এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৮০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ২২ জুন ২০১১ ২৩:৩০479203
  • কিংবা সৌমিত্র আসলে সত্যজিতের বাড়ির বাজার করে দিতেন না। এটা করতে পারলে ১০২ খানা নকুলদানা। এমনিতে ১০০ বাকি ২ টো বোনাস।
  • pi | 128.231.22.142 | ২২ জুন ২০১১ ২৩:৩৫479204
  • এই এত্ত এত্ত নকুলদানা গছিয়ে ওবেসিটি তথা NCD র রিস্ক বাড়ানোর চক্রান্তের প্রতিবাদ রেখে গেলুম।
  • aka | 168.26.215.13 | ২২ জুন ২০১১ ২৩:৩৯479205
  • বাঙালী এত প্রতিবাদী কেন? আচ্ছা চিনি দেওয়া নয় সুগার সাপ্লিমেন্ট দিয়ে বানাব নকুলদানা।
  • pi | 128.231.22.142 | ২২ জুন ২০১১ ২৩:৪৯479206
  • কিশোরী/ তরুণী পিনবিদ্ধ ব্যাঙেরা আরো প্রতিবাদী। কবি বলে গেছেন।
  • 6 | 89.203.49.18 | ২৩ জুন ২০১১ ০০:০০479207
  • কারণে অকারণে, বেছে বেছে প্রতিবাদ জানানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
  • r2h | 198.175.62.19 | ২৩ জুন ২০১১ ০০:২০479208
  • প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ
  • aka | 168.26.215.13 | ২৩ জুন ২০১১ ০০:২৩479209
  • বিষে বিষে বিষক্ষয় হয় কিন্তু প্রতিবাদ সম্বন্ধে এরকম কিছু শোনা যায় না। এও কি অন্যায় নয়। কিন্তু এরকম প্রতিবাদীও দেখা যায় না, যে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই তো জীবন।
  • Sibu | 193.247.250.17 | ২৩ জুন ২০১১ ০১:২৬479210
  • কি নিয়ে পোতিবাদ? আম্মো করবো।
  • siki | 123.242.248.130 | ২৩ জুন ২০১১ ১০:৪৬479211
  • আজ কেউ ঝগড়া করছে না। :(
  • Sibu | 74.125.57.33 | ২৩ জুন ২০১১ ১২:৩১479213
  • শমীকের দু:খু একটু ঘুচিয়ে দেই :)।

    রঞ্জনবাবু,

    আপনি যখন বুঝতে পারছেন না কেন আমি অসৎ কথাটা ব্যবহার করেছি, তখন আপনাকে একটু সাহায্য করি। তথাগত রায়কে নিয়ে কল্লোলবাবুর প্রথম পোস্টটি খুব বিদ্রূপাত্মক সুরে জানিয়েছিল যে উনি শুধু ঈঞ্জিনীয়ার নন, ওনার একটি বই সিভিল ইঞ্জিনীয়ারিং ডিপার্টমেন্টে পড়ানো হয়। বাই ইমপ্লিকেশন, হি ইজ অ গ্রেট টেকনিকঅল মাইন্ড। টেকনিক্যাল লোকেদের সম্পর্কে আমাদের কালচারে যে সশ্রদ্ধ মনোভাব আছে, সেটিকে এক্‌স্‌প্‌লয়েট করার একটা সম্ভাবনা এই ভাবে তৈরী হয়। পরে যখন উনি বইটি খুঁজে পেলেন, তখন ওটি যে আসলে ইঞ্জিনীয়ারিং ক¾ট্রাক্ট ল-র বই সেটি না বলে মহোল্লাসে (এবং আবার বিদ্রূপাত্মক ভঙ্গীতে) সকলকে জানালেন যে উনি বইটি খুঁজে পেয়েছেন। ভাবটা, ওনার বিজয়োল্লাসে বিভ্রান্ত হয়ে কেউ খেয়াল করবে না যে ওটি আসলে টেকনিক্যাল বই না, টেকনিক্যাল ক¾ট্রাক্ট ল-র বই। এই ব্যবহার আমার কাছে মূলত: অসৎ। আপানার ভিন্ন মত থাকতেই পারে।

    গুরুতে কোন আলোচনার মূল প্রসঙ্গ বাদ দিয়ে টেকনিক্যালিটির ভিত্তিতে চালিয়ে যাবার একটি সুপ্রাচীন ঐতিহ্য আছে। আপনি যখন বলেন যে তথাগত রায়ের বইটি সিভিল ডিপার্টমেন্টে হয়তো পড়ানো হয়, ঐ যে সব এলেবেলে ক্লাস সোসিওলজি ইত্যাদি নিতে হয় তাদেরই সাথে। টেন্ডার সংক্রান্ত ল বই লিখতে হলেও তো টেকনিকঅল জ্ঞান লাগে - তখন আপনি সেই ঐতিহ্যকেই প্রোপাগেট করেন।
  • dukhe | 122.160.114.85 | ২৩ জুন ২০১১ ১২:৪৫479214
  • কিন্তু মূল প্রসঙ্গটা কী ? মমতার নীতি ? অর্পিতার বকলম ? তথাগতর বই ? কল্লোলবাবুর অসততা ? করুণার থালাবাটি ? গুরুর ঐতিহ্য ? ফেভির ক্লাসমেট ?
    অল অফ দ্য অ্যাবাভ ? নান অফ দ্য অ্যাবাভ ?
    কে জানে ? কে ?
  • kallol | 220.226.209.2 | ২৩ জুন ২০১১ ১২:৫১479215
  • কিন্তু বামেদের আরও একটা ঐতিহ্য প্রবল। সেটা হলো মূল বিষয়তে এঁটে না উঠলে, তার একটা অংশ ধরে সেটা নিয়ে টানাটানি করা, ও মূল বিষয়টা ঘেঁটে দেবার চেষ্টা করা।
    তথাগত নিয়ে কত কথা হলো, অন্যদের নিয়ে কিন্তু বামেরা চুপ।
    কে সোমনাথ লাহিড়ীর গল্প বকলমে লিখলেন, বা অপরাজিতা গোপ্পীর কবিতা বা সুজাতর পিএইচডি পেপার, তা নিয়ে কোন উচ্চবাচ্য নাই।
    আমি আগেও লিখেছি, কোন একটা সূত্রে কখনো শুনেছিলাম তথাগতর বই সিভিলে পড়ানো হয়। আমিও ধরেই নিয়েছিলাম ওটা টেকনিকাল বিষয়েই হবে। পরে দেখা গেলো ওটা সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত আইনের বই। খোঁজ জারী আছে, কোথায় পড়ানো হয়/হতো নিয়ে। কিন্তু প্রশ্নটা ছিলো বইটা তথাগতর বকলমে কে লিখলো?
    তা নিয়ে হিরন্ময় নীরবতা।
    ভাবের ঘরে চুরি করতে করতেই আপনাদের মত লোকজনই সিপিএমএর এই হাল করেছেন। আরও করে যেতে চান করুন। আমরা খিল্লী করে যাই - এই আর কি।
  • Sibu | 74.125.57.33 | ২৩ জুন ২০১১ ১৩:০১479216
  • বকলম নিয়ে আপনার সাথে আমার কোন কথা হয় নি। যাঁর সাথে হয়েছে তাঁর সাথে বলুন। বামেদের বলে আমাকে ঐ প্রঙ্গে জড়ানোর চেষ্টা কেন? সাধে আপনাকে আমি অস্‌ৎ লোক বলি?
  • Ishan | 122.248.183.1 | ২৩ জুন ২০১১ ১৩:১২479217
  • যা:। রাত্তির গড়িয়ে সকাল হল। সকাল গড়িয়ে দুকুর একটা হয়ে গেল। কত্তো কিছু জানলাম। কিন্তু পশুখামার এর "আসল' পরিচালকের নাম আর জানতে পারলাম না।

    আমার আর কুইজে জেতা হলনা। :(
  • dukhe | 122.160.114.85 | ২৩ জুন ২০১১ ১৩:১৬479218
  • কিন্তু একজন অস্‌ৎ লোকের নাম জানলেন তো । সেটা বুঝি কিছু নয় ?
    আমি একজন স্‌ৎ লোকের নাম জানতে চাই । গুরুতে কেউ আছেন ? এট্টু হাত তুলবেন প্লিজ ?
  • ranjan roy | 122.168.155.14 | ২৩ জুন ২০১১ ১৩:১৮479219
  • শিবু,
    প্রশ্ন ছিল কার কোনটায় এক্‌স্‌পার্টাইজ। রাজনীতিতে আসলেও অন্য বিষয়ে কিছু এলেম আছে কি না, যেমন পিটি বলেছিলেন
    সোমনাথ লাহিড়ির গল্পলেখক পরিচয় নিয়ে।
    আমি রাজনীতির লোক তথাগত রায়কে পছন্দ করি না। ওর বক্তব্য, লেখা কিছুই আমার পছন্দ না। সেখানে কল্লোল কিছু তথ্য দিলেন।
    অবশ্যই এটা দেখাতে যে তথাগতের অন্য এলেম ও আছে।
    উনি শিওর ছিলেন না, শোনা কথায়, তাই ""নাকি'' বল্লেন।কিন্তু দেখুন, বইটি ওই কলেজে পাঠ্য না হলেও যে সোর্স কোট করা হয়েছে তা কি কল্লোলের মূল বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
    যথা ,অধ্যাপনা, বিভিন্ন জার্নালে লেখা, মেট্রো ডিজাইনিং এর অধিকর্তা হিসেবে কাজ, ইত্যাদি, ইত্যাদি।
    টেকনিক্যাল সোর্স ও বলছে বইটি টেক্‌স্‌ট বই।
    আর মাপ করবেন, আমি সোসিওলজি, ইকনমিক্স, ইত্যাদি বিষয়কে ""এলেবেলে'' ভাবতে একেবারে প্রস্তুত নই, তাই এখানেই ইতি।
    এটুকুই বলার ছিল ওই ভুলের জন্যে কল্লোল কে ""অসৎ'' তো দূরের কথা, ""বেসিক্যালি অসৎ''( যার মানে সদাসর্বদা অস্‌ৎ পন্থা অবলম্বন করা লোক)বলা ঠিক দাঁড়ায় না। অবশ্য আপনার ভিন্ন মত থাকতেই পারে।
  • Sibu | 74.125.57.33 | ২৩ জুন ২০১১ ১৩:২৩479220
  • মাইরি।
  • Ishan | 122.248.183.1 | ২৩ জুন ২০১১ ১৪:২০479221
  • কারো বকলমে হাত তুললে ভ্যালিড? :)
  • fevi | 217.162.218.93 | ২৩ জুন ২০১১ ১৬:৫৭479222
  • না।
  • stoic | 160.103.2.224 | ২৩ জুন ২০১১ ১৭:১১479224
  • আম্মো একখান কচি করে পোতিবাদ জানিয়ে যাই। সুইৎজারল্যান্ড কে "অর্ব্বাচীন দেশ' বলার বিরুদ্ধে।
    :-)
  • Ishan | 122.248.183.1 | ২৩ জুন ২০১১ ১৭:১৬479225
  • ফেভি এই বিষয়ে কিছু বলুন। :)

    (পশুখামার এর আশা নাহয় ত্যাগই কল্লাম। )
  • siki | 122.162.75.163 | ২৩ জুন ২০১১ ২২:১৭479226
  • অঙ্ক খুব কঠিন।

    লজিক অনুযায়ী আমি একবার লেডিকেনির শেপ নিয়ে উল্টোপাল্টা কিছু বলে ছড়িয়েছিলাম। একবার অতুলপ্রসাদের গানের লাইন ভুল কোট করে (কবে তৃষিত এ মরু) ছড়িয়েছিলাম। আমার ছড়ানোর ইতিহাস তো গুরুতে প্রসিদ্ধ। মানে আমার মতন অসৎ জাস্ট হয় না গুরুতে। ভাবলেও বিরক্তি লাগছে নিজের ওপর।

    একজন একটা তথ্য নিজের জ্ঞানবুদ্ধিমতে ঠিক জেনে লিখেছেন, সেটা অন্যজনের মতে যদি ঠিক না মনে হয়, বিষয়টা নেহাৎই একজন একটা বই লিখেছেন কিনা, আর লিখলে সেটা আদ্যোপান্ত টেকনিকাল পাঠ্যপুস্তক কিনা, এ ব্যাপারে যদি দুজনের মধ্যে ভিন্নমত হয়, তা হলে ঐ তথ্যপ্রদাতা "লোকজনকে বিভ্রান্ত করা চেষ্টা করছেন', এবং ঐ তথ্যপ্রদাতা "বেসিক্যালি অসৎ'।

    আর সত্যি কিছু বলার নেই, কেবল মনে হচ্ছে, রাগের কারণটা কেবলমাত্র এই তথাগতবাবুর বইসংক্রান্ত কোটটুকুই নয়, রাগের উৎস আরো আগে, আরও পেছনে, অন্য কোনওখান থেকে, অন্য কোনও কনটেক্সটে।

    শিবুদা, এগ্রি টু ডিসএগ্রি। :-) বাদ দিলাম।

    কোথাও একটা সুর কাটছে। ঠিক হচ্ছে না।
  • Sibu | 193.247.250.7 | ২৩ জুন ২০১১ ২২:৪৮479227
  • শমীক,

    তুমি বোধহয় আমার পোস্টগুলো খেয়াল করে দেখ নি। রাগের কারন ভুল নয়। বরং যে টোনে ভুলটাকে বলা হয়েছে সেইটে। অর্থাৎ, খুব উঁচু গলায় ব্যঙ্গাত্মক সুরে কোন একটা তথ্য দেওয়া, যাতে লোকে তথ্যটাকে কনট্রাদিক্ট করতে ইতস্তত: করে। এবং ভুল ধরা পড়ার পরেও সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে স্বীকার করা - ওটা না হয় ভুল হলই, বাকীগুলো? বা ওটা তেকনিক্যালি ভুল নয় তো, আমি তো 'নাকি' বলেছিলাম, এই সব ভ্যানতাড়া।

    তুমি ঠিকই বলেছ। এটা ঠিক একদিনের ব্যাপার নয়। এই অ্যাটিচুডটা অনেকদিন ধরেই আমি দেখছি। সুতরাং রাগ জমেই ছিল। অন্য কারণ কিছু নেই এর মধ্যে। গুরুতে আমি পলিটিক্যালি অনেকের সাথেই এগ্রি করি না। আমার বিশ্বাস তোমার সাথেও আমার পলিটিক্যালি বনবে না। সেটা নিয়ে তোমার সাথে কোন খাড়, অন্তত: আমার দিক থেকে নেই।

    অ্যাজ ইউজুয়াল, লেট আস এগ্রি টু ডিসএগ্রি :)।
  • SC | 128.237.249.48 | ২৩ জুন ২০১১ ২২:৫০479228
  • বা! আমি এই বকলমে লেখা ব্যাপারটা কিছুদূর দেখে ব্যাপক আমোদ পেলাম।
    পিটি স্যারের ধারণা কি এরকম, যে পৃথিবীতে একটি মানুষ একাধিক বিষয়ে পটু হতে পারেননা, নাকি পটু হলেই তাকে
    টিভিতে এসে জাহির করে যেতে হবে।
    জানেন তো স্যার, বার্ট্রান্ড রাসেল বলে একটা হাড়ে বজ্জাত লোক ছিলো, ফিলোসফি নিয়ে লেকালিকি করত। স্বাভাবিক ভাবেই
    সিপিএমিও দক্ষতায় বিচার করে আমি নিশ্চিন্ত, যে উনি অন্য আর কোনো বিষয়ে পারদর্শী হতেই পারেন না। কে যেন ওর হয়ে বকলমে প্রিন্সিপিয়া ম্যাথেমাটিকা বলে একটা বই লিকে দিয়েছিলো।

    আবার এই ধরুন হাড়ে বজ্জাত ভ্লাদিমির নাবোকোভ, প্রজাপতি নিয়ে পেপার ছাপত, কোথা থেকে বকলমে ওর নামে আবার কেউ নভেল লিখত।

    প্রসঙ্গত, এই সুতোয় বাংলার শিল্পনীতি ইত্যাদি নিয়ে যারা বক্তব্য রেকেছেন, এরা সকলেই কি এই নিয়ে পড়াশুনো করেন। শুনেছিলাম, এখানে নাকি কিছু লোক আছেন, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি বিষয়ে পফেসার, কিংবা কোথাও গবেষণারত, এনারা কি এখানে রাজনীতি নিয়ে যত পোস্ট করেছেন, নিজ নিজ বিষয় নিয়ে তার চেয়ে বেশী পোস্ট করেছেন? করে থাকলে লিং দেবেন কাইন্ডলি। না দিতে পারলে কিন্তু বলে বেড়াবো, গুরু তে পোস্ট করা অমুকবাবু কেমিস্ট্রী বা ফিজিক্স বোয়েন না, কেউ বকলমে ওনার হয়ে থিসিস লিকে দিয়ে গেছিলো।
  • siki | 122.162.75.163 | ২৩ জুন ২০১১ ২৩:১৮479229
  • প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা ... বার্ট্রান্ড রাসেল?
  • pi | 128.231.22.142 | ২৩ জুন ২০১১ ২৩:১৯479231
  • Integrated Child Development Services এর ডেলিভারি তে প:বংগের মূল্যায়ন নিয়ে প্রতীচি র একটা রিপোর্টে পড়লাম :

    Some of the government officials were found to be detached, lacking in enthusiasm,
    and even discouraging in their attitude. A top level official in Kolkata told us that he did
    not believe in social programmes, which were “detrimental to economic progress of the
    country.” “Why should we spend public money on feeding the children free of cost?” he
    asked. One can well imagine the sort of result the programme could yield under the
    leadership of such an officials.

  • siki | 122.162.75.163 | ২৩ জুন ২০১১ ২৩:১৯479230
  • ও হ্যাঁ, তাই তো ... ছড়াতে গিয়ে গুটিয়ে নিলাম আগেভাগে :-)
  • Ishan | 117.194.32.100 | ২৩ জুন ২০১১ ২৩:৩৯479232
  • পাই কি নির্মলানন্দ টা বন্ধ করে দিতে চায়? ছি:। :)
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১১ ০০:০৬479233
  • এটা কি পাই নিজে লিখল? নাকি কারুর বকলমে?
  • til | 124.169.20.209 | ২৪ জুন ২০১১ ০১:২৭479235
  • আহা, সব ধোয়া তুলসীপাতা যেন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন