাভেনিউতেই প্রায় ৪টি শৌচালয় যেখানে মহিলারা যেতে পারেন এবং রাতে লোক থাকে। এগুলো বামফ্রন্টের আমলেই হয়। কি ভীষণ অন্যায়(!!) করেছিলেন বামফ্রন্ট, সাধারন শৌচালয় ব্যবস্থা আউটসোর্স করে।
    সত্যি!!
  • PT | 203.110.243.21 | ৩০ জুন ২০১১ ১২:১৭479333
  • আবার ঘেঁটে দিলেন। সরকারী অফিসের/কলেজের/বিশ্ববিদ্যালয়ের/স্কুলের/ট্রেনের/রেলের প্ল্যাটফর্মের/এয়ারপোর্টের টয়লেট আর রাস্তার সুলভ শৌচালয় এক নয়। তদুপরি টয়লেট পরিষ্কার রাখার দায়িত্ব শুধু ঝাড়ুদারের নয় - যে ব্যবহার করে তারও। সেটা ভারতীয় রেলের (এসি কামরা সহ) এবং প্লেনের টয়লেট দেখলেই বোঝা যায়। -"you know a nation by its toilet" - কেউ একজন বলেছিলেন। এটা ভারতীয় সমাজের অনেক সমস্যার একটি প্রতিফলন মাত্র। আমি বোঝাতে পারলাম কিনা জানিনা - এই লেখাটি পড়ুন - যিনি লিখেছেন তিনি বামমার্গী এমন দাবি আপনিও করবেন ন।

    ....Six, there will always be water on the plane's bathroom floor. 'Ablutions' have to be carried out, no?....
    http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/Air-apparent/articleshow/9041179.cms

  • PT | 203.110.243.21 | ৩০ জুন ২০১১ ১২:২০479335
  • *করবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন