এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২০৪৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 117.194.98.28 | ০৫ জুলাই ২০১১ ০৯:৩৬479502
  • শান্তনু দা, আমি মমতার সাপোর্টার। কিন্তু দিদি র কিছু কিছু জিনিস পছন্দ হয় নি।

    ১। ব্রাত্য বসু কে শিক্ষা মন্ত্রী করা।

    ২। শিল্প মালিক দের সরাসরি জমি জমির মালিক দের কাজ থেকে কিনতে হবে : এইরকম একটা স্ট্যান্স নেওয়া। এটা জনদরদী। কৃষকদের পক্ষে ভালো সেটা ঠিক আছে। কিন্তু প্রশ্ন হল এই নীতি মেনে ক'জন শিল্পপতি জমি কিনে শিল্প স্থাপনে উদ্যোগী হবে সেটা বিতর্কের বিষয়। হয়তো মাঝমাঝি একট স্ট্যান্স নিলে ভালো হত।

    ৩।কলকাতার রাস্তার হাল এখন জায়গা তেই বেহাল। আমি রোজ বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে যাই দেখি। এছাড়াও সেক্টর ফাইভের কিছু কিছু রাস্তা করন।তবে এর একটা কারণ হল সেক্টর ফাইভ অবধি মেট্রোর কাজ।

    ৪। সৌন্দার্য্যায়ন নিশ্চয় ই দরকার কিন্তু প্রায়োরিটি আরো পরে আসা উচিত। জানি না হয়তো উঙ্কÄল বাংলার মুখ দেখানোর চেষ্টা এবং একই সঙ্গে কিছু নতুন করার ইচ্ছে।
  • Bratin | 117.194.98.28 | ০৫ জুলাই ২০১১ ০৯:৩৭479503
  • আকা, হাভার্ড,এম আইটি করা কি মমতার হাতে? ইন-ফ্যাক্ট কারোর হাতে আছে? :-))
  • Bratin | 117.194.98.28 | ০৫ জুলাই ২০১১ ০৯:৪৯479504
  • আচ্ছা। একটু অন্যরকম ভাবে বলি ।স্ট্যাটিস্টিকসের লোক তুমি। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট পড়েছো।

    আমরা ২/৩ ফ্যাক্টর র ক্ষেত্রে দেখেছি। একট ফ্যাক্টরের ধরা যাক ২ বা ৩ টে লেভেল আছে। কিন্তু একটা বিশেষ লেভেল র সাথে অন্য আরেক ফ্যাক্টরের বিশেষ লেভেল মিলেই অপ্ট্যিম্যাম আউটপুট পাচ্ছি আমরা। এই আইডিয়া টা যদি এক্সটেন্ড করি। তাহলে n খানা ফ্যাক্টর তাদের ধরা যাক ৩ টে করে লেভেল( সুবিধার জন্যে)। আমরা কি সব গুলো লেভেল বেস্ট কম্বিনেশন এনসিউর করতে পারি। আর ভালো ছাত্র, ভালো গবেষণা তো একটা প্রসেস ফলো করে আসে।
  • pi | 72.83.103.132 | ০৫ জুলাই ২০১১ ১০:১২479505
  • শুধু এই কোলকাতার পিছনে এত এত টাকা ঢেলে লণ্ডন বা হোয়াটোএভার বানানোও ভাল ঠেকছে না।

    তবে, ট্রাফিক সিগন্যালের আধুনিকীকরণ ( সে গান শোনানোর জন্য হলেও), ডিভাইডার ঠিক করা ( সে ফুলের টব বসানোর জন্য হলেও ), আবর্জনা হঠানো ( পার্ক গুলো সুন্দর করার জন্য) এগুলো যদি এই গতিকে হয়ে যায়, ভালোই।
    রাস্তায় যত্র তত্র গর্ত ও যে সৌন্দর্যের হানি ঘটায়, লংডনে সেইটিও নেই, সব রকম দূষণের মাত্রাও লংডনে অনেক কম, সেটাও এই গতিকে মাথায় ঢুকলে ভালো হয় :)

    ভাল কথা, বাবুঘাট থেকে বাসের ডিপো উঠে গিয়ে যাচ্ছে কোথায় ?
  • saikat | 202.54.74.119 | ০৫ জুলাই ২০১১ ১০:২৭479506
  • গান শোনাতেও আপত্তি নেই, কিন্তু শুধু রবীন্দ্রগীতিতে আপত্তি আছে । :-)

    আর প্রশ্ন হোল, এই গান কত জোরে বাজবে? জ্যামের কত পেছন অবধি মধুরবচন ভেসে যাবে? যারা জ্যামের পেছন দিকে আছে, তারা কি "হ্যাঁ হ্যাঁ, ঐদিকে পরমসুখকর গান বাজছে" ভেবেই খুশী থাকবে?
  • dukhe | 122.160.114.85 | ০৫ জুলাই ২০১১ ১০:৩৭479507
  • লন্ডনকে কলকাতা করে ফেলতে কতটা এফোর্ট লাগবে ? তাহলে সেইদিকে চেষ্টা করা যায় ।
  • abastab | 61.95.189.252 | ০৫ জুলাই ২০১১ ১০:৪৬479508
  • ব্রতিন Date:05 Jul 2011 -- 09:49 AM আহা আহা শুনেও ভালো লাগলো। এমনি করে কেউ আমায় ডিজাইন পড়ায় নি। তার মানে যত গুড় তত মিষ্টি কথাটা ঠিক নয়।
  • Manish | 59.90.135.107 | ০৫ জুলাই ২০১১ ১১:২৭479509
  • জামশেদপুরের লোকসভা উপ-নির্বাচনের ফলাফল হয়েছে এই রকম।

    ড: অজয় কুমার (JVM) ২,৭৬,৫৮২

    বাকি সবার জামানত জব্দ।

    ডি.গোস্বামি(BJP) ১,২১,০৫৫

    সুধীর মাহাতো (JMM) ১,১৫,৭৯৯

    আস্তিক মাহাতো (AJSU) ৯৯,০৫৮

    বান্না গুপ্তা (Congress) ৪৯,১৩৮

    সুমন মাহাতো (মা,মাটি,মানুষ) = ৫,৪৪৯

    হ্যা, সংখাটা ঠীক দেখছেন। সুমন মাহাতো শতকরা ভোট পেয়েছেন
    0.74%

  • bb | 125.16.17.151 | ০৫ জুলাই ২০১১ ১২:৪৪479510
  • @ মনীশ খবরটা ভালো লগলো, কারন অজয় কুমর। এই ভদ্রলোক একার হাতে জামে্‌শদ্‌পুর্কে চগে কোরে দিয়েচিলেন '৯০ এর দশকের মঝমাঝি।
  • bb | 125.16.17.151 | ০৫ জুলাই ২০১১ ১৩:৫৪479512
  • * যামে্‌শদ্‌পুরকে Change করে দিয়ে ছিলেন। তার আগে রাত্রি ৯তার পর ঘরের বইরে থকা চাপের ছিলো।
  • Manish | 59.90.135.107 | ০৫ জুলাই ২০১১ ১৩:৫৬479513
  • bb , হ্যা, উনি সেই IPS অফিসার যিনি একার হাতে জামশেদপুরের অপরাধ কমিয়ে এনে ছিলেন। জামশেদপুরবাসীদের প্রতিদানে উনার প্রতি এই ভালবাসা প্রকাশ।
  • Mmu | 79.86.171.220 | ০৫ জুলাই ২০১১ ১৫:৫৫479515
  • আপনাদের সাথে এই simple আলোচনাটায় বসতে চাই।:-))

  • Mmu | 79.86.171.220 | ০৫ জুলাই ২০১১ ১৬:০৭479516
  • এটা একদমই ঠিক হয় নি , মানে জা:পু: নির্বাচনে প্রার্থী দেওয়াটা। কং কে সমর্থন করে যাওয়া উচিৎ ছিল। আমার মনে হয় তাতে জোট ধর্মের ব্যাপারটা আর শক্ত হত সোনি ম্যাডাম যার পর নাই খুশী হতেন। (উড়ো খৈ গোবিন্দায় নম)।
    এ ই জায়্‌গাটাতেই আমার নেত্রীর দুরদর্শীতার একটু অভাব ।
    Bratin
    আমার এই লেখাটা নেত্রী পর্যন্ত পৌছুলে ভাল হয় ।
  • Mmu | 79.86.171.220 | ০৫ জুলাই ২০১১ ১৬:২১479517
  • ট্রাফিক সিগনালে শুধু রবীন্দ্র সঙ্গীত কেন ? নজরুল গীতির কি হবে ? তার সাথে নচিকেতা, অঞ্জন দত্তর জীবন মুখী মিলিয়ে মিশিয়ে হলে মন্দ কি? ট্রাফিক সিগনালের সব চালকই তো একই রকম গানের শ্রোতা হবেন তাতো নয়।
  • x | 193.200.150.125 | ০৫ জুলাই ২০১১ ১৬:২৫479518
  • গুড আইডিয়া। Interactive TV-র মতন। কেউ আইডিয়াটা পাঠিয়ে দেবেন please?

    লন্ডন কেন, Mars হতে দোষ কি?
  • Bratin | 122.248.183.1 | ০৫ জুলাই ২০১১ ১৭:১০479519
  • জুলাই মাসে কোন ঝগড়া করবো না। তাই পাস দিলাম। না হলে Mars হবার পেছনে কী কী অসুবিধা আছে তা বুঝিয়ে বলতাম!!
  • de | 59.163.30.4 | ০৫ জুলাই ২০১১ ১৭:২৪479520
  • ব্রতীন দিদির এজেন্ট হিসাবে কাজ কচ্চে বুঝি! :))

    আমার তো মার্সের থেকে শনি পছন্দ -- কি গ্ল্যামার!
  • Ishan | 122.248.183.1 | ০৫ জুলাই ২০১১ ১৭:২৮479521
  • আমার কেমন জানি সন্দো হচ্ছে মমতা লন্ডন বলতে "সুন্দর' বুঝছেন। সিস্টেমেটিক না।

    আর কদিন দেখা যাক।
  • Bratin | 122.248.183.1 | ০৫ জুলাই ২০১১ ১৭:২৯479524
  • না বাম বিরোধী সাধারণ মানুষ হিসাবে!! :-))
  • de | 59.163.30.6 | ০৫ জুলাই ২০১১ ১৭:৩৮479525
  • সৌমিত্র-বাবু অসুস্থ? খুব মন খারাপ হয়ে গেলো শুনে!

    এই খবরটা জাস্ট প্রত্যাশিত, এর থেকে অন্যরকম কিছু পশ্চিমবঙ্গীয় রাজনীতিতে হয় না!
  • Mmu | 79.86.171.220 | ০৫ জুলাই ২০১১ ১৭:৩৯479526
  • x,
    কলকাতা কি রাতারাতি লন্ডন হয়ে যাবে?
    অবশ্যই নয় ,তার জন্য একটু সময় লাগবে। যেটা সবচেয়ে বেশী লাগবে সেটা হল সমগ্র জনসাধারনের সদিচ্ছা বা সহযোগীতা ।
    তা না হলে লন্ডন কোন দিনই সম্ভব নয়। মমতা ব্যানার্জীর একার চেস্টায় তো সম্ভব নয়ই ।
    রাস্তায় আবর্জনা ফেলা, যত্রতত্র মলমূত্র..................... ইত্যাদি ইত্যাদি, এই সব ত্যাগ না করে
    মমতাকে এই শুভ প্রচেস্টার জন্য কটাক্ষ বা টোন্টিং করা।
  • pi | 72.83.103.132 | ০৫ জুলাই ২০১১ ১৭:৪৩479527
  • অসুখ আর নাটক বন্ধ দুটো খবরই বাজে।
  • x | 193.200.150.137 | ০৫ জুলাই ২০১১ ১৭:৫১479528
  • বাজে = খারাপ নাকি বাজে = ভিত্তিহীন?

    আর দাদা - Interactive ব্যাপারটা খারাপ কিছু নয়, ভেবে দেখুন। নইলে সিগন্যালে সিগন্যালে PA system লাগালে তো সুভাষ বাবু বিরোধী হয়ে যাবেন!
  • saikat | 202.54.74.119 | ০৫ জুলাই ২০১১ ১৭:৫৬479529
  • ক'দিন আগে তারানন্দে সুমন বলছিলেন, মিনার্ভা নিয়ে যে কিছু ছেলেমেয়ে সেখানে যুক্ত হয়েছে নাটক করার জন্য, সেটা করে মাসমাইনে গোছের কিছু পাবে, কিন্তু এই ডামাডোলের বাজারে দেখা উচিত যেন এই ব্যবস্থাটা চালু থাকে। তা না হলে ঐ ছেলেমেয়েদের বেশ বিপদ। repertory committees ভেঙে দেওয়া হয়েছে মানে হয়ত সুমনবাবুর ভয়টা সত্যি হবে। এই কমিটি ভেঙে দেওয়ার দিক দিয়ে যদিওবা নেতা-মন্ত্রী-আমলারা মিনার্ভাতে নাটকটা করতে না দেওয়ার যুক্তি দেয় তাহলে রবীন্দ্র সদনে কেন করতে দেওয়া হবে না তার পক্ষে কী যুক্তি জানা নেই।

    কিন্তু সৌমিত্রবাবুকে তৃণমূলে যোগ দেওয়ার অফারটা কখন দেওয়া হয়?
  • aka | 168.26.215.13 | ০৫ জুলাই ২০১১ ১৭:৫৭479530
  • সৌমিত্র তো অসুস্থ, কদিন আগে আবাপতে যে প্রবন্ধ পড়লাম উনি ইংলন্ড থেকে লিখেছিলেন, সেখানে চিকিৎসা করাতে গিয়েছিলেন। ক্যান্সার কিনা মনে নেই।

    যাইহোক, ব্রতীন কি বলতে চাইল হার্ভাড বা এমআইটি আসলে ভগবানের দান যেমন এভারেস্ট পর্বত? তারপরে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট নিয়ে যা বলল তা আবার আগের পোস্টের উল্টো। ভালো গবেষণা, ভালো ছাত্র সবই ভালো প্রসেস ফলো করে আসে। সেটাই তো বলতে চেয়েছি, হার্ভাড বা এমআইটি, ডানা ফার্বার (বিখ্যাত ক্যান্সার হসপিটাল), বোস্টন সবই উদাহরণ হিসেবে এসেছে উন্নতির, সিস্টেমের, প্রসেসের উদাহরণ হিসেবে। ভেবেছিলাম লণ্ডনের রেটরিকও আসলে এরকমই একটা উদাহরণ যা কিনা উন্নতির সূচনা করবে। সন্দেহ একটা সবসময়েই ছিল কিন্তু ব্যপারটা যে এমন ক্রুড হবে বুঝি নি। কলকাতার সিগনালে সিগনালে লাউড স্পিকার বসিয়ে গান শোনান হচ্ছে অথচ এই সেই শালবনি কিন্তু আজও শালবনি।

    শুধু যদি কলকাতার সৌন্দর্যের কথাই ধরি তাহলে ব্রতীন একটা রুট কজ অ্যানালিসিস করে দেখলে কেমন হয় কলকাতার কি সমস্যা? আর তা সিগনালে গান বাজিয়ে সমাধান করা যায় কিনা?
  • pi | 72.83.103.132 | ০৫ জুলাই ২০১১ ১৮:০৪479531
  • বাজে মানে খারাপ।
    বাজে মানে বাজে লাগলো।
  • Bratin | 122.248.183.1 | ০৫ জুলাই ২০১১ ১৮:৫৭479532
  • আকা, আমিও তো তাই বলছি। কিন্তু আমি বলতে চেয়েছি MIT বা হাভার্ড ইউনি র মতো কিছু করতে গেলে আরো অনেক কিছু দরকার। পড়ানোর সুযোগ/সুবিধে/ ভালো মাস্টারমশাই ( বিশেষ রং বিহীন ।তাদের নির্বাচন করা শুধু মাত্র মেরিটের ভিত্তিতে),রিসার্চ করোনোর জন্যে ভালো গাইড, স্বচ্ছ ছাত্র নির্বাচন (কেবলমাত্র মেরিটের ভিত্তিতে) । এই সব বলে চেয়েছিলাম। এক বার সব কিছু ঠিকঠাক হলে একটা প্রসেসে পড়ে যাবে। তার পরে সবকিছু ফলো করবে।

    আমার 9:36 পোস্ট দেখো। আমি পরিষ্কার বলেছি সৌন্দর্য্যায়ন নিশ্চয় ই দরকার। তবে তার প্রায়োরিটি পরে। আগে আছে রাস্তা,উড়াল পুল( নতুন এবং সারানো), জল-নিকাশী ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি।
  • Manish | 59.90.135.107 | ০৫ জুলাই ২০১১ ১৯:০২479535
  • কলকাতার হেরিটেজ অঞ্চল শুধু কেনো,আস্তে আস্তে পুরো কলকাতা থেকে বিলবোর্ড উচ্ছেদ করা শুরু হোক।আমি বামপন্থি হয়েও শোভনের শোভনাবর্দ্ধক এই কাজের সমর্থন করে যাবো।
  • aka | 168.26.215.13 | ০৫ জুলাই ২০১১ ১৯:০২479533
  • তাইলে বললে কেন হার্ভাড, এমআইটি কেউ তৈরি করতে পারে? পারে তো।

    যাক, মমতা যে এই সিগনালে সিগনালে গান বাজাচ্ছেন কারণ অন্যকিছু না কলকাতাকে লংডং করবেন বলেছিলেন সেই জন্য। ফোকটের পয়সা জলে দিচ্ছেন। অন্যের পয়সা খরচ করতে হলে আমিও এমনই করতাম। সমস্ত লোকাল ট্রেনে এসি লাগিয়ে দিতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন